এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  অন্য যৌনতা

  • কথোপকথন -- তিন

    admin লেখকের গ্রাহক হোন
    অন্য যৌনতা | ০৭ নভেম্বর ২০০৯ | ৪০৯ বার পঠিত
  • অন্য যৌনতা নিয়ে আমাদের পাঠকদের আর চারপাশের মানুষদের চিন্তাধারার কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি বেশ কিছুদিন ধরে। তারই অংশ হিসেবে কিছু প্রশ্ন নিয়ে পৌঁছানো হয়েছিল ভারত ও ভারবর্ষের বাইরের বেশ কিছু মানুষের কাছে, যাঁদের যৌন প্রবণতা ঠিক "সোজা' নয়। অনেকের উত্তর আমাদের হাতে এসেছে। আজ প্রকাশিত হল তার তৃতীয় কিস্তি।

    কোনো প্রশ্নের যেহেতু বঙ্গভাষীদের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকিনি বা থাকতে চাইনি, তাই মূল প্রশ্নগুলি ছিল ইংরিজিতে। অনুবাদ করেছেন একাধিক ব্যক্তি। ব্যক্তি বিশেষে ইন্টারপ্রিটেশন কেমন পাল্টে যায়, সেটাও পাঠের অংশ করে রাখার জন্যই।

    অনেক উত্তরদাতাই সবকটি প্রশ্নের উত্তর দেননি। সে জায়গাগুলি ফাঁকা রাখা হয়েছে। আমাদের তরফ থেকে সমস্ত উত্তরদাতাদের দুটি কথা জানানো হয়েছিল। এক, এর মধ্যে থেকে কোনো প্রশ্নের উত্তর দিতে না চাইলে নির্দ্বিধায় তাকে বাদ দিয়ে যাওয়া যেতে পারে। দুই, উত্তরদাতা চাইলে, ব্যক্তি-পরিচয় আর গোপনীয়তা সযত্নে রক্ষা করা হবে। অন্য যৌন জীবন যাপন করেন যাঁরা, গোপনে বা প্রকাশ্যে, তেমন যে কোনো ব্যক্তি এই আলোচনায় ভাগ নিতে যদি এগিয়ে আসেন, তাহলে খুব ভালো হয়। আপনার মূল্যবান মতামত আমাদের বোঝাবুঝির কাজে অনেকটা সাহায্য করবে।



            উত্তরমালা -- ৫

    নাম : মাইকেল

    বয়স : ২৫

    কি করেন : সফটওয়্যার ইঞ্জিনিয়ার

    যে দেশের নাগরিক : ভারত (মুম্বাই)

    অর্থনৈতিক অবস্থা : (???) মাসে ২০,০০০+ আয়

    আপনার বিয়ে সংক্রান্ত অবস্থান :

    ক) বিপরীত লিঙ্গের কারুর সাথে বিবাহিত বা এক সাথে থাকেন।
    খ) একই লিঙ্গের কারুর সাথে বিবাহিত বা এক সাথে থাকেন।
    গ) এখনও বিয়ে করেননি কিন্তু বিপরীত লিঙ্গের কারুর সাথে বিয়ে করতে বা এক সাথে থাকতে চান।
    ঘ) এখনও বিয়ে করেননি কিন্তু একই লিঙ্গের কারুর সাথে বিয়ে করতে বা এক সাথে থাকতে চান।
    ঙ) একাই থাকতে চান।


    ১। যৌনতা সম্পর্কে আপনি :

    ক) এমনিতে বিপরীতকামী বা স্ট্রেট কিন্তু সমকামী অভিজ্ঞতাও আছে।
    খ) দুই ধরণের সম্পর্কেই আগ্রহী অর্থাৎ বাই-কিউরিয়াস।
    গ) উভকামী এবং সেই সাথে সমকামের অভিজ্ঞতা আছে।
    ঘ) উভকামী
    ঙ) গে অথবা লেসবিয়ান
    চ) ট্রান্সসেক্সুয়াল
    ছ) ওপরের কোনটাই নয় (এক্ষেত্রে আপনি নিজেকে কি ভাবে দেখেন তা লিখুন)।

    ২। কবে থেকে আপনি জানতে পারলেন যে আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন অন্যদের থেকে আলাদা? (যেমন ধরুন ছোটবেলায় কি ধরণের খেলনা আপনার পছন্দ ছিলো সেখান থেকেই শুরু করতে পারেন।)

    উত্তর -- আমি গাড়ি নিয়ে খেলতাম। আমার মনে হয় ছোটবেলায় আমি একেবারেই স্বাভাবিক ছিলাম, মানে জানতামইনা যে আমি "গে'। আমার মোটামুটি ১৬-১৭ বছর বয়সে মনে হয় ব্যপারটা বুঝতে পারি।

    ৩। কত বছর বয়সে আপনি নিজের লিঙ্গের লোকদের প্রতি আকর্ষণ বোধ করতে শুরু করেন?

    উত্তর -- আমার মনে আছে যে যখন স্কুলে ক্লাস ফোরে পড়ি তখন সিনিয়র কে জি ক্লাসের একটা ছেলেকে আমার ভীষণ ভালো লাগতো। তখন অবশ্য এই ভালোলাগার মানেটা ঠিক বুঝিনি। কিন্তু এখন বুঝতে পারি। ওকে রোজ দেখতে না পেলে আমার চলতো না।

    ৪। যখন আপনি নিজের যৌনতা বুঝতে শুরু করেছেন সেই সময়ে কি আপনি এই সমকাম বা ট্রান্সসেক্সুয়ালিটি জাতীয় ব্যাপার গুলো জানতেন?

    উত্তর -- না, এগুলো সম্পর্কে আমার কোন ধারণাই ছিলোনা। প্রথম দিকে আমি বেশ ধাঁধায় পড়ে গেছিলাম।

    ৫। যখন আপনি নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন সম্পর্কে জানতে পেরেছিলেন আপনার প্রতিক্রিয়া কি হয়েছিলো?

    উত্তর -- বললাম তো, আমি প্রথমে খুবই ধাঁধায় পড়ে গেছিলাম। বছর দুয়েকের পরে আমি অবশ্য পুরোপুরি এটা মেনে নিই।

    ৬। আপনার এই সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি আপনার পছন্দ?

    ক) না:, একেবারেই নয়।
    খ) কিছু করার নেই, তাই মেনে নেবার চেষ্টা করছি।
    গ) আমি মেনে নিতে চেষ্টা করছি কিন্তু সময় লাগবে।
    ঘ) এমনি ঠিকই আছে, তবে সম্ভব হলে বদলে নিতাম।
    ঙ) কোন সমস্যাই নয়।
    চ) ওপরের কোনটাই নয় (আমাদের বলুন তাহলে কি আপনার বক্তব্য)।
    ছ) গে হওয়ায় আমি খুশি!

    ৭। মনে করুন ০ থেকে ১০ এর একটি স্কেলে ০ হলো পুরোপুরি স্বাভাবিক, ১০ হলো পুরোপুরি ট্রান্সসেক্সুয়াল যেখানে আপনি লিঙ্গ পরিবর্তন করেছেন বা করার কথা ভাবছেন। এই স্কেলে আপনি নিজেকে কত নম্বর দেবেন?

    উত্তর-- এই জেন্ডার কনফর্মিটি স্কেলটা ঠিক কি নিয়ে তা জানিনা। যদি শুধু আমার ব্যবহারের কথা জানতে চান তো বলব যে আমার আর সব পছন্দ-অপছন্দ খুবই স্বাভাবিক,একজন হেটেরো-সেক্সুয়াল মানুষের মতই। শুধু আমার যৌন চাহিদাটাই অন্য রকম। তবে আমি সেক্স বদলাতে চাইনা। আমি নিজেকে অ্যাকসেপ্ট করেছি বললামই তো।

    ৮। আপনার এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কথা কি অন্য কেউ জানেন? ( ইচ্ছে হলে একের বেশি উত্তরে দাগ দিতে পারেন।)

    ক) সবাইই জানেন
    খ) শুধু খুব কাছের বন্ধুরা জানেন
    গ) বন্ধুরা জানেন
    ঘ) পরিবারের লোকেরা জানেন
    ঙ) আত্মীয়রা /তুতো ভাই বোনেরা জানেন
    চ) সহকর্মীরা জানেন
    ছ) কেউই জানেন না


    ৯। আপনার এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কথা কাউকে না বলে থাকলে তার কারণ কি?

    প্রথমত: আমি চাই লোকে আমাকে আমার গুণের জন্য চিনুক, আমি কেমন মানুষ সেই দিয়ে আমার বিচার হোক, আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন দিয়ে নয়। দ্বিতীয়ত : আমি তো জানি যে হেটেরোসেক্সুয়াল দুনিয়ায় কেউ এই সমকামীতা ব্যপারটা ঠিক মতো বোঝে না, সবাই আমাদের নীচু চোখে দেখে। আমি চাইনা আমার জন্য আমার বাবা মাকে কোন মানসিক কষ্ট পেতে হয়।

    ১০। আপনি কি আপনার এই যৌন পছন্দের কথা লোককে জানাতে চান? নাকি এ নিয়ে আলোচনা আপনার তেমন পছন্দ নয়?

    উত্তর-- দুনিয়ার দৃষ্টিভঙ্গী যদি অন্যরকম হতো তো সবাইকেই জানাতাম। তবে সেটা হবে বলে তো মনে হয় না। পরে, নিজের কেরিয়ারে সফল হলে তখন জানাবো।

    ১১। আপনি আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে যখন কারুকে কিছু বলেছেন তখন তাঁদের প্রতিক্রিয়া কি রকম হয়েছিলো? যদি একটু বিশদে বলেন তো ভালো হয়।

    ১২। আপনার পারিবারিক, সামাজিক, শিক্ষাগত বা পেশাদারী জীবনে কি আপনার প্রতি অন্যদের কোনরকম বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করেছেন? বা কেউ কি আপনাকে কোন ভাবে অপদস্থ করার চেষ্টা করেছে? যদি বিশদে বলেন তো ভালো হয়।

    উত্তর--না,এরকম আমার সাথে কখনো হয়নি। আমি মেয়েলী নই, হয়তো সেইজন্যই হয়নি।

    ১৩। কারুর সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে সমাজে প্রচলিত কোন ধারণা বা মতকে আপনার মানতে সব চেয়ে বেশি আপত্তি হয়? এ নিয়ে চালু গণমাধ্যম গুলো যে ভূমিকায় রয়েছে তাতে কি আপনি খুশি?

    উত্তর-- আসলে দেখুন, বেশির ভাগ লোকেই আমাদের সম্পর্কে ভালো করে কিছুই জানেন না, জানতে চানও না। এই জন্য নানা রকম ভুল ধারণা তৈরী হয়েছে, সেগুলো মেনে নেওয়া খুব মুশকিল। যেমন ধরুন এঁরা ভাবেন যে এটা "অস্বাভাবিক', এটা "পাপ'। কেউ কেউ ভাবেন যে এইড্‌স এর মত এই ব্যপারটাও ছোঁয়াচে। কেউ ভাবেন এর জন্য পুরো মানুষ জাতিটাই সমস্যায় পড়বে। অবশ্য আমাদের মিডিয়া এখন খুব ভালো কাজ করছে। এই বিষয়টা নিয়ে এত ব্যপক ভাবে আলোচনা হচ্ছে এটা একটা খুব বড় ব্যপার। মিডিয়া আমাদের পাশে সত্যি দাঁড়িয়েছে।

    ১৪। বিয়ের সামাজিক গুরুত্ব সম্পর্কে আপনার মত কি? একই লিঙ্গের মানুষদের বিয়ে বা দত্তক নেবার অধিকার এগুলো নিয়ে আপনি কি কিছু ভাবেন?

    উত্তর-- দেখুন, বিয়ে মানে তো দুজন মানুষের এক হয়ে যাওয়া। দুজন মানুষ যাঁরা এ অন্যকে ভালোবাসেন, পুরো জীবনটা এক সাথে কাটাতে চান, দু:খের সময়ই হোক আর আনন্দের সময়ই হোক সব সময় এক সাথে থাকতে চান। তাই না? তাহলে সমকামীদের বেলাতেই বা সেটা অন্যরকম হবে কেন? দুজন সমকামী মানুষ ভালোবেসে একসাথে থাকলে, কোন বাচ্চাকে খুব ভালোবেসে বড় করতে চাইলে কেন বাধা দেওয়া হবে? শুধু অন্য লোকদের সেটা অদ্ভুত লাগে বলে?

    ১৫। সমাজে সমকামী বা ট্রান্সসেক্সুয়ালদের আজ যতটা মেনে নেওয়া হয় আপনি কি চান তাতে কোন পরিবর্তন আসুক? কি ভাবে এই পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন?

    উত্তর-- আমি তো কোন "বদল' দেখার আশাতেই সামনে তাকিয়ে আছি। কিন্তু অদূর ভবিষ্যতে সেরকম কিছু ঘটবে বলে তো মনে হয়না। আসলে আমাদের দেশের রাজনৈতিক আর ধর্মীয় নেতারা চাইলে অনেকের মানসিকতা বদলাতে পারেন। কিন্তু ওঁরা যদি এ নিয়ে কথা বলা থেকে এমনি ভাবে পিছিয়ে যান তাহলে তো কোর্ট কাছারীর চক্কর থেকে বেরোতে এই আইনের প্রচুর সময় লেগে যাবে।

    ১৬। এই প্রশ্ন গুলোর মধ্যে কোনো কিছু বাদ গেছে, বা থাকলে ভালো হতো এমন মনে হলে তা আমাদের বলুন।


            উত্তরমালা -- ৬

    নাম : মনোজ

    বয়স : ১৮

    কি করেন : ছাত্র

    যে দেশের নাগরিক : শ্রীলংকা

    অর্থনৈতিক অবস্থা : অন্যের ওপরে নির্ভরশীল

    আপনার বিয়ে সংক্রান্ত অবস্থান :

    ক) বিপরীত লিঙ্গের কারুর সাথে বিবাহিত বা এক সাথে থাকেন।
    খ) একই লিঙ্গের কারুর সাথে বিবাহিত বা এক সাথে থাকেন।
    গ) এখনও বিয়ে করেননি কিন্তু বিপরীত লিঙ্গের কারুর সাথে বিয়ে করতে বা এক সাথে থাকতে চান।
    ঘ) এখনও বিয়ে করেননি কিন্তু একই লিঙ্গের কারুর সাথে বিয়ে করতে বা এক সাথে থাকতে চান।
    ঙ) একাই থাকতে চান।

    ১। যৌনতা সম্পর্কে আপনি :

    ক) এমনিতে বিপরীতকামী বা স্ট্রেট কিন্তু সমকামী অভিজ্ঞতাও আছে।
    খ) দুই ধরণের সম্পর্কেই আগ্রহী অর্থাৎ বাই-কিউরিয়াস।
    গ) উভকামী এবং সেই সাথে সমকামের অভিজ্ঞতা আছে।
    ঘ) উভকামী
    ঙ) গে অথবা লেসবিয়ান
    চ) ট্রান্সসেক্সুয়াল
    ছ) ওপরের কোনটাই নয় (এক্ষেত্রে আপনি নিজেকে কি ভাবে দেখেন তা লিখুন)।

    ২। কবে থেকে আপনি জানতে পারলেন যে আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন অন্যদের থেকে আলাদা? (যেমন ধরুন ছোটবেলায় কি ধরণের খেলনা আপনার পছন্দ ছিলো সেখান থেকেই শুরু করতে পারেন।)

    উত্তর -- দেখুন, যেমন অনেকের ক্ষেত্রে শোনা যায় তেমনই আমিও যাকে বলে "যৌন নিগ্রহ' তার শিকার হয়েছিলাম। আমার যখন পাঁচ বছর বয়েস তখন আমাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়েছিলো। তখন ভাবতেও পারিনি যে এর জন্যে পরে আমার মানসিকতা কি ভাবে অ্যাফেক্টেড হতে পারে। যত বয়েস বাড়তে লাগলো আমি ততই সিনেমায়, টিভি তে ছেলেদের শরীর দেখে উত্তেজিত হতে লাগলাম। এখনও হই। যখন ষোল বছর হলো মোটামুটি তখন থেকেই আমি নিজের এই "ব্যপারটা' বুঝতে পারলাম। তখন "গে' বা "সমকাম' এই জিনিষ গুলোও জানলাম। মনে আছে, বাড়ির কাউকে না জানিয়ে আমি "ব্রোকব্যাক মাউন্টেন' সিনেমাটা দেখেছিলাম। তার পরেও পুরো দুটো বছর লেগেছে আমার নিজেকে নিজে মেনে নিতে।

    ৩। কত বছর বয়সে আপনি নিজের লিঙ্গের লোকদের প্রতি আকর্ষণ বোধ করতে শুরু করেন?

    উত্তর -- সত্যি বলতে কি বরাবরই আমার ছেলেদের প্রতি একটা অন্য রকম আকর্ষণ ছিলো। আপনি তো জানেনই যে দক্ষিণ ভারতে ছেলেরা ধুতি পরেন। তো ছোটবেলা থেকে যখনই কেউ ধুতি পরে সিঁড়ি দিয়ে উঠতেন আমি তখন তার তলা দিয়ে উঁকি মারতে চেষ্টা করতাম। অবশ্য তখন আমি এর মধ্যে কোন যৌনতা আছে তা বুঝতে পারিনি। আমি নিছক খেলা হিসেবেই এমন করতাম।

    ৪। যখন আপনি নিজের যৌনতা বুঝতে শুরু করেছেন সেই সময়ে কি আপনি এই সমকাম বা ট্রান্সসেক্সুয়ালিটি জাতীয় ব্যাপার গুলো জানতেন?

    উত্তর -- তখন তো আমি একদম কিছুই জানতাম না, কিন্তু পরে আস্তে আস্তে আমি এই সব বিষয় গুলো নিয়ে যা যা জানা সম্ভব মোটামুটি সবই জেনেছি। এখন অন্য কেউ আমার সেই সময়কার মত কনফিউজ্‌ড হলে তাকে আমি ভালো করে বুঝিয়ে বলতে পারবো।

    ৫। যখন আপনি নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন সম্পর্কে জানতে পেরেছিলেন আপনার প্রতিক্রিয়া কি হয়েছিলো?

    উত্তর -- আমার কোনদিনই মনে হয়নি যে এটা এমন কিছু ব্যপার যা পাল্টাতে হবে। সত্যি বলতে কি আমি যে "গে' এটা নিয়ে আমার কোনই সমস্যা নেই। আমি শুধু ব্যপারটা কি তা পুরোপুরি বুঝতে চেয়েছিলাম।

    ৬। আপনার এই সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি আপনার পছন্দ?

    ক) না:, একেবারেই নয়।
    খ) কিছু করার নেই, তাই মেনে নেবার চেষ্টা করছি।
    গ) আমি মেনে নিতে চেষ্টা করছি কিন্তু সময় লাগবে।
    ঘ) এমনি ঠিকই আছে, তবে সম্ভব হলে বদলে নিতাম।
    ঙ) কোন সমস্যাই নয়।
    চ) ওপরের কোনটাই নয় (আমাদের বলুন তাহলে কি আপনার বক্তব্য)।
    ছ) গে হওয়ায় আমি খুশি!

    ৭। মনে করুন ০ থেকে ১০ এর একটি স্কেলে ০ হলো পুরোপুরি স্বাভাবিক, ১০ হলো পুরোপুরি ট্রান্সসেক্সুয়াল যেখানে আপনি লিঙ্গ পরিবর্তন করেছেন বা করার কথা ভাবছেন। এই স্কেলে আপনি নিজেকে কত নম্বর দেবেন?

    উত্তর-- ০ দেবো,আমি একজন ঠিকঠাক মানুষ।

    ৮। আপনার এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কথা কি অন্য কেউ জানেন? ( ইচ্ছে হলে একের বেশি উত্তরে দাগ দিতে পারেন।)

    ক) সবাইই জানেন
    খ) শুধু খুব কাছের বন্ধুরা জানেন
    গ) বন্ধুরা জানেন
    ঘ) পরিবারের লোকেরা জানেন
    ঙ) আত্মীয়রা /তুতো ভাই বোনেরা জানেন
    চ) সহকর্মীরা জানেন
    ছ) কেউই জানেন না

    ৯। আপনার এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কথা কাউকে না বলে থাকলে তার কারণ কি?

    ১০। আপনি কি আপনার এই যৌন পছন্দের কথা লোককে জানাতে চান? নাকি এ নিয়ে আলোচনা আপনার তেমন পছন্দ নয়?

    উত্তর-- আমি জানাতে চাইনা, কিন্ত তার মানে তো এই নয় যে আমি লোককে মিথ্যে বলছি, বা কিছু জালিয়াতি করছি। আমি শুধু একটা কথা গোপন রেখেছি, নিজের ইচ্ছেয়। তাতে ক্ষতি কি আছে? কারুর যদি ছটা আঙুল থাকে সে কি এটা নিয়ে লোকের সাথে আলোচনা করতে যায়?

    ১১। আপনি আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে যখন কাউকে কিছু বলেছেন তখন তাঁদের প্রতিক্রিয়া কি রকম হয়েছিলো? যদি একটু বিশদে বলেন তো ভালো হয়।

    উত্তর : কিছুদিন আগে আমার কয়েকজন কাছের বন্ধুকে আমি আমার ওরিয়েন্টেশন নিয়ে বলেছি। শুধু একজন ছাড়া বাকি বন্ধুদের কাছে এটা কোন অস্বাভাবিক ব্যপারই নয়। ওরা আমাকে আগে যেভাবে দেখতো,এখনও তাইই দেখে।

    ১২। আপনার পারিবারিক, সামাজিক, শিক্ষাগত বা পেশাদারী জীবনে কি আপনার প্রতি অন্যদের কোনরকম বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করেছেন? বা কেউ কি আপনাকে কোন ভাবে অপদস্থ করার চেষ্টা করেছে? যদি বিশদে বলেন তো ভালো হয়।

    উত্তর--এখনও পর্যন্ত তো সেরকম কিছু হয়নি।

    ১৩। কারুর সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে সমাজে প্রচলিত কোন ধারণা বা মতকে আপনার মানতে সব চেয়ে বেশি আপত্তি হয়? এ নিয়ে চালু গণমাধ্যম গুলো যে ভূমিকায় রয়েছে তাতে কি আপনি খুশি?

    উত্তর-- আমাদের নিয়ে সাধারণ মানুষের ধারণা টা ঠিক নয়। ওঁদের এটা বুঝতে হবে যে গে বা লেসবিয়ান কেউ নিজের ইচ্ছেয় হয়না, এটা জন্ম থেকেই হয়। তবে সেইদিন খুব দূরে নয়।

    ১৪। বিয়ের সামাজিক গুরুত্ব সম্পর্কে আপনার মত কি? একই লিঙ্গের মানুষদের বিয়ে বা দত্তক নেবার অধিকার এগুলো নিয়ে আপনি কি কিছু ভাবেন?

    উত্তর-- আমি সমকামীদের বিয়ে, বাচ্চাদত্তক নেবার অধিকারকে পুরোপুরি সমর্থন করি। যদি একজন সিংগল পেরেন্ট দত্তক নিতে পারেন তো কোন সমকামী কাপ্‌ল্‌ পারবেন না কেন? অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে বাচ্চার জীবনে যেন এর কোন জের না পড়ে।

    ১৫। সমাজে সমকামী বা ট্রান্সসেক্সুয়ালদের আজ যতটা মেনে নেওয়া হয় আপনি কি চান তাতে কোন পরিবর্তন আসুক? কি ভাবে এই পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন?

    উত্তর-- নিশ্চয়ই। এখনই অনেকে এই ব্যাপারে অনেক সচেতন হয়েছেন। আমার মনে হয় তাড়াতাড়িই আরো অনেক বেশি বদল আসবে।

    ১৬। এই প্রশ্ন গুলোর মধ্যে কোনো কিছু বাদ গেছে, বা থাকলে ভালো হতো এমন মনে হলে তা আমাদের বলুন।

    উত্তর --আমি সমকামীদের মধ্যে অবাধ যৌনতা কিম্বা একচারীতা এই নিয়ে কিছু প্রশ্ন আশা করছিলাম। আসলে এটা সবার বোঝা দরকার যে সমকামীদের মধ্যেও ভালোবাসাটাই বড় ব্যাপার। শুধু যার তার সাথে শুয়ে পড়াটাই উদ্দেশ্য নয়। (আমার এক বন্ধু কে যখনি এই নিয়ে কিছু বলেছি, ওর প্রথম কথাই হচ্ছে আমি কারুর সাথে শুয়েছি কিনা! আর না শুয়ে থাকলে যেন দয়া করে না শুই সেই রকম একটা প্রমিসও আমাকে করতে বলে)।

    **লেখাদুটি অনুবাদ করেছেন কৃষ্ণকলি রায়

    ৭ই নভেম্বর, ২০০৯

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • অন্য যৌনতা | ০৭ নভেম্বর ২০০৯ | ৪০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন