এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইউনাটেড পাকিস্তান-ইন্ডিয়া-বাংলাদেশ

    S
    অন্যান্য | ২৫ জানুয়ারি ২০১৮ | ১৫৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • S | 194.167.2.96 | ২৫ জানুয়ারি ২০১৮ ০৯:৫২371862
  • ভাট থেকেঃ

    name: S mail: country:

    IP Address : 202.156.215.1 (*) Date:25 Jan 2018 -- 02:38 AM

    না বলছিলাম যে ইউনাইটেড পাকিস্তান-ভারত-বাংলাদেশের কোনও মুভমেন্ট আছে?

    name: Ishan mail: country:

    IP Address : 202.189.128.15 (*) Date:25 Jan 2018 -- 02:43 AM

    না। আমি একটা শুরু করব ভেবেছিলাম, টাইম পাইনি। সৌভিক ঘোষাল এক আধবর লিখেছে দেখেছি। তবে দুই বাংলা এক হোক এর প্রচুর সমর্থক আছে। পাঞ্জাবের দিকে সেরকম আছে বলে শুনিনি।

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.85.8 (*) Date:25 Jan 2018 -- 02:46 AM

    ইউরোপিয়ন ইউনিয়নের মতন সাউথ এশিয়ান ইউনিয়ন হলে কেমন হয়? ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা ইত্যাদি যা যা দেশ আছে এই অঞ্চলে--- সংযুক্ত দক্ষিণ এশিয়া ----এই নিয়ে কোনো আন্দোলন ?

    name: Ishan mail: country:

    IP Address : 202.189.128.15 (*) Date:25 Jan 2018 -- 02:53 AM

    ভাল হয়। কিন্তু করে কে?

    name: aranya mail: country:

    IP Address : 172.118.16.5 (*) Date:25 Jan 2018 -- 03:36 AM

    দুই বাংলা এক হওয়ার সমর্থকরা বোধ হয় মূলত বাংলাদেশের

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.85.8 (*) Date:25 Jan 2018 -- 03:38 AM

    ইউনিয়ন অবশ্য তৈরী হলেই হয় না, বজায় রাখা বেশ কঠিন। কোনো একটা দেশ দাদাগিরি শুরু করলেই ব্যস, হয়ে গেল! লাগ লাগ লাগ ভেলকি লাগ।

    name: aranya mail: country:

    IP Address : 172.118.16.5 (*) Date:25 Jan 2018 -- 03:40 AM

    আতোজ তোমার পোস্ট-টা দেখলাম। মেঘমল্লার আমারও খুব প্রিয়, পড়লে এখনও গায়ে কাঁটা দেয়

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.85.8 (*) Date:25 Jan 2018 -- 03:41 AM

    দুই বাংলা এক হওয়ার ব্যাপারটা বেশ অসম। এক বাংলা তো ভারতের অঙ্গরাজ্য, অন্য বাংলা স্বাধীন দেশ। এরা এক হলে চুক্তি হবে কী হিসেবে কেজানে! ভারত তার অঙ্গরাজ্য ছেড়ে দেবে নাকি বাংলাদেশকে অঙ্গরাজ্য করে নেবে?

    name: Ishan mail: country:

    IP Address : 202.189.128.15 (*) Date:25 Jan 2018 -- 03:52 AM

    প্রচুর এপারেরও আছে। আমিই তো একটা কমিউনিটির মেম্বার।

    name: aranya mail: country:

    IP Address : 172.118.16.5 (*) Date:25 Jan 2018 -- 03:58 AM

    পঃ বঙ্গের অনেক বাঙালী ভারত থেকে বেরিয়ে যেতে চায়, বাংলাদেশের সাথে মেলার জন্য !
    ইন্টারেস্টিং

    name: Ishan mail: country:

    IP Address : 202.189.128.15 (*) Date:25 Jan 2018 -- 03:59 AM

    বেরিয়ে যেতে চাইবে কেন। মিলতে চায়।

    name: Ishan mail: country:

    IP Address : 202.189.128.15 (*) Date:25 Jan 2018 -- 04:00 AM

    নেপালের সঙ্গে ভারতের অবাধ চলাচল চুক্তি আছে। বাংলাদেশের সঙ্গে এইটুকু না হবার তো কোনো কারণ নেই।

    name: aranya mail: country:

    IP Address : 172.118.16.5 (*) Date:25 Jan 2018 -- 04:03 AM

    ও, আমি ভাবছিলাম দুই বাংলা মিলে স্বতন্ত্র একটা দেশ-এর পরিকল্পনা

    name: aranya mail: country:

    IP Address : 172.118.16.5 (*) Date:25 Jan 2018 -- 04:07 AM

    বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট, টেররিস্ট-রা ভারতে ঢোকে, নেপালের সাথে তুলনা করে লাভ নেই।

    নেপাল সীমান্ত দিয়েও কিছু জঙ্গী হয়ত ঢোকে, কিন্তু সংখ্যায় অনেক কম হবে

    name: Ishan mail: country:

    IP Address : 202.189.128.15 (*) Date:25 Jan 2018 -- 04:14 AM

    নেপাল থেকেও মাওবাদীরা ঢোকে। রেড করিডোরের পরিকল্পনা তো সেই জন্যই।

    তাছাড়াও বিগত কিছুদিন ধরেই নেপাল অনেক বেশি ভারত বিরোধী।

    name: aranya mail: country:

    IP Address : 172.118.16.5 (*) Date:25 Jan 2018 -- 04:23 AM

    হ্যাঁ, রেড করিডর। আমার ধারণা ছিল নেপালে মাওবাদী আন্দোলন মৃতপ্রায়।

    তবে পাকিস্তান আর চীন-এর মদতে কিছু জঙ্গী হয়ত নেপাল বর্ডার দিয়ে ঢোকে - এইরকম ভাবছিলাম।
    সবই অবিশ্যি কাগজ পড়া ধারণা

    name: S mail: country:

    IP Address : 202.156.215.1 (*) Date:25 Jan 2018 -- 05:19 AM

    আমি এইরকম একটা মুভমেন্ট শুরু করার প্রস্তাব রাখছি। আমি সক্রিয় ভাবে প্রথম থেকেই সঙ্গে থাকবো। ইউনাইটেড পাকিস্তান-ইন্ডিয়া-বাংলাদেশ।

    name: S mail: country:

    IP Address : 202.156.215.1 (*) Date:25 Jan 2018 -- 05:20 AM

    জানি অনেক সমস্যার তৈরী হবে। কিন্তু তার থেকেও বড় এবং ভয়ানক অনেক সমস্যার সমাধান হবে এই ইউনিয়নে। পুরো ইউনিয়নকে কতগুলো প্রভিডেন্সে ভাগ করাই যেতে পারে; এবং প্রতি প্রভিডেন্সের মধ্যে একাধিক রাজ্য।

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.84.119 (*) Date:25 Jan 2018 -- 05:26 AM

    হুঁ, অনেক সমস্যা সমাধান হবে। অনেক মিনিংলেস যুদ্ধ এড়ানো যাবে, সীমান্তের গন্ডগোল কমানো যাবে, এইসব গন্ডগোলে সব দেশগুলোরই যা খরচ খরচা হয় সেইগুলো কমানো যাবে, সেই সম্পদ অন্য কাজে লাগানো যাবে, জনকল্যাণকর নানা কাজে।
    কিন্তু সবচেয়ে ক্ষেপে বোম হয়ে যাবে "সিয়াচেনে সৈন্য দাঁড়িয়ে আছে " ওয়ালারা, কারণ তখন ওখানে সৈন্য রাখার আর প্রয়োজন থাকবে না । ঃ-)

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.84.119 (*) Date:25 Jan 2018 -- 05:33 AM

    বড় এস মুভমেন্ট শুরু করলে সেটায় আমিও থাকতে চাই। কাঠবেড়ালির মতন সামান্য যা পারবো তাই করবো, কিন্তু থাকতে চাই। বাস্তবায়িত হয়তো হবে না আমাদের জীবদ্দশায়, কিন্তু কয়েকটা স্টেপ এগোলেও অনেক ।

    name: S mail: country:

    IP Address : 202.156.215.1 (*) Date:25 Jan 2018 -- 05:38 AM

    সবথেকে ক্ষেপে যাবে সেইসব দালালরা যারা এই কনফ্লিক্ট থেকে রাজনৈতীক আর অর্থনৈতীক সুবিধা লোটে।

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.84.119 (*) Date:25 Jan 2018 -- 05:38 AM

    কাশ্মীর সমস্যা ব্যাপারটাও সমাধান হয়ে যাবে অটোমেটিক্যালি, কাশ্মীরের বিতর্কিত অংশ স্বতন্ত্রভাবে ইউনিয়নে থাকবে, এখনকার যুযুধান দেশগুলো বাইরে থেকে ওদের সাহায্য করবে। তখন তো আর তারা যুযুধান থাকবে না, সবাই তো ইউনিয়নের মেম্বার তখন।

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.84.119 (*) Date:25 Jan 2018 -- 05:42 AM

    বাংলাদেশের স্বাধীনতাপক্ষের প্রচুর লোক পাকিস্তানবিরোধী, তারা পাকিস্তান মেম্বার হলে নিজেরা থাকবে না, এইরকম আন্দোলন করতে চাইবে বা করবে। কিন্তু বৃহত্তর স্বার্থে হয়তো একসময় শত্রুতা কাটিয়ে দিয়ে মেম্বার হয়ে যাবে। কারণ জলের প্রশ্ন আর সীমান্ত-সমস্যা অনেক বেশি কঠিন, কে কবে শত্রুতা করেছিল, তার চেয়ে।

    name: avi mail: country:

    IP Address : 57.29.51.49 (*) Date:25 Jan 2018 -- 06:39 AM

    এদিকে এখনকার ভারতীয় ইউনিয়ন টেকানোই দায় হচ্ছে উত্তুরে দাদাগিরির চাপে, আরো বড় ইউনিয়ন নামানো যাবে? কমল হাসান ইত্যাদি তো দ্রাবিড়ভূমি আলাদা করার কথা তুলছেন। বিমারু রাজ্যের সমস্যা মাথা পেতে না নিতে চাওয়া দক্ষিণী বাড়ছে।

    name: avi mail: country:

    IP Address : 57.29.51.49 (*) Date:25 Jan 2018 -- 06:42 AM

    তবে এই দাবিটা আশির দশকে, নিদেন নব্বইয়ে হলেও দারুণ হতো। ভাবুন, এক টিমে ইমরান, মিয়াঁদাদ, কপিল, সুনীল। বা ওয়াসিম, ওয়াকার, শচীন। আহা। সবকটা বিশ্বকাপ নিশ্চিত ছিল।

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.85.8 (*) Date:25 Jan 2018 -- 06:49 AM

    ক্রিকেট ব্যাপারটাকেই লোপ করা হোক, এ একরকম ফ্যাশনেবল ডাকাতের দল পোষা। ওই টাকা অন্য খেলায় কাজে লাগানো হোক।

    name: aranya mail: country:

    IP Address : 172.118.16.5 (*) Date:25 Jan 2018 -- 06:57 AM

    হকি-র টিমটাও ভাল হবে। ক্রিকেটে অনেক বেটার ফাস্ট বোলার পাওয়া যাবে।

    এই ইউনিয়ন-টা আম্মো চাই। তবে কিছু বিপক্ষ যুক্তি দিই -

    ১। পাকিস্তানে বোধহয় গড়ে সপ্তাহে ১-টা করে টেররিস্ট অ্যাটাক হয়। ইউনিয়ন হলে সেটা পাকিস্তানের বাইরে অন্য প্রভিডেন্সগুলোতেও সহজেই ছড়াবে, যেহেতু যাতায়াত অবাধ

    ২। পাকিস্তান ইসলামিক স্টেট, ধর্মের গুরুত্ব ভয়ানক। ব্ল্যাসফেমি ল-তে অনেকে সাজা পায়, মৃত্যুদন্ডও হয়। বাংলাদেশের স্টেট রিলিজিয়ন ইসলাম। ব্ল্যাসফেমি ল-তে মৃত্যুদন্ড এখনো দেওয়া হয় নি, কিন্তু বিরোধী এবং মাইনরিটি মানুষজনের ওপর ব্যবহার হচ্ছে

    ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র + হিন্দুত্ববাদীরা ক্ষমতায়

    এই তিনটি রাষ্ট্র এক হলে ধর্ম নিয়ে মারামারি, কাটাকাটি, দাঙ্গা অনেক বাড়বে।

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.85.8 (*) Date:25 Jan 2018 -- 07:06 AM

    উঁহু, ইউনিয়ন হতে হলে সেটা বর্তমানের সাম্প্রদায়িক কালচারের উপরে ভিত্তি করে করা যাবে না। বৃহত্তর স্বার্থে মেম্বারদের সাম্প্রদায়িকতা বিসর্জন দিতে হবে। সিরিয়াস অফিসিয়াল ব্যাপার, এর মধ্যে ধর্মবিশ্বাসের ব্যাপার আনা যাবে না।

    name: dc mail: country:

    IP Address : 132.178.53.162 (*) Date:25 Jan 2018 -- 07:22 AM

    দ্রাবিড়ভূমি আলাদা হলে ভালোই হয়, আমি সাপোর্ট করি।

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.85.8 (*) Date:25 Jan 2018 -- 07:42 AM

    রজনীকান্ত্‌ তাহলে এক লাফ মেরেই দ্রাবিড়ভূমি থেকে আর্যাবর্তে গিয়ে পড়বেন । ঃ-)

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.85.8 (*) Date:25 Jan 2018 -- 07:51 AM

    কিন্তু ইউনিয়ন হলে এক টীমে আসবে কেন বিভিন্ন দেশের লোকেরা ? এক দেশ তো হবে না! ইউনিয়নের মেম্বাররা তো সব ভিন্ন ভিন্ন দেশ। বন্ধুত্বপূর্ণ আদানপ্রদানের সম্পর্ক। পারস্পরিক সহায়তার দ্বারা উন্নতি করবে। সেক্ষেত্রে দ্রাবিড়ভূমি আর আর্যাবর্ত আলাদা হয়ে গেলেও অসুবিধা নেই, দুটিই ইউনিয়নে ঢুকে পড়বে দুই মেম্বার হয়ে। ঃ-)

    name: Atoz mail: country:

    IP Address : 161.141.85.8 (*) Date:25 Jan 2018 -- 08:00 AM

    উত্তরপূর্বের রাজ্যগুলোতেও প্রচুর বঞ্চনার অভিযোগ, অনেক অত্যাচারের শিকারও ওঁরা। ওঁরাও আলাদা হয়ে গিয়ে ভিন্ন মেম্বার হয়ে ইউনিয়নে ঢুকতে পারেন।
  • dc | 132.178.53.162 | ২৫ জানুয়ারি ২০১৮ ০৯:৫৮371873
  • ইউনাইটেড পাকিস্তান-ভারত-বাংলাদেশের বিরোধিতা করলাম।

    তার চেয়ে দ্রাবিড়ল্যান্ড আলাদা হয়ে যাক, নর্থ ইন্ডিয়া আলাদা থাক। নিজেদের মধ্যে ফ্রি ট্রেড করুক, নাফটার মতো একটা ট্রেড ব্লক তৈরি হোক। সবাই সুখে থাকবে।
  • S | 194.167.2.96 | ২৫ জানুয়ারি ২০১৮ ০৯:৫৯371884
  • এইখানে অলোচনা চলুক। আমি ইউনিয়ন বলতে একটা দেশই বলছি। সময় লাগবে। একটা প্রসেস। তবে প্রভিডেন্সগুলোকে প্রচুর সায়ত্ত্বশাসন দিতে হবে। ফেডারাল সরকারের হাতে থাকবে সুপ্রিম কোর্ট, প্রতিরক্ষা, বিদেশ মন্ত্রক, অর্থনীতি এইরকম কিছু জিনিস। আর ডিস্পিউট রিজলিউশন।

    সেকুলার দেশ বানাতে হবে অবশ্যই। তবে এই মুভমেন্টের সমর্থকরা বেশিরভাগই সেকুলার হবে বলে মনে হয়।

    মুভমেন্টে জয়েন করার জন্য একটা প্লেজ নিতে হবে।
  • dd | 193.82.16.135 | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:০৫371895
  • এই গ্রুপে অ্যাদমিন কে হবে? এট্টু ছিলংকাকেও নিয়ে ন্যান না।
  • dc | 132.178.53.162 | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:২৯371906
  • ডিডিদার কথামতো শ্রীলংকাকেও নেওয়া হোক তাহলে, ভাইকোরাও খুশী হবে।

    আর প্লেজ টেজ নিতে হলে আমি নেইকো। আমার দুপয়সা ইনকাম হবার উপায় থাকলে আছি অবশ্য।
  • lcm | 109.0.80.158 | ২৫ জানুয়ারি ২০১৮ ১০:৩৭371910
  • পারলে মালদ্বীপ আর ফিজি কেও নিয়ে নিও ।
  • b | 135.20.82.164 | ২৫ জানুয়ারি ২০১৮ ১১:৩২371911
  • বলি, মদ পাওয়া যাবে তো?
  • avi | 57.11.197.240 | ২৫ জানুয়ারি ২০১৮ ১২:১৫371912
  • এই কনসেপ্ট কিন্তু দক্ষিণদিকেও আছে। স্বপ্নের অখণ্ড ভারত। তারা অবিশ্যি আফগানিস্তান, তিব্বত, বার্মা এসবও ধরে।
  • দেব | 135.22.193.148 | ২৫ জানুয়ারি ২০১৮ ১৩:৫৩371913
  • নাঃ অনেক জল বয়ে গেছে। আর সম্ভব নয়।

    বরং উল্টোটা হবার চান্সই বেশী। dcর সাথে একমত। দক্ষিণের রাজ্যগুলো ভেঙ্গে বেড়িয়ে যাবার সম্ভাবনা আছে ভবিষ্যতে।

    দেশটা ভেঙ্গেছিল, ইন দি ফার্স্ট প্লেস, কয়েকটা বিষয়ে মতের মিল হয় নি বলে। সে না হয় গেল। কিন্তু আজকের দিনে অন্তত ঝগড়াটা থামানো দরকার। সে খুব কঠিন নয়। এক মুহূর্তে আমরা পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করে ফেলতে পারি। কাশ্মীর উপত্যকাটা পাকিস্তানকে দিয়ে দিন। জম্মু, লাদাখ লাগবে না। দেখবেন পাকিস্তান ম্যাজিকের মতন ভাল ছেলে হয়ে গেছে।

    দিয়ে দেখবেন না কি?
  • a | 59.199.205.241 | ২৫ জানুয়ারি ২০১৮ ১৪:১৫371863
  • সিয়াচেন থাকবে কি? তাহলে আপত্তি নেই
  • de | 69.185.236.54 | ২৫ জানুয়ারি ২০১৮ ১৪:১৭371865
  • কাশ্মীর দিয়ে দেবার ভারত কেউ নয় - কাশ্মীরিরা নিজেরা তো ভারত - পাকিস্তন কারো সাথেই থাকতে চাননা - স্বতন্ত্র দেশ চান।
    খালিস্তানও পাকিস্তান নিতে চাইবে। উদিকে চিন হাত বাড়িয়ে আছে অরুণাচল প্রদেশ আর লাদাখ নেবে বলে - সেগুলোও দিয়ে দেওয়া হোক।

    ন্যাপালকে বাদ্দিলেন কেন আফনেরা?
  • দেব | 135.22.193.148 | ২৫ জানুয়ারি ২০১৮ ১৪:১৭371864
  • হ্যাঁ সিয়াচেন থাকছে। সৈন্য পোষ্ট করতেও লাগবে না। পাকিস্তান খুশিমনে ছেড়ে দেবে।
  • গবু | 57.15.33.58 | ২৫ জানুয়ারি ২০১৮ ১৪:২০371866
  • আচ্ছা, এই যে শুনি কাশ্মীরের যেটুকু ভারত এখনো ধরে রেখেছে, তার নাকি সামরিক গুরুত্ব (স্ট্র্যাটেজিক ইম্পরটান্স) অনেক, এটা কেন?

    মানে রাজা হরি সিং যদি পাকিস্তানে ঢুকে যেতেন, তাহলে তো পুরো কাশমিরটাই ইন্ডিয়ার হাতের বাইরে হতো। তখন কি তাহলে আমরা পাকিস্তান বা চীনের সীমান্তে (যতটা কাশ্মীর বা তৎসংলগ্ন) ভালো ছেলে হয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য হতাম?

    এইটা হয়তো ঠিক টই নয়, আছে এরম কোনো টই?
  • dc | 132.178.53.162 | ২৫ জানুয়ারি ২০১৮ ১৪:৫৫371867
  • কাশ্মীরের সামরিক গুরুত্ব বোধায় বাফার জোন হিসেবে। মানে কাশ্মীরের ওটুকু ভারতের হাতে না থাকলে পাকিস্তান আর চীন হরিয়ানায় গন্ডগোল বাধাতো, আবার হরিয়ানা যদি ভারত দিয়ে দিতো তো ইউপিতে গন্ডগোল বাধাতো, এরকম। ভারত, পাকিস্তান আর চীন নিজেদের মধ্যে যে জিওপলিটিকস খেলে তাতে কাশ্মীর স্রেফ বোড়ে, কাশ্মীর না থাকলে অন্য কোন বর্ডার স্টেট নিয়ে এই খেলাটা খেলবে। ভালো ছেলে কেউ কখনোই হবে না, কারন সব স্টেট নিজের মতো করে চাল দেবে।
  • দেব | 135.22.193.148 | ২৫ জানুয়ারি ২০১৮ ১৫:২৯371869
  • @গবু - এই দাবীটা একটা পোষ্ট হক জাস্টিফিকেশন। ব্যাপারটা একটু আয়রনিকও বটে। ভারতের ওপরে যে কটা আক্রমণ ইতিহাস জুড়ে হয়েছে সবকটাই পাঞ্জাব দিয়ে। অথবা সমুদ্রের দিক থেকে। কাশ্মীর দিয়ে বাপের জন্মেও কেউ আসে নি কারণ আসা সম্ভবই নয়। কাশ্মীরের গুরুত্ব কিছুটা থাকত যদি তিব্বতে লোক বাস করত। পশ্চিম চিন পুরো ব্যারেন। কেউ ঐ তল্লাটে থাকে না। গত দু'হাজার বছরের ইতিহাসে চিন-ভারতের মধ্যে লেগেছে দু'বার। ১৮৪০ নাগাদ শিখরা একবার তিব্বতে হানা দিয়েছিল। তারপর ১৯৬২। ১৯৬২র টা মূলত কাশ্মীরের একটা অংশ নিয়েই হয়েছিল। এবং পাকিস্তানে সাথে যাবতীয় উৎপাত কাশ্মীর নিয়েই।

    অর্থাৎ বহিঃশত্রুর আক্রমণ, যে জিনিসটাকে আটকাতে আমরা কাশ্মীর ধরে রেখেছি বলে দাবী করা হয়, সেইটাই এত ঝামেলার কারণ ইন দি ফার্স্ট প্লেস। আয়রনিটা এইখানেই। কাশ্মীর ভারত পেয়েছিল বলেই পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, চিনের সাথে লেগেছে। এখন আমরা লজিকটাকে উল্টিয়ে বলাবলি করছি ওটা না থাকলে চিন বা পাকিস্তান আক্রমণ করতে পারে। লে হালুয়া।

    এই উল্টোবুদ্ধি যুক্তির ম্যাক্সিমাম এক্সটেন্ট হচ্ছে সিয়াচেন। একটা হিমবাহর ঘাড়ে চেপে বসে আছি আমরা কারণ 'সামরিক গুরুত্ব'। পাগলছাগলের কারবার।

    সো টু অ্যানসার ইয়োর কোয়েশ্চন, না, কাশ্মীর আমাদের কোন প্রোটেকশন দেয় না। পাকিস্তানের সাথে আমাদের ১০০০ মাইলের বর্ডার আছে পাঞ্জাব-রাজস্থানে। ধরুন ভারতে কোন ক্রাইসিস হল। কেন্দ্রীয় শাসন ভেঙ্গে পড়ল। পাকিস্তান যদি দিল্লী আক্রমণ করতে চায় সে কাশ্মীরের দিক দিয়ে ঢুকবে না। পাঞ্জাবের খোলা মাঠ পড়ে আছে ট্যাঙ্ক গড়ানোর জন্য। নিউক বাদ দিলাম।

    উল্টোদিকে চিনও তাকলা মাকান মরুভূমি টপকিয়ে কাশ্মীরের দিকে যাবে না। আসবে অরুণাচল দিয়ে। বরং সেদিক দিয়ে দেখতে গেলে অরুণাচলের গুরুত্ব আছে।

    আমরা কাশ্মীর ধরে রেখেছি তার মূল কারণ আমাদের পোষ্টকলোনিয়াল সাইকোলজিতে টেরিটরি জিনিসটাকে প্রায় স্বর্গীয় বস্তু বলে ধরা হয়। নইলে কবে ভাগাভাগী হয়ে সর্ট আউট হয়ে যেত।
  • Hmm | 125.97.128.158 | ২৫ জানুয়ারি ২০১৮ ১৬:২৮371870
  • আচ্ছা ঐসব সাফ, সার্ক ইত্যাদির এখন কী খবর?
  • এদিকে | 37.63.221.188 | ২৫ জানুয়ারি ২০১৮ ২০:৫৮371871
  • ৫৬ইঞ্চির মুখে মুতে দিয়ে চীন ত ডকলামে ঘরবাড়ি বানিয়ে ফেলছে
  • S | 194.167.2.96 | ২৫ জানুয়ারি ২০১৮ ২২:০৩371872
  • কাশ্মীর দিয়ে কেউ কখনো অক্রমণ করতে পরেনি বলেই কাশ্মীরকে ধরে রেখেছে ভারত। ওটা দিয়ে দিলে পাক বা চীনা সেনাদের কাছে দিল্লি পৌঁছাতে একদিনও লাগবেনা। পান্জাব দিয়ে ঢুকেছেই ঐ লক্ষ্যে - দিল্লি কত তাড়াতাড়ি পৌঁছানো যাবে।

    আর কাশ্মীর মনে হয় কখনই সেই অর্থে স্বাধীন বা সার্বভৌম থাকবেনা। ভারত বা পাকিস্তান বা চীন বা আম্রিগা বা রাশিয়া কেউ না কেউ ঐ ভুখন্ড চাইবেই। কারণ হাইট। ঐ উচ্চতায় সৈন্য রাখলে কারোর পক্ষে আক্রমণ চালানো যায়্না। পেলেন চালানো-ও মুশকিল। তাই ভারত জোড় করে, পাকিস্তান ধর্মের সুড়সুড়ি দিয়ে, চীন হয়তো পয়সা ছড়িয়ে, আম্রিগা হয়তো প্রোটেকশনের নামে ঐখনে সৈন্য রাখবেই।

    কাশ্মীরে একটা লন্চ সাইট বানাতে পারলে পুরো এশিয়াকে তালুর তলায় রাখতে পারবে আম্রিগা।
  • দেব | 167.41.229.219 | ২৫ জানুয়ারি ২০১৮ ২২:৫৩371874
  • @S - পাঞ্জাব তো অলরেডিই আছে। কাশ্মীর পাকিস্তানের হাতে থাকলেও সে ঐ পাহাড় টপকিয়ে আসতে যাবে কেন? পাঞ্জাবের অস্তিত্ব না থাকলে অন্য কথা ছিল।

    আর লঞ্চ সাইট মানে কি ব্যালিষ্টিক মিসাইলের কথা বলছেন? ও অলরেডিই সারা পৃথিবী আমেরিকা/চিন/রাশিয়ার আঙ্গুলের তলায়। একটা আমেরিকান এসএসবিএন হয়তো এই মুহূর্তেই আরব সাগরে ঘুরে বেড়াচ্ছে।
  • S | 194.167.2.96 | ২৫ জানুয়ারি ২০১৮ ২৩:০২371875
  • কাশ্মীর পাকিস্তানের হাতে থাকলেও সে ঐ পাহাড় টপকিয়ে আসতে যাবে কেন?

    পাহার টপকাতে তো আর হবেনা। পাহার টপকিয়েই সেনা রাখা হবে। আর দুটো ফ্রন্টে যুদ্ধ চালাতে হবে পাকিস্তানে সঙ্গে।
  • dc | 116.203.105.234 | ২৫ জানুয়ারি ২০১৮ ২৩:০২371876
  • পাঞ্জাব ছাড়াও কিন্তু কাশ্মীরের আলাদা স্ট্র্যাটেজিক সিগনিফিক্যান্স আছে, তিনটে প্লেয়ারের কাছেই।
  • S | 194.167.2.96 | ২৫ জানুয়ারি ২০১৮ ২৩:০৭371877
  • আইএসবিএনের অনেক সমস্যা আছে। অ্যাকিউরেসি, ডিস্টেন্স। ফলে অন্যজন রেসপন্স টাইম পেয়ে যায়। চীন আর রাশিয়ার কাছে অ্যান্টাই মিসাইল টেক রয়েছে।

    কিন্তু এক্কেবারে নাকের ডগায় যদি মিসাইল রাখা যায় তাইলে রেস্পন্স টাইম অনেক কম পাবে অন্যজন। প্লাস স্ট্রাটেজিক অ্যাডভান্টেজ নেওয়া যাবে (পাতি কথায় সৈন্য ঢুকিয়ে দিয়ে টেরিটোরি দখল)। কাশ্মীর থেকে ভারত, পাকিস্তান, চীন, রাশিয়া চারটে পরমানু বোমা ওয়ালা দেশকে কন্ট্রোল করা যাবে। উত্তর কোরিয়া আর ইরাণও খুব দুরে নয়। ফলে এখনকার মতন চোদ্দটা ফ্লীট রাখতে হবেনা এশিয়াকে সামলাতে। এটা আমার মনে হয়।
  • S | 194.167.2.96 | ২৫ জানুয়ারি ২০১৮ ২৩:০৮371878
  • * আইসিবিএম।
  • দেব | 167.41.229.219 | ২৫ জানুয়ারি ২০১৮ ২৩:৩০371879
  • নির্ভরযোগ্য বিএমডি এই মুহূর্তে কারোর কাছেই নেই। চিন/রাশিয়ার কাছে সেকেন্ড স্ট্রাইক করার ক্ষমতা আছে। যদি আমেরিকার আত্মহত্যা করারই থাকে নরওয়ের উপকূল থেকে মস্কো বেশী কাছে।
  • S | 202.156.215.1 | ২৬ জানুয়ারি ২০১৮ ০০:১৬371880
  • ঠিকই। কিন্তু ঐখান থেকে চীনের কিস্যু করতে পারবেনা। কাশ্মীরে কন্ট্রোল থাকলে একইসাথে অনেকগুলো দেশের উপর নজরদারি করা যাবে। অনেকগুলো এক্স্ট্রা ফ্রন্ট খুলে যাচ্ছে।
  • দেব | 167.41.229.219 | ২৬ জানুয়ারি ২০১৮ ০১:৪২371881
  • চিনের জন্য জাপানের উপকূল থেকে করবে। মোবাইল প্ল্যাটফর্ম তো।

    কাশ্মীরে নিউক মোতায়েন করাটা এতটাই অর্থহীন যে এটা কারোর মাথাতেই আসা সম্ভব নয়। করলে আফগানিস্তানেই করতে পারত। পাশেই রয়েছে। আমেরিকার দখলেই। করেনি কারণ অলরেডিই তিনপক্ষই একে অপরের টেম্পলে বন্দুক ঠেকিয়ে রেখেছে। দুটো এক্স্ট্রা বুলেটে কিছু পার্থক্য হয় না।
  • S | 202.156.215.1 | ২৬ জানুয়ারি ২০১৮ ০২:১৮371882
  • কেন বানাবে না তাও তো বুঝতে পারছিনা। আম্রিগা তো পুর্ব ইয়োরোপ, তুরস্ক, জাপান, কোরিয়া সর্বত্রই নিজেদের মিসাইল সিস্টেম রেখেছে ইনক্লুডিঙ্গ নিউক।

    আর আফগানিস্তানে তো প্রথমদিকে নিউক ডেপ্লয় করার কথাও হয়েছিলো। রাশিয়ার পারমিশানও নেওয়া হয়েছিলো। আর আফগানিস্তান কোনও দিনই সেভাবে আম্রিগার তালু বন্দি হয়নি। অত ভোলাটাইল রেজিমে নিউক ডেপ্লয় করা যায়্না।

    কাশ্মীরের যা অবস্থা একটা হোস্ট কান্ট্রির দরকার হবেই। আম্রিগা বা চীন হলে তারা সেই জিওপলিটিকাল অ্যাডভান্টেজ নেবেই। সেখানে নিউক ডেপ্লয় করবে কিনা সেটা তার পরের স্টেপ।

    যাউগ্গা কাশ্মীর আজাদ হইলে আম্রিগা দায়িত্ব নিলে কি হতো সেই নিয়ে আর তক্ক করবো না। এই টইটা খুলেছি অন্য উদ্দেশ্যে। তবে বিদেশি শক্তি কাশ্মীরের দায়িত্ব নিলে ভারত-পাক কারোর ভালো হবে না সেটা দুদেশেরই বোঝা উচিত।
  • Ishan | 202.189.128.15 | ২৬ জানুয়ারি ২০১৮ ০২:৩২371883
  • আমি বুঝছিনা, ভেঙে বেরিয়ে যাবার সঙ্গে একজোট হবার বিরোধটা কোথায়। যুক্তরাষ্ট্রের মানেই এই, যে, সবাই আলাদা, পৃথক, কিন্তু একসাথে আছে স্বাতন্ত্র বজায় রেখে। না পোষালে যুক্তরাষ্ট্রের বাইরে বেরিয়ে যেতে পারে। কনফেডারেশনের ক্ষেত্রে এটা আরও বেশি সত্যি। কিন্তু 'কেন্দ্রীয় সরকার', 'জাতীয় ঐক্য', 'এই মাটি আমার মা' এইসব রেটরিক আমাদের মাথায় এত বেশি ঢুকে গেছে, যে, বেসিক জিনিসটা গুলিয়ে ফেলি।

    মোদ্দা কথা হল, একটা ঢিলেঢালা কনফেডারেশন চাই। ছোট্টো মিলিটারি কিন্তু কনফেডারেশন স্তরের নিয়ন্ত্রণ। যাতে সামরিক খাতে ব্যয় কমে। অর্থনীতির একটা কনফেডারেশন স্তরের রূপরেখা। এবং অবাধ যাতায়াত ও ব্যবসাবাণিজ্য। ফলে একটা কনফেডারেশন স্তরের বাণিজ্যিক রূপরেখাও দরকার। ব্যস, বাকি সব যে যার মতো। কাশ্মীর একটা আলাদা ইউনিট হয়ে বা পাকিস্তানের অংশ হয়ে থাকতে চাইলে থাকনা। নেপাল ভূটান সব থাক। কনফেডারেশন স্তরে সক্কলেরই এক ভোট। কোনো দাদাগিরি নাই। হয়ে গেল।

    অস্ত্রের কারবারিদের, মেনলি আমেরিকা, অবশ্য প্রচন্ড সমস্যা হবে। তারা বাওয়াল্টা জিইয়ে রাখতে আগ্রহী। সৌদির থ্রু দিয়ে এবং পাকিস্তানি শাসক গোষ্ঠীকে হাত করে একটি চলমান যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে তারা আগেও চেষ্টা করেছে, এর পরেও করবে। পাকিস্তানে এবং বাংলাদেশে সৌদির টাকা ঢুকবে, মৌলবাদী তৈরি হবে। এপারে যুদ্ধের জুজু এবং ওপারে যুদ্ধের জিগির তৈরি হবে। অনুপ্রবেশের ভয় তৈরি হবে। সন্ত্রাসবাদের ভয় তৈরি হবে। মোহাজিরদের উস্কানি দেবার ভয় তৈরি হবে। সীমান্তের এপারে এবং ওপারে। হচ্ছে এবং হবে। মূলত এই গুলোই বাধা। এইগুলো এই মুহূর্তে খুব খুব কঠিন অতিক্রম করা। কারণ আমাদের জাতীয় মানস এই ভয়কে ঘিরেই তৈরি হয়ে গেছে। আমাদের মানে সীমান্তের সব দিকেই।
  • Ishan | 202.189.128.15 | ২৬ জানুয়ারি ২০১৮ ০২:৫৫371885
  • পাকিস্তানের বাজেট ঠিক জানিনা। ভারতেরও ঠিক জানি এমন না। তবে মোটামুটি যা জানি, সামরিক খরচা বছরে লাখ তিনেক কোটি টাকা। তেল আমদানি হয় বোধহয় লাখ পাঁচেক কোটি টাকার। ইলেকট্রিকাল, ইলেকট্রনিক যন্ত্রও ওরকম, মানে লাখ পাঁচেক কোটি টাকার। ব্যাঙ্কের অনাদায়ী ঋণ কত মনে নেই। যেকোনো সুস্থির বুদ্ধির দল ক্ষমতায় এলে সাধারণ বুদ্ধি অনুযায়ী যা করা উচিত, তা হল,
    ১। সামরিক খাতে ব্যয় কমানো। এই জন্য প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো করা।
    ২।যন্ত্রপাতির আমদানির উপর কর বসিয়ে দেশীয় পরিকাঠামোর উন্নতিতে সাহায্য করা।
    ৩। যন্ত্রপাতির দেশীয় উৎপাদন বাড়ানোর জন্য ঠিকঠাক ভাবে ঋণ দেওয়া, ফড়েদের (এখন ইংরিজিতে যাকে ক্রোনি ক্যাপিটালিজম বলে ফ্যাশান করে) উত্থান না ঘটিয়ে।
    ৪। তেল আমদানি কমানোর জন্য বিকল্প শক্তির উপরে জোর দেওয়া।
    ৫। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা বলয় তৈরি।

    খুবই বেসিক এবং কমন সেন্স। কিন্তু করার পথে বাধা হল (একই অর্ডারে)ঃ

    ১। দেশের মাটি আমাদের মা, পাকিস্তান এই মাটিকে অপবিত্র করবে।
    ২। মুক্ত অর্থনীতি চাই। আমদানিতে কর আবার কী? ছি ছি।
    ৩। শিল্পপতিদের জন্য রেড কার্পেট না দিলে দেশের উন্নতি হবেনা।
    ৪। বিকল্প শক্তি ইয়ার্কির বস্তু।
    ৫। ধুর।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন