এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্ট্যান্ড আপ কমেডি

    তাপস
    অন্যান্য | ১৮ মার্চ ২০১৮ | ২৮৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | 233.190.70.181 | ১৯ মার্চ ২০১৮ ০০:৪০372933
  • pinaki | 90.254.154.67 | ১৯ মার্চ ২০১৮ ০০:৫৪372934
  • আগে খুব টিভিএফ Qutiyappa দেখতাম। এখন ওরা ওয়েব সিরিজ বানায় আর কিছু স্কেচ। ওদের কমেডিতেও পলিটিকাল এলিমেন্ট কম। তবে কিছু ওয়েব সিরিজ বেশ ভালো। বিশেষতঃ পার্মানেন্ট রুমমেট আর পিচার্স। অন্যান্যর মধ্যে 'টেক কনভার্সেশন উইথ ড্যাড' বা 'চায়ে সুট্টা ক্রনিকল' ও বেশ ভালো। এআইবি কিছু মাস আগে Can you not বলে একটা সিরিজ করেছিল আর হটস্টার এ কারেন্ট অ্যাফেয়ার্স এর ওপর একটা শো নামিয়েছিল। দ্বিতীয়টা পলিটিকাল ছিল অনেকটাই। টিভিএফ আর এআইবির একটা বড় অডিয়েন্স হল কলেজ স্টুডেন্ট, বিশেষতঃ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা। টিভিএফ এই পালসটা ভালো ধরতে পারে কারণ ওদের মধ্যে অনেকগুলো এক্স আইআইটিয়ান আছে। এরা দুটো গ্রুপই বলিউডের সাথে গা ঘষাঘষি করে চলে। শারুখ টারুখের মত লোকজন এদের মাধ্যমে নিজেদের মুভির প্রোমো করে। এবং সেখানে শারুখকে নিয়ে বাজে খিল্লিতে শারুখ নিজে হৈ হৈ করে পার্টিসিপেটও করে। ওরা আরও উঁচুদরের খেলোয়াড়। তবে এআইবি সলমনের কাছে বাজে কেস খেয়েছিল রোস্ট এর সময়। তারপর বহুদিন বলিউডে এন্ট্রি পায় নি। এখন আমার মনে হয় আবার ঠিকঠাক হয়ে গেছে। তবে কিছুদিন আগে এআইবি একটা ভালো কাজ করেছে। একমাসের একটা রেসিডেন্সিয়াল স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপ। বেশ ভালো লেগেছিল আইডিয়াটা।
  • pinaki | 90.254.154.67 | ১৯ মার্চ ২০১৮ ০০:৫৮372935
  • তবে পলিটিকাল স্ট্যান্ড আপে আমার বেশ ভালো লাগে ড্যানিয়েল ফার্নান্ডেজ।

  • Tim | 140.126.225.237 | ১৯ মার্চ ২০১৮ ০১:১২372936
  • S,
    সবকিছু সবার দেখার দরকার নেই মানছি, শুধু টার্গেট অডিয়েন্স জানলেই হয়। এ আই বি, বরুণ গ্রোভার এদের আমি দেখেছি, এ আই বির তন্ময় ভাট বেশ ভালো কাজ করছে বলে আমার মনে হয়। স্ট্যান্ড আপ আমার খুবই পছন্দের জিনিস, গতকালও ট্রেভর নোয়ার একঘন্টার প্রোগ্রাম দেখলাম নেটফ্লিক্সে। তাই অনুভব পাল কাদের কেটার করছেন সেটা জেনে গেলেই আমার জন্য নয় ভেবে নিতে পারি, অসুবিধে নেই।

    বাঙালীদের এই স্টিরিওটাইপিং খুবই পুরোনো বাসি জিনিস, একটা কেতাদুরস্ত ইংরেজি বলা লোক, আরো চাট্টি "এনলাইটেন্ড" লোকের ঠেকে এইগুলো দিয়ে ছয় মিনিট কাটিয়ে দিলো। হলে থাকলে হয়ত এইসব পেরিয়ে অন্য কী আছে জানতে পারতাম। যাগ্গে।
  • S | 194.167.2.96 | ১৯ মার্চ ২০১৮ ০৩:১৪372937
  • ঐ কেতাদুরস্ত ইংরাজি বলা নিয়েই যে জোকটা ছিলো সেটা হয়তো আপনি মিস করে গেছেন।
  • Tim | 108.228.61.183 | ১৯ মার্চ ২০১৮ ০৩:৫৮372938
  • ছয় মিনিটের মধ্যে আছে যেটা, ঐ ব্রিটিশ ভারত ছেড়ে গেছে ইত্যাদি তো? তাইলে মিস করিনি। দেখুন এগুলো সেই "ওগো বধূ সুন্দরী"র সময়ের জিনিস, ২০১৮ সালে হাসি পেলোনা। ঐ অনুষ্ঠানে তো রাজদীপ সরদেশাই বলেছেন শুনলাম (ঐ ছ মিনিটেই রেফারেন্স আছে)। যাই হোক, আমার ভালো লাগেনি, হয়ত এক্সপেক্টেশন বেশি ছিলো।
    কয়েক বছর আগে নর্থ ক্যারোলিনায় দুগ্গাপুজোর ফাংশনে চন্দ্রবিন্দু যখন গাইতে আসে, সেখানে চন্দ্রিল গানের বিরতিতে টুকরো টুকরো কথা বলছিলেন। এখন ভেবে দেখছি বাংলায় বলা সেই টুকরোগুলোর মধ্যে স্ট্যান্ড আপ কমেডির সমস্ত গুণই ছিলো।
  • S | 194.167.2.96 | ১৯ মার্চ ২০১৮ ০৪:১৩372939
  • আম্রিগাতে যাদের কমেডি দেখেছি, তাদের মধ্যে লুই সিকে খুব ভালো ইউনিক মেটিরিয়াল নিয়ে আসেন। এছাড়া ক্রিস রক, আজিজ আনসারি, কেভিন হার্টস, এমি শুমারের কাজ খুব ভালো। অবশ্যি এমি শুমার নাকি জোক্স চুরি করেছে শুনলাম।

    পলিটিকাল কমেডিয়ান/কমেন্টেটরদের মধ্যে জন স্টিউয়ার্ট, বিল মাহর, কোলবার্ট, জন ওলিভার, সমান্থা বি, আজকাল জিমি কিমেল ভালো কাজ করছেন।

    ইন্ডিয়ার জাকির খান খুব ভালো করছে। অবশ্যি ওর কাব্যি আরো ভালো।
  • S | 194.167.2.96 | ১৯ মার্চ ২০১৮ ০৪:১৭372940
  • চন্দ্রবিন্দুর চন্দ্রিল আর অনিন্দ্যের কথা শুনতে ভালো লাগলেও, কোথাও একটা হোলিয়ার দ্যান দাউ থাকে। মানে দেখো আমরা কত বুদ্ধিমান টাইপের ব্যাপার।

    চন্দ্রিলের কথা খুব মজার লাগে। কিন্তু চন্দ্রিল কখনই নিজেকে নিয়ে কমেডি করেনা। শুধু বাঙালী মধ্যবিত্ত সমাজের ক্ষুঁত বার করা। ফলে ওর মজার কথাগুলো যেন কোথাও বকা টাইপের লাগে শুনতে।
  • Tim | 108.228.61.183 | ১৯ মার্চ ২০১৮ ০৪:৩৯372941
  • চন্দ্রবিন্দু/চন্দ্রিল সম্পর্কে একমত।

    আমার মনে হয় এই মুহূর্তে ভারতীয়রা বেশ ভালো কাজ করছে কমেডিতে। সিনেমাতেও অনেক নতুন ফ্লেভার এসেছে। স্টেডি ফ্লো আছে নতুন শার্প অভিনেতার, পরিচালকের। স্টারকেন্দ্রিক ছবি হয়ত একটু কম, চরিত্রাভিনেতাদের কদর বেড়েছে। সেদিন কি একটা কথায় যেন বললাম হলিউডের থেকে হিন্দী সিনেমায় ভ্যারাইটি এখন অনেক বেশি, ডেপ্‌থও। অন্যান্য আঞ্চলিক ভাষার কথা তো ছেড়েই দিলাম।
  • S | 194.167.2.96 | ১৯ মার্চ ২০১৮ ০৪:৫১372943
  • হিন্দি আর ইংরাজিতে প্রচুর স্ট্যান্ড আপ কাজ হচ্ছে ইন্ডিয়াতে। আর এরা খুব বুদ্ধি করে এই দুই ভাষায় মেটিরিয়াল মিস্কিঙ্গ করে। সেটা বেশি ইন্টারেস্টিঙ্গ লাগে। তবে এসব মেটিরিয়ালই দিল্লি আর মুম্বাইএর জনগনের জন্য তৈরী করা। বাকিরা আউট অব প্লেস মনে করতে পারেন।

    এই সব কিছুই বোধয় শুরু করেছিলেন জসপাল ভাট্টি। লোকটা সময়ের অনেক আগে চলে এসেছিলেন। উনার ফ্লপ শোর কন্টেন্ট যেকোনও কমেডি রাইটারের কাছে ট্রেজার।

    আম্রিগার সিনেমার অবস্থা ২০০৭এর রাইটার স্ট্রাইকের পরে আর ফেরেনি। আজকাল বেশিরভাগই অ্যানিমেশন, সুপারহিরো ফিল্ম, বা সিকুয়েল। তবে নতুন প্রজন্ম বোধয় এইসব সিনেমাই বেশি পছন্দ করে। সেই দিক থেকে টিভির অবস্থা দারুন ভালো হয়েছে। এতো ভ্যরাইটি শো বোধয় বিগত তিরিশ বছরেও ছিলোনা।

    বলিউডে যেমন একদিকে মসানের মতন সিনেমাও তৈরী হচ্ছে, অন্যদিকে মেইনস্ট্রিম সিনেমার অবস্থা খুব খারাপ। আমি অনেকদিন অনেক হিন্দি সিনেমা শুরু করে পাঁচ মিনিটও দেখতে পাইনি।
  • Tim | 108.228.61.183 | ১৯ মার্চ ২০১৮ ০৬:১৩372944
  • হ্যাঁ আম্রিকার টিভি মন্দ নয়। নারকোস বেশ ভালো লাগছে, দেরিতে শুরু করলাম। গেম অফ থ্রোনস ও ভালো ছিলো। বিগ ব্যাং থিওরি দেখতাম একসময় খুব। ডকুমেন্টরি তো আছেই।

    মসান ভালো হয়েছে? দেখবো দেখবো করে দেখা হয়নি। আমার উড়তা পঞ্জাব বেশ ভালো লেগেছে। নিউটনও ভালো লেগেছিলো। ফিল্মিস্তান বলে একটা ছবি হলো কদিন আগে। ট্রাই করতে পারেন না দেখে থাকলে। আমার মনে হয় মেইনস্ট্রীম হিন্দি ছবির পাশে অন্যরকম, বুদ্ধিদীপ্ত ছবি করার, ভাবানোর লোকও আছে এখন ইন্ডাস্ট্রিতে। তারপর আবার শর্ট ফিল্ম হচ্ছে বেশ ভালো ভালো। আশাবাদী হওয়াই যায়।
  • S | 194.167.2.96 | ১৯ মার্চ ২০১৮ ০৬:৪০372945
  • আম্রিগান টিভির কমেডির মধ্যে তিনটে আমার খুব প্রিয়ঃ অ্যারেস্টেড ডেভালাপমেন্ট, মডার্ণ ফ্যামিলি, আর ব্ল্যাকিশ। অ্যারেস্টেড ডেভালাপমেন্ট দারুন, দারুউউউন। এতো মাল্টাই-লেয়ার্ড কমেডি খুব কম হয়েছে। কিন্তু বুঝতে গেলে একটু আম্রিগান কালচারাল ব্যাকগ্রাউন্ড থাকা দরকার।
  • Tim | 140.126.152.146 | ১৯ মার্চ ২০১৮ ০৭:৩৮372946
  • আরিব্বাস জুলিয়া ড্রাইফাস আছে এতে? দেখতে হবে তো
  • S | 194.167.2.96 | ১৯ মার্চ ২০১৮ ০৭:৪৬372947
  • জুলিয়া ড্রাইফাসের তেমন বড় রোল নেই। উনাকে দেখতে গেলে ভীপ দেখতে হয়। ভীপের টোনি হেলের ভালো রোল আছে অ্যারেস্টেড ডেভালাপমেন্টে।
  • Tim | 140.126.152.146 | ১৯ মার্চ ২০১৮ ০৭:৪৮372948
  • এমি অ্যাক্সেপ্টেন্স এ টোনি হেলকে দেখলাম। দারুন মজার। আমি ছোট ছোট ক্লিপ দেখলাম। দেখার ইচ্ছে রইলো।

    কিন্তু আমরা স্ট্যান্ড আপ কমেডি থেকে সরে যাচ্ছি।
  • S | 194.167.2.96 | ১৯ মার্চ ২০১৮ ০৯:৫২372949
  • সব কথার সঙ্গে যদিও একমত নইঃ



  • রিভু | 114.191.245.191 | ১৯ মার্চ ২০১৮ ১১:০৩372950
  • অনুভব পালেরটা কি করে বাংলা ইংলিশ মেশানো হলো। ইংরিজির মধ্যে দু চারটে বাংলা ছুঁড়ে দেওয়া। থ্রোয়িং ন্যাচারাল লাগেনি, কন্টেন্ট খুবই কমন, একটা দুটো বাদে পাঞ্চ লাইনও তেমন স্ট্রং নয়। মোটের উপর ভাল্লাগেনি তেমন।

    অবাক কল্লে ভারুন গ্রোভার। কিরকম ল্যাদ খেতে খেতে ফাট ফাট করে চাবুকের মতো কথা গুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। টোটালি আনেক্সপেক্টেড, এবং সেইজন্যেই প্রবাবলী এতো মজা পেয়েছি। ঐযে বলছে কমেডি কি নিয়ে করবো সারা দেশে যা ঘটছে তাইতো কমেডি সেই ল্যাদটা ওর ডেলিভারিতে একদম স্পষ্ট। ফলো করছি কিন্তু দুতিনটের বেশি ভিডিও পাইনি স্ট্যান্ড আপের। কারো সংগ্রহে থাকলে জানাবেন প্লিজ।
  • T | 165.69.191.252 | ১৯ মার্চ ২০১৮ ১১:২৫372951
  • এই অনুভব পালের খাজাস্য খাজা জিনিস কি করে চলে মাইরি। ধুসস।
  • S | 194.167.2.96 | ১৯ মার্চ ২০১৮ ১১:৫২372952
  • অনেকে দেখছি এই টইতে এসে জীবনে প্রথম ভরুন গ্রোভারের কমেডি দেখে কমেডির ক্রিটিক হয়ে গেছে। ওভারকনফিডেন্ট জনতা কি আর গাছে ফলে।
  • S | 194.167.2.96 | ১৯ মার্চ ২০১৮ ১২:০৩372954
  • পারলে জাকির খান শুনুন। একেবারেই অন্য ঘরানার কাজ।

    https://www.youtube.com/user/zakirkhan208
  • S | 194.167.2.96 | ১৯ মার্চ ২০১৮ ১২:০৪372955
  • আরো আছে। কন্নান গিল আর বিস্বা। এরা এখন এআইবির থেকেও মনেহয় বেশি ফেমাস।
  • S | 194.167.2.96 | ১৯ মার্চ ২০১৮ ১২:০৮372956
  • ইউটিউবে ভালো করে সার্চ করলে ভরুন গ্রোভারের প্রচুর ভিডিও পাওয়া যায়।
  • তাপস | 52.110.146.111 | ১৯ মার্চ ২০১৮ ১৭:১৯372957
  • আমি খুব বেশিদিন ধরে স্ট্যান্ডাপ কমেডি দেখছি না। আমার দেখা শুরু জাকির খানকে দিয়ে। অসম্ভব উইট। কিন্তু তারপর গ্রোভারদের দেখলাম। জাকিরের আমি যে কটা দেখেছি, সবই ভাল, কিন্তু পলিটিক্স নেই। এখন সবার সব কিছুতে পলিটিক্স থাকতে হবে তা নয়, তবে আমার প্রেফারেন্স বরুণরা।
  • তাপস | 52.110.146.111 | ১৯ মার্চ ২০১৮ ১৭:৫৮372958








  • কমন পড়ে গেল কিনা জানি না!
  • রিভু | 182.56.10.101 | ১৯ মার্চ ২০১৮ ১৮:৪৬372959
  • বাপরে। অনুভব পালের আর্মি আছে দেখছি। সেলফ ডিক্লেয়ার্ড আশা করি। বাবু যত বলে পরিষদ গণে বলে তার শতগুণ ।

    এনিওয়ে, আপনি দেখুন স্যার। বারণতো কেউ করেনি। সুইপিং জাজমেন্টও দিতে থাকুন। সেটা যে এক্সপেক্টেড ওই ভিডিওটা দেখেই বুঝলুম।
  • রিভু | 182.56.10.101 | ১৯ মার্চ ২০১৮ ১৮:৪৯372960
  • পারিষদ দল। লেখার পর খটকা লাগলো, চেক কল্লুম।
  • S | 194.167.2.96 | ১৯ মার্চ ২০১৮ ২৩:৩১372961
  • জাকিরের কমেডিতে পলিটিক্স নেই। ভরুনের কমেডিতে সবটাই পলিটিক্স। এআইবি এখন পলিটিক্স নিয়ে প্রায় কোনও কমেডিই করেনা। কেন?

    কারণ বিভিন্ন লোকের কমেডির স্টাইল আলাদা। মোটিভেশনও আলাদা। তাছাড়া পলিটিকাল শেল্টার আলাদা।

    অনেকগুলো ভিডিওর লিন্ক দিয়েছি। আলোচনার। সেগুলো দেখুন। তাহলে বুঝতে পারবেন কেন কেউ পলিটিক্স নিয়ে ইন্ডিয়ায় কমেডি করতে চায়্না।
  • Anamitra Roy | ২০ মার্চ ২০১৮ ০০:০৩372962
  • আমাজন প্রাইম ভিডিওস-এ অনেকগুলো স্ট্যান্ড আপ আছে। বিশ্বকল্যাণ রথ (বিশ্বা) -এর শো টাও রয়েছে। ড্যানিয়েল ফার্নান্ডেজ আমার খুবই ভালো লাগে। ওর সোলো একঘন্টার শো কোনোদিন আমাজনে পাওয়া যাবে এরকম আশায় আছি। ইআইসি আউটরেজের প্রথম সিজন টাও আছে প্রাইমে। রীতিমতো ভালো। এআইবির লাস্ট পলিটিকাল কন্টেন্ট বোধহয় ওই অন এয়ার সিজন ২ এর সময় লেখা। শো টা হটস্টার -এ পাওয়া যায়।
  • S | 202.156.215.1 | ২০ মার্চ ২০১৮ ০১:০৪372963
  • আরেকটা খুব সাংঘাতিক ব্যাপার আছে স্ট্যান্ডাপ বা যেকোনও কমেডিতে। সেটা হলো ব্যাকগ্রাউন্ড লাফটার (লাফ ট্র্যাক)। এটা যত বেশি থাকবে, আপনার হাসিও তত বেশি আসবে।

    দেশে বিদেশে যত কমেডি হয় সেগুলোর বেশিরভাগ ভিডিওতেই পোস্ট শো/প্রোডাকশান লাফ ট্র্যাক মিক্সিং করা হয়। সেটা অন্য শো থেকে নিয়েও হতে পারে বা একই শোয়ের অন্যসময়ের লাফটার নিয়েও করা হয়। বা অনেক সময়ে লাইভ অডিয়েন্সের লাফটারের ভলিউমটা বাড়ানো থাকে। বা কিউ দেওয়া হয়।

    ফলে অনেক ভালো স্ট্যান্ডাপ আপনার ভালো নাও লাগতে পারে যদি ব্যাকগ্রাউন্ডে হাসি না থাকে। আবার অনেক খাজা কমেডিও ভালো লাগতে পারে যদি আপনাকে দেখানো/শোনানো হয় যে দর্শকরা খুব হাসছে। আমরা বেশিরভাগ লোক যেকোনও কমেডির মান নির্ণয় করি এই লাফট্র্যাক দিয়েই।

    ফ্রেন্ডস বা বিগ ব্যাঙ্গ থিয়োরির কমেডির মান খুবেকটা ভালো ছিলোনা। অন্তত দশ সিজন চালানোর মতন না। পরেরদিকে খুব রিপিটেটিভ লাগতো। তবুও আমাদের ভালো লেগেছে ঐ লাফ ট্র্যাকের খুব ভালো মিক্সিঙ্গের জন্য। বিগ ব্যাঙ্গ থিয়োরি লাইভ অডিয়েন্সের সামনে পারফর্ম করা হতো এবং ওরা দাবী করেছে যে সব হাসি জেনুইন। কিন্তু একটু ভালো করে দেখলে আর শুনলে বোঝা যায় যে দ্যাট মে নট বি এন্টায়ারলি ট্রু।

    সেইজন্যই বলছি যে অ্যারেস্টেড ডেভালাপমেন্ট দেখুন। এটা আম্রিগান টিভির সর্বকালের সেরা কমেডি শো। কিন্তু কোনও লাফ ট্র্যাক নেই। আর একটু অ্যাডভান্সড। ফলে তেমন পপুলার হয়নি। এরকম কিছু শো দেখলে তারপরে আসল কমেডিকে লাফ ট্র্যাক থেকে আলাদা করতে পারবেন।
  • S | 202.156.215.1 | ২০ মার্চ ২০১৮ ০১:২২372965
  • বাংলায়ও স্ট্যান্ডাপ হয়। চেনাজানা নামেদের মধ্যে খরাজ, বিশ্বনাথ, কাঞ্চন, এছাড়া মিরাক্কেলের পপুলার জনতারা সবাই নিয়মিত স্ট্যান্ডাপ করে। মাচার শোতে এদের প্রচুর ডিমান্ড আছে আর টাকাপয়্সাও ভালো দেয়।

    কিন্তু সেসব নাক উঁচু লোকেদের জন্য নয়। আর এরা ইংরাজিটা ভালো জানেননা বলে হয়তো কর্পোরেট শো পায়্না। এমনিতেই কোলকাতায় কর্পোরেটই কম (কোলকাতার বাইরে বাকি বাংলায় তো নেইই)। আর যেগুলো আছে সেখানে হিন্দি বোধয় বেশি অ্যাক্সেপ্টেবল ল্যাঙ্গুয়েজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন