এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৮-১৯

    b
    অন্যান্য | ১৬ জুলাই ২০১৮ | ২২৬০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 2390012.189.892312.13 | ২৫ সেপ্টেম্বর ২০১৮ ২০:০১377253
  • এটা কী খেলা? ইরানের অনুর্ধ্ব ১১ র সঙ্গে ভারতীয় ফুটবল টিমের ম্যাচ ছিল?
  • aranya | 560123.148.1256.34 | ২৫ সেপ্টেম্বর ২০১৮ ২০:৫৬377254
  • অনূর্দ্ধ ১৬, AFC কাপ।
  • aranya | 3478.160.342312.238 | ২৮ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৩১377255
  • বাচ্চারা কোয়ার্টার ফাইনালে, ১৬ বছর পর। সামনে দক্ষিণ কোরিয়া, খুবই কঠিন ম্যাচ
  • aranya | 3478.160.342312.238 | ১৪ অক্টোবর ২০১৮ ০৭:৪২377256
  • আপনারা পাত্তা দিচ্ছেন না বটে, ভারত কিন্তু সত্যিই ভাল খেলছে। অনূর্ধ ১৬ এ এফসি কাপে, দক্ষিণ কোরিয়ার কাছে ১-০ হারল, একটু ভাগ্য সহায় হলে জিতেও যেতে পারত।
    ২০২৬-এ সিনিয়র বিশ্বকাপ মূলপর্বে কোয়ালিফাই করার হাই চান্স, মিলিয়ে নেবেন।

    সিনিয়র দল-ও খুবই ভাল খেলল আজ, চীনের সাথে ০-০ ড্র।
  • 2026 | 89900.114.9002312.41 | ১৪ অক্টোবর ২০১৮ ০৮:০২377257
  • মানে আম্রিগার মাটিতে ভারত খেলবে? তখন তো আম্রিগার থেকে মাঠে ভারতের সাপোর্টার বেশি হবে!
  • aranya | 3478.160.342312.238 | ১৪ অক্টোবর ২০১৮ ০৮:০৪377258
  • তা হবে :-)
  • S | 90067.146.9004512.46 | ১৪ অক্টোবর ২০১৮ ০৮:২২377259
  • ২০২৬? খুব ভালো কথা। আপনার মুখে ঘী চন্দন।
  • 2026 | 89900.114.9002312.41 | ১৪ অক্টোবর ২০১৮ ০৮:৫৮377260
  • তার্পর ধরো নিউ জার্সিতে ফাইনাল আর খেলছে ভারত
    জাস একবার চিন্তা করো
  • T | 340112.211.0123.201 | ১৪ অক্টোবর ২০১৮ ০৮:৫৯377261
  • অরণ্যদা একটু বেশীই আশা করে ফেলেছেন ঃ)))
  • aranya | 3478.160.342312.238 | ১৪ অক্টোবর ২০১৮ ০৯:১৯377263
  • টি, খুব অবাস্তব কি? ২০২৬-এ ৪-টের জায়গায় এশিয়া থেকে ৮-টা দল কোয়ালিফাই করবে।

    অনূর্দ্ধ ১৬ এ এফসি কাপে ভারত কোয়ার্টার ফাইনালে গেছে, অর্থাৎ এশিয়ার প্রথম ৮-টা দলের মধ্যে রয়েছে। সেমিফাইনালেও যেতে পারত। এই লেভেলে দলগুলোর মধ্যে পার্থক্য তেমন কিছু নয়। অনূর্দ্ধ ২০ ভারতীয় দল সেদিন আর্জেন্টিনা-কে হারাল।

    এই ছেলেগুলো ই ২০২৬-এ সিনিয়র দলে খেলবে। অনূর্দ্ধ ১৭ বিশ্বকাপ, যেটা ভারতে হল, তাতেও বেশ ভাল খেলেছে ভারত।

    আশা করি, AIFF এই বাচ্চাগুলোর যত্ন নেবে, বিদেশে খেলতে পাঠাবে। ঠিকঠাক প্ল্যানিং করলে এরা অনেক দূর যাবে।
  • S | 90067.146.9004512.46 | ১৪ অক্টোবর ২০১৮ ০৯:৩৩377264
  • অসম্ভব কিছু না। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের র‌্যান্কিঙ্গ এই মুহুর্তে ১৫। এর মধ্যে অনেকগুলো দেশকেই হারানোর মত ক্ষমতা রাখে ভারত।

    ইরান, অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া, সৌদি, সিরিয়া, চীন, লেবানন, ইউএই, ওমান, ইরাক, কিরগিজস্তান, কাতার, উজবেকিস্তান, ভারত।
  • T | 340112.211.0123.201 | ১৪ অক্টোবর ২০১৮ ০৯:৩৮377265
  • আপনার শেষ লাইনেই ক্লু লুকিয়ে আছে। বহুবছর আগে ইবে মোবার জুনিয়র টিমের ছেলেপুলে ইউরোপে খেলতে যেত। আন্ডার সিক্সটিন ইত্যাদি। কিছু ক্লাবকে হারাতও। তো তখন দেখা গেছিল যে চত্ববেলায় খুব ডিফারেন্স কিছু নেই, মানে কাগজের রিপোর্ট অনুযায়ী, তারপর ঐ ট্রেনিং প্ল্যানিং ইত্যাদিতেই প্রচুর মার খেয়ে যায়।

    ফিফার শেষ র‍্যাঙ্কিং অনুযায়ী এফসি গ্রুপে ভারত পনেরো নম্বরে। খুব বেশী হ'লে কোনো প্লে অফে যাবে। ওখানেই শেষ। ক্লাব ফুটবলের মান উন্নত না হ'লে কিভাবে হবে। গোয়ার ক্লাবগুলো আর ইবে মোবার অবস্থা তো দেখছেন, একমাত্র বেঙ্গালুরু এফ সি তবু কিছু চেষ্টা চরিত্র করে।
  • S | 90067.146.9004512.46 | ১৪ অক্টোবর ২০১৮ ০৯:৪২377266
  • হ্যাঁ প্রিপারেশন ছাড়া কিছু হয়্না। তবে এখনো বেশ কিছুটা সময় হাতে আছে। ফুটবল বডি কন্টাক্ট গেম। ভালো উচ্চতা, বডি ওয়েট, স্ট্যামিনা এগুলোর দরকার হয়। আশা করি সেগুলো মাথায় রাখবেন সবাই।

    আমাদের দেশে অলিম্পিকে মেডেল পেলে তারপরে তাকে কোটি কোটি টাকা দেয় সরকার এবং বিভিন্ন সংস্থা। অথচ প্রিপারেশন স্টেজে কোনও ইনভেস্টমেন্ট নেই।
  • aranya | 3478.160.342312.238 | ১৪ অক্টোবর ২০১৮ ০৯:৫৭377267
  • ক্লাব ফুটবল খুবই ব্যাথার জায়গা বটে। বাংলার ক্ষেত্রে, ইবে মোবা তো জিজি-তে গেছেই, ময়দানের ছোট ক্লাবগুলো উঠে যাওয়ায় কোন সাপ্লাই লাইন নেই আর

    তবে দেশ হিসাবে আগের চেয়ে অনেক বেশি ফ্রেন্ডলি খেলছে এখন, একটা ইন্টারভিউ পড়েছিলাম অভিষেক যাদব-এর - ২০-র কম বয়সী ভারতীয় দলের খেলোয়াড়-দের নিয়ে অনেক পরিকল্পনা আছে নাকি -দেখা যাক
  • T | 340112.211.0123.201 | ১৪ অক্টোবর ২০১৮ ১০:০৩377268
  • দ্যাখেন, ক্রিকেট নামক আপদটি এলিমিনেটেড না হ'লে সমস্ত খেলাই ধুঁকবে। এইযে অ্যাতো ঘটা করে আইএসএল শুরু হ'ল, বছর দুয়েকের পর এখন ফ্লপ মার্কেট। আইলিগকে রাখা হবে না তুলে দেওয়া হবে সেই নিয়ে তুলকালাম চলছে। গ্রামগঞ্জ থেকে ট্যালেন্ট হান্ট, তাদের প্রশিক্ষণ, তারপর এক্সপোজার, ট্রেনিং এইসবের পুরো পাইপলাইনটাই সেই দাশমুন্সী বাবুর আমলে যেমন চলত এখনও সেইভাবেই চলে। আইসোলেটেড কিছু পকেট ছাড়া সেরকম ভাবে বাজারটাই তৈরী হয় নি।

    এস যে লিস্টিটা দিলেন সেই লিস্টের কিছু দেশকে যেমন ভারত হারাবার ক্ষমতা রাখে তেমনি নেপাল বা বাংলাদেশ বা মালদ্বীপের কাছে হেরে যাওয়ার ক্ষমতাও রাখে। সামনেই তো এএফসি চ্যাম্পিওনশিপ। দেখা যাক কদ্দুর যায়।
  • aranya | 3478.160.342312.238 | ১৪ অক্টোবর ২০১৮ ১০:১০377269
  • সব চেয়ে বেশি ফুটবলার এখন আসে নর্থ ইস্ট থেকে, যেখানে ক্রিকেট নামক আপদ নেই।

    আই লিগ কি যেন একটা অ্যাওয়ার্ড না কি পেয়েছে, কদিন আগে কাগজে পড়লাম, প্রমিসিং ক্লাব ফুটবল লীগ এইরকম কিছু। খুবই আশ্চর্য হয়েছি দেখে, যা ছন্নছাড়া অবস্থা লিগ-টার
  • S | 90067.146.9004512.46 | ১৪ অক্টোবর ২০১৮ ১০:১২377270
  • টি, উত্তর কোরিয়াও আছে।

    কিন্তু বাকি সব খেলার অপদার্থতার জন্য ক্রিকেটকে দায়ী করাটা একটা জাতিয় এক্সকিউজে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মহলে ভারতের ফুটবেলের অবস্থার সবথেকে অবনতি হয়েছিলো ১৯৭০ এবং ১৯৮০তে। অথচ তখন যে ক্রিকেটের খুব প্রভাব ছিলো, তা নয়। বরন্চ বিগত ১০ বছরে ফুটবলের কিছু উন্নতি হয়েছে, যখন ক্রিকেটেও খুব ভালো অবস্থা চলছে। অতেব আমি এই কোরিলেশন দেখতে পাইনা।
  • S | 90067.146.9004512.46 | ১৪ অক্টোবর ২০১৮ ১০:১৬377271
  • পরিকাঠামোর প্রচুর অভাব রয়েছে। আম্রিগার যেকোনও বড় ইউনিভার্সিটিতে যে রেক সেন্টার থাকে সে জিনিস ভারতের ক্রিকেট টীমও বোধয় পায়্না।
  • Tim | 89900.228.90056.67 | ১৪ অক্টোবর ২০১৮ ১২:১২377272
  • আমি মাঝে মাঝেই ইন্টারভিউ দেখি। সেদিন দেখলাম একটা অনুষ্ঠানে সুনীল ছেত্রীকে প্রশ্ন করা হচ্ছিলো। বললো, শুধু খেলা কেন, যেকোন ব্যাপারেই একটা বাচ্চা ছেলে বা মেয়েকে প্রিপারেশানের সময় সাপোর্ট দিতে হয়। তাকে ইনফ্রাস্টাকচার দিতে হয়, কনফিডেন্স দিতে হয়, সময় দিতে হয়। আমাদের দেশে উল্টো কালচার। তুমি যখন সবথেকে কঠিন লড়াইটা লড়বে, তখন তুমি একা। যখন নিজেকে প্রমাণ করে ফেলেছো, তখন অজস্র সাহায্যের হাত। সুনীল ছেত্রী যখন কিশোর ফুটবলার, একটা বুট ছিঁড়ে গেলে কয়েক মাস ঐ ছেঁড়া বুটেই খেলতো, যদ্দিন না ওর বাবা পয়সা জোগাড় করতে পারেন। আর নাম হয়ে যাওয়ার পরে গাদা গাদা বুট নিজে থেকেই এসে পড়ে থাকে। বলছিলো, জানেন - আমার এগুলোর একটারও দরকার নেই, আমি পৃথিবীর সবথেকে দামী বুটটাও এখন নিজের পয়সায় কিনতে পারি। কিন্তু যখন আমি ছোট ছিলাম, আরেকটা খুব সাধারণ বুট হলেই অনেকটা তফাৎ হতো।

    অবস্থা কিছুই পাল্টায়নি এটাও বলেছিলো। এরপরেও যদি ভারত ২০২৬ এ বিশ্বকাপ খেলে সেটা খুবই আনন্দের ব্যাপার হবে, কিন্তু সেটা মির‌্যাকল হবে।
  • S | 90067.146.9004512.46 | ১৪ অক্টোবর ২০১৮ ১২:৩২377274
  • একই অবস্থা নোবেলের ব্যাপারেও। কেউ একজন নোবেল পেলে (তিনি হয়তো বিগত ৩০ বছর ভারতের বাইরে) সবাই ঝাঁপিয়ে পরে লাইমলাইটের জন্য। তখন একগাদা ইন্টারভিউ, এই রত্ন, সেই পুরষ্কার। অথচ যারা ভবিষ্যতে নোবেল পেতে পারে, তাদেরকে কি পরিমাণ হেয় করা যায় সেটা একটা দেশ হিসাবে দেখিয়ে দেয়। আমেরিকায় কিন্তু নোবেল লরেটদের নিয়ে এতো মাতামাতি দেখিনা।
  • T | 340112.211.0123.201 | ১৪ অক্টোবর ২০১৮ ১৩:২৩377275
  • ক্রিকেটকে সেই অর্থে 'দায়ী' করা হচ্চে না। বিসিসিয়াই তো আর জনে জনে ফুটবল খেলবেন না, ক্রিকেট খেলুন বলে বোঝাতে যাচ্ছে না। একটু সফল ভাবে বেচছে। এই সাদা জিনিসটা এমনিই বোঝা যায়। দেশের লোক এমনিতেই সর্ব্বদা 'আজ কা হিরো' খুঁজে চলেছে, সেই উন্মাদনার সামনে জাস্ট ঝুলিয়ে দিচ্ছে। মিডিয়াও সঙ্গে রয়েছে হুজুগ তৈরী করার জন্য। এইসবের জন্য ফোকাস প্রায় পুরোটাই ক্রিকেটের দিকে, এমনই অবস্থা যে ছেত্রীবাবুকে সোশ্যাল মিডিয়ায় ওগো খেলা দেখতে আসুন বলে আবেদন করতে হয়। এই সাধারণ ব্যাপারগুলো জাস্ট দুটো ডেটা পয়েন্ট দিয়ে কোরিলেশন নেই বলে উড়িয়ে দেওয়া যায় না।

    বিসিসিয়াই যা করেছে সাফল্যের সঙ্গে সেই একই কাজ এয়াইএফএফ কী আইএফএর করা উচিত ছিল। বদলে ব্যাপারটা নিছক আমলাদের অনসাইটের সিঁড়ি মার্কা হয়ে বসে আছে। বর্তমান পরিস্থিতিতে, যেখানে বাজারটাই ক্রিকেটের দিকে ঢলে রয়েছে সেখানে নিছক দৈবকৃপায় ওই আপদটি উঠে যাওয়া ছাড়া আর কোনো উপায় দেখি না। জাতীয় এক্সকিউজ হবে হয়তো :)
  • S | 90067.146.9004512.46 | ১৪ অক্টোবর ২০১৮ ১৩:৪৬377276
  • সেটাই তো বিসিসিআইয়ের সাফল্য। আপনি যেটা বলেছেন, ফুটবল বা অন্যান্য খেলায় সেটা কেন হলোনা/ রেপ্লিকেট করা গেলোনা সেটা তাদের ভেবে দেখতে হবে। বলিউড আর ক্রিকেট ছাড়াও আজকা হিরো হওয়া সম্ভব।
  • S | 90067.146.9004512.46 | ১৪ অক্টোবর ২০১৮ ১৩:৪৭377277
  • বছর দশেকের মধ্যে দেশের সেক্ন্ড মোস্ট পপুলার গেম হয়ে উঠবে মহিলাদের ক্রিকেট।
  • b | 4512.139.6790012.6 | ১৪ অক্টোবর ২০১৮ ১৬:৩০377278
  • দেখুন, খুব মোটা দাগেঃ আমরা জাতীয় সাফল্য খুঁজি। ক্রিকেটের পুরো খেলাটাই ঘুরে যায় ১৯৮৩ ও তার পরবর্তী এশিয়া কাপ, বেনসন হেজেস ইত্যাদিতে।
    রঞ্জনদার পুরোনো টই খুঁজুন। কলকাতা ময়দানে ষাটের দশকের ভগবান চুনি, পিকে-র পাশাপাশি লেসলি ক্লডিয়াস, ভেস পেজ, গুরুবক্স সিং। তার কারণ আর কিছুই না, ঐ সময় অবধি আন্তর্জাতিক হকিতে ভারতের অবিসম্বাদী কর্তৃত্ব।
  • aranya | 3478.160.342312.238 | ১৫ অক্টোবর ২০১৮ ০৪:৩৮377279
  • ৭০ বা ৮০-র দশকে ভারতের ফিফা র‌্যাংক সর্বনিম্ন হয়ে থাকলে তার প্রধান কারণ মনে হয় আন্তর্জাতিক ফ্রেন্ডলি না খেলা। ১৯৭০ এশিয়াডে ফুটবল ব্রোঞ্জ যেতে, ১৯৮২ এশিয়াডেও কোয়ার্টার ফাইনালে সৌদি আরবের কাছে ১ গোলে হারে।
    পিয়ং ইয়ং, আরারাত, ইরানের পাস ক্লাব - এদের বিরুদ্ধে ইবে, মোবা-র মত ক্লাবগুলোর পারফরম্যান্স ছিল যথেষ্ট ভাল।
    ১৯৮২ এশিয়াডের টিমটা দেখুন, বেশ ভাল -

    Squad

    Goalkeepers: Bhaskar Ganguly (East Bengal Club - CAPTAIN), Bramanand Shankwalkar (Salgaocar SC).

    Defenders: Compton Dutta (Bengal), Manoranjan Bhattacharya (East Bengal Club), Sudip Chatterjee (Mohun Bagan AC), Alok Mukherjee (East Bengal Club), G.S. Parmar (Punjab), Aslam Khan (Karnataka).

    Midfielders: Prasun Banerjee (Bengal), Prasanta Banerjee (Bengal), Fareed (Bengal), Parminder Singh (Punjab), Harjinder Singh (JCT Mills).

    Forwards: Bidesh Bose (Bengal), Shabbir Ali (Bengal), Biswajit Bhattacharya (Bengal), Kartick Seth (East Bengal Club), C.B. Thapa (Services).

    Coach: PK Banerjee (Bengal); Assistant Coach: Arun Ghosh (Bengal); Manager: Magan Singh Tanwar (Rajasthan).
  • aranya | 3478.160.342312.238 | ১৫ অক্টোবর ২০১৮ ০৪:৪১377280
  • এর পরেই অবশ্য ১৯৮৩-তে ক্রিকেট বিশ্বকাপ জয় এবং ভারতের ক্রীড়াক্ষেত্রে ক্রিকেটের অবিসম্বাদী প্রভুত্বের শুরু
  • S | 90067.146.9004512.46 | ১৫ অক্টোবর ২০১৮ ০৪:৪৬377281
  • কিন্তু এই ফুটবল বনাম ক্রিকেটের তুলনাটা আসছেই বা কেন? আমরা তো এটাও ভাবতে পারি যে অন্য খেলাগুলোর অবনতির ফলেই ক্রিকেটের এই প্রভুত্ব। আগে কেরল, পব, গোয়াতে ফুটবল আর পান্জাবের দিকে হকির বেশ ভালো ক্রেজ ছিলো। সেটা গেছে।
  • S | 90067.146.9004512.46 | ১৫ অক্টোবর ২০১৮ ০৪:৫২377282
  • তবে একটা ব্যাপার আছে যেটা শুনেছি। ঐ পিকে, চুনিদের সময়ে (এমনকি আপনার দেওয়া ১৯৮২র টিমটাই দেখুন) ফুটবলারদের স্ট্যামিনা, ফিজিকাল ফিটনেস এসব অনেক বেটার ছিলো। একমাত্র রাম বাহাদুর (মনে হয়) ছাড়া বাকিদের হাইট খুব ভালো ছিলো। আমি বলছি না যে হাইট ভালো হলেই খেলা ভালো হয়, কিন্তু ফুটবলের মতন খেলায় গায়ের জোড় ছাড়া ভালো করা মুশকিল।
  • lcm | 900900.0.0189.158 | ১৫ অক্টোবর ২০১৮ ০৮:০০377283
  • সুব্রত-মনোরঞ্জন-প্রসুন-প্রশান্ত-ভাস্কর... আন্তর্জাতিক মানে এদের ফিটনেসের হাল বেশ খারাপ ছিল। আশির দশকে একবার কোনো এক ফিটনেস টেস্টে এরা কেউ পাস করতে পারল না, একমাত্র প্রেম দোরজি ছাড়া।
  • b | 4512.139.6790012.6 | ২৩ অক্টোবর ২০১৮ ০৮:৩৩377285
  • গানার্স হুঁ হুঁ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন