এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • হ্যাপি সরকার | 182.58.217.193 | ২৫ জুন ২০১৭ ১১:৪২366248
  • আজকে রথযাত্রা, কালকে খুশীর ঈদ। দুই উৎসবের জন্যেই সকলকে শুভেচ্ছা জানাই। উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মধ্যে।

    আমি শুধু ভেবে চলেছি জুনেইদ বলে কিশোরটির কথা। তারও কালকে সবার সঙ্গে ঈদে শামিল হওয়ার কথা ছিল। হ্যা ছিল। কারণ তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে নৃশংসভাবে এবং আরও নৃশংস অজুহাতে। ট্রেনের মধ্যে অসংখ্য মানুষের সামনে তাকে পিটিয়ে ছুরি মেরে ক্ষতবিক্ষত করে খুন করার একমাত্র অজুহাত সে গরুখেকো তাই তার ভারতবর্ষের 'গেরুয়াভূমি'তে বেঁচে থাকার অধিকার নেই। সবাই একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। কতটা বিদ্বেষ অনেকদিন ধরে পুষে রাখলে এর তুচ্ছ কারণে এত নৃশংস হওয়া যায়। কতটা বিভেদ থাকলে ওই ট্রেনের অসংখ্য মানুষ চোখের সামনে এরকম নৃশংসতা ঘটতে দেয়! সম্ভবত আখলাক থেকে শুরু আর তার পর থেকে স্রেফ খাদ্যাভ্যাসের কারনে গণপিটুনি বা প্রকাশ্যে নৃশংস হত্যা প্রায় স্বাভাবিক হয়ে গেছে। জুনাইদ তার লেটেস্ট শিকার। কাল হয়তো কোনও আহমেদ মরবে বা কোন হাসান মরবে বা কোন রহমান মরবে। কিন্তু তাও এই দেশে যে অসহিষ্ণুতার চর্চা সহনশীলতা অতিক্রম করছে সেই বোধটুকু অনেকেরই আসেনি অথবা অনকেই অন্ধের ভান করছেন। বিজেপি আর আরএসএস একটা ব্যাপার খুব সফল ভাবে করে যাচ্ছে সেটা হল ক্রমাগত মিথ্যা আর উস্কানিমূলক প্রচারের মাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে ভয়ংকর বিদ্বেষ আর মুসলমানদের নিয়ে গভীর ভয় ঢুকিয়ে দিতে পেরেছে একটা বড় অংশের হিন্দুদের মধ্যে। অনেককেই তারা এটা বোঝাতে পেরেছে যে মুসলমান মানেই কম বেশী জঙ্গী যাদের বিশ্বাস করা যায়না আর মুসলমানদের একমাত্র ঈমানী লক্ষ্যই হল শরিয়া চালু করা। এমনকি এটাও প্রচার হচ্ছে যে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে আর সেটা বিশ্বাস করছে শিক্ষিত যুবসমাজের একাংশও। এই ভয় থেকে বিদ্বেষ আরও বিষাক্ত হচ্ছে, অবিশ্বাস আরও দৃঢ় হচ্ছে। যার ফলে জুনেইদের মত হত্যার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

    এই ভয়ংকর ক্রমাবনতির পরিবেশ এর বিরুদ্ধে শুভবুদ্ধিসম্পন্ন মানুষের ঐক্যবদ্ধ হওয়ার ভীষণ প্রয়োজন। আর তার দায়িত্ব এদেশের হিন্দু মুসলমান দুজনেরই। কুশিক্ষিত তথাগত রায় যা গৃহযুদ্ধের কথা বলেছেন সেটাই আরএসএস এর গোপন এজেন্ডা। সেটা প্রতিহত না করতে পারলে কিন্তু সকলেরই সমূহ ক্ষতি। নগর পুড়লে দেবালয় রক্ষা পায়না কিন্তু। প্রতিবাদ শুরু হোক সর্বত্র।

    আরও দায়িত্ববান নাগরিক হয়ে উঠি সবাই। মুসলমানরা আরএসএস এর ফাঁদে পা দিয়ে ক্রোধ না জমিয়ে বিভাজন দূর করাতে আরও সক্রিয় হন। বৃহত্তর সমাজের প্রতি ভুল বার্তা যায় এরকম কোন কার্যকলাপ যাতে মুসলমান সমাজের থেকে না ঘটে সেই ব্যাপারে আরও সতর্ক আর যত্নবান হোন। হিন্দুরা এগিয়ে আসুন মুসলমান সমাজকে আরেকটু কাছে থেকে জানতে, বুঝতে। এখন থেকেই।

    আজ আর কালকের উৎসবে আনন্দ করার সময় সকলের দৃষ্টি আকর্ষণের সুযোগ না হারানোই বৃহত্তর স্বার্থে কাজে দেবে। এই ঈদে কালো ব্যাজ পরে নামাজ পড়ুন সব মুসুল্লিরা। রথের দড়ি টানার সময়ও হাতে থাক কালো ব্যাজ। অন্ধকারের ভ্রুকুটির বিরুদ্ধে কালো রঙ দিয়েই প্রতিবাদ শুরু হোক।

    #অসহিষ্ণুতানিপাতযাক
  • b | 135.20.82.164 | ২৭ জুন ২০১৭ ০৯:২৫366259
  • কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বলতে একমাত্র প্রতিবাদ এসেছে সিপিএম-এর থেকে। যদি টোকেনিজম হয়, তাহলেও এসেছে। বাকিরা, মঙ্কি-বাত এ মুগ্ধ বোধ হয়।
  • Ranodip | 131.242.128.86 | ২৭ জুন ২০১৭ ১১:৩৬366281
  • আমার মনে হয় সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমাদের সবাইকে সত্যিকারের সেকুলার হয়ে ওঠাটা। এটা তো অস্বিকার করার কোনো উপায় নেই জে আজ বহু হিন্দু মানুষরাই নিরপত্তাহিনতার আশঙ্কাতে ভুগছে আর সেটাই তাদের RSS ব এইসব দলের দিকে ঠেলে দিচ্ছে।
    মুসলমান সমাজকেও তাদের ধর্মীয় গোঁড়ামি থেকে বেরিয়ে আসতেই হবে। গড়পরতা বাঙালী হিন্দু দের মধ্যে এই ইদ বা রমজান এসব নিয়ে ছুতমার্গ নেই - বরং তার দিব্বি ইদের শুভেচ্ছা জানায় আবর হালিম কেনার জন্যে লাইন ও দেয়।
    কিন্তু আজকাল মুসলমান সমাজের মধ্যে এই প্রবনতা টা বেশ বাড়ছে যেখানে তারা হিন্দু বা অন্য ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহন করাটা হারাম ভাবে। তাদের নিজেদের কে সংকীর্নতা থেকে বেরিয়ে না এলে সুধুই অপরকে কে দোষ দিয়ে কি কোনো লাভ আছে ?

    পাই জে লিংকটা পাঠিয়েছেন - তাতে লেখা আছে ভারতবর্ষে মুসলমানদের উপর অত্যাচার নিয়ে এই মিছিল কালকে। আমার প্রশ্ন কেনো বরং যদি ধর্মীয় সংকীর্নতার বিরুদ্ধে বলা হত তাহলে বোধহয় আরও বেশি মানুষের কাছে গ্রহনযোগ্য হত। অন্তত এই প্রশ্নটা উঠত না যে - কাশ্মিরি পন্ডিত রা কি দোষ করলো বা মুর্শিদাবাদ বা মালদার বহু অঞ্চলের হিন্দু রা যাদের দুর্গাপুজা করতে বাঁধা দেওয়া হয়েছে তারাই বা কি দোষ করল।

    তাই এই লড়াই সমস্ত রকম ধর্মীয় অন্ধতার বিরুদ্ধে হয় উচিত - সে হিন্দু দ্বারা মুসলিম বা মুসলিম দ্বারা হিন্দু বা সুন্নী দ্বারা শিয়া দের উপর
  • b | 135.20.82.164 | ২৭ জুন ২০১৭ ১৪:০৯366292
  • "কিন্তু আজকাল মুসলমান সমাজের মধ্যে এই প্রবনতা টা বেশ বাড়ছে যেখানে তারা হিন্দু বা অন্য ধর্মের অনুষ্ঠানে অংশগ্রহন করাটা হারাম ভাবে।"
    অঃ। এটা দিয়ে ঐ যে শালা বিফ খায়/ঘরে বিফ আছে/শালা পাকিস্তানের দালাল বলে খুন করাটা জাস্টিফাই করা যায় বুঝি?

    ফেজ টুপি/দাড়িওয়ালা মুসলমান জগন্নাথ্দেবের রথযাত্রায় অংশগ্রহণ/ঢুকতে পারবে তো? কোনো মন্দিরের গর্ভগৃহে অবাধে ঢুকতে পারবে তো? ক্যাল না খেয়ে?

    পাই। কলকাতায় বসে প্রতিবাদ করা ঠিক আছে। কিন্তু গ্রাউন্ড জিরোতে যাবার সৎসাহস শুধু বৃন্দা দেখিয়েছেন, অবশ্য আমার পাওয়া খবর অনুযায়ী। হতে পারে অরো অনেকেই গেছেন।
  • Ranodip | 131.242.128.86 | ২৭ জুন ২০১৭ ১৪:২৩366302
  • বি , আমার লেখার কোন জায়্গাটাতে আপনার মনে হল যে আমি নিজে বিফ খাওয়ার বিরোধী বা আমি বীফ বা পর্ক কোনোটাই খাইনা ? আপনার এটাই বা মনে হোল কেন যে আমি একজন নরপশু যে নিরপরধ মাঅনুশকে হত্য সমর্থন করি ? আমি যদি এবার পাল্টা প্রশ্ন তুলি আপনি মসজিদে কপালে রসতিলক দিয়ে ঢুকতে পারবেন ? আপনি কি জানেন মক্কা তে অমুসলমানেরা ধুকতে পারেনা আর ধরা পড়লে একমাত্র শাস্তি পাথর ছুড়ে হত্যা ?

    ধর্মন্ধ্যতা বলি সবাই হয় - কে মুসলিম , হিন্দু বা খ্রিস্টান।

    পুনশ্চ : আপনার লেখা শেষ লাইনটা পড়ে কিন্তু আমার মনে হোল আপনি মাকু দের চেলা , মানে সিপিএমের ___ :) আপনার আর মোদি র আইটি সেলের পাবলিকদের মধ্যে কোনো পার্থ্ক্য নেই - দুটো ই অন্ধ।
  • b | 135.20.82.164 | ২৭ জুন ২০১৭ ১৫:০০366303
  • ১। আমার পোস্টে কোথায় বিফ পর্কের কথা ছিলো? আপনি বিফ/ পর্ক/আলুপোস্তো/মহামাংস (আমার নয়) খান না, তাতে কোনো প্রব্লেম নেই। এ কি অপ্রাসংগিক নয়?

    ২। কথা হচ্ছিলো মুসলমানেরা কেন হিন্দুর উৎসবে অংশগ্রহণ করে না। তাই তো? তার কাউন্টার এক্জাম্পল হিসেবে ঐ কথা বলতে হল।

    ৩। ঘটনাটা ঘটেছে একজন, বা একাধিক মুসলমানকে ঐ ভাবে/ ঐ যুক্তি দিয়ে মারা হয়েছে। আপনি তার বদলে বললেন (কিন্তু এরকম তো হবেই) কারণ হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে ইত্যাদি ইত্যাদি।

    ৪। বৃন্দা প্লেসহোল্ডার মাত্র, ওখানে রণদীপ গিয়ে প্রতিবাদ করলে আমি তাঁকে বঙ্গবিভূষণ দেওয়ার দাবী করতাম। (এই মরেছে, আমাকে আবার মূলো বলবেন না)।

    ৫। সব ধর্মান্ধতার প্রতিবাদ করতে হবে। একমত। কিন্তু সব প্রতিবাদ একসাথে হয় না। ধরুন বিদ্যাসাগরকে গিয়ে বললাম, বিধবা বিবাহ নিয়ে ফাটাফাটি করলেন, কিন্তু রেলপথ ও ম্যালেরিয়ার বিপক্ষে তো কিসুই বলেন নি। সবকিছু নিয়ে বলতে গেলে প্রতিবাদ ডাইলিউট হতে হতে হোমিওপ্যাথি হয়ে যায়। ওতে আবার আমার বিশ্বাস নেই তেমন।

    ৬। আপনি বড্ড খচে আছেন। আসুন একদিন একসাথে খাওয়া দাওয়া করি। আমি আবার লো সোডিয়াম নুন খাই।
  • সিকি | 158.168.96.23 | ২৭ জুন ২০১৭ ১৫:৪৩366304
  • রণদীপের লেখা, যাকে বলে, একদেশদর্শিতায় দুষ্ট। লাইন বাই লাইন তুলে দেখিয়ে দেওয়া যায়। ইনি যথারীতি "গড়পড়তা বাঙালি হিন্দু সমাজ"-এর বিপরীতে "মুসলমান সমাজ" নামক একটা কাল্পনিক হোমোজিনিয়াস এনটিটিকে দাঁড় করিয়ে দিয়ে প্রমাণ করে দিলেন মুসলমান সমাজ সংকীর্ণমনা। অন্য ছবিগুলো উনি দেখতে পান না, বা দেখতে চান না।

    আর একটা উপসর্গ উনি একদম ঠিক ধরেছেন যে, "আজ বহু হিন্দু মানুষরাই নিরপত্তাহিনতার আশঙ্কাতে ভুগছে" - কিন্তু রোগটা কী, সেইটা বলতে ভুলে গেছেন। রোগটা আমিও ধরতে পারি নি। এই নিরাপত্তাহীনতার কাল্পনিক ভয়টা আরেসেস বিজেপি সুচারুভাবে "হিন্দু"দের মনে ঢুকিয়ে দিয়ে চলেছে এবং বৃহদাংশে সফলও হয়েছে, সন্দেহ নেই - কিন্তু ভয়টা কীসের জন্য, নিরাপত্তাহীনতা কীসের জন্য - সেইটা আজ পর্যন্ত কেউ খোলসা করে বলতে পারলেন না। প্রশ্নগুলো তাই আবারও ক্লান্তিহীনভাবে করে যেতেই হয়।

    - মুসলমানরা কি হিন্দু দেখলেই কামড়ে দেয়?
    - কনভার্ট করে দেয় ইসলামে?
    - শিখ, বৌদ্ধ, জৈন, ক্রিশ্চানদের দেখলে করে না এইসব, খালি "হিন্দু"দের দেখলেই করে?
    - মুসলমানরা কি ভারতে হিন্দুদের আউটনাম্বার্ড করে দিয়েছে, বা অদূর ভবিষ্যতে করে দিতে চলেছে?
    - সমর্থনে কোনও স্ট্যাটিসটিক্স আছে? নাকি শুধুই আরেসেসের শিখিয়ে দেওয়া ভয়?
    - যদি আউটনাম্বার্ড করেই দেয়, তর্কের খাতিরে ধরে নিলাম, তাতে কী সমস্যা হয়েছে? মানে হিন্দুরা সংখ্যায় কমে গেলে সেটা অশংকার কথা কেন? আদিবাসী এথনিক ট্রাইব, ভারতে বসবাসকারী অন্যান্য ধর্মের সংখ্যালঘুরা যখন সংখ্যালঘু হয়েই থাকেন বা আরও সংখ্যালঘু হয়ে যান, তখনও কি আপনর মনে এই "নিরাপত্তাহিনতা" কাজ করে? নাকি ওটা শুধুই হিন্দুদের জন্য রিজার্ভড?

    সমস্যাটা কী?
  • সিকি | 158.168.96.23 | ২৭ জুন ২০১৭ ১৫:৪৮366305
  • "আপনি কি জানেন মক্কা তে অমুসলমানেরা ধুকতে পারেনা আর ধরা পড়লে একমাত্র শাস্তি পাথর ছুড়ে হত্যা ?"

    আপনি কি জানেন পাকিস্তানে ...?

    আপনি কি জানেন সৌদি আরবে ...?

    জানব না কেন? নিশ্চয়ই জানি। আপনি কি ভারত নামক দেশটাকে পাকিস্তান বা সৌদির সাথে দাঁড়িপাল্লার দুই দিকে বসিয়ে তুলনা করতে চাইছেন? দুটো দেশ কোন অর্থে তুলনীয়, একটু বোঝাবেন?

    আপনি কি জানেন, এ দেশে কিছু নামকরা মন্দিরে (দক্ষিণ ভারতের) মুসলমানদের সাদরে ইফতারের দাওয়াত দেওয়া হচ্ছে? ঈদের খাওয়াদাওয়া স্পনসর করা হচ্ছে?

    আপনি কি জানেন, এই বাংলায় আজও, হ্যাঁ, আজও দুর্গাপুজো কমিটিতে কিছু মুসলমান নাম দিব্যি দেখা যায়?
  • robu | 213.132.214.88 | ২৭ জুন ২০১৭ ১৬:১২366249
  • সে হিন্দু দ্বারা মুসলিম বা মুসলিম দ্বারা হিন্দু বা সুন্নী দ্বারা শিয়া দের উপর বা হুতু দ্বারা টুটসিদের ওপর বা টুটসি দ্বারা হুটুদের ওপর বা নাজি দ্বারা জিউ দের ওপর বা জিউ দ্বারা নাজিদের ওপর বা বেলজিয়ানদের দ্বারা কঙ্গোলিদের ওপর বা কঙ্গোলি দ্বারা বেলজিয়ানদের ওপর ---
  • Ranodip | 131.242.128.86 | ২৭ জুন ২০১৭ ১৬:৪০366250
  • বি , আবার লিখছি আপনার ৩ নম্বর পয়েন্টা তে - আপনার কোথায় মনে হল যে আমি বলেছি নিরীহ মানুষের হত্যা নিয়ে বল্লাম যে এরকম তো হবেই , যারা করেছে তারা বেশ করেছে। সত্যি আপনার হবে দাদা (নাকি দিদি) ।।। চালিয়ে যান :)
  • Ranodip | 131.242.128.86 | ২৭ জুন ২০১৭ ১৬:৫৭366251
  • সিকি , আমি আমার কথা টা খুব পরিস্কার করে বলেছি। যেকোন মানুষের ই ধর্মীয় সংকীর্নতা থেকে বেরিয়ে আসা উচিত। সে যে ধর্মবর্ন ই হোক না কেন। আমার কথা হল অমি যেমন বজরঙ্গী দল র প্রতিবাদ তেমন ই জামাতে ইসলামী র কান্ড কারখানা দেখে চুপ্চাপ থাকব না।

    আর মন্দির দ্বারা ইদের খাবার স্পন্সর বা ইফ্তারের নেমন্তন্ন বলছেন ? সেটাই কি কাম্য নয় ?

    আমি বাঙ্গালী হিসেবে এটুকু ভেবে অন্তত স্বস্তি বোধ করতাম গড়পরতা বাঙ্গালী রা অন্তত ধর্মীয় গোঁড়া নয়। কিন্তু এখন যেমনি দেখছি সেটা সত্যি খুব বেদনার।

    আপনি কি জানেন, এই বাংলায় আজও, হ্যাঁ, আজও দুর্গাপুজো কমিটিতে কিছু মুসলমান নাম দিব্যি দেখা যায়?

    হ্যাঁ আর সেই জন্যেই এখনো আশাটা হারাইনি।
    "ইনি যথারীতি "গড়পড়তা বাঙালি হিন্দু সমাজ"-এর বিপরীতে "মুসলমান সমাজ" নামক একটা কাল্পনিক হোমোজিনিয়াস এনটিটিকে দাঁড় করিয়ে দিয়ে প্রমাণ করে দিলেন মুসলমান সমাজ সংকীর্ণমনা। অন্য ছবিগুলো উনি দেখতে পান না, বা দেখতে চান না। "

    অনেস্টলি আমি বরং অনেককেই জামাতি বা AIMIM র ব্যাপারে পাতি চোখ বন্ধ কোরে থাকতে দেখি। তারা ইচ্ছে করেই এই ছবি গুলো দেখতে পাননা।
  • সিকি | 158.168.96.23 | ২৭ জুন ২০১৭ ১৭:০৮366252
  • আপনি সম্ভবত গোলপোস্টটা ঠিক কোথায় রাখবেন এখনও ভেবে উঠতে পারেন নি।

    আখলাক আর জুনেইদের দুটি নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করে এখানে প্রথম পোস্টটি করা হয়েছে। আশু দৃষ্টিতে সেটাই জরুরি। আরেসেস সারা ভারত জুড়ে যে ধরণের ঘেন্নার চাষ করে যাচ্ছে সংখ্যালঘু আর নিম্নবর্ণের বিরুদ্ধে, তার প্রতিবাদটা খুব উচ্চকিত হওয়াটা ভীষণ জরুরি, এই মুহূর্তে। এখানে ঠিক কী জন্য আপনি জামাতে ইসলামীকে টেনে আনলেন? সম্প্রতি বা সাম্প্রতিক অতীতে জামাতে ইসলামীদের হাতে বা AIMIMএর হাতে কেউ লিঞ্চড হয়ে প্রাণ হারিয়েছেন? কাউকে মার খেতে হয়েছে এদের হাতে?

    ধর্মীয় সংকীর্ণতার বাইরে এসেই প্রতিবাদগুলো করা হয়। কিন্তু এটা করছেন, কই ওটা তো করেন না - এই প্রশ্নগুলো করার মানে হচ্ছে প্রতিবাদের ভয়েসটাকে ডাইলিউট করে দেওয়া। একে বলে হোয়াটঅ্যাবাউটারি।

    সঠিক কোনও উল্টো ঘটনা ঘটে থাকলে জানান, প্রতিবাদযোগ্য মনে করা হলে তারও প্রতিবাদ করা হবে। আমরা না করলে আপনি তো আছেনই, আপনি প্রতিবাদ করবেন। সমস্যাটা কোথায়?

    মুসলমান সমাজকে সংকীর্ণ বলে ব্ল্যাঙ্কেট দাগিয়ে দেওয়াতে আসলে আপনারই মনের সংকীর্ণতা প্রকাশ পায়। মুসলমানদের ঈদেও প্রচুর অমুসলমান অংশগ্রহণ করে, হিন্দুদের উৎসবেও অনেক মুসলমান অংশগ্রহণ করে। আমি দুটোই দেখেছি। আপনি হয় তো একটাও দেখেন নি। তাতে করে আমাদের দেখাটা মিথ্যে হয়ে যায় না।
  • রোবু | 213.132.214.88 | ২৭ জুন ২০১৭ ১৭:১৪366253
  • দুদিন আগে জলের গ্লাস আলাদা রাখতো এখন বাতেলিং চলছে হালিম খাই, লাইনে দাঁড়াই!

    যাই হোক, আমি হিন্দু নামধারী। বলে রাখলাম, কারণ আমার এই পোস্ট দেখে কারুর আবার কখন রাগ হয়ে কাকে খুন করতে ইচ্ছে করবে, কে জানে।
  • Ranodip | 131.242.128.86 | ২৭ জুন ২০১৭ ১৭:২৬366254
  • সিকি , নাহ আপনার কথাগুলো সব এক্চোখো হয়ে যাচ্ছে। আপনি গোলপোস্ট দুরের কথা , মাঠটাও দেখতে পারছেন - তাই মনে হয় লেখা গুলো ঠিকঠাক পড়ে উঠতে পারছেন না। সে যাইহোক সে আপনার মর্জি, আপনি শুধুই আর এস এস র খারাপ দিকটা দেখুন , আমি আপনার কথা অনুযায়ী ধর্মীয় সংকীর্তনার বাইরে এসে প্রতিবাদ গুলো করে যাই।
  • রোবু | 213.132.214.88 | ২৭ জুন ২০১৭ ১৭:৩৭366255
  • ধন্যবাদ রণদীপ। কাল বিকেল পাঁচটায় তাহলে দেখা হচ্ছে। ঢাকুরিয়ায়। দক্ষিণাপণের সামনে।
  • Ranodip | 131.242.128.86 | ২৭ জুন ২০১৭ ১৮:০৬366256
  • রোবু , চাপের ব্যাপার ভাই কালকে বিকেলে ৫ টার সময় ঢাকুরিয়া র সামনে দেখা হয়াটা :(
  • sm | 52.110.162.235 | ২৭ জুন ২০১৭ ১৮:১৩366257
  • বাংলাদেশ তো এক কালে সেকুলার ছিল;তা ওখানে হিন্দু জনসংখ্যা এতো কমে গেলো কিভাবে?এক কালে তো ভারতের অংশই ছিল। আর একটি প্রতিবেশী দেশের কথা ছেড়েই দিলাম। ওখানে তো শিখেদের চরম দুরবস্থা।
    কাশ্মীরে পন্ডিতদের সংখ্যা কমে গেছে।
    আবার গুজরাটে সংখ্যালঘুদের অত্যাচারের ঘটনাও লোকে জানে।
    ভারত কোনো আকাশ থেকে টপকে পড়া দেশ নয়।হ্যা ,একটাই পার্থক্য -এদেশে গণতন্ত্ৰৰ আছে ও বিচার ব্যবস্থাও মোটামুটি ভর্রসা যোগ্য।এই টুকুই।
  • রোবু | 52.110.153.63 | ২৭ জুন ২০১৭ ১৮:৪৮366258
  • সলমন খান আর অমিত শাহকে দেখে আমার বিচারবব্যবস্থার ওপর ভরসা দ্বিগুণ হয়ে গ্যাছে।
  • সিকি | ২৭ জুন ২০১৭ ২০:৫৭366261
  • বাংলাদেশ তো এক কালে সেকুলার ছিল;তা ওখানে হিন্দু জনসংখ্যা এতো কমে গেলো কিভাবে?

    (পূর্ব পাকিস্তানের জন্ম হয়েছিল ধর্মপরিচয়ের ভিত্তিতে। সুতরাং জন্মলগ্ন থেকেই সেখানে মুসলিমদের সংখ্যা বেশি ছিল। পরবর্তীকালে অযোগ্য শাসকদের হাতে পড়ে সে দেশে হিন্দু, বৌদ্ধ এবং আদিবাসীরা বিভিন্ন রকমের অত্যাচারের সম্মুখীন হয়েছে, আজও হচ্ছে।

    যদিও ভারতের ঘটনাপ্রবাহের আলোচনায় হঠাৎ বাংলাদেশের নাম কেন এল, বুঝলাম না। বাংলাদেশের জনগণ সেখানকার রাষ্ট্রীয় অন্যায় অবিচারের বিরুদ্ধে যতটা সরব, আমরা ভারতীয়রা তার ধারেকাছে আসি না। )

    এক কালে তো ভারতের অংশই ছিল।

    (না। কোনওকালেই ভারতের অংশ ছিল না বাংলাদেশ। ভারত নামক দেশটির জন্ম ১৯৪৭ সালে। বাংলাদেশ ১৯৭১ সালে)

    আর একটি প্রতিবেশী দেশের কথা ছেড়েই দিলাম। ওখানে তো শিখেদের চরম দুরবস্থা।

    (আচ্ছা, ছেড়ে দিলাম। যদিও প্রতিবেশি দেশেদের সাথে তুলনা কেন বার বার হচ্ছে বুঝতে পারছি না। এই তুলনাটা করে খুবই আত্মশ্লাঘা হয় সন্দেহ নেই, কিন্তু দিনের শেষে ওটা সেই আপেল আর কমলালেবুর তুলনাই হয়ে দাঁড়ায়)

    কাশ্মীরে পন্ডিতদের সংখ্যা কমে গেছে।

    (ঠিক জানেন? কী করে কমল? বিস্তারিত বলবেন একটু?)

    আবার গুজরাটে সংখ্যালঘুদের অত্যাচারের ঘটনাও লোকে জানে।

    (সংখ্যালঘুদের অত্যাচার? নাকি সংখ্যালঘুদের ওপর অত্যাচার? কোনটা বোঝাতে চাইছেন না বুঝে বক্তব্য পেশ করতে চাইছি না)

    ভারত কোনো আকাশ থেকে টপকে পড়া দেশ নয়।হ্যা ,একটাই পার্থক্য -এদেশে গণতন্ত্ৰৰ আছে ও বিচার ব্যবস্থাও মোটামুটি ভর্রসা যোগ্য।এই টুকুই।

    (গণতন্ত্র আছে, একটা নিয়ার পারফেক্ট সংবিধান আছে, ঠিক সেই কারণেই ভারতের তুলনা বাংলাদেশ বা "নাম-নিতে-নেই" প্রতিবেশি দেশের সাথে করা যায় না।

    বাকি, ঐ - সলমন খান আর অমিত শাহকে দেখে আমার বিচারবব্যবস্থার ওপর ভরসা দ্বিগুণ হয়ে গ্যাছে।)
  • sm | 113.219.44.113 | ২৭ জুন ২০১৭ ২৩:৪৬366262
  • এরকম একটা ইঁচড়ে পাকা উত্তর ই আশা করেছিলাম।
    পূর্ব পাকিস্তানের জন্ম হয়েছিল ধর্মপরিচয়ের ভিত্তিতে। সুতরাং জন্মলগ্ন থেকেই সেখানে মুসলিমদের সংখ্যা বেশি ছিল। পরবর্তীকালে অযোগ্য শাসকদের হাতে পড়ে সে দেশে হিন্দু, বৌদ্ধ এবং আদিবাসীরা বিভিন্ন রকমের অত্যাচারের সম্মুখীন হয়েছে, আজও হচ্ছে।
    ----
    Secularism (Bengali: ধর্ম নিরপেক্ষতা) is one of the four fundamental principles according to the original 1972 Constitution of Bangladesh.[1] The secularism principle was removed from the constitution in 1977 by Ziaur Rahman,
    তাহলে বোঝাই যাচ্ছে বেশি জানলে কি হয়? লিংক টা পড়তে দিলাম।
    https://en.wikipedia.org/wiki/Secularism_in_Bangladesh
    ----
    গণতন্ত্র আছে, একটা নিয়ার পারফেক্ট সংবিধান আছে, ঠিক সেই কারণেই ভারতের তুলনা বাংলাদেশ বা "নাম-নিতে-নেই" প্রতিবেশি দেশের সাথে করা যায় না।
    ইদিকে,
    বাকি, ঐ - সলমন খান আর অমিত শাহকে দেখে আমার বিচারবব্যবস্থার ওপর ভরসা দ্বিগুণ হয়ে গ্যাছে।)
    অর্থাৎ গণতন্ত্র আছে, নিয়ার পারফেক্ট সংবিধান আছে কিন্তু বিচার ব্যবস্থা থেকে আস্থা উঠে গেছে।
    ওদিকে আবার বাংলা দেশের সঙ্গে তুলনা করা যাবেনা। কোন ঘাসে মুখ দিয়ে চলা হয় মহায়?
    -----
    বাংলাদেশের জনগণ সেখানকার রাষ্ট্রীয় অন্যায় অবিচারের বিরুদ্ধে যতটা সরব, আমরা ভারতীয়রা তার ধারেকাছে আসি না।
    ----
    এটা কি স্বকপোল কল্পিত রচনা। মানে আমি যা খুশি বলে দেবো আর লোকে মেনে নেবে?
    এতো বেশি প্রতিবাদ বলেই কি হিন্দু পপুলেশন এতো কমে গেলো?
    ----
    কোনওকালেই ভারতের অংশ ছিল না বাংলাদেশ। ভারত নামক দেশটির জন্ম ১৯৪৭ সালে। বাংলাদেশ ১৯৭১ সালে)
    অধুনা বাংলাদেশ দেশ টা এককালে ভারতেরই অংশ ছিল। কোনো ভুল নেই এই তথ্যে।ঠিক যেমন লোকে বলে ভারত এককালে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল।
    ----
    কাশ্মীরে পন্ডিতদের সংখ্যা কমে গেছে।
    (ঠিক জানেন? কী করে কমল? বিস্তারিত বলবেন একটু?)
    ----
    According to a number of authors, approximately 100,000 of the total Kashmiri Pandit population of 140,000 left the valley during the 1990s.[22] Other authors have suggested a higher figure for the exodus, ranging from the entire population of over 150,000,[23] to 190,000 of a total Pandit
    population of 200,000,[24] to a number as high as 800,000.
    https://en.wikipedia.org/wiki/Kashmiri_Pandit
    বাকি খুঁটে খাও চাঁদু।
  • রোবু | 113.85.96.247 | ২৮ জুন ২০১৭ ০০:১২366263
  • বাহ, এই লেখাটা খুব ভাল হয়েছে। অনেককটা অজানা বিষয় স্পষ্ট হয়ে গ্যালো।
  • সিকি | ২৮ জুন ২০১৭ ০৬:৫৪366264
  • হ্যাঁ, একদম। কয়েকটা বিষয়ে ধোঁয়াশা ছিল, একেবারে ক্লিয়ার হয়ে গেছে। :)

    আচ্ছা, উপসংহার লেখার জন্য ফিলিপ মোষের কাছ থেকে এবার একটা লেখা চাওয়া যায় না? হ্যাঁ পাই? হিসংয়ের কোনও লিপলেট টেট?
  • sm | 52.110.188.110 | ২৮ জুন ২০১৭ ১৪:৫৩366265
  • হিসং টা কি জিনিস ?
    লিপলেট ! ব্যাকরণ শিংয়ের কি হলো?
  • mudi sarkar | 174.100.41.2 | ২৮ জুন ২০১৭ ১৭:১২366266
  • মুদি সরকার এক আশ্চর্য সরকার। সব মনোযোগ দাঙ্গা লাগানোতে, ফটোশপ করে গুজব ছড়ানোতে, অনলাইন ট্রোল আর্মি recruit করতে, করদাতা দের এর পয়সায় বিদেশে আনন্দভ্রমণ করতে এবং এবং এবং গোটা ভারতে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরী করে ভোটব্যাংক consolidate করাতে দিয়ে রেখেছে। বুচার অফ গুজরাট ২০০২।
  • হ্যাপি | 182.58.217.64 | ২৯ জুন ২০১৭ ০৭:২১366267
  • আমাদের একটা সমস্যা দাঁড়িয়েছে যে কোন হিংসার প্রতিবাদ করার আগে অন্য হিংসার প্রতিবাদ কত কম হয়েছে কেন কম হয়েছে ইত্যাদি প্রশ্ন তুলে প্রতিবাদের তীব্রতাকে লঘু করে দেওয়া। আমরা যদি প্রত্যেক ইন্ডিভিজুয়াল ঠিক করি যে খারাপের প্রতিবাদের সময় অন্য খারাপের প্রসঙ্গ টেনে অকারণ তর্ক না করে ঐ খারাপেরই প্রতিবাদ করব যাতে সেটা আর না হয় তাহলে হয়তো নিজেরাই একদিন নিজেদেরকে সম্মান করতে পারব। নইলে সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়।
  • সিকি | 158.168.96.23 | ২৯ জুন ২০১৭ ১৩:৪১366268
  • এটাই তো নিয়ম।

    অমুক বিষয়ে তুমি লিখেছিলে কিছু?
    তাহলে এখন কেন প্রতিবাদী এত?
    যেখানে সবার মাথা মাটি ছুঁয়ে নিচু,
    সেখানে মিথ্যেও কত সহজে বিখ্যাত।
    না, লিখিনি। তাহলে কি এখনও লিখব না?
    ধর্মের সমীকরণে কাটাব সময়?
    ধিক্কারেও দিক দেখাবে পদবি-ভজনা?
    যে-ধর্ম এসব বলে, সে আমার নয়।
    যে-সত্যির জন্যে আজও প্রাণ দিতে হয় -
    সে হিন্দু না মুসলমান? সে বৌদ্ধ না শিখ?
    কারও মাথা উপড়ে যায়, কারও মনে সয়...
    কারও মৃত্যুদিন আর কারও বা তারিখ।
    হত্যাই হিংসার ধর্ম। এ-কথা জেনেও
    যে মৃতের ধর্ম খুঁজছ, মৌলবাদী সে-ও।

    (অন্ধকারের লেখাগুচ্ছ - ৪)
  • রামরাহা | 131.241.218.132 | ২৯ জুন ২০১৭ ১৩:৪৮366269
  • রাণা আয়ুবের পোস্টঃ

    PM Modi finally breaks his silence " Killing people in the name of Gau Bhakti is not acceptable. This is not something Mahatma Gandhi would approve.We are a land of non violence. We are the land of Mahatma Gandhi. Why do we forget that. No person in this nation has the right to take the law in his or her own hands in this country ". Finally our PM speaks like the pradhan sevak of 1.2 billion. Better late than never. And if this is a result of #Notinmyname, I am proud of the citizens of this country who proved that our conscience was still alive

    কাল ক'জন #NotInMyName-এ সামিল হয়েছিলেন? নিজের নিজের শহরে?
  • সিকি | 158.168.96.23 | ২৯ জুন ২০১৭ ১৪:১১366271
  • আজকেও হচ্ছে কয়েকটা শহরে। যেখানে কাল হতে পারে নি। কজন আসছেন?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন