এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • The Blue Umbrella

    Tim
    সিনেমা | ২৭ সেপ্টেম্বর ২০০৭ | ২৬৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Tim | 204.111.134.55 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ০৮:২৮390887
  • এই ছবিটা নিয়ে বোধহয় কোন আলোচনা হয় নি এখনো পর্যন্ত। অনেক অপ্রয়োজনীয় কথাই তো খরচ করি আমরা, নাহয় আরো কিছু বাড়তি কথাই হোক। আমাদের দেশে তো ছোটদের জন্য ঝরতি-পড়তি, অন্যের ফেলে দেওয়া বাড়তি জিনিস ছাড়া জোটে না, তাই হঠাৎ করে তাদের জন্যে আনকোরা নতুন কোন ভালো ছবি কেউ বানিয়ে ফেললে আদিখ্যেতা করার লোভ সামলানো দায় হয়ে পড়ে। অতএব আসুন, একটু বাড়াবাড়ি করে ফেলা যাক।
    তথ্যের জন্য, ওয়েবসাইট:
    http://www.utvmotionpictures.com/blueumbrella-movie.asp

  • Tim | 204.111.134.55 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:১৫390909
  • নীল ছাতার গল্পটা হয়ত সবারই এতদিনে জানা হয়ে গেছে। যাঁরা এখনো দেখেন নি, তাঁদের জন্য : পাহাড়ের কোলে ছোট এক গ্রামের একরত্তি মেয়ে বিনিয়া। গরু চরাতে গিয়ে হঠাৎই একদিন সে পেয়ে যায় এক অমূল্যরতন, বিদেশে তৈরী অপূর্ব এক নীলরঙা ছাতা। যেমন তার রঙের বাহার, তেমনি তার কায়দা। দেখে চোখ ধাঁধায় সক্কলের। প্রথমে খুশি হলেও পরে সবাই বেশ ঈর্ষান্বিত হয়ে পড়েন বিনিয়ার ভাগ্যে। মজা হল, এই হিংসুটেরা কেউ কিন্তু ছোট নন। এঁদের কেউবা শিক্ষক, কেউ ব্যবসায়ী। এঁদের নিজেদের ছোটখাটো ব্যক্তিগত সম্পত্তি আছে, আছে নিজস্ব সুখের মালিকানা, যা ইচ্ছে করার অল্পস্বল্প ব্যবস্থা। তবু তাঁদের ঐ নীল ছাতাটাই চাই। যা কিনা বিনিয়ার একমাত্র নিজস্ব সম্পদ ও গর্বের বস্তু। সুতরাং, চক্রান্তের জাল অলক্ষ্যেই ঘন হয়ে ছড়িয়ে পড়তে থাকে। জালে বসে নানারকম মাকড়শারা অধীর অপেক্ষায় লালা ঝরায়। অবশেষে একদিন সেই ""শুভদিন"" আসে। ছাতা চুরি হয়ে যায়।
    কে চুরি করলো সেটা বোঝা যায় না। পুলিশ এই ছবিতে ভীষনভাবেই পুলিশোচিত। ঠিক সময় তারা ঠিক কাজটা করার চেষ্টা করে। দেরীতে হলেও চোর ধরা পড়ে বিনিয়ার জন্যই।
    এইখানেই গল্পটা শেষ হয়ে যাওয়া উচিত ছিলো। কিন্তু পরিচালক বিশাল ভরদ্বাজ ছোটদের প্রাপ্য সম্মান দিয়েছেন। ছবিটাকে শুধুই সাদা-কালোর গল্প করে দিয়ে অতিসরলীকৃত ঈশপের গপ্প বানিয়ে ফেলেন নি। এরপর গল্পে যে বাঁক আসে, সেখানে আমরা দেখি একা হয়ে যাওয়া একজন মানুষকে। বেশি পড়াশুনো করে নি বলেই হয়ত সে একদিনেই জীবনের হার মেনে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে দেয় নি। আমরা দেখি, হঠাৎ করে অপরাধী হয়ে গেলে এতদিনকার চেনাজানা জন্মভূমি কেমন জেলখানার মত হয়ে যায়। শিল্পীর মুখের প্রতিটি অভিব্যক্তিতে ফুটে ওঠে সীমাহীন অসহায়তা।
    শীতের মরসুম আসে। যতই পাহাড় বরফে সাদা হয়, ততই অন্ধকার নামে জনপদের একটি বিশেষ বাড়িতে। দিন দিন সঞ্চয় ফুরিয়ে আসে, পায়ে পায়ে অনটন দরজায় এসে দাঁড়ায়। একফাঁকে হিংস্র শ্বাপদও জানান দিয়ে যায়, আর বেশিদিন নেই, শেষের সেদিন খুব দূরে নয়। এতসব ঘটে চলে সেই বাড়িটিতে। কিন্তু বাকিরা উদাসীন থাকে। তারা খায়দায়, বিয়ে করে, রাত্রীবেলা আরামে ঘুমোয়। অপরাধীর সমস্যা নিয়ে তাদের ভাবতে বয়েই গেছে।
    কিন্তু ছোটরা ভাগ্যিস বড়োদের মত না। তাই অন্য একটি বাড়িতেও একজনের মনে জমে ওঠে অন্ধকার। অল্প অভিজ্ঞতা নিয়েও কিকরে যেন সে বুঝে ফেলে কতটা অপরাধ করলে কতটা শাস্তি পাওয়া উচিত( যা আমাদের দেশের তাবড় তাবড় বিচারপতিরা ভেবে উঠতেই পারেন না)। তাই এতগুলো ধেড়ে লোকেদের মধ্যে থেকেও সেই একরত্তি মেয়েটাই আবারো এগিয়ে আসে। খাদের কিনারা থেকে বাঁচিয়ে নিয়ে আসে এক অনুতপ্ত অপরাধীকে। কে জানে, হয়ত বা উদ্ধার করে আনে মানুষের সমাজে ক্রমশ হারিয়ে যাওয়া শব্দটি, মানবিকতা।
  • Tim | 204.111.134.55 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১০:৩৬390916
  • ছোটদের সিনেমা, তাই কয়েকটা গান না হলেই নয়। অন্তত দুটো গান বেশ ভালো। বারবার শুনতে ইচ্ছে করে। সিনেম্যাটোগ্রাফি অসাধারণ। আমাদের দেশের উত্তরদিকটা এমনিতেই বাঁধিয়ে রাখার মত, এবং আধুনিক চলচিত্রকারেরা ক্যামেরার ব্যাপারে কোন খামতি রাখেন না, এইদুইয়ের যোগফলে যেকোন তুচ্ছ দৃশ্যও অন্য মাত্রা পেয়ে যায়। আর বরফের চাদরে ঢেকে যাওয়া পাহাড় ও উপত্যকা প্রেক্ষাপট হিসেবে কেমন সেকথা বলাই বাহুল্য। গ্রামের বিভিন্ন দৃশ্যে কিছু ডিটেলের অভাব আছে, তবু চলনসই। আসল কথা হল, চিত্রনাট্য মনকাড়া হলে এসব গৌণ হয়ে যায়।
    মূল চরিত্রে বিনিয়া তো আছেই, অন্যান্য বাচ্চারাও এমন অভিনয় করেছে, যে একেক সময় মনে হচ্ছিলো ক্যামেরায় না, সত্যি-ই চোখের সামনে হচ্ছে সব। একটু খুঁজলেই পাওয়া যায় যথাযথ অভিনেতা-অভিনেত্রী, একথাও আরেকবার প্রমাণিত হল (সন্দীপ রায় শুনছেন কি?)।
    সবশেষে, শুধু পঙ্কজ কাপুরের জন্য দুকথা। একেকটা চরিত্রে অভিনেতা দারুণ অভিনয় করার পরে অনেক সময় বোঝাই যায় না, সেটা কত কঠিন ছিলো। আবার কিছু চরিত্র এতই কঠিন হয়, যে করার পরেও আমরা মুগ্‌ধ হয়ে ভাবি, কি করে করলেন। পঙ্কজ কাপুরের করা চরিত্রটা এই দ্বিতীয় গোত্রের। নি:সন্দেহে অন্যতম মাইলস্টোন ওঁর কেরিয়ারে। টেকনিকাল আলোচনা এই পর্যন্তই।
  • Samik | 10.234.30.173 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১১:২৮390917
  • এ:, সিনেমাটা বাড়ির কাছেই প্রগতি ময়দানে অ্যাদ্দিন ধরে চলল, দেখা হয়ে ওঠে নি। ছ্যা ছ্যা। আবার দেখতে পাবো কিনা, কে জানে!
  • Blank | 74.138.157.69 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১১:৩০390918
  • আরে আমি লিংক দিলাম তো। দেখে নাও। ডিভিডি কোয়ালিটি। সবচেয়ে ভাল ডাউনলোড করে নাও। নিয়ে অফ লাইন দেখো।
    মেশিনে DIVX player লাগবে
  • Tim | 204.111.134.55 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১১:৫৪390919
  • শমীকের তো ভাল লাগবেই, গ্যারান্টি দিতে পারি। ব্ল্যাংক দেখেছিস তো, কেমন লাগলো তোর?
  • Blank | 74.138.157.69 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১১:৫৬390920
  • খুব স্মার্ট মেকিং। দেখা উচিৎ
  • r | 59.162.191.115 | ২৭ সেপ্টেম্বর ২০০৭ ১২:৪২390921
  • ছাতা সাধারণত: নীল, সবুজ বা নীলচে সবুজ হয়।
  • a x | 4.159.254.193 | ২৮ সেপ্টেম্বর ২০০৭ ০৬:১১390888
  • ছোটদের সিনেমায়ে(য়) গান না হলেই নয় কেন?

    nehaflix.com বলে একটা সাইট আছে সেখানে বেশ সস্তায়ে(য়) DVD পাওয়া যায়। ব্লু আম্ব্রেলা আছে সেখানে। এখন বোধহয় শিপিংও ফ্রী।
  • Tim | 204.111.134.55 | ২৮ সেপ্টেম্বর ২০০৭ ১৩:২৬390889
  • একেবারে ছোটদের জন্য বানানো সিনেমায় গান রাখার একটা ট্রেন্ড আছে মনে হয়। দু-একটা মজাদার গানের সিকোয়েন্স থাকলে বাচ্চারাও বেশ খুশি হয়। সেটা একটা কারণ হতে পারে। এই সিনেমার গানগুলো গল্পের সাথে বেশ মানানসই বলে মনে হয়েছে আমার। বোঝার মত লাগেনি।
  • a x | 4.159.128.182 | ২৯ সেপ্টেম্বর ২০০৭ ১২:২২390890
  • বিষয়ান্তর হয়ে যাচ্ছে, ব্লু আম্ব্রেলা দেখি নি। গানের কনটেকস্টও জানিনা। কিন্তু ছোটদের সিনেমায় গান না হলেই নয় - একটু গান, নাচ, হাসি হাসি, হ্যাপি এন্ডিং, ডিজনী ডিজনী ব্যাপার না হলে ছোটদের সিনেমা হয়না, এই বক্তব্যটায় আমার বেজায় আপত্তি। অনেক ইরানিয়ান ছোটদের সিনেমা আছে মাজিদ মাজিদি, জাফর পানাহির যাতে কোন হাত ঘুড়ু ঘুড়ু গান নেই, কিন্তু অতীব ভালো সিনেমা।
  • Blank | 74.138.157.69 | ২৯ সেপ্টেম্বর ২০০৭ ১৩:৪২390891
  • ছোট দের সিনেমায় গান দরকার/ ছোট দের সিনেমা গান ছারাও চলে.....
    এই দুটো মত কারা দিচ্ছে? তারা কি ছোট? নইলে তাদের চিন্তা ভাবনার এক বিন্দু মুল্য নেই।

    (আমি যখন ছোট ছিলম, তখন গান দেয়া সিনেমা বেশী ভাল বাসতুম না, কিন্তু হ্যাপী এন্ডিং ভালো লাগতো। যত টা মনে আছে, খুব সিওর নই)
  • d | 192.85.47.1 | ২৯ সেপ্টেম্বর ২০০৭ ১৬:০৬390892
  • আম্মো ছটবেলায় গান ছাড়া সিনেমাই ভালবাসতাম। হ্যাপী এন্ডিং নিয়ে আমার কোন খুঁতখুঁতুনি কোনকালেই নেই।
  • r | 59.162.191.115 | ২৯ সেপ্টেম্বর ২০০৭ ২০:৩৮390893
  • আমি তো ছোটোব্যালায় গান ছাড়া সিনেমা দেখতুমই না। ববি, দীওয়ার, শোলে, জঞ্জীর- উফ্‌!
  • Tim | 204.111.134.55 | ২৯ সেপ্টেম্বর ২০০৭ ২১:৫৮390894
  • গান যদি গুপীর মত হয়, তাইলে অবশ্যই চাইতাম। নচেৎ সাপব্যাং যাখুশি গান থাকার চাইতে না থাকলেই ভালো। ভাল লাগা সিনেমার মধ্যে গানওয়ালা এবং গানহীন দুরকমই আছে। হীরের আংটি, আজ কা রবিন হুড বা সাম্প্রতিক পাতালঘর বা এই ব্লু আম্ব্রেলা এগুলো ভাল লাগা সিনেমার মধ্যে ওপরেরে দিকেই থাকবে। একই পরিচালকের ""মাকড়ি"" সিনেমাটাও মন্দ লাগেনি। কেউ ""গিলি গিলি গে"" দেখেছো? ঐরকম গান থাকার চেয়ে না থাকলেই ভালো হয়। সিনেমাটা কিন্তু মজার।
  • db | 71.136.13.204 | ৩০ সেপ্টেম্বর ২০০৭ ২২:৫১390895
  • খুব ভালো লাগলো।।
  • bikram | 193.120.76.238 | ১৪ এপ্রিল ২০০৯ ২০:২৮390896
  • এইটা একটা সিনেমার মতো সিনেমা বটে।
  • Blank | 59.93.195.23 | ১৫ এপ্রিল ২০০৯ ০১:০০390897
  • আমার পয়সা দিয়ে কেনা সিডি টা কোন ব্যটা ঝেরে দিয়েছে। সেটা না পাওয়া অব্দি ইহা অতি ঝুল সিনেমা
  • omnath | 117.194.196.110 | ১৫ এপ্রিল ২০০৯ ০১:৩৫390899
  • নামিয়ে নে। খুব ভালো কোয়ালিটি টরেন্ট বাজারে আছে তো!
  • Blank | 59.93.195.23 | ১৫ এপ্রিল ২০০৯ ০২:৩৩390900
  • পয়সা দিয়ে কিনলুম যে :(
  • sibu | 207.47.98.129 | ১৫ এপ্রিল ২০০৯ ০২:৩৯390901
  • পয়সা দিয়ে কিনেছিস তো কি হয়েছে? ইনসিওর করিস নি কেন?
  • lcm | 69.236.173.221 | ১৫ এপ্রিল ২০০৯ ১২:০৮390902
  • ভালো, একটু স্লো। মাঝে মধ্যে যেন দাঁড়িয়ে যায় ছবি। বিশাল ভরদ্বাজ-এর মকবুল-এ যে চুম্বকি টান ছিল, সেটা যেন ব্লু আমব্রেলা-য় পেলাম না।
  • Blank | 59.93.175.11 | ১৫ এপ্রিল ২০০৯ ১২:২৩390903
  • সিনেমাটাতে গল্প বলার ভঙ্গী টা খুব ভালো।
  • Abhyu | 97.81.108.219 | ২৯ এপ্রিল ২০১০ ০৬:০১390904
  • এই সিনিমাটা আমি দেখিচি। গত ডিসেম্বরে, প্রথম্বার।
  • de | 59.163.30.3 | ২৯ এপ্রিল ২০১০ ১৩:৪৮390905
  • ব্লু আম্ব্রেলার সিডি খুঁজে খুঁজে হেদিয়ে গেছি, কলকাতায় পাওয়া যাচ্ছে?
  • de | 59.163.30.3 | ২৯ এপ্রিল ২০১০ ১৩:৪৯390906
  • *ডিভিডি
  • sinfaut | 117.194.200.55 | ৩০ এপ্রিল ২০১০ ০০:৩৫390907
  • এইটা কেন জানি দেখতে গিয়ে এট্টু বোর হয়ে গেছিলাম। কেন, কেন, .... ও মনে পড়েছে, ২ টো কারণে বোধহয় - এক, অদ্ভুত ডায়লেক্টের হিন্দী প্রায় কিছুই না বোঝায় আর পঙ্কজ কাপুর একটা কেমন গলা করে ডায়লগ বলছিল, ভালো লাগছিল না।
    এখন অক্ষদিদিমনি যদি মালটা দেখে বলে দেয় ভাল না খারাপ, তাহলে আমি আর লোড নিয়ে দ্বিতীয়বার দেখব না।

  • a x | 143.111.22.23 | ৩০ এপ্রিল ২০১০ ০০:৫৭390908
  • কি দাবী! পয়সা দাও! প্রাইভেট রিভিউ পাঠিয়ে দেব।
  • vikram | 80.13.48.238 | ৩০ এপ্রিল ২০১০ ০৩:৫৭390910
  • ব্লু আমব্রেলা হিন্দি সিনেমার মধ্যে অন্যতম ভালো। কিছু ই না, অভিনয়ের জন্য, পরিমিতিবোধ এর জন্য। আরও একটা ব্যাপার আছে, দর্শকদের উজবুক মনে না করার জন্য।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন