এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • মিসির আলি অমনিবাস

    raatri
    বইপত্তর | ২২ জুন ২০০৭ | ৩০১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • raatri | 59.93.199.46 | ২২ জুন ২০০৭ ২১:১১388831
  • গোয়েন্দাগল্প ভেবেই কিনেছিলাম হুমায়ন আহমেদ-এর এই বইটা।পড়তে গিয়ে খুব বিরক্ত হলাম।আসলে ধাক্কা খেলাম।পরে,মিসির আলির মত করে ব্যাখ্যা করে দেখলাম,নিজের বিচার বুদ্ধি দিয়ে যেমন ভেবেছিলাম,মিসির আলি একদমই তেমন না হওয়াতে অর্থাৎ আমার তৈরী ইমেজে খাপে খাপে বসেনি বলে বোকা বনে গেছি আমি।বিরক্তিটা সেই কারণে।

    এ কেমন গোয়েন্দা?একে কি আদৌ গোয়েন্দা বলা যায়?
  • tan | 131.95.219.156 | ২৩ জুন ২০০৭ ০৩:২০388842
  • আম্মো কটা পড়েছি মিসির আলির গল্প। এগুলো ঠিক প্রচলিত অর্থে গোয়েন্দাগল্প না।আসলে মিসির আলিকে অপ্রচলিত ধরনের মনস্তত্ববিদ বলে দেখানো হয়েছে,উনি ওনার কাছে যারা সাহায্য চাইতে আসে,তাদের স্বপ্ন ভয় অদ্ভুত অভিজ্ঞতা এইসব নিয়ে খোঁজখবর করেন।
    ব্যক্তিগতভাবে আমার কিছু গল্প ভালো লেগেছে,হিমুর গল্পের মতন অত না,তবু ভালোই।

  • Jay | 172.207.30.5 | ২৩ জুন ২০০৭ ০৬:১৫388853
  • হুমায়ুন আহ্মেদ ভদ্রলোকটি একেবারে যা তা। মিশির আলি অসাধারন। তবে হিমুর মতো নয়। মিশির আলি কি এক্টু বেশী oroginal অন্য কারোর লেখায় তুলনীয় character পড়েছিকি?
    হুমায়ুন আহমেদের জন্য আমায় এক্ষ্‌ত্‌রা মেমরি কিনতে হলো। ল্যাপি ভরে জাচ্ছিলো। e-snipes থেকে পোচুর ডাউন লোঅদ করেছি। আর কোথায় বিনা মুল্যে পাওয়া যায়?
  • Blank | 74.130.201.170 | ২৩ জুন ২০০৭ ০৭:৪২388862
  • হিমুর পি ডি এফ পাওয়া যাবে?
  • Tim | 71.67.115.14 | ২৩ জুন ২০০৭ ০৯:২৮388863
  • esnips এ আছে মনে হয়।
  • Jay | 10.200.56.15 | ২৩ জুন ২০০৭ ১৩:১৮388864
  • হুমায়ুন আহ্মেদ = হুমায়ুন আহমেদ
    এক্টু = একটু
    oroginal = original
    এক্ষ্‌ত্‌রা = extra
    ডাউন লোঅদ = down load
    দু:খিত, মুদ্রন প্রমাদের জন্যে। e-mail জানালে পি ডি এফ পাওয়া যাবে। না হলে e-snipes জবর জায়গা।
  • raatri | 59.93.212.65 | ২৩ জুন ২০০৭ ১৬:৪০388865
  • চিররুগ্ন,মাঝবয়সী (বয়স্ক ভাব অবশ্য অনেকটাই বেশী)এই ভদ্রলোক বেশীর ভাগ সময়ই অসুস্থ থাকেন।পার্ট টাইম লেকচারার-এর কাজটাও চলে যায় কিছুদিন করার পরে।খুব রোগা মানুষটি বাড়িতে খালি গায়ে লুংগি পড়ে থাকেন,যখন তার নতুন মক্কেল তাকে খুঁজে পান।অবশ্য,মক্কেল হতে গেলে একটা জীবিকার গন্ধ থাকে-কিন্তু পয়সা নেন না মিসির আলি।খুব অলস মানুষটি,আর খুব বিরক্ত-কারণে অকারণে।মানুষের সাথে মিশতে ভালোবাসেন না মোট্টেও,কথা বলতে ভালোবাসেন না-বই পড়তে ভালোবাসেন।জটিল সব বিষয়ের বই,মনস্তঙ্কÄ হলে তো কথাই নেই!!অর্থাৎ ফিটনেস zeরো।প্যাকেজিং zeরো।

    কিন্তু যা তাকে স্বতন্ত্র করেছে তা হল অবশ্যই তার যুক্তি,তার ব্যাখ্যা এবং তার পিছনে তার শানিত মগজ আর মানুষের জন্য তার মনের অসীম মায়া...
  • san | 219.91.147.86 | ২৫ জুন ২০০৭ ১৪:২৪388866
  • জয়, প্লিজ আমাকে পিডিএফ পাঠাবে?[email protected] এই মেল আইডিতে?
  • d | 202.142.6.253 | ২৫ জুন ২০০৭ ১৪:৫৭388867
  • রাত্তির এত একটুস করে লেখে কেন? আর একস্টু বেশী করে লেখো না মা।
  • dear | 203.145.188.131 | ২৫ জুন ২০০৭ ১৫:৩৩388832
  • হুমায়ুন আহমেদ আমার খুব পছন্দের লেখক। অবিশ্যি আনন্দ'র পূজা-'য় যা বেরিয়েছে তার বেশি পড়িনি।
    ............... তবে মিসির আলি পড়িনি! :-(

    জয়, আমাকেও যদি পাঠান ........ মেল: [email protected]
  • K | 203.145.128.6 | ২৫ জুন ২০০৭ ১৭:২৮388833
  • জয়,
    পিডিএফ গুলো একটু এদিকেও :-)
    ksarbadhikari অ্যাট জিমেলে।

  • Jay | 10.200.56.15 | ২৫ জুন ২০০৭ ১৯:৩৩388834
  • K, dear, San হগ্গলকেই পাঠালেম। প্রাপ্তিসংবাদ দিবেন,দয়া করে। আমার সব দৌড় e-snipeএর সুমন আহমেদের সৌজন্যি। ভীষণ ভালো কালেক্‌শন। শুভ পাঠ।
  • san | 220.226.71.223 | ২৫ জুন ২০০৭ ২১:৪৪388835
  • জয়, পেয়েছি। এত তাড়াতাড়ি আশাও করিনি :-)অনেক অনেক ধন্যবাদ।
  • dear | 203.145.188.131 | ২৫ জুন ২০০৭ ২৩:৩২388836
  • আম্মো পেইচি।

    থ্যাংকু থ্যাংকু! :-।)
  • ranjan roy | 122.168.68.178 | ২৭ জুন ২০০৭ ০০:০৪388837
  • Jay,
    আমি মিশির আলি পড়িনি। কিন্তু, হিমুসায়েবের ভক্ত। একটা মজার গল্প বলি। বছর পাঁচেক আগে আমার ছোট মেয়ের জন্য মাইগ্রেসন সর্টিফিকেট আনতে নাগপুর ইউনিভার্সিটির কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, বিকেলের দিকে যখন প্রায় খিড়কির কাছে পৌঁছেচি, তখন দেখি এক ইয়ং শিখ যুবক, খুব হ্যান্ডসাম এবং স্বাস্থ্যবান লাইন ম্যানেজ করে ঢুকছে। পেছনের অল্পবয়সী ছেলের দল অসন্তুষ্ট হয়েও কিছু বলতে সাহস করছেনা।কারণ, শিখ যুবকটি নামকরা স্থানীয় ব্যবসায়ী পরিবারের। আর আমি outsider
    ওরা তখন পেছন থেকে আমার উদ্দেশে ফুট্‌কাটতে লাগলো।
    ---" সর্দার লাইন ম্যানেজ করছে, আর কাকা ওকে setting করিয়ে দিয়েছে।
    আমি বোকা বোকা মুখ করে একটু হাসলাম। কিন্তু, ভেতরে ভেতরে রেগে গিয়ে সর্দারের পিঠে হাত রেখে বললাম।
    --" আপনি লাইনে ছিলেন না।"
    ও মোলায়েম হেসে বললো," না, ছিলাম না।"
    আমি আবার হেসে বললাম, "তাহলে আপনি লাইন ম্যানেজ করছেন!"
    সর্দার মধুর হেসে বললো," হ্যাঁ, আমি আক্‌ছার এমনিই করে থাকি"।
    সবাই আমাদের দেখছে।

    আমি ভাবলাম উপায় নেই। এবার রঞ্জন থেকে হিমুসায়েব হয়ে যাই।

    আমি বললাম," সাবাশ! এবার আমার সংগে একটু হাত মেলান।"
    ও বল্লো, " কেন"?
    --" মেলান না! হাত ধরলেই বুঝতে পারবেন।"
    ও হেসে শত করে আমার একটু মেয়েলি হাতটি ধরে ঝাঁকিয়ে দিল। আমার প্রায় নড়া খুলে যায়।
    আমি বললাম," আমি অতি সামান্য মানুষ। কিন্তু আমার সংগে যারা হাত মেলায় তারা পরে আর আমাকে ভুলতে পারে না। আপনিও ভুলবেন না।"।
    তার পরে ও কাউন্টারে গিয়ে ওর কাগজগুলো
    এগিয়ে দিলো। গ্র্যাজুয়েট হয়েছে, PGতে admission নেবে।
    কিন্তু দু'মিনিটে ওর সব কাগজ ফেরত হলো।
    পিজিতে ভর্ত্তির লাস্ট ডেট পেরিয়ে গেছে। লেট ফি' দিয়েও হবে না। ওকে একবছর পরে আসতে হবে।
    সর্দার কাঁদো-কাঁদো।-" আমার বিয়ের দিন ঠিক। মেয়ের বাড়িতে যানে আমি PGর ছাত্র। কোন উপায় নেই"?
    শেষে রফা হলো V.C.র বিশেষ অনুমতি চাই, আর ছ'হাজার টাকা।
    এরপর হতভম্ব সর্দার আমার দিকে এগিয়ে এলো। আমি ভয়ে দু'পা পিছোলাম। ও' খপ করে আমার হাত ধরে বললো- আপনাকে আজ আমদের বাড়িতে খেতে আসতে হবে। বাবা আপনার সংগে কথা বলবেন।
    আমি ওকে ফোন নাম্বার এ'সব দিল
    আম। ওর ঠিকানা নিলাম। তারপর মেয়ের মাইগ্রেসনটি নিয়ে সন্ধ্যের ট্রেনেই নাগপুর থেকে পালালাম। বিলাসপুর পৌঁছে মোবাইলের সিম বদলে নিলাম।

    এরপর কি আপনি আমায় মিশির আলির pdf
    আমার ইদ তে পাঠাবেন না?
    সের্পেন্ত্‌রোয়য়হূ।ওম
    রঞ্জন রায়, বিলাসপুর।
  • raatri | 59.93.241.232 | ২৭ জুন ২০০৭ ১৫:৩৫388838
  • জয়,
    মিসির আলি বাদে আর যা হুমায়ুন আহমেদের লেখা আছে সেগুলো আমাকেও পাঠানোর বায়না ধরছি।sangitagd অ্যাট জিমেল-এ যথারীতি।আগাম ধন্যবাদ দিয়ে রাখলাম।
  • Jay | 10.175.50.36 | ২৮ জুন ২০০৭ ০৬:৪৯388839
  • Ranjanদা, আপনাকে পাঠাতে পারছিনা। আন্দাজ করেছিলাম আপনার i.d বোধহয় [email protected], কিন্তু বারবার ফেলিওর নোটিশ ধরাচ্ছে। কোথাও একটা ঘাঁটছি। হাইকমান্ডের হুইপ ছিল! আপনার লেখার ভীষণ ভক্ত কিনা। তাড়াতাড়ি জটটা ছাড়িয়ে i.dটা দিন দাদা। গোদা মাথায় আর এগুতে পারছিনা। না পাঠালে ঘরে যুদ্ধ বেঁধে যাবে।

    রাত্রি, আপনাকে ভুল করে বোধহয় কিছু মিশির আলি মিক্স করা হয়ে গেছে।

    আপনাদের দুজনের-ই জবরদস্ত হাত, পেয়েই পড়ে ফেলবেন, আর পড়ে ফেলেই একটা রিভিউ লিখে ফেলবেন, প্লিজ। কন্ডিশন আপ্লায়েড।
  • Ishan | 71.239.32.103 | ২৮ জুন ২০০৭ ০৮:৫৯388840
  • আমারও চাই। bsaikat অ্যাট gmail.com । তবে এতো লোককে মেল করার চেয়ে কোথাও একটা তুলে দিলে হয়না?
  • d | 122.162.104.228 | ২৮ জুন ২০০৭ ০৯:৩৭388841
  • আছে তো সব ইস্নিপসে আছে। সার্চ দাও পেয়ে যাবে।
  • Jay | 86.138.70.148 | ২৮ জুন ২০০৭ ১৩:৪২388843
  • ঈশান, ঠিক-ই বলেছেন। কোথাও তুলতে পারলে সবচাইতে ভালো হয়। কত টুকুই বা মেল করতে পারছি?! তুলবার খুট্‌খাট চেষ্টাও যে করিনি তা নয়। কিন্তু কিছুতেই আপলোডাবার কায়দাটা রপ্ত করতে পারছিনা। একটু ফান্ডা দিন তবে। আর হ্যাঁ, esnipesতে তো আছেই। বিরাট কালেকশন! স্পেশিফিক কোনো লেখা চাই কি। আপাতত সবাইকে মিশির আলির মিক্স-ই খাওয়াচ্ছি।
    তবে আলোচনা চাই। রিভিয়ু চাই।
  • ranjan roy | 122.168.68.178 | ২৮ জুন ২০০৭ ২৩:০৯388844
  • Jay,
    ছড়িয়েছি ঘুমচোখে। [email protected]। প্লীজ, ভাই।
    রঞ্জন
  • Jay | 86.131.34.129 | ৩০ জুন ২০০৭ ০১:১৩388845
  • রঞ্জনদা, ঈশান, অর্পণ- মেল ঠিকঠাক পৌঁছিয়েছে?
  • dear | 203.145.188.130 | ৩০ জুন ২০০৭ ১২:৪০388846
  • জয়,

    পেয়েচি!
  • রঞ্জন ( ডিয়ার ) | 203.145.188.131 | ০১ জুলাই ২০০৭ ০০:১৩388847
  • জয়,

    এট্টু ফান্ডা চাই।
    মেল-attachment তো দেখলাম ১০
    MB'র বেশি হচ্ছে না।

    নিশীথিনী পাঠিয়ে ছিলে কি ভাবে ?
    ওটা তো ১০.mb ছিলো। zip করলেও তো ১০.২ হচ্ছে। যাচ্ছে না ।
  • d | 122.162.105.201 | ০১ জুলাই ২০০৭ ১২:২৪388848
  • সক্কলে ঝাঁপিয়ে পড়ে যোগাড় করছে। কিন্তু লেখাগুলো পড়ে আর কেউ কিচ্ছুটি লিখছে না। :(
  • tan | 131.95.121.132 | ০১ জুলাই ২০০৭ ২২:৫৮388849
  • সমুদ্র,সমুদ্র,এখেনে পড়ে হাবুডুবু। লিখবো কি?
    হুমায়ুন আহমেদ ভদ্রলোক ভারী ভালো লেখেন,এনার লিখনশৈলী নরম, মনখোলা পূর্বী মানুষদের মতন।
    হিমুর গল্পই হোক,মিসির আলির গল্পই হোক শুভ্রর গল্পই হোক অথবা এমনি অন্য কোনো গল্পই হোক, এই কোমল মনখোলা মূলসুরটি সবসময়ে থাকে, এরই উপরে অন্যসুরের কারুকাজ।ঝরঝরে বর্ণনা আর কথোপকথন টেনে নিয়ে যায় মনকে,হঠাৎ থেমে যাওয়া যায় না।
    হিমুর গল্পে খুব যত্নসহকারে এই কথোপকথনের মধ্যে অপ্রত্যাশিতের চমক লুকিয়ে থাকে,আর চেনাজানা ছকের বাইরে এই আলাভোলা,হলদে পাঞ্জাবি গায়ে খালি পায়ে পথ হাঁটা যুবক অধরা স্বপ্নের প্রতীক হয়ে আমাদের লৌহকক্ষের ফাঁকফোকড় দিয়ে আলোর রশ্মির মতন দেখা দিয়ে মিলিয়ে যায়।হেলায় পিছনে ফেলে রেখে যায় টাকাকড়ি গাড়ীবাড়ী সুন্দর সংসার-যা মানুষ চায়,সব ফেলে সে হাঁটতে থাকে কোনো এক অজানা মোহনার দিকে,কোনো এক অসুস্থ কৃষ্ণচূড়া গাছের খবর নিতে,কোনো এক বনস্থলীতে মধ্যরাত্রির জ্যোৎস্না দেখতে,কোনো এক অনাথ বালিকাকে স্নেহনীড়ে পৌঁছে দিতে। আমাদের চেনাজানা ডিফেন্স সিস্টেমগুলো-- কোরাপ্টেড পুলিশ মিলিটারি কখনো তাকে মারে,আটকায়,প্র্যাকটিকাল নাগরিকেরা চায় তাকে জেলে দিয়ে সমাজকে বাঁচাতে,কিন্তু সে এক অঞ্জলি আলোর মতন,তাকে কিছুতেই আটকানো যায় না।

  • Ishan | 71.239.32.103 | ০২ জুলাই ২০০৭ ০৪:২৩388850
  • সরি, লিখতে ভুলে গেছি। পেয়ে গেছি। থ্যাঙ্কু।
  • raihan | 192.168.1.7, 203.76.125.43 | ০২ জুলাই ২০০৭ ১৩:৪১388851
  • এক সময় হুমায়ুন আহমেদে বু'দ ছিলাম। এখ্‌ন একেবারে পড়া হয়্‌না। আমার মতে মিসির আলি সিরিজের মধ্যে দেবী ইজ দা বেস্ট।
  • ranjan roy | 122.168.71.168 | ১০ জুলাই ২০০৭ ২২:১১388852
  • Jay,
    সরি জয়! ধন্যবাদ দিতেও ভুলে গেছি। "নিশিথিনী" ও "দেবী", দুটো গল্পই এক-এক রাতে শেষ।
    রাত দেড়টা নাগাদ শ্রীমতী এসে বল্লেন- কি শুরু করেছো কি? কটা বাজে খেয়াল আছে? সকালে অফিস আছে না?"
    আমি চমক্বে পেছন ফিরে তাকালাম।
    --কি , হলো কি?
    --কিছু না, যেন নুপূরের আওয়াজ! শুনতে পাচ্ছ?
    -- ধ্যাৎ! ও তো পাশের ঘরে পোষা কুকুরদুটো নড়ে উঠেছে, চেন ঘষার আওয়াজ।
    --কিন্তু আমি যে ওপরের ঘর থেকে আওয়াজ পাচ্ছি।
    -- পিসিতে ওসব ছাইপাঁশ পড়া ছাড়।

    মাঝরাত্তিরে ঘুম ভেঙ্গে গেল। হাসির আওয়াজ। উঠে বসলাম। শ্রীমতী হাসছেন। ওনার ঘুম গাঢ়। কখনও স্বপ্ন দেখেন না। বলেন- আমি খেটে খাওয়া মজদুর মানুষ।একঘুমে রাত কাবার। কিন্তু এখন উনি খিলখিলিয়ে হাসছেন আর একটা কিছু ফিসফিসিয়ে বলছেন। কান পাতলাম। কাকে যেন ঘুম পাড়াচ্ছেন---"" চাঁদ বদনি চাঁদের কণা, সবাই বলে দেনা, দেনা।
    দিলে যে আমার ঘর চলেনা, সেই কথাটা কেউ বোঝেনা।।''
    চাঁদ আমাদের অকালে ঝরে যাওয়া প্রথম সন্তানের নাম।

    পরের দিন থেকে আমি আলাদা ঘরে শুচ্ছি। অজুহাত রাতজেগে কিছু অফিসের পেন্ডিং শেষ করতে হবে।
    যাহোক, তুমি এবং তোমার হোম মিনিস্টারের জন্যে আমার আন্তরিক শুভেচ্ছা। ভালো থেকো।

  • Du | 67.111.229.98 | ১০ জুলাই ২০০৭ ২২:৪০388854
  • বইটা পড়ার আগ্রহ বেড়ে গেল, কিন্তু মন খারাপ হয়ে গেল রঞ্জনদা। ভালো থাকুন, রঞ্জনদা । দুখু ব্যাটাকে একদম মাথায় উঠতে দেবেন না । জানি ভদ্র সমাজে বন্ধুদের নিজস্ব ব্যাপারে নাক গলাতে নেই, তাও না বলে পারলাম না।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন