এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আড্ডায় উপেক্ষিত: বাংলা ছোটোদের গল্পের হারানো চরিত্ররা।।

    দেবাশিস রায়
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১৮ | ২৩০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • দেবাশিস রায় | 23.219.781212.195 | ১৭ ডিসেম্বর ২০১৮ ০৯:৫৪380903
  • কুশান গুপ্তের একটি লেখার পরিপ্রেক্ষিতে এই লেখাটির অবতারণা। স্মৃতিচারণের সঙ্গে সঙ্গে তাই চেষ্টা করলুম যতটা সম্ভব আমার পড়া চরিত্রগুলোকে এক জায়গায় রাখতে। বাংলা ছোটোদের গল্পের ভুবনে সবসময়েই আমরা প্রচুর রেকারিং ক্যারেক্টারকে দেখে এসেছি। কিছু অতি বিখ্যাত - ফেলুদা, ব্যোমকেশ, কাকাবাবু, ঘনাদা, টেনিদা; বাকি কিছু অনতিবিখ্যাত, কিছু একেবারেই কালের গর্ভে তলিয়ে গেছে। এই লেখাটিতে তাদেরই যতটা পারা যায় ছুঁয়ে যাওয়ার চেষ্টা করবো।

    শেষ করে দেখলুম লেখাটি অত্যন্ত বৃহদাকার ধারণ করেছে। টু মাচ। যাগগে, আর কি, লেখা থাকলো।
  • dd | 670112.51.6712.20 | ১৭ ডিসেম্বর ২০১৮ ১০:১২380914
  • বাহ, কী চমৎকার কালেকশন। সত্যি , গুচর পাতায় যে কতো ট্যালেন্টেড মানুষ আসা যাওয়া করেন।

    টেনিদা, ঘনাদা নেই কেনো?

    আর নাম মেনশন করছি না, তবে অনেক শিশু সাহিত্যিকের লেখাই টেনিদার নকল বলে মনে হত। সেই টেনিদা, বাঙাল হাবুল, ক্যাবলা .... সবই প্রায় অন্য নামে এসেছে। এমন কি টেনিদার উদ্ভট বকুনি/গালাগালিও ।
  • কুশান | 238912.66.0112.95 | ১৭ ডিসেম্বর ২০১৮ ১১:০৩380925
  • দেবাশিস, অনেকটা লিখেছেন। ধন্যবাদ। আবার পড়ব। পুরো গন্ধমাদন তুলে এনেছেন! আর নানা জাতীয় তরুলতা, গুল্ম, বিরুৎ।
    সব কেন, অনেকটাই পড়া নেই।
  • | 342323.191.1256.108 | ১৭ ডিসেম্বর ২০১৮ ১২:১১380933
  • দেবাশীষ রায় পুরো চোটবেলা ধরে দিলেন সামনে। শুধু 'দেবু শিবু' , 'বাকো' আর 'তাতার' এই কটা মনে করতে পারলাম না। পড়ি নি বোধহয়।
  • | 342323.191.1256.108 | ১৭ ডিসেম্বর ২০১৮ ১২:১৪380934
  • পল্টু কানু বাঞ্ছু আর অনাথ এদের গল্প ,আমার ভীষণ ভাল লাগত বাড়িতে শোনা অনেক কিছুর সাথে মিল পেতাম বলে।

    কলাবতীও অতিরিক্ত পছন কারণ গোয়েন্দা গন্ডালু ছাড়া দুষ্টু মেয়ে বিশেষ দেখা যেত না তো।
  • Deb | 23.219.781212.195 | ১৭ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৩380935
  • ধন্যবাদ। পুরোটাই স্মৃতি থেকে এক টানে লেখা, ফলে কোনো তথ্যগত ত্রুটি মার্জনীয়। যদিও এই বিপুলাকৃতি পুরোটা পাঠোদ্ধার করাই মুশকিল।
  • শঙ্খ | 2345.110.784512.119 | ১৭ ডিসেম্বর ২০১৮ ১৮:০৬380936
  • ফাটাফাটি। দেব কতো মা?
  • তীর্থ। অনেকগুলো প্রিয় চরিত্র | 785612.40.342312.198 | ১৭ ডিসেম্বর ২০১৮ ১৮:২৯380937
  • তীর্থ।
    অনেকগুলো প্রিয় চরিত্রকে মনে করিয়ে দিলেন। সাধু কালাচাঁদ, ট্যাপা মদনা, ভিক্টর, দেবু শিব, কিট্টু লাহিড়ী, জীবরাম, রুনু, মেজদা, সুধন্যদা বিল্টু আমার খুব প্রিয় ছিল।
    FYI, জীবরাম সমগ্র আছে লালমাটিতে পাওয়া যায়। আনন্দ কিছুদিন আগে কিট্টু লাহিড়ী তিন কীর্তির নতুন সংস্করণ বের করেছে
  • Deb | 23.219.781212.195 | ১৭ ডিসেম্বর ২০১৮ ১৮:৫৭380938
  • @শঙ্খ - আমি ১৯৯৮।

    @তীর্থ - ধন্যবাদ। লালমাটির জীবরামের খবরটা জানা ছিলো না।
  • কুশান | 238912.66.4512.47 | ১৭ ডিসেম্বর ২০১৮ ২২:১৮380904
  • দেব আমি মা 1988। আপনি এক দশক ছোট। কিন্তু, ডিসেম্বরের কেষ্টমাস জমিয়ে দিলেন মহাই।

    আপনাকে , যিনি এই টই খুললেন, আর , সমবেত আপনাদের, কাল্টি করতে হচ্ছে দেখছি।
    শঙ্খর বোধায় 1989।

    ল্যাখেন জমিয়ে। আমি ঐ ইনিশিয়াল পার্টারবেশনটুকু দেব। গুরুতে ধুলোর ঝড় তুলুন।

    এই লিংকটা আমার ওই পোস্টেও মন্তব্যে শেয়ার করছি।
  • r2h | 232312.172.8912.125 | ১৭ ডিসেম্বর ২০১৮ ২২:২৭380905
  • ম্যান্ডেলা - গল্পগুলি ঠিক বুঝতে পারতাম না, অন্যরকম ছিল, স্বপ্ন, ম্যাজিক, রুপকথা সব মিশিয়ে, একটু একটু করে পড়তাম। ভালো লাগতো কি লাগতো না এখন আর মনে নেই, কিন্তু গলপগুলির টুকরোটাকরা, সঙ্গের ইলাস্ট্রেশন মনে আছে। আনন্দমেলাতেই পড়েছি।

    আর ডোডোবাবু তাতাইবাবু?
  • Deb | 23.219.781212.195 | ১৮ ডিসেম্বর ২০১৮ ০৩:০৭380906
  • ধন্যবাদ কুশান। হ্যাঁ এই ব্যাপারে আমার ছোট থেকেই ইন্টারেস্ট জন্মে গেছে। তাই আপনার লেখাটি পড়ে আর লোভ সামলাতে পারলাম না। আর রোববারও ছিল। ☺️ তবে এই দশক তফাতের জন্যে প্রিয় চরিত্র গুলিতে কিছু পার্থক্য এলেও আসতে পারে, মানে একটা বই বেরুনোর সঙ্গে সঙ্গে পড়া বা কি বেরোতে পারে তার জন্যে অপেক্ষা করার সঙ্গে পরবর্তীতে আগে প্রকাশিত পুরোনো বই পড়ার মধ্যে যেমন নস্টালজিয়ার তফাৎ আসে আর কি।

    @r2h
    ম্যান্ডেলাও কি পাণ্ডব গোয়েন্দা ফ্রান্সিসের মতো আনন্দমেলায় সুইচ করেছিলো? আমার মনে নেই। তা হতে পারে। কারণ, অন্য দুজনের মতো ম্যান্ডেলাও শুকতারার সিগনেচার প্রোডাক্ট ছিল।
    হ্যাঁ ওই জাদু রূপকথার জগৎটায় আমিও ঠিক ঢুকতে পারতাম না। তবে লেখকের নামটায় হঠাৎ একটু ধন্ধে পড়ে গেলাম। অতীন বন্দ্যোপাধ্যায় নাকি চিত্তরঞ্জন মাইতি? দ্বিতীয়টিই এখন মনে হচ্ছে।

    হ্যাঁ ডোডো তাতাই টা বড় মিস। যদিও ফিকশনাল ক্যারেকটার নয়, কিন্তু যারা পড়েছেন, তাঁদের কাছে তো অবিস্মরণীয় চরিত্র।
  • Atoz | 125612.141.5689.8 | ১৮ ডিসেম্বর ২০১৮ ০৪:১৪380907
  • আহা আহা আহা, সেই জীবরাম। "বাঁদরের ঝোল", "দুপুরে ওরা সুপুরিতে ঢুকেছিল গোপণে" ঃ-)
    তুলনাহীন।
  • কুশান | 238912.66.4512.47 | ১৮ ডিসেম্বর ২০১৮ ০৬:৪৬380908
  • দেব, ঋভুকে কি জ্ঞানত বাদ রাখলেন? আমার কিন্তু ঋভুর শ্রাবণে রুনু পড়ার সমতুল্য অনুভূতি এসেছিল। যদিও ঋভুর সব উপন্যাস ছোটদের জন্য নয়। তবুও কিছু লেখা তো ছিলই। আর বড়দের যদি রাখেন, মানে ব্রজদা, তবে ঋজুদাও থাকুক।
  • a | 90045.184.348912.193 | ১৮ ডিসেম্বর ২০১৮ ০৭:১৯380909
  • দারুন ব্যপার।
    Kঅলাবতী বলতে কি মতি নন্দী? তাহলে আনন্দর কলাবতী সমগ্র আছে
  • Deb | 23.219.781212.195 | ১৮ ডিসেম্বর ২০১৮ ০৭:২৮380910
  • নানা ঋভুর শ্রাবণ আমারো খুব ভালো লেগেছিল। ঋভু, বুলবুলি, বুদ্ধদেবের অসামান্য শব্দ চিত্র, এবং তার সঙ্গে সুব্রত গঙ্গোপাধ্যায়ের জীবন্ত অলঙ্করণ। এই শ্রাবণে বুকের ভেতর বৃষ্টি পরে, ভিজে যায়।
    কিন্তু ঋভুকে নিয়ে আনন্দমেলায় কি আর কোনো গল্প বেরিয়েছিল? আমার জানা নেই বা খেয়াল নেই। বড়দের লেখা ছিল। একটি আত্মজীবনী মূলক লেখাও ছিল। কিন্ত ছোটোদের কোনো সিরিজ মনে নেই বলে রাখি নি। সেরকম হলে অবশ্যই থাকবে।

    ঋজুদাকে বিখ্যাত বলে তালিকার বাইরে রেখেছিলুম। এখনো বোধ হয় বেরোয় বর্তমানে। লোকে সমগ্র কেন।
    সিনেমাও হচ্ছে শুনছি। সেই সূত্রেই আর কি।
  • Deb | 23.219.781212.195 | ১৮ ডিসেম্বর ২০১৮ ০৭:৩২380911
  • @a
    না ওই কলাবতী সমগ্রে কলাবতীর প্রথম দুটি গল্প নেই।
  • DG | 8912.40.7812.8 | ১৮ ডিসেম্বর ২০১৮ ২০:৪৫380912
  • অসাধারণ লাগলো বললে কম বলা হয়। ধন্যবাদ দেবাশিস। ধন্য ধন্য তুমি সুধন্য - গানটাও হঠাৎ করে মনে পরে গেলো।
    গণ্ডালু , গুপী পানু, দুই মামা, রুকু সুকু সবাই পছন্দের। কলাবতী ক্রিকেট খেলতো না? দুটো উপন্যাস (একটাতে কলাবতী ম্যাচ জিতিয়ে দেবে আর অন্যটাতে সম্ভবত কোনো বিয়ে বাড়ি গেছিলো) পড়েছিলাম মনে হয়।
  • Deb | 23.219.781212.195 | ১৯ ডিসেম্বর ২০১৮ ০৭:০৬380913
  • ধন্যবাদ ডিজি। হ্যাঁ, ঠিকই, আটঘরা-বকদিঘীর বার্ষিক ক্রিকেট ম্যাচ নিয়ে প্রথমটির নাম কলাবতী (ছোটো আনন্দমেলা), দ্বিতীয়টি কলাবতীদের ডায়েট চার্ট (পুজোবার্ষিকী)।
  • dd | 670112.51.2323.67 | ১৯ ডিসেম্বর ২০১৮ ০৯:১২380915
  • একসাথে তিনটে টই চলছে হৈ হৈ করে ছোটোব্যালার পড়া বইপত্তর নিয়ে। খেই রাখা মুষ্কিল।

    আপনেরা জানবেন্না, দেশ পত্রিকাতেও অরণ্যদেব বার হতো,এক পাতা ধরে। সে অনেকদিন আগে - ধরুন ষাঠ দশকের শেষ দিকে। আর সব খবরের কাগজেই বিদেশী স্ট্রিপ বের হতো - অরণ্যদেব আর যাদুকর ম্যানড্রেক(আনন্দবাজারে), যুগান্তরে দেশী কমিক্স বের হতো । যেমনি কদর্য আঁকা তেমনি বাজে গল্প। কার্টুনিস্ট কাফি খাঁও একটা বার করতেন যুগান্তরে - তবে শুধু রোববারে।

    ইন্দ্রজাল কমিক্স প্রথম বাংলায় শুরু হয় - তখন বোধহয় ৬৭/৬৮। ঐ সময়ে।

    তবে কমিক্স জাতে উঠলো টিনটিন আর অ্যাস্টেরিক্সের হাত ধরে। প্রথমে শুধুই ইংরেজী আর তারপরে বাংলাতেও।
  • aranya | 3478.160.342312.238 | ১৯ ডিসেম্বর ২০১৮ ০৯:৪৮380916
  • দেবাশিস-কে কুর্নিশ। জাস্ট অসাধারণ।

    মন্তব্য গুলো-ও দারুণ। জমজমাট টই।

    ঋভু-র শ্রাবণ-এর উল্লেখ ভাল লাগল। বুগু-কে তেমন দরের লেখক হিসাবে ভাবা হয় না, কিন্তু তিনিও কিছু মনে রাখার মত উপন্যাস লিখেছেন, ছোট গল্প-ও।

    বাংলা কাগজে বেতাল আর ম্যানড্রেক পড়তাম বটে, ডিডি-দা-র কথায় মনে পড়ল।

    বেশ কিছুদিন আগে হনু-র সাথে একটা তর্ক হয়েছিল আনন্দমেলা নিয়ে। আনন্দ গোষ্ঠীর বাম বিরোধী মনোভাব এতই প্রকট, প্রমাণের অপেক্ষা রাখে না। কল্লোল নাটকের বিজ্ঞাপন দিতে অস্বীকার করেছিল।

    কিন্তু আনন্দমেলা সম্পর্কে দেবাশিসের এই বক্তব্য-টিই সার কথা - 'সেরা লেখক, সেরা গল্প, সেরা অলংকরণ। টোটাল প্যাকেজ'
  • ভোলা ময়রা | 568912.248.016712.65 | ২০ ডিসেম্বর ২০১৮ ১২:০৪380917
  • দেবাশীষ বাবু প্রায় সবকটা চরিত্রই বর্ণনা করেছেন , ষষ্ঠীপদ বাবুর "তপাই " বলে একটা চরিত্র ছিল, খুব সম্ভবত রিয়েল লাইফ চরিত্র , সম্পর্কে ষষ্ঠীবাবুর ভাগ্নে হতো , নক্সাল আন্দোলনের সময় নিখোঁজ হয়ে যায় , তপাইয়ের তিন চারটে গল্প পড়েছি । এছাড়া "রণো-দা" বলে একজনের দু তিনটে গল্প পড়েছিলাম , লেখকের নাম মনে নেই , গল্প দুটোর নাম "মুক্তি যুদ্ধে রণো-দা " আর "পেরুর প্রান্তরে "

    বাকো , সমীর মুখোপাধ্যায়ের ছেলের নাম , হুগলিতে বাড়ি, দুটো গল্প বেরিয়েছিল বোধহয় আনন্দমেলাতে, একটার নাম ছিল "বাকোর ঘুড়ি ", সমীরবাবুর দেশ পত্রিকাতেও কয়েকটা গল্প প্রকাশিত হয়েছে
  • ভোলা ময়রা | 568912.248.016712.65 | ২০ ডিসেম্বর ২০১৮ ১২:১২380918
  • বিমল মিত্রর কিছু টিপিকাল গল্প ছিল, "আমার বন্ধু শাশ্বত " বা "কাহিনীর নায়ক দাশরথি ", আনন্দমেলাতে বেরিয়েছিল
  • সিকি | 562312.19.4534.88 | ২০ ডিসেম্বর ২০১৮ ১৩:১৬380919
  • শীর্ষেন্দুর ঘড়ি আংটি সিরিজেও দু তিনখানা গল্প ছিল। গোলমাল, আর ভূতুড়ে ঘড়ি। আর কী যেন?
  • অ্যাস্টেরিক্স | 566712.225.8934.83 | ২০ ডিসেম্বর ২০১৮ ২০:৩২380920
  • অ্যাস্টেরিক্স কি বাংলায় অনুবাদ হয়ে ধারাবাহিক বেরোত?
  • কল্লোল | 011212.227.90067.111 | ২১ ডিসেম্বর ২০১৮ ১১:১০380921
  • টেনিদা-হবুল-ক্যবলা-প্যালারাম, ঘনাদা-শিশির, হর্ষ্বর্ধন-গোবর্ধন, বিনি এদের কথাও হোক।
  • কল্লোল | 011212.227.90067.111 | ২১ ডিসেম্বর ২০১৮ ১১:১৭380922
  • আহা দিপ্তেন, যুগান্তরকে অ্যাত্তো হ্যালাফ্যালা কোরোনা। তুমি ভুলে গেছো, অভিযাত্রী নামে লোন রেন্জারের বাংলা স্ট্রিপ বের হতো। সে কউ বয়, তার এক রেড ইন্ডিয়ন সহকারী ছিলো। আর কোথায় যেন Zআরা বা Zওরো নমে একটা তলোয়ারবাজের স্ত্রিপও বের হতো।
  • dc | 232312.174.0178.0 | ২১ ডিসেম্বর ২০১৮ ১১:৫১380923
  • অ্যাস্টেরিক্স বাংলায় পড়েছি, তবে সেটা আনন্দমেলায় কিনা মনে পড়ছে না। এটুকু মনে আছে যে বাংলায় নামগুলো একটুও মানানসই হতো না।

    আর জোরো বোধায় আনন্দবাজারে স্ট্রিপ হয়ে বেরোত। জোরোর অবাক পৃথিবী বা ওরকম কিছু একটা নাম ছিল।
  • PM | 018912.210.012323.15 | ২১ ডিসেম্বর ২০১৮ ১১:৫৮380924
  • রুকু সুকু --- করুর মনে আছে ?

    বহু পুরোনো হলেও আমাদের ছোটো বেলায় হেমেন্দ্র কুমার দেব সাহিত্যের কল্যানে খুব জনপ্রিয় ছিলেন। জয়ন্ত - মনিক, বিমল -কুমার এরা স্বপ্নেও হানা দিতো

    আদ্রিশ বাবুর নাট বল্টু চক্র ও পড়তাম গোগ্রাসে
  • Pm | 018912.210.012323.15 | ২১ ডিসেম্বর ২০১৮ ১২:০১380926
  • অ্যাস্তেরিক্স এর বাংলা নাম ছোটোবেলায় চমত্কার লাগে
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন