এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • বুলবুলভাজা  অন্য যৌনতা

  • কথোপকথন - চার

    admin লেখকের গ্রাহক হোন
    অন্য যৌনতা | ২০ ডিসেম্বর ২০০৯ | ৪৩৭ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • অন্য যৌনতা নিয়ে আমাদের পাঠকদের আর চারপাশের মানুষদের চিন্তাধারার কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি বেশ কিছুদিন ধরে। তারই অংশ হিসেবে কিছু প্রশ্ন নিয়ে পৌঁছানো হয়েছিল ভারত ও ভারবর্ষের বাইরের বেশ কিছু মানুষের কাছে, যাঁদের যৌন প্রবণতা ঠিক "সোজা' নয়। অনেকের উত্তর আমাদের হাতে এসেছে। আজ প্রকাশিত হল তার চতুর্থ কিস্তি।

    যেহেতু বঙ্গভাষীদের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকিনি বা থাকতে চাইনি, তাই মূল প্রশ্নগুলি ছিল ইংরিজিতে। অনেক উত্তরদাতাই সবকটি প্রশ্নের উত্তর দেননি। সে জায়গাগুলি ফাঁকা রাখা হয়েছে। আমাদের তরফ থেকে সমস্ত উত্তরদাতাদের দুটি কথা জানানো হয়েছিল। এক, এর মধ্যে থেকে কোনো প্রশ্নের উত্তর দিতে না চাইলে নির্দ্বিধায় তাকে বাদ দিয়ে যাওয়া যেতে পারে। দুই, উত্তরদাতা চাইলে, ব্যক্তি-পরিচয় আর গোপনীয়তা সযত্নে রক্ষা করা হবে। অন্য যৌন জীবন যাপন করেন যাঁরা, গোপনে বা প্রকাশ্যে, তেমন যে কোনো ব্যক্তি এই আলোচনায় ভাগ নিতে যদি এগিয়ে আসেন, তাহলে খুব ভালো হয়। আপনার মূল্যবান মতামত আমাদের বোঝাবুঝির কাজে অনেকটা সাহায্য করবে।




            উত্তরমালা -- ৭

    নাম : টি এস।

    বয়স : ২১

    কি করেন : ছাত্র

    যে দেশের নাগরিক : ভারত

    অর্থনৈতিক অবস্থা : বাবা মায়ের ওপরে নির্ভরশীল

    আপনার বিয়ে সংক্রান্ত অবস্থান :

    ক) বিপরীত লিঙ্গের কারুর সাথে বিবাহিত বা এক সাথে থাকেন।
    খ) একই লিঙ্গের কারু সাথে বিবাহিত বা এক সাথে থাকেন।
    গ) এখনও বিয়ে করেননি কিন্তু বিপরীত লিঙ্গের কারুর সাথে বিয়ে করতে বা এক সাথে থাকতে চান।
    ঘ) এখনও বিয়ে করেননি কিন্তু একই লিঙ্গের কারুর সাথে বিয়ে করতে বা এক সাথে থাকতে চান।
    ঙ) একাই থাকতে চান।

    উত্তর - (ঘ) অথবা (ঙ)।

    ১। যৌনতা সম্পর্কে আপনি :

    ক) এমনিতে বিপরীতকামী বা স্ট্রেট কিন্তু সমকামী অভিজ্ঞতাও আছে।
    খ) দুই ধরণের সম্পর্কেই আগ্রহী অর্থাৎ বাই-কিউরিয়াস।
    গ) উভকামী এবং সেই সাথে সমকামের অভিজ্ঞতা আছে।
    ঘ) উভকামী
    ঙ) গে অথবা লেসবিয়ান
    চ) ট্রান্সসেক্সুয়াল
    ছ) ওপরের কোনটাই নয় (এক্ষেত্রে আপনি নিজেকে কি ভাবে দেখেন তা লিখুন)।

    উত্তর - সম্ভবত (খ) কারণ আমি যে ছেলেদের প্রতি উৎসাহী এটা আমি জানি কিন্তু মেয়েদের সম্পর্কে আমার কোন আকর্ষণ আছে কিনা সেটা এখনও ঠিক জানিনা। অবশ্য আমি জানার জন্যে সেরকম চেষ্টাও করিনি।

    ২। কবে থেকে আপনি জানতে পারলেন যে আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন অন্যদের থেকে আলাদা? (যেমন ধরুন ছোটবেলায় কি ধরণের খেলনা আপনার পছন্দ ছিলো সেখান থেকেই শুরু করতে পারেন।)

    উত্তর - ওরকম ভাবে ঠিক কিছু বলা যাবেনা কেননা আমি তো পুতুল আর গাড়ি দুই নিয়েই খেলতাম। আমার ধারণা যখন আমার ১৪ বছর বয়েস হল সেই সময়ে আমি এই ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। মানে তখন জেনেছি যে "গে' বলে কিছু হয়, আর নিজেকে যেন তার সাথে মেলাতে পারছি, এরকম একটা ব্যপার। তবে নিজেকে "গে' ভাবতেও কেমন যেন লাগতো!

    ৩। কত বছর বয়সে আপনি নিজের লিঙ্গের লোকদের প্রতি আকর্ষণ বোধ করতে শুরু করেন?

    উত্তর - আমার আট বছর বয়েস থেকেই আমি ছেলেদের বেশি দেখতাম। তখন অবশ্য কোন যৌন আকর্ষণ ছিলোনা বলেই আমার ধারণা। তবে মেয়েদের থেকে ছেলেদেরই বেশি দেখতাম এটা ঠিক।

    ৪। যখন আপনি নিজের যৌনতা বুঝতে শুরু করেছেন সেই সময়ে কি আপনি এই সমকাম বা ট্রান্সসেক্সুয়ালিটি জাতীয় ব্যাপার গুলো জানতেন?

    উত্তর - দেখুন আমি নিজেই নিজের যৌনতা নিয়ে খুব একটা ভাবতে চাইতামনা। গত বছর আমার এক বন্ধুকে এই সব নিয়ে বলি, তার আগে কি রকম যেন নিজেকেই আমি এসব নিয়ে ভাবতে বাধা দিতাম। বছর দুয়েক আগে থেকে অবশ্য আমি এই জাতীয় জিনিষগুলো নিয়ে অনেক কিছু জেনেছি। সেই থেকে আস্তে আস্তে নিজেকে বুঝছি। জানিনা এটা আপনার প্রশ্নের উত্তর হলো কিনা।

    ৫। যখন আপনি নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন সম্পর্কে জানতে পেরেছিলেন আপনার প্রতিক্রিয়া কি হয়েছিলো?

    উত্তর - বললাম তো, এগুলো নিয়ে আমি একদম ভাবতে চাইতামনা, যদ্দিন না আমার বন্ধুকে এসব খুলে বলি। ওও বলল যে এটা কোন বড় ব্যাপার নয়। এই নিয়ে পরে অনেক কিছু জেনেছি বলে একটু অন্যরকম লাগে। নাহলে আগে আমি নিজের মধ্যে এই একটা সমকামী সত্ত্বা আছে এটা ভাবলে খুব অস্বস্তি বোধ করতাম, এমনকী চেপেও রাখতে চাইতাম, বা পারলে কোনভাবে এটা পাল্টে ফেলতে চাইতাম। আবার সমকামিতা নিয়ে কোন কথা উঠলেও আমার শুনতে খুব অস্বস্তি লাগত।

    ৬। আপনার এই সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি আপনার পছন্দ?

    ক) না:, একেবারেই নয়।
    খ) কিছু করার নেই, তাই মেনে নেবার চেষ্টা করছি।
    গ) আমি মেনে নিতে চেষ্টা করছি কিন্তু সময় লাগবে।
    ঘ) এমনি ঠিকই আছে, তবে সম্ভব হলে বদলে নিতাম।
    ঙ) কোন সমস্যাই নয়।
    চ) ওপরের কোনটাই নয় (আমাদের বলুন তাহলে কি আপনার বক্তব্য)।
    ছ) গে হওয়ায় আমি খুশি!

    উত্তর - কোন সমস্যা নয়। এখন আর এ নিয়ে আমার কোন অস্বস্তি নেই।

    ৭। নিজের যৌনতাকে আপনি কতখানি স্বাভাবিক মনে করেন? (মনে করুন ০ থেকে ১০ এর একটি স্কেলে ০ হলো পুরোপুরি স্বাভাবিক, ১০ হলো পুরোপুরি ট্রান্সসেক্সুয়াল যেখানে আপনি লিঙ্গ পরিবর্তন করেছেন বা করার কথা ভাবছেন। এই স্কেলে আপনি নিজেকে কত নম্বর দেবেন?) এবং কেন?

    উত্তর - এই ভাবে ঠিক নম্বর দিতে পারবনা। তবে এটুকু বলতে পারি যে আমার মাঝে মধ্যে অন্য রকম পোশাক আশাক পরতে ইচ্ছে হয়। অবশ্য একটু ভয় ভয় লাগে বলে তা করিনা। না না, অন্য কেউ কি ভাবল সেই নিয়ে ভয় নয়। তবে নিজেরই কেমন লাগে আর কি। তবে ধরুন চোখে কাজল পরতে আমার বেশ লাগবে। বা এই যে আমি একটু মেয়েলী ভাবে বসি, হাঁটি, বা হাত নাড়াই, এ নিয়েও আমার কোনো সমস্যা নেই।

    ৮। আপনার এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কথা কি অন্য কেউ জানেন? ( ইচ্ছে হলে একের বেশি উত্তরে দাগ দিতে পারেন।)

    ক) সবাইই জানেন
    খ) শুধু খুব কাছের বন্ধুরা জানেন
    গ) বন্ধুরা জানেন
    ঘ) পরিবারের লোকেরা জানেন
    ঙ) আত্মীয়রা/তুতো ভাই বোনেরা জানেন
    চ) সহকর্মীরা জানেন
    ছ) কেউই জানেন না

    ৯। আপনার এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কথা কাউকে না বলে থাকলে তার কারণ কি?

    ১০। আপনি কি আপনার এই যৌন পছন্দের কথা লোককে জানাতে চান? নাকি এ নিয়ে আলোচনা আপনার তেমন পছন্দ নয়?

    উত্তর - আমি চাই যে সবাই জানুক আমি "গে'। এই যে কেমন যেন কিছু একটা চেপে রাখা, এই জিনিষটা আমার ভাল লাগেনা। এ নিয়ে আলোচনা করতে আমার কোন আপত্তি নেই, কারণ বললামই তো যে চাই সবাই আমার এই ব্যপারটা জেনে যাক। তবে খুব বেশি ব্যক্তিগত প্রশ্ন উঠলে আমার অস্বস্তি লাগে।

    ১১। আপনি আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে যখন কারুকে কিছু বলেছেন তখন তাঁদের প্রতিক্রিয়া কী রকম হয়েছিল? যদি একটু বিশদে বলেন তো ভাল হয়।

    উত্তর - আমি কাউকে কাউকে বলেছি, কিন্তু তার মানেই এ নয় যে আমি পুরোপুরি নিজেকে প্রকাশ করতে পেরেছি। যাই হোক, আমি কয়েকজন বন্ধুকে এ নিয়ে বলেছি, আমার বোনকেও বলেছি। সবাইই আমাকে খুব সাপোর্ট করেছে। বলেছে যে এ নিয়ে আলোচনা করতে ওদের কোন অসুবিধে নেই, আমাকে উৎসাহও দিয়েছে।

    ১২। আপনার পারিবারিক, সামাজিক, শিক্ষাগত বা পেশাদারী জীবনে কি আপনার প্রতি অন্যদের কোনরকম বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করেছেন? বা কেউ কি আপনাকে কোন ভাবে অপদস্থ করার চেষ্টা করেছে? যদি বিশদে বলেন তো ভালো হয়।

    উত্তর - না, এরকম আমার সাথে কখনো হয়নি।

    ১৩। কারুর সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে সমাজে প্রচলিত কোন ধারণা বা মতকে আপনার মানতে সব চেয়ে বেশি আপত্তি হয়? এ নিয়ে চালু গণমাধ্যমগুলো যে ভূমিকায় রয়েছে তাতে কি আপনি খুশি?

    উত্তর - না সেরকম কিছু নেই। আমি বরং বিয়ে বা মোনোগ্যামি নিয়ে কড়াকড়িগুলোরই বিরুদ্ধে। কারোর সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে কিছু বলার নেই। দেখুন চালু মিডিয়াগুলোতে তো সেই সব দেখায় যেগুলো আমরা খবরে দেখতে পাই। তো ঠিকই আছে। আমার কোন সমস্যা নেই সে নিয়ে। অন্তত ToI, Indian Express, The Hindu, DNA এই সব খবরের কাগজগুলো এই ব্যাপারটা যথেষ্ট ভালো ভাবেই হ্যান্ডল্‌ করে। আবার কয়েকটা নিউজ চ্যানেল ( Times Now, Headlines Today, NDTV and some others ) এরা বেশ ভালভাবে সব করছে। তবে আমার এটা মনে হয় যে বলিউডি সিনেমাগুলো ঠিকঠাক নয়। ওরা তো ধরাবাঁধা ওরিয়েন্টেশনের ব্যপারেই একটু বেশি পুশ করে।

    ১৪। বিয়ের সামাজিক গুরুত্ব সম্পর্কে আপনার মত কি? একই লিঙ্গের মানুষদের বিয়ে বা দত্তক নেবার অধিকার এগুলো নিয়ে আপনি কি কিছু ভাবেন?

    উত্তর-- সমকামীদের বিয়ের অধিকার থাকা উচিৎ অবশ্যই। আর দত্তক নিতে পারলেও সেটা যথেষ্ট ভালো জিনিষ।

    ১৫। সমাজে সমকামী বা ট্রান্সসেক্সুয়ালদের আজ যতটা মেনে নেওয়া হয় আপনি কি চান তাতে কোন পরিবর্তন আসুক? কি ভাবে এই পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন?

    উত্তর - হ্যাঁ, কয়েকটা বদল নিশ্চয়ই দেখতে চাই। আমার মনে হয় সব সমকামী লোকেরা যদি এগিয়ে আসেন তাহলে একটা পরিষ্কার ছবি ফুটে উঠবে, যেটা স্ট্রেট মানুষদের বুঝতে সাহায্য করবে যে গে মানুষরা সমাজে ঠিক কি ভাবে আছেন। তারপর ধরুন "গে' রা যদি সোশ্যাল নেটওয়ার্কের সাইটগুলোতে আরো বেশি পার্টিসিপেট করেন, নিজেদের "প্রো-গে' যুক্তিগুলো নিয়ে আলোচনা করেন তো অনেক কাজ হবে, সমাজ অনেক ভালো ভাবে বুঝতে পারবে। তারপরে মিডিয়াও যদি সমকামী আর "ট্রান্সসেক্সুয়াল' মানুষদের জীবনটা ঠিক মতো তুলে ধরে তাহলে চালু ধ্যান-ধারণাগুলো অনেক বদলাবে মনে হয়।

    ১৬। এই প্রশ্নগুলোর মধ্যে কোনো কিছু বাদ গেছে, বা থাকলে ভালো হতো এমন মনে হলে তা আমাদের বলুন।

    উত্তর - কয়েকটা জিনিষ জানতে পারলে ভালোই লাগবে যেমন ধরুন কেউ যখন জানতে পারলো যে কেউ "গে' তখন তারা কি ভাবল। আমার ক্ষেত্রে কোন সমস্যা হয়নি (আমার মা মেনে নেন নি ঠিকই, তবে এখন আর ও নিয়ে কথা হয়না)। তারপরে ধরুন কেউ কতজন নিজের লিঙ্গের লোকের সাথে শুয়েছেন ,কিন্তু স্বীকার করেন না যে তিনি সমকামী। আরো জানতে ইচ্ছে করে যে বাড়ির লোক বা বন্ধুদের এ নিয়ে জানাবার আগে কতখানি আন্দাজ করা যায় যে তাঁরা এই সমকাম নিয়ে কতটা জানেন। বা তাঁদের বলার পরে সেই ধারণাগুলো কতটা বদলায়।




            উত্তরমালা - ৮

    নাম : পি কে এস

    বয়স : ৪৬

    কি করেন : যোগ ও ব্যায়াম শিক্ষক, কলেজে অবৈতনিক শিক্ষক

    যে দেশের নাগরিক : যুক্তরাষ্ট্র

    অর্থনৈতিক অবস্থা : বার্ষিক আয় ৪৫,০০০ মার্কিন ডলার

    আপনার বিয়ে সংক্রান্ত অবস্থান :

    ক) বিপরীত লিঙ্গের কারুর সাথে বিবাহিত বা এক সাথে থাকেন।
    খ) একই লিঙ্গের কারুর সাথে বিবাহিত বা এক সাথে থাকেন।
    গ) এখনও বিয়ে করেননি কিন্তু বিপরীত লিঙ্গের কারুর সাথে বিয়ে করতে বা এক সাথে থাকতে চান।
    ঘ) এখনও বিয়ে করেননি কিন্তু একই লিঙ্গের কারুর সাথে বিয়ে করতে বা এক সাথে থাকতে চান।
    ঙ) একাই থাকতে চান।

    ১। যৌনতা সম্পর্কে আপনি :

    ক) এমনিতে বিপরীতকামী বা স্ট্রেট কিন্তু সমকামী অভিজ্ঞতাও আছে।
    খ) দুই ধরণের সম্পর্কেই আগ্রহী অর্থাৎ বাই-কিউরিয়াস।
    গ) উভকামী এবং সেই সাথে সমকামের অভিজ্ঞতা আছে।
    ঘ) উভকামী
    ঙ) গে অথবা লেসবিয়ান
    চ) ট্রান্সসেক্সুয়াল
    ছ) ওপরের কোনটাই নয় (এক্ষেত্রে আপনি নিজেকে কি ভাবে দেখেন তা লিখুন)।

    ২। কবে থেকে আপনি জানতে পারলেন যে আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন অন্যদের থেকে আলাদা? (যেমন ধরুন ছোটবেলায় কি ধরণের খেলনা আপনার পছন্দ ছিলো সেখান থেকেই শুরু করতে পারেন।)

    উত্তর - আমি যখন ক্লাস এইটে পড়ি তখন বুঝতে পেরেছিলাম। তখন আমার বয়স বারো।

    ৩। কত বছর বয়সে আপনি নিজের লিঙ্গের লোকদের প্রতি আকর্ষণ বোধ করতে শুরু করেন?

    উত্তর - বারো বছর বয়সে।

    ৪। যখন আপনি নিজের যৌনতা বুঝতে শুরু করেছেন সেই সময়ে কি আপনি এই সমকাম বা ট্রান্সসেক্সুয়ালিটি জাতীয় ব্যাপারগুলো জানতেন?

    উত্তর - বেশি কিছু জানতাম না।

    ৫। যখন আপনি নিজের সেক্সুয়াল ওরিয়েন্টেশন সম্পর্কে জানতে পেরেছিলেন আপনার প্রতিক্রিয়া কি হয়েছিলো?

    উত্তর - ভয় লেগেছিল।

    ৬। আপনার এই সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি আপনার পছন্দ?

    ক) না:, একেবারেই নয়।
    খ) কিছু করার নেই, তাই মেনে নেবার চেষ্টা করছি।
    গ) আমি মেনে নিতে চেষ্টা করছি কিন্তু সময় লাগবে।
    ঘ) এমনি ঠিকই আছে, তবে সম্ভব হলে বদলে নিতাম।
    ঙ) কোন সমস্যাই নয়।
    চ) ওপরের কোনটাই নয় (আমাদের বলুন তাহলে কি আপনার বক্তব্য)।
    ছ) গে হওয়ায় আমি খুশি!

    ৭। নিজের যৌনতাকে আপনি কতখানি স্বাভাবিক মনে করেন? (মনে করুন ০ থেকে ১০ এর একটি স্কেলে ০ হলো পুরোপুরি স্বাভাবিক, ১০ হলো পুরোপুরি ট্রান্সসেক্সুয়াল যেখানে আপনি লিঙ্গ পরিবর্তন করেছেন বা করার কথা ভাবছেন। এই স্কেলে আপনি নিজেকে কত নম্বর দেবেন?) এবং কেন?

    উত্তর - শূণ্য। নিজের লিঙ্গ নিয়ে আমার কোন রকম সন্দেহ নেই।

    ৮। আপনার এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কথা কি অন্য কেউ জানেন? ( ইচ্ছে হলে একের বেশি উত্তরে দাগ দিতে পারেন।)

    ক) সবাইই জানেন
    খ) শুধু খুব কাছের বন্ধুরা জানেন
    গ) বন্ধুরা জানেন
    ঘ) পরিবারের লোকেরা জানেন
    ঙ) আত্মীয়রা/তুতো ভাই বোনেরা জানেন
    চ) সহকর্মীরা জানেন
    ছ) কেউই জানেন না

    ৯। আপনার এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনের কথা কাউকে না বলে থাকলে তার কারণ কি?

    ১০। আপনি কি আপনার এই যৌন পছন্দের কথা লোককে জানাতে চান? নাকি এ নিয়ে আলোচনা আপনার তেমন পছন্দ নয়?

    উত্তর - এই নিয়ে কেউ আলোচনা করতে চাইলে আমি খুব খুশিই হব।

    ১১। আপনি আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে যখন কারুকে কিছু বলেছেন তখন তাঁদের প্রতিক্রিয়া কি রকম হয়েছিল? যদি একটু বিশদে বলেন তো ভাল হয়।

    উত্তর - কারুর কোনরকম প্রতিক্রিয়া হয়নি।

    ১২। আপনার পারিবারিক, সামাজিক, শিক্ষাগত বা পেশাদারী জীবনে কি আপনার প্রতি অন্যদের কোনরকম বৈষম্যমূলক আচরণ লক্ষ্য করেছেন? বা কেউ কি আপনাকে কোন ভাবে অপদস্থ করার চেষ্টা করেছে? যদি বিশদে বলেন তো ভালো হয়।

    উত্তর - কখনো এরকম কিছু হয়নি।

    ১৩। কারুর সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে সমাজে প্রচলিত কোন ধারণা বা মতকে আপনার মানতে সব চেয়ে বেশি আপত্তি হয়? এ নিয়ে চালু গণমাধ্যমগুলো যে ভূমিকায় রয়েছে তাতে কি আপনি খুশি?

    উত্তর - যৌনতা নিয়ে সমাজের কি দৃষ্টিভঙ্গী তাতে আমি খুব বেশি পাত্তা দিইনা। মিডিয়া যা করছে তাতে আমি খুশি।

    ১৪। বিয়ের সামাজিক গুরুত্ব সম্পর্কে আপনার মত কি? একই লিঙ্গের মানুষদের বিয়ে বা দত্তক নেবার অধিকার এগুলো নিয়ে আপনি কি কিছু ভাবেন?

    উত্তর - এ নিয়ে কিছু বলতে চাই না।

    ১৫। সমাজে সমকামী বা ট্রান্সসেক্সুয়ালদের আজ যতটা মেনে নেওয়া হয় আপনি কি চান তাতে কোন পরিবর্তন আসুক? কি ভাবে এই পরিবর্তন আসতে পারে বলে আপনি মনে করেন?

    উত্তর - হ্যাঁ, পরিবর্তন দেখতে চাই। আমার ধারণা, যৌনতা নিয়ে লোকজনের সচেতনতা বাড়লেই শুধু মাত্র এই জাতীয় পরিবর্তন আসতে পারে।

    ১৬। এই প্রশ্নগুলোর মধ্যে কোনো কিছু বাদ গেছে, বা থাকলে ভালো হতো এমন মনে হলে তা আমাদের বলুন।

    **লেখাদুটি অনুবাদ করেছেন কৃষ্ণকলি রায়।

    ২০শে ডিসেম্বর, ২০০৯

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক।
  • অন্য যৌনতা | ২০ ডিসেম্বর ২০০৯ | ৪৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন