এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাঙালিদের জন্য রুশ ভাষা শিক্ষার ক্লাস

    Дж লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৩ মে ২০২০ | ৩৬৬৬ বার পঠিত
  • এই টইয়ে রুশ ভাষা শেখানোর চেষ্টা করব। ব্যাপারটা আদৌ দাঁড়াবে কি না, সে নিয়ে সংশয়ে রয়েছি।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Дж | ০৩ মে ২০২০ ১৪:৩০731051
  • রুশ ভাষার হরফগুলো যেহেতু রোমান হরফের থেকে অনেকটাই অন্যরকম দেখতে তাই অনেকেরই এরকম একটা ধারণা থাকতে পারে যে ভাষাটা শেখা খুবই শক্ত ও খটোমটো।
    আদতে কিন্তু সেরকম নয়। যে পদ্ধতিতে আমি এই ভাষাটাকে শেখানোর চেষ্টা করছি, সেখানে প্রথমেই কয়েকটা জিনিস জানিয়ে দিতে চাই।
    ১। ভাষাটিকে আমি শেখাবো খানিকটা ডিরেক্ট মেথডে, খানিকটা বাংলা (দরকার পড়লে কিছুটা ইংরিজি) ভাষার সাহায্যে।
    ২। শেখানোর সময়ে প্রথমদিকে মনে হতে পারে যে ব্যাপারটা খাপছাড়া হচ্ছে। কারণ এমনিতে অন্যান্য ভাষা শেখার ক্ষেত্রে প্রথমেই বর্ণমালাটুকু শিখিয়ে নেবার যে নিয়ম আছে, সেটি এখানে হবে না। এর পেছনে কিছু কারণ অবশ্যই আছে। এভাবে শিখলে ডিরেক্ট মেথডের সুবিধেটা পাওয়া যায় না।
    যেমন, বাংলা আমাদের মাতৃভাষা। বাংলা পড় শেখার আগেই, "অ-এ অজগর আসছে তেড়ে" তে বাংলা বর্ণমালা শেখার আগেই কিন্তু বাংলা বলতে, বুঝতে শিখে গেছি আমরা। তখনও অবধি নিরক্ষর হলেও ভাষটিকে কানে শুনে বুঝতে পারি, বলতে পারি। চিন্তা ভাবনাও ঐ ভাষাতেই করি।
    রুশ ভাষা শিক্ষার ক্ষেত্রে, যেহেতু ভাষাটি আর কিছুতেই মাতৃভাষা হবার উপায় নেই, তাই চেষ্টা করব যতটা সম্ভব সহজ করে শেখাতে এবং বিদেশি/দ্বিতীয়/অন্য ভাষা শিখবার সময়ে প্রথমেই বর্ণমালাটুকু শিখে নেবার যে তাড়াটুকু থাকে সেটি বর্জন করে, ধীরে ধীরে কিন্তু মনে গেঁথে রাখার মতো করে ভাষাটির সঙ্গে পরিচয় ঘটাতে।
    সম্পূর্ণ বর্ণমালার সঙ্গে পরিচয় বরং একটু দেরি করে হোক। সেটি শেখানোর এবং শিখবার জন্য সহজতর হবে।
    ৩। শিখবার সময়ে ধাপে ধাপে পরিচয় ঘটবে ব্যাকরণের সঙ্গে। রুশ ব্যাকরণের সঙ্গে বাংলা ব্যাকরণের মিল যেমন আছে, অমিলও বিস্তর। এই কথা খাটে ইংরিজি ব্যাকরণের সঙ্গে রুশ ব্যাকরণের তুলনা টানলেও।
    ৪। ভাষার প্রকাশভঙ্গীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাবে বাংলার সঙ্গে এর মিল আছে।
    ৫। লিখে লিখে তো উচ্চারণ সেখানো সম্ভব নয়, ফলে কিছু অডিও/ভিডিওর ব্যবহার করব।
    ৬। অনুরোধ:- দয়া করে এখানে শিখবার সময়ে প্রথম দিকটায় ইন্টারনেট থেকে কতকটা শিখে, পাশাপাশি এখানে শেখা থেকে বিরত থাকুন। তাতে সমস্যা হবে শিখতে এবং শেখাতেও।
    ৭। সবচেয়ে খটোমটো দেখতে হরফগুলো শেখা সবচেয়ে সহজ।
  • Дж | ০৩ মে ২০২০ ১৫:২৩731052
  • পাঠ -১
    -----------

    У - এই বর্ণটির নাম "উ"; উচ্চারণ
    Р - এই বর্ণটির নাম "এর",  উচ্চারণ বাংলা র এর মতই তবে আরও জোর দিয়ে, অর্থাৎ "র্র" এর মতন।
    O - এই বর্ণটির নাম "ও"; উচ্চারণ
    К - এই বর্ণটির নাম "কা"; উচ্চারণ এর মতন।

    পাশাপাশি এই চারটি হরফ সাজিয়ে আমারা একটা শব্দ পেয়ে গেলাম - УРOК
    শব্দটির উচ্চারণ উরোক
    উরোক শব্দটির অর্থ পাঠ। ইংরিজিতে যাকে বলে lesson.

    অক্ষরগুলির সঙ্গে আপাতত বড় হরফে পরিচয় হল।
    বাংলা বর্ণমালায় বড় হরফ ও ছোট হরফ বলে আলা কিছু নেই, তবে রুশ বর্ণমালায় আছে। ঠিক যেমনটি থাকে ইংরিজির সময়ে। তবে বড় হরফ ও ছোট হরফের ব্যবহার রুশ ভাষার নিজস্ব নিয়ম মেনে চলে। সেসব দেখব আমরা পরে, সময়মত।

    বড় এবং ছোট হরফ মিলিয়ে উরোক শবদটিকে দেখাবে এইরকম।
    Урок 

    বলা যেতে পারে এই ছিল পাঠ-১, অর্থাৎ Урок-1.

    কিন্তু 1 কে কী বলে রুশ ভাষায়? কী কী অক্ষর লাগে?
    সেসব হবে পরে, ধীরে ধীরে অক্ষর পরিচয়ের সঙ্গে সঙ্গে।

  • Дж | ০৩ মে ২০২০ ১৫:২৭731053
  • বাংলা বর্ণমালায় বড় হরফ ও ছোট হরফ বলে আলাদা* কিছু নেই, তবে রুশ বর্ণমালায় আছে।

  • Дж | ০৩ মে ২০২০ ১৫:৫২731054
  • সংখ্যা নিয়ে পরে আলোচনা করব। সংখ্যার ব্যাপারটা প্রথমদিকে একটু জটিল লাগলেও পরে জলবৎ তরলং হয়ে যাবে। কিন্তু এখন সংখ্যার ওপরে আলোচনাটা করছি না এই যুক্তিতে, যে সংখ্যা এলেই ব্চন আসবে। বচন মানেই ব্যাকরণ। তবে সবই আসবে। ব্যাকরণের পাঠ যখন আসবে, তার আগেই কিন্তু ব্যাকরণের সঙ্গে অল্প অল্প পরিচয় ঘটে যাবে। তাই আপাতত ওটা স্থগিত রইল।
  • ব্যোমকেশ | 162.158.50.247 | ০৩ মে ২০২০ ১৬:০৩731055
  • Дж কে ধন্যবাদ। কতদূর শিখে উঠতে পারব জানিনা। শিখতে পারলে মূল রুশ ভাষায় “চুক আর গেক” এই গল্পটি পড়ার ইচ্ছে।

  • Дж | ০৩ মে ২০২০ ১৬:০৭731056
  • ব্যোমকেশ,
    সঙ্গে থাকুন। একটু সময় আর ধৈর্য ধরে চেষ্টা করছি যতটুকু শেখাতে পারি।
  • Дж | ০৩ মে ২০২০ ১৬:৪৮731058
  • পাঠ -২
    --------
    আগের পাঠে অর্থাৎ Урок-1 এ আমরা চারটে অক্ষরের হরফ ও উচ্চারণের সঙ্গে পরিচয় করে ফেলেছি।
    বড় হাতের হরফ, ছোট হাতের হরফও শিখে নিয়েছি তার সঙ্গে। সম্পূর্ণ ছোট হরফে লিখলে, অর্থাৎ বাক্যের মধ্যে লিখলে урок এইভাবে লিখতে হবে।

    এখন শিখি আরেকটি বর্ণ। 
    Т - এই বর্ণটির নাম তে; উচ্চারণ বাংলা ত এর মত।
    ছাপার হরফে এই বর্ণটিকে Т দেখতে হলেও হাতে লিখবার সময় একে অন্যরকম দেখাতে।
    ছোট হরফে ছাপার সময়ে এইরকম দেখতে হবে т.
    ট এর অনুরূপ কোনও বর্ণ রুশ বর্ণমালায় নেই। ঠ ও নেই।
    বেশ, এবার আমাদের পরিচিত অক্ষরগুলো দিয়ে কয়েকটা শব্দ শিখে ফেলি।
    тут - উচ্চারণ তুৎ
    এর অর্থ এখানে।

    এবার আরেকটি বর্ণ М
    М - এই বর্ণটির নাম এম; উচ্চারণ বাংলা এর মত।
    ছোট হরফে ছাপার সময়ে এইরকম দেখতে হবে м.
    এমনকি হাতে লেখার সময়েও অমন করেই লিখতে হয়।
    এবার শেখা অক্ষরগুলো দিয়ে আরেকটা শব্দ শেখা যাক।
    там - উচ্চারণ তাম্
    এর অর্থ ওখানে বা সেখানে।

    тут - там
    এখানে - ওখানে

    হাতে লেখা т কেমন দেখতে হয়, তা রইল এইখানে।


    postmyimage.com/img2/496_T.png


    এই ছিল урок-2. উঁহু, ২ এর রুশ ও পরে আসবে। সময়মত।

  • Дж | 162.158.150.87 | ০৩ মে ২০২০ ১৬:৪৯731059
  • Дж | ০৩ মে ২০২০ ১৬:৫২731060
  • কেমন মজার না?
    ছোট হরফের т কে হাতে লিখতে গেলে ইংরিজি ছোট হরফের m এর মত করে লিখতে হয়।
    প্রথম প্রথম একটু গুলিয়ে যেতেই পারে, তবে লিখতে লিখতে অভ্যাস হয়ে যায়।
  • Дж | ০৩ মে ২০২০ ১৭:২৫731061
  • একটা ভুল করে ফেলেছি, А এই বর্ণটির পরিচয় করাতে ভুলে গিয়েছি।
    А - এই বর্ণটির নাম আ ; উচ্চারণ বাংলা আ এর মত।
    ছোট হরফে a, লিখবার সময়ে ইংরিজিতে যেমন করে লিখি, ঠিক তেমনই।
    এই А এর উচ্চারণ খুব বড়ো করে হয় যেসব শব্দের গোড়ায় এই বর্ণটি থাকে, এবং সময় বিশেষে শেষে বা মাঝখানে থাকলেও। আমরা বাংলায় আকাশ বা আম উচ্চারণের সময়ে যেমন শব্দের শুরুতে আ এর দীর্ঘ উচ্চারণ করি, রুশ ভাষায় А এর উচ্চারণও তেমনি।

    А - এই বর্ণটির উচ্চারণ যেহেতু সমসময়েই আ, কিছুতেই অ্যা নয়, তাই রুশভাষায় কোনও উচ্চারণেই অ্যা নেই।

    যত খুশি মুখব্যাদন করে রুশ উচ্চারণ করা দরকার। সেসব সময়মতো দেখিয়ে দেবো।

    এবার যাবো পরে উরোকে।
  • | ০৩ মে ২০২০ ১৭:৩১731062
  • আপন্র শেখানোর ধরণটি ইন্টারেস্টিং, আগ্রহ পাচ্ছি শিখতে।  দেখি চেষ্টা করে।

  • Дж | ০৩ মে ২০২০ ১৭:৩৭731063
  • :-) 

  • b | 172.68.146.103 | ০৩ মে ২০২০ ১৭:৫৭731064
  • চলুক।
  • Дж | ০৩ মে ২০২০ ১৮:১৬731065
  • পাঠ -৩
    ----------

    আগের পাঠ (урок) গুলোয় শিখে ফেলেছি সাতটি বর্ণ।
    У у
    Р р
    O о
    К к
    Т т
    М м
    А a
    এগুলো দিয়ে কয়েকটা শব্দও তৈরি করেছি।
    урок, тут, там
    এবার আরও কয়েকটা শব্দ তৈরি করে ফেলি।
    Мама -উচ্চারণ মামা (বাংলায় য্তটা দীর্ঘ করে আকারগুলো বলি, তারচেয়ে একটু বেশি দীর্ঘ হবে)। এই মামা শব্দের অর্থ মা।
    মাকে একটু আদর করে Мамка বলা যেতে পারে। মাম্কা। এই শব্দে প্রথম আকারটি দ্বিতীয় আকারের চেয়ে দীর্ঘায়িত।

    আরেকটা শব্দও তৈরি করা যাচ্ছে।
    Кто - এর উচ্চারণ ক্তো
    এর অর্থ- কে।
    Кто? - কে?

    এবার আর একটা বর্ণ না শিখলেই নয়।
    Э -এই বর্ণটির নাম এ; উচ্চারণ বাংলা এ এর মত।
    ছোট হরফে э, এবং হাতে লিখবার সময়ও একইরকম ছাঁদে লিখতে হবে।
    এই বর্ণটির একটা মজা আছে। শব্দের গোড়াতেই এর ব্যবহার, শব্দের মধ্যে বা শেষে ব্যবহার হয় বলে জানি না।
    এবার আরেকটা শব্দ বানানো যাক।
    Это এই শব্দের অর্থ এটা, এ।
    উচ্চারণ তো বানান অনুসারে এতো হওয়া উচিৎ। কিন্তু তাইই কি হচ্ছে?
    না।
    উচ্চারণ হবে এত। মানে শব্দের শেষে যে о রয়েছে, তার উচ্চারণ "ও" এর মতো হলো না। Кто এর ক্ষেত্রে কিন্তু দিব্যি "ও" এর মতো উচ্চারণ ছিল। কেন এমন হলো?
    সেসব পরে ভাবা যাবে।
    এতগুলো শব্দ যখন শিখেই ফেলেছি, এবার বাক্যগঠন করে ফেলবার সময় এসে গেছে। বেশ, বাক্যগুলো পরপর লিখেই ফেলি।
    Кто это?
    Это мама.
    Это кто?
    Кто там?
    Мама там.
    Тут мама.
  • Дж | ০৩ মে ২০২০ ১৮:২২731066
  • কী মজার ব্যাপার, ক্রিয়াপদ ছাড়াই গাদা গাদা বাক্য রচনা তো হলই, সেই সঙ্গে প্রশ্নবোধক বাক্য, তার উত্তর পর্যন্ত। অথচ ক্রিয়াপদ নেই। একদম বাংলার মতো।
    ঝপ করে দেখে নিই বাংলায় কেমন হতো।
    অনুবাদ করে ফেলি।
    Кто это? কে এ?
    Это мама. এ মা।
    Это кто? এ কে?
    Кто там? কে ওখানে?
    Мама там. মা ওখানে।
    Тут мама. এখানে মা।
  • Дж | ০৩ মে ২০২০ ১৮:২৮731067
  • আবার

    Это мама?

    Это мама.

    Мама там?

    Мама там.

    Тут мама?

    Тут мама.

    শুধু বলবার ধরণেই বাক্য প্রশ্নবোধক, বা উত্তরে পরিণত হচ্ছে।

  • o | 173.245.52.176 | ০৩ মে ২০২০ ১৮:৩০731068
  • বাঃ, বাঃ, চমৎকার লাগছে।

  • b | 162.158.166.124 | ০৩ মে ২০২০ ১৮:৩৮731070
  • সে, পারলে একটু অডিও দিন, যাতে উচ্চারণগুলো বুঝতে পারি।
  • quark | 162.158.91.178 | ০৩ মে ২০২০ ২২:০৯731074
  • এসে গেছি। দেখি এই বয়সে হয় কিনা!
  • Дж | ০৩ মে ২০২০ ২৩:০১731075
  • নিশ্চয় হবে। শক্ত নয় ভাষাটা প্রথম দিকে।
  • Дж | ০৩ মে ২০২০ ২৩:৪৪731077
  • পাঠ -৪
    -------
    গত তিনটে পাঠে কিছু অক্ষর, শব্দ, বাক্য ও বাক্যের বিন্যাস দেখেছি আমরা। সঙ্গে ছোট দুটি অডিও, যেটা উচ্চারণ বুঝতে সহায়ক হবে।

    এবার আরও তিনটিঅক্ষরের সঙ্গে পরিচয় হোক।

    И - এই বর্ণটির নাম ; উচ্চারণ বাংলা এর মত।
    И и বড় এবং ছোট হরফ।

    হাতে লিখলে иইংরিজিতে u যেমন করে লিখি, সেইরকম।

    Й й - এই বর্ণটির নাম ছোট ই; উচ্চারণ বাংলা এর মত।

    হাতে লিখলে й

    Д - এই বর্ণটির নাম দে; উচ্চারণ বাংলা এর মত।
    Д - ছাপার অক্ষরে বড় হরফ
    д অথবা д ছাপার অক্ষরে ছোট হরফ 
    g - হাতে লিখলে, ইংরিজিতে g যেমন করে লিখি, সেইরকম।
    Д অক্ষরটি দেখলে একটা কুটিরের ছবির সঙ্গে মিল পাওয়া যায়, অর্থাৎ বাড়ি।

    এবার কটি শব্দ তৈরি করে ফেলা যাক।
    Дом দোম, অর্থ বাড়ি।
    мой মোই,
    অর্থ আমার।

    Это мой дом. অর্থাৎ, এটা আমার বাড়ি।

    আরেকটা শব্দ শেখা যাক। 

    три - উচ্চারণ ত্রি। অর্থ শুনেই আন্দাজ করা যাচ্ছে, তিন। এই সংখ্যাটাই প্রথম শেখা হলো অক্ষর পরিচয়ের এই ধাপে।
    সঙ্গে সঙ্গে আগের পাঠটির শিরোণাম সম্পূর্ণ করে বলতে পারব।

    আগের পাঠটি ছিল Урок - три

  • Дж | ০৪ মে ২০২০ ০২:২১731084
  • ওপরে লেখা এই বাক্যগুলির অনুবাদ আশা করি করে দেবার দরকার নেই। এই পর্যন্ত যতটুকু শেখা হয়েছে, তাতে বাক্যগুলির অর্থ পরিস্কার বোঝা যাচ্ছে, তাই না?

    আপাতত এই অবধি।
    এখনই পরের পাঠে না গিয়ে কিছুটা অনুশীলন করা বেশি কাজের হবে।
    সেই অনুশীলনের মধ্যে রয়েছে অক্ষরগুলিকে বারবার চেনা এবং মনে রাখা। লিখে লিখে অভ্যাস করা। জোরে জোরে পড়ে উচ্চারণ করা। না দেখে লিখে বানান ঠিক হচ্ছে কিনা মিলিয়ে নেওয়া।
    অডিও ফাইলগুলো শুনে, ভাষার বাচিক ভঙ্গীটুকু রপ্ত করা।
    আরও অডিও ফাইল দেবার চেষ্টা করব।
    মনে রাখতে হবে, যে নতুন ভাষায় কথা বলতে পারা সবচেয়ে দরকারি ধাপ।
    কথা বলবার সময়ে, বা শব্দগুলো উচ্চারণের সময়ে অক্ষরগুলো যেন চোখের সামনে ফুটে ওঠে।
    ওপরের পাঁচটি পাঠ আয়তনে ছোট মনে হলেও, ওরই মধ্যে লুকিয়ে রয়েছে ভাষাটি শিখবার প্রাথমিক ভিত্তি।

    হুড়মুড়িয়ে পরের পাঠে যেতেই পারি, কিন্তু যাচ্ছি না।
    এই পাঁচটি পাঠ মুখস্থ হয়ে যাক, প্রশ্ন আসুক, উত্তর দেবই। তারপরে আবার দেবো পরের পর্যায়ের পাঠগুলো।
  • Дж | ০৪ মে ২০২০ ০২:২৩731085
  • আগের একটা পোস্ট সাবমিট করবার আগেই উড়ে গিয়েছে, সেটা আবার লিখছি।
  • Дж | ০৪ মে ২০২০ ০২:৩৭731086
  • পাঠ -৫
    -------

    и এই অক্ষরটির নিজস্ব একটি অর্থ আছে। 
    и এর অর্থ এবং

    д দিয়ে একটা দরকারি শব্দ হচ্ছে да.
    Да মানে হ্যাঁ।

    এখন আরও একটি অক্ষরের সঙ্গে পরিচয় করি।
    П - এই অক্ষরটির নাম পে; এর উচ্চারণ বাংলা এর মত।
    П п য্থাক্রমে বড় এবং ছোট হরফে ছাপার অক্ষরে।
    হাতে লিখতে হলে ইংরিজি ছোট হরফের n এর মতো করে লিখতে হবে।

    П দিয়ে প্রথম যে শব্দটি শিখব সেটি Папа(পাপা)।
    দুটি আকারের উচ্চারণ অবশ্যই দীর্ঘ হবে। শব্দটির অর্থ বাবা।

    এবার কয়েকটি বাক্য গড়বার পালা।

    Это папа?

    Да, это папа.

    Папа там?

    Да, папа там.

    Тут папа?

    Да, тут папа.

  • নিবেদিতা মিত্র | 162.158.50.254 | ০৪ মে ২০২০ ১৭:৫১731108
  • ভীষণ interesting !

  • অর্জুন | 162.158.166.56 | ০৪ মে ২০২০ ১৯:১১731116
  • স্বাগত । 

    সময় করে আসব । 

  • avi | 162.158.165.93 | ০৫ মে ২০২০ ০০:৫৯731141
  • খুব ভালো লাগছে।

  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন