এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বুড়া মা

    Manab Mondal লেখকের গ্রাহক হোন
    ২৯ এপ্রিল ২০২৩ | ৩০৩ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • ঈশ্বর কী বুড়া হয় নাকি?? শুনবেন কী বুড়া মায়ের গল্প??

    তখন বয়স অনেক কম, গালে গোঁফ দাড়ি তেমন ভাবে ওঠেও নি। ভীষণ প্রতিবাদী, কবিতার প্রতিটা লাইন যেনো বিস্ফোরণ ঘটাতে পারে, উল্টে পাল্টে দিতে চাইতো সমাজকে, ঈশ্বরকে কটু কথা বলতে ছাড়তাম না, আজ সেই সময়কার কবিতার কিছু লাইন মনে পড়ে গেলো, কেউ যেন আঘাত না পান, লাইনগুলো ছিলো নিতান্তই ছেলেমানুষি।

    " ঈশ্বর তুমিও আজ শিখে গেছো, দারুন করতে ফন্দী
    কিছু চাইলে জিব কাটে মা কালী,
    জগন্নাথ বলে আমি নিজেই প্রতিবন্ধী।
    ঈশ্বর তোদের অনেক বয়স হলো, হয়েছিস বুড়ো বুড়ি,
    এবার তোরা ছেড়ে দে না, সবার মঙ্গল করার চাকরি... "

    সত্যি তখন জানতাম না এ বাংলায় ঈশ্বর বুড়ো বুড়ি হয়। পশ্চিম বাংলায় একটি বিখ্যাত মা কালীর মন্দির আছে, যাকে বলা হয় বুড়ি মা, আবার বাংলাদেশ আছেন বুড়া কালীবাড়ি। আজ সে নিয়েই কিছু কথা বলবো।

    দিনাজপুরের ইতিহাস ঘেঁটে জানা যায়, বর্তমান বুড়াকালী বাড়ির জায়গায় ছিল আত্রেয়ী নদীর সদর ঘাট। কুঠিকাছারির জমিদার আমলে আত্রেয়ীর বালুকাময় তট ও জঙ্গলে ঘেরা এই নদীপথে বড় বড় নৌকা ও বজরা চলত। পরবর্তী কালে আত্রেয়ী গতিপথ পাল্টে পশ্চিম দিকে সরে যায়। কথিত আছে, এর পরেই মাটি ভেদ করে পাথরের আবক্ষ কালী মূর্তির আবির্ভাব হয়। বহু বছর আগে ঝোপ জঙ্গলে ঘেরা আত্রেয়ী নদী ও খাঁড়ি সন্নিহিত এলাকায় ডাকাত কালী, বাসস্ট্যান্ড এলাকায় মোটর কালী, বয়রা কালী সহ শহরের অনেক প্রাচীন কালী ছিলো। পরবর্তীতে তাই শহরবাসী আদরের ডাক নামে দেন বুড়া কালী। দক্ষিণ দিনাজপুর জেলার কয়েকটি প্রাচীন ঐতিহ্যবাহী জাগ্রত কালীর মধ্যে অন্যতম বালুরঘাট শহরের তহবাজার এলাকার এই বুড়া কালী। পুরনো রীতি রেওয়াজ মেনে হয় এই মায়ের পুজো। কালী পূজার দিন ছাড়াও প্রতি সপ্তাহে মঙ্গলবার ও শনিবার বুড়া কালীবাড়িতে পুজো দেওয়ার লম্বা লাইন পরে ভক্তদের। আগে নাকি ২০ কিলো ওজনের শোল মাছ বলি হত।

    জনশ্রুতি আছে, কয়েকশো বছর আগে বর্তমান বালুরঘাট বুড়া কালীমাতার মন্দিরের পাশ দিয়ে নাকি আত্রেয়ী নদী বইত। কিছু মানুষের কথায় এক সময় আত্রেয়ী নদীর ধারে নিজে থেকেই নাকি ভেসে ওঠে বুড়া কালীমাতার বিগ্রহ। এক তন্ত্রসাধক সেই সময় ওই বিগ্রহকে তুলে নিয়ে এসে পুজো দেন। তারপর থেকেই টিন দিয়ে ঘেরা ছাপরা ঘরে বুড়া কালীমাতার পুজো শুরু হয়েছিলো। রানী রাসমণি এই মন্দিরে পুজো দিতে আসতেন নদী পথেই। জনশ্রুতি আছে, সন্ধের পর নাকি ফুলের অপরূপ সুগন্ধ পাওয়া যেত এই এলাকা থেকে। কিন্তু কয়েক কিলোমিটার পর্যন্ত তেমন কোনও গাছ বা জঙ্গল ছিল না। নূপুরের আওয়াজ শোনা যেতো। এখনো সেই বিশ্বাসেই পুজিত হন মা। পুজোর দিন দর্শনার্থীদের দেওয়া হয় অন্ন ও খিচুড়ি ভোগ। প্রতিবার তিন সাড়ে তিন হাজার হাঁড়ি খিচুড়ি ভোগ বিলি হয়। সেই সঙ্গে অন্যান্য ভোগ মিলিয়ে ২০ হাজার ছাড়িয়ে যায় ।

    এই পুজোকে ঘিরে জেলার মানুষের একটা আলাদা আবেগ রয়েছে। ৩৬৫ দিন বুড়া মার অন্নভোগ, আরতি, পুজোর পাশাপাশি মন্দির চত্বরে অধিষ্ঠিত বিশাল মহাদেবও নিত্য পুজিত হন। দীপাবলির রাতে বহু মানুষ ভিড় করে পুজো দেন বুড়া মায়ের। আলোকমালায় সেজে উঠে গোটা বুড়াকালীর মন্দির।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন