এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হরিদাসী কোনো নারী নন

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ২৬ অক্টোবর ২০২২ | ৩৬৫ বার পঠিত | রেটিং ৫ (৩ জন)
  • আজ আমার হরিদাসীর কথা মনে পড়ল। হরিদাসী কোনো নারী নন, 'আমি তোর হরিদাসী' একটা গান। সেটার কথা মনে পড়ল একটা খবর দেখে। কর্ণাটকে কাজে গিয়ে বাংলাদেশী সন্দেহে গ্রেপ্তার পূর্ব বর্ধমানের জামালপুরের পলাশ অধিকারি, স্ত্রী শুক্লা অধিকারি, এবং তাঁদের শিশুপুত্র। এর সঙ্গে হরিদাসীর কি? খুব জটিল কিছু না। মনে পড়ার কারণ হল মিলে যাওয়া। গানের একটা লাইন ছিল, "দিল্লি কিংবা ব্যাঙ্গালোরে / বাংলা বললে হাজতে পোরে / থাকিস যদি ঝুপড়ি ঘরে / ধরবে পুলিশ ভেবে বাংলাদেশী।" সেটা অক্ষরে অক্ষরে মিলে যাবার কারণে। আর কিছু না। 

    ওই একই সঙ্গে আরও একটা জিনিস মনে পড়ে গেল। গত বেশ ক'বছর ধরে আগ্রাসী হিন্দুত্ববাদবিরোধী একগুচ্ছ গান-টান বাজারে ছাড়া হয়েছিল। তার মধ্যে 'আমি তোর হরিদাসী' একটা। বাকি অনেকগুলোই বেশ চলেছিল, হিট-টিটও হয়েছিল। কিন্তু এইটা চলেছিল প্রত্যাশার চেয়ে অনেকটাই কম। তার একটা কারণ হতে পারে শৈল্পিক, জিনিসটা লোকের পছন্দ হয়নি। কিন্তু আমার মনে হয়, যে, সঙ্গে আরও একটা কারণও ছিল, যে, গানের গপ্পোটাই লোকের তেমন বিশ্বাসযোগ্য মনে হয়নি। দিলীপ ঘোষ তখন গরুর দুধে সোনা নিয়ে আগুন ঝরাচ্ছেন, নরেন্দ্র মোদী তখন দাড়িওয়ালা রবীন্দ্রনাথ হয়ে কবিতা পড়ছেন, চোখের সামনে দেখা যাচ্ছে, হুহু দল বদলাচ্ছেন নির্বাচিত প্রতিনিধিরা, এসব জলজ্যান্ত চোখের সামনে দেখা যাচ্ছে, এগুলো তো হিট হবেই। কিন্তু বাঙালি বেঙ্গালুরুতে গেলে বাংলাদেশী আখ্যায়িত হয়ে জেলে ঢুকবে? হ্যাঃ হতেই পারেনা। বলিউডের বাদশা আমাদের বাদশা, ভারতের ক্রিকেট টিম আমাদের ক্রিকেট টিম, আমাদের রবীন্দ্রসঙ্গীত ভারতের জাতীয়সঙ্গীত, বাংলাদেশী বললেই হল? 

    এর পুরোটাই ঠিক ডিনায়াল তা নয়। সত্যিই তো হাজারে-হাজারে ছেলেপুলে আইটি বা পড়াশুনোর কারণে দিল্লি-বেঙ্গালুরু যাচ্ছে। দিব্বি থাকছে, খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে সেলফি সাঁটাচ্ছে। কিছু তো হচ্ছেনা। কথাটা একশবার ঠিক। আবার, উল্টোদিকে গানের কথাগুলোও তো আকাশ থেকে পড়েনি, দেখাই যাচ্ছে। আসলে, আমরা যাদের সামাজিক মাধ্যমে ভেসে থাকতে দেখি, আইটিজীবী, ছাত্র, আন্দোলনকারী, তারা তো সবাই উচ্চকোটির বা অন্তত মধ্যবিত্ত। তো, আমাদের বোঝাপড়াগুলো এই বৃত্তেই আটকে থাকে। দিল্লি-ব্যাঙ্গালোরের পশ সোসালাইট বৃত্তের যা বোঝাপড়া, মোটামুটি সেই স্তরেই। আমরা কেউ কাঠমিস্ত্রি না, কাজের লোক না। সেইসব অঞ্চলের লোকজন আলোকিত বৃত্তে ঘুরে বেড়ায়না। এবং এই কারণেই যেকোনো পরিবর্তনে তারাই সবচেয়ে বেশি নড়বড়ে। সেগুলো আমরা জানি, কিন্তু আমাদের বোঝাপড়ায় ঢোকেনা। নইলে আজ নয়, বেশ ক'বছর ধরেই বাংলাদেশী সন্দেহে উত্তরপ্রদেশ বা বেঙ্গালুরুতে বস্তি ভাঙা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। সেই তালিকায় আপনার-আমার কেউ আছে? বোধহয় নেই। আমাদের কেউ ওইসব এলাকায় থাকেনা। কিন্তু তার মানে তো আর কারো কিছু হচ্ছেনা তা নয়। হচ্ছে, কিন্তু আমাদের মনে হচ্ছে, "ধুর ও কিছু না। রোব্বার পাঁঠা খাচ্ছি, মাল্টিপ্লেক্সে নতুন সিনেমার রিলিজ হচ্ছে, রোজ সকালে সুয্যি উঠছে, কোত্থাও কিছু হচ্ছেনা।" বাঙালি এখনও ঠিক বিশ্বাস করে উঠতে পারেনি, যে, হিন্দুত্ববাদী ন্যারেটিভে বাংলাভাষী মানেই সম্ভাব্য বাংলাদেশী। হরিদাসী এখনও আমাদের কাছে কোনো নারী নন।  এইটা কিন্তু ডিনায়াল। যেটা থেকে যত তাড়াতাড়ি উঠে পড়া যায়, ততই মঙ্গল। 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হরিদাসীর গান | 193.189.100.194 | ২৬ অক্টোবর ২০২২ ২০:০১513208
  •  
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:9608:1a1e:60d2:df86 | ২৬ অক্টোবর ২০২২ ২০:১৩513209
  • নিজের উপর চাপ না এলে লোকে কিছুই বুঝতে চায়না। এই যে চাকরি চুরি নিয়ে এত হই হই। এ তো মধ্যবিত্তের শ্রেণীস্বার্থের ব্যাপার। সে নিয়েও লোকে খুব ব্যস্ত হচ্ছে না। একজন বলল আমার ছেলে এখনো ছোট। যখন বড় হবে তখন দেখা যাবে।
     
    মধ্যবিত্ত পরিবারের লোক। পাঁচশ টাকা সে পায়না। দুটাকা রেশন পায়না। কন্যাশ্রীর ব্যাপার নেই। মেডিক্লেম আছে। কিন্তু যেটা পোটেনশিয়ালি ম্যাটার করে সেটা নিয়েও চাপ নেবেনা। আর মাইগ্র্যান্ট লেবার নিয়ে চাপ নেবে? ওই আনন্দবাজার খবর করেছে তাই না কত!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন