এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কলতান আর চিউয়িং গাম - ১৯ 

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২৭ জুলাই ২০২৩ | ২৯৫ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • বাইরে এনকোয়্যারি কাউন্টারে একজন মাঝবয়সী  ইন্সপেক্টর বসে আছেন ।  অশেষ কাউন্টারের সামনে গিয়ে দাঁড়াল।  ইন্সপেক্টর ভদ্রলোক অশেষকে আগের দিন দেখেছেন । আজ তার আসার ব্যাপারটা  পুরোটাই জানেন ।
    তিনি ফোনে কারো সঙ্গে কথা বলছিলেন । তিনি
    ' ঠিক আছে , ওই কথাই রইল ... ' বলে ফোন বন্ধ করে অশেষের ওপর চোখ বুলিয়ে নিয়ে বললেন ,
    ' ও ... এসে গেছেন .... দাঁড়ান ... ' বলে ইন্টারকমে ডায়াল করলেন ।
    ওদিক থেকে উত্তর পেয়ে অশেষকে বললেন ,
    ' যান .... ভেতরে যান ... ' ।
    অশেষ ভিতরে ওসি-র ঘরের দরজায় গিয়ে দাঁড়াল। দরজার উল্টোদিকে বসা গৌতম রক্ষিতের সঙ্গে চোখাচোখি হয়ে গেল অশেষের ।
    রক্ষিতবাবু বললেন , ' চলে আসুন ... ' ।
    সিদ্ধার্থ সিনহা ওসির  টেবিলের আড়াআড়ি কলতানের মুখোমুখি বসেছিলেন । তিনি ঘাড় ঘুরিয়ে দরজার মুখে অশেষকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন । অশেষেরও একই অবস্থা । কিন্তু অপরাধী সত্ত্বার স্বাভাবিক দক্ষতা তাদের স্নায়ুগুচ্ছকে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে রাখল , যেটা সাধারণ লোকের পক্ষে সম্ভব নয় । প্রথমে নাড়া খেয়ে গেলেও পরিস্থিতি আন্দাজ করে মুহুর্তের মধ্যে সামলে নিল নিজেদের এবং তাদের বহু ব্যবহৃত হাতিয়ার 'ডিনায়াল মোড' -এর জন্য  প্রস্তুত হয়ে গেল দুজনেই । মানে,  ঠিক করে নিল কেউই কাউকে চিনবে না ।
    এই চোখে চোখে কথা বলে মুহুর্তের মধ্যে তৈরি হয়ে যাওয়ার খেলা কলতান আগেও অনেকবার দেখেছে । এখানেও এই অতি দ্রুত ঘটে যাওয়া খেলাটা কলতানের চোখ এড়াল না । তবে এটা নিয়ে সে বিশেষ চিন্তিত হল না । এ খেলা ভাঙতেই তো সে মাঠে নেমেছে ।
    অশেষের দিকে তাকিয়ে কলতান বলল, ' আরে এস এস তোমার জন্যই ওয়েট করছি .... দেখ তোমার জন্য কে বসে আছে .... '
    অশেষ একটা চেয়ারে বসে পড়ল । তারপর ঘরের চারদিকে চোখ ঘুরিয়ে দেখে নিয়ে নির্বিকারভাবে বলল, ' কে .... কোথায় ? '
    সিদ্ধার্থ সিনহারও কোন তাপ উত্তাপ দেখা গেল না । কি ব্যাপার কিছুই যেন বুঝতে পারছে না । দুবার ভাবলেশহীন মুখে অশেষের দিকে তাকালেন । তারপর মোবাইল খুলে নাড়াচাড়া করতে লাগল ।
        কলতান বলল, ' আপনি ওকে চিনতে পারছেন তো মিস্টার সিনহা ? নাকি , ঠিক খেয়াল নেই  ? '
    ----- ' ন্না..... মানে ঠিক ... '
    তারপর অশেষকে বললেন , ' আপনি কি শ্যামাশিসের সঙ্গে একবার ... কদমতলায় ... '
    ----- ' হ্যাঁ হ্যাঁ .... তা ...বছর দুই হয়ে গেল ... ' অশেষ যথোপযুক্ত সঙ্গত করল ।
    কলতান এদের প্রত্যুৎপন্নমতিত্ব  এবং অভিনয় দক্ষতাকে মনে মনে তারিফ জানাল ।  সে খুব ভালভাবে জানে কদমতলা , শ্যামাশিস, বছর দুই ... এসব সম্পূর্ণ কাল্পনিক এবং মিথ্যা জিনিস । কিন্তু তা সত্ত্বেও অনায়াস দক্ষতায় নিজস্ব চিত্রনাট্য বানিয়ে নিচ্ছে এরা । 
    কলতানও এই নাটকে যোগ দিল । বলল -----
    ----- ' কদমতলা মানে , আপনার কদমতলার অফিস ... আর শ্যামাশিস মানে আপনার বিজনেস পার্টনার শ্যামাশিস দত্ত ? '
    ----- ' ঠিক ঠিক ... ' সিদ্ধার্থবাবু উত্তর দিলেন ।
    ---- ' আচ্ছা আচ্ছা ...কিন্তু আমি যে গত মঙ্গলবার,
    অশেষকে আপনাদের অ্যাপার্টমেন্টে, মানে 'প্রমা' বিল্ডিং-এ দেখলাম তারাতলায়,  সেটা কি ভুল  দেখলাম ? ' কলতান একটা ব্ল্যাঙ্ক ফায়ার করে।
    সিদ্ধার্থ সিনহার অনুপম প্রতিক্রিয়া পাওয়া গেল,  ' অ..শেষ ! অশেষটা আবার কে ? '
    ----- ' তাই তো .... ভুলো মন আপনার । অত কথা
    তো খেয়াল  থাকার কথা নয় ... ' । তারপর অশেষের দিকে ফিরে বলল , ' কিন্তু তোমার তো অত ভুলো মন  হওয়া উচিত  নয় ... বয়স কম । এই বয়সে এত ভুল তো হওয়ার কথা নয় । যদি হয় , তাহলে তো ডাক্তার দেখানো দরকার .... কি ঠিক কিনা ? '
    অশেষ একদম সেফ এবং ডিফেন্সিভ খেলল ----
    ' হুঁ .... হবে হয়ত .... '
    ----- ' তবে মনে করিয়ে দিলে হয়ত মনে পড়ে যেতে পারে ... তাই না ? ' বলে কলতান পর্যায়ক্রমে মিস্টার সিনহা এবং অশেষ পালিতের দিকে তাকাল ।
    সিদ্ধার্থ সিনহা চশমাটা খুলে গভীর মনোযোগ দিয়ে
    রুমাল দিয়ে মুছতে লাগলেন। 
    অশেষ পালিত বল বুঝতে না পেরে আনাড়ির মতো ব্যাট চালাল --- ' হ্যাঁ , সে তো বটেই .... '
         কলতান মোবাইল খুলে অশেষের দিকে ঘুরিয়ে ধরে বলল , ' এই দেখ তো কিছু মনে পড়ে কিনা ...'।
    মোবাইলে দেখা গেল একটা ভিডিও । পরিষ্কার দেখা যাচ্ছে প্রমা-র দুজন সিকিউরিটির সঙ্গে অশেষ হাসিমুখে কথা বলছে । একটু পরে তাকে রেজিস্টারে লিখতে দেখা গেল ।  ছবি একদিকে সরতে সরতে রাস্তার দিকে গেল । রাস্তার একপাশে দাঁড়িয়ে রয়েছে একটা লাল রঙের মারুতি সুজুকি। গাড়ির নম্বর পরিস্কার দেখা যাচ্ছে - 023E WB 4309 . ছবির ওপরে গুগল ট্র্যাকিং ---- Monday April 18 Taratala . 3.25 pm
    ভিডিওটা বালীগঞ্জ থানার রতনের তোলা । ওখান থেকে কলতানের মোবাইলে ।
    ----- ' দেখ তো অশেষ .... কিছু মনে পড়ে কিনা ... '
    অশেষ অনেকক্ষণ ধরে ছবিটার দিকে তাকিয়ে রইল।
    অশেষের মধ্যে বিশেষ ভাবান্তর দেখা গেল না। অন্তত বাইরে কিছু প্রকাশ পেল না ।
    সে অম্লানবদনে বলল, ' তাতে কি হল ? ' 
    ----- ' না কিছু হয়নি । তুমি যে গত সোমবার বেলা সাড়ে তিনটে নাগাদ  প্রমা-য় গিয়েছিলে সেটা মনে পড়ে গেছে তো ? যদি মনে না পড়ে অনেক কাঠখড় পুড়িয়ে সিসি ক্যামেরা ফুটেজও জোগাড় করে রেখেছি তোমাদের জন্য । তোমাদের জন্য কি না করছি আমি ... '
    ---- ' আরে বাবা ...প্রমায় তো আমি হামেশাই যাই। তাতে হলো কি ? ওখানে আমার এক বন্ধু আছে .... '
    ------ ' এগ্জ্যাক্টলি .... এই কথাটাই তো আমি বলতে চাইছি ... বন্ধু আছে । কেউ না থাকলে তুমি খামোখা ওখানে যেতে যাবে কেন .... সেই বন্ধুটি কে সেটাই আমি জানতে চাইছি ... ' কলতান ক্রমশ
    পাকের পর পাক মেরে অশেষকে জড়িয়ে ফেলতে থাকে ।
    ----- ' আশ্চর্যের কথা ! তাকে কি আপনি চিনবেন নাকি ? '
    ----- ' নিশ্চয়ই চিনব । চিনতে অসুবিধে হবে না , কারণ তুমি এত চটপটে এবং বুদ্ধিমান হয়েও একটা বোকার মতো কাজ করে গেছ লাগাতার ...'
    অশেষ কোন কথা না বলে জিজ্ঞাসু দৃষ্টিতে সোজা তাকিয়ে থাকে কলতানের দিকে ।
    ------ ' কিরকম ? '
    ------ ' কোন ফ্ল্যাটে কার সঙ্গে দেখা করতে চান-এর কলামে প্রতিবার বোকার মতো এন্ট্রি করে গেছ ... ডি ফোর  , সিদ্ধার্থ সিনহা । '
    ----- ' এসব বাজে কথা । আমি ওসব লিখিইনি । কেউ ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে । খাতায় আমার কোন এন্ট্রি করতে হত না , স্টাফরা আমার অনেকদিনের পরিচিত .... আমি কিন্তু ছাড়ব না ... । '
    ------ 'কে ষড়যন্ত্র করতে পারে বলে তোমার 
    ধারণা ? '
    ----- ' তা আমি কি করে বলব ? খোঁজ চালাতে
    হবে  ? '
    ----- ' অবশ্যই । দরকার হলে আমরাও তোমাকে সাহায্য  করতে পারি । কিন্তু মুশ্কিল হচ্ছে হাতের লেখা মিলে গেলে তো আর খোঁজ চালাবার দরকার হবে না .... তাই না ? '
    ---- ' তার মানে ? '
    ----- ' মানেটা পরে বলছি । তার আগে বল তুমি তা'লে কার সঙ্গে দেখা করতে যেতে প্রমা অ্যাপার্টমেন্টে ? '
    ----- ' সেটা আমি বলতে বাধ্য নই।  ' 
    ----- ' না তা নও । তবে গত সোমবার যখন তোমাকে থানায় আনা হয়েছিল তখন থানার কনসেন্ট পেপারে সই করানো হয়েছিল ... মনে আছে ? '
    ----- ' তাতে কি হল  ? আমাকে এখানে নিয়ে আসা হয়েছিল তাই .... '
    -----' না তাতে কিছু হয়নি । সইটা নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই । আমাদের দরকার তোমার হাতের লেখাটা । ওটা ওই প্রমার খাতায় থাকা তোমার হাতের লেখার সঙ্গে মিলিয়ে নিলেই হবে...'

    অশেষ অশ্রুতপ্রায় স্বরে কি একটা বলল । কিন্তু কলতানের অতি সজাগ কান সেটা শুনতে পেয়ে গেল ।
    অশেষ বলল, ' সে রেজিস্টার পেলে তো .... খবর পৌঁছে গেছে এতক্ষণে .... '  
    শুনে চোয়াল শক্ত হয়ে উঠল কলতানের ।
    সে বলল, ' তুমি এক্ষুনি জেনে যাবে খবর সবার আগে আসে আমার কাছে .... গৌতমদা কাউকে বলুন না সিজ করা রেজিস্টারটা বার করে ওকে দেখাতে .... '
    ওসি হাত নেড়ে ইঙ্গিতে কাকে কি একটা বললেন । সে পাশের ঘরে চলে গেল ।
    সিদ্ধার্থ সিনহা ভীষণ অস্বস্তিতে একবার  উঠছিলেন ,একবার বসছিলেন । কলতান লক্ষ করল ,প্যান্টের পকেট থেকে একটা গোলাপী পাউচ বার করে তার থেকে একটা কমলা চিউয়িং গাম নিয়ে মুখে পুরলেন । এই চিউয়িং গামটা বোধহয় এদের দলীয় বন্ধন সূত্র ।
    কলতান এবার সরসতা ছেড়ে খানিকটা রুক্ষ মোড়কে ফিরল । 
    ----- ' এই ব্যাপারে আমি একটু পরে আসছি । এখন যে প্রশ্নটা করছি তার এক কথায় উত্তর
    দেবে । তুমি কি হরিপ্রসাদ আগরওয়াল নামে কাউকে চেন ? হ্যাঁ কি না ? ' 
    অশেষ কোনমতেই জালে পড়তে রাজি নয় । তার কাছ থেকে দ্রুত জবাব এল , ' না না ... সে আবার কে ? আপনারা কি যে সব ... ' 
    ------ ' ব্যাস ব্যাস ব্যাস .... এত বলতে বলিনি । বলতে বলেছিলাম ইয়েস অর নো ... । তুমি বললে 'নো' । এবার তোমায় একটা কল রেকর্ড শোনাই মোবাইলের  ।  কলতান আর একটা মোবাইল বার করল ছোট একটা ব্যাগ থেকে এবং চালু করল ।
    মোবাইল শোনাতে লাগল অশেষ পালিতের গলা । 
    হরিপ্রসাদকে নানাভাবে হুমকি দিচ্ছে টাকা চেয়ে শনিবার পর্যন্ত সময় দিয়ে । বারবার দিল্লীতে থাকা
    ছেলের নামে ভয় দেখানো .... তার মাঝে মাঝে হরিপ্রসাদের কাতর অনুনয় .... এসব প্রায় পাঁচ মিনিট ধরে মোবাইল থেকে শোনা গেল ।
    মোবাইল ব্যাগে ঢুকিয়ে  কলতান বলল, ' তুমি নিজের গলা চিনতে না পারলেও অসুবিধে নেই।  তার জন্য ফরেন্সিক আছে । তার চেয়েও বড় কথা কলটা হয়েছে তোমার নাম্বার থেকে । এগুলো কোর্টে সাবস্ট্যানশিয়াল এভিডেন্স হিসেবে কগনিজেন্স পাবে বলে আমার বিশ্বাস  । যাক সে কথা ... শুনুন মিস্টার সিনহা .... আপনারা আমাকে মিসগাইড করছিলেন কেন যে আপনারা কেউ কাউকে চেনেন না । আপনারা কি ভেবেছিলেন  এত সিম্পল ব্যাপার আমি মেস আপ করে ফেলব ? আপনি এখন আপনার উকিলকে ডাকতে পারেন ।  কারণ আপনাদের দুজনকেই পুলিশ হয়ত এখন চার্জ ফর্ম করে রিম্যান্ডে নেবে। জীবনকৃষ্ণ সরকারের খুনের অপরাধের কনফেশান আপনি প্রায় করেই ফেলেছেন । সেটা রেকর্ডেড হয়ে গেছে । আর আপনার কদমতলার  বিজনেস ডকুমেন্টস কোর্টে ছানবিন হবে ।  কেস অবশ্য পুলিশ সাজাবে এবং পার্টিও তারাই হবে । আমি শুধু মেটিরিয়াল সাপ্লাই দিতে পারি । কবে আপনাদের কোর্টে তোলা হবে সেটা  ওসি সাহেব  বলতে পারবেন । তবে আমার ধারণা আপনারা এ বিশাল চক্রের চুনোপুঁটি মাত্র ।ওপরের দিকে কতটা পৌঁছতে পারব জানি না । এখন নেক্সট মিশন হল সুগত সেন । আমার মনে হয় উনিই এই এরিয়ার লোকাল বস । ভেরি হার্ড নাট টু ক্র্যাক ...
    গৌতম রক্ষিত বললেন, ' তাই নাকি ? ' 
    কলতান বলল, ' ইয়েস,  এক্সট্রিমলি ডজি অ্যান্ড স্লিপারি । '
    সিনহা আর অশেষ দুজনেই আকাশ পাতাল কি সব ভেবে চলেছে । দুজন কনস্টেবল দরজার কাছে এসে দাঁড়ালেন । যে পাশের ঘরে প্রমার রেজিস্টার আনতে গিয়েছিল সে কিন্তু এখনও ফিরল না ।

      ( চলবে )
    ********************************************

      

      


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Mousumi Banerjee | ২৭ জুলাই ২০২৩ ১৫:৫৫521807
  • রেজিস্টার আনতে গেল কোথায়? 
     
    পরের পর্ব খুব তাড়াতাড়ি দরকার
  • Bratin Das | ২৮ জুলাই ২০২৩ ০৩:০৯521818
  • একদম জমে ক্ষীর।  রোজ পরবর্তী  পর্বের জন্যে  হা পিত্যেশ করে বসে থাকি।
    heartheart
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন