এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • চৈতি বাতাসে 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ০৫ মার্চ ২০২২ | ৩২৫ বার পঠিত
  • চৈতি বাতাসে

    মাঠে জঙ্গলে  হাত পা ছড়ানো সোনাদীঘি বেনো জলে 
    বক মাছরাঙা বসন্তবৌরি বসে,
    চৈত্র বাতাসে ঝুরো পাতা ওড়ে
    ঘুরে ঘুরে 
    কে জানে কোন বিকেলবেলার কাছে।
    শিমূল ফুটেছে নববধূ লাজে
    তবু কেজো লোক ধায় গম্ভীর কাজে
    আকাশে একটা রসিক আড্ডা চলছে দিনভর—  অর্ক অস্তগামী,    
     চিকিৎসালয়ে
    স্থায়ী ছুটি বুঝি পেল কেউ কেউ— বর্ণিল এক তারকা বা বন্দীশালায় একটা মোবাইল চুরির আসামী।

     জীবনের জামা এন্তার ছেঁড়া ফাটা 
    সেলাই মারি যত ভুলভাল ছুঁচে
    লাটাই হাতে স্থির চেয়ে থাকি ওপরে .... আশার ঘুড়ি শুধু আন্দাজে ওড়ে ।
    আচার বিচার নীতিকথা ঠিক যেন অন্তর্বাস,
    পরা না পরা ঐচ্ছিক প্রবণতা 
    ঢাকার নীচে ঢাকা দেওয়া বাড়াবাড়ি,     দুনিয়া মানে— 
    সম্বল ছাড়া গোটা দুনিয়াই মাটি।

    এদিকে ফাগুনে 
    হাওয়ায় .... হাওয়ায় 
    পলাশ শিমূল ঝোলে ....      ব্যালকনিতে হুইলচেয়ারে ধূসর কোষের অ্যালঝাইমার রুগী, 
    চার দেওয়ালের হিজিবিজি  দিনলিপি ,
    অষ্টপ্রহর চেতনার ঘরে দোলে।

      য্যায়সা করনি ত্যায়সা ভরনি
    নিয়ম ছড়ান আছে,
    ফাগুন বাতাসে ঝুরো পাতা ওড়ে 
    ঘুরে ঘুরে 
    কে জানে কোন সুদূর স্মৃতির নোনা মাখামাখি  ....  
    একা বসে থাকা এক বিকেলবেলার কাছে।
    ...............................................................

    যেতে চাই হোথায় 

     এই রাস্তা গেছে ওই অনেক দূরে  
    বেঁকে, শিশির আর রোদ্দুর ধোয়া 
    সরল ধানের মতো কোন দারিদ্রমাখা দেহাতের দিকে।
    পোড় খাওয়া শাল শিমূলের পত্রালিতে মর্মর জাগে রম্য বসন্ত হাওয়ায় ।
    একটা শান্ত লোক সাইকেল চালিয়ে কোথায় কি    কাজে যাচ্ছে যেন শাল পিয়ালের সুগন্ধ হিল্লোলে ভেসে।
    বাঁকের মুখে গাছের সারির ক্ষণিক থামা... শীতল ধীর দীঘির ধারে
    যেখানে প্রশান্ত হাঁসেরা জলে মনোরম দাগ কেটে কেটে সাঁতরায়।
    ওই দূরে বৃষ্টি খাওয়া কালচে বিচুলি ছাওয়া  চারটে চাষার কুঁড়ে, উদার বিপুল বটগাছ এক.....   
    ছায়ায় বসে তিনটে গাভী প্রশান্ত থির..... চোখ বোজা শান্তির রোমন্থনে ।
    এর পর আবার পথ যায় সটান           দীর্ঘ....          
    পিতা প্রপিতামহ রাধাচূড়া  জারুল  নিমফুল ছাওয়া গাছের স্নেহে স্নেহে, 
     নীলাভ  জলরঙা আকাশতলে  সুধাময় কাকলি
    ডাহুক কুবো বসন্তবৌরির । 
    তরুণ চৈত্রের ইতিউতি তাপে     সেঁকা দুরন্ত বালকের ধারা ছুটন্ত হাওয়া .... খেলছে ......
    খেলছে থেকে থেকে পাতাপত্তরের ফাঁক দিয়ে 
    ছাতা হাতে মাথা বাঁচিয়ে ডানদিকে বাঁক নিল এক পায়ে চলা মানুষ।
    আজ বোধহয় বেচাকেনা হবে ভাল.... ওই ওদিকে কালিতলা গঞ্জের হাটে।
    গাড়ি ঘোড়া চাই না কিছু , না চাই
    সাজানো দালান বসতবাড়ি 
    এমনই হাঁটুভরা দূর গাঁয়ের ধুলো মেখে হেঁটে হেঁটে ওই দূর দিগন্ত ছুঁয়ে আসতে চাই 
    মাঠঢাকা  নালিঘাসের আগায় হলদে সবুজ গঙ্গাফড়িং-এর মত 
    উড়ে উড়ে ঘুরে ঘুরে ।
    বাসন্তী হাওয়া যাচ্ছে বয়ে কত ..... কত দূরে দূরে ।
    .............      ..........      ...........   .............


     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন