এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বঙ্গসম্মেলন ২ 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ০৫ জুলাই ২০২৪ | ৬৯২ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • | | |


    আজ বঙ্গসম্মেলনে বঙ্গসঙ্গীত জমায়েতে শুনলাম ঋতুপর্ণা সেনগুপ্তর সংস্কৃত মন্ত্রপাঠ। সিনেমা করলেই কী জানি কেন, লোকের ধারণা হয় তারা সংস্কৃত থেকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, সবই পারে। অতএব উনি স্যামবাজারের সসিবাবুর ধরণে দিব্যি সর্বভূতেsu শক্তিরূপেণ বলে অনেকবার খুব চিল্লামিল্লি করলেন। এছাড়া একটু নাচলেনও। শিল্পে সমঝদাররা কিছু দেখে বলেন বাহ, কিছু দেখে বলেন আহা, আর তার উপরে গেলে বলেন হায়। আমি এটায় হায় বললাম। 

    নাচলেন কেন অবশ্য বুঝিনি। জিনিসটা ছিল সৌম্যজিৎ সৌরেন্দ্রর পরিচালনায় বঙ্গসঙ্গীত যাপন। সেখানে অনেক শিল্পী ছিলেন। ইমন, সোমলতা, পরমব্রত আরও কারা কারা যেন। বাংলার বারো মাসে তেরো পার্বণ ছিল থিম। বাঙালির সঙ্গীত নিয়ে অনেক ভালো ভালো লম্বা লম্বা কথা শোনা গেল। সৌম্যজিৎ বললেন একমাত্র বাঙালির পক্ষেই সম্ভব থিয়েটার রোডের নাম বদলে শেক্সপিয়ার সরণী করে দেওয়া। বলে, কেউ বিশ্বাস করবেননা, মহম্মদ রফির হিন্দি গান ধরলেন। এর চেয়ে, কলকাতায় রফি আহমেদ কিদোয়াই রোড আছে, বললেই হত। কলকাতায় অবশ্য হোচিমিন সরণীও আছে, লেনিন সরণীও, কিন্তু বঙ্গসংস্কৃতি উদযাপনে কাউকে ভিয়েতনামী গান কিংবা রাশিয়ান ব্যালে নাচতে দেখিনি। বঙ্গসংস্কৃতি আসলে হেবি জটিল জিনিস। প্রচুর এআর রহমান শুনলাম, কিন্তু কাউকে দেড়-লাইনও টপ্পা গাইতে শুনিনা। প্রচুর সলিল চৌধুরি শুনি, কিন্তু বাংলার শ্রেষ্ঠ সঙ্গীতস্রষ্টা জ্ঞানপ্রকাশ ঘোষের উল্লেখমাত্রও শুনিনা। এখানে শুধু না, কোথাওই। এঁরা প্রচুর হ্যান্ডস সহ ঝিঙ্কাচিকা গান গান, সে বেশ করেন। কিন্তু তাতেও গলায় মাত্রাতিরিক্ত রিভার্ব না দিলে, ও গান শোনা যেতনা। এঁদের গলা দিয়ে টপ্পা বেরোবে কেউ আশা করেনা, পরিচালকও নিশ্চয়ই করেননি।   

    এরপর দেখলাম সৃজিৎ মুখার্জি অরিন্দম শীল ইত্যাদি ফার্সট ও সেকেন্ড বয়রা, সঙ্গে একটিই গার্ল, মমতাশংকর, মৃণাল সেন নিয়ে বক্তব্য রাখলেন। মঞ্চের পিছনে ওঁ লেখা ছিল। কেন বুঝতে পারিনি। একজন সংস্কৃতে একটা গান গাইলেন, সেটাও কেন বুঝিনি। তাতে সেই ভিডিওটা দেখানো হল যা ইউটিউবেই দেখে ফেলেছি। মৃণাল সেন রাস্তার উপর কাত হয়ে শুয়ে আছেন। চতুর্দিকে বাংলার বিপ্লব, বিদ্রোহ, লাঠি গুলি, কিন্তু পিছনে একটা হিন্দি গান চলছে। এর কারণটা অবশ্য বুঝতে পেরেছি। কী আবার? কলকাতায় রফি আহমেদ কিদোয়াই রোড আছে। ব্যস। অবশ্য তাতেও ইউটিউবের ভিডিও দেখাতে কলকাতা থেকে শিকাগো কেন আসতে হল বুঝিনি। লিংকটা দিয়ে দিলেই হত। 

    শেষ পাতে দেখলাম কৌশিক সেনের হ্যামলেট। সেখানে হ্যামলেটের বাবার প্রেতাত্মা আর হ্যামলেট মিলে 'জাগো জাগো সর্বহারা' গাইল। এই নাটকটাও পল্লবগ্রাহীর মতোই একটু চেটে চলে আসব ভেবেছিলাম, কিন্তু এই দেখে আমার জেদ চেপে গেল। সিনেমোলারা সব বোঝে আর আমি কিছুই বুঝবনা? অবএব শেষ অবধি দেখে ফেললাম। নাটকে ফোর্থ ওয়াল ভেঙে ফেলা হয়েছে বুঝলাম, কারণ হ্যামলেট নিচে নেমে পড়ছিল প্রায়ই। রাজারাজড়ারা জিন্স-টিন্স পরে ঘুরছেন, খুবই সাম্প্রতিক ইন্টারপ্রিটেশন তাও বুঝলাম। হ্যামলেট এর মধ্যে একবার 'কিসের ভয় সাহসী মন লাল ফৌজে' গেয়ে ফেলল। কাকা, বন্ধু ওফেলিয়াকে টকাটক চুমু খেয়ে ফেলল। তখন মাথায় বিদ্যুচ্চমকের মতো খেলে গেল, যে, হ্যামলেটের বাপ আসলে ভেঙে যাওয়া সোভিয়েত বা ওই জাতীয় কিছু। কাকাটা বিশ্বপুঁজিবাদ। আর হ্যামলেট হল ক্ষ্যাপাটে বামপন্থী। থাকবে, না ভোগে যাবে বোঝা যাচ্ছেনা। টু-বি অর নট-টু-বি। এ মানে খুবই, মানে খুবই। অবশ্য আমার কথায় বিশ্বাস করবেননা। দেখতেই পাচ্ছেন, কিছু বুঝিনা। পরের মুখে ঝাল না খেয়ে আপনারা পুরোটা সুযোগ পেলেই দেখবেন। 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০৫ জুলাই ২০২৪ ১১:২০534192
  • laugh
    আজকেরটা অত ভাল হয় নি।​​​​
  • পাপাঙ্গুল | ০৫ জুলাই ২০২৪ ১৬:১৩534209
  • অরিন লান ,  এরকম ভাবগম্ভীর অফিশিয়াল স্ট্রিম না ,  খিল্লির ভিডিও ব্লগ খুঁজছিলাম ,  পাই নি। 
  • :|: | 174.251.163.213 | ০৫ জুলাই ২০২৪ ১৯:১৬534219
  • কবি বলেছেন --
    বাঙালীর মতো বাঙালীর বেশ 
    বাঙালীর ঘরে লুচি সন্দেশ 
    অনেক হউক অনেক হউক হে ভগবান।
    আশা করি পোশাক, খাবার, এবং ধর্ম (পাতি রিলিজিয়ন অর্থেই) -- এগুলিও এই সিরিজে খানিক কাভার পাবে। 
  • &/ | 151.141.85.8 | ০৬ জুলাই ২০২৪ ০৪:৩৫534234
  • শুনেছি টপ্পা শীতকালে গাইতে হয়। গলা কাঁপে কিনা, সুবিধে হয়। গরমকালে টপ্পা ঠিক ইয়ে হয় না। ঃ-)
  • aranya | 2601:84:4600:5410:3861:671c:174d:6068 | ০৬ জুলাই ২০২৪ ২০:৫১534275
  • 'ধর্ম (পাতি রিলিজিয়ন অর্থেই)' প্রসঙ্গে এই বঙ্গসম্মেলনে শ্রীজাত কে আমন্ত্রণ জানান হয়েছিল। পরে হিন্দুত্ববাদী কর্তা ব্যক্তিরা সেই আমন্ত্রণ ফিরিয়ে নেন, কারণ করেক বছর আগে শ্রীজাত যোগী আদিত্যনাথের সমালোচনা করে একটি কবিতা লিখেছিল, যাকে ​​​​​​​হিন্দু ​​​​​​​ধর্মের ​​​​​​​সমালোচনা ​​​​​​​হিসাবে ​​​​​​​প্রচার ​​​​​​​করা ​​​​​​​হয় 
    এরা কেউই অবশ্য কবিতাটা পড়ে দেখেছেন বলে মনে হয় না। 'অন্ধকার লেখাগুচ্ছ' ও পড়েন নি 
  • Prabhas Sen | ০৭ জুলাই ২০২৪ ০৯:২৬534299
  • কে আর পড়ে? যখন শিং বাগিয়ে গুঁতানোর ভঙ্গি করলেই কাজ চলে যায়!
  • বিপ্লব রহমান | ০৭ জুলাই ২০২৪ ১২:৪৬534317
  • "হ্যামলেট হল ক্ষ্যাপাটে বামপন্থী। থাকবে, না ভোগে যাবে বোঝা যাচ্ছেনা। টু-বি অর নট-টু-বি। " 
     
    কেকে হালদারের ভাষায়, ভালই বুঝছেন, খিকচ cheeky
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন