এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • যে বাঁশিতে বাতাস কাঁদে

    প্রিয়তমাসু লেখকের গ্রাহক হোন
    ০৮ মার্চ ২০২২ | ৬২২ বার পঠিত
  • বাতাস তো আর কাঁদে না , বাতাস শুধু কান্নার সুর টুকু পৌঁছে দেয় মানুষের কানে । কান থেকে সুর যায় মানুষের মাথায় , অনেক গাংলিয়নের গাঁট পেরিয়ে । এইখানে কিছু স্নিগ্ধতার স্মৃতি জমে থাকে , কিছু বিস্মৃতির ব্যাকুলতা থাকে ... এইখানে এসে সুর কান্না হয়ে যায় ৷
    আজ যখন মেসের সিঁড়ি বেয়ে উঠে আসছিলাম , দেখছিলাম সিড়িতে অনেক গুঁড়ো গুড়ো চুনের দানা ইতস্তত ছড়িয়ে; কদিন আগে দেওয়ালে চুনকামের ফল ৷ সিড়ির শেষে খোলা বারান্দা থেকে আলো এসে পড়েছিল, ট্যারছা করে, মাঝের দিকের কয়েকটা ধাপে, সেই ধাপগুলিতেও চুনের গুঁড়ো আছে , কিন্তু আলোয় তাদের রঙ আলাদা ৷ আমি অবশ্য চটি দিয়ে সব রঙের চুনই মাড়িয়ে এলাম ।
    এই আলো ও আলো যাদের ওপর পড়ে, তাদের বৈচিত্রের মধ্যেও সুর আছে ৷ আলো যেমন বহুদুর থেকে আসে , উদাস মনের সুরটি তেমনি বহুদূরে হারিয়ে যেতে চায় । আলো বহুদূর থেকে আসে বলেই আলো সবার , সুরও তেমনি অ্যাসিম্পটোটিক অ্যাপ্রোক্সিমেশানে সার্বজনীন ৷ খুব কাছের সুর, বড় বেশী ব্যক্তিগত, এবং অনেক সময়ই অন্য কারো কাছে, স্রেফ আদিখ্যেতা। তাই বুড়ো দূরের সুরে কান্না গুঁজে দেন , তাই মোহরদি বাতাসকে কাঁদিয়ে গেয়ে চলেন, "দূরে কোথায়, দূরে দূরে " ৷
    _________________________________________
    দূরে কোথায় দূরে দূরে
    আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে।
    যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে॥
    যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে॥
    যে পথ সকল দেশ পারায়ে উদাস হয়ে যায় হারায়ে
    সে পথ বেয়ে কাঙাল পরান যেতে চায় কোন্‌ অচিনপুরে ॥
    --- শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর
    রাগ: ভৈরবী
    তাল: মুক্তছন্দ
    রচনাকাল (বঙ্গাব্দ): 1318
    রচনাকাল (খৃষ্টাব্দ): 1911
    স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর
    _________________________________________
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অনামিকা | 113.21.74.248 | ০৮ মার্চ ২০২২ ১৩:১২504769
  • ভাল লেখা ,অল্প কথায় মর্মস্পর্শী অনুভব, মোহর দি র গান আমারও খুব পছন্দের ,এই গান ও বহুবার শোনা...আরো লিখবেন প্লীজ ।
  • প্রিয়তমাসু | ০৮ মার্চ ২০২২ ১৩:২২504770
  • @ অনামিকা
     
    আমিও মোহরদির ভক্ত দীর্ঘ দিনের । কী এক আত্মমগ্নতা আছে ওঁর গায়কিতে ; যেটা অন্যতর ও খুব দূর্লভ মনে হয় আমার , বা  আমার ধাতে ওঁর গানের ধরনটাই সয় সবচেয়ে বেশী I 
     
    আপনার পড়ে ভাল লেগেছে জেনে খুব ভাল লাগল,  আন্তরিক ধন্যবাদ জানবেন ৷ 
     
     
  • প্রিয়তমাসু | ০৮ মার্চ ২০২২ ১৩:২৩504771
  • এই গানটা আমারও অনেক, অনেক বার শোনা ৷
  • Neptune_Pluto | 37.111.206.40 | ০৮ মার্চ ২০২২ ১৫:১৮504781
  • মোহরদির মত গায়িকা যুগান্তরে একবারই কেবল আসে ...
  • বেশ  হচ্ছে  | 42.110.201.244 | ০৯ মার্চ ২০২২ ১০:৪৮504793
  • লিখুন আরো 
     
     
  • বেঁচে আছি  | 14.139.128.16 | ১১ মার্চ ২০২২ ১৯:১৫504819
  • নেই কাজ তো খৈ ভাজ
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন