এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ভুলে যাওয়া কিছু সন তারিখ

    pi
    বইপত্তর | ১৭ জানুয়ারি ২০১৮ | ২৩০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • pi | 24.139.221.129 | ১৭ জানুয়ারি ২০১৮ ২১:০০371935
  • আজ সকালে এই পোস্টটা করেছিলাম।

    আমরা প্রায় প্রতি বছর গুরুচণ্ডা৯ র একটা ক্যালেণ্ডার বানাই। ইংরাজি মাস কিন্তু বাংলা হরফেই সব থাকে, তারিখ অব্দি। এবারেও বানানোর কথা ভাবা হচ্ছে। তো, এও ভাবা হচ্ছিল, সরকারি ছুটির তালিকা বাদেও প্রতি মাসে বাংলা ভাষা র কোন গুরুত্বপূর্ণ দিনের কথা হাইলাইটেড থাকুক। কী মনে হয়? তাহলে এরকম কিছু দিনক্ষণ তারিখের সাজেশন আসুক? সেখান থেকে কিছু বেছে নেওয়া যাক?

    তো, তারপর থেকে গ্রুপ আর সাইটে প্রচুর ভাল ভাল সাজেশন, আইডিয়া এল।

    এখন মনে হচ্ছে, সেখান থেকে কিছু জন্ম মৃত্যু তারিখ না নিয়ে এঁদের জীবনের কোন মনে রাখার মত ইভেন্ট, ল্যান্ডমার্ক ইভেন্ট, যা মনে রেখেছি বা ভুলে গেছি, তারিখ ভুলে গেছি বা জানিই না, সেগুলো তুলে আনলে কেমন হয় ? দেদি বা আরো কেউ কেউ যেমন বলছিল। মানে সেই তারিখগুলো হাইলাইট করে নিচে লিখে দিলে ? ২১ ফেব্রু, ১৯ মে, ১৬ ই ডিসেম্বর এগুলো তো থাকবেই, এসব বাদে।

    যেমন, দমদি সাজেস্ট করেছিল, কাদম্বিনী দেবীর জন্মদিন। কাদম্বিনী গাঙ্গুলি ( বসু লেখা উচিত, না গাঙ্গুলি ? গ্র্যাজুয়েট হবার সময় সময় বিয়ে হয়ে গেছিল না ? ) , চন্দ্রমুখী বসুর ১৮৮৩ তে গ্র্যাজুয়েশনের তারিখ। বা, কাদম্বিনী গাঙ্গুলির ডাক্তারি ডিগ্রি পাওয়ার তারিখ।

    সত্যজিত রায়ের জন্মদিন না দিয়ে পথের পাঁচালির রিলিজের তারিখ বা অন্য কোন সাজেশন ?
    ঋত্বিক ঘটকের কোন ইভেন্ট ?

    বিজন ভট্টাচার্য, সলিল চৌধুরী, রবিশংকর, উৎপল দত্ত, শম্ভু মিত্র, ঋত্বিক ঘটক ইত্যাদি সবাই যার সাথে যুক্ত ছিলেন, সেই আই পি টি এ র কোন ইভেন্টের তারিখ ? নবান্নর প্রথম শো ব্বা এরকম কিছু ?

    কিছু মৃত্যুদিন দেওয়া যায়। মৃত্যুর গুরুত্বের জন্য। বিজ্ঞানী সুভাষ মুখোপাধ্যায়ের আত্মহত্যার দিন, ১৯ শে জুন, ১৯৮১।
    সূর্য সেন , ১২ ই জানু। ক্ষুদিরাম ১১ই অগস্ট। প্রীতিলতা, কল্পনা দত্তেরও।
    নাকি চট্টগ্রাম অস্ত্রাগার দখলের দিন, ১৮ ই এপ্রিল, ১৯৩০ ?

    নকশালবাড়ি ২৫ মে। তেভাগার কোন তারিখ ?

    বঙ্গভঙ্গরদের দিন থাকুক। ১২ ই ডিসে, ১৯১১

    রাসবিহারী বোসের কী থাকবে ?

    অনুরণবাবু লিখেছেন, ২৮ শে জানুয়ারি, কোলকাতা মেডিক্যাল কলেজ আর নতুন মিনার্ভার জন্মদিন। এরকম আরো আসুক। স্টারের। নটী বিনোদিনীকে নিয়ে কোন তারিখ পেলে বেশ হত।

    নিবেদিতা স্কুল প্রতিষ্ঠা, ১৩ ই নভেম্বর, ১৯৯৮, বলেছে মধুবন্তী, দেদি। থাকুক। বেগম রোকেয়ার শাখাওয়াত প্রতিষ্ঠা দিবসও এলে ভাল হয়।

    মহীনের প্রথম শো, তোমাকে চাই এর রিলিজ তারিখ আসুক ?

    জীবনানন্দ, তিন বাঁড়ুজ্জে, মহাশ্বেতা দেবী, নবারুণ, ওপার বাংলার অনেকে, জানিনা , কাকে কীভবে আনা যায়।

    এছাড়াও সুমনাদি লিখেছিল, "বাংলার লৌকিক দেবদেবী জায়গা পান এই ক্যালেন্ডারে। টুসু,ভাদু পরব চিহ্নিত হোক। থাক মারাংবুরু পরবও। আমাদের কুলুইচণ্ডী, মনসা, শীতলা, ধর্মরাজের পুজো আর ধর্মের গাজনের দিনক্ষণ সব্বাই জানুক। শুধু রামনবমী জানলে চলবে না। আমাদের লোকায়ত দেবদেবীকেও জানতে হবে।"

    দিলে তো বেশ ভাল হয়। তারিখগুলো কেউ জানাতে পারবেন ?

    তাড়াহুড়ো করে লিখলাম, বহুজনের বহু ভাল সাজেশনও মিস করেছি। নিজেই আরো কিছু ভেবেছিলাম, এখন আর খেয়াল আসছেনা।
    তো, এরকম ফরম্যাটে একটু সাজেশন দিন না।

    খুব কম সময়ে বেশ ব্যাদড়া প্রোজেক্ট নিয়ে নেওয়া হচ্ছে বুঝছি, কিন্তু সবাই মিলে নামিয়ে দেওয়া যাবেনা ? কেউ সংকলন করার দায়িত্ব নিলে তো আরৈ ভাল হয়।
  • ^L^ | 127.194.219.174 | ১৭ জানুয়ারি ২০১৮ ২১:৫৮371946
  • ইংরেজির পাশে বাংলা তারিখ না থাকলে অনেক লৌকিক পরব চিহ্নিত করা মুশকিল হতে পারে। অবশ্য সেটা থাকে নাই বা কেন?

    মোটে ফাজলামো না করে সিরিয়াস করা হবে এবার ক্যালেন্ডার?
  • পাই | 57.29.212.218 | ১৭ জানুয়ারি ২০১৮ ২২:০১371957
  • সিরিয়াসলি হবে। গতবার বাদ দিয়ে আগে তিন চারবার হয়েছে তো।

    এবারে এম্নি মাস টাস বসিয়ে কাজ হয়ে গেছে। এই লিস্টিটা বানাতে পারলেই এগোনো যায়।
  • pi | 57.29.212.218 | ১৭ জানুয়ারি ২০১৮ ২২:০২371968
  • ঠিক দিন গুলো না পেলে বা একাধিক দিন ধরে চললে কিনতু মাস জানা থাকলে প্রতি মাসের কিছু ইম্প দিনের কথা একসাথে বলা যায়।

    কীরকম কী পাওয়া যায়, না দেখলে বোঝা যাবেনা।
  • pi | 57.29.212.218 | ১৭ জানুয়ারি ২০১৮ ২২:০৬371975
  • ওহ, কী ভুলভাল পড়লাম!
    চ্ণ্ডালি না করে গুরুগম্ভীর কিনা? সেতো ছবিটবি চণ্ডা৯ ই

    আর চণ্ডা৯ কনটেন্ট এতে কেউ আনতে পারলে আর মিশ খাওয়াতে পারলে খাওয়াক।
  • pi | 57.29.212.218 | ১৭ জানুয়ারি ২০১৮ ২২:২৭371976
  • বিজ্ঞানীদের পাথব্রেকিং আবিষ্কারের তারিখ আসুক। জন্মমৃত্যুর বদলে। জগদীশ বোসের রেডিও আসতে পারে , যা স্বীকৃতি পেলনা।
  • avi | 57.11.6.219 | ১৭ জানুয়ারি ২০১৮ ২২:৪৫371977
  • ডাঃ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী ১৯২৪এর ৩রা জুন স্যর উপাধি পেলেন, কিন্তু ইউরিয়াস্টিবামাইন কবে আবিষ্কার করলেন, তার তো হিসেব নেই। ১৯১৭ সালের পেপার আছে দেখছি।
    রোনাল্ড রসের নোবেল প্রাইজ চলবে তো?
  • avi | 57.11.6.219 | ১৭ জানুয়ারি ২০১৮ ২৩:০২371978
  • ১লা বৈশাখ, ১৩৪৮ : 'সভ্যতার সঙ্কট' লিখলেন রবীন্দ্রনাথ।
    ১৭ই জানুয়ারী, ১৯৪১ : এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে গেলেন সুভাষচন্দ্র।
    ১ এপ্রিল ১৯৩৭ : কৃষক প্রজা পার্টি ও মুসলিম লীগের যৌথ সরকার বাংলায়, প্রধানমন্ত্রী হলেন আবুল কাশেম ফজলুল হক।
  • aranya | 172.118.16.5 | ১৭ জানুয়ারি ২০১৮ ২৩:০৩371979
  • মোহনবাগানের প্রথম আইএফএ শীল্ড জয় - ১৯১১ সাল মনে হয়, দিন-টা খুঁজতে হবে

    গুরুর প্রথম চটি প্রকাশ - ২০১০ বইমেলার প্রথম দিন :-)
  • b | 135.20.82.166 | ১৭ জানুয়ারি ২০১৮ ২৩:০৪371936
  • ১৩ই ভাদ্রঃ বিদ্যাসাগরের কোষ্ঠকাঠিন্য।
  • avi | 57.11.6.219 | ১৭ জানুয়ারি ২০১৮ ২৩:০৭371937
  • :)))
    ২০ আগস্ট, ১৮২৮ : ব্রাহ্ম সভা স্থাপন করলেন রামমোহন রায়।
  • avi | 57.11.1.169 | ১৭ জানুয়ারি ২০১৮ ২৩:১৮371938
  • ১৪ই মে, ১৯৯৬ : ঐতিহাসিক ভুল। :)
  • S | 194.167.2.96 | ১৭ জানুয়ারি ২০১৮ ২৩:২১371939
  • ডঃ ব্যানার্জির ডিলিটটা থাকবেনা?
  • pi | 57.29.212.218 | ১৮ জানুয়ারি ২০১৮ ০০:০৭371940
  • হুচি, দেখে নিও এটা।
  • Ishan | 202.189.128.15 | ১৮ জানুয়ারি ২০১৮ ০২:১৯371941
  • পুজোর দিনক্ষণ অতি অবশ্যই থাকবেনা। বাকি দিনক্ষণ থাকুক। কিন্তু হিসেব করে দিন। বাঙালির প্রথম দশে বা মেরেকেটে প্রথম কুড়িতে থাকার মতো উল্লেখযোগ্য দিবস দিন। দুই বাংলারই।
  • hu | 83.58.28.165 | ১৮ জানুয়ারি ২০১৮ ০২:৫৬371942
  • কয়েকটা তারিখ থাকুক

    মোহনবাগানের শিল্ড জয় - ২৯শে জুলাই, ১৯১১
    পথের পাঁচালীর রিলিজ ডেট - ২৬শে আগস্ট, ১৯৫৫
    বিধবা বিবাহ আইন পাশ - ২৬ জুলাই ১৮৫৬
    সতী রেগুলেশন অ্যাক্ট পাশ - ৪ ডিসেম্বর ১৮২৯
  • S | 202.156.215.1 | ১৮ জানুয়ারি ২০১৮ ০৪:৩৯371943
  • আচ্ছা ইস্ট বেঙ্গল যে মোহনবাগানকে চারগোল দিয়েছিলো সেটা থাকবেনা?
  • T | 121.65.39.116 | ১৮ জানুয়ারি ২০১৮ ০৫:২৭371944
  • ১৯ শে সেপ্টেম্বর। আবোলতাবোল এর প্রথম প্রকাশ। বাঙালী জাতির দর্পণ।
  • T | 121.65.39.116 | ১৮ জানুয়ারি ২০১৮ ০৫:৩৩371945
  • এছাড়া একটা র‍্যান্ডম ডেট দাগানো থাক। যে তারিখে কেউ কিচ্ছুটি করেনি। ন্যাড়া ধূসর প্রান্তর তারিখ। সম্ভাবনাময়। নীচে লেখা থাকবে এইটে আপনার জন্য বরাদ্দ।
  • Atoz | 161.141.85.8 | ১৮ জানুয়ারি ২০১৮ ০৫:৪৯371947
  • বাঙালির মহাকাশযাত্রার একটা তারিখ থাকলে চমৎকার হত।
  • b | 135.20.82.166 | ১৮ জানুয়ারি ২০১৮ ০৭:১৪371948
  • না না, খিল্লি করছিলাম। ভালাই হচ্চে। সত্যেন দত্তের বাঙালী কবিতা থেকে টপ টেন লিস্টিটা করে নিলেই তো হয়। প্লাস অন্য কিছু।

    তবে তিন ভাগে করলে হয় নাঃ আদি যুগ/মধ্য যুগ/অন্ত্য যুগ? কাশীরাম দাস/কৃত্তিবাস ওঝা/জয়দেব/ হোসেন শাহ /রায় লখমনিয়া অর্থাৎ লক্ষ্মণ সেন (প্রেক্ষিতে তুর্কী বিজয়)/ এনারা বাদ যাবেন কেন?
  • কল্লোল | 233.227.47.169 | ১৮ জানুয়ারি ২০১৮ ০৮:৪২371949
  • পূজোকে পূজো ভাবলেই পূজো, না ভাব্লে উৎসব।
    ১৯ মে বরাক ভাষা শহীদ দিবস।
    কিন্তু আমার মনে হয় এসব কিছুই দেওয়ার দরকার নেই। যার কাছে যে যে তারিখ গুরুত্বপূর্ণ সে সেটা মনে রাখলেই হলো। মনে রাখা প্র্যাকটিস করুন।
  • dc | 57.15.178.154 | ১৮ জানুয়ারি ২০১৮ ০৯:১৭371950
  • ২ জুলাই ১৯২৪ঃ সত্যেন্দ্র নাথ বোসের জার্মান অনুবাদ (আইনস্টাইনের করা) ছাপানো হয় জার্মান ম্যাগজিন Zeitschrift fur Physik এ। এই পেপারের হাত ধরে গোড়াপত্তন হয় বোস-আইনস্টাইন স্ট্যাটিসটিকস এর।

    রেফঃ https://link.springer.com/article/10.1007%2FBF01327326
  • dc | 57.15.178.154 | ১৮ জানুয়ারি ২০১৮ ০৯:২০371951
  • আচ্ছা এই ক্যালেন্ডারটা কি অনলাইনে অর্ডার করা যাবে বা কোনভাবে বাই পোস্ট পাঠানো যাবে? আমি এমনিতে বই টই কিনিনা, পাইরেটেড বই পড়ি আর সিনেমা দেখি, তাও এটা হয়তো কিনতেও পারি।
  • lcm | 109.0.80.158 | ১৮ জানুয়ারি ২০১৮ ০৯:৩০371952
  • ১২ ডিসেম্বর (১৯১১) -- ক্ষমতার কেন্দ্রবিন্দু কলকাতা থেকে দিল্লি
    ----
    ২৮ ফেব্রুয়ারী (১৯৪৩) - হাওড়া ব্রিজ চালু হল
    ----
    ৯ আগস্ট (১৯৭৫) --- পশ্চিমবঙ্গে প্রথম টেলিভিশন টেলিকাস্ট
    ----
    ১৬ আগস্ট (১৯৪৬) - ডাইরেক্ট অ্যাকশন ডে, The Great Calcutta Killing... 4000+ people lost their lives and 100,000 residents were left homeless in Calcutta
    ----
    আরও একটা ১৬ই আগস্ট (১৯৮০) - ভারতীয় ফুটবলের কুখ্যাত দিন, 16 dies in riot between East Bengal and Mohun Bagan fans
  • aranya | 83.197.98.233 | ১৮ জানুয়ারি ২০১৮ ০৯:৩৪371953
  • অলিন্দ যুদ্ধ - বিনয়-বাদল-দীনেশ

    'আচ্ছা ইস্ট বেঙ্গল যে মোহনবাগানকে চারগোল দিয়েছিলো সেটা থাকবেনা?' - ৪ নয় ৫ গোল @S
  • b | 135.20.82.164 | ১৮ জানুয়ারি ২০১৮ ০৯:৪৮371954
  • ১৫ই আগস্টঃ দেশভাগ দিবস।
  • lcm | 109.0.80.158 | ১৮ জানুয়ারি ২০১৮ ১০:১০371955
  • আরও ধরো,
    ---
    ২৩ আগস্ট (১৮৮০) - শিলিগুড়ি-কালিম্পং টয় ট্রেন চালু
    ---
    ২১ এপ্রিল (১৯৭৫) - ফারাক্কা ব্রিজ ও বাঁধ চালু
    ---
    ৫ মার্চ (১৯৭৬) - প্রথম বইমেলার প্রথম দিন
    ---
  • kumu | 132.162.170.190 | ১৮ জানুয়ারি ২০১৮ ১০:২২371956
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম- ২৬ সেপ্টেম্বর ১৮২০
    ঐ,মৃত্যু– ২৯ জুলাই ১৮৯১
    লীলা মজুমদার জন্ম - ২৬ ফেব্রুয়ারি, ১৯০৮
  • pi | 57.29.157.99 | ১৮ জানুয়ারি ২০১৮ ১০:৫৪371958
  • বাহ।অনেক ভাল ভাল এসেছে।

    টি র ৫ঃ৩৩ থাকতেই হবে :P

    ডিসি, হুম, করা গেলে ভাল হয়।

    আচ্ছা, বারাসাত কালীকৃষ্ণ গার্লস স্কুল প্রতিষ্ঠার দিন পাওয়া যাবে? মেয়েদের প্রথম স্কুল। বেথুনেরও আগে।

    কাদন্বিনী গাঙ্গুলি, চন্দ্রমুখী বসুর গ্র্যাজুয়েশন তারিখ পাওয়া যাবে?

    ২ জুলাই, ১৯৯৯, সাউথ এশিয়ার প্রথম প্রাইড মার্চ, কোলকাতায়।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন