এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কাগজ আমরা লুকাবো না

    X
    অন্যান্য | ১৪ জানুয়ারি ২০২০ | ৪৯৩৪ বার পঠিত
  • CAA, NRC, NPR ইত্যাদি প্রভৃতি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • X | 172.69.134.56 | ১৪ জানুয়ারি ২০২০ ১৬:৫২364713
  • কাগজ আমি ঠিক দেখাব ফরেন ট‍্যুরে ভিসার দিন কাগজ আমার সঙ্গে আছে ব্যাঙ্কে খাতা খুলতে দিন ডিলটা সাইন করতে বসে দেখুন কাগজ মিলিয়ে নিন ট্রাফিক পুলিশ ধরলে বলি দেখুন আছে কাগজ তিন কাগজ আমার স্কলারশিপের হাত পেতেছি পয়সা দিন এলটিসিটা ক্লেম করেছি বোর্ডিং পাসের কাগজ নিন ক্লাবেও আমার কাগজ আছে শস্তায় পাই ভদকা জিন ভোটের দিনে প্রার্থী আমি দেখুন কাগজ মিলিয়ে নিন ডিগ্রি আমার অনেক ভারী কাগজ দেখাই চাকরিতে অফিস ঢুকি সকালবেলায় কার্ডটি থাকে সঙ্গে তে কাগজ আমার বাড়ির দলিল কাগজ আমার পে স্লিপে মাইনে আমার ছয় অঙ্কের ব্যাঙ্ক চাইছে লোন দিতে পাসপোর্টটাও কাগজ আমার অনেকগুলো ছাপ আছে ইনভেস্টেও কাগজ রাখি ট‍্যাক্সো বেশী হয় পাছে সবকিছুতেই কাগজ দেখাই যত্নে রাখি গুছিয়ে ঠিক এনপি আরে চাইলে কাগজ ফ‍্যাশিস্ট রাজা দিচ্ছি ধিক কিসের কাগজ কিসের বেড়া ব‍্যানার মিছিল শ্লোগান চাই নিজের বাড়ি, সিসিটিভি পাচিল তালা লাগাই ভাই মুজরো নাচি ভাড়ায় খাটি দেশটা রাজার বাপের নয় নিজের বাড়ির সিকিউরিটি উর্দি পরে দাড়িয়ে রয় বুদ্ধিজীবী এলিট আমি পেমেন্ট পেলে বিক্রি হই এক সকালে জেগেই দেখি মানুষ আমার সঙ্গে নেই
  • X | 172.69.134.56 | ১৪ জানুয়ারি ২০২০ ১৬:৫৩364714
  • কাগজ আমি ঠিক দেখাব
    ফরেন ট‍্যুরে ভিসার দিন
    কাগজ আমার সঙ্গে আছে
    ব্যাঙ্কে খাতা খুলতে দিন
    ডিলটা সাইন করতে বসে
    দেখুন কাগজ মিলিয়ে নিন
    ট্রাফিক পুলিশ ধরলে বলি
    দেখুন আছে কাগজ তিন

    কাগজ আমার স্কলারশিপের
    হাত পেতেছি পয়সা দিন
    এলটিসিটা ক্লেম করেছি
    বোর্ডিং পাসের কাগজ নিন
    ক্লাবেও আমার কাগজ আছে
    শস্তায় পাই ভদকা জিন
    ভোটের দিনে প্রার্থী আমি
    দেখুন কাগজ মিলিয়ে নিন

    ডিগ্রি আমার অনেক ভারী
    কাগজ দেখাই চাকরিতে
    অফিস ঢুকি সকালবেলায়
    কার্ডটি থাকে সঙ্গে তে
    কাগজ আমার বাড়ির দলিল
    কাগজ আমার পে স্লিপে
    মাইনে আমার ছয় অঙ্কের
    ব্যাঙ্ক চাইছে লোন দিতে

    পাসপোর্টটাও কাগজ আমার
    অনেকগুলো ছাপ আছে
    ইনভেস্টেও কাগজ রাখি
    ট‍্যাক্সো বেশী হয় পাছে
    সবকিছুতেই কাগজ দেখাই
    যত্নে রাখি গুছিয়ে ঠিক
    এনপি আরে চাইলে কাগজ
    ফ‍্যাশিস্ট রাজা দিচ্ছি ধিক

    কিসের কাগজ কিসের বেড়া
    ব‍্যানার মিছিল শ্লোগান চাই
    নিজের বাড়ি, সিসিটিভি
    পাচিল তালা লাগাই ভাই
    মুজরো নাচি ভাড়ায় খাটি
    দেশটা রাজার বাপের নয়
    নিজের বাড়ির সিকিউরিটি
    উর্দি পরে দাড়িয়ে রয়

    বুদ্ধিজীবী এলিট আমি
    পেমেন্ট পেলে বিক্রি হই
    এক সকালে জেগেই দেখি
    মানুষ আমার সঙ্গে নেই

  • X | 172.69.134.56 | ১৪ জানুয়ারি ২০২০ ১৬:৫৬364715
  • খাঁজ দেখাবো, ভাঁজ দেখাবো,
    রাষ্ট্রের ওপর ঝাঁজ দেখাবো,
    কাল দেখাবো আজ দেখাবো,
    ক্যাম্পাসে গুণ্ডারাজ দেখাবো,
    কাগজ দেখাবো না।

  • *দি | 106.193.241.156 | ১৪ জানুয়ারি ২০২০ ১৭:৫৬364717
  • ডিগ্রির কাগজ আমি দেখাবো না #* মোটা** শুনছো #* বাপের জন্মপত্রি দেখাবো না #* ওগো মোটা** শুনছো #* দিলুসোনা দেখাবে না সার্টি #* পলিটেক্নিক নাকি (সেল) আইটি # ইরানী বালিকা সবই তার জালিকা #* রাফালের কাগজের সাথে সবই নাইক্কা
  • কাগজ আমরা দেখাব না | 47.29.199.201 | ১৪ জানুয়ারি ২০২০ ১৯:৫৬364721
  • মোদি শা আসবে যাবে

    মনে মনে বিষ ঢোকাবে 

    পড়শিরে ফুসলে কবে পড়শি তোমার আনজনা 
    ও সাহেব ধান্দা রাখো বাংলায় ওসব হবে না 
    কাগজ তো কিছুতে দেখাবো না।
    ওরা বলে মানুষ তাড়াও

    মারো গুলি কামান চালাও

    বানিয়েছে দেওয়াল উঁচু মানুষ ধরার জেলখানা 
    (তবু)  কাগজ তো কিছুতে দেখাবো না।
    আমার বসত কাড়তে আসে দলিল কাগজ চায়

    বাপ দাদারার কাগজ খোঁজে ধৰ্ম কি জিগায় 

    মানুষেরে মান দেয় না পিপীলিকার প্রায়

    হুশ রাখে না বিভেদ করে দেশের এমন দায়
    ওরা সব দাঙ্গাবাজের গোষ্ঠী জ্ঞাতি 

    মতলব ধান্দা পেটে মারবে লাথি

    দেখাবে হাতসাফাইয়ের ভানুমতীর খেল  

    এ চোরা ধর্ম বলে সিঁদ কাটে বাংলায়। 
    চোরারা দল বেঁধেছে স্যাঙাত খুঁজে

    বিভীশন তোমার আমার পড়শি সেজে

    খোঁজ দেয় আমার ঘরে কেমন আছে ভাই বিরাদর ধন
    আমাদের উঠান থেকে দাঙ্গাজীবি  ল্যাজ গুটিয়ে যায় 

    যেমন গোয়াল ঘরে ধুনো দিলে ডাঁশমাছি পালায়।   
    কে কাগজ দেখতে আসে কার কলিজায় জোর

    কাগজ তো কখনো দেখাবো না। 
    ওরা জাত ধৰ্ম ধরে, মানুষ্যে বিভেদ করে 
    ও সাহেব যতই মারো বাংলার নাম তো ডোবাবো না

    কাগজ তো কিছুতে দেখাবো না।

    - নিরাপদ পাখিরা

  • quark | 162.158.154.60 | ১৫ জানুয়ারি ২০২০ ১২:৩১364728
  • ভোট দিয়েছেন জনগণেশ
    কাজ পেয়েছেন চৌকিদার
    বছর ঘুরে নিদান হাঁকেন
    বাড়ি হবে কাগজ যার।

    জন্ম তোমার এইদেশেতেই
    বাপ-্মা বুঝি ভিনদেশী
    ধর্ম দেখি চর্ম দেখি
    তবেই আমি হই খুশী।

    চাল চেলেছ ভেদাভেদের
    ভাবলে তুমি খুব দড়
    জনমনিষি বাদ সেধেছে
    জানের চেয়ে মান বড়।

    মিষ্টি ক্থায় বিষ মেশানো
    শোন তোকে সব্বাই চেনে
    আজ যে রাজা কাল সে ফকির
    এ গান যেন ভুলিস নে।
  • রঞ্জন | 162.158.158.166 | ১৫ জানুয়ারি ২০২০ ২১:০৬364729
  • মন্দির মসজিদ গির্জাঘর নে বাঁট লিয়া ভগবান কো,

      ধরতী বাঁটি , সাগর বাঁটা, মৎ বাঁটো ইনসান কো।।

  • রঞ্জন | 162.158.159.33 | ১৫ জানুয়ারি ২০২০ ২১:১৩364730
  • ্মঠ-মসজিদ-গির্জাঘরেতে ভগবান ভাগ হয়েছে ভাই ,

       পৃথিবী-সাগর সবে ভাগাভাগি, মানুষকে আজ দাও রেহাই।

  • FB | 162.158.167.181 | ১৮ জানুয়ারি ২০২০ ২৩:০৬364754
  • চারানার উদগান্ডু বাজারি ছবিবেচুরা লোম্বার লেকচার ফেকচার নাকি দিয়েই চলেছেন শুনলাম। স্বাভাবিক। কারণ ওপারের কাটাবাজারে মাল বেচতে হয়। ফলে ওপারকে বাপ ডাকতে বাধ্য বাংলাবাজারিরা। ফলে বাপেরা কিছুতে চাপ খেয়ে "না" করলে চারানার বুদ্ধিজীবী দলের গোঁসা হয়। তাই তারা কাগজ দেখাবে না, বলে বাজার ধরার লাইনে আছে।
    শোন বে, টাইম আসুক। কাগজ তোদের বাপ দেখাবে। মানুষের নির্বাচিত সরকার। মানুষ তাদের দেশ চালানোর দায়িত্ব দিয়েছে রে বালটা। সম্পূর্ণ পার্লামেন্টারি নিয়ম মেনেই যা হবার হবে। তোরা কোন চারানার চোদন চমচম?
    বাজার ফুটে গেলে কে তোরা? যে মানুষ নির্বাচিত করে তাদের কত পার্সেন্ট তোরা রে ল্যাওড়া?
    তোদের এক পেগ মদের দামে যে ভারতীয় মানুষগুলোর এক সপ্তাহের খাবার হয়, তোদের এক পিস কন্ডোমের দাম যাদের লাঞ্চের খরচ, তাদের নির্বাচিত সরকার এটা। শুনে রাখ বাজারী হারামীর দল।
    এই আইন বিরোধী সব নেতাকে জেলে পাঠিয়ে শীর্ষ আদালতের শীর্ষে পোষ্য বসিয়ে তারপর সংবিধান বিকৃত করে "সেকুলারি" ঢোকানোর মত ব্যাপার না। বরং সম্পূর্ণ গণতান্ত্রিক নিয়ম মেনে সংসদের দুই কক্ষে সমর্থন নিয়ে পাশ করানো একটি আইন।
    তোদের মত চারানা আটানার বাজারিদের ফেসবুক লেকচারে তার কিস্যু হবে না। কাগজ তোদের বাপ দেখাবে। সময় আসুক। বাজার ঘুরুক।
    অনুপ্রবেশকারীরা এদেশে ওয়েলকাম নয়।
    দেশটা আমাদের ঘর, ধর্মশালা নয়।
    যারা দুখানা দেশ কেড়ে নিয়ে অন্যদের স্রেফ নেই করে দিয়েছে সেখানে, তাদের দালালদের প্রতি থাকবে ঘৃণা।
    #ProNPR
    #ProNRC
    #NoCAA
  • ন্যায্য কথা | 106.193.131.45 | ১৮ জানুয়ারি ২০২০ ২৩:১৫364755
  • শোননা উদগান্ডুদের দল, 'কাগজ দেখাবো না'র কাগজটা শুধু নিজের পরিচয়পত্র নয়। 'কাগজ দেখাবো না' টা বহুদিনের জমে থাকা সেই চিৎকার যে তুই আর তোর বাবাদের কেউ এই দেশের মালিকানা দেয়নি যে সারাজীবন ধরে আমাকে লাইনে দাঁড় করাবি। আমার ভালোবাসা নেই, কবিতা নেই, স্বপ্ন নেই, সমুদ্র নেই শুধু তোর মেপে দেওয়া দাঁড়িপাল্লা আছে যেখানে প্রতিটাদিন নিজেকে বসিয়ে প্রমাণ করতে হবে আমি এই দেশকে ভালোবাসি, আমি তার সর্বংসহা সুশীল নাগরিক -- আমার চিৎকারটা তোর এই চারানার চুক্তিপত্রের বিরুদ্ধে।
    আমার চিৎকারটা তোর এই অসহ্য, উচ্চকিত, বিষাক্ত ভালোবাসার ধারণার বিরুদ্ধে। আমার মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, তার পাহাড় মাটি জঙ্গলকে ভালোবাসাটা কোনওদিন ক্যামেরা উঁচিয়ে টি আর পি বাড়ানোর জন্য ছিল না, আজও নেই। তোকে হঠাৎ করে কে যে দেশের বড়বাবু করল তা জানা নেই, তবে তুই এসে আমার কলার ধরে, ক্যামেরা চমকিয়ে, মুখের ওপর হ্যালোজেন মেরে চিৎকার শুরু করলি "দেশকে ভালোবেসে দেখা, নাহলে পাকিস্তান যা"!! নধর চাড্ডিছানা আমার! আরেকবার শুনে রাখ, ভোটে জিতে সংসদে বসেছিস মানে আসমুদ্রহিমাচল এই দেশটা তোর আর তোর বাবার আর তার চামচা অর্ণব গোস্বামীর হয়ে যায়নি। তোরা চাকরি করিস, দেশ চালানোর চাকরি। আমি তোকে ট্যাক্স দিই, তুই আমার বাথরুমে জল, রাস্তায় মোরাম আর হাসপাতালে ওষুধ জোগান দেওয়ার কাজ করিস। ব্যাস, এবং ব্যাসার্ধ। এর বাইরে আমি কী খাবো, কী পরবো, কোন ভাষায় দেশকে ভালোবাসব, আর খোলা আকাশের নীচে শুয়ে কার গান গেয়ে উঠব সেটা তোর এক্তিয়ারের মধ্যে পড়ে না। আমার 'কাগজ দেখাবো না'টা হল 'তোর শর্তানুযায়ী আমি ভালোবেসে আর বেঁচে দেখাবো না'র চিৎকার।
    জাতীয় পতাকাটায় শুধু তোর মনোপলি নেই বে। নিজের পার্টি অফিস থেকে বেরিয়ে এদেশের মাঝে এসে দাঁড়ালে দেখতিস সিন্ধুর তীর থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত বিস্তৃত টাইমলাইনটায় কত কত মানুষের লড়াই আর রক্ত আর গান আর সাহস মিশে আছে এদেশকে প্রতিটি অর্থেই 'স্বাধীন' করার জন্য। আগে তোর নাগপুরের বাবাদের জিজ্ঞেস করিস তারা কেন এই সেদিন পর্যন্ত এদেশের জাতীয় পতাকাকে অস্বীকার করত? আমার 'কাগজ দেখাবো না' টা তোর আর তোর বাবাদের এই সুবিশাল ভূখন্ডকে একমাত্রিক গেরুয়া পতাকায় মুড়ে দেওয়ার বিরুদ্ধে পাল্টা তর্জনী, তোর বিষাক্ত আর হিংস্র হাত থেকে আমার জাতীয় পতাকাকে ছিনিয়ে আনার পাল্টা সাহস।
    আগে তোর প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার কাগজ দেখাস। সংসদভবন জুড়ে তোর অযোগ্য বাবাদের রাজনীতিক হিসেবে নিজের যোগ্যতার কাগজ দেখাস। আগে এদেশের বেকারত্বের ডেটা আর কর্মসংস্থান নিয়ে সরকারি উদ্যোগের কাগজ দেখাস। আগে তুই কাগজ দেখাস জিডিপির কোন নির্লজ্জ শতাংশ স্বাস্থ্যে আর শিক্ষায় খরচ করিস। আগে এদেশকে পাঁচ ট্রিলিয়ন ডলারের ইকোনমি কীভাবে করবি তার কাগজ দেখাস। যে দলের থেকে সবচেয়ে বেশি এমপি আর এমএলএ গিয়ে দিল্লি আলো করে বসে আছে যাদের মাথায় নারীদের বিরুদ্ধে অপরাধের দায়, আগে তারা 'বেটি বাঁচাও বেটি পড়াও' এর হিপোক্রিসি ছেড়ে কাগজ দেখাক তারা এদেশকে কীভাবে আমার প্রেমিকার জন্য সুরক্ষিত করছে।
    তারপরেও, তার পরেও এদেশের মানুষের কাছে কাগজ চাওয়ার দুঃসাহস দেখালে বলব, তুই কোন দিল্লির দিলুয়া বে? ফোট তো...
  • ন্যায্য কথা | 106.193.131.45 | ১৮ জানুয়ারি ২০২০ ২৩:২১364756
  • FB | 162.158.167.11 | ১৮ জানুয়ারি ২০২০ ২৩:৫৩364757
  • বাড়ির প্রতি পুরুষমানুষকে দৈনিক হাজার টাকা অনুদান! কাজ ? পাথর ছোঁড়া !

    মহিলাদের গড়ে সাতশো টাকা অনুদান! কাজ ? শাহীনবাগ আন্দোলনে হাজিরা !

    বাচ্চাদের দৈনিক আড়াইশো টাকা গ্রান্ট ? আহা , প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াতে হবে তো ?

    হিসেব অনুযায়ী - এক মরদ উইথ মিনিমাম ওয়ান বিবি অ্যান্ড ওয়ান চাইল্ড ইজ আর্নিং টু থাউজ্যান্ড পার ডে |

    এরপর'ও বলবেন মোদীজির জমানায় কর্মসংস্থানের অভাব ? সবকা সাথ সবকা বিকাশ বোধহয় একেই বলে !
  • রঞ্জন | 162.158.158.8 | ১৯ জানুয়ারি ২০২০ ০০:১৯364758
  • "তুম কৌন হো বে"?     

                                               পুনীত শর্মা

    হিন্দুস্থান সে মেরা সীধা রিস্তা হ্যায়,

     তুম কৌন হো বে? তুমে কিউঁ বাতাউঁ ওয়হ কিতনা গহরা হ্যায়?

    তুম কৌন হো বে?

    তুম চীখো, তুমহি চিল্লাও,

     কাগজ লা লা কর বাতলাও

    পর মেরে কান না খাও তুম!

    বে-মতলব না গুররাও তুম!

     ইয়ে মেরে দেশ হ্যায়, ম্যায় ইসে চুপচাপ মুহব্বত করতা হুঁ।

    অপনেহী জহালত সে ইসে হররোজ হিফাজত করতা হুঁ।

    তুম পহলা জাহিল নহীঁ হো জো কহতে   চীখকে প্যার করো,

    ইতনা হী গুসসা হ্যায় তো জাও অপনে চাকুপে ধার করো।

    তো লেকর আও ঘোপ দো চাকু মেরে অপনী পসলী মে,

    গর ইসসে সিদ্ধ হো জাতে কি অসলী তুম অউর নকলী ম্যায় ।

    পুনীত শর্মার যে কবিতাটি দিল্লি, মুম্বাই, লুরু, লক্ষ্ণৌ ভোপালে জনসমাবেশে ঝড় তুলেছে তার প্রথম দুটি স্ট্যাঞ্জা এবং বাঙলায় আমার অক্ষম ভাবানুবাদঃ

    এ’মাটির সাথে ভাব- — নেই কোন রাখঢাক,

    তুই কে রে ব্যাটা?  হিসেব দেখাব? চুপচাপ চেপে  থাক।

    চেঁচিয়ে চেঁচিয়ে গলাটি ফাটাও, চোথা বের করে হাওয়ায় দোলাও,

    দোহাই কানের পোকা যে নড়ছে, থাক, গজরাতে থাক।

    তুমি কে হে চাঁদু?

    এ আমার দেশ, গোপনে গোপনে একে আমি ভালবাসি,

    এর পাহারায় জাগি প্রতিপল, এর সাথে কাঁদি হাসি।

    ‘শীৎকার আর চিৎকার দিয়ে ভালবাসা যায় চেনা?

    তুমি নও সেই প্রথম  ছ্যাঁচড়,

    এত রাগ? তবে নিয়ে এস ছুরি, দিয়ে যাও তাতে শান,

    আমার পাঁজরে বিদ্ধ করেই তুমি হবে ভগবান!

    এ’মাটির সাথে ভাব- ভালবাসা— নেই কোন রাখঢাক,

    তুই কে রে ব্যাটা?  হিসেব দেখাব? চুপচাপ চেপে  থাক।

    তুমি কে হে চাঁদু?

  • র২হ | 108.162.238.22 | ১৯ জানুয়ারি ২০২০ ০০:৪৫364759
  • রঞ্জনদার অনুবাদ ভালো লাগলো।
    দুটো জিনিস - চুপচাপের অনুবাদ গোপনে না করে চুপচাপ রেখে দিলে ভালো, আর শীৎকার শব্দটাও যাচ্ছে না, মনে হয়।

  • FB | 162.158.167.143 | ১৯ জানুয়ারি ২০২০ ০০:৫৮364760
  • হা হা
    যাদের হাতে দু মাস আগেও ভারতের পতাকার চেয়ে দলীয় কিংবা ধর্মীয় পতাকার কদর ছিল , তাদের হাতে আজ তিরঙ্গা পতাকা ! যাদের পনেরো দিন আগেও জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ানোর ব্যপারে আপত্তি ছিল , আজ তাদের গলায় তারস্বরে জাতীয় সঙ্গীতের সুর !

    হে নরেন্দ্র মোদী , আর কি কি লীলা দেখাবেন ? চর্মচক্ষে আর কি কি দেখে যেতে পারব ?
  • রঞ্জন | 162.158.155.163 | ১৯ জানুয়ারি ২০২০ ২৩:০৮729458
  • হুতোর দুটো বক্তব্যই যথাযথ এবং স্বীকার্য।

  • Anamitra Roy | ২০ জানুয়ারি ২০২০ ০১:৩৩729459
  • কিসের কাগজ কিসের বেড়া
    ব‍্যানার মিছিল শ্লোগান হোক
    চাড্ডিগুলোর বুদ্ধি নেড়া
    মগজবিহীন আজব লোক
    মুজরো নাচে রামের নামে
    বুকের ভেতর সাভারকার
    উঠলে স্লোগান গাঁড় ফেটে যায়
    চৌকিদারের! আবার কার?

    বুদ্ধি বা বোধ থাকলে লোকের
    পাছায় ওদের ফোস্কা হয়
    হতেই পারে! সবাই জানে,
    চাড্ডি তো আর মানুষ নয়!
  • র২হ | 162.158.187.92 | ২০ জানুয়ারি ২০২০ ১০:৪২729462
  • আরে চমৎকার।

    চাড্ডিগুলোর বুদ্ধি নেড়া- এর বদলে চাড্ডিগুলি পালের ভেড়া বললে কেমন হয়?

    চাড্ডিগুলির গড্ডলিকা মনে হচ্ছিল কিন্তু শব্দটা ঠিক যাচ্ছে না।
  • Anamitra Roy | ২০ জানুয়ারি ২০২০ ১৫:১৫729464
  • ভেড়া বলে দিলে আর লোক বলা যেত না। তাই বলিনি। আর তাছাড়া ভেড়া উপকারী। চাড্ডিদের কোনও উপকারিতার কথা আমার জানা নেই।
  • r2h | 108.162.238.118 | ২০ জানুয়ারি ২০২০ ১৯:১৭729466
  • তাও ঠিক।
  • ধান | 172.69.34.167 | ২১ জানুয়ারি ২০২০ ১০:০৫729478
  • আমাদের নাকি ট্যাঁকে ভরা জমিদারি
    খাল বিল হাওর কালোজিরা ধানের ওপর মেঘনা বাতাস
    আমাদের নাকি পিঠে তারকাঁটার দাগ, হেরো পাঁশ ছাই রিফ্যুজি বালাই
    আমাদের হাতে নাকি ঘিয়ের গন্ধ সেই রাওলাটি জমানার স্বপ্নাদ্য মিথ্যে পোলাও।

    আমাদের কথা নাকি পাখিদের মত, রং জলপাই
    আমাদের শষ্য বুঝি জলেও রূপোলি, ফলে
    জোৎস্নায় পদ ফলে ভ্রষ্ট কবিরও মনে
    কি বসন্তে কি শরদে।

    আমাদের খর্ব মলিন দেহ ঘৃত মসল্লার হায়, সমূহ অভাব
    বুকে নাকি এখনো মত্ত আশা
    অবিমৃশ্য সাহসে তবুও
    আমাদের স্বপ্নাদ্য জেদে বাস্তব সাহসে গেছে
    উথাল পাথাল হয়ে শতকে দশকে শোষকের
    সূর্য অস্ত গেছে, রক্ত লাল সূর্য উঠেছে দিগন্তে।

    আমাদের কথা নাকি পাখিদের স্বপ্নাদ্য মিথ্যে নাকি পেট ভরে খাওয়া, নাকি পিঠে দাগ ধর্মের তারকাঁটা, ভাতে মেরে খাটে করে রেখেছ এ দেহ-

    তবু যুগে যুগে জ্বলেছে আগুন এই মনে রেখো বাংলার মাট—

    কাগজ চাইতে এসে দেখো
    কত ধানে লেখা আছে আমাদের রক্তের ঋণ,
    কত গান এখনো শোনায় এই সুজলা সুফলা ভেজা লিলুয়া বাতাস।

    কাগজ চাইবে সে কি এত সোজা? কাগজের গল্প থাকুক।

    অনেক দিয়েছি দাম নিকানো উঠোন, রেলওয়ে প্ল্যাটফর্ম, ফ্যান দাও, অশ্রু রক্ত আর স্বপ্নাদ্য যা কিছু ফসল।

    তবে কাগজের ধার তো ধারি না।
  • FB | 162.158.166.58 | ২১ জানুয়ারি ২০২০ ১৬:৩৫729483
  • রঞ্জন | 162.158.159.51 | ২৪ জানুয়ারি ২০২০ ২২:৩৯729495
  • প্রতিবাদী কবিতাগুচ্ছ

    [ প্রতিটি জন-আন্দোলন (বঙ্গভঙ্গ, কুইট ইন্ডিয়া, তেভাগা আদি ) নতুন কবিতা নতুন গানের জন্ম দিয়েছে । উঠে এসেছেন নতুন গায়ক, নতুন কবি। 'শরফরোসী কী তমন্না' শোনার আগে কে জানত যে রামপ্রসাদ বিস্মিল ফাঁসিতে ঝোলার আগে এমন গান লিখেছেন! 

    শাহীন বাগও ব্যতিক্রম  নয় । আমি এখানে হিন্দিবলয়ে জমায়েতে পাঠ কিছু নতুন কবিতা ও গানের সঙ্গে বাঙালী পাঠকের পরিচয় করিয়ে দিতে চাইছি, অপটু অনুবাদে। বরুণ গ্রোভারকে আমরা জানতাম 'মশান', 'সেক্রেড গেমস'  এর স্ক্রিপ্ট রাইটার ও জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে। তিনি  প্রতিবাদকে কবিতায় বাঁধতে পারেন !]

    শাহীন বাগ            

                             নিবেদিতা

    বসন্ত এল। উদ্যান থেকে বেরিয়ে এল মেয়ের দল।

    শাহীন বাগের মেয়ের দল

    পলাশের মত জ্বলে ওঠা মেয়ের দল

    চোখ থেকে ছিটকে বেরোয় ফুলকি

    হাওয়ায় উড়ে বেড়ায় রঙ

    যেন রক্ত ঝরছে ফোঁটা ফোঁটা

     রক্ত মিশে যাচ্ছে নানান রঙে

    নীল, লাল, শ্বেত , সবুজ

    অমলতাসের ঝুমর

    থোকা থোকা গুলমোহর

    আর শিমূলফুলের মত মেয়ের দল

    জাগে রাতের পর রাত

    লেখে পোস্টার

     আঁকে দেশের মানচিত্র

    আর বুকে জড়িয়ে ঘুরে বেড়ায়,

    গেয়ে ওঠে ফয়েজের লেখা গীতিকবিতা

    ‘ যখন পেঁজা তুলোর মত উড়ে যাবে নিপীড়নের যন্ত্রণা’

    ‘জুল্ম-ও-সিতম’।

    ওদের চোখে আগুন

    মেয়ের সাথে মায়েরা

    মায়ের গলার স্লোগানে বাতাস কেঁপে কেঁপে ওঠে।

    ওদের আছে আগুনে পোড় খাওয়া স্বপ্নের ঝুলি।

    ওইসব স্বপ্নেরা

    আমাদের নিয়ে যায় বাঁচার রাজপথে।

    স্বপ্ন গায়ে মেখে মেয়ের দল

    গাইছে গান, করছে লড়াই

     সাহসী মেয়ের দল

    ছুঁড়ে দিচ্ছে চ্যালেঞ্জ

    স্বেচ্ছাচারী শাসকের সামনে।

    লড়ো মেয়েরা

    তোমরাই আজ দেশ

    তোমাদের পেয়েছি ,

    আমরাও এবার লড়ব আমাদের ঘা খাওয়া স্বপ্নের জন্যে ।

    তোমরা আছ,

    তাই অবিরাম রক্তের ধারা বদলে যাবে ভালবাসার প্লাবনে।।

       এই দুনিয়ার যত শিশুর দল

                                  অদনান কফীল দরবেশ

    ওরা একজুট হবে একদিন

    দেখে নিও!

    ওরা তোমার  ট্যাঙ্কগুলোতে বালু ভরে দেবে

    বন্দুকগুলো পুঁতে দেবে সাত হাত মাটির নীচে

    ওরা একদিন ভালবাসবে তাদের

     তুমি যাদের ঘেন্না করতে করতে শিখিয়েছ

    আর তুমি সেদিন ওদের ঠেকাতে পারবে না

    তুমি দেখবে সেদিন

    যখন ওরা সবকিছু উল্টেপালটে দেবে

    আরও সুন্দর করে গড়বে বলে ।।

    মানুষ হতে গেলে  (অনাম)

     মানুষ হতে চাই

    কী করতে হবে?

    --কিছু না ,

    ব্যস, অল্প একটু ভালবাসতে হবে।

    ভালবাসতে হলে

    কী করতে হবে?

    --কিছু না ,

    ব্যস, অল্প একটু মানুষ হতে হবে।

  • FB | 162.158.165.173 | ২৫ জানুয়ারি ২০২০ ১৮:৩৩729498
  • এক রাজা তার কুকুরটিকে নিয়ে নৌ-বিহারে বেরিয়েছিলেন। নৌকার অন্য যাত্রীদের মধ্যে ছিলেন একজন তান্ত্রিক। কুকুরটি জীবনে কখনো নৌকায় চড়েনি, তাই সে কেবলই ছটফট করছিল। আর তিড়িং বিড়িং করে লাফালাফি করে বাকি যাত্রীদের জীবন অতিষ্ঠ করে তুলছিল।

    কুকুরের লাফালাফি নিয়ে যাত্রীদের আতংক লক্ষ্য করে মাঝিরাও ভয় পেয়ে গেলেন যে এই বুঝি নৌকো ডুবল। কুকুরটা যদি লম্ফঝম্প বন্ধ না করে তাহলে নিজেও ডুববে আর বাকিদেরও ডোবাবে। কিন্তু কুকুরের স্বভাবই যদি অশান্ত হয়, তবে তাকে শান্ত করবে কে? পরিস্থিতি দেখে রাজাও চিন্তায় পড়ে গেলেন, তবে এই অবস্থার কোন সমাধান তাঁরও মাথায় এল না।

    তান্ত্রিকটি দূর থেকে গোটা ব্যাপারটা লক্ষ্য করছিলেন এবং একটা কুকুরকে নিয়ে এতজনের দূরবস্থা দেখে সাহায্য করতে এগিয়ে এলেন। তিনি রাজাকে বললেন- "মহারাজ, যদি আজ্ঞা দেন, এই অস্থির কুকুরটিকে আমি ভিজে বেড়ালের মত শান্ত করে দেব।" রাজাও সঙ্গে সঙ্গে অনুমতি দিয়ে দিলেন।

    এরপরে তান্ত্রিক এবং মাঝিরা মিলে কুকুরটিকে ধরে তুললেন এবং সোজা নদীর জলে ছুঁড়ে ফেলে দিলেন। জলে ভেসে থাকার জন্য কুকুরটি পাগলের মতন হাত-পা নেড়ে সাঁতার কাটতে লাগল। সত্যিকারের মৃত্যুর মুখোমুখি হয়ে বাঁচার জন্য আপ্রাণ সংগ্রাম করতে হচ্ছিল তাকে।

    এভাবে কিছুক্ষন চলার পর তান্ত্রিক আবার কুকুরটিকে জল থেকে টেনে তুলে নৌকোর উপর বসিয়ে দিলেন। কুকুরটি গা থেকে জল ঝেড়ে চুপচাপ এক কোনায় গিয়ে বসে রইল। নৌকোর দুলুনি, যাত্রীদের কোলাহল, কোন কিছুতেই আর কুকুরটির মধ্যে কোন রকম ছটফটানি দেখা গেল না। যাত্রীরা অবাক, মাঝি অবাক, এমনকি রাজা নিজেও অবাক।

    রাজা তখন তান্ত্রিককে প্রশ্ন করলেন- "মাত্র কয়েক মুহূর্তের মধ্যে কুকুরের স্বভাবে আমূল পরিবর্তন! এটা কিভাবে সম্ভব?"

    তান্ত্রিক জানালেন- "প্রতিটি প্রাণীই একরকম। যতক্ষণ না কেউ নিজে বিপদে পড়ছে, ততক্ষণ সে বিপদের গুরুত্বটা বোঝে না। যেই আমি কুকুরটাকে জলে ফেলে দিলাম, অমনি সে উপলব্ধি করল আসল বিপদ জলে আর নৌকোটা হল বাঁচার উপায়।"

    ওই কুকুরটার মতই যারা ভারতে থেকেও ভারতবর্ষের থেকে "আজাদী" চাইছে; তাদেরকে ঠিক ৬ মাসের জন্য সিরিয়া, ইরাক, আফগানিস্তান বা সোমালিয়াতে ছেড়ে আসা উচিত। তারপরে যখন তাদেরকে ভারতে ফিরিয়ে আনা হবে, তারাও দিব্যি ভিজে বিড়ালটি হয়ে শান্তশিষ্ট রূপ নেবে।

    ভারতকে গালি দেওয়া সমস্ত দেশদ্রোহী-দের উদ্দেশ্যে লিখিত।

    *জয় মা ভারতী*
  • রঞ্জন | 162.158.158.224 | ২৫ জানুয়ারি ২০২০ ২০:০১729500
  • ভারতে থেকে কেউ ভারতের থেকে আজাদী চাইছে? 

     আমি তো শুনলাম-- ভুখমরী সে আজাদী, গরীবি সে আজাদী,  সাম্প্রদায়িকতা সে আজাদী, গুণ্ডাগর্দী সে আজাদী, অশিক্ষা সে আজাদী, ফ্যাসিবাদ সে আজাদী, আজাদী ভাই আজাদী।

      গানটা ১৯৯০ সালে প্রথম লিখেছিলেন গণনাট্য সংঘ , লক্ষ্ণৌয়ের গীতকার রবি। সেটি ভাইচারা- সদ্ভাবের মিছিলে মঞ্চে এবং পদযাত্রায় গাওয়া হয়েছিল। তাতে পা মিলিয়ে ছিলেন বিখ্যাত অভিনেতা এ কে হাঙ্গল এবং বিখ্যাত শায়র কৈফি আজমী।

     যদি  জিটিভির গপ্পো , যেমন নতুন ২০০০ টাকার চিপস থাকবে , স্যটেলাইট দিয়ে নকল ধরা পড়বে জাতীয় গাল-গল্পে মজে থাকতে চান, তাহলে কোন কথা নেই । আর যদি সত্যিটা জানতে চান তবে দুইখান কথা আছে।

     চাইলে ইউটিউবে দেখে নিতে পারেন। নইলে হোয়াটস অ্যাপে লিং ফরওয়ার্ড করতে পারি। 

  • দোবরু পান্না | 172.68.144.144 | ২৫ জানুয়ারি ২০২০ ২৩:৩৮729502
  • আরে এদের যদি আজাদী স্লোগানের মানে বোঝার ক্ষমতাই থাকবে তাহলে চাড্ডি হবে কেন? 

  • Du | 172.69.68.134 | ২৬ জানুয়ারি ২০২০ ০০:২৯729503
  • মোদী বাবা বলে দিয়েছে চৌকিদারই ঘরের মালিক চুপ করে বসে থাকি নয় লাঠি দিয়ে মারবে।
  • a | 162.158.118.77 | ২৬ জানুয়ারি ২০২০ ০০:৫৮729504
  • আরে ভাইয়া ভারত সে আজাদি নেহি ভারত মে আজাদি চাহিয়ে
  • Nahar Trina | ২৬ জানুয়ারি ২০২০ ০৬:৫৮729506
  • দারুণ! এ সময়ের চালচিত্র।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন