এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • aranya | 154.160.226.53 (*) | ২২ আগস্ট ২০১২ ০৩:১৬90156
  • লেখক প্রথমেই বলেছেন, 'এ লিখন ব্যক্তি-আমি কেন্দ্রিক', আবেগ থাকবে প্রত্যাশিত-ই ছিল।

    শেষ লাইন-টা 'রবীন্দ্রনাথের পর সুমনের মত লিরিসিস্ট বা সুরকার হয়নি' - অবশ্যই লেখকের ব্যক্তিগত মত, প্রমাণ বা অপ্রমাণ কোনটাই করা সম্ভব নয়, সাবজেক্টিভ।

    'হিমাংশু দত্তর কথা, জ্ঞানপ্রকাশ ঘোষের কথা, বাংলা গানের বহু সুরকার এবং লিরিসিস্টদের নাম আজ আম বাঙালি জানে স্রেফ সুমনের দৌলতে' - এই বাক্যে 'স্রেফ'-এর বদলে 'অনেকটাই' বা 'মুখ্যত' বললে ঠিক হত, অবশ্য তা নিয়েও দ্বিমত থাকতে পারে :-)।
  • ন্যাড়া | 213.110.238.17 (*) | ২২ আগস্ট ২০১২ ০৩:৪৯90151
  • এই লেখাটা আমার খুব পছন্দ হয়েছে। যে লেখাতেই এরকম অমোঘ উক্তি থাকে, তাই-ই আমার পছন্দ হয়। যেমন নিউটনের গতিসূত্র; যেমন ওহম'স ল; দেখুন কত সহজে লেখক জানালেন "রবীন্দ্রনাথের পর সুমনের মত লিরিসিস্ট বা সুরকার হয়নি ভাইটি। বোনটিও। পিরিয়ড।"

    প্রমাণটিও আমার মতন করে মোটমুটি বুঝে নিয়েছি। আঠারো বছর আগে সুমনের জন্যে লেখকের কোমরে ছ-ঘরার পিস্তল উঠেছিল। কাজে রবীন্দ্রনাথের পরেই সুমন। কিউ-ই-ডি।

    সবাই নিউটন নয়, কেউ কেউ নিউটন।
  • -তাতিন | 127.197.74.19 (*) | ২২ আগস্ট ২০১২ ০৪:২৯90157
  • ্ধুর এরকম শেষ অনুচ্ছেদ নিয়ে লেখা দাঁড়ায় না। যদি বলতেন, রবীন্দ্রনাথ গুণের মধ্যে বহুপ্রজ, সাড়ে পাঁচহাজারি না হয়েও সুমন তার থেকে বড় লেভেলের লিরিসিস্ট, তাহলে ব্যাপারটা জমতো বেশি। আরও জমত যদি তথ্য তত্ত্ব দিয়ে সেটা প্রমাণ করে ফেলতেন
  • -tatin | 127.197.74.19 (*) | ২২ আগস্ট ২০১২ ০৪:৩০90158
  • ইন ফ্যাক্ট আমি হলে সুমনকে সেভ করতে পিস্তল নিয়ে গেছিলাম না লিখে দলবল মিলে সুমনকে ক্যালাতে গেছিলাম জাতীয় কিছু লিখতাম-
  • শ্রী | 127.194.10.49 (*) | ২২ আগস্ট ২০১২ ০৫:১৭90159
  • প্রত্যেক লেখক প্রত্যেক গায়ক এর আলাদা আলাদা পাঠক আলাদা আলাদা শ্রোতা থাকেন।। সুমনের যেমন শ্রোতা আছে তেমন নচিকেতার, চন্দ্রোবিন্দুর বা শিলাজিতেরো আছে।। কাউকেই ছোট করে দেখা ঠিক নয়।। যার যেরকম পছন্দ।। আমার লেখাটি ভালো লেগেছে।। Pre suman আর post suman কে খুঁজে পাওয়া গেল।। লেখক নিজের অনেক টা অনুভুতি share করলেন।। স্মৃতি ঢেলে দিয়েছেন।। লেখকের নিজের জায়গা থেকে যেরকম মনে হয়েছে লিখেছেন।। বেশ করেছেন লিখে।।

    তবে উপরিল্লেখিত লেখাটির সব টা মেনে নিয়েও রবীন্দ্রনাথের পর সুমনের মত লিরিসিস্ট বা সুরকার হয়নি এটা মেনে নেওয়া গেলোনা।।
  • শ্রী | 127.194.10.49 (*) | ২২ আগস্ট ২০১২ ০৫:১৭90160
  • প্রত্যেক লেখক প্রত্যেক গায়ক এর আলাদা আলাদা পাঠক আলাদা আলাদা শ্রোতা থাকেন।। সুমনের যেমন শ্রোতা আছে তেমন নচিকেতার, চন্দ্রোবিন্দুর বা শিলাজিতেরো আছে।। কাউকেই ছোট করে দেখা ঠিক নয়।। যার যেরকম পছন্দ।। আমার লেখাটি ভালো লেগেছে।। Pre suman আর post suman কে খুঁজে পাওয়া গেল।। লেখক নিজের অনেক টা অনুভুতি share করলেন।। স্মৃতি ঢেলে দিয়েছেন।। লেখকের নিজের জায়গা থেকে যেরকম মনে হয়েছে লিখেছেন।। বেশ করেছেন লিখে।।

    তবে উপরিল্লেখিত লেখাটির সব টা মেনে নিয়েও রবীন্দ্রনাথের পর সুমনের মত লিরিসিস্ট বা সুরকার হয়নি এটা মেনে নেওয়া গেলোনা।।
  • ekada bhakta | 131.241.218.132 (*) | ২২ আগস্ট ২০১২ ০৬:০৪90152
  • 'লিরিসিস্ট ও সুরকার' হিসেবে সলিল চৌধুরী কে ভুলে যেও না ভক্ত ভাইটি বোন টি । সুমন নিজেই সলিল চৌধুরী কে নিজের অনেক ওপারে রেখেছেন। period
    হিমাংশউ দত্ত জ্ঞানপ্রকাশ ঘোষ দের বাঙালি চিনলো নাকি সুমনের দৌলতে। এত আবেগে গ্যাদ গ্যাদে লেখা পড়ে হাসি পায়
    আর সুরকার? শচীন কত্তা,নচিকেতা ঘোষ বা হেমন্ত মুখোপাধ্যায় দের কথা ভুলে গেলে ভাইটি ?
  • Sucheta sengupta | 132.160.37.81 (*) | ২২ আগস্ট ২০১২ ০৭:২৩90153
  • oi bidhisammato satarkeekaran ta bodhoy bondhugan...bhalo kore poren ni.otay to spaosto je jini likhechhen,gotata e taar nijaswo upolobdhir katha.
    jak,tobuo kono aabeg gyadgyade ;ekha apnader hasir udrek kore jeneo shanti.otir boro obhab je prithibite...dhonyobaad
  • Sucheta sengupta | 132.160.37.81 (*) | ২২ আগস্ট ২০১২ ০৭:২৪90154
  • oi bidhisammato satarkeekaran ta bodhoy bondhugan...bhalo kore poren ni.otay to spaosto je jini likhechhen,gotata e taar nijaswo upolobdhir katha.
    jak,tobuo kono aabeg gyadgyade ;ekha apnader hasir udrek kore jeneo shanti.otir boro obhab je prithibite...dhonyobaad
  • j | 230.227.106.153 (*) | ২২ আগস্ট ২০১২ ১১:৫৯90155
  • মনে হল কোন ভক্ত একাগ্র চিত্তে "মনসাদেবীর পাঁচালী" পড়ছে

    এইরকম গ্যাদগ্যাদে পদরেণুচাটা লেখা কোন পার্টি মাউথপিসেও বেরোয় না , এমনক্ষী জাগো বাংলাতেও না!
  • aranya | 154.160.226.53 (*) | ২৩ আগস্ট ২০১২ ০২:৫৫90166
  • সুমনের মানের লিরিক, ঐ কোয়ালিটি কোয়ান্টিটির কম্বিনেশনে আর কি, মানে অনেক অনেক ভাল লিরিক, আর কে কে লিখেছেন, সেটা সিরিয়াসলি জানতে চাই।
  • ... | 69.160.210.2 (*) | ২৩ আগস্ট ২০১২ ০৫:৫৮90161
  • মেনে না নিয়ে রবীন্দ্রনাথের পর সুমনের মত আর কে কে লিরিক লিখেছেন বলে দিলেই হয়।
  • শ্রী | 127.194.1.168 (*) | ২৩ আগস্ট ২০১২ ০৮:২৯90162
  • প্রথমত 'সুমনের মত' কেনই বা লিখতে যাবেন কেউ?! নিজের মতো লিখলে হবেনা?!! সব সময় কারোর না কারোর মতোই লিখতে হবে? রবীন্দ্রনাথের পর সুমনের আগে এবং পরে অনেকেই আছেন।। শুধু তারা রবীন্দ্রনাথের মত বা সুমনের মত না লিখে নিজের মতন লিখেছেন।। 'মত' ব্যাপার টি বাদ দিলে অবশ্যই আর কে কে লিখেছেন বলবো।।
  • aka | 85.76.118.96 (*) | ২৩ আগস্ট ২০১২ ১০:২৬90167
  • সুমনের এহেন ভক্তবৃন্দ এবং পরিতোষরা আখেরে সুমনের ক্ষতিই করেছে। আপাদমস্তক ট্র্যাশ নিয়েও লোকের আদিখ্যেতা দেখলে তাই মনে হয়। যদ্দিন সুমন বোঝেন নি যে সুমন আসলে সুমন তদ্দিন মণিমুক্তো বেরিয়েছে যবে থেকে বুঝলেন র‌্যাদার ভক্তবৃন্দের আহাউহু তে মজলেন ট্র্যাশ বেরতে থাকল।
  • Suman Chakraborty | 132.248.183.1 (*) | ২৩ আগস্ট ২০১২ ১১:১৮90163
  • বড্ড "উলু" দেওয়া ধরনের লেখা। বাঙালির আবেগ বলে কথা । গায়ক কে প্রফেট না বানানো অব্দি শান্তি নেই :) তবে ওই আর কি। লেখক এর ব্যক্তিগত মতামত :) । সব ই সুমন এর জন্য করতে বা জানতে পারছেন নতুন বাঙালি।
  • ekada vakta | 131.241.218.132 (*) | ২৩ আগস্ট ২০১২ ১১:৩৩90164
  • লিরিক্সের দিক থেকে চন্দ্রিল বা শ্রীজাত (কবি এখান লিরিসিস্ট ) বা সৈকত কুন্ডু বা অনিন্দ্য (পরশ পাথর ও শহর) পিছিয়ে কি? লিরিক্স মানে তাতে "লাল নিশান"," যৌথ খামার ", "দিন বদল" ব্লা ব্লা থাকতেই হবে তার মাথার দিব্যি কে দিয়েছে? কি বললেন ? এরা অনেক ঝুল ও লেখে? সে তো এই গান ওলাও "ধরা যাক আজ রোববার" লিখেছে । দাড়ি দাদু ও লিখেছে।
  • .... | 69.160.210.2 (*) | ২৩ আগস্ট ২০১২ ১২:০১90165
  • "মতো" সরিয়ে নিলাম বোঝার অসুবিধে হলে। নিজের মতোই লিখুক। লেখার কোয়ালিটিতে অন্ততঃ সুমনের লেভেলে গেছে আর কে কে? নির্দ্বিধায় বলুন।

    @একদা ভক্ত। সুমনের পাশে অনিন্দ্য আসে না। কোয়ালিটি কোয়ান্টিটির কম্বিনেশনে আসে না। লেভেলে আসে না। তবে সৈকত কুন্ডুর নাম করলেন দেখে ভালো লাগল। এঁকেই দেখুন, প্রচার না পেলে প্রতিভা কোথায় স্থান পায়। কজন শুনেছে এঁর নাম?
    আর যাঁরা পিছিয়ে কিনা জানতে চাইছেন, আপনিই বলুন তাঁদের আপনি লিরিকের গুণগত মানে সুমনের চেয়ে এগিয়ে রাখবেন কি?

    জীবনে ৫টা কি ১০টা ভালো লিরিক লিখেছে এমন লোকজনকে নিশ্চয় আপনারা গুনছেন না, যখন তুলনাটা রবীন্দ্রনাথ আর সুমনের মধ্যে করছেন !!
  • ekada vakta | 131.241.218.132 (*) | ২৪ আগস্ট ২০১২ ০১:২৫90177
  • আরে ডট ডট আহ্চ্চা বেশ অনিন্দ্য কে বাদ দিন। চন্দ্রিল শ্রীজাত বা সৈকত সম্পর্কে আপনার তাহলে আপত্তি নেই তো?
    এবার ২-৫ গান নিয়ে - সুমনের বয়স টা দেখুন। উনি এত দিন ধরে যত সৃষ্টি করেছেন তার তুলনায় সংখ্যার দিক থেকে চন্দ্রিল শ্রীজাত বা সৈকত রা এমনি ই পিছিয়ে থাকবে কারণ এরা অনেক কম দিন সময় পেয়েছে তুলামূলক ভাবে। শিল্পী তো আর মেশিন নয় (বা দাড়ি দাদু নয়) যে রোজ কলের মেশিনে কালজয়ী গান তৈরী হবে। কিন্তু ওই যে কথায় আছে মর্নিং শোস দা ডে । আর চন্দ্রিল বা শ্রীজাত বা সৈকত কুন্ডু রা বোধহয় দু পাঁচটা গান লেখেনি। একটু শুনেই দেখুন না । কিন্তু ঐযে বলেছিলাম চোখে লাল সেলামের ঠুলি পরে বসে থাকলে কিন্তু আপনার মানে হতেই পরে গান টা "জীবন মুখী" হলো না । মৌসুমী ভৌমিক , কাজী কামাল নাসের , পল্লব কীর্তনীয়া তপন সিনহা এরাও কিন্তু ভালই লিখত এখন অবশ্য লেখে কিনা জানিনা । নচি ও বেশ কিছু গান ভালো ই লিখেছে ।
    যাইহোক সলিল চৌধুরী কে সুমনের আগে রেখেছেন সুমন নিজেই ।
    কাউকে বড় করে দেখানো মানে কিন্তু অন্যদের ছোট করে দেখানো নয়।
  • cb | 127.194.72.149 (*) | ২৪ আগস্ট ২০১২ ০১:২৬90178
  • মেরি কম গানটা অদ্ভুত ভালো, জাস্ট শুনলাম
  • ......... | 69.160.210.2 (*) | ২৪ আগস্ট ২০১২ ০২:১৫90179
  • একদা ভক্ত, ভালোবাসা রইল। ঋজু নামে একটি ছেলে কে চিনতাম। সে ছাড়া এই সব নাম একসাথে আর কারো মুখে শুনি নি।
  • ন্যাড়া | 132.179.34.48 (*) | ২৪ আগস্ট ২০১২ ০২:২২90180
  • একগাদা ডটবাবুর মনে হয় কম্প্রিহেনশন ডেফিশিয়েন্সি আছে। আমার ঠিক কোন কথায় যে উনি ধরে নিলেন যে আমি সুমনকে রবীন্দ্রনাথের চেয়ে বড় লিরিসিস্ট ধরেছি - সেটা বোঝা দুষ্কর। কারণ এই খেলাটা আমি খেলছি না। সময় ধরার নিরিখে আমি অন্ততঃ বড়-ছোট মাপি না।
  • ....... | 69.160.210.2 (*) | ২৪ আগস্ট ২০১২ ০২:৩৬90181
  • -- এ কথা বলাই যায় সুমন তাঁর সময়টাকে যেভাবে ধরেছেন, গানের কথা দিয়ে সমকালীন শ্রোতাদের সঙ্গে যেরকম সংযোগ ঘটাতে পেরেছেন - সম্ভবতঃ রবীন্দ্রনাথও তা পারেননি।

    -- সুমন রবীন্দ্রনাথের চেয়ে স্লাইট বেটার লিরিসিস্ট (অন্ততঃ নিজের সময় কে ধরা, আর সমকালীন শ্রোতার সঙ্গে সংযোগ ঘটানোর নিরিখে) এ কথা কিন্তু আপনি ইতিমধ্যে বলে ফেলেছেন।

    খুব ভুল বুঝলাম?
  • aranya | 154.160.226.53 (*) | ২৪ আগস্ট ২০১২ ০২:৫৩90182
  • @.... , সেমসাইড করলাম কোথায় ? সুরকার সুমন সম্বন্ধে কিছুই বলি নি তো। শুধু গানের কথা, লিরিকের কথাই বলেছি।
  • ........ | 69.160.210.2 (*) | ২৪ আগস্ট ২০১২ ০৩:১২90183
  • তাই তো বলছি। এরমধ্যে আবার সলিল আনছেন কেন? সুরকার হিসেবে তুলনা তো হচ্ছে না। সেখানে সুমন নেই। রবীন্দ্রনাথ আর সুমনের মধ্যে গুচ্ছ গুচ্ছ মানুষ আছেন সুরকার হিসেবে। ইন ফ্যাক্ট সুরকার সুমন পাতি ট্র্যাশ। আর লিরিসিস্ট হিসেবে তো সলিল আসেনই না এই গোণাগুনতিতে।

    --সলিল ছাড়া রবীন্দ্রনাথের পর সুমনের মাপের বা আরও ভাল লিরিসিস্ট ... লিখলেন বলেই খামোকা ""নজরুলসাহেব অন্ততঃপক্ষে সলিল চৌএর থেকে বড় গীতিকার"" টা খেয়ে গেলেন।
  • aranya | 154.160.226.53 (*) | ২৪ আগস্ট ২০১২ ০৩:২৩90184
  • @... , সলিলের নিজের লেখা গান ভাল নয়?

    তাতিন, আমি ঐ রেশিও-টার কথাই ভাব্ছিলাম, সুমনের ভাল গানের তুলনায় খারাপ গানের সংখ্যা অকিঞ্চিৎকর।

    আর যে গান গুলোকে তুমি ট্র্যাশ বলছ, সেগুলোকে ট্র্যাশ বলবে না সো-সো বলবে ? সুমনের পক্ষে আপাদমস্তক ট্র্যাশ গান লেখা বেশ মুশকিল :-) ।

    বুকের ভেতর বৃষ্টি - টা আউটলায়ার, ওটা তো ক্লাসিকাল গাওয়ার চেষ্টা (অবশ্যই অক্ষম চেষ্টা), ভাল কথা বসানোর কোন দরকার ছিল না।
  • .......... | 69.160.210.2 (*) | ২৪ আগস্ট ২০১২ ০৩:৩৩90185
  • অরণ্য, মাইরি, রবীন্দ্রনাথ আর সুমনের মধ্যে লিরিসিস্ট হিসেবে সলিল কে নিয়ে এলে আর খেলা যাবে না। পুরো স্ট্রাকচারটা ঘেঁটে দিচ্ছেন। আপনি মশাই কার দলে সত্যি করে বলুন তো। তাতিন আর ন্যাড়াদাবাবুর হাত ধরে আমরা সুমনকে দাদুর চেয়ে স্লাইট এগিয়ে দিতে চলেছিলাম .... ঃ-(

    আর আপাদমস্তক ট্র্যাশ গান লেখা মুশকিল কি? সাবিনার জন্যে যা লিখেছে লোকটা অধিকাংশই ভাটস্য ভাট। ডুয়েটগুলো মোস্ট অসহ্য। ধুর এই রিসোর্স নিয়ে বেশিক্ষণ আর টানা আবে না।

    একদা ভক্ত যে '৯৫ এর মাধ্যমিক হবেনই, সেকথা গ্যারান্টি দিয়ে বলে আমি চললুম।
  • শান্তনু | 190.234.147.128 (*) | ২৪ আগস্ট ২০১২ ০৩:৪৪90186
  • বাংলা গানের ধারাবাহিকতায় সুমন বাংলা গানের পরিধি বিস্তার করেছেন,করেছেন কন্টেন্ট ও ফর্ম এর তুলনারহিত বিবর্তন । কিন্তু বাংলা গানের ঐতিহ্য যে কি বিপুল ঐশ্বর্যে ভরা তা যে কোন অগ্রসর মনষ্কো শ্রোতা মাত্রেই জানেন।রবীন্দ্রনাথ থেকে বাংলা গান এক লাফে সুমনে পৌছুইনি । বিশ্বের কোন সঙ্গীতে বা যে কোন সুকুমার শিল্পে তাঁর নজীর নেই।বাংলাদেশে অল্প সংখ্যক প্রগতি মনস্ক শ্রোতা উনার গান শোনেন, কিন্তু রবীন্দ্রনাথের গান শনে বিপুল বাঙালি। কেন এবং তার কারণ টা কি আমার মনে হয় তার একটা হদিশ করা দরকার।সুমনকে রবীন্দ্রনাথের পরে জায়গা দিলে সুমন এবং বাংলা গান দুইয়েরই অসম্মান করা হয়।
  • aka | 178.26.215.13 (*) | ২৪ আগস্ট ২০১২ ০৪:৪৭90187
  • সুমনের গান প্রচণ্ড শহুরে। কলকাতার বাইরে গিয়ে দেখুন সিঙ্গুরে একজন, ইছাপুরে দুইজন, নৈহাটিতে আড়াইজন এর বাইরে কেউ সুমনের গান শোনেই নি।

    অরণ্যদা একটা উদাহরণ হল এই শিলাদিত্য। ওর থেকে ভালো প্যারডি এই গুরুর কবিকুল বলে বলে লিখবে যেকোন দিন। হ্যাঁ ওটার পলিটিকাল একটা মাত্রা যাও কিনা ধোঁয়াটে। মমতার সাথে ব্যক্তিগত ক্ষারাক্ষারি না, সত্যি বিপ্লবি বোঝা মুশকিল। কিন্তু গান, প্যারডি ইত্যাদি নিতান্তই জোলো।
  • তাতিন | 127.197.68.74 (*) | ২৪ আগস্ট ২০১২ ০৫:০৭90188
  • দাদুর জন্মশতবর্ষের মত ফান্ডিং (সেইসময়ের হিসেবে, সেইসময়ের সার্বিক সংস্কৃতিচর্চার ফান্ডিং-এর হিসেবে) দিয়ে নজরুল,সলিল,সুমন কি অতুলপ্রসাদ রামপ্রসাদের গোটা ৫০ ভাল গান তুলে এনে পাব্লিককে শুধু ওইগুলোই শুনিয়ে যান। ৫ বছরের মধ্যে তাকেই লোকে ১নং কম্পোজার বলতে থাকবে।

    আর ট্র্যাশ লিরিক দাদুরও বেশ কিছু আছে। বহুপ্রচলিত গানগুলোর মধ্যেও আছে, সেগুলো বললে লোকে তেড়ে আসবে বলে বলতে লাগে ভয়-
    ভেবে দেখলে রাত বলেছে যাই এর সঙ্গে যেখানে 'আমি তো আর নাই' দিয়ে মেলাতে হয় সেটাকে দুর্বল লিরিক না বলার কারণ আছে কী?
  • ডিডিটি | 135.20.82.166 (*) | ২৪ আগস্ট ২০১২ ০৬:৩৫90189
  • উহুঁ, ৯৮ মাধ্যমিক।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন