এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • aranya | 2600:1001:b009:fad6:d973:2a60:9ca1:bffe | ১৮ অক্টোবর ২০২১ ০৩:২৫499727
  • স্বপ্ন রা সব খুন হয়ে যাচ্ছে, সাদেক ভাই 
    তাও আপনার মত মানুষ যতদিন থাকবেন ,  কিছু স্বপ্ন কোথাও রয়ে যাবে 
  • santosh banerjee | ১৮ অক্টোবর ২০২১ ০৮:২৫499738
  • ধর্মীয় উন্মাদনার দুটো রূপ... বাঙলাদেশের ঘটনা আর ভারতের আরও আরও ঘটনা , যা অবিরত ঘটে চলেছে। দুটোই নিন্দনীয় । দুটোই ঘটছে বিশেষ কিছু দুর্বৃত্ত রাজনৈতিক নেতাদের ইন্ধন পুষ্ট লুম্পেন দের দ্বারা।যদি ওটা কে গর্হিত মনে করি, এটাও আরো গর্হিত কাজ। এটাকে আর ওটাকে আলাদা দেখা যায় না।
  • Mousumi Banerjee | ১৮ অক্টোবর ২০২১ ১০:২৩499741
  • উগ্ৰবাদীদের এমন কার্যকলাপ কি ভারত কি বাংলাদেশ কখনোই সমর্থনযোগ্য নয়। রাজনৈতিক চাপান উতোর এই ইস্যুকে কেন্দ্র করেই চলছে। বুঝি না মানুষের জন্য ধর্ম?  না, ধর্মের জন্য মানুষ? 
    আপনার মতো মানুষজন আছেন। এটাই হল সবথেকে বড় কথা। 
  • Muhammad Sadequzzaman Sharif | ১৮ অক্টোবর ২০২১ ১০:৪৪499742
  • আমরা নাই। আমরা সংখ্যায় কত কম বলে বুঝাতে পারব না। বিশাল বড় একটা অংশ ধর্ম বলতে টুপি দাঁড়িওয়ালা যে কোন ব্যক্তিকে বুঝে। তারা যা বুঝায় তাই বুঝে। আপনারা বা শহরবাসী দেখছে অনলাইনের একটা অংশ। এই অংশটুকু কতটুকু? খুব সামান্য। বাংলাদেশে এখনও বিশাল বড় একটা অংশ ইন্টারনেট কী জিনিস ঠিকমত বুঝেই না। এদেরকে যারা যেভাবে বুঝাচ্ছে তারা তেমনই বুঝছে। ধর্মের আফিম কড়া নেশা ধরায়। নিজের ঘাড়ে কোপ এসে পড়ছে তবুও বুঝে উঠতে পারছে না। আশাবাদী হতে চাই। কিন্তু আশার কিছুই পাচ্ছি না। খড়কুটোও না। 
  • aranya | 2601:84:4600:5410:e519:ad5b:6649:c6c7 | ১৮ অক্টোবর ২০২১ ১০:৫১499743
  • শাহবাগ আন্দোলনের সময়, রাজাকারদের বিচার হচ্ছিল যখন, একটা আশা জেগেছিল
  • santosh banerjee | ১৮ অক্টোবর ২০২১ ১১:৪৪499746
  • শরীফ ভাই, আশা ছাড়বেন কেন ? আশায় বুক বাঁধতে হবে। ইতিহাস বারবার দেখিয়েছে কিছু সঙখক অনেক সঙখক কে চালিত, লাঞ্ছিত, দলিত করেছে। সফল হয়েছে কি? বারবার ওরা ইতিহাসের আস্তাকুঁড়ে জায়গা পেয়েছে। আমরা মরে গিয়েও ফিনিক্স'এর মতো মাথা তুলে দাঁড়িয়েছি। এ বারও তাই হবে।তবে, আমাদের শিক্ষা, চেতনা ইত্যাদি র বিকাশ হলেই তার হবে।নয়তো নয়।
  • | ১৮ অক্টোবর ২০২১ ১২:১৫499747
  • সাদেকুজ্জমান ঠিকই বলেছেন। অনলাইনের উদারমনষ্ক জনতা খুবই সামান্য।  তার মধ্যেও একটা বড় অংশ ইউকে ইউএস কানাডা বা অস্ট্রেলিয়া প্রবাসী। কাজেই তাদের মতামতে খুব কিছু বদলায় না। হাসিনা কড়া স্টেটমেন্ট দিয়েছেন প্রচুর লোক গ্রেপ্তার হয়েছে এ সবই দেশের বাইরে থেকে দেখতে ভাল। কিন্তু ভেতরে আতঙ্কের চোরা স্রোত চলছেই। আর হাসিনার স্টেটমেন্টের পরেও ফেনি হয়েছে চাঁদপুর হয়েছে। এক বন্ধু যিনি ঢাকায় থাকেন, বললেন  যেখানে একটা কালভার্ট উদ্বোধনেও হাসিনার নাম জড়িয়ে থাকে সেখানে উনি বা ওঁর দপ্তর কিছুই জানত না এ কি সম্ভব? অথচ বিডিয়ার বিদ্রোহের সময় হাসিনার ব্যারাকে গিয়ে সৈন্যদের সাথে কথা বলার একটা অডিও টেপ  বাইরে এসেছিল। সে টেপ শুনতে শুনতে সম্পূর্ণ নিরাপদে থাকা আমি আমূল কেঁপে গিয়েছিলাম। কি অসম্ভব দুর্জয় সাহস এই ভদ্রমহিলার! 
    ইনিও না পারলে কে পারবেন জানি না সাদেকুজ্জামান। সত্যি জানি না। 
  • Muhammad Sadequzzaman Sharif | ১৮ অক্টোবর ২০২১ ১৭:৪৬499759
  • @aranya,  শাহবাগ বা রাজাকারদের শাস্তি এই সরকারকে ব্যাপক সমর্থন এনে দিয়েছে। স্বপ্নেও যা কেউ চিন্তা করে নাই হবে সেই বিচার বাংলাদেশে হয়েছে। মুশকিল হচ্ছে এরপরে আর সেই ইস্যু নাই। এখন সেই নেতৃত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। 
    @santosh banerjee,  কোন আশায় বুক বাঁধি বলেন! খুব খারাপ অবস্থা এখন, আলোর কোন দেখা নাই।
    @ দ, দৃঢ় নেতৃত্ব গুনই উনাকে আজকের পর্যায়ে নিয়ে আসছে। উনি যে জায়গা থেকে লড়াই করে এই জায়গায় পৌঁছেছেন তা অবিশ্বাস্য। মুশকিল হচ্ছে অন্য জায়গায়, সেই তিনি এবার ইউনিয়ন নির্বাচনে নাসিরনগর কাণ্ডের আসামিকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন। কীভাবে সম্ভব? হুট করে একদিন দুইদিন উম্মাদ মানুষ কিছু একটা করে ফেলতে পারে। যখন টানা চার পাঁচদিন ধরে পুরো দেশের নানা জায়গায় একই রকম হামলা হতে থাকবে কিন্তু প্রশাসন কিছুই করতে পারবে না তখন প্রশ্ন জাগবে না? 
    দুইটা উত্তর হতে পারে। আওয়ামীলীগ ছাগলদের সাথে থাকতে চাচ্ছে, যেহেতু ছাগলের সংখ্যা বেশি। যদিও যতই সাথে থাকুক এই ছাগলেরা জীবনেও আওয়ামীলীগকে ভোট দিবে না। ভিন্ন উত্তরটাই ভয়ঙ্কর, যার ভয়ই পাচ্ছি। তা হচ্ছে প্রশাসনের উপরে হয়ত সরকারের প্রভাব কমে এসেছে। সব উত্তর দুই একদিনের মধ্যেই পেয়ে যাব হয়ত। শুনলাম এখন পর্যন্ত দশ হাজার মামলা হয়েছে। ধরাও হয়েছে প্রচুর। তাই হলে হয়ত পরিস্থিতির উন্নতি হবে।  
  • | ১৮ অক্টোবর ২০২১ ১৯:৪৭499762
  • এখানে দিয়ে রাখি। কেউ যদি যেতে চান 
     
  • Muhammad Sadequzzaman Sharif | ১৮ অক্টোবর ২০২১ ২২:৪৭499770
  • @দ, আজকেও সমাবেশ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শাহবাগে জমায়েত হয়েছিল। 
  • aranya | 2601:84:4600:5410:405a:8dce:198f:e63a | ১৮ অক্টোবর ২০২১ ২২:৫৫499772
  • জমায়েত, প্রতিবাদ হচ্ছে, এটা আশার কথা। দেশের সব মানুষ এখনো ধর্মের পায়ে বিবেক বিকিয়ে দেয় নি 
  • বিপ্লব রহমান | ১৯ অক্টোবর ২০২১ ০৪:৪৭499791
  •  
    শরীফের আবেগে এক কলস পানি ঢেলেই
    বলতে হয়, আহমদ ছফাকে মনে পড়ছে,  "আওয়ামী লীগ যখন জিতে তখন শেখ হাসিনা তথা কিছু মুষ্টিমেয় নেতা জিতেন, আর আওয়ামী লীগ যখন হারে গোটা বাংলাদেশ পরাজিত হয়।" 
     
    তবে কি না ভোটের বাজারে দিনের শেষে আওয়ামী লীগ- বিএনপি একই, উভয়েরই পরিবারতন্ত্রের রাজনীতি আর ১৯৭১ এর ধ্বজাই ভরসা, মুদ্রার আরেক পিঠ মাত্র।  
     
    খবরে প্রকাশ, সাম্প্রদায়িক হামলার আসামি অন্তত তিনজনকে এরই মধ্যে আবার স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ! 
     
    আর দেখুন, ক্ষমতায় থাকলেও সব সাম্প্রদায়িক হামলার দায় বিএনপি জামাতের, বিরোধী দলে থাকলেও এর দায় তাদেরই। কি আয়রনি! 
    ~
     
     যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, তারাই কুমিল্লার ঘটনা ঘটিয়েছে: তথ্যমন্ত্রী https://www.prothomalo.com/politics/যারা-সাম্প্রদায়িক-রাজনীতি-করে-তারাই-কুমিল্লার-ঘটনা-ঘটিয়েছে-তথ্যমন্ত্রী
     
  • বিপ্লব রহমান | ১৯ অক্টোবর ২০২১ ০৬:৪৮499793
  • পুনশ্চ : আরেকটি তথ্য, এপারে এই সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে! (তাই বলে অপর পক্ষ ধোয়া তুলসি পাতা নন)
  • aranya | 2601:84:4600:5410:9df7:7a2f:39b2:4d3e | ১৯ অক্টোবর ২০২১ ০৭:২৫499796
  • 'এপারে এই সরকারের আমলে সংখ্যালঘু নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে'
    - কাউন্টার ইনটুইটিভ। আমার ধারণা ছিল ​​​​​​​আওয়ামী ​​​​​​​লিগ ​​​​​​​সরকার ​​​​​​​লেসার ​​​​​​​ইভিল, সংখ্যালঘু নির্যাতন - এর ​​​​​​​দিক ​​​​​​​থেকে। 
     
    ডেইলি স্টারের লিংক-টা  কাজ করছে না 
  • aranya | 2601:84:4600:5410:9df7:7a2f:39b2:4d3e | ১৯ অক্টোবর ২০২১ ০৭:৫৫499797
  • 'আক্রমণকারীদের বিবরণে দেখা যাচ্ছে, এরা সবাই তরুণ, এরা ইসলামি জবানের নারায়ে তকবির দিচ্ছে না, এদের মাথায় টুপি নেই, দাড়ি নেই, বিশেষ ধর্মীয় দীক্ষার বিশেষ ভঙ্গি নেই। ১৫/১৬ থেকে ৩০ এর কোঠায় বয়স। এরা কুমিল্লায় হামলাকালে ব্যাগভর্তি করে পাথর নিয়ে গিয়েছিল। প্রায় সর্বক্ষেত্রেই স্থানীয় লোকজন এদেরকে চেনেন না, অন্য কোনও এলাকা থেকে এসে সন্ত্রাস কায়েম করেছে'
    - বাংলাদেশী সাংবাদিক ​​​​​​​আ-আল ​​​​​​​মামুনের ​​​​​​​লেখা ​​​​​​​থেকে। ​​​​​​​এপারের এইসময় ​​​​​​​ই ​​​​​​​পেপারে ​​​​​​​দেখলাম 
     
  • বিপ্লব রহমান | ১৯ অক্টোবর ২০২১ ১৩:৩৯499804
  • অরণ্য, 
     
    অনুগ্রহ করে হেড লাইন কপি করে গুগল করুন, ডেইলি স্টার ছাড়াও একাধিক লিংক পেয়ে যাবেন। 
     
    লক্ষনীয়,  ব্লগার নিধনের মহোৎসব কিন্তু আওয়ামী লীগ আমালেই হয়েছে, দু একটি ছাড়া কোনোটির সুবিচার কিন্তু এখনো হয়নি। 
     
    আবার হলি আর্টিজন কাণ্ডের পর নানা কারণে আওয়ামী লীগ সরকার জঙ্গি নিধনে উঠেপড়ে লেগেছে! 
     
    সমীকরণ ক্রমেই বদলাচ্ছে ও জটিল হচ্ছে।
  • aranya | 2601:84:4600:5410:492c:832e:7cd4:9211 | ১৯ অক্টোবর ২০২১ ১৯:২১499828
  • বিপ্লব,  পড়লাম। খুবই ভয়াবহ একটা ছবি 
    হ্যাঁ, ব্লগার নিধনের কথা মনে ​​​​​​​আছে, বিচার ​​​​​​​প্রায় ​​​​​​​কিছুই ​​​​​​​হয় ​​​​​​​নি। অভিজিৎ-এর ​​​​​​​বাবা ​​​​​​​মারা ​​​​​​​গেছেন, ​​​​​​​ছেলের  ​​​​​​​হত্যাকারীদের ​​​​​​​বিচার ​​​​​​​না ​​​​​​​দেখেই 
  • নয় বছর | 2409:4060:e81:1dc7:bb30:eeb4:6880:a077 | ২০ অক্টোবর ২০২১ ০০:০০499847
  • হয়ত এই নয় বছরে তাও খবর গুলো বাইরে আসছে, প্রশাসন চেপে দিচ্ছে না? হয়ত বিএনপির সময়ে অভিযোগ করার সাহস ছিল না নির্যাতিত দের ? Statitics দিয়ে কিছুই প্রমাণ হয় না।
  • aranya | 2601:84:4600:5410:e9b8:cef8:d0c8:88c | ২০ অক্টোবর ২০২১ ০১:২৭499850
  • নয় বছরের এই সংখ্যাটা জাস্ট রিপোর্টেড ঘটনা, আসল সংখ্যা আরও অনেক বেশি। 

    ঢাকা ট্রিবিউন- এর  রিপোর্ট ​​​​​​​থেকে - 

    'Scenario much larger

    Advocate Rana Das Gupta, general secretary of the unity, said that the statistics provided by ASK is very much possible in the context of the country. In fact, the number is much higher than it is said to be.

    The trend of attacking the religious minorities was expected to lessen after Awami League took office in 2008. But that remains a dream, he said with frustration'

  • Debanjan Banerjee | ২০ অক্টোবর ২০২১ ০৮:১৭499857
  • সাদেক ভাইকে অনেক ধন্যবাদ একটি অত্যন্ত প্রাসঙ্গিক ও সময়োপযোগী প্রবন্ধ লেখার জন্য |
     
    বাংলাদেশের বর্তমান সংখ্যালঘুকে পরিস্থিতি নিয়ে কিছু প্রশ্ন এসেছে গত কয়েক দিনে |
     
    ১ | বাংলাদেশে গত কয়েকবছরের অর্থ-সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতিতে আর্থিক অসাম্য কতটা ? এই আর্থিক অসাম্যের কি কোনো ভূমিকা আছে বর্তমান পরিস্থিতি সৃষ্টিতে ?
     
    ২ | ভারতের ২০১৯ সালের কাশ্মীর ৩৭০ NRC/CAA এইসব বিষয়গুলি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সৃষ্টিতে কতটুকু ভূমিকা পালন করেছে ?
     
    ৩ | ২০২১ সালের COVID দ্বিতীয় ওয়েভের সময় ভারত বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েও ভ্যাকসিন পাঠায়নি | এই ব্যাপারটির কতটুকু প্রভাব পড়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সৃষ্টিতে? 
     
    ৪ | বাংলাদেশে গত কয়েক দশকের অভূতপূর্ব আর্থিক বৃদ্ধির ও উন্নতির সাথে কি কোনোভাবেই বাংলাদেশে বর্তমান কট্টরপন্থা ও মেরুকরণের সম্পর্ক আছে ?
     
    সাদেক ভাই এবং বাংলাদেশের অন্য ভাইদের কাছে তাদের এই উপরের প্রশ্নগুলি জানার অপেক্ষায় রইলাম |
  • Muhammad Sadequzzaman Sharif | ২০ অক্টোবর ২০২১ ১৭:২৪499886
  • দুইটা পোর্টালই ভাল নিউজ করেছে। অনেক কিছুই উঠে এসেছে এখানে। পড়ে দেখতে পারেন যারা আগ্রহী। 
  • aranya | 2601:84:4600:5410:84a5:dbc8:e47a:8eb0 | ২২ অক্টোবর ২০২১ ০৮:৩৯500022
  • @সাদেক, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি-র দাবিতে অনেক মিছিল হচ্ছে, হিন্দু ধর্মস্থান, পূজা মন্ডপের সামনে স্থানীয় মুসলিম মানুষেরা মানববন্ধন তৈরী করছেন, যাতে আক্রমন ঠেকানো যায়, এমন বেশ কিছু ছবি সামনে আসছে। 
    আরও বেশী প্রতিবাদ হলে নিশ্চয়ই ভাল হত, কিন্তু সব আলো নিভে গেছে, এমনটা মনে হচ্ছে না। 
  • aranya | 2601:84:4600:5410:84a5:dbc8:e47a:8eb0 | ২২ অক্টোবর ২০২১ ০৮:৪৫500023
  • বাংলাদেশের বেশির ভাগ মানুষ কী ভাবছেন, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ-কে সমর্থন করেন কিনা, তার কোন সমীক্ষা হলে ভাল হত। 
    আপনি আগে বলেছেন - 'আমরা নাই। আমরা সংখ্যায় কত কম বলে বুঝাতে পারব না'। এটা ​​​​​​​পড়ে ​​​​​​​একটা কঠিন ​​​​​​​ধাক্কা ​​​​​​​মত ​​​​​​​খেয়েছিলাম। ​​​​​​​খুবই ​​​​​​​শকিং, ​​​​​​​যদি ​​​​​​​মেজরিটি ​​​​​​​লোক ​​​​​​​সাম্প্রদায়িক ​​​​​​​হয়। ​​​​​​​আমি ​​​​​​​এখনও ​​​​​​​আশা ​​​​​​​করছি, সেটা ​​​​​​​সত্য নয়। 
    হোপিং এগেইনস্ট হোপ, হয়ত 
  • Debanjan Banerjee | ২২ অক্টোবর ২০২১ ২২:৩৫500063
  • এই উপরের লেখাটি খুবই প্রাসঙ্গিক মনে holol. আপনারা কি মনে করেন বাংলাদেশ সত্যি সত্যি বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে ? 
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন