এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • #পুণ্যশ্লোক

    Tanima Hazra লেখকের গ্রাহক হোন
    ২৩ ডিসেম্বর ২০২২ | ২৩৪ বার পঠিত
  • যতদিন তুমি যত্নভরে প্রত্যহ
    ত্বক মাজবে
    ততদিন তোমার উজ্জ্বল ত্বকের দিকেই
    আগে চোখ যাবে
    আর
    ততদিন তোমার তীক্ষ্ণ  মস্তিষ্ককে কেউ খেয়াল করে গুরুত্ব দিয়ে দেখবেই না,
    যতদিন তুমি ক্লিভেজ খুলে
    লোভ দেখাবে
    ততদিন
    তোমার স্তনের প্রতিই
    মোহগ্রস্ত হয়ে থাকবে এই পৃথিবী,
    আর
    তোমার সুঠাম দৈহিক শক্তিকে,
    কিংবা তোমার দৃপ্ত  মনকে
    দ্বিতীয় স্থানে রাখা হবে,
    যতদিন তুমি বিবাহকে
    প্রেমের চেয়ে বেশি নিরাপদ
    হিসেবে ভাববে
    ততদিন তোমার প্রেম হেরো হয়ে থাকবে তোমার চোখে,
    এমনকি ক্ষয়ে যেতে যেতে শূন্য হয়েও যেতে পারে শেষ অব্দি,
    তোমার স্বয়ম্ভরা হবার সম্মান
    অকুলান হয়ে পড়বে হৃদয় থেকে
    ঋণাত্মক গতিতে,
    ততদিন তোমার ভালবাসার সাহসকে, তোমার মহত্তম ত্যাগের যোগ্যতাকে মর্যাদা দেওয়া হবে না।
    পুরুষের সম অধিকার চেয়ে
    লড়াইয়ে নেমেছো,
    অথচ ভুলে গেছো,
    নিজেকে লোভনীয় হিসেবে পেশ করতে চাওয়াও নিজেকে অসম প্রমাণ করা,
    সুন্দরের সংজ্ঞা কী,
    কিভাবে হয়ে উঠতে হয় আকর্ষণীয়,
    তুমি নিজেই জানো না,
    তাই এতো প্রলুব্ধ করার লোভ।
    তুমি আটকে পড়েছ
    সেই আদিম ঘূর্ণাবর্তে
    যেখানে তোমার
    চোখকে বলা হয়
    পটলচেরা, হরিণীত্রস্তা,
    ভ্রুকে বলা হয় ধনুক,
    কেশরাশিকে বলা হয় মেঘমালা,
    স্তনকে বলা হয় জলপদ্ম,
    যোনিকে বলা হয় অরণ্যানী মাঝে
    অনাবিষ্কৃত হ্রদ,
    তোমাকে আখ্যায়িত করা হয়
    গুরুনিতম্বভারে শ্লথ,
    স্তনভারে অবনতা,
    প্রস্ফুটিত নাভিকমল,
    অপূর্ব স্থাপত্যের মতো স্তম্ভ যেন ঊরু,
    পদ যেন পল্লব অথবা কুসুমরূপ করযুগল,
    আর তুমি এই ব্যাখ্যায় গলে গিয়ে
    নিজেকে ভাবলে মোহময়ী বিজয়িনী,
    পরিতৃপ্ত হয়ে উঠলে পুরুষের
    এমত রূপবর্ণনার অপার ক্ষমতা দেখে, কুশলী
    প্রস্তুতি নিলে তাকে বশ করে নিজস্ব কর্তৃত্ব প্রতিষ্ঠার কৃতিত্বে,
    খেয়ালই হলো না তোমার
    সেখানে কোত্থাও
    তোমার মন নিয়ে
    এক ছত্রও লেখা হয়নি,
    তোমার মস্তিষ্ক নিয়ে
    একটি পংক্তিও খরচ করা হয়নি।
    একটি দুর্মূল্য রত্ন হবার গর্বিত আকাঙ্খায়
    তুমি  আটকে পড়েছো নিজেরই রচিত  গারদে, 
    তোমার এই প্রলোভন দেখিয়ে
    পুরুষের দৃষ্টিতে সহজে জিতে যাবার চাতুরী,
    এই হৃদয় চুরি করে
    ছিনিমিনি খেলার গদ্যে লেখা  উপন্যাস
    আর
    দিগবিজয়ী ভাবার ছন্দে রচিত  ক্ষয়জনক কাব্য
    হাজার বছর ধরে একটি একটি করে সযত্ন শেকল পরিয়েছে তোমাকে আষ্টেপৃষ্ঠে।
    নগ্নতা থেকে পোশাকের সভ্যতার দিকে হাঁটতে হাঁটতে কি চতুর শঠতায় তুমি আয়ত্ত করে ফেলেছো
    কখনো আংশিক, কখনো সম্পূর্ণ খুলে খুলে শরীর দেখাবার খেলা,
    চটুল মজাদার করে তুলেছো নিজের অস্তিত্ব আর সৃষ্টির আদিম সত্যকে।
    প্রাণ থেকে পণ্য বানিয়ে ফেলেছো নিজেকে ক্রমশঃ,
    দ্রষ্টা থেকে দ্রব্য,
    মানসী থেকে  সেজে উঠেছো মাংসে।
    আর তুমি একেই ভেবে বসেছো
    তোমার স্বপ্নের স্বর্ণ সিংহাসন,
    কে দেবে সিংহাসন তোমাকে,
    কার সে ক্ষমতা,
    কে দেবে স্বীকৃতি তোমাকে,
    কার সে দুঃসাহস,
    অথবা কে দেবে স্বাধীনতা,
    কার সে যোগ্যতা,
    সমতা চাইতে গেলে
    তোমাকে বেরিয়ে আসতে হবে
    এইসব সহজ জালে বোনা চাতুরীর
    তাঁতঘর থেকে,
    হাঁটতে হবে কুসুমিত পথ ছেড়ে
    পাথুরে রাস্তায়,
    অর্জন করতে হবে ভালবাসার সেই ধ্যানমগ্ন  দক্ষতা
    দুটি বিপরীত মেরুকে
    আকর্ষণের
    যার অপার ক্ষমতা।
    আলোর অভিমুখ ঘুরিয়ে দিতে হবে
    শারীরিক আবেদন থেকে
    মন আর মস্তিষ্কের দিকে।
    কূটসমাজ সুচারু চালে তোমাকে যে অঙ্গরাগ ব্যঞ্জনা  শিখিয়েছে জন্ম জন্ম ধরে, ব্যবহার করেছে তার নিজস্ব প্রয়োজনে,
    মুছে ফেলতে হবে সেই পুতুল পুতুল খেলার ইতিবৃত্ত।
    যদি পুরুষের সমান হতে চাও,
    তবে দর্পভরে উঠে দাঁড়াও শৃঙ্গারহীন শরীরে,
    মাথা উঁচু করে খুলে দেখাও
    তোমার শরীরের সমস্ত দাগছোপ,
    খুঁত ও ক্ষতসমূহ,
    নিরাভরণা সততায় নিবিড় হয়ে,
    এগিয়ে এসো আদিম ইভের মতো,
    সেই আদমের সাথে
    পায়ে পায়ে হাঁটো অনাবিষ্কৃত পৃথিবীর সন্ধানে
    যে তোমার শরীরের ভূর্জপত্রে
    বন্ধুতা আর সম্মানের কালিতে
    একগুচ্ছ অভূতপূর্ব
    শ্লোক রচনা করতে পারবে
    তোমার মন আর মস্তিষ্ক বিষয়ে।

    ।। ত নি মা।।
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন