এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রমবর্ধমান বেশ্যাবৃত্তি :: সোশাল কনফ্লিক্ট :: ব্যবসার স্বীকৃতি দিতে কী সমস্যা ??

    একক
    অন্যান্য | ০৪ জানুয়ারি ২০১৮ | ১৩৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • একক | 53.224.129.63 | ০৪ জানুয়ারি ২০১৮ ১৫:১৮372231
  • পিটিদার দেওয়া লিংক টা নিয়ে অন্য টই কে ডিরেইল না করে এখানেই রাখলুম

  • একক | 53.224.129.63 | ০৪ জানুয়ারি ২০১৮ ১৫:২১372242
  • কলকাতায় বেশ্যা ও গিগোলো দের চাহিদা স্কাইরকেটিং এ কিনতুন খবর ?? এ এক আশ্চর্য শহর যেখানে লোকজন সব জানার পর খপ্পরে কাগজ জানতে পারে :):)

    বেলঘরিয়া থেকে ডানলপ থেকে সিঁথির মোর থেকে বাগবাজার ওদিকে সল্লেক ও সেদিকে ভবানীপুর সর্বত্র দেখবেন ছোট ছোট ফ্ল্যাট খোপে খোপে এসি খদ্দের ঢুকছে বেরুচ্ছে আর তোলা পৌঁছে যাচ্ছে সময় মতো পলিটিকাল লিডার কাম গুন্ডাদের হাতে । এছাড়াও আরও বিভিন্ন পেশা বেড়ে উঠেছে যেখানে সরাসরি বেশ্যাবৃত্তি নয় খানিক আর্ট এন্ড কালচারের নাম করে ঘুরিয়ে .। এই নিয়ে প্যানিক ছড়িয়ে কী লাভ ?

    যদি বেশ্যাদের কাজকর্ম লোকসমাজের বাইরে রাখতে চান তাহলে এক্ষুনি বেশ্যাবৃত্তি কে রেজিস্টার্ড ব্যবসার স্বীকৃতি দিন । তাহলে এমনিই কমার্শিয়াল কাজ রেসিডেন্সিয়াল প্লেসে করাযাবেনা । কমার্শিয়াল প্লট নিয়েই করতে হবে । যেটা করলে সমস্যার সমাধান হয় সেটা করবেনা মাঝখান থেকে চাট্টি কবি বেশ্যাদের নিয়ে কাঁদুনি গাইবে , কিছু ভদ্রলোক বলবে ওরা ভদ্রপাড়ায় আসছে কেন , ফেসবুকে দরদী প্রবন্ধ নাব্বে কিন্তু বেশ্যাবৃত্তিকে রিজেস্টারড বিজনেস করে মেকানাইজ করতে বললেই সওওওওব ঘরোয়া গরু মিলে সিঁদুরে মেঘ দেকতে শুরু করে !

    আর কবে আমরা এটা ডিরেক্ট ফেস করবো ?? সবাই চায় সমস্যা বাঁচিয়ে রাখতে । ব্যবসার স্বীকৃতি দিতে চ্যালেঞ্জেস কী আছে ? লাভ কী হতে পারে । আলোচনা হোক । আর দাবি উঠুক ।
  • dc | 132.174.175.51 | ০৪ জানুয়ারি ২০১৮ ১৬:৩৪372253
  • "বেশ্যাবৃত্তি কে রেজিস্টার্ড ব্যবসার স্বীকৃতি দিন" - একমত।
  • de | 24.139.119.171 | ০৪ জানুয়ারি ২০১৮ ১৬:৪৩372264
  • একমত - সার্ভিস প্রোভাইডার হিসেবে রেজিস্টার্ড বিজনেস হওয়াই উচিত -
  • amit | 149.218.43.48 | ০৪ জানুয়ারি ২০১৮ ১৬:৫৬372267
  • একমত। কিন্তু আমাদের ইনবর্ন হিপোক্রেসি সামলে বেড়ালের গলায় ঘন্টা কে বাধে সেটাই প্রশ্ন।
  • কল্লোল | 116.203.152.212 | ০৪ জানুয়ারি ২০১৮ ১৭:৫৭372268
  • এটাই তো দুর্বারের প্রথম দাবী। কিন্তু তাতে যেসব নেতারা, পুলিশরা এখান থেকে পয়সা পায় তারা খুব ক্ষমতাশালী। তারা এটা হতে দিচ্ছে না।
  • একক | 53.224.129.63 | ০৪ জানুয়ারি ২০১৮ ২০:০৮372269
  • কল্লোলদা

    শুধু নেতা আর পুলিশ দের দোষ দিয়ে লাভ নেই । ওরা অপস্সই টাকা খেঁচার জন্যে এই অব্যবস্থা চালিয়ে যেতে চায় সে নিয়ে কোনো সন্দেহ নেই । কিন্তু আসলে একদম গ্রাউন্ড লেভেলে মানুষের মনে চূড়ান্ত ভুলভাল পারসেপশন রয়েছে । যে কারনে নেতারা এসব ইস্যুতে বিগার মাসের ভোট পায় । খেয়াল করে দেখবে অধিকাংশ লোক দুর্বার বা কোনো এরকম এনজিও তে ডোনেট করতে রাজি , সমস্যা নিয়ে আহা উহু করে এমনকি হয়ত অফ টাইমে দুর্বারের সঙ্গে গিয়ে হাত ও বাঁটে , কিন্তু যেই পূর্ণ ব্যবসায়িক স্বীকৃতির কথা বলবে অমনি ঝুলি থেকে বেড়াল বেরুবে .... অদ্ভূত অদ্ভূত যুক্তির অবতারণা হবে । কিছু তুলে ধরছি

    ১ ) সমাজ উচ্ছন্নে যাবে
    ২) রেজিস্টার্ড হলেও যৌন ব্যবসা মানেই শোষণ । কাজেই একে নির্মূল করুন ।
    ৩) সবাই বেশ্যাবৃত্তিতে নাবলে সেটা কি ভালো হবে ? আপনার মে বউ যদি বেশ্যা হতে চায় সম্মানজনক পেশা হিসেবে তাহলে মেনে নেবেন
    ??

    এইসব প্রশ্ন উঠতে দেখেছি । আমার মনে হয়েছে এই সব প্রশ্নের মূলে রূয়েছে একটা মধ্যবিত্ত লিবারাল ভন্ডামি তা হলো " সব কাজ সমান , কেও ছোট নয় " । এবার যেই তুমি বেশ্যাবৃত্তিকেও একটা "কাজ " হিসেবে স্বীকৃতি দেবে অমনি তাকেও ডাক্তারি ওকালতি চাকরিজীবীর "সমান" ভাবতে বা এটলিস্ট মুখে স্বীকার করতে হবে এবং কাওকে সেটা করতে মরালি বাধা দেওয়ার জায়গা থাকবে না । অথচ সেটা মেনে নেয়াও সম্ভব না ।

    এই জায়গায় দাঁড়িয়ে , গোল গোল করে ঘুরেই চলেছে !
  • Gst | 56.152.45.216 | ০৪ জানুয়ারি ২০১৮ ২২:১২372270
  • স্ত কোতো % থক্বে ? ২৮ না ১২?
  • Gst | 56.152.45.216 | ০৪ জানুয়ারি ২০১৮ ২২:১৫372271
  • Gst কতো % থাকবে ? ১৮ না বারো? ইনপুট ক্রেডিট পাওয়া যাবে ?
  • কল্লোল | 233.227.57.91 | ০৫ জানুয়ারি ২০১৮ ০৯:২৭372232
  • একক কে শেষ প্যারার জন্য ক্ক।
    আমি তো এটাও শুনিনি যে আমার ছেলেমেয়ে ঝাড়ুদার হোক। অবশ্য কর্পোরেটে ঝাড়ুদারদের ম্যাঞ্জার হতে আপত্তি নাই।
  • বাবুরাম সাপুড়ে | 69.97.157.54 | ০৫ জানুয়ারি ২০১৮ ১৬:২৬372234
  • দেহব্যাবসা তো আইপিসি অনুযায়ী অপরাধ, এটাকে আইনি স্বীকৃতি দিতে গেলে তো পার্লামেন্টে নতুন বিল আনতে হবে?
    কোন রাজনৈতিক দল সেটা করতে পারবে? করলে পরেরবার ভোট পাবে?
  • কল্লোল | 233.191.44.10 | ০৫ জানুয়ারি ২০১৮ ১৭:০০372235
  • দেহ ব্যবসা বেআইনি নয়।
  • PT | 126.193.135.70 | ০৭ জানুয়ারি ২০১৮ ০৮:০৪372236
  • তাহলে কন্যাশ্রী ঠিক কোন উপকারে লাগছে? এই সব কন্যারা কি কন্যাশ্রী নামক ব্যবস্থার ঢপত্ব প্রমাণ করছে?
  • aranya | 83.197.98.233 | ০৭ জানুয়ারি ২০১৮ ০৮:১৮372237
  • না, তা প্রমাণ করছে না। কন্যাশ্রী প্রকল্প-ই যথেষ্ট নয়, সেটা প্রমাণ করছে। কাজের সুযোগ, কর্মসংস্থান দরকার, এটাও প্রমাণ করছে।

    কন্যাশ্রী প্রকল্পে অনেক মেয়েই উপকৃত হচ্ছে। মমতা হয়ত শুধু ভোটের কথা ভেবেই প্রকল্প-টি করেছেন, কিন্তু কমবয়েসী মেয়েদের, বিশেষতঃ প্রান্তিক, দরিদ্র পরিবারের মেয়েদের নিশ্চিতভাবেই কিছু লাভ হচ্ছে।

    এই প্রকল্প-টার সাথে বিভিন্ন ক্লাব-কে দান খয়রাতি করে টাকা দেওয়ার তফাৎ আছে।
  • PT | 126.193.135.70 | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:০৫372238
  • "The first is an Annual Scholarship of Rs. 750/- to be paid annually.........."
    ..........the scheme is open only to girls from families whose annual income is Rs. 1,20,000/- or less"

    প্রতি মাসে তেষট্টি টাকায় "প্রান্তিক, দরিদ্র পরিবারের মেয়েদের" বা যাদের পারিবারিক আয় আজকের দিনে মাসে দশ হাজারের কম, ঠিক কি রকম উপকার হয় সেটা বহুদিন ধরেই অনুধাবন করার চেষ্টা করে যাচ্ছি। দেহ ব্যবসারের সঙ্গে জুড়ে থাকা কন্যাদের একটা বড় অংশই বোধহয় "প্রান্তিক, দরিদ্র পরিবারের" থেকেই আসে।

    আমার রিক্সাচালকের মেয়ের ক্লাস এইটের বই কেনার ক্ষমতা নেই। সে একে ওকে ধরে বই কেনার চেষ্টা চালাচ্ছে। তার সঙ্গে খানিক কথা বললে, ঢক্কানিনাদের তুলনায় কন্যাশ্রীর ঢপত্ব ছুঁয়ে দেখা যায়।
  • aranya | 83.197.98.233 | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:১৪372239
  • ছাত্রীদের সাইকেল দেওয়াটা কন্যাশ্রীর অঙ্গ নয়?
  • aranya | 83.197.98.233 | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:২৪372241
  • সাইকেল বোধহয় অন্য কোন প্রকল্পে দেওয়া হয়। কন্যাশ্রী সম্বন্ধে এই দুটো পেলাম -

    The first is an Annual incentive of Rs. 750/- to be paid annually to the girls in the age group 13 to 18 years (studying in Class VIII equivalent or above for every year that they remained in education, provided they are unmarried at the time.

    The second is a One-Time Grant of Rs. 25,000/-, to be paid after a girl turns 18, provided that she was engaged in an academic or occupational pursuit and was unmarried.

    বছরে ৭৫০ টাকা খুবই কম। তবে ১৮ বছর বয়সে ২৫,০০০ টাকাটা, যদি অপব্যবহার না হয়, কলেজে পড়ার জন্যই খরচ হয়, সেটা তো খারাপ নয়
  • PT | 126.193.135.70 | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:৩০372243
  • আমি যা অল্প-স্বল্প যা শুনি তাতে ঐ ২৫০০০ বরপণ হিসেবে জনপ্রিয় হয়েছে ও কাজেও লাগছে। টাকা (সম্ভবতঃ এককালীন) পেয়ে যাওয়ার পরে "academic or occupational pursuit" ছেড়ে দেওয়া যায় আর বিয়ে করতেও কোন অসুবিধে নেই।
  • aranya | 83.197.98.233 | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:৫৪372244
  • বরপণ হিসাবে ব্যবহার হলে, ইউজলেস। আশা করি, কিছু ক্ষেত্রে অন্তত কলেজ এডুকেশনের জন্য ব্যবহার হচ্ছে।

    সাইকেল (যে প্রকল্পেই দেওয়া হোক), নাকি ভালই কাজে লাগছে। মেয়েরা সাইকেল করে স্কুলে যাচ্ছে, যেখানে আগে হেঁটে যেতে হত। স্কুল আওয়ার্সের বাইরে পরিবারের অন্যদেরও কাজে লাগছে
  • sm | 116.203.142.163 | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:৫৭372245
  • পিটি,নিন্দুকেরা নিন্দা করবেই। যে অবস্থাই হোক না কেন? আপনি যথার্থ বলছেন ও চালিয়ে যান।
    তবে শুনেছি, বামেরা ফ্রি তে একটা টেস্ট পেপার ও দিতো না।
    ভাবতো, টেস্ট পেপার বিক্রির টাকায় যদি, ছাত্ররা বিড়ি খায়! বিচক্ষণ দল ছিল তো! দেখো ও জনগণ হাড়ে হাড়ে ফিল করে।
  • sm | 116.203.142.163 | ০৭ জানুয়ারি ২০১৮ ০৯:৫৮372246
  • #এখন ও
  • aranya | 83.197.98.233 | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:০০372247
  • 'তবে শুনেছি, বামেরা ফ্রি তে একটা টেস্ট পেপার ও দিতো না' - এটা ঠিক নয়। বাম আমলেও অভাবী মানুষকে সাহায্যের প্রকল্প ছিল
  • PT | 126.193.135.70 | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:০৯372248
  • অরণ্য
    সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়। সম্ভবতঃ ছেলে-মেয়ে সকলেই পায়, তবে শুধুমাত্র রাজ্য সরকারের ও অনুদান-প্রাপ্ত স্কুলের। পব-র সেন্ট্রাল স্কুলের ছাত্র-ছাত্রীরা সম্ভবতঃ এই সাইকেল পায়না।

    sm
    কন্যাশ্রী প্রকল্পের শুরু বাম আমলে। সেই ডকুর লিং আগে দিয়েছি। বাম আমলের বিধবা ভাতা, বেকার ভাতা ইত্যাদি নিয়ে বিস্তর হাসা-হাসি চলত। এখনকার প্রকল্প নিয়ে বেশী খিল্লী করলে অম্বিকেশ দাওয়াই জুটতে পারে ভেবে অনেকেই রামগরুরের ছানা হয়ে আছে।
    তবে কিছু লিখে ফেলার আগে দয়া করে ইতিহাস চর্চা প্র্যাকটিস করুন। তাহলে উল্টোপাল্টা লেখার হাত থেকে নিজেই নিজেকে বাঁচাতে পারবেন।
  • aranya | 83.197.98.233 | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:১১372249
  • আচ্ছা, সবুজ সাথী, থ্যাংকস
  • sm | 116.203.142.163 | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:১৮372250
  • কন্যাশ্রী প্রকল্পে বাম আমলে প্রচুর লোক বর পণ দিয়েছে এই সত্য টা তো! ভুলে গেইছিলুম।
  • PT | 126.193.135.70 | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:২১372251
  • যতদূর জানি বাম আমলে এককালীন ঐ রকম কোন টাকা দেওয়া হত না।
  • sm | 116.203.142.163 | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:২৮372252
  • এই যে বললেন, শুরু হয়েছিল, বাম আমলে?
    মানে শুরু হয়েছিল কিন্তু টাকা দিতো না, এই তো!
    আজকাল তিনো আমলে কন্যাশ্রী প্রকল্পের টাকা নিয়ে লোকজন বর পণ দেয় এই তো!
    একদম কিলিয়ার।
  • aranya | 83.197.98.233 | ০৭ জানুয়ারি ২০১৮ ১০:৩১372254
  • sm, এর মানে হচ্ছে, বাম আমলে ঐ ১৮ বছর বয়সে এককালীন থোক টাকা দেওয়া হত না
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন