এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইসলামিক সন্ত্রাসবাদী মগজধোলাই

    আলোচনা
    অন্যান্য | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | ১৬০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • আলোচনা | 567812.156.4545.27 | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:২৮381774
  • বাংলাদেশের মেয়ে শামিমা বেগম,বাপ মার সংগে লন্ডনে থাকতো, ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে দুই বান্ধবী নিয়ে চলে গিয়েছিল সিরিয়ায়, মনে আছে? সেই মেয়ে এখন লন্ডনে ফিরতে চায়। পেটে ন' মাসের বাচ্চা। আগের দুটো বাচ্চা মরে গেছে রোগে ভুগে, রোগ শোক সারাতে সিরিয়ার চেয়ে যুক্তরাজ্য ভালো, তাই ঘরে ফেরার ইচ্ছে তার। সিরিয়ায় কেন গিয়েছিল শামিমা? গিয়েছিল আইসিস জিহাদিদের যৌন সংগী হওয়ার জন্য। যাওয়ার পর পরই জুটে গেছে জিহাদি, বিয়ে করে বছর বছর বাচ্চা জন্ম দিয়েছে। এসব বড় বিষয় নয়। বড় বিষয় সে মনে করে না সিরিয়ায় গিয়ে বা আইসিসে যোগ দিয়ে সে ভুল করেছে। বলেছে, আইসিসের সঙ্গে জীবন যাপন খুব স্বাভাবিক জীবন যাপন। ময়লার বাক্সে মানুষের কাটা মুন্ডু দেখেছে সে, মোটেও তার অস্বস্তি হয়নি। অমুসলিমদের মেরে ফেলায় তার আপত্তি নেই, কিন্তু মুসলিম হয়ে মুসলিমকে হত্যা করাটা তার ভালো লাগেনি।

    আইসিসের পতন হয়েছে সিরিয়ায়। সে কারণে কি শামিমা বেগম এখন ফিরতে চায়? সে নাকি লন্ডনে বসে চুপচাপ বাচ্চা মানুষ করবে। যার কাছে আইসিসের বর্বরতা স্বাভাবিক বলে মনে হয়, তার কি আর চুপচাপ বসে থাকার ইচ্ছে হবে? বোরখার আড়ালে বোমা নিয়ে ঠিকই সে একদিন কোনও জনবহুল রাস্তায় বা টিউবে বিস্ফোরণ ঘটাবে। সে তো মনে প্রাণে বিশ্বাসই করে অমুসলিম- হত্যা -করার- ইসলামে।

    তাকে এখন যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া উচিত নাকি উচিত নয় -- এ নিয়ে বিতর্ক তুংগে। উদারপন্থীরা চেঁচাচ্ছেন , ঢুকতে চাইছে, ঢুকতে দাও, গর্ভবতী, তাকে তো ব্রিটেন রাষ্ট্রহীন করে দিতে পারে না, মানবাধিকার লঙ্ঘন করতে তো পারে না। ১৫ বছর বয়স ছিল, ভালো মন্দ বোঝার বয়স হয়নি।

    কিন্তু এখন তো ১৯ বছর বয়স। বিধর্মীদের মুন্ডু কাটাকে কই সে তো এখনও অন্যায় বলছে না! ভালো মন্দ বোঝার বয়স এখনও হয়নি তার?

    শামিমা বেগম আইসিসদের সংগেই কোথাও থেকে যাক। সম্ভবত বাংলাদেশের সিলেটে তার আদি বাড়ি। ওখানে গেলেও হয়তো বিধর্মীদের মুন্ডু কাটায় হাত পাকাবে। এত বছর ধরে মগজে এত গু- গোবর ঢালা হয়েছে, এই গু গোবর এখন কে সাফ করবে?

    দুনিয়াটা কেমন যেন ভূতুড়ে হয়ে উঠছে।

    তসলিমা নাসরিন
  • dc | 232312.174.898912.86 | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৪১381785
  • সত্যিই দুনিয়াটা কেমন ভুতুড়ে হয়ে উঠছে। একটা উনিশ বছরের বাচ্চা মেয়ে, তার ওপর গর্ভবতী, সে নিজের পরিবারের কাছে ফিরে আসতে চাইছে, সে নিয়েও আবার ক্যাচাল! অবশ্যই ওকে ফিরে যেতে দেওয়া উচিত। আর কিছু না হোক বাচ্চাটা তো বাঁচবে।
  • এই | 9001212.56.67900.129 | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:৫৪381796
  • নব্য উদারতাবাদ দেখাতে গিয়েই ইউরোপ এখন জিজিতে
  • সিকি | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:২০381807
  • তাই? জিজিতে?
  • S | 458912.167.34.76 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৯381818
  • ইয়োরোপ এই খবর পেয়েছে?
  • lcm | 900900.0.0189.158 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৩381824
  • না, না, ইউরোপ উদারতাবাদ দেখাতে সিরিয়ান রিফিউজি গ্রহণ করছে তা নয়।
    ইউরোপের দরকার বাইরের লোক।

    যেমন, জার্মানি-র কথা ধরো। জনসংখ্যা কমছে এবং মোটামুটি একটা রেটে ধরে রাখার জন্য ইমিগ্রেশন জরুরী, এবং, সেটা চালু আছে বলে এখনও ব্যালান্স রেখেছে।


    আরও বড় প্রবলেম হল যেখানে সারা পৃথিবীতে - 24.4% of the world population is under the age of 14, and only 12.3% is older than 60 years...., সেখানে জার্মানি-তে - By 2019, there will be fewer Germans under 30 years old than there are Germans that are 60+ years

    https://www.visualcapitalist.com/germany-scary-demographic-milestone/

    ইতালির একটি ছোট ভিলেজ-টাউনের কথা এনপি`আর রেডিওতে একদিন বলছিল, সে শহরে জনসংখ্যার ৭৫% এর ৬০ এর ওপর বয়েস, ইলেকট্রিক বাল্ব পাল্টানোর লোক পাওয়া যায় না, দের্শো-দুশো বছর্রে পুরোনো বাড়ি সরাঅনোর লোক পাওয়া যায় না, শহরের কমিটি নিজেরা ঠিক করে ৫০ টি সিরিয়ান রিফিউজি ফ্যামিলিকে ইমিগ্রেট করবার ব্যবস্থা করেছে যাদের পরিবারের গড় বয়েস ২০।

    ফ্রান্স-এর অবস্থা জার্মানির থেকে একটু ভাল, ওরা ইমিগ্রেশন প্রসেস চালু রেখেছে বহুদিন থেকে।
  • S | 458912.167.34.76 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৮381825
  • হ্যাঁ ওভার অল ডিক্রিজিং পপুলেশন আর এজিং পপুলেশনের জন্যই ইমিগ্র্যান্টদের নেওয়া হচ্ছে এইসব দেশে। বিশেষ করে লো-ইনকাম জবের জন্য লোক নেই।
  • sm | 2345.110.786712.189 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১৯381826
  • তর্কের খাতিরে ধরে নিলাম,ইউরোপে ওল্ড এজ পপুলেশন সাংঘাতিক বেড়েছে।পপুলেশন ডেমোগ্রাফিক পিকচার উল্টানো পিরামিড হয়ে গেছে।
    এমতবস্থায় সব থেকে ভালো হতো ভারত থেকে,চীন থেকে, ফিলিপিন্স থেকে বছরে কয়েক কোটি করে এক্সট্রা ইয়ং জনতা কে নিয়ে আসা।
    তা নয়, মধ্যপ্রাচ্য থেকে,এসাইলাম সিকার বা রিফিউজি হিসাবে কপর্দক শূন্য লোকজন কে খামোকা নিতে যাবে কেন?
    হাজার হোক এটি প্ল্যানড মাইগ্রেশন নয়।এতে করে যেকোন উন্নত দেশের শিক্ষা,স্বাস্থ্য,এমপ্লয়মেন্ট এর ওপর আচমকা চাপ পড়ে।
  • lcm | 900900.0.0189.158 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৪৩381827
  • যাহ্‌! লিংক/ডেটা দিলাম তাও এসেম বলেন কিনা তর্কের খাতিরে।
    প্লান্‌ড্‌/কন্ট্রোল্‌ড্‌ মাইগ্রেশন তো বহুদিন ধরে অনেক দেশেই আছে।
  • sm | 2345.110.456712.189 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩১381775
  • তর্কের খাতিরে টা, ফিগার অফ স্পিচ ধরে নিন। কিন্তু আসল প্রশ্নটা এড়িয়ে গেলে চলবে কি করে?হটাৎ এতো মধ্যপ্রাচ্য থেকে রিফিউজি নেবার ধুম কেন?
  • lcm | 900900.0.0189.158 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৫381776
  • ধুম!
    আপনি একটু নেট ঘেঁটে দেখুন পশ্চিম ইউরোপের দেশগুলোতে গত ২৫ ধরে ...এখানে একটি আইডিয়া পাবেন - -


    মাইগ্রেশন তো বহুদিন ধরে চলে আসছে। হ্যাঁ, ২০১৬ তে সিরিয়ান ক্রাইসিস-এর সময় এক বছরে একটা স্পাইক হয়, কিন্তু ইউরোপে মাইগ্রেশন তো নতুন কিছু নয়।
  • Amit | 9003412.218.0178.214 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৪৮381777
  • ওই দেশ গুলো ইন্ডিয়া বা চীন থেকে কেন রেফিউজি নেবে ? কি কি কারণ যেগুলো ওদের কাছে জাস্টিফায়েড ?
  • lcm | 900900.0.0189.158 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:১৬381778
  • অনেক লোক ভূমধ্যসাগর দিয়ে নৌকোয় করে যান, কেউ কেউ পূর্ব-ইউরোপের দেশগুলো দিয়ে হেঁটে যান, মানে যারা রিফিউজি বা আনডকুমেন্টেড হিসেবে আসেন।
    এখন ভারত বা এশিয়ার এদিককার দেশগুলো থেকে তো অনেক দূরে, পায়ে হেঁটে বা নৌকো করে যাওয়া সম্ভব নয়, তাই ওভাবে কেউ যাবার কথা ভাবতে পারে না, আফ্রিকা বা মিড্‌ল-ইস্টের দেশের অনেক মানুষ এভাবে যান।
  • Amit | 9003412.218.0178.214 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২২381779
  • Lcm -দা। আপনাকে নয় । এখানে একজন জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন ওই দেশ গুলোর ইন্ডিয়া বা চীন থেকে রেফিউজি আনা উচিত। যাদের দেশ তারা কি ঠিক করবে পুরোপুরি তাদের ব্যাপার । কিন্তু হটাৎ করে তারা কেন ইন্ডিয়া বা চীন থেকে লোক আনবে, কোন প্রেক্ষিতে, তাদের কি লাভ , সেটাই আর কি ।
  • sm | 2345.110.456712.189 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩২381780
  • এই দেখো ,এই বেঁড়ে ওস্তাদ ইন্ডিয়া থেকে রিফিউজি এনে ফেলেছে। কথা হচ্ছে, নেট মাইগ্রেশন নিয়ে।
    যাকগে,এর কথা ধর্তব্যের মধ্যে আনছি না।

    Lcm, ইউরোপে নেট মাইগ্রেশন বাড়ছে বহুদিন ধরে।এর একটা প্যাটার্ন ও আছে।কিন্তু এটা হলো প্ল্যানড মাইগ্রেশন।এর মধ্যে,বুদ্ধিজীবী থেকে লেবার ওয়ার্কার সব্বাই ইনক্লুডেড।
    বস্তুত ই ইউ হবার একটা বড় উদ্দেশ্য ছিল ফ্রি মাইগ্রেশন উইদিন ইউরোপ।অর্থাৎ গরিব পূর্ব ইউরোপের দেশ গুলি থেকে পশ্চিম ইউরোপে ওয়ার্কার এর সহজলভ্যতা।যারা কিনা মূলত ইউরোপিয়ানই হবে।
    এরপরেও ঘাটতি থাকতেই পারে।
    কিন্তু হঠাৎ করে মধ্যপ্রাচ্য থেকে এতো বিপুল রিফিউজি নিতে হবে কেন?
    ইন্ডিয়া,চায়না,ফিলিপিন্স তো ছিলই।আর এখান থেকে ওয়ার্কার্স তো যুগ যুগ ধরে আসছে।
  • lcm | 900900.0.0189.158 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৭381781
  • ইন্ডিয়া থেকেও নেয় তো -

    Indians among top asylum-seekers

    Indians have sought asylum in more than 40 countries for several years now, reveals data from the office of the United Nations High Commissioner for Refugees. Europe has historically seen a large number of applications from Indian asylum seekers

    http://timesofindia.indiatimes.com/articleshow/59641024.cms
  • sm | 2345.110.456712.189 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৩৭381782
  • আটকায় তো। কিন্তু বজ্র আঁটুনি দিলে,এতো বিপুল মাইগ্রেশন হয় না।কারণ ভিজিলেন্স খুব উন্নত।
  • S | 458912.167.34.76 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪০381783
  • সিরিয়াতে তো হিউম্যানিট্যারিয়ান ক্রাইসিস চলছিলো। প্রচুর রিফিউজি। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী পাশের অবস্থা ভালো দেশকে বর্ডার খুলে দিয়ে রিফিউজি ক্যাম্প চালাতে হচ্ছিলো। এইবারে এই রিফিউজিদের অনেকে ইমিগ্রেট করতে চাইছিলো। করেওছে ডিসট্যান্স কম বলে। আর জার্মানী খুব সাগ্রহে তাদের গ্রহন করেছে। আমার আর লসাগুদার বক্তব্য হলো যে অর্থনৈতিক কারণ আছে। আপনি বলছেন যে জার্মানরা নিজেদের দেশের ভালো অত বোঝে টোঝে না। হতে পারে।

    সেদিন একটা ভিডো দেখলাম। ইন্ডিয়া থেকে একটা বৌকায় করে নিউজিল্যান্ড যাবার উদ্দেশ্যে একদল লোক বেড়িয়ে পড়েছিলো। পেটের দায় বড় দায়।
  • sm | 2345.110.456712.189 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৩381784
  • কিছুতেই বোঝাতে পারছি না।ইউরোপের উন্নত দেশ গুলো কে রিফিউজি বা এসাইলাম সিকার নিতে হবে কেন,লেবার ফোর্সের জন্য?এটাতো প্ল্যানড মাইগ্রেশন হিসাবে রিক্রুট করে ইন্ডিয়া, চায়না বা ফিলিপিন্স থেকে যোগ্যতা ও স্কীল অনুযায়ী নেওয়া যায়। হ্যা পাজার্ড, বেশ কিছু রিফিউজি নেবো কেন?
    যদি উদারতাবশত হয়, কুনো বক্তব্য নাই।
  • lcm | 900900.0.0189.158 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৩381786
  • দুরকম মাইগ্রেশনই আছে। প্লান্‌ড্‌ এবং আনপ্লান্‌ড্‌/আনডকুমেন্টেড।

    সিরিয়ান রিফিউজি তো যুদ্ধের জন্য তৈরি হয়েছে। মানুষ বাধ্য হয়েছে দেশছাড়া হতে। ভাগ্যের সন্ধানে স্বেচ্ছায় পাড়ি দেয় নি। ওয়ার রিফিউজি তো জেনারেলি অনেক দেশই অ্যাকসেপ্ট করে - যে যেমন পারে - মানে প্লেনে বা জাহাজে করে নিয়ে না এলেও, ওয়ার রিফিউজি যদি পায়ে হেঁটে চলে আসে, তাহলে অনেক দেশই শেল্টার দেয়। দিতেই হবে এমন কথা নেই, কিন্তু দেয়। তাদের অমেকে আবার ওয়ার শেষ হলে ফিরেও যায়।
  • lcm | 900900.0.0189.158 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৬381787
  • হ্যাঁ, লেবার ফোর্সের জন্য যে সব দেশ লোক খুঁজছিল, তাদের তো ওয়ার রিফিউজি এলে সুবিধেই হল, তাদেরকে অ্যাকসেপ্ট করে নিলে লেবার প্রবলেম সলভ্‌ হল, আর, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড-ও বজায় রইল। প্লাস ভিসা-টিসা করে উড়িয়ে নিয়ে আসার দরকার হল না।
  • lcm | 900900.0.0189.158 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৪৮381788
  • অফ কোর্স - সিরিয়ান রিফিউজি অ্যাকসেপ্ট করার ব্যাপারটা ঐ সব দেশের ওভারঅল মাইগ্রেশন পলিসির সঙ্গে অ্যালাইন করে - হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো ব্যাপার নয়।
  • sm | 2345.110.786712.93 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:২৮381789
  • আপনার লাস্ট পোস্ট টি সঠিক।এই রিফিউজি এক্সেপ্টনস মাইগ্রেশন পলিসির সঙ্গে এলাইন করে না।
    আর ভিসা ফিস নিয়ে তো উন্নত দেশ গুলো লাভবান হয়।উল্টে সে দেশে লোকজন নিজেই অফিসিয়ালি উড়ে আসে।কোন ঝামেলা নেই তো।
    উপরন্তু দেশের চাহিদা অনুযায়ী লেবার ন,বুদ্ধিজীবী নেওয়া যায়।কোন দেশের কতো নার্স,সোশ্যাল ওয়ার্কার,শ্রমিক,প্লাম্বার কতো লাগবে ঠিক করাই আছে।পছন্দসই সিভি অনুযায়ী বেছে নিলেই হলো।
    বরঞ্চ একসাথে প্রচুর রিফিউজি নিলে এই ক্যালকুলেশন ফেল করে। দেশের পরিষেবা বিপর্যস্ত হয়।
    বাকি থাকলো,উদারতাবাদ।সেটি মুখ্য কারণ হলে,তর্কের অবশেষ থাকে না।
    Lcm, আপনি তো স্ট্যাট এর লোক।দেখুন তো দেশ ওয়াইজ কতো রিফিউজি বা এসাইলাম সিকার নেওয়া হয় বা হচ্ছে।
  • S | 458912.167.34.76 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৭381790
  • lcm | 9006712.229.0112.212 | ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৫০381791
  • এসএম,
    অ্যালাইন করে বলেছি।
    ইল্লিগ্যাল ইমিগ্র্যান্ট, আনডকুমেন্টেড ওয়ার্কার, অ্যাসাইলাম সিকার, রিফিউজি -- এদের অ্যাকোমোডেট করা নতুন কিছু নয়, ইউরোপ অনেক দিন ধরেই করে আসছে, সংখ্যাটা ওঠা নামা করে।
  • sm | 2345.110.235612.235 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৪381793
  • ওপরের চার্ট দেখুন।রিসেন্ট পাস্টে কতো গুন এসাইলাম এপ্লিকেশন বৃদ্ধি পেয়েছে।নিশ্চয় বাস্তবিক এসাইলাম সিকার বা রিফুজির সংখ্যা ও বেশ কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। কেন?
    আপনার মূল বক্তব্য ছিল,এতে
    করে ইউরোপের লেবার সমস্যা ও এজেড পপুলেশন এর জন্য কেয়ারার এর সমস্যা মিটবে।
    ধরাযাক, জার্মানিতে পাঁচলাখ রিফিউজি হটাৎ চলে এলো।
    এর মধ্যে শিশু, বৃদ্ধ,বৃদ্ধা সবই রয়েছে।এরা নিশ্চয় লেবার ফোর্স বা কেয়ারার এর ভূমিকা পালন করবে না।যদি খুব কম করেও হয় প্রায় এক থেকে দু লাখ এমন জনতা থাকবে।মূলত তাদের জন্যই কেয়ারার লাগবে।
    তা, উন্নত দেশ এতো খরচা করবে কেন?
    দুই,যারা বাকি থাকলো,তারাও নিশ্চয় সকলে করিৎকর্মা লোক নয়।
    অন্য দিকে দেখা যাচ্ছে ,প্ল্যানড মাইগ্রেশন হলে সিভি ধরে ধরে করিৎকর্মা অল্প বয়স্ক জনতা সারা পৃথিবী থেকে রিক্রুট করতে পারতো।যেহেতু এইরকম মাইগ্রেশনে, বৃদ্ধ, বৃদ্ধা,শিশু থাকছে না,তাই হেলথ,শিক্ষা প্রভৃতি পরিষেবার ওপর ও চাপ কম পড়ছে।
    আর উন্নত দেশ সর্বদা এই ক্যালকুলেশনই করে চলেছে। তুমি আমাকে তোমার যৌবন ও কর্মদক্ষতা দাও,আমি তোমাকে বিনিময়ে ভিসা ও পয়সা ও থাকার জায়গা দেবো।
    সুতরাং ,পরিশেষে যদি একটাই উত্তর বেরোয় ,উদারতা বশত এদের থাকতে দেওয়া হচ্ছে তো আমি একমত।
  • lcm | 9006712.229.0112.212 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৪381794
  • এই লিংকে আছে ইউ-র বাইরে থেকে যারা অ্যাপ্লাই করছে।
    ইউরোপে মাইগ্রেশনের অনেক লেয়ার আছে। ধনী ইউরোপের দেশগুলোতে অপেক্ষাকৃত কম-ধনী ইউ-র দেশগুলি থেকে লোকে মাইগ্রেট করে। জার্মানি একটা আইন পাশ করার চেষ্টা করছিল গ্রিস/লাটভিয়া/স্লোভেনিয়া থেকে কেউ এলে তাকে পত্রপাঠ ঐ দেশে ফেরত পাঠানোর জন্য।
  • lcm | 9006712.229.0112.212 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৩381795
  • কেন, জার্মান মিনিস্ট্রি তো এ নিয়ে অফিসিয়াল স্টেটমেন্ট ও দিয়েছে - যে সিরিয়ান রিফিউজি ইনটেক কীভাবে দেশকে হেল্প করবে।

    এবং কত ইনটেক সেসব ও ক্যালকুলেট করেই সংখ্যা ঠিক হয়েছে।

    অ্যাসালাইম সেন্টারে কত সিট আছে দেশ জুড়ে, তাদের কালচারাল অ্যাসিমিলেশন ইন দ্য সোসাইটি - এর জন্য প্রোগ্রাম যেগুলো আছে তার ক্যাপাসিটি চেক করে, টেম্পোরারি হাউসিং ক্যাপাসিটি চেক করে, কতজন কোন প্রভিন্সে কোন শহরে যাবে সেই সব চেক করে, কতজন শিশু নেওয়া হবে, ডেমোগ্র্যাফি ডিটেইল্‌স্‌ সব হিসেব করে তবেই নিয়েছে - - সরকারের অধিবেশনে এ নিয়ে আলোচনা হয়েছে

    এসব প্রোগ্রাম তো বহুদিন ধরে আছে - সংখ্যা বাড়ে কমে।
  • sm | 2345.110.235612.235 | ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৮381797
  • সেটা তো আরো বড় বিস্ময়।যারা লাটভিয়া,গ্রীস, স্লোভেনিয়া থেকে আগত জনতা পত্রপাঠ ফেরত পাঠানোয় উদ্যোগী হয়,তারা কি জন্য মধ্যপ্রাচ্যের থেকে লোকজন নেবে?যদি লেবার ফোর্স ও কেয়ারার গ্যাপ ফিল আপ করাই মেইন উদ্দেশ্য হয়।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন