এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রাজা হওয়া 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০১ মার্চ ২০২২ | ৯৭৫ বার পঠিত
  • ঝিকিমিকি ঝিকিমিকি
    ................................

    লাল নীল সবুজ কমলা 
    সব রঙ মিশে হয় বেরঙা 
    মানে — সাদা।
    আবার রঙ যখন অগোচর
    তখন ... কালো।
    প্রশস্ত  শুভ্র ক্যানভাসেও দেওয়া যায় একটা গাঢ় কালো পোঁচ। 
    এক অধরা পরিচালকের
    সিনেমার রিলে গুটিয়ে থাকে 
    তোমার আমার জীবন।
    চিত্রনাট্যে শুধু সততার প্রতীক ম্যাচো নায়ক থাকে না বা মধুর 
    বিলোল নায়িকা , 
    চাই অারও অনেক কিছু 
     যেমন ভিলেন ও বিদূষক ।   
    ভিলেনের দরকার স্ক্রিপ্টে এলাচ দারুচিনি মশলা যোগাতে — জমাতে স্বাদু রান্না।
    জনতার আকাট আবেগে দু চার ফোঁটা তেল ....
    আর তুরতুরে চড়বড়ে কমেডিয়ানের বাজার তো চিরকালিন।
    লোকজন খুব খায়.... খুব খায় কাঁচা কাঁচা— টক ঝাল মিষ্টি আচার চাটনি ।
    গরমাগরম , দুমদাম, ঝগরুটে বক্তৃতায় পরিতৃপ্ত হাবাগোবা ন্যালাক্ষ্যাপা...... জনপদবাসী ।
    পালিশ টালিশের ব্যবস্থাও আছে,
    যেখানে মসৃন গাম্ভারী বেশ কিছু বাবু বিবি হাসে মিটিমিটি ,
    কে কোন দলে দেবা ন জানন্তি....

    কাজ কি ওতে ? পাতে দিতে লাগবে না না  সাহেব... ওসব বড্ড ভারি।
    ছেলেটা কাঁচা বয়সে চলে গেল 
    কার যেন গুলি খেয়ে গতবারে বুথে
    ওই ইস্কুলের পেছনে।
    নেই  কোথাও আর .... 
    চিন্তামণির বারমাস্যা গাজনে !
    .....একখান জবকার্ড দাও বাবারা.... দুটি পায়ে পড়ি .....
    যে গেছে সে তো গেছেই ।

    কোন রঙ নেই .... শুধুই কালো।
    সে ঝলসানো রোদে সারা দিনমান
    সুশীলবাবুদের ক্ষেত নিড়িয়ে
    বিহানবেলায় মাঠের খোঁটায় বাঁধা
    গরু ঢুকিয়ে গোহালে , 
    হেঁসেলের চুলোয় কাঠের টুকরো গোঁজে।
    ভর্তুকি আড়তের ভাত ফোটা গন্ধ ভেসে আসে জামরুল গাছের তলায় ,
    নিশুত রাতের অতল নিদ্রায় 
     তীক্ষ্ণ হ্রেষাধ্বনি।
     লাল নীল সবুজ কমলার রামধনু
    অধরা আঁধারে দ্রবীভূত হয়ে যায় স্বপ্নময় সাদায় অথবা মহাশূন্য কালোয় ।
    জোনাকিরা ভেসে বেড়ায় নিকষ 
    আমাবস্যার ঘুমে 
    ঝিকিমিকি ঝিকিমিকি .... ফোঁটা ফোঁটা আলো।
    ..........     ..........   ...........      .........

    রাজা হওয়া
    ..................

    রাজা হতে গেলে সহস্র মানুষের   
    রক্তে ভেজানো রাস্তা দিয়ে হেঁটে  
    সিংহাসনের কাছে পৌঁছতে হয় কি 
    দাঁত এবং নখ সুনিপুণ কুশলতায়
    মসৃন মখমল আবরণে ঢেকে ?
    নরপতি হতে গেলে কি হওয়া চাই আগে 
    দুর্মর গোলন্দাজ এবং পারঙ্গম ঘাতক ....
    উপড়ে ফেলে মনীষিতা শমীবৃক্ষ ?
    তবে বলীয়ান বৃষস্কন্ধ অবশ্যই সজ্জিত থাকা চাই পাটভাঙা  পুণ্য উত্তরীয়ে।

    রাজা মনে মনে জানে, রাজা হতে চায় আরও কেউ কেউ,
    শান দেয় প্রাচীরের আড়ালে  ইস্পাত তরবারি ঝিকিমিকি
    ছাইরঙ অমনন খর পাথরে।
    খোঁজে থাকে অহরহ  তার কলিজার শোনিতের।

    শক হুন পাঠান বর্গী মুঘল 
    রাজা হয়েছে সবাই বল্লমের আগায় প্রতিযোগী নরমুন্ড গেঁথে গেঁথে
    নারী শরীর সদর্পে কর্ষন করে 
    সহস্র সৈনিকের রেত: বীজ কীটে ।
    ইদানীং আমরা সভ্য সুশীল ,
    অসভ্য পূর্বপুরুষের কায়দায়
    রক্ত এবং রেত:র দাগ লাগাই না 
    রাস্তায় , 
    ওসব থাকে জমকাল কাপড়ে  ঢেকে ।

    মাটি খুঁড়ে  নদী ভরা জল নিয়ে যাই অ্যাঁকাব্যাঁকা নানা সন্দেহ খাড়িপথে।
    আমি রাজা হব— খাজনা দেয় অবোধ মানুষ 
    নিজেদের উষ্ণ রুধিরের প্লাজমায় বোনা 
     সুদীর্ঘ লাল কার্পেট পেতে ।

    রাজা হওয়ার কায়দাকানুন 
    আজও আছে তেমনি ,  
    রক্তের দাগ মোছা এখন বড় সহজ 
    ‘মানুষ’  হয় না আর একেবারেই কাতর বিবশ,
    ছড়িয়ে দিলেই হল শুধু ক টুকরো
    লেড়ো বিস্কুট ভাঙা।
    ................. ........…....    .….............   ..............
     
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Anjan Banerjee | ১০ মার্চ ২০২২ ০৯:৫৫504812
  • ধন্যবাদ ও শুভেচ্ছা 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন