এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রহস্য কাহিনী: কায়াবি-ষ

    Tim
    অন্যান্য | ২৭ সেপ্টেম্বর ২০০৭ | ২৪৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Tim | 204.111.134.55 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ০৯:৩০390854
  • প্রথমেই কিছু ডিসক্লেমার দিয়ে দেয়া যাক:
    এখানে বর্ণিত চরিত্রগুলি একেবারেই কাল্পনিক। এপাড়া, ওপাড়া বা বেপাড়ার কোন ব্যক্তির সাথে মিল পেলে অবাক হবেন, এবং বুঝবেন সেটা অনিচ্ছাকৃত ও কাকতালীয় ঘটনা। অবশ্য বাংলা সাহিত্যের দাদাকাকাদের সাথে মিল পেতেই পারেন, পেলে মনে করবেন তা শুধুই ""অনুপ্রেরণা""। ঘটনাবলীও কাল্পনিক।
  • Ishan | 71.239.38.136 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:০৯390865
  • এই ডিসক্লেমারকে জেরা করেই তদন্ত শুরু করে আমাদের গোয়েন্দা। প্রাথমিক কটি প্রশ্ন : কাল্পনিক চরিত্রের আড়ালে লুকিয়ে আছে যে বা যারা কি তাদের পরিচয়? কেন তাদের লুকিয়ে রাখা হচ্ছে? হত্যাকারী কে?
  • kd | 59.93.221.174 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:১৪390881
  • তবে এই যে বললে তুমি ইন্দোডাক্তারের না ঘটা সত্যি ঘটনা নিয়ে লিখবে?
  • Ishan | 71.239.38.136 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:১৪390876
  • উত্তর আসবে পরের এপিসোডে। ধৈর্য ধরুন। আমি এখন ঘুমোতে যাই।
  • Tim | 204.111.134.55 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:১৭390883
  • এ:, শুরুতেই কেমন প্যাঁচাল কষছে দ্যাখো। উত্তর দিমুনা। আপনেরা পোশুনেরে জিগান। উনি সব ZIনেন।
  • Ishan | 71.239.38.136 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:১৭390882
  • এসে গেছে পরবর্তী রহস্য। ইন্দো ডাক্তার কে? তার জীবনের না ঘটা গোপন রহস্য জানার জন্য কাবলি খুড়োর এতো উৎসাহ কেন?

    কাবলি খুড়োই কি গোয়েন্দা? নাকি মুখোশের আড়ালের হত্যকারী?

    দেখতে থাকুন।
  • Blank | 74.138.157.69 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:২১390884
  • পুলিশ কি পি ডাব্লু ডি নাকি , যে জবাব দেবে?
    আমি ঘোরতর CIA র ছায়া দেখতে পাচ্ছি এর মধ্যে...
  • Ishan | 71.239.38.136 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:২৮390885
  • হুমমম, সিআইএ। এবার বোঝা যাচ্ছে, এটি পাতি রহস্যগল্প নহে। বরং গভীর আন্তর্জাতিক চক্রান্তের অংশবিশেষ। সিক্রেট সার্ভিস আছে, জেমস বন্ড আছে, এবং আছেন ইয়ান ফ্লেমিং।

    যেহেতু ফ্লেমিং এ ফ্লেমিং এ মাসতুতো ভাই, অতএব কান ধরে টানলেই চলে আসবেন আলেকজান্ডার ফ্লেমিং। ডাক্তারি এবং গোয়েন্দাগিরি। পেনিসিলিন আর অ্যাটম বোম। দস্যু মোহন এবং ইন্দোডাক্তার।

    জয়ত্তারা।
  • Ishan | 71.239.38.136 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:৩২390886
  • শুনতে থাকুন সরলমতী ইন্দো ও তার নির্দয় ঠাকুদ্দা ফ্লেমিং এর অবিশ্বাস্য করুণ কাহিনী।

    মূল স্প্যানিশ থেকে অনুবাদ : মা: ব:।
  • Blank | 74.138.157.69 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:৩৩390855
  • আছে স্টিফেন ফ্লেমিং ও। জড়িয়ে গেলো ক্রিকেট। উপমহাদেশের গন্ডি ছাড়িয়ে, ক্রিকেট জুয়া আর বুকি দের দৌরাত্মে ঢাকা পরে গেলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
    দু হাতে দুটো সার্জিকাল নাইফ, এক হাতে স্টেথো.....
    অন্ধকার অপারেশান থিয়েটার, ব্যাকগ্রাউন্ডে বব উলমার ...
  • `' | 10.153.103.97, 10.150.50.89, 10.150.50.89 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:৩৬390856
  • পুলিশ পি ডাব্লু ডি না গাবলুদা, সেসব প্রশ্ন কিজন্য? ব্ল্যাঙ্ক কি পুলিশকে সমর্থন করার খেলা খেলে সবার নজর অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে?
    ঘোরতর সন্দেহজনক পরের লাইনটি, আমার দৃঢ বিশ্বাস, ওটি সাঙ্কেতিক কোড বই কিছুনা। CIA এর সাথে গাছের তুলনা, সে গাছ ছায়া দেয় কিনা, এসবের সাথেই কি জড়িত ব্ল্যাঙ্কের অদূর ভবিষ্যতে বাড়ি ফেরা? ম্রিকায় এমন কি ঘটলো যে তাকে তরিঘরি বারি যেতে হচ্ছে? CIA সেই কাঁঠাল গাছ, যার ছায়ায় বসে তিনি দোল ও টেকিলা খান?

    খটকা... খটকা....
  • Tim | 204.111.134.55 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:৩৮390858
  • অ ডাক্তারদা, এসে এগুলোকে দুটো করে ইঞ্জেকশান দাও দিকি। ঘুমপাড়ানী ওষুধ ভরে এনো।
  • Ishan | 71.239.38.136 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:৩৮390857
  • এইবার শুরু হচ্ছে গল্প।

    তখন বিকেল। স্টিফেন ফ্লেমিং তখন জনৈক ফাস্টবোলারের আগুনে ডেলিভারি সামলাচ্ছেন। ওদিকে ডেলিভারি নিয়ে ব্যস্ত আরেকজনও। সবুজ মুখোশে মুখ ঢেকে লেবার রুমের অন্ধকারে, কে সেই ডাক্তার?

    (আমি এবার সত্যি ঘুমোতে যাই। টিম বাকি গল্পটা না লিখলে, আমি কাল এসে লিখে দেব। :-) )
  • `' | 10.153.103.97, 10.150.50.89, 10.150.50.89 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:৪৩390860
  • তো, ঈশান যখন গোয়েন্দা গল্প লিখতে শুরু করেছে, তখন দু-একটা কথা তার সম্বন্ধে যা জানি, তাতে করে ধরে নেওয়াই যায় এই টেকস্ট পাঠ করতে গেলে আমাদের কিছু টুল দরকার। এই কাঁচি, ছুরি, পাইরোমিটার, এইসব আরকি। তা ছাড়াও গোলাপের কি যেন নাম, আমার নাম লাল, এইসব জেনে নেওয়া জরুরি।

    তো, এই হলো ব্যাপার।
  • Blank | 74.138.157.69 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:৪৩390859
  • ডাক্তারের ল্যাবে জেনেটিকালি ইঞ্জিনিয়ারড কাঁঠাল, আর ছি ফো র সেই কাঁঠাল নিয়ে অতি উৎসাহ। এর পেছনে কি আন্তর্জাতিক মাফিয়া চক্র জড়িয়ে?
    সরকার পার্ট ৩
  • Tim | 204.111.134.55 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:৫১390861
  • বেশ, তাইলে খিল্লি-ই চলুক। :)
    মামুর গোয়েন্দা গল্পের পরের অংশ:

    ফ্লেমিং হাতের ঘাম মুছতে মুছতে আম্পায়ারকে জিগ্যেস করলেন, "" কত করে আউট হলে পুরো টাকা পাবো বলুন তো! চার্টটা দেখে বলুন, আগেরবার আপনার চোখের ভুলে ৫হাজার ডলার ঝাড় হল। এবার হলে মাইরি কেলিয়ে দেব।""
    আম্পায়ার বুক পকেট থেকে চোথা বের করে যেইনা দেখতে যাবেন, অমনি টিভি ক্যামেরায় ধরা পড়ে গেলেন।

  • Tim | 204.111.134.55 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:৫৭390862
  • ওদিকে সবুজ মুখোশধারী সফল ডেলিভারীর পরে হাসপাতালের বাইরে এসে দাঁড়ালেন। অমনি নেপথ্যে ""ধনধান্যপুষ্পভরা"" বাজতে লাগলো। তাড়াতাড়ি একটা সাদা পরচুলা পরে নিয়ে মুখোশধারী ধীর পদক্ষেপে চলতে লাগলেন। কিন্তু তাও মাত্র ৩০ সেকেন্ডেই পৌঁছে গেলেন (মুখোশধারীর গতি চিতার থেকেও বেশি- প্রাচীন হাসপাতাল প্রবাদ)।
    (এরপর মামু লিখবে)
  • Blank | 74.138.157.69 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১১:০৪390863
  • সারা পৃথিবী তে লাইভ টেলিকাস্ট হতে চলেছে সেই চোথা দেখার দৃশ্য। ছবি তখন তার আর বেতার বেয়ে স্যটেলাইটে সবে ঢুকতে যাবে, অমনি পৃথিবী জোড়া সকলের টিভি ঝাপসা...
  • `' | 10.153.103.97, 10.150.50.89, 10.150.50.89 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১১:৩৫390864
  • সারা পৃথিবীর টিভি ঝাপসা? অর্থাৎ, আবার সেই টেকিলা। এখন প্রশ্ন হল, টিভি কি টেকিলা খায়? নুন দিয়ে খায় না, পাতি মেরে দেয়? এই প্রশ্ন থেকে আরো একটা সূত্র পাওয়া গেল, ডিডি, ব্যাঙ্গালোর। টেকিলা খাবার পর থেকেই যিনি আর শুক্কুরবার কবিতা লিখতে পারলেন না। কিছু গোপন করছেন কি তিনি?
  • LCM | 71.132.135.62 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১১:৩৮390866
  • একটু ট্যুইস্ট...
    যেই না আম্পায়ার চোথা খুলেছেন, সঙ্গে সঙ্গে তার কোটের পকেটে কাঁপুনি, ভাইব্রেট মোডে থাকা ফোনে একটা মিসড কল ছাড়ল থার্ড আম্পায়ার।

    এই সুযোগে ডায়মন্ড (নিউটন খ্যাত) গিয়ে ঠিক যেখানে ফ্লেমিং মিডল স্টাম্প এর স্টান্ট নিয়ে ব্যাট দিয়ে ঠুকে একটা দাগ দিয়ে রেখেছিল, সেখানে আড়াআড়ি ভাবে একটি লম্বা ন্যাড় ছেড়ে দিল।
  • Riju | 172.18.18.170 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১২:১৪390867
  • না না সিগনাল ফিরে এসেছে।চলুন দেখি মঠে কি হচ্ছে।
    এবার বল এলো স্টিফেন ফ্লেমিং এর দিকে। বোলার কে ? চমকে উঠবেন শুনে। মনোজ প্রভাকর । হ্যাঁ সেই প্রভাকর যিনি বেটিং চক্রে জড়িত। ওদিকে স্টিফেন ফ্লেমিং আউট হবার জন্যে চেষ্টা করেই চলেছে ,কিন্তু হায় !! প্রত্যেক টা ওয়াইড বা নো বল,এগুলোতে আউট ও হয় না ।দুচ্ছাই !! আর এদিকে কভারে দাঁড়িয়ে দাঁতে নোখ কাটছেন বাংলার গৌরব প্রিন্স অফ ক্যাল্কুটা। হ্যাঁ দাদার ফিল্ডিং এর 'দক্ষতা' সবাইকে দেখানোর জন্যে গুরু গ্রেগ তাকে কভারে দাঁড় করিয়েছে।পাঠক ঠিক ধরেছেন - এই রহস্য গল্পেও গ্রেগের চক্রান্ত লুকিয়ে আছে,আর তার পেছনে আছেন রাজস্থানের ললিত মোদি যিনি পাওয়ার শিবিরের সেনাপতি ডালমিয়া গোষ্ঠির বিপক্ষে। কিন্তু এই চক্রান্তকারী ছাড় পাবে না। কারন আজকালে দিস্তে দিস্তে লিখে চলেছে দেবাশিস দত্ত। হ্যাঁ সেই আজকাল যেখানে সিঙ্গুর জিনোসাইড এর পরে সিপিএমের সমর্থনে রোজ লেখা হত।আর এখন এন ডীল নিয়ে মাঠে নেমে পড়েছে । আ মোলো যা বাঁকুরায় রেশনের চালের জন্যে জনতা ক্যালাতে আসে কেন? আশ্বিনের শারদ প্রভাতে দিকে দিকে ধ্বনিত হচ্ছে মহামন্ত্র - না মহালয়া নয় , "মার্কিনী সাম্রাজ্য নিপাত যাক" ।

    পাঠক কি বুঝতে পারছেন কিভাবে গুরু গ্রেগ , বেটিং চক্র,পাওয়ার ডালমিয়া,সিঙ্গুর সবাই মার্কিন সাম্রাজ্যবাদের সাথে জড়িয়ে গেলেন? প্লট টা পরিস্কার হচ্ছে আস্তে আস্তে? না পরিস্কার হলে আজকাল পড়ুন ও পড়ান।

  • d | 192.85.47.1 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১২:১৭390868
  • হাপপ্যান্ট ও চকরাবকরা টি-শার্ট পরা এক নাবালক, এক ইঞ্চি চওড়া টাই পরেছে। সোনালী হলদে টাইয়ের ওপর মেরুণ ও সবুজ নারকেল গাছ ও টকটকে লাল অস্তগামী সূর্য্য আঁকা। চোখে রহস্যময় রোদচশমা, গলায় দুলছে স্টেথো, দু হাতে পাঁটাকাটা কিচেন নাইফ ও সার্জিক্যাল নাইফ আর একহাতে "একশত বছরের নি:সঙ্গতা' নিয়ে টগবগ করে হেঁটে আসছে সেই বালক। সামনে আসতে দেখা গেল, নাবালক নয় --- সে রীতিমত না-যুবক।

    কেং কয়ে??? বাতাসে দুলতে থাকুক এই প্রশ্ন।
    যাই একটু কাজিয়ে আসি।
  • Samik | 10.234.30.173 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১২:২৩390869
  • এবং সেই টাইয়ের প্রান্তে লেগে রয়েছে রাজমার ঝোল।

    সেই না-যুবক কি মুখ মুছেছিলেন নিজের টাইয়ে? নাকি কোনও না-যুবতীর রোম্যান্সের দাগ সেখানে? হলুদ লিপস্টিক? নাকি ...
  • Blank | 74.138.157.69 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১২:২৫390870
  • কিন্নর ভ্রমন লিখতে গিয়ে ঋজু থেমে গেলো কেন? তবে কি সেটা ওপর মহলের বাধা? কাল-বেকায়দার দল কি ঋজুর মুখ বন্ধ করালো?
  • dd | 202.122.20.242 | ২৮ সেপ্টেম্বর ২০০৭ ২১:০৯390871
  • হাঁসপাতালের কেবিনে পরে আছে রাবন্দার লাশ। মাথায় আঘাত। কান দুটো গাঢ় নীল। বাঁধানো দাঁত ছিটকে পরে আছে। পাশের টিপয়ে আধ গ্লাস বেলপানা। ঘাড়ে বিঁধে আছে রাক্ষুসে ছুঁচ। নখে লটকে আছে টাইএর ছেঁড়া অংশ।

    সে কি মর্মান্তিক উদর বিদারক দৃশ্য।

    খুনী কে ? বা কারা ?

    সন্দেহে তীর ছোটে ইন্দোদার দিকে। অকুস্থলে ছেঁড়া টাই পড়ে বিশাল এক সিরিঞ্জ হাতে একা একাই গজ গজ করছিলেন,"এটা কি? তাইলে সিরিঞ্জ কোনটা? আর থার্ড গীয়ারটা কই? লিভার?"

    নাকি কবি তেথ্‌থ ? যিনি খুনের ঠিক আগেই এক হুঁসিয়ারী কবিতায় লিখেছিলেন "মরবে আজ মরবে ঠিকই রাবন হতভাগা/ চোখ পটকে ঘাড় মটকে ভাঙবে ব্যাটার দাঁত"। মিল পজ্জন্তো নেই কবিতায়। কিন্তু বাস্তবের সাথে কি মিল।

    আর আমাদের ঈশেন? হাঁসপাতালের ক্যান্টিনে বসে পোস্ত ভাজা খাচ্ছিলেন কিন্তু তার দাড়ি ছিলো লাল। প্রশ্ন করতেই কেঁদে ফেল্লেন।" আমি তো তরমুজ খাচ্ছিলাম"। অথচ সবাই জানে শিকাগোতে তরমুজ পাওয়া যায় না। কিসের অপরাধবোধ আপনার? চোখের জলে মুছে দিতে চান রক্ত মাখা দাড়ি? চালাকি ?

    (চলছে)
  • tan | 131.95.121.132 | ২৮ সেপ্টেম্বর ২০০৭ ২১:১৮390872
  • আইগুগলের পেজে আমি করেছি রেখে স্যাক্রামেন্টো-
    হো হো হো...
    যদিও থাকি শিকাগো
    গো ওয়েন্ট গন গ্লাসগো
    হো হো হো

    এইসব অর্থহীন কবিতা বলে তুমুল লাফ দিচ্ছে চন্দ্রকান্ত,খগেশ্বর খাসনবিশ ওকে চেপে ধরে রাখতে পারছে না।আরো কি বলতে চাইছে চন্দ্র,কিন্তু খগেশ্বর ওর মুখ চেপে ধরছে।
    এই তুমুল চাপাচাপির কারণ কি? এর পিছনে রহস্য কি?
  • dd | 202.122.20.242 | ২৮ সেপ্টেম্বর ২০০৭ ২১:৪৩390873
  • অথবা ছন্দর্ষি ওমনাথ ? আর তার পার্টনার অজ্জিত? বেচারা রাবন্দা একটি আত্মজৈবনিক ভুতের গল্প লিখছিলেন, "মাত্রা ছাড়িয়ে গেছে,বৃত্তও। লাশ ফেলে দোবো" এই বিবৃতি দিয়েছিলেন ওমনাথ। "রিকার্সিভ লুপ দিয়ে হাত পা বেঁধে ম্যাক দিয়ে মুখ বন্ধ করে কানের গোড়ায় সপাটে কবিতা বলে যাবো"। তাই কি রাবন্দার গাঢ় নীল কান? গোড়ালীর কাছে পরে থাকা ছিন্ন রিকার্সিভ লুপের টুকরো আর ম্যাকের টাকরা?

    এবং শ্রীরংগম? কেনো তিনি হাঁসপাতালের চত্বরে ফ্যা ফ্যা করে ঘুড়ে বেড়াচ্ছিলেন? "সব বাড়ী ফাড়ী কিনে নিইচি, তাই ভাবলুম এবার থেকে ট্রাম ডিপো আর হাসপাতাল কিনবো। হেথায় এয়েছিলাম প্রপার্টী দেখতে"। কিন্তু তার বগলে ক্যানো সতেরো ভল্যুমের "পন্ডিতের অ আ ক খ"? কোনো ভারী কিছুর আঘাতে থেৎলে যাওয়া রাবন্দার মাথার পাশে পরে থাকা ভেড়া ও মুদ্রাস্ফিতীর ইকুয়েশনই বা কেনো?

    (চলবে)
  • d | 61.17.13.122 | ২৮ সেপ্টেম্বর ২০০৭ ২১:৫৬390874
  • ইয়ে, বাকী ন খানা মাথা .......
    না বাবা থাগ্গে।
  • dd | 202.122.20.242 | ২৮ সেপ্টেম্বর ২০০৭ ২২:০১390875
  • আর বেলপানার রহস্য? কোথায় পালাচ্ছেন ন্যাড়াবাবু ? বেলতলার সাহে আপনার অবৈধ সম্পর্ক, ঘন ঘন গতায়াত আজ স্টিং অপরেশনের দৌলতে সবারই জানা। গানের ছত্রছায়ায় বৃথাই লুকোচ্ছেন।

    গোইন্দার দল নিয়ে এলেন গন্ধ বিচারী পুলিশী কুকুর। রাবন্দাকে শুঁকে ও চেটে তিনি কি বল্লেন সেটা তার মুখেই শুনুন "ঘেউ,ঘেউ। চেটে দেখলাম। টেস্টটা মন্দ নয়। এট্টু টমাটমের সস হল জমতো। তবে হাতের তেলোয় পষ্টো পেইচি টেকিলার গন্ধ। সন্দেহজনক। আচ্ছা আমার ফী টা কে দেবেন?" এই শুনেই গোইন্দারা সজল নয়নে প্রস্থান করলেন।

    কিন্তু টেকিলা... টেকিলা। কে যেন.....?
    তাইলে তাইলে কি......? ?

    হুম।

    (সমাপ্ত)

  • Tirthankar | 130.207.93.156 | ২৮ সেপ্টেম্বর ২০০৭ ২২:০৫390877
  • :-)))))))))))))))))
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন