এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কুমারী পূজা ও নোবেল বিজয়িনীরা

    Prativa Sarker লেখকের গ্রাহক হোন
    ২৪ অক্টোবর ২০২০ | ১৬১২৭ বার পঠিত | রেটিং ৪.৭ (১২ জন)
  • এখন তো সবই বেদে আছে বললেই সমস্যা মিটে যায়। তবে কুমারী পূজার সমস্যা বোধহয় মেটে না। কারণ বেদে এই প্রথার উল্লেখ আছে বলে জানা নেই। তন্ত্রপুরাণে আছে। তবে বেদ পরবর্তী কালে এর উদ্ভব এতে সন্দেহ নেই। আমাদের পীঠস্থান বেলুড় রামকৃষ্ণ মিশনে এর প্রচলন অতি অধুনা।  স্বামী বিবেকানন্দ কাশ্মীর বেড়াতে গিয়ে এক মুসলমান কন্যাসন্তানের মধ্যে দেবীভাব দেখেছিলেন ও তাকে পূজা করেছিলেন। তারপর থেকেই মিশনে এই কুমারী পূজা চালু হয়। এখন তো অনেকখানেই হচ্ছে।তবে কখনোসখনো দু একটি ছুটকো খবর উড়ে এলেও আর কারো হিম্মত হয়নি 'বেজাতের' কুমারী এনে পুজোবেদীতে বসাবার। শাস্ত্র বলে কুমারীর জাতধর্মবর্ণ না দেখলেও চলে, কিন্তু পুজোর সময় মিশনসহ সব উদ্যোক্তারা খোঁজে অল্পবয়সী ব্রাহ্মণকন্যা। 

     
    কুমারী হবার প্রথম শর্ত, প্রথম রজোদর্শন হয়নি এমন মেয়েকেই পুজো করতে হবে। কেন? একটা নিছক শারীরবৃত্তীয় পরিবর্তনকে দৈহিক ও মানসিক অশুচিতার ছাপ মেরে দেওয়া, ধর্মীয় ভাবে বৈধতা দেবার কারণ কী ? রজোদর্শন হলেই সে মেয়ে আর দেবীত্ব আরোপের যোগ্য রইল না?  হয়ত এইভাবেই শুচিতা এবং কৌমার্যের ধারণা আমাদের সমাজে এত বলশালী হয়ে উঠেছে যে কৌমার্য খোয়ানো মৃত্যুর অধিক বলে অনেক মেয়েই এখনো মনে করে। কৌমার্য হরণ হলে আত্মহত্যার পথ বেছে নেয়। যে হরণ করে তার আইনি শাস্তির ব্যবস্থা থাকলেও সামাজিক শাস্তি কোথায়!  
     
    যারা বলে কুমারী পূজা নারী শক্তির উদবোধন তারা নিজের মনকেই চোখ ঠারে। যারা বিশ্বাসী তাদের কাছেও কি কুমারী পুজার পরবর্তী দিনগুলিতে নারী প্রতিভাত হন দৈবী শক্তির অধিকারিণীরূপে? সর্বত্র যাদের সেকেন্ড সিটিজেন বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয় যাদের, যাদের বঞ্চিত করে রাখাই পিতৃতন্ত্রের দীর্ঘ অভ্যাস তাদের মুক্তি কোনো দুর্গামন্ডপে অনুষ্ঠিত কুমারী  পুজার হাত ধরে আসতে পারে না। তাদের প্রতি সমাজের মানসিকতা পরিবর্তনের কাজটি কোনো কুমারী পূজা সম্পন্ন করতে পারে না। কোনো প্রতীকী পুজোআচ্চা যদি এতই কাজে লাগত, তাহলে এতোদিন নারীলাঞ্ছনা বন্ধ হয়ে যেত পশ্চিম বঙ্গে এবং নবরাত্রিতে "কন্যা পূজন" অনুষ্ঠান করা উত্তর ভারতে। বন্ধ হওয়া তো দূরের কথা নারী ধর্ষণ ও লাগাতার লাঞ্ছনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে গোটা দেশে। লোকের মানসিকতা, চরম দারিদ্র, কুসংস্কারাচ্ছন্নতার প্রতিকার না করলে তা আগামীতে আরো বৃদ্ধি পাবে। 
     
    আমাদের যখন দরকার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গীর চর্চা, তখন দেশে বেড়ে চলেছে মধ্যযুগীয় কুসংস্কারকে আলোকপ্রাপ্তি বলে চালিয়ে দেবার বিচিত্র হুজুগ। শিশুকন্যাকে দেবদেবী ভুতপ্রেতের গল্প না বলে আমাদের বলা উচিত সাবিত্রীবাঈ ফুলে, বেগম রোকেয়া, সিস্টার নিবেদিতার কথা। তারা জানুক যুগ যুগ ধরে আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদের পূর্বজাদের কিভাবে দাসী বানিয়ে রাখা হয়েছিল। কত শোষণ ও বঞ্চনার অগ্নিপরীক্ষার পথ পেরিয়ে নারীর সংগ্রাম চলছে। শক্তিমতীর উদাহরণ দিতে হলে বাল্যকালে পিতৃতন্ত্রের খেয়ালে পূজিত শিশুকন্যার কথা বলব না আমরা, বলতে হলে বলব নোবেল প্রাইজ বিজয়ী মাদাম কুরী বা লুইজ গ্লিকের কথা। বঞ্চনার ইতিহাস নিয়ে সে নিজেই সচেতন হয়ে যাবে যখন দেখবে ১৯০১ সাল থেকে মোট নোবেল প্রাপকের মধ্যে পুরুষ ৪৫২ জন, নারী মাত্র ৪২। গ্রহীতার ভূমিকায় না থেকে নারী এবার সম্মান সুযোগ ছিনিয়ে নিতে শিখুক। দেবীত্বে তার দরকার নেই। মানুষ জন্মেই সে সম্পূর্ণা ! 

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 47.39.151.164 | ২৬ অক্টোবর ২০২০ ১৬:৪৫99099
  • আপনি কি লিখবেন কতটুকু লিখবেন সে আপনার ব্যাপার। আপনাদের কি সমালোচনা করবে কতটুকু সমালোচনা করবে সে অন্যদের ব্যাপার।

  • Abhyu | 47.39.151.164 | ২৬ অক্টোবর ২০২০ ১৬:৪৬99100
  • **কী

  • Amit | 27.33.83.96 | ২৬ অক্টোবর ২০২০ ১৬:৪৮99101
  • এই অন্ধভক্ত রা-না-রা টাইপের লোকজনকে বেশি পাত্তা না দিয়ে মূল লেখাটা নিয়ে এগোলে বেটার হবে মনে হয়। দরকারের চাইতে অনেক বেশি ফুটেজ খাচ্ছে। 

  • দীপ | 2401:4900:3149:fee1:ae55:43f9:9f28:dad1 | ২৬ অক্টোবর ২০২০ ১৭:২৫99103
  • Abhyu, আমার লেখায় কোথায় আপনি সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, মুসলমানদের উপর নির্যাতন এসবের সমর্থন পেয়েছেন? আমার মুখে কথা বসাচ্ছেন কেন? 


    আর অনেক পাঁঠা রা-না-রা নাম জপ করতে করতে ডাইনোসর খুঁজে চলেছে!

  • এলেবেলে | 202.142.71.176 | ২৬ অক্টোবর ২০২০ ১৭:৩৪99104
  • ২৬ অক্টোবর ২০২০ ১৪:৫৯

    -দি, আমার পয়েন্টটা খুব ক্লিয়ার। আসলে সময়টা এগিয়েছে মাত্র, মানসিকতা সেই অষ্টাদশ শতকেই আটকে আছে। সব বিষয়েই। এবং ব্রাহ্মণ্যবাদের রমরমাও। এই ধরুন কলকাতা। একটা আউট অ্যান্ড আউট আর্বান কসমোপলিটান মহানগর। প্রচুর শিক্ষিত মানুষ, পড়ুয়া মানুষ, বিপ্লবী চিন্তাচেতনার মানুষে গিজগিজ করছে। কিন্তু সমস্তটাই ওপর ওপর। ভেতরে সেই একই ছুঁচোর কেত্তন। 
    নাহলে এই একবিংশ শতাব্দীতে সামান্য চণ্ডীপাঠের অধিকারটুকুও একজন অব্রাহ্মণকে দেওয়া যায় না? এই বাঙালিই কায়স্থ বীরেন্দ্র ভদ্রের চণ্ডীপাঠ শোনে উলুতপুলুত হয়ে। কেন দূরদর্শনে কুমারী পুজো দেখানো হবে সরকারি টাকা খরচা করে? বাল্যবিবাহ কাগজে-কলমে উঠেছে মাত্র। আসলে ওঠেনি। কন্যা এখনও পিতামাতার গলগ্রহ। সেখানে বিদ্যাসাগর-বিবেকানন্দ বাইনারিতে আগ্রহী নই। 
    পুরাণ অনেক পরে, স্মৃতি তার অনেক আগে। কিন্তু সেগুলোকে সমাজে বৈধতা দিল কারা? কারা ওসব পড়েছে? এবং এই কুমারী পুজো এখন আর বেলুড় মঠে আবদ্ধ নেই। যেমন নেই সিঁদুর খেলাও। এই সবই আসলে যে আমরা আঠারো শতকের পরিমণ্ডলেই আটকে আছি - তার দ্যোতক।
  • Abhyu | 47.39.151.164 | ২৬ অক্টোবর ২০২০ ১৭:৪০99105
    • দীপ | 2401:4900:3149:fee1:ae55:43f9:9f28:dad1 | ২৬ অক্টোবর ২০২০ ১৬:০৭99091
    • আপনারা যে গণতন্ত্রের প্রতি কতো শ্রদ্ধাশীল তার খুব ভালোভাবে বুঝতে পারছি!

    • Abhyu | 47.39.151.164 | ২৬ অক্টোবর ২০২০ ১৬:৪৩99096
    • গণতন্ত্র কোত্থেকে এল মশাই? অনেক লোক চাইলেই সেটা জাস্টিফায়েড? তাহলে তো ...

    এবার বুঝেছেন?
  • Abhyu | 47.39.151.164 | ২৬ অক্টোবর ২০২০ ১৭:৪৪99106
  • "আমরা আঠারো শতকের পরিমণ্ডলেই আটকে আছি " -- সে তো এই টইতে কিছু পোস্ট দেখলেই বোঝা যায়! আইটি সেলও নন, ঘোষিত পার্টি সমর্থকও নন, এমনিতে কিছু পড়াশুনোও করেছেন, শুধু মানসিকতটা আঠারো শতকের।

  • দীপ | 2401:4900:3149:fee1:ae55:43f9:9f28:dad1 | ২৬ অক্টোবর ২০২০ ১৭:৫৩99107
  • হুম মানসিকতা আবিষ্কারের‌ যন্ত্র বের হয়েছে! 


    আর শুনুন, গণতান্ত্রিক মানসিকতার প্রধান শর্ত বিরোধী মতকে স্বীকার করা, যুক্তি দিয়ে বিরোধী মতকে খণ্ডন করা! যা আপনাদের মধ্যে একেবারেই নেই! আবার বড় বড় কথা বলতে এসেছেন!

  • Abhyu | 47.39.151.164 | ২৬ অক্টোবর ২০২০ ১৭:৫৮99108
  • দেখুন দীপ বিরোধীমতকে স্বীকার করি বলেই না আপনার পোস্টের উত্তর দিচ্ছি। এই সুধীরানন্দ না কি যেন নাম, উনি থালা বাজাতে বলবেন, করোনা টেস্ট করালে মাস্কের দরকার নেই বলবেন, টিভিতে লাইভ পুজো প্রচার হবে, সে সবের সমর্থন তো আপনাদের মতো বহুলোক করে। আমাদের মতো ক্রিটিকরাই তো বরং সংখ্যালঘু বিরোধী। (তায় আমার মতো লোক, মিশনের শিক্ষা!!!) তো, বিরোধীদের কাজই তো বিরোধিতা করা, নয়?

  • দীপ | 2401:4900:3149:fee1:ae55:43f9:9f28:dad1 | ২৬ অক্টোবর ২০২০ ১৮:২৩99109
  • শুনুন সুবীরানন্দ কি বলেছেন সেটা তাঁর ব্যাপার, আমি তার সঙ্গে যুক্ত ন‌ই। সম্ভবত উনি দেশের মানুষকে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে চলতে বলেছিলেন।


    আর ১২ জানুয়ারি মোদী র বক্তৃতার পর উনি সাংবাদিকদের পরিষ্কার বলেছিলেন, মিশন ভারতের প্রধানমন্ত্রী কে ডেকেছে, কোনো রাজনৈতিক নেতাকে ডাকেনি। আরো বলেছিলেন, মিশন কোনোদিন রাজনীতির সঙ্গে জড়ায়নি, ভবিষ্যতে ও জড়াবেনা।‌ অর্থাৎ খুব ভদ্রভাবে মোদীর বক্তব্যকে অস্বীকার করেছিলেন!

  • দীপ | 2401:4900:3149:fee1:ae55:43f9:9f28:dad1 | ২৬ অক্টোবর ২০২০ ১৮:২৬99110
  • আর এখানে আমরা সুবীরানন্দকে নিয়ে আলোচনা করছি না, আলোচনা করছি কুমারী পূজা নিয়ে। ভুলভাল, অবান্তর কথা বলছেন কেন? মূল বিষয়ে আসুন!

  • Abhyu | 47.39.151.164 | ২৬ অক্টোবর ২০২০ ১৮:৩৩99111
  • আজ্ঞে সুবীরানন্দ বাবুকে ঠিক বাদ দেওয়া যাবে না, যেহেতু উনি কুমারীপূজায় মাস্কের অপ্রয়োজনীয়তা নিয়ে স্টেটমেন্ট দিয়েছেন এবং মিশনের কাজ সমর্থন করেছেন (যেটা ওনার কাছে এক্সপেকটেড)। জিনিসটা যে একেবারেই ঠিক নয়, রিয়েলিটি শোয়ের কথা বাদ দিলেও, সেটা মানবেন তো?

  • Indranath Sinha | ২৬ অক্টোবর ২০২০ ১৯:১৯99113
  • "লেখিকা, আবার আপনি ভুলভাল কথা বলছেন। এই ঘটনার উল্লেখ নিবেদিতার Notes of some wanderings with Swami Vivekananda ব‌ইতে আছে। বঙ্গানুবাদে- স্বামীজির সহিত হিমালয়ে। আসলে কিছু যে পড়েননি, তা‌‌ প্রমাণ করতে বারবার ছুটে আসছেন!" দীপ 


    হাতের কাছে নিবেদিতার  "THE MASTER AS I SAW HIM" বইটা পেলাম। সেখানে নবম পরিচ্ছদে (IX KSHIR BHOWANI ). পাচ্ছি 


    "We saw very little of the Swami, during the next few days. Before breakfast the next morning, indeed, two of us were with him on the river-bank for a moment, when, seeing the barber, he said "All this must go!" and left us, to come out again half-an-hour later, without a hair. Somehow, in ways and words that could scarcely be recounted, came to us now and then a detail of that austerity, by which, in the past week, such illumination had come. We could picture the fasting; the offering of milk and rice and almonds daily, in the spring; and the morning worship of a Brahmin pundit's little daughter, as Uma Kumari - the Divine Virgin; - the whole meanwhile, in such a passion of self-renunciation, that not one wave of reaction could be found in his consciousness for any injury, however great. "

     

  • দীপ | 2401:4900:3149:fee1:ae55:43f9:9f28:dad1 | ২৬ অক্টোবর ২০২০ ১৯:২৫99115
  • আপনি কি কথা বোঝেন না? কোন‌ ব‌ইটার কথা বলা হয়েছে? আর কোন ব‌ইয়ের কথা আপনি তুলছেন? 

  • Indranath Sinha | ২৭ অক্টোবর ২০২০ ০৮:১৭99129
  • "আপনি কি কথা বোঝেন না? কোন‌ ব‌ইটার কথা বলা হয়েছে? আর কোন ব‌ইয়ের কথা আপনি তুলছেন?"


    বুঝি মনে ​​​​​​​হয় ​​​​​​​।তাই ​​​​​​​লিখেছি  ​​​​​​​হাতের ​​​​​​​কাছে ​​​​​​​অমুক ​​​​​​​বইটা ​​​​​​​আছে। ​​​​​​​অর্র্থাৎ ​​​​​​​বলতে ​​​​​​​চাইছি তমুক ​​​​​​​বইটা ​​​​​​​নেই। ​​​​​​​আপনি ​​​​​​​যদি ​​​​​​​সেই ​​​​​​​তমুক ​​​​​​​বইটা ​​​​​​​থেকে  ​প্রামান্য তথ্য ​ ​​​​​​​দেন ​​​​​​​তাহলে ​​​​​​​আমিও ​​​​​​​খুশি, ডাঃ  সমুদ্র সেনগুপ্তও খুশি।   

  • হোয়াই | 2405:8100:8000:5ca1::2ef:d9a6 | ২৭ অক্টোবর ২০২০ ১১:৩১99142
  • কেন রজোদর্শন হলে কুমারী পুজা করা যাবে না?কেন যে কোন শেপের পাথরকে নিয়ে শিব পুজা করা যাবে না?কেন মাগুরমাছের পাতুরি হবে না?কেন উচ্ছেভাজা দিয়ে বিরিয়ানি খাওয়া যাবে না?তেজপাতে তেজ কেন?ঝাল কেন লঙ্কায়?

  • Indranath Sinha | 2405:201:800b:4816:59c4:cac4:8051:2b1a | ২৭ অক্টোবর ২০২০ ১৩:০০99161
  •  Srikanta 


    ধন্যবাদ, আমি অবশ্য সকালেই নামিয়েছি। যা চাইছি তা খুঁজে খুঁঁজে হদ্দ হয়েে গেলাম, কিন্তু পেলাম না।


    দীপবাবু প্লীজ হেল্প। পৃষ্ঠা সংখ্যা বলুন।

  • Indranath Sinha | 2405:201:800b:4816:59c4:cac4:8051:2b1a | ২৭ অক্টোবর ২০২০ ১৩:০০99162
  •  Srikanta 


    ধন্যবাদ, আমি অবশ্য সকালেই নামিয়েছি। যা চাইছি তা খুঁজে খুঁঁজে হদ্দ হয়েে গেলাম, কিন্তু পেলাম না।


    দীপবাবু প্লীজ হেল্প। পৃষ্ঠা সংখ্যা বলুন।

  • দীপ | 2401:4900:3149:fee1:ae55:43f9:9f28:dad1 | ২৭ অক্টোবর ২০২০ ১৪:২৪99169
  • আপনি তন্নতন্ন করে খু্ঁজেছেন! তা 157 পাতাটা আপনার চোখে পড়েনি? কেমন খুঁজেছেন তা তো বুঝতেই পারছি! 

  • Abhyu | 47.39.151.164 | ২৭ অক্টোবর ২০২০ ১৯:২৭99205
  • এই যে স্বামীজীর সহিত হিমালয়ে।


  • Abhyu | 47.39.151.164 | ২৭ অক্টোবর ২০২০ ১৯:২৮99206
  • দীপবাবু, আমার প্রশ্নটার উত্তর দিলেন না?

    • Abhyu | 47.39.151.164 | ২৬ অক্টোবর ২০২০ ১৮:৩৩99111
    • আজ্ঞে সুবীরানন্দ বাবুকে ঠিক বাদ দেওয়া যাবে না, যেহেতু উনি কুমারীপূজায় মাস্কের অপ্রয়োজনীয়তা নিয়ে স্টেটমেন্ট দিয়েছেন এবং মিশনের কাজ সমর্থন করেছেন (যেটা ওনার কাছে এক্সপেকটেড)। জিনিসটা যে একেবারেই ঠিক নয়, রিয়েলিটি শোয়ের কথা বাদ দিলেও, সেটা মানবেন তো?

  • r2h | 73.106.235.66 | ২৭ অক্টোবর ২০২০ ২০:১১99207
  • ছোট ছেলেদের যক বানিয়ে পুঁতে দেওয়ার জন্যে যেমন বয়সের বার আছে যেমন; কুমারীত্ব ব্যাপারটার সঙ্গে যৌন চেতনার উন্মেষের ব্যাপার আছে নিশ্চয়, তাই ঐসব স্পেসিফিকেশন, বয়ঃসন্ধির আগে হতে হবে। ছোটবেলায় আমার ধারনা ছিল এটা বেশ একটা গো অ্যাজ ইউ লাইকের মত ব্যাপার, ঠাকুর সেজে বসে থাকে। তবে ঐ আরকি, যে কোন ধর্মীয় আচারের মতই ইতিউতি বৈষম্য থাকতেই হবে।

    কেউ একটা কুমারী পূজা হয়েছিল এমন মেয়েদের বড় হওয়ার পর ইন্টারভিউ নিয়ে ডকুমেন্ট করলে পারে।
    পশ্চিম ভারতে দেখেছি, নবরাত্রিতেই বোধয়, কন্যা পূজা করে, পাড়াপড়শি বাচ্চা মেয়েদের পুজো করে; আমার এক সপ্তমবর্ষীয়া আত্মীয়াকে জিজ্ঞেস করা হয়েছিল কন্যাপূজাতে কী হয়, সে বলেছিল, অনেক মজা হয়, স্ন্যাক মিলতা হ্যায়, প্যায়্সা ভি মিলতা হ্যায়। সেসব অবশ্য ঘরোয়া ব্যাপার, ব্রাহ্মণ টাহ্মণের সিন দেখিনি।

    সেইসব পরিচিতরা অধুনা চাড্ডি যদিও, তবে ওসব অনেক আগের গল্প, তখন এত মেরুকৃত ছিল না, নতুন জিনিস দেখে মজা লেগেছিল।

  • সৌম্য | 2001:678:e3c::a | ২৭ অক্টোবর ২০২০ ২০:৪৯99210
  • সুবীরানন্দের করোনা টেস্টের প্রয়োজনীয়তা নিয়ে স্টেটমেন্ট আপত্তিজনক। টেস্ট যত কম করা যায় ততই ভাল, রোগীর সংখ্যা কম থাকবে। ডোনেশন বাড়ানোর জন্য টেস্ট করানোটা মোটেই ভাল ঠেকেনি।

  • Abhyu | 198.137.20.25 | ২৭ অক্টোবর ২০২০ ২২:১৭99217
  • সৌম্য, সুবীরানন্দ বলেছেন "মাস্ক হল সেকেন্ডারি। পরীক্ষাটাই আসল।" পরীক্ষা করাতে কেউ বারণ করে নি, মাস্ক পরানো হয় নি, সেইটা আপত্তির কারণ।

  • দীপ | 2401:4900:3149:fee1:ae55:43f9:9f28:dad1 | ২৮ অক্টোবর ২০২০ ০০:৫১99226
  • Abhyu, আমি এর আগেই উত্তর দিয়েছি। সুবীরানন্দের বক্তব্য তাঁর নিজস্ব, এর সঙ্গে আমি যুক্ত ন‌ই। আর মিশন একটি সেবা প্রতিষ্ঠান,যা বিভিন্ন ‌‌‌সেবামূলক কাজে যুক্ত। এই কাজের জন্য অর্থের প্রয়োজন, তার জন্য মিশন কর্তৃপক্ষকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে যেতে হয়। সাহায্যের আবেদন করতে হয়। তাই মিশনের পক্ষে কোনদিন‌ই কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি কিছু বলা সম্ভব নয়। 


    তবে নরেন্দ্র মোদী র বক্তৃতার পর সাংবাদিক সম্মেলনে সুবীরানন্দ পরিষ্কার বলেন, মোদীর বক্তব্য তাঁর নিজস্ব, মিশন‌ কোনোভাবেই এর সাথে যুক্ত নয়। আরো বলেন , মিশন‌‌ কোনোদিনই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলনা, ভবিষ্যতে ও হবে না! অর্থাৎ খুব ভদ্রভাবে মোদীর বক্তব্যকে অস্বীকার করেছিলেন!

  • দীপ | 2401:4900:3149:fee1:ae55:43f9:9f28:dad1 | ২৮ অক্টোবর ২০২০ ০১:১০99227
  • আর এবারের পূজার আগে মিশন পূজার সঙ্গে জড়িত সবার করোনা টেস্ট করিয়েছে। বাইরে থেকে কাউকে মঠে ঢুকতে দেয়নি। যথেষ্ট সচেতন ভাবে সমস্ত অনুষ্ঠানের আয়োজন ‌‌‌‌‌‌করেছে!

  • Abhyu | 47.39.151.164 | ২৮ অক্টোবর ২০২০ ০২:২৩99229
  • সচেতনভাবেই মাস্ক পরায় নি। সেটাই তো বলা হচ্ছে। আর আপনার মতো কিছু লোক সেটাকে ডিফেণ্ড করার চেষ্টা করছে। মাস্ক না পরানোটা যে বাচ্চাটাকে রিস্কের মধ্যে ঠেলা সেটা মানবেন না মানবেন না?

  • tutul shree | ২৮ অক্টোবর ২০২০ ০৫:১০99233
  • আর ও একটু  লেখা থাকলে ভালো হত।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন