এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিয়ের পদ্য - সংগ্রহে থাকলে তুলে দিন

    Suhasini
    অন্যান্য | ১১ জানুয়ারি ২০০৮ | ৪২৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Suhasini | 203.123.181.130 | ১১ জানুয়ারি ২০০৮ ১৫:৪৫393239
  • অনেকক্ষেত্রে নিছকই আশীর্বচন, আবার তেমনতেমন রসিক লিখিয়ে হলে বর/কনে পক্ষকে slight ঠোনা মেরে লেখা, পাতলা কাগজে ছাপানো বিয়ের পদ্যের ট্র্যাডিশন প্রায় হারিয়ে যেতে বসেছে। চলুন, একেবারে হারিয়ে যাওয়ার আগে নিজেদের সংগ্রহের ঝাঁপি একবার খুলে দেখি।

    (আরে, কী মুশকিল, আমার দিকে তাকান কেন, আমি তো আপনাদের সংগ্রহ পড়ার আশায় বসে আছি!)
  • d | 192.85.47.12 | ১১ জানুয়ারি ২০০৮ ১৬:০৯393250
  • আগে বল শুনি, তোমার বিয়েতে কি কি পদ্য লেখা হয়েছিল। ;-)
  • Suhasini | 203.123.181.130 | ১১ জানুয়ারি ২০০৮ ১৬:২১393261
  • আহা, তা'লে তো সংগ্রহে কিছু অন্তত থাকত। কাল থোড় বড়ি খাড়া-য় কিছু পদ্য পড়ছিলাম। সেই পড়েই এই সুতো খোলার কথা মাথায় এল।
  • - | 125.18.17.16 | ১১ জানুয়ারি ২০০৮ ১৬:২৬393271
  • আমি আখ তুমি চিনি
    আমি হুলো তুমি মেনী
    আমি বাঁশী তুমি ফুঁ
    আমি শিং তুমি ঢুঁ

    আমি বই তুমি খাতা
    আমি কড়া তুমি হাতা
    আমি ডিম তুমি হাঁস
    আমি ফেল তুমি পাশ।

    এই রকম আত্মত্যাগের আদর্শে রচিত কবিতা বড় একটা দেখা যায় না।
  • d | 192.85.47.2 | ১১ জানুয়ারি ২০০৮ ১৬:২৮393272
  • এটার শেষেই কি ছ্যালো ?
    "তুমি সাগর, আমি ধেউ
    তুমি কুকুর, আমি ঘেউ'
  • d | 192.85.47.2 | ১১ জানুয়ারি ২০০৮ ১৬:২৯393273
  • অথবা মতান্তরে
    "আমি সাগর, তুমি ঢেউ
    আমি কুকুর, তুমি ঘেউ'
  • Suhasini | 203.123.181.130 | ১১ জানুয়ারি ২০০৮ ১৬:৩৫393274
  • ধ্যাৎ, এটা কোনও বিয়ের কবিতা নাকি? এটা তো আমি সেই কবে স্কুলে পড়ার সময় প্রেম পত্তরে পেয়েছিলাম! তাতে অবিশ্যি দ উল্লিখিত লাইনগুলো ছিল না।
  • Sudipta | 122.169.189.75 | ১১ জানুয়ারি ২০০৮ ১৯:৩৭393275
  • আমি মশা তুমি মাছি
    আমি দই তুমি চাঁছি
    তুমি নৌকো আমি কাছি
    তুমি গোনো আমি বাছি
    আমি পাগল তুমি রাঁচি
    তোমায় পেলে তবেই বাঁচি
    আমি সর্দি তুমি কাঁচি
    তুমি খুস খুস আমি হাঁচি
    আমি স্বামী তুমি পত্নী
    আমি ভূত তুমি পেত্নী

    ভাবুন দিকি যদি পঞ্চশরের বেদনামাধুরীতে সজ্জিত শয্যাটিতে শুয়ে শুয়ে এমন কথোপকথন চলে!!! রাঁচি টা যেন কদ্দুর!! না মহায় এখন আর ওসব নয় "every child is special"!! হুহু বললে হবে!! :-))
  • arjo | 168.26.215.54 | ১১ জানুয়ারি ২০০৮ ১৯:৪৮393276
  • আমি কাপ, তুমি চা
    আমি বাপ, তুমি মা

    এগুলো কি বিয়ের কবিতা। বিয়ের কবিতা কি সেই মালা বদলের আগে বা পরে নাপিত যেটা বলে। একটা ডেফিনিশান প্রব্ললেম হচ্ছে।
  • Arijit | 80.229.80.170 | ১১ জানুয়ারি ২০০৮ ১৯:৫২393241
  • বরযাত্রী ও বাসর খোঁজ - ওর মধ্যে মনে হয় কিছু ছিলো।
  • d | 192.85.47.1 | ১১ জানুয়ারি ২০০৮ ১৯:৫২393240
  • না না এগুলো একদম বিয়ের কবিতা নয়। বোধি ফক্কুরি করল দেখে দেখে আম্মো। বিয়ের কবিতা সেই যে হলদে বা গোলাপী পিতপিতে কাগজে ছাপা হত, সেইগুলো।
  • § | 122.162.85.115 | ১১ জানুয়ারি ২০০৮ ২১:৫৮393242
  • আমি শেষ কৈশোরে বেশ কিছু বিয়ের পদ্য ও অন্নপ্রাশনের নেমন্তন্নের পদ্য লিখেছি।

    পরে তুলে দেব।
  • dd | 202.122.17.212 | ১১ জানুয়ারি ২০০৮ ২২:১৬393243
  • আমি কারুর বিয়ে তে পদ্য লিখি নি, এমনকি নিজের বিয়েতেও নয়।
    এখন লিখি ? পুরাতনী স্টাইলে। কেমন ?

    হ্যাঁহ্যাঁ, আজকে ক্যানো আলো ফালো
    বাজছে ক্যানো সানাই ?
    বাড়ী ভত্তি ননদ ভাসুর,
    ডজন খানেক বোনাই
    আকাশ বাতাস লুচির গন্ধ কচ্ছে ক্যামন ভর্পুর
    চ্যাংড়ারা সব খাছে খিল্লি,
    ইলেক্ট্রিসিয়ান কর্পুর
    আমি অবাক, বুঝছি নাতো হচ্ছে এ সব কি এ?
    ও বুঝেছি, আজকে আমার গাঙ্গুজেঠুর বিয়ে ..... ইত্যাদি
  • Suhasini | 121.246.16.85 | ১১ জানুয়ারি ২০০৮ ২২:৫৬393244
  • ও:, বহুদিন পর ডিডিকে ফর্মে দেখে বেজায় ভাল্লাগলো।

    কিন্তু সিরিয়াসলি, কারুর সংগ্রহে কিচ্ছুটি নাই বলছ?
  • Suhasini | 121.246.16.85 | ১১ জানুয়ারি ২০০৮ ২৩:০৯393245
  • কল্যাণী দত্তর "থোড় বড়ি খাড়া" থেকে পেলাম:

    "ধীরুভাই ডাক্তার
    মরে গেছে মুখ তার
    ঘাটে ঘাটে জলে জলে খুঁজিয়া
    হও এবে শান্ত
    খাও দুটি পান্ত
    সুধামুখী বউ লও বুঝিয়া।"

    লেখিকা জানাচ্ছেন, উল্লিখিত বর ছিলেন জাহাজের ডাক্তার। সেই জাহাজ রেঙ্গুন, সিঙ্গাপুর, হংকং, সাংহাই ঘুরে বেড়াত। তা, তিনি যখন অনেক বয়েসে বিয়ে করলেন, তাঁর বৌদির নামে এই নতুন রকম পদ্য ছাপানো হয়।
  • § | 122.162.82.87 | ১২ জানুয়ারি ২০০৮ ০০:১৬393246
  • পেটে খানদশেক বোমা মেরে ১৯৯৬ সালে লেখা একটা বিয়ের নেমন্তন্নের কবিতার মাত্র দু লাইন উদ্ধার হল। আমার এক পরমাত্মীয়ের বিয়েতে আমার রচনা:

    "ডেট পড়েছে চৌঠা ফাগুন, ফেব্রুয়ারির ষোল
    দিল্‌ ধক্‌ ধক- উত্তেজনায়, হার্ট বুঝি ফেল হল।'

    এর আগে পিছে কিস্যু মনে পড়ছে না।
  • arjo | 168.26.215.54 | ১২ জানুয়ারি ২০০৮ ০২:১২393247
  • এর পুরটা মনে পড়ছে না। আমার ই এক দাদার লেখা। খাবার মেনু নিয়ে। জোগাড় করার চেষ্টা করব।

    শেষকালে মুখে ফেলে এক খিলি পান
    ধীরে ধীরে এইবার বাড়ি চলে যান
  • DC | 71.140.126.187 | ১২ জানুয়ারি ২০০৮ ০৩:৩৮393248
  • "সংসার সুখের হয়
    রমণির গুনে "
    বিয়ে তে পেয়েছিলাম একটা ফ্রেমে বাধাই সুতোর কাজ।
    এক বন্ধু(experience maal ) ফিস ফিস করে বোল্লো লাস্টের অক্ষর টা শুধু change করতে হবে তাহোলে সংসার সত্যি সুখের হবে।

  • ranjan roy | 122.168.75.182 | ১২ জানুয়ারি ২০০৮ ২২:৪৫393249
  • "বালিকা বধূ" ফিলিমে বিয়ের আসরে গোলাপী কাগজের পদ্য:
    "" দেদার মজা, দেদার মজা, কাল রজনীর বিয়ে,
    বড় আসবে ছাঁদনাতলায় টোপর মাথায় দিয়ে।
    মোদের যিনি গরবিনী, কোরোনাকো ভুল,
    চাঁপার বরন রংটি যে তার,মেঘবরন চুল।--''
    ভুলে গিয়ে গুল মেরেছি। যদি কারু মনে পড়ে? আহা! আমার আর নায়কের বয়স যে একই ছিলো,-ষোল বছর। দেখুন, যদি কারু কিছু মনে পড়ে!
    আমার কাকিমার বিয়ের উপহার পাওয়া কোন বইয়ের মার্জিনে---
    "" বহুদিন ছিনু প্রতীক্ষায়,
    তোমারে দেখিতে পূর্ণতায়''।

    আমার মাকে বিয়েতে "সঞ্চয়িতা' উপহার দিতে গিয়ে সামনের সাদা পাতায় ওনার বৌদির লেখা-"" স্মৃতি-সলিলে''(পাত্র-পাত্রীর নাম!)
    " যার তরে প্রতীক্ষিয়া ছিলে এতদিন,
    গ্রহণ করিও তারে এই শুভ প্রাতে,
    কালি রাতে, মিলনের হার হোলো গাঁথা,
    তারি তরে নিবেদিত এই পংক্তি, এই ছিন্ন পাতা।""
  • santanu | 217.196.19.45 | ১২ জানুয়ারি ২০০৮ ২৩:০৬393251
  • আরে আমার বিয়েতেই দুবাড়ি থেকে পদ্য লিখেছিল। কিন্তু সে কিলিয়ে কিলিয়ে লম্বা করা পদ্য আর প্রায় বিশ বছর আগেকার। সে এখানে এই কঠিন বাংলায় টোকা সম্ভব নয়। তবে সে পদ্যরা দিব্বি আছে ফটো Album এর প্রথম পাতায়, কদিন আগেই দেখেছি। সুহাষিনির খুব জরুরী হলে, বাড়ি গিয়ে scan করে পাঠিয়ে দেব।

    একথায় মনে পড়ল, গায়ে হলুদ এর তত্ব তে বউকে একটা 'খোলা চিঠি' লিখেছিলাম, সেটা শাশুড়ী গায়েব করে দিয়েছে, এবার সেটা উদ্ধার করতে হবে।

  • Tirthankar | 76.24.25.112 | ১৩ জানুয়ারি ২০০৮ ০১:৫৬393252
  • এই পদ্যটা রাবন্দার বিয়ে উপলক্ষে লেখা হয়েছিল। কে লিখেছিলেন, কখন লিখেছিলেন, এসব আমারে জিগাইবেন না।

    প্রস্তুতিপর্ব।
    ----------------
    বাজল সানাই, ভ্যাঁপোর ভোঁপোর বাজছে সাথে ব্যান্ডও
    বরের মুন্ডু গলছে না আর নতুন গেঞ্জী স্যান্ডো
    মুন্ডু কি আর একটা মশাই? গেঞ্জী তো সেই দিলীপ -
    টানলে গলা লম্বা হবে, অ্যাড দেখে তাই বিলিফ
    যতই টানো - দশটা মাথার টোটাল ডায়ামিটার
    কাভার হবে? জিন্দেগীতে করবে ওটা ফিট আর ?
    তাচ্চে বরং উর্দ্ধ অঙ্গে জড়াও উত্তরীয়
    বিশ বগলে ডিওডোরেন্ট ফ্যাঁচফেঁচিয়ে নিও
    কনফিউশন - শেষকালে কি দশ মাথারই ওপর
    মাছের ওপর শাকের মত টাক ঢাকবে টোপর?

    বরণপর্ব।
    -------------
    স্যা®¾ট্রা থেকে বর নামলেন, করতে এসে বরণ
    শ্বশ্রুমাতার চার বালতি অ্যাড্রিনালিন ক্ষরণ
    বলছে সবাই, "দই-সন্দেশ বরের মুখে ঢোকা'
    খিঁচিয়ে আছে মূলোর সারি - চার পাটিতে পোকা
    শালীরা সব ফিসফিসিয়ে বলছে, "মানুষখেকো
    জিজাজী বেশ হ্যান্ডু আছে, পার্শিয়ালি টেকো'
    শ্বশুর ভাবেন কোন রিস্টে পরিয়ে দেবেন ঘড়ি
    ব্যাপার দেখে ফ্রাস্টু খেয়ে বলল মন্দোদরী -
    "ইয়াহু চ্যাটে বীরের গাথা - হলুম স্বয়ংবরা
    ঢপ দিয়েছে মাল্টি-মাথা মিনসে ঘাটের মড়া'
  • kallol | 122.167.95.207 | ১৩ জানুয়ারি ২০০৮ ০৮:৪২393253
  • ও: - ছড়ায় নোবেল হয় না ?
  • ranjan roy | 122.168.75.182 | ১৩ জানুয়ারি ২০০৮ ১৪:৪৭393254
  • তীর্থ অসাধারণ! বারদশেক পড়ে পেটে খিল ধরায় থামলাম। আমি কল্লোলের প্রোপোজালকে সেকণ্ড কচ্চি। তীর্থকে ছড়ায় নোবেল দেয়া হোক।
  • r | 59.162.191.115 | ১৩ জানুয়ারি ২০০৮ ১৪:৫৩393255
  • ব্রিলিয়ান্ট!!!!
  • Suhasini | 121.246.16.100 | ১৩ জানুয়ারি ২০০৮ ১৯:৪৫393256
  • ও:, জমে গেছে! সাবাস তীর্থদা।

    শান্তনু, আপনার গুলোও লিখে দিন শিগ্গির।
    §, মনে পড়ল আর কিছু?
  • dd | 202.122.17.212 | ১৩ জানুয়ারি ২০০৮ ২০:৩৩393257
  • ইয়েস। পদ্যভুষন্‌কবি তেথ্‌থকে নোবেল দেওয়া হোক।
    ভাবা যায়, মিস্টর হাইড নাকি হাবার্ট কালেজের অঙ্কের ম্যাস্টর !
  • Tirthankar | 76.24.25.112 | ১৩ জানুয়ারি ২০০৮ ২১:১৭393258
  • কল্লোলদা, রঞ্জনদা, সুহাসিনী, r ও ডিডি, এবার আমার গন্ডদেশ বিলিতি বেগুনের মত রক্তিম হয়ে উঠবে যে!
  • Tim | 204.111.134.55 | ১৩ জানুয়ারি ২০০৮ ২২:০৮393259
  • হ্যাঁ হ্যাঁ নোবেল হোক নোবেল হোক। টেবিল চাপড়ে সমথ্‌থন কল্লুম।
  • Blank | 59.93.220.163 | ১৩ জানুয়ারি ২০০৮ ২২:১৩393260
  • আপাতত ভারত রত্ন দেওয়া হোক। নোবেল নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো
  • kallol | 122.167.106.149 | ১৩ জানুয়ারি ২০০৮ ২২:৫২393262
  • না না - ভারতরত্ন-টত্ন চলবে না। যেটার জন্য বাজপেয়ী আর জ্যোতি বসুর নাম ওঠে- সেটা তীথ্‌থকে ? No way. Nothing less than নোবেল।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন