এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অভিন্ন দেওয়ানি বিধি 

    Eman Bhasha লেখকের গ্রাহক হোন
    ৩০ জুন ২০২৩ | ৮৮৯ বার পঠিত
  • অভিন্ন দেওয়ানি বিধি:
    বেকারত্ব দ্রব্যমূল্যবৃদ্ধি আর্থিক দুর্নীতি বিদেশে টাকা পাচার আটকাতে চরম ব্যর্থতা।
    তাই নিত্যনতুন সাম্প্রদায়িক মেরুকরণ প্রসঙ্গ।

    মুসলিমদের জব্দ করার নাম করে আদি বাসিন্দা তপশিলি জাতি জনজাতির সংরক্ষণ এবং জল জঙ্গল পাহাড়ের অধিকার কাড়বে।
    সমানাধিকার মোটেও দেবে না। চোরপোরেট ও মনুবাদীদের পোয়া বারো হবে।
    উত্তর পূর্বাঞ্চলের নারী স্বাধীনতার দফা রফা করবে
     
    ১। মানে সবাই সমান হয়ে যাবেন? তাই তো?
    ২। গোয়ার হিন্দুদের একাধিক বিয়ের অধিকার আছে মুসলিমদের মতো। তার কি হবে ?
    ৩। আদিবাসীদের জমি এখন কেনা যায় না। অভিন্ন দেওয়ানি বিধি হলে কেনা যাবে?
    ৪। মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশে যেতে বিশেষ অনুমতি লাগে। এগুলো লাগবে না?
    ৫। মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশে ভূমিপুত্রদের আয়কর দিতে হয় না। দিতে হবে?
    ৬। দক্ষিণ ভারতে হিন্দুদের মধ্যে মামা ভাগ্নি বিয়ে প্রচলিত আছে। নিষিদ্ধ হবে?
    ৭। আয়করে অবিভক্ত হিন্দু পরিবারের জন্য বিশেষ সুবিধা আছে। উঠে যাবে?
    ৮। পুরীর মন্দিরে ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেওয়া হয় নি। আগের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও বাধা দেওয়া হয়। সব মন্দিরের গর্ভগৃহে আদিবাসিন্দা, তপশিলি জাতি জনজাতির মানুষরা যেতে পারবেন?
    ৯। তিরুপতি পুরী চার ধাম এই সব আর্থিকভাবে লাভজনক মন্দিরগুলির পাণ্ডা বামুন ছাড়া অন্যরা হতে পারবেন? পুরোহিত হতে পারবেন? আয়ের সমান ভাগ পাবেন?
    ১০। কলমা পড়লেই মুসলমান হওয়া যায়। 'উচ্চ'বর্গের বামুন হতে পারবেন যে কেউ?
    মন্দিরের পুরোহিত হতে যে ব্রাহ্মণ্যবাদী সংরক্ষণ আছে উঠে যাবে?
    ১১। যে কেউ গায়ত্রী মন্ত্র পড়ে বামুন হতে পারবেন?
    ১২। বামুন ছাড়াই যে কেউ পূজা করতে পারবেন?
    ১৩। বিধবা মহিলাদের সিঁদুর খেলায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হবে?
    ১৪। এখন তপশিলি জাতি জনজাতির জন্য সংরক্ষণ আছে। মুসলিম মণ্ডল, সরকার, হালদার, মজুমদার, লস্কর পদবীধারীরা সেই সুবিধা পাবেন।
    তপশিলি জাতি জনজাতির ছাত্র ছাত্রীদের সবাই বৃত্তি পান। মুসলিম ছাত্র ছাত্রীদের ৫০% নম্বর পেতে হয় বৃত্তি পেতে। এই সুবিধা পাবেন?
    ১৫। মুসলিমরা ৯৯% এদেশের মানুষ। তপশিলি জাতি জনজাতির থেকেই ৯৫% এসেছেন। এদের আয়ের কোনো উর্ধ সীমা ( আট লাখ টাকা) ছাড়াই সংরক্ষণ সুবিধা দেবেন?
    ১৬। তপশিলি জাতি জনজাতির সংরক্ষণ থাকবে?
    ১৭। আর এস এসের মাথায় কোনো তপশিলি জাতি জনজাতির মানুষকে বসানো হবে?
    ১৮। মহিলারা পুরোহিত হতে পারবেন?
    ১৯। যশোদাবেন পাশপোর্ট পাবেন? চার ধাম ঘুরতে যেতে পারবেন?
    ২০। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্রসহ ১১ রাজ্যে বহু এলাকায় সম্পত্তি কেনা যায় না।
    আদানি আম্বানিরা এখন পারবেন?
    ২১। পাহাড় কেনা যায় না সহজে, বনাঞ্চল, আদানি আম্বানিদের কেনার অনুমতি দেওয়া হবে?
    ২২। মেঘালয়ে বাড়ির সম্পত্তির মালিক হন ছোট মেয়ে। এই আইন উঠে যাবে?
    ২৩। ভারতের প্রধানমন্ত্রী পদে কোনও মুসলিম/ খ্রিস্টান বা শিখকে বসাবে সংঘ পরিবার?
    কেন্দ্রীয় মন্ত্রিসভায় মুসলিম মন্ত্রী একজনও নেই কেন?
    খ্রিস্টান কতজন আছেন?
    শিখ কতজন?
    বৌদ্ধ কতজন?
    ২৪। কোনও মহিলা, ব্রাহ্মণ পরিবারে জন্মালেও সংঘ পরিবারের প্রধান হতে পারবেন?
    সংঘ পরিবারের কোর কমিটিতে গত ১০০ বছরে একজনও মহিলা নেই কেন?
    মুসলিম মহিলাদের নিয়ে চিন্তিত খুব ভালো।
    হিন্দু সম্প্রদায়ের মহিলাদের অধিকার দিয়ে দেখানো।
    ২৫। উপনয়নের পর মা ব্রাহ্মণ ছেলেকে প্রণাম করেন।‌ এটা নিষিদ্ধ ঘোষণা হবে?
    অপমানজনক হবে?

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | 163.116.203.80 | ৩০ জুন ২০২৩ ০৯:৫৪520848
  • আবাপ থেকে-
    "২১-তম আইন কমিশনের মত ছিল, অভিন্ন দেওয়ানি বিধি চালু করে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকারের মতো পারিবারিক বিষয়ে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিষ্টান, পার্সি, জৈন সকলের একই আইন চালু করার প্রয়োজন নেই।
     
    বৈষম্য দূর করতে ২১-তম আইন কমিশনের সুপারিশ ছিল
    - সব ধর্ম-সম্প্রদায়ের জন্য বিয়ের নথিভুক্তিকরণ বাধ্যতামূলক করা হোক। 
    - বিয়ের ন্যূনতম বয়স সকলের জন্য এক হোক। 
    - বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়া, দম্পতির মধ্যে পুনর্মিলনের সম্ভাবনা না থাকাই বিবাহবিচ্ছেদের একমাত্র কারণ হিসেবে চিহ্নিত করা হোক। 
    - ধর্ম বদলে দ্বিতীয় বা বহুবিবাহ করার সুযোগ দেওয়া বন্ধ করা হোক। 
    - যে কোনও লিঙ্গের মানুষই সন্তান দত্তক নিতে পারবেন, কোনও একা পুরুষ যাতে কন্যা সন্তানকে দত্তক নিতে পারে, তার আইনি বন্দোবস্ত করা হোক।"
     
    ওপরের লিস্টের মধ্যে কোন কোনটাতে আপত্তি যদি সেটাকে ইউনিফর্ম সিভিল কোড না বলে আলাদা আলাদা আইন আনা হয় ? ড্রাফ্ট দেয়ার আগেই মুসলিম ল বোর্ড এতো লাফাচ্ছে কেন ? 
     
    আর ওপরে যে ২৫ টার লিস্টি দেওয়া হলো - তার মধ্যে কোন কোনটা আইন আর কোনটা প্রথা ? দুটোর তফাৎ নিশ্চয় সবাই জানেন। 
     
    আর ভারতের রাষ্ট্রপতি পদে দুজন মুসলিম একজন শিখ বসেছেন। কেউ কোথাও আপত্তি তোলেনি। পাশের ইসলামিক দেশগুলোতে আজ অবধি কোনো অমুসলিম এসব পদে বসেছেন ? ইসলামিক দেশগুলোর সাথে সভ্য দেশগুলোর তফাৎ ও তো জানা দরকার এসব হ্যাজ নামানোর আগে।  
  • দীপ | 42.110.144.106 | ৩০ জুন ২০২৩ ১০:৪৮520849
  • উপনয়নের পর মা ছেলেকে প্রণাম করে, এই গপ্পিবাজি পেলেন কোথায়? বাবা, মা সবসময় প্রণম্য; এমনকি সন্ন্যাসীর ক্ষেত্রেও। বুদ্ধ, শঙ্কর, চৈতন্য, রামকৃষ্ণ; সবাই এই নীতি পালন করেছেন।
     ফাজলামি একটু কম মারুন! 
    আর উপনয়ন একসময় সবার জন্য প্রযোজ্য ছিল। গুরুগৃহে উপনীত হবার পর এই উপনয়ন হতো। এর আগে শুধুই জন্ম হয়েছিল, কিন্তু এরপর  শিক্ষার মাধ্যমে সে যথার্থ মানুষ হয়ে উঠবে। এই দ্বিতীয় জন্মের পর তাকে দ্বিজ বলা হতো। এমনকি মেয়েদের‌ও উপনয়ন হতো।
    পরে অবশ্য‌ই ব্রাহ্মণরা এই প্রথাকে কুক্ষিগত করেছে।
    ফাজলামি মারার আগে একটু পড়াশোনা করুন!
     
  • দীপ | 2402:3a80:196c:48ad:778:5634:1232:5476 | ৩০ জুন ২০২৩ ১০:৫৯520850
  • আর সঙ্ঘ পরিবার নিয়ে এতো আলোচনার কারণ তো কিছুই বোঝা গেলনা। সঙ্ঘ পরিবারের বিরোধিতার নামে তো এদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে!
  • দীপ | 2402:3a80:196b:6888:678:5634:1232:5476 | ৩০ জুন ২০২৩ ১১:১২520852
  • হিন্দুসমাজে অজস্র কুপ্রথা ছিল, এখনো আছে। তবে হিন্দুরাই সেগুলো পাল্টানোর চেষ্টা করছে। আর একদল শূকরশাবক বিভিন্ন কুপ্রথাকে ইনিয়ে-বিনিয়ে সমর্থন করার চেষ্টা করছে।
    এদের একটাই ওষুধ, কামাল পাশা!
  • দীপ | 42.110.144.43 | ৩০ জুন ২০২৩ ১১:১৯520853
  • মনমোহন সিংহ প্রধানমন্ত্রী হলেন কিকরে? ফখরুদ্দিন আহমেদ, জৈল সিং রাষ্ট্রপতি হয়েছেন। হামিদ আনসারি উপরাষ্ট্রপতি হয়েছেন। নুরুল হাসান রাজ্যপাল হয়েছেন। 
    মনসুর আলী পতৌদি, আজহারউদ্দিন ভারতের ক্রিকেট দলের ক্যাপ্টেন হয়েছেন।
    মাতব্বর সেগুলো ভুলে গেছে!
  • দীপ | 2402:3a80:196b:770d:678:5634:1232:5476 | ৩০ জুন ২০২৩ ১১:২২520854
  • আচ্ছা পাকিস্তান বা বাংলাদেশে কোনো অমুসলিম প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়েছেন? 
    বাংলাদেশ তো নাকি প্রচণ্ড এগিয়ে গেছে! এগুলো হয়েছে?
  • খ্যা খ্যা | 2405:8100:8000:5ca1::156:590d | ৩০ জুন ২০২৩ ১১:৫২520856
  • দীপচাড্ডি - ১০/- টাকা
    অমিতচাড্ডি - ২/- টাকা
     
    বাক আপ গাইজ,  কাম অন
  • goumata | 65.49.68.56 | ৩০ জুন ২০২৩ ১১:৫৪520857
  • ব্যাস দীপশুওরটা এখানেও হাগতে শুরু করেছে। পোঁদে তো শাহ স্যার সিল করে রেখেছে, তাই মুখ দিয়েই ভরভরিয়ে নাদছে
  • Amit | 163.116.203.80 | ৩০ জুন ২০২৩ ১১:৫৬520858
  • এই তো - একটা জামাতি ছাগু চার পায়ে লাফাতে এসে গেছে। তোর দৌড় তো ওই দু টাকার ন্যারেটিভ এর বেশি নয়। যা- তোর বাপদের ডেকে আন। 
  • সুদীপ মৈত্র | 103.242.189.196 | ০৭ জুলাই ২০২৩ ০৬:৫৩521059
  • "অভিন্ন দেওয়ানি বিধি" কথাটাই খুব গোলমেলে খটোমটো। কোনগুলো দেওয়ানি বিধি? সেগুলো অভিন্ন হতে হবে কেন? বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন দেওয়ানি বিধি থাকলে অসুবিধা কোথায়? ব্যক্তিগত স্বাধীনতা,গোপনীয়তা, নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার লঙ্ঘিত না হলে কেন কষ্ট করে স্টিমরোলার চালিয়ে গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে এক বিধি চালু করতে হবে? এ কি নিছকই আরএসএস-বিজেপির ঘোষিত স্লোগান "এক বিধান এক প্রধান এক নিশান" কার্যকর করার চেষ্টা?
  • Amit | 163.116.203.21 | ০৭ জুলাই ২০২৩ ০৭:৩৩521061
  • শুধু দিওয়ানি বিধি কেন ? সব ধর্মের জন্যে আলাদা আলাদা ক্রিমিনাল কোড ও চালু করা হোক পাশাপাশি । আরএসএস-বিজেপি কে সবরকম ভাবে বিরোধিতা করতে হবে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন