এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  অন্য যৌনতা

  • কথোপকথন -- এক

    admin লেখকের গ্রাহক হোন
    অন্য যৌনতা | ৩০ আগস্ট ২০০৯ | ৭১২ বার পঠিত
  • অন্য যৌনতা নিয়ে আমাদের পাঠকদের আর চারপাশের মানুষদের চিন্তাধারার কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি বেশ কিছুদিন ধরে। তারই অংশ হিসেবে কিছু প্রশ্ন নিয়ে পৌঁছানো হয়েছিল ভারত ও ভারবর্ষের বাইরের বেশ কিছু মানুষের কাছে, যাঁদের যৌন প্রবণতা ঠিক "সোজা' নয়। অনেকের উত্তর আমাদের হাতে এসেছে। আজ প্রকাশিত হল তার প্রথম কিস্তি।

    কোনো প্রশ্নের যেহেতু বঙ্গভাষীদের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকিনি বা থাকতে চাইনি, তাই মূল প্রশ্নগুলি ছিল ইংরিজিতে। অনুবাদ করেছেন একাধিক ব্যক্তি। অনুবাদকদের কাজে কোনো হাত দেওয়া হয়নি। ব্যক্তি বিশেষে ইন্টারপ্রিটেশন কেমন পাল্টে যায়, সেটাও পাঠের অংশ করে রাখার জন্যই।

    অনেক উত্তরদাতাই সবকটি প্রশ্নের উত্তর দেননি। সে জায়গাগুলি ফাঁকা রাখা হয়েছে। আমাদের তরফ থেকে সমস্ত উত্তরদাতাদের দুটি কথা জানানো হয়েছিল। এক, এর মধ্যে থেকে কোনো প্রশ্নের উত্তর দিতে না চাইলে নির্দ্বিধায় তাকে বাদ দিয়ে যাওয়া যেতে পারে। দুই, উত্তরদাতা চাইলে, ব্যক্তি-পরিচয় আর গোপনীয়তা সযত্নে রক্ষা করা হবে। অন্য যৌন জীবন যাপন করেন যাঁরা, গোপনে বা প্রকাশ্যে, তেমন যে কোনো ব্যক্তি এই আলোচনায় ভাগ নিতে যদি এগিয়ে আসেন, তাহলে খুব ভালো হয়। আপনার মূল্যবান মতামত আমাদের বোঝাবুঝির কাজে অনেকটা সাহায্য করবে।



            উত্তরমালা -- ১

    নাম : ঋষু পান্ডে

    বয়স : ১৭

    কি করেন : ছাত্র

    যে দেশের নাগরিক : ভারত

    অর্থনৈতিক অবস্থা : চাকরি করিনা

    আপনার বিয়ে সংক্রান্ত অবস্থান :

    ক) বিপরীত লিঙ্গের কারুর সাথে বিবাহিত বা এক সাথে থাকেন।
    খ) একই লিঙ্গের কারু সাথে বিবাহিত বা এক সাথে থাকেন।
    গ) এখনও বিয়ে করেননি কিন্তু বিপরীত লিঙ্গের কারুর সাথে বিয়ে করতে বা এক সাথে থাকতে চান।
    ঘ) এখনও বিয়ে করেননি কিন্তু একই লিঙ্গের কারুর সাথে বিয়ে করতে বা এক সাথে থাকতে চান।
    ঙ) একাই থাকতে চান।

    ১। যৌনতা সম্পর্কে আপনি :

    ক) এমনিতে বিপরীতকামী বা স্ট্রেট কিন্তু সমকামী অভিজ্ঞতাও আছে।
    খ) দুই ধরণের সম্পর্কেই আগ্রহী অর্থাৎ বাই-কিউরিয়াস।
    গ) উভকামী এবং সেই সাথে সমকামের অভিজ্ঞতা আছে।
    ঘ) উভকামী
    ঙ)গে
    অথবা লেসবিয়ান চ) ট্রান্সসেক্সুয়াল

    ছ) ওপরের কোনটাই নয় (এক্ষেত্রে আপনি নিজেকে কি ভাবে দেখেন তা লিখুন)।

    ২। কবে থেকে আপনি জানতে পারলেন যে আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন অন্যদের থেকে আলাদা? (যেমন ধরুন ছোটবেলায় কি ধরণের খেলনা আপনার পছন্দ ছিলো সেখান থেকেই শুরু করতে পারেন।)

    উত্তর -- আমি ছোটবেলায় বার্বিডল নিয়ে খেলা করতে ভালোবাসতাম। ঠিক কবে যে বুঝতে পারলাম যে আমি একজন 'গে' তা অবশ্য মনে করতে পারবোনা। মানে, অনেক ছোট থেকেই আমি ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করতাম, কিন্তু 'গে' শব্দটা তো শিখলাম আমার চৌদ্দ বছর বয়েসে।

    ৩। কত বছর বয়সে আপনি নিজের লিঙ্গের লোকদের প্রতি আকর্ষণ বোধ করতে শুরু করেন?

    উত্তর -- নিতান্তই বাচ্চা ছিলাম !! মাত্র সাত আট বছর হবে !!

    ৪। যখন আপনি নিজের যৌনতা বুঝতে শুরু করেছেন সেই সময়ে কি আপনি এই সমকাম বা ট্রান্সসেক্সুয়ালিটি জাতীয় ব্যাপার গুলো জানতেন?

    উত্তর -- না,আমার তো তখন কোন ধারণাই ছিলোনা যে আমার মত আরো অনেক লোক আছেন যাঁরা এরকম নিজের লিঙ্গের লোকদের পছন্দ করেন। যখন জানতে পারলাম তখন খুব খুশি হয়েছিলাম।

    ৫। যখন আপনি নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন সম্পর্কে জানতে পেরেছিলেন আপনার প্রতিক্রিয়া কি হয়েছিলো?

    উত্তর -- সেরকম ভাবে কোন প্রতিক্রিয়া হয়নি। অবশ্য একটু অদ্ভুত লাগতো কেননা চারপাশে সবাইকে দেখতাম যে অন্য লিঙ্গের লোকদের প্রতিই বেশি আগ্রহ, শুধু আমারই নিজের লিঙ্গের লোকদের ভালো লাগতো। তবে তখন তো এই 'সমকাম' বা 'বিপরীতকাম' এই সব বুঝতামও না অত। তবে আমি ব্যাপারটা মেনে নিয়েছিলাম। এ নিয়ে আমার মানসিক অশান্তি কিছু ছিলোনা।

    ৬। আপনার এই সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি আপনার পছন্দ?

    ক) না:, একেবারেই নয়।
    খ) কিছু করার নেই, তাই মেনে নেবার চেষ্টা করছি।
    গ) আমি মেনে নিতে চেষ্টা করছি কিন্তু সময় লাগবে।
    ঘ) এমনি ঠিকই আছে, তবে সম্ভব হলে বদলে নিতাম।
    ঙ) কোন সমস্যাই নয়।
    চ) ওপরের কোনটাই নয় (আমাদের বলুন তাহলে কি আপনার বক্তব্য)।
    ছ) গে হওয়ায় আমি খুশি!

    ৭। নিজের যৌনতাকে আপনি কতখানি স্বাভাবিক মনে করেন? (মনে করুন ০ থেকে ১০ এর একটি স্কেলে ০ হলো পুরোপুরি স্বাভাবিক, ১০ হলো পুরোপুরি ট্রান্সসেক্সুয়াল যেখানে আপনি লিঙ্গ পরিবর্তন করেছেন বা করার কথা ভাবছেন।এই স্কেলে আপনি নিজেকে কত নম্বর দেবেন?)এবং কেন?

    উত্তর-- ০ দেবো কেননা আমি নিজেকে নিয়ে যথেষ্ট খুশি, লিঙ্গ পরিবর্তন করতেও চাইনা।

    ৮। আপনার এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কথা কি অন্য কেউ জানেন? ( ইচ্ছে হলে একের বেশি উত্তরে দাগ দিতে পারেন।)

    ক) সবাইই জানেন
    খ) শুধু খুব কাছের বন্ধুরা জানেন
    গ) বন্ধুরা জানেন
    ঘ) পরিবারের লোকেরা জানেন
    ঙ) আত্মীয়রা /তুতো ভাই বোনেরা জানেন
    চ) সহকর্মীরা জানেন
    ছ) কেউই জানেন না

    ৯। আপনার এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কথা যখন কেউ জানেননা তাহলে আপনি একে গোপন রাখতে চাইলেন না কেন?

    উত্তর-- আমার কাজিন তো জানে। ও একটু সুযোগ পেলেই আমার বাবা মাকে জানাবে। অবশ্য আমার একটু ভয় ভয় লাগছে যে বাবা মা মেনে নিতে পারবেন কিনা।

    ১০। আপনি কি আপনার এই যৌন পছন্দের কথা লোককে জানাতে চান? নাকি এ নিয়ে আলোচনা আপনার তেমন পছন্দ নয়?

    উত্তর-- আরে, লোককে জানিয়ে দিতে পারলে তো আমি খুশিই হবো! আমার তো তর সইছেনা যে বা মা কতদিনে জানবেন,আর ওঁদের মতটা কি হবে।

    ১১। আপনি আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে যখন কারুকে কিছু বলেছেন তখন তাঁদের প্রতিক্রিয়া কি রকম হয়েছিলো? যদি একটু বিশদে বলেন তো ভালো হয়।

    উত্তর-- আমার তুতো বোনকে বলেছিলাম। ওর তো এনিয়ে কোন সমস্যাই হয়নি। ও আমায় বলেছিলো যে এটা কোন অস্বাভবিক ব্যাপার নয়, এরকম হতেই পারে, এতে ভয় পাবার কিছু নেই। ও খুব সাপোর্টিভ, এমনকি এও বলেছে যে ও আমার জন্যে কোন ভালো ছেলের সন্ধান করবে।

    ১২। আপনার পারিবারিক, সামাজিক, শিক্ষাগত বা পেশাদারী জীবনে কি আপনার প্রতি অন্যদের কোনরকম বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করেছেন? বা কেউ কি আপনাকে কোন ভাবে অপদস্থ করার চেষ্টা করেছে? যদি বিশদে বলেন তো ভালো হয়।

    উত্তর--হ্যাঁ। আমি একটু মেয়েলী ধরণের, খেলাধুলো ভালোবাসিনা। এদিকে আমার ক্লাসের আর সব ছেলেরাই খেলা ভালোবাসে। এ নিয়ে আমাকে অনেকে ক্ষেপিয়েছে।

    ১৩। কারুর সেক্সুয়াল ওরিয়েন্টেশন ¡ নিয়ে সমাজে প্রচলিত কোন ধারণা বা মতকে আপনার মানতে সব চেয়ে বেশি আপত্তি হয়? এ নিয়ে চালু গণমাধ্যম গুলো যে ভূমিকায় রয়েছে তাতে কি আপনি খুশি?

    উত্তর-- এই যে সমকামিতাকে লোকে 'অস্বাভাবিক' বলে মনে করে এই জিনিষটা সত্যি আমাকে হতাশ করে, বিরক্তও লাগেনা তা নয়। আবার দেখুন সমাজের কিছু লোক এ সম্পর্কে বিশেষ কিছু জানেন না, কিন্তু না জেনেই ওঁরা একটা সিদ্ধান্তে চলে আসেন সেটা একেবারেই মেনে নেওয়া যায়না। হ্যাঁ প্রচার মাধ্যম গুলো যা করছে তাতে আমি খুশি। এখনকার নিউজ চ্যানেল গুলো যথেষ্ট সাপোর্টিভ, এটাই আমি আশা করেছিলাম যে হবে। তাছাড়া আজকাল সিনেমাতেও সমকাম বা সমকামী মানুষদের নিয়ে দেখানো হচ্ছে। এতে অন্তত দর্শকরা ভারতের সমাজে সমকামীদের সম্পর্কে কিছু জানতে তো পারছেন। আমার মনে হয় একটা মুক্তমনের সমাজ গড়ে তোলার রাস্তায় এটা বেশ বড় পদক্ষেপ।

    ১৪। বিয়ের সামাজিক গুরুত্ব সম্পর্কে আপনার মত কি? একই লিঙ্গের মানুষদের বিয়ে বা দত্তক নেবার অধিকার এগুলো নিয়ে আপনি কি কিছু ভাবেন?

    উত্তর-- দেখুন বিয়ে ব্যাপারটাকে আমি পুরোপুরি সমর্থন করি। আমিও চাইবো যে আমি যাকে ভালোবাসব তার সাথে আমার বিয়ে হোক। আর দত্তক নিতেও আমি চাইবো, কেননা আমারও একটা স্বপ্ন আছে যে আমার বাচ্চা থাকবে,আমি ওদের নাম দেবো, ওদের দেখাশোনা করবো। আমার ভাবতেই ভালো লাগে যে আমি কারু বাবা হয়েছি, 'বাবা' ডাকটা শুনতেই তো কত ভালো লাগবে, তাই না?

    ১৫। সমাজে সমকামী বা ট্রান্সসেক্সুয়ালদের আজ যতটা মেনে নেওয়া হয় আপনি কি চান তাতে কোন পরিবর্তন আসুক? কি ভাবে এই পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন?

    উত্তর-- নিশ্চয়ই! গোঁড়া ভারতীয় সমাজ 'গে' দের যেভাবে দেখে তাতে বদল আসুক তা ভীষণ ভাবে চাই। আমার মনে হয় আমাদের সমকামিতা নিয়ে আরো বেশি টিভি শো করা উচিৎ। ভারতীয়দের একটা বিরাট অংশ টিভিটাই সবচেয়ে বেশি দেখেন। এই ধরণের শো এর মধ্যে দিয়ে ওঁদের দেখানো যেতে পারে যে আমরা আর পাঁচটা লোকের থেকে আলাদা কিছু নই।ওঁদের মতই আমরাও ভালোবাসি, আমাদের পরিবারের জন্য ভাবি, আমাদের আবেগ আছে, সবই আছে। ফারাকটা শুধু এই যে আমরা সারা জীবনের সঙ্গী হিসেবে নিজের লিঙ্গের লোকদের বেছে নিই, আর ওঁরা নেন বিপরীত লিঙ্গের। আমরা সমকামী মানে এই নয় যে সেটাই আমাদের একমাত্র পরিচয়। আমরাও কারু ছেলে বা মেয়ে, কারু ভাই বা বোন, কারু বন্ধু। আর পাঁচটা সাধারণ মানুষের মতই আমাদেরও জীবনের ঝড় ঝাপ্টার মধ্যে দিয়ে যেতে হয়। আমরা আদৌ আলাদা কিছু নই। এই সমস্ত কিছু যদি টিভিতে দেখানো যায় তাহলে হয়তো অনেকেই বুঝতে পারবেন যে আমাদের মানুষ হিসেবে চেনার আগেই ওঁরা যে ধারণা করে নিয়ে এতদিন চলতেন সেটা ঠিক ছিলোনা।

    ১৬। এই প্রশ্ন গুলোর মধ্যে কোনো কিছু বাদ গেছে, বা থাকলে ভালো হতো এমন মনে হলে তা আমাদের বলুন।


            উত্তরমালা -- ২

    নাম: অনিকেত

    বয়স: ২৯

    পেশা: ইঞ্জিনিয়ার

    নাগরিকত্ব: ভারতীয়

    অর্থনৈতিক অবস্থান: চাকুরীরত

    মারিটাল স্টেটাস:

    ক) বিপরীত লিঙ্গের ব্যক্তির সাথে বিবাহ/সহবাস সম্পর্কে আছেন
    খ) সমলিঙ্গের ব্যক্তির সাথে বিবাহ/সহবাস সম্পর্কে আছেন
    গ) অবিবাহিত ,কিন্ত বিপরীত লিঙ্গের কারুর সাথে বিয়ে বা সহবাসের কথা ভাবছেন
    ঘ) অবিবাহিত ,কিন্ত সম লিঙ্গের কারুর সাথে বিয়ে বা সহবাসের কথা ভাবছেন
    ঙ) বিয়ে/সহবাস করার ইচ্ছে নেই।

    ১) আপনি নিজেকে কি ভাবে দেখতে পছন্দ করেন?

    ক) স্ট্রেট কিন্তু কিছু সমকামী অভিজ্ঞতা হয়েছে
    খ) বাই-কিউরিয়স
    গ) বাই-সেক্সুয়াল
    ঘ) সমকামী কিন্তু গে/লেসবিয়ান হিসেবে চিহ্নিত হতে পছন্দ করি না
    ঙ) গে/লেসবিয়ান
    চ) ট্রান্সসেক্সুয়াল
    ছ) ওপরের কোনোটিই নয় (এ ক্ষেত্রে নির্দিষ্টভাবে লিখুন)

    ২) আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন/ প্রেফারেন্স যে অন্যদের থেকে আলাদা-এই নিয়ে কবে ও কিভাবে সচেতন হতে শুরু করলেন? (ছোটবেলাই কি ধরনের খেলনা ভালবাসতেন থেকে শুরু করতে পারেন)

    ১৪ বছর বয়সে আমি প্রথম বুঝতে শুরু করি আমি আলাদা। তখন নগ্ন মেয়ের ছবির থেকে নিজের নগ্ন শরীর আমায় পাগল করত বেশী। আমি আয়নার সামনে দাঁড়িয়ে অন্য পুরুষদের(বয়সে ছোট , বড়) নিয়ে ফ্যান্টাসি করতাম। আমার পাশে কোন সুন্দর ছেলে বসলে বা ছুঁলে আমার erection হত। আমি কখনো মেয়েদের নিয়ে , তাদের স্তন নিয়ে, বা বন্ধুবান্ধবদের সেক্স-বিষয়ক কথাবার্তায় উৎসাহিত বোধ করিনি।

    ৩) কখন থেকে আপনি সমলিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করতে শুরু করেন?

    ১৪ বছর বয়স থেকে। স্কুলের একটি ছেলের ওপর আমার ছিল। আমি সবসময় ওর সাথে কথা বলার চেষ্টা করতাম, ওর কাছে আসার চেষ্টা করতাম, ব্ল্যাঙ্ক কল দিতাম ওর গলা শোনার জন্য। এক প্রতিবেশীর কেও খুব ভাল লাগত। এফ টিভি র মডেল ও হলিউড তারকাদের প্রতিও আকর্ষন বোধ করতাম। পরে, কলেজ হোস্টেলের একজন ছেলে আমায় ছুঁতে আসত, আমায় ফিল করত, আমি সেগুলোতে আনন্দ পেতাম। একজন জুনিয়রের সাথে আমার অ্যাফেয়ার ছিল। ওকে আমি সমকামী ভাবতাম কিন্ত পরে জানতে পারি ও স্ট্রেট বা বাইসেক্সুয়াল। আমাদের কিছু যৌন অভিজ্ঞতাও হয়েছিল। আমি ওকে ভালবাসতাম। দেহের চাহিদার থেকে মনের টান বেশী ছিল আমাদের সম্পর্কে । আমরা মাঝে মধ্যে ঝগড়া করলেও খুব তাড়াতাড়ি একে অন্যের রুমে এসে মিটিয়ে নিতাম, কখনও কখনও চুমু খেয়ে।

    ৪) আপনি যখন নিজের ওরিয়েন্টেশান বুঝতে শুরূ করলেন, তখন হোমোসেক্সুয়ালিটি/ট্রানসেক্সুয়ালিটি নিয়ে কতখানি জানতেন?

    খুব বেশী না। শুধু এটুকুই জানতাম ছেলেদের ভাল লাগত।

    ৫) নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশান বোঝার পর আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি ছিল?

    বোঝা টা একবারে আসে নি। তাই শক বা অস্বস্তি ছিল না কখনও। তবে মাঝেসাঝে বন্ধুরা খেপাত, মেয়েদের সাথে মিশি না বলে, জুনিয়রের সাথে ঘনিষ্ঠতা নিয়ে। কখনও কখনো, সেগুলো অপমানজনক লাগত।

    ৬) এখন কি আপনি আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন/ প্রেফারেন্স নিয়ে স্বচ্ছন্দ?

    ক) একদমই নয়
    খ) চেষ্টা করছি, কেননা তাছাড়া কোন উপায় নেই
    গ) চেষ্টা করছি, আরেকটু সময় লাগবে
    ঘ) স্বচ্ছন্দ, কিন্তু পাল্টাতে ইচ্ছুক।
    ঙ) সম্পুর্ণ স্বচ্ছন্দ
    চ) ওপরের কোনোটিই নয় (এ ক্ষেত্রে স্পেসিফিকালি লিখুন)

    ৭) জেন্ডার নন-কনফর্মিটি স্কেলে আপনি নিজেকে কোথায় রাখবেন (০= সম্পুর্ণ জেন্ডার কনফর্ম, ১০= ট্রান্সসেক্সুয়াল, সেক্স চেঞ্জ করতে আপত্তি নেই)? কেন?

    ৮) আপনার ওরিয়েন্টেশন/ প্রেফারেন্স কি আপনার চারপাশের লোকেরা জানেন? (একাধিক উত্তর চলবে)

    ক) সবাই জানে
    খ) খুব কাছের বন্ধুরা জানে
    গ) বন্ধুরা জানে
    ঘ) বাড়ির লোকজন জানে
    ঙ) আত্মীয়রা জানে
    চ) কর্মক্ষেত্রে জানে
    ছ) কেউ জানে না

    ৯) অন্যরা না জেনে থাকলে না জানানোর কারণ কি?

    ১০) আপনি কি অন্যদের আপনার ওরিয়েন্টেশানের কথা জানাতে চান, না এ নিয়ে কথা না বলাই ভাল মনে করেন?
    কথা না বলাই ভাল মনে করি।

    ১১) অন্যদের কে জানিয়ে থাকলে তাদের প্রতিক্রিয়া কি ছিল? বিশদে জানান।

    ইউরোপিয়ান সহকর্মী: বন্ধুর মত আমার পাশে থেকেছে,সমর্থন যুগিয়েছে। আমার সবচেয়ে ভাল বন্ধু।

    ইউরোপিয়ান ম্যানেজার: বন্ধুসুলভ, পাশে থেকে আমায় খুব সাহায্য করেছে।

    অ্যামেরিকান সহকর্মী(প্রাক্তন): পাশে থেকেছে,সাহস যুগিয়েছে।

    ভারতীয় সহকর্মী: আমার ব্যাপারটা নিয়ে কোন সমস্যা ছিল না, ডিপ্রেসান কাটাবার উপায় জিগেস করতে আমাকে কাউন্সেলারের সাথে যোগাযোগ করতে সাহায্য করে।

    প্রাক্তন সহকর্মী ও বন্ধু: বন্ধুর মত খুব, ট্রমা ও অনেক ব্যক্তিগত সমস্যায় আমার পাশে থেকেছে।

    ছোটবেলার বন্ধু: আগে ছেলেটি হোমোফোবিক ছিল, এখন আমাকে নিয়ে ওর একেবারেই কোন সমস্যা নেয়। ও আমাকে খুব ভালবাসে, আর কেমন আছি জানতে রোজ কল করে। ছোটবেলার থেকে ওকে এখন আমার বেশী কাছের মনে হয়, আগের থেকে আমার ভালর জন্য বেশী চিন্তিত।

    মা: খুব কান্নাকাটি করে। আমার একাকিত্ব আর ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তা করে।অমায়ের এই ব্যাপারে একেবারেই কোন সচেতনতা নেই। মা ভাবে আমি সমকামী নই।অএমনিতে আমাই খুব ভালবাসে আর দেখাশোনা করে।

    বাবা: সবথেকে ভয় পেয়েছিলাম বাবার প্রতিক্রিয়া দেখে। প্রাচন্ড রাগী ও ডমিনাটিং। এখনো আমায় জোর করেন বিয়ে করতে। আমার সাথে বেশী কথা বলেন না। বাজে সঙ্গ, ইয়োরোপিয়ান বন্ধুদের ছেড়ে, মেয়ে দেখে বিয়ে করে নেবার ব্যাপারে জোর করেন।

    দাদা: সবচেয়ে হতাশ হই দাদার ব্যবহারে। দাদা মনে করে আমি গে নই। আর যদি হই, দাদা চাই আমি নিজেকে জোর করে বদলে ফেলি। এ ব্যাপারে দাদা অনড়, আমার দাবী অনুভুতি গুলোকে পাত্তা দেয় না।

    ১২। আপনি কি কখনো পরিবারে, সমাজে, শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কোন বৈষম্য, teasing বা abuse-এর শিকার হয়েছেন? বিশদে জানান।

    কলেজ বন্ধুদের থেকে হয়েছি। ওরা সন্দেহ করত আমি গে, কিন্তু আমি নিজে কখনো স্বীকার করিনি। করলে টীসিং হত খুব। বাড়িতে বাবা আর দাদার জন্য বেশ কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। শারীরিক তথয়ড়ন না হলেও, মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলাম।

    ১৩) ব্যক্তি বিশেষের সেক্সুয়াল ওরিয়েন্টেশান নিয়ে সমাজে প্রচলিত কোন মতামত বা দৃষ্টিভঙ্গি আপনার সবথেকে অগ্রাহ্য মনে হয়? এ বিষয়ে মেনস্ট্রীম মিডিয়ার ভুমিকা নিয়ে আপনি খুশী?

    সমাজে মানুষ সমকামিতাকে একটা রোগ হিসেবে দেখে, ওদের কাছে এটা স্বাভাবিকতা থেকে একটা বিচ্যুতি । ওরা মনে করে, এটি একটি মানসিক সমস্যা যা সারিয়ে তোলা যায়। লোকজনের ধারনা সমকামীরা বিকারগ্রস্ত লম্পট। ওরা বোঝে না সমকামী সম্পর্কে ভালবাসা, আবেগ, মনের গুরুত্ব কতখানি।
    আমি মিডিয়ার ভুমিকা নিয়ে পরোপুরি খুশী নই। ওরা সমাকামীদের সামনে নিয়ে আসার চেষ্টা করলেও আখেরে লাভের থেকে ক্ষতি বেশী হচ্ছে। সমকামীদের নিয়ে প্রচলিত ধ্যানধারনা ও ভাবমূর্তি গুলোই বারবার তুলে ধরা হচ্ছে। নপুংসক, transvestite আর flamboyant দের ওপরেই প্রচারের আলো বেশী। এভাবে মিডিয়া কিছু ভুল ধারনা ছড়িয়ে দিচ্ছে। আমার বাড়ির লোকজন আর বন্ধুরা ভাবে যেহেতু আমি সমকামী, আমি ওপরের যে কোন একটা,-- যেন এদের একটাও না হলে আমি গে হতে পারি না।

    ১৪) বিয়ে নামক সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আপনার কি মত? সমলিঙ্গ বিবাহ ও adoption rights নিয়ে আপনার বক্তব্য কি?

    প্রেম, বিয়ে সহবাস, আর বাচ্চা নেওয়ার সবার সমান অধিকার থাকা উচিত।

    ১৫) হোমোসেক্সুয়াল/ট্রান্সসেক্সুয়াল দের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন দেখতে চান? কিভাবে এই পরিবর্তন আসবে বলে মনে হয়?

    হ্যাঁ, অবশ্যই দেখতে চাই।
    এর দায়িত্ব সম্পূর্ণ ভাবে সমকামীদের,মিডিয়া ও ধর্মীয় সংগঠনগুলির ওপর। কেন? কারণ সমকামী দের সেভাবেই সামনে আসা উচিত যেভাবে ওরা চায় মানুষ ওদের দেখুক। আমি ওদের কে বলব, নিজের মত থাকুন, স্বাভাবিকভাবে । নিজের যৌনতা নিয়ে বড় বেশী সোচ্চার হবেন না। মনে রাখবেন,আপনার যৌনতা আপনার ব্যক্তিগত, এ নিয়ে যত বেশী চেঁচাবেন, সনাজ তত বেশী ভয় পাবে।
    মিডিয়ার গে দের নিয়ে স্টিরিওটাইপিং বন্ধ করা উচিত। পরিবর্তে, "মিল্ক' এর মত মুভি দেখানো হোক, যাতে সাধারন মানুষ সমকামীদের বুঝতে পারে। সমকামিতা ও সেক্স কে একাসনে বসাবেন না। কারন দুটো এক নয়।
    ভারতবর্ষ খুব বেশী মাত্রায় ধর্মীয়। তাই ধর্মীয় সংগঠনগুলির দায় সমকামিতা কে মেনে নেবার ও সম্মান দেবার। একবার ওরা মেনে নিলে, সমাজ ও মানবে।

    ১৬) যদি কোন বিষয় থেকে থাকে যা এই questionnaire এ আসা উচিত ছিল কিন্তু আসেনি, তা নিয়ে আলোচনা করুন। কিভাবে একজন শিশু বাড়ির লোকদের সামনে নিজের সেক্সুয়ালিটির বিষয়টি আনবে, তা নিয়েও লিখুন।



    ** লেখাদুটি অনুবাদ করেছেন কৃষ্ণকলি রায় ও ঋতেন মিত্র।
    আগস্ট ৩০, ২০০৯
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • অন্য যৌনতা | ৩০ আগস্ট ২০০৯ | ৭১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন