এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  আলোচনা   সমাজ

  • পূর্ববঙ্গে ভূমিসংস্কার !

    দীপ
    আলোচনা | সমাজ | ০৭ মার্চ ২০২৪ | ৯৪৯ বার পঠিত
  • বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একশ্রেণীর পণ্ডিতরা বলে থাকেন দেশভাগের সময় হিন্দু জমিদাররা ভারতে চলে যাওয়ায় বাংলাদেশে স্বাভাবিকভাবেই ভূমিসংস্কার হয়ে গেছে, আলাদা করে ভূমিসংস্কার করতে হয়নি! পশ্চিমবঙ্গের মহাবিপ্লবী পণ্ডিতকুলের অনেকেই একথা বলেন!
    এই অসামান্য তত্ত্বের সারবত্তা(!!!) নিয়ে আলোচনা করলেন বাংলাদেশের লেখক ইমতিয়াজ মাহমুদ।

    -----------------------------------------------------------

    আমাদের দেশে একদল ধূর্ত লোক হিন্দুবিদ্বেষ ছড়ানোর জন্যে একটা ফালতু গল্প বলে। গল্পটা হচ্ছে যে পূর্ববঙ্গে জমিদাররা ছিল হিন্দু, ওরা মুসলমান প্রজাদেরকে অত্যাচার নির্যাতন করেছে ইত্যাদি। এই কিসসাটা ফালতু কেন? বলি। 

    প্রথমত জমিদার ও প্রজাদের যে সম্পর্ক সেটাতে তো কোন হিন্দু মুসলমান নাই। জমিদার প্রজাকে শোষণ করবে এবং শোষণ বজায় রাখার জন্যে অত্যাচার করবে। জমিদার যদি হিন্দু হয় তাইলে সে কি হিন্দু প্রজার কাছ থেকে খাজনা আদায় করবে না? দেবীসেন কি হিন্দু প্রজাদেরকে খাজনা না দিতে পারলে চুমা দিত? অথবা উল্টাটা ধরেন। জমিদার যদি মুসলমান হয় তাইলে সে কি কেবল হিন্দু প্রজা ধরে ধরে খাজনার জন্যে অত্যাচার করতো? মুসলমান জমিদার হলে কি মুসলিম প্রজাদের খাজনা মওকুফ করে দিতো? 

    জমিদার ও প্রজার সম্পর্ক হচ্ছে শোষক ও শোষিতের সম্পর্ক- এখানে কোন হিন্দু মুসলমান নাই। যারা এইগুলিকে হিন্দু মুসলমান সম্পর্ক বলে চালাতে চায় ওরা আসলে সম্পর্কটা যে শোষণের সম্পর্ক সেটা আড়াল করতে চায়। অন্যভাষায় বললে, ওরা ধর্মকে ব্যবহার করে কৃত্রিমভাবে সৃষ্ট সামন্তবাদি ব্যবস্থাটাকে জায়েজ করে।  

    দ্বিতীয়ত, পূর্ববাংলার জমিদাররা কি সকলে হিন্দু ছিল? জি না জনাব। সকলে হিন্দু ছিল না। মুসলিম জমিদারও ছিল। আর আপনি হিসাবটা শুধু পূর্ববঙ্গে সীমাবদ্ধ রাখবেন কেন? ইংরেজদের চিরস্থায়ী বন্দোবস্তের সময় ভারতের নানা জায়গার যারা জমিদারি পেয়েছে ওদের মধ্যে হিন্দুও ছিল, মুসলমানও ছিল। বাংলায়ও মুসলিম জমিদার ছিল, তবে বাঙলার বাইরে মুসলিম জমিদার বেশী ছিল। জমিদারদের কাজই ছিল খাজনা আদায় করা- যত বেশী খাজনা জমিদারের তত বেশী মুনাফা। আর নির্ধারিত অংকের খাজনা ইংরেজদের হাতে নির্দিষ্ট সময়ে তুলে দিতে না পারলে জমিদারি নিলাম হয়ে যেত। তাইলে জমিদারিরা কি ধর্মভেদের খাতির বা অত্যাচার করবে? 

    এইরকম ধূর্ত লোকেরা 'হিন্দু জমিদারের মুসলিম প্রজা' এই ফালতু তত্ত্বটা এতো সফলভাবে ছড়িয়েছে যে আমি মাঝে মাঝে কিছু শিক্ষিত বুদ্ধিমান লোককেও বলতে শুনি যে হিন্দু জমিদাররা মুসলিম প্রজাদেরকে শোষণ নির্যাতন করতো সুতরাং হিন্দুরা খারাপ। মধ্যবিত্ত মূর্খ সমাজে অনেক জনপ্রিয় এরকম লেখক অনেককে জানি, যারা এইসব বাজে কথা বলতো, ওদের চ্যালারা এখনো বলে। ফালতু লোক সব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • দীপ | 42.110.164.6 | ০৭ মার্চ ২০২৪ ২৩:১২742487
  • ইমতিয়াজ মাহমুদের লেখা।
    আপনারা মুছে দিয়েছিলেন! 
    ফাজলামি অন্য জায়গায় দেখাবেন!
  • :/X | 45.141.215.63 | ০৭ মার্চ ২০২৪ ২৩:১৩742488
  • এই জানোয়ারের গর্ভস্রাবটাকে ব্যান করা হচ্ছে না কেন?
  • দীপ | 2402:3a80:1968:b95:578:5634:1232:5476 | ০৭ মার্চ ২০২৪ ২৩:২২742489
  • দীপ | 2402:3a80:1968:b95:578:5634:1232:5476 | ০৭ মার্চ ২০২৪ ২৩:২৩742490
  • বাংলাদেশ সরকারের প্রদত্ত তথ্য।
    আবার মনে করিয়ে দিলাম!
  • রঞ্জন | 223.235.115.15 | ০৮ মার্চ ২০২৪ ০৪:৪২742493
  • % দিয়েছেন।  জনসংখ্যা দেন নি। সেটা দিন।
  • খাইসে | 2a0b:f4c2:1::1 | ০৮ মার্চ ২০২৪ ০৭:৪১742494
  • আব্দুল চাচার ভাইপোগো গায়ে লাগসে।
  • dc | 2401:4900:2341:2ef1:ccce:1160:ed44:293e | ০৮ মার্চ ২০২৪ ০৭:৫০742495
  • ভোটের আগে রেট বেড়ে গেছে মনে হচ্ছে! 
  • রঞ্জন | 103.59.73.147 | ০৯ মার্চ ২০২৪ ১৫:৩৭742504
  • শুধু % নয়,  হিন্দুদের জনসংখ্যাটা দিন  তবে আপনার বক্তব্য দাঁড়াবে।
    আবার মনে করিয়ে দিলাম।
  • Dip | 2402:3a80:a13:bb0e:0:20:d558:ff01 | ০৯ মার্চ ২০২৪ ১৫:৫৮742505
  • 1951    22.05    9,239,603    42,062,462    During Pakistani rule
    1961    18.50    9,379,669    50,804,914
    1974    13.50    9,673,048    71,478,543    After independence of Bangladesh
    1981    12.13    10,570,245    87,120,487
    1991    10.51    11,178,866    106,315,583
    2001    9.60    11,822,581    123,151,871
    2011    8.54    12,299,940    144,043,697
    2022    7.95    13,130,109    165,158,616
  • দীপ | 2402:3a80:a13:bb0e:0:20:d558:ff01 | ০৯ মার্চ ২০২৪ ১৬:০৮742506
  • ১৯৫১ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তানের মোট জনসংখ্যা ৪.২১ কোটি, হিন্দু ৯২ লক্ষ। মোট জনসংখ্যার ২২ শতাংশ।
    ২০২২ সালে বর্তমান বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬.৫ কোটি, হিন্দু ১.৩১ কোটি।  মোট জনসংখ্যার ৮ শতাংশ।
     অর্থাৎ বাহাত্তর বছরে মোট জনসংখ্যা বেড়েছে ৩.৮ গুণ; কিন্তু হিন্দুদের জনসংখ্যা বেড়েছে ১.৫ গুণের‌ও কম!!! 
     
    আজকের দিনে ইন্টারনেট থেকে যেকেউ এই তথ্যগুলো পেতেই পারে। আশ্চর্য, আপনি পেলেন না!
  • দীপ | 42.110.138.28 | ০৯ মার্চ ২০২৪ ১৬:২৮742509
  • আরো কিছু তথ্য দিলাম।
  • রঞ্জন | 223.235.115.15 | ০৯ মার্চ ২০২৪ ১৮:৪১742510
  • দীপ 
    ধন্যবাদ।  সঠিক  এবং চমৎকার তথ্য দিয়েছেন। 
    সেখানেই  দেখছি-- হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ করছেন সংখ্যাগরিষ্ঠ মুসলমান সমাজের অনেকে।
    সাংবাদিক ও ওয়ার্কার্স পার্টির কর্মীদের কথা বলছি।
    একদম সঠিক কাজ।
    তাহলে ভারতে সচেতন হিন্দুদের কাজ সংখ্যালঘুদের উপর আক্রমণ,  ধর্ষণ, মসজিদ ভাঙা বা আগুন দেয়ার প্রতিবাদ করা?
    সেখানে আপনি কোথায়? নিজের ঘর আগে ঠিক  করা  দরকার নয়?
    নইলে অন্য দেশের ধর্মান্ধদের সঙ্গে আমাদের তফাত কোথায়?
  • Arindam Basu | ১০ মার্চ ২০২৪ ০১:২৪742517
  • দীপ, বাংলাদেশ একটি open population, কাজেই তুলনামূলক জনসংখ্যা বিভিন্ন কারণেই বাড়তে পারে, মানুষ দেশান্তরী হন, মৃত্যুহার কমবেশী হয়, প্রজননের তারতম্য। কাজেই অনুপাত থেকে তো এই সিদ্ধান্তে আসা সম্ভব নয় ঠিক কি কারণে এই তারতম্য ঘটেছে। 
  • hmm | 2001:67c:6ec:203:192:42:116:177 | ১০ মার্চ ২০২৪ ০৭:৪৬742520
  • প্রজননের তারতম্যটা খুবই গুরুত্বপূর্ণ। পণ্ডিতরা একে দেশে দেশে stelath jihad এর কৌশল হিসেবে চিহ্নিত করেছেন।
  • দীপ | 2402:3a80:a15:8f46:0:57:68f5:1f01 | ১০ মার্চ ২০২৪ ১১:৩১742521
  • "দীপ, বাংলাদেশ একটি open population, কাজেই তুলনামূলক জনসংখ্যা বিভিন্ন কারণেই বাড়তে পারে, মানুষ দেশান্তরী হন, মৃত্যুহার কমবেশী হয়, প্রজননের তারতম্য। কাজেই অনুপাত থেকে তো এই সিদ্ধান্তে আসা সম্ভব নয় ঠিক কি কারণে এই তারতম্য ঘটেছে।"
     
    একদম ঠিক কথা বলেছেন স্যার।
    কেউ কিছু জানেনা, কেউ কিছু দেখেনি! 
    কি হ‌ইতে কি হ‌ইয়া গেল, দস্যুর পিস্তল মোহনের হস্তে!
  • দীপ | 2402:3a80:a15:8f46:0:57:68f5:1f01 | ১০ মার্চ ২০২৪ ১১:৩৬742522
  • মোট জনসংখ্যা বেড়েছে  প্রায় চার গুণ, কিন্তু হিন্দু বেড়েছে দেড় গুণেরও কম!
    শাহরিয়ার কবির, হুমায়ূন আজাদ, ইমতিয়াজ মাহমুদ ; সবাই মিথ্যা কথা লিখেছেন!
    খবরের কাগজ, ভিডিও সব মিথ্যা! 
  • দীপ | 2402:3a80:a15:8f46:0:57:68f5:1f01 | ১০ মার্চ ২০২৪ ১১:৪০742523
  • একটা মারাঠি বা তামিল বিপদে পড়লে দশটা মারাঠি বা তামিল ছুটে আসবে। কিন্তু বাঙালী বিপদে পড়লে বাঙালিই তাকে আরো বিপদে ফেলার ব্যবস্থা করবে!
    মাঝে মাঝে মনে হয় নীরদ চৌধুরী "আত্মঘাতী বাঙালী" বলে কোনো ভুল করেননি!
    এই প্রজাতি যতো দ্রুত লুপ্ত হয়ে, ততোই মঙ্গল!
  • dc | 2401:4900:2341:2ef1:54d8:ee82:3b04:12f2 | ১০ মার্চ ২০২৪ ১১:৪১742524
  • বাংলাদেশের জনসংখ্যার এই কুমীরছানাটা মাঝে মাঝেই গুরুতে দেখি। এক দু বছর আগেও এ নিয়ে কথা হয়েছিল, যদ্দুর মনে পড়ে এলসিএমদা আর আমিও ফ্যালাসিটা দেখিয়ে দিয়েছিলাম। লোকসভার নির্বাচনের আগে যথারীতি আবার বেরিয়ে এসেছে। কথা হলো, বেশী রেট পাবে বলে দীপচাড্ডি এই যে পুরনো জিনিষ কপিপেস্ট করছে, সেটা স্যার জানে? 
  • দীপ | 2402:3a80:a15:8f46:0:57:68f5:1f01 | ১০ মার্চ ২০২৪ ১১:৪২742525
  • "তাহলে ভারতে সচেতন হিন্দুদের কাজ সংখ্যালঘুদের উপর আক্রমণ, ধর্ষণ, মসজিদ ভাঙা বা আগুন দেয়ার প্রতিবাদ করা?
    সেখানে আপনি কোথায়? নিজের ঘর আগে ঠিক করা দরকার নয়?
    নইলে অন্য দেশের ধর্মান্ধদের সঙ্গে আমাদের তফাত কোথায়?"
     
    আমি সমস্ত অন্যায়ের প্রতিবাদ করি। তাই অনর্থক জ্ঞান না দিলেই খুশি হবো!
  • দীপ | 2402:3a80:a15:8f46:0:57:68f5:1f01 | ১০ মার্চ ২০২৪ ১১:৪৩742526
  • হুম সব চক্রান্ত আর সবাই বিভ্রান্ত! 
    পোষ্যকুল ছুটে এসেছে!
  • দীপ | 2402:3a80:a15:8f46:0:57:68f5:1f01 | ১০ মার্চ ২০২৪ ১১:৪৪742527
  • বাংলাদেশের সমাজবিজ্ঞানী, লেখকরা বিজেপির হয়ে লিখছেন! 
    অসামান্য তত্ত্ব!
  • দীপ | 2402:3a80:a15:8f46:0:57:68f5:1f01 | ১০ মার্চ ২০২৪ ১১:৫৭742528
  • গোশাবকদের বাঁদরামি মোটামুটি উত্তর ভারত ও মধ্য ভারতে সীমাবদ্ধ; কিন্তু শূকরশাবকদের শয়তানি সারা পৃথিবীকে প্রভাবিত করেছে কিছুদিন আগে সলমন রুশদি আমেরিকায় আক্রান্ত হয়েছেন।
    যদিও এব্যাপার নিয়ে মাতব্বরদের গলায় কোনো শব্দ নেই!
     
    একটি মৌলবাদকে তোষণ করে অপর একটি মৌলবাদকে শায়েস্তা করা যায়না; বরং তাকে আরো বেশি শক্তিশালী করা হয়!
  • দীপ | 2402:3a80:a15:8f46:0:57:68f5:1f01 | ১০ মার্চ ২০২৪ ১২:০৪742529
  • "সেখানে আপনি কোথায়? নিজের ঘর আগে ঠিক করা দরকার নয়?"
     
    তসলিমার ব‌ই নিষিদ্ধ করা , তসলিমাকে তাড়ানোর সময় কোথায় ছিলেন? তখন প্রতিবাদ জানিয়েছিলেন?
    আগে নিজে ঠিক হোন, তারপর নাহয় অন্যকে জ্ঞান দেবেন!
  • রঞ্জন | 2401:4900:706e:8ffe:ec99:ac8f:68a1:4a8f | ১০ মার্চ ২০২৪ ১৪:০৮742530
  • দীপ 
     না না, জ্ঞান দেওয়ার মনোপলি তো আপনার।  
    আপনার সমস্ত পোষ্ট  অপ্রাসঙ্গিক ভাবে বিষয় ছেড়ে একে তাকে আক্রমণ!
    তাই আপনি দেখতে পান না  কতবার আপনাকে দীপচাড্ডি বলার প্রতিবাদ করেছি। 
     
    আর  তসলিমার সঙ্গে বাম সরকারের  কুযুক্তিপূর্ণ ব্যবহার নিয়ে বাম সমর্থক  অধ্যাপক পিটির সঙ্গে আমার  দীর্ঘ বিতর্ক,  বহুবার  গুরুর পাতায় হয়েছে।
    আপনি তো অল্প দিন এসেছেন।
    না জেনে  মিথ্যে অভিযোগ করছেন।
    যুক্তি হারালে মানুষ এই  ভাষা ব্যবহার করে।
     
    যাকগে, আপনার মেজাজ ও ভাষা সুস্থ  বিতর্কের নয়।
    কাডেই আপনার সঙ্গে কোন আলোচনার আর  প্রশ্ন  ওঠে না।
     
    নমস্কার!
  • দীপ | 2402:3a80:a0f:4e6:0:1a:47bf:8701 | ১২ মার্চ ২০২৪ ১৭:৩০742546
  • এখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করেছি।
    এখানে অসংখ্য ছবি, ভিডিও, লিংক শেয়ার করা হয়,  কোনো সমস্যা হয়না!
    কিন্তু বাংলাদেশ নিয়ে বাংলাদেশের ছবি, ভিডিও, লিংক শেয়ার করলে স্প্যাম করা হয়! 
  • দীপ | 2402:3a80:a11:534b:0:58:da45:1801 | ১৩ মার্চ ২০২৪ ০৫:৪৩742548
  • অরিন্দম বাবু, ব্যক্তিগত আক্রমণে রুচি নেই।
    কিন্তু কিছু কথা বলা দরকার।
    আপনি গাজার দুঃখে বিচলিত হয়ে পড়েন। খুব ভালো কথা।
    কিন্তু বাংলাদেশ নিয়ে আপনি কিছুই বোঝেন না, কোনো সিদ্ধান্তে আসতে পারেন না! 
    বেশ ভালো! 
    চালিয়ে যান স্যার!
  • dc | 2401:4900:2341:2ef1:3057:fc84:43c1:ce46 | ১৩ মার্চ ২০২৪ ০৬:৩৯742549
  • গুড়ি গুড় গুড় গুড়িয়ে হামা খাপ পেতেছেন গোষ্ঠমামা laugh
  • Arindam Basu | ১৩ মার্চ ২০২৪ ০৮:০৩742550
  • "অরিন্দম বাবু, ব্যক্তিগত আক্রমণে রুচি নেই।
    কিন্তু কিছু কথা বলা দরকার।
    আপনি গাজার দুঃখে বিচলিত হয়ে পড়েন। খুব ভালো কথা।
    কিন্তু বাংলাদেশ নিয়ে আপনি কিছুই বোঝেন না, কোনো সিদ্ধান্তে আসতে পারেন না! "
     
    @দীপ, বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি আর গাজার সামগ্রিক পরিস্থিতি একেবারেই এক রকম নয়  | 
     
    আপনি বাংলাদেশের জনসংখ্যার ডাটা দিয়েছেন, তার তুলনামূলক ১৯৫১, ১৯৬১, ..., ২০২১ সাল পর্যন্ত মুসলমান আর হিন্দুদের জনসংখ্যা ও জনসংখ্যায় অনুপাত দেখিয়েছেন যে, যে হারে বাংলাদেশে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার থেকে কম হারে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, ফলে গত কয়েক দশকের নিরিখে হিন্দুদের অনুপাত ২২% (১৯৫১ থেকে), ৯% কিছু বেশীকম (২০২১) হয়েছে। এই দেখিয়ে আপনি বলতে চাইছেন যে এর একমাত্র কারণ, বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের ওপর অত্যাচার করে তাদের হত্যা করে, দেশ থেকে তাড়িয়ে দিয়ে তাদের জনসংখ্যার অনুপাতে হ্রাস ঘটিয়েছে। 
     
    এটা ঠিক কি ভুল, তার প্রমাণ জনসংখ্যার অনুপাত দেখিয়ে করা যায় না। 
     
    তার সবথেকে বড় কারণ, বাংলাদেশ একটি open population, demography'র ভাষায়, মানে এ এমন একটি population, যেখানে  জন্ম ও মাইগ্রেশনের কারণে জনসংখ্যার বৃদ্ধি হতে পারে, মৃত্যু, অসুখ, নানান কারণে প্রজনন হার কম হওয়া, এবং এমিগ্রেশনের কারণে জনসংখ্যা হ্রাস হতে পারে। ও এদের প্রত্যেকটির নানাবিধ কারণ রয়েছে। কোন একটি কারণ নিয়ে কেন একটি জনগোষ্ঠীর মানুষের আনুপাতিক হারে কম বৃদ্ধি হয়েছে, সেই সিদ্ধান্তে আসা যাবে না। এই ব্যাপারটি নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, এরকম একটি উল্লেখযোগ্য প্রকাশনা এখানে দেখতে পারেন,
     
    Camus, P. A., & Lima, M. (2002). Populations, Metapopulations, and the Open-Closed Dilemma: The Conflict between Operational and Natural Population Concepts. Oikos97(3), 433–438. http://www.jstor.org/stable/3547664
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন