এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • চন্দ্রবিন্দূ U/A কেমন লাগলো?

    ontheotherhand
    গান | ১৬ ফেব্রুয়ারি ২০০৮ | ৭১৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Somnath | 59.93.211.206 | ১৭ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৪৮393796
  • নিজস্ব সাউণ্ড "হয়তো এখনো পুরোপুরি পেকে ওঠেনি" কে আমি ক¾ট্রাডিক্ট করব। যে কোনো, এমনকি না শোনা চন্দ্রবিন্দুর গানও, শুরু হলেই বোঝা যায় এটা চন্দ্রবিন্দুর গান। চোখ বুজে। কোনো ইনলে কার্ড বা টাইটেল ক্রেডিট না দেখেই। অ্যাটলিস্ট আমি বুঝতে পারি। ব্ল্যাংকি ও পারে বলেই মনে হয়।

    কিন্তু এটা তো মিউজিক অ্যারেঞ্জার বা ডাইরেক্টরের সিগনেচার। ন্যাড়াদার উদাহরণগুলো থেকে আমি তাই মান্না আর হেমন্তর ব্যপারটা বুঝতে পারলাম না। একই কথা শ্রীকান্ত, রূপঙ্করদের ক্ষেত্রেও খাটে। এদের গানে যেহেতু বিভিন্ন লোকে মিউজিক করে, গান শুরু হলেই ওদের সিগনেচার পাওয়াটা মুশকিল। নচির গান বেশিটাই মধু মুখোপাধ্যায় করে এরম একটা সিগনেচার তৈরি করেছিল। "দায়ভার থেকে শোভন মুখোপাধ্যায় ঢুকে সব ঘেঁটে দিল। দায়ভার তাই আমার নচির সবচেয়ে কনফিউজড অ্যালবাম লাগে।

    জুজু আর ডাকনাম ছুঁয়ে শোভন মুখার্জি বেরিয়ে গেল, আর অ্যারেঞ্জমেন্ট পুরোপুরি সুরজিৎ নিয়ে নিল বলে যদি চন্দ্রবিন্দু র ক্ষেত্রে লাস্ট চারটে অ্যালবামে এই কনফিউশন এসে থাকে তো বলার কিছু নেই। বেবিদার থেকে সুরজিৎ অনেক কম ক্যাপার, মানতেই হবে। তবু, আমার মনে হয়, ওদের টিউনটা মোটামুটি একই আছে। কারণ থিমটা স্বীকৃতভাবে একই - "ডিকনস্ট্রাকশনসাপেক্ষ সিরিয়াস গান" " সৎ ফাজলামো বা ফাজিল সততা" কমেডি-মোড়া ক্যাঁওড়ামো ও অনন্ত খিল্লিবাজি, কপি করাকে যেখানে আর পদাঙ্ক অনুসরণ করা না বলে ইন্টারটেক্সচুয়ালিটি বলা হয়।

    পাতি কথা, বেবিদার ভুত বসেছে সুরজিতের ঘাড়ে, আর ফাইনাল মিক্সিং, মাস্টারিং টা মোটামুটি একই লোকজন করছে, মেলবর্ণ এ। তাই আর জানি না, বা গাধার সাউণ্ডের সাথে যদি হুলাবিলা বা U/A র সাউণ্ড না ও মেলে তবু, জুজু থেকে শেষ চারটে অ্যালবামের সাউণ্ড ও প্রথম চারটের মতই চন্দ্রবিন্দুর সিগনেচার। বাজারের সবার চেয়ে ডিসটিংক্ট।

    ওদিকে শ্রাবন্তী তাঁর অ্যালবমে (SMS) চন্দ্রিল ভট্টাচার্যের লিরিকস (স্মৃতির অসুখ) নেন, সৌমিত্র চ্যাটার্জির সুরে তা চেনাই যায় ন। একদম। সৈকত কুণ্ডুর লেখা ও জয় সরকার ছাড়া অনেকের সুরে চেনা যায় না। লোপার গানে এখন যেমন ইনভেরিয়েবলি জয় সরকারের দাগ, লেখা যারই হোক, এবং জয়ের অমন পাকাপোক্ত নিজের সাউণ্ড নেই এখনও।

    ঠিক ভাবছি?
  • Blank | 59.93.193.162 | ১৭ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৫৬393797
  • পোব্বোল পিতিবাআআআদ। 'ব্ল্যাংকিও পারে বলে মনে হয়', ইহার অর্থ কি? ষিগ্গির ব্যাখ্যা করা হোক
  • nyara | 64.105.168.210 | ১৭ ফেব্রুয়ারি ২০০৮ ০৭:৪০393798
  • আমি বুঝতে পারছি না আমি যাকে ইউনিক সাউন্ডের কথা বলছি সোমনাথ সেটাকেই বলছে কিনা। কারণ দেখলাম টিউন নিয়ে কথা বলছে এক জায়গায়। সাউন্ডের সঙ্গে টিউনের ওয়ান-টু-ওয়ান ম্যাপিং নাও থাকতে পারে।

    মান্নাবাবুর আধুনিক গানে কে অ্যারেঞ্জ করতেন বা করেন জানিনা। কিন্তু ষাট কি সত্তরের মান্নার গান - যার অনেকগুলোই ওনার ভাইয়ের সুর করা তার অ্যারেঞ্জমেন্ট আর অর্কেস্ট্রেশন যদি দেখ, তাহলে তার মধ্যে একটা স্বকীয়তা পাওয়া যাবে। এগুলো গান না শুনিয়ে লিখে বোঝান মুশকিল। একটা উদাহরণ দিই - ঐ সময়ে মান্নাবাবুর গানের অ্যারেঞ্জমেন্টে, বিশেষ করে ইন্টারলিউডে, দেখবে সেতার আর হাই অক্টেভের ভাইব্রাফোন (মনে হয়, অন্য ইনস্ট্রুমেন্টও হতে পারে) ডুয়েট করে একটা নতুন শব্দ তৈরি করছে। আমার কাছে এটা মান্নাবাবুর গানের সাউন্ডের একটা বড় সিগনেচার। পরে জটিলেশ্বরের গানেও আমি এই প্রয়োগটা পেয়েছি।

    কিম্বা ধর, রফি সাহেবের গান - 'তার চোখে নেবে আসা'। এ গানের সাউন্ড একদম আর ডি-র সাউন্ড। তার কারণ গানের সুরকার আর ডি অ্যারেঞ্জারযুগল - বাসু চক্রবর্তী আর মনোহারি সিং। কিন্তু আবার আর ডির অন্য অ্যাসিস্টেন্ট স্বপন চক্রবর্তী যখন জগমোহনের সঙ্গে জোট বেঁধে লালকুঠির গান তৈরি করেন, সেখানে সাউন্ড আর ডি-সুলভ হলেও তফাৎ ধরা যায়।

    'তার চোখে নেমে আসা' শুনে যে কেউ আর ডি-র গান বলে ভুল করতে পারে। কিন্তু লালকুঠির গানে সেই ভুল হয়ত হবে না, তার কারণ সুরের চলন বেশ আলাদা। কিন্তু বোঝা যাবে একট আর ডি কানেকশন আছে। যা দিয়ে এই কানেকশান ধরা যাচ্ছে, সেটাই আমি সাউন্ড বলছি।
  • Somnath | 59.93.247.1 | ১৭ ফেব্রুয়ারি ২০০৮ ০৯:২১393799
  • ঠিক। সাউণ্ড আমি ন্যাড়াদার মতো করেই ভাবছি। এবং আমার প্রতিপাদ্য - চন্দ্রবিন্দুর -র যথেষ্ট ডিসটিংক্ট সাউণ্ড আছে।

    সাউণ্ড জিনিসটার সাথে, আমার মতে, ন্যাড়াদাও য বুঝলাম একমত, গায়ক- লেখক-সুরকার দের প্রত্যক্ষ যোগ কম, অ্যারেঞ্জারের বেশি।

    শোভন মুখার্জি থাকাকালীন, ও তাঁর পরের ফেজ এর চন্দ্রবিন্দুর সাউণ্ড তাই কারোর আলাদা লাগতেই পারে।

    কিন্তু থিম, টিউন, গানের ধরণ, প্যাটার্ণ এগুনোয় খুব একটা চেঞ্জ নেই বলে, আর নতুন অ্যারেঞ্জার দারুণ প্রতিভাশালী ও উদ্ভাবনশীল নয় বলে দুটো ফেজ এ ওদের সাউণ্ড যদি সামান্য পাল্টেও থাকে, তবু এখনো পর্যন্ত দুটোই চন্দ্রবিন্দু র ইউনিক সিগনেচার।

    এবং এই আটটা অ্যালবামেরই যে কোনো গান কোথাও শুনলে, সেটা যে চন্দ্রবিন্দুর তা বুঝতে কখনো আমার অসুবিধে হয় নি। মনে হয় ব্ল্যাংকির ও হয় নি। একদা অর্কুট ফলো করে আমার সেইরকম ধারণা জন্মেছিল। যাইহোক .....
  • Ishan | 12.240.14.60 | ১৭ ফেব্রুয়ারি ২০০৮ ০৯:৫২393800
  • সোমনাথকে প্রচন্ড ক্যালাব। যেখানে সেখানে ডিকনস্ট্রাকশান আর ইন্টারটেক্সচুয়ালিটি শব্দদ্বয় ব্যবহারের জন্য।
  • omnath | 59.93.247.1 | ১৭ ফেব্রুয়ারি ২০০৮ ১০:০৭393801
  • আরে "ডিকনস্ট্রাকশন সাপেক্ষ সিরিয়াস গান" চন্দ্রিল ই লিখেছিল, "গাধা" র ম্যানিফেস্টো তে।

    ইন্টারটেকস্টচুয়ালিটি আমি ঠিকই লিখেছি, সু-দা যাকে লিখেছে "জটাজুট তার বের করা মিটার বক্সের মত প্রচুর রেফারেন্স"। সাজানো গোছানো হয় নি লেখাটা এই আর কি। ;-)
  • Ishan | 12.240.14.60 | ১৭ ফেব্রুয়ারি ২০০৮ ১০:৫৯393802
  • ধুত, ওটা নির্ঘাত ফাজলামো। পড়া না থাকার জন্য নিশ্চিত হয়ে বলতে পারছিনা যদিও।
  • r | 125.18.17.16 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১০:৪১393803
  • প্রিল্যুড শুনে ওমনাথ চন্দ্রবিন্দু চিনতে পারে জেনে আমার সেই উত্তমফ্যান বান্ধবীর কথা মনে পড়ে গেল যে স্রেফ ডান হাতের পাঁচ আঙুল দেখে বলতে পারত কে উত্তমকুমার আর কে উত্তমকুমার নয়। ;-)
  • omnath | 59.160.220.131 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১২:৩৭393804
  • বমিক কেমং স্টারানন্দে শোনা তব মুকুটের গল্পটা চেপে গেল তোমরা দেখলে? ইভেন কেউ কোনো প্রতিবাদ ও কোল্লো না !!
  • § | 61.95.167.91 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৬:১০393806
  • চেপে কোথায় গেলাম। গ্রুপ ইন্টারভিউ দেখে যা মনে হল, চন্দ্রিল একটু বেশি বকে। ভালো শ্রোতা নয়। বেশ লম্বা ভূমিকা করে যা বলল গান শুরুর আগে, তা হল এই:

    গানটা অনেক আগে লেখা। টিমের সবাই রিজেক্ট করে দিয়েছিল। তখন কারুর ভালো লাগে নি। কিন্তু এইবারে আবার গানটাকে নিয়ে পড়ার পর সবাইই বলল ঘষেমেজে নিলে গানটা ভালো চলবে। তা ঘষেমেজে গানটা নতুন রূপে U/Aতে প্রকাশিত হয়েছে।

    অজ্জিনাল রূপটা অবশ্য জানা নেই, কেমং ছিল।
  • Somnath | 59.160.220.131 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৪০393807
  • শিলাজিতের ক্রিয়েটিভিটি নিয়ে আমার বক্তব্যে অরিদা সন্দেহ প্রকাশ করছে। তার ডিজাইন বেসিস খুব ক্লিয়ার। ভূমিকা ছাড়া শিলুর অন্য কোনো অ্যালবাম অরিদা শোনে নাই। অন্তত: 'ঠিক এখনই", 'X= প্রেম" ও তার পরের সিরিজ সমূহ - "ফিসফিস" "লাল মাটির সরানে", "রিমঝিম" ইত্যাদি। অ্যালবামগুলো দ্যাখে ও নাই (ইনলে কার্ড গুলো)।

    প্রাক্তন খারের এই বহি:প্রকাশে একদা ইন্ডোডাক্তার ও আপত্তি জানিয়েছিল, আমি আবার জানালাম।

    শিলাজিৎ মজুমদার কিছু জিনিয়াস নয়। অসাধারন গান সে লেখে না , বা বানায় না। কিন্তু বাংলা গানের/ অ্যালবামের বাজারে অন্যরকম ভাবনা যদি লিস্টি করতে হয়, তো ওর নামে প্রথম দিকেই থাকবে।

    কোনো আলোচনা ভাটে ডাইভার্সিফাই করতে আপত্তি থাকায় এখানে লেখা।

    ক্ষয়স্মৃতির ভগ্নাংশ থেকে মনে পড়ে, শিলাজিতের প্রথম অ্যালবামের প্রতি একদা বামপন্থী বিরাগ-ইতিহাস। ঘুম পেয়েছে বাড়ি যা - গানটির "চুনোট করা ধুতির কোঁচা", "বুলেটপ্রুফ গাড়ি" ইত্যাদি থেকে সরাসরি জ্যোতি বসুর প্রতি কটাক্ষ আইডেন্টিফায়েড ছিল। জানিনা সেই সময়ে কোনো প্রোগ্রামে শিলু নিজে সেসব বলেছিল কিনা। কিন্তু তারপর থেকে আজকাল ও গণশক্তি প্রত্যক্ষভাবে অ্যান্টি-শিলু হয়ে যায়। সমস্ত বামপন্থী মহলে সেই সময়কার আলোচনায় শিলাজিতের গানের ফলে বাংলা গানে নেমে আসা অবক্ষয় ইত্যাদি নিয়ে গুচ্ছ কথা বার্তা হয়েছিল মনে আছে। আজ যখন চন্দ্রবিন্দুর সিউডো রাজনৈতিক খিল্লি জনিত কারণে আমাদের কোনো সমস্যা নেই, সেই সময়কার সেইসব আলোচনা এখন যথেষ্ট মাত্রায় অবসলিট বলেই মনে হয়। নতুন ভাবে দেখা হোক শিলাজিৎ মজুমদারকে, নতুন সমস্ত অ্যালবামের আলোতেও।

    এ ব্যপারে সুমেরু মুখোপাধ্যায় কিছু বক্তব্য রাখবেন আশা রাখি।
  • Arijit | 128.240.229.3 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৪৭393808
  • আমার তো চন্দ্রবিন্দুতেও আস্থা নেই। মানে গান = ক্যাওরামি - এই ইউনিভার্সাল ইক্যুয়েশনেই আস্থা নেই। প্রোটেস্ট সঙ ক্যাওরামো ছাড়াও হয় (ইনফ্যাক্ট ক্যাওরামো "ছাড়াই' হয়), এমনকি গসপেলও প্রোটেস্ট সঙ-এর ভূমিকা নেয়...কিন্তু চাড্ডি খিস্তি, রকের ভাষা দিয়ে গান বানিয়ে "স্মার্টনেস' দেখানো - মানে দ্যাখো আমরা কত্ত আধুনিক, বা এই হল গে বাস্তব - এই ধারণাটা আমার আজব লাগে। "স্মার্টনেসের' এই সংজ্ঞাটাও।
  • Arijit | 128.240.229.3 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৪৯393809
  • আর "অন্য রকম ভাবনা'-ই যদি ক্রেডিট পাবার জন্যে যথেষ্ট হয় তাইলে তো আর কথাই নাই - কত লোক যে ক্রেডিট পাবে শুধু "অন্য রকম' ভাবার জন্যে;-) অন্য রকম ভাবা = ক্রিয়েটিভ? খাইসে।
  • Arijit | 128.240.229.3 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৫১393810
  • তবে বছর পাঁচেক পরে হয়তো এই ডেফিনেশনে অভ্যস্ত হয়ে যাবো - যখন "মার্ক্সবাদ সর্বশক্তিমান'-এর মতব "শিলাজিৎ (বা চন্দরবিন্দু) ক্রিয়েটিভিটির আরেক নাম' বলে সবাই দেওয়াল লিখবে;-)
  • Arijit | 128.240.229.3 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৭:৫৪393811
  • মানে মোদ্দা কথাটা হল সেই "আন-স্মার্ট' "নন-ক্রিয়েটিভ' গানগুলান (যেগুলোর কথা আমি লিখি নাই - ইশারা দিয়ে ছেড়ে দিয়েছি) শোন, তাপ্পর ভাবো যে এই শিলাজিৎ/অনুস্বার/চন্দরবিন্দু/চোন্দিল - এরা এত বাইট খচ্চা করার জন্য আদৌ উপযুক্ত কিনা। বাস্‌ - আমি চুপ মারিলাম।
  • d | 192.85.47.2 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:১৮393812
  • ব্যক্তিগতভাবে আমার কখনও কিছু কিছু ভাল লাগে, কখনও লাগে না।

    এই টইটা পড়ে আর আগে আরও কয়েকটা টইয়ে চন্দ্রিল সম্পর্কে টুকরো রেফারেন্স দেখে আমার মনে হয়েছে চন্দ্রিল "একটি বিশেষ রাজনৈতিক দল'এর সমর্থক ও কর্মীদের একটি বিশেষ অঙ্গ ভালই জ্বালিয়েছেন। তো, সেটাকে তাঁর সার্থকতার খাতেই রাখব আমি।

  • Arijit | 128.240.229.3 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:৫৫393813
  • সেই একই রাজনৈতিক দল নিয়ে সুমন, নচিকেতা, প্রতুলেরও কম গান নেই - কিন্তু ওদের (গানের) সম্পর্কে এই পাট্টিকুলার কথাগুলো কেউ বলে না। ব্যক্তিগতভাবে আমার নচিকেতাও ভাল্লাগে না - গানের ভাষার জন্যে। গানের ভাষার দিক থেকে সুমন, মৌভৌ এবং প্রতুল - ব্যাস্‌। গানের দিক থেকেও এখানেই শেষ। আমি হুলাবিলা শুনেছি, জুজু শুনেছি - এবং চন্দ্রবিন্দু সম্পর্কে সবচেয়ে ভালো বিশেষণও শুনেছি - "ওটা ইটির গান' (সৌজন্য ঋক)। শুনেছি, ভুলে গেছি, এবং গোটা অ্যালবাম ডিলিট করে দিয়েছি - কাজেই একে সার্থকতা বলতে পারলুম না।

    কাজেই দমুর এই উক্তিটাকে খুব অগভীর এবং অযৌক্তিক ছাড়া কিছু বলা গেল না। রজ্জুতে ইসে...;-)
  • Arijit | 128.240.229.3 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৮:৫৯393814
  • বাই দ্য ওয়ে - আমার কেন জানি না মনে হল ওই আনস্মার্ট/নন-ক্রিয়েটিভ প্রোটেস্ট সঙ মানে দমু ওই "বিশেষ রাজনৈতিক দলের' সমাবেশে যা গাওয়া হয় সেগুলোকে ধরে নিয়েছে - যদি সেটা হয়, তাহলে তো আরো বড় ভুল - মানে একেবারে বিচ্ছিরি ভুল;-)
  • Blank | 203.99.212.224 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:০০393815
  • চন্দ্রবিন্দুর গান প্রথম বার যখন শুনেছিলাম তখন দারুন ভাল লেগেছিল। খুব চেনাজানা ভাষা আর খুব কাছের গান মনে হয়েছিল। প্রথম শুনেছিলাম 'চ'। সেটা শোনার পরেই জোগাড় করে ফেলি পুরনো অ্যালবাম গুলো।
    'নীল নির্বাসন' শুনেই ফিদা।
    কিন্তু UA সেই এক্সপেক্টশান মিট করেনি। আমার কাছে এখনো সেরা অ্যালবাম 'চ'। তারপরেই বসাবো গাধা কে।
  • d | 192.85.47.11 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:০৪393817
  • অজ্জিত এখন গভীরতার খোঁজে। অজ্জিতের ধরে নেওয়াটা ভুল। তবে অবাক হই নি।
  • d | 192.85.47.11 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:০৫393818
  • আর হ্যাঁ শুধুই গান নিয়ে নয়। আবাপ'য় বেরোন বিভিন্ন ফীচার সম্পর্কে মন্তব্য দেখেও মনে হয়েছে।
  • Arijit | 128.240.229.3 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:০৬393819
  • সে তো আম্মো হইনি;-)

    তবে এখন বলছি, আগেও বলেছি, পরেও বলবো - এই টাইপের (বাংলা) গানে কেউ যদি সুমন, মৌভৌ, প্রতুলের পাশে চন্দ্রবিন্দু/শিলাজিতকে রাখে তাইলে...তাইলে...

    একটা ভালো বিশেষণ মনে পড়লে লিখে দেবো;-)
  • Arijit | 128.240.229.3 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:০৯393820
  • আবাপ-র ফীচার - আহা তাহা হইলে তো রজ্জুতে নয়, উল না না সুতোয় সর্পভ্রম;-)
  • d | 192.85.47.11 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:১৭393821
  • আরে ফীচার পড়ে নয়, ফীচারের প্রতিক্রিয়া পড়ে।

    মাইরী টেনশানে লোকে কি পরিমাণ ....
    :))
  • Arijit | 128.240.229.3 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:২১393822
  • ওই পোতিক্কিয়ার কতাই লিকলুম তো;-) তোমরা মাইরি চোন্দিলের ফ্যান - এটুকু বুঝবা না?

    রাজনৈতিক/অরাজনৈতিক - কোনো কিছুর সাথেই চোন্দিলের লেখা/গানের সম্পক্কো দেখার দরকার নাই - যাহা ঝুল তাহা সর্বত্রই ঝুল। যথা রবিবাসরীয়তে এই মুহুর্তে যাহা ঝুলিতেছে;-) ওই সিনেমাটাতে চোন্দিল নিজেকেও দেখিয়েছে - সেই যে দাড়িদাদুর সাথে ফোনে কথা বলছিলো - ওটাই চোন্দিল - রিয়েল লাইফে;-)
  • sifo | 117.195.194.100 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:৫৩393823
  • অরিজিতদার বক্তব্য প্রোটেস্ট সং বা আর কোনো রকমের সং বেশ একটা ক্লাসিক প্যাটার্ন মেনে চলবে। ক্যাওড়ামো? একদম নয়। জানতে চাই, ডিলান, বায়েজ আর সব কাদের গান যখন তুমি শুনেছিলে, শুধু কি গান হিসেবেই শুনেছিলে, নাকি একটা বিশেষ সময়ের প্রতিবাদ, মুভমেন্ট এইসব মাথার মধ্যে আগে থেকেই সেট হয়ে গেছিল, সেট হয়ে গেছিল ডিলান বিষম প্রতিবাদী, ইত্যাদি? আর একবার যখন সেট হয়ে গেছে, ওটাই ক্লাসিকাল পন্থা, প্রটেস্টের। নো নতুন স্টাইল। নতুন জিনিস নিতে না পারার এই অক্ষমতা আরেকটা লিট্‌ল বক্স নয়তো?
  • Arijit | 128.240.229.3 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ২০:০১393824
  • তা কেন? পল রবসন এক রকম স্টাইল, উডি গাথরি-সীগার আর এক রকম, ডিলান এক রকম...স্টাইলের তফাত থাকতেই পারে - আমার ডেপথ নিয়ে বক্তব্য। আমি বায়ে্‌জর গানে যতটা সুর পাই ডিলানের গলায় ততটা পাই না - কিন্তু ডিলানের লেখাগুলো নিয়ে কোনো কথা ওঠে কি? যদি খোরাক বলতে হয় তাহলে স্যাটায়ারধর্মী নাটকেও একটা ডেপথ থাকে। আমি চোন্দিলের লেখায় (এবং সিনেমায় বা গানে) সেটা পাই না - অনেক ক্ষেত্রে ডিকশনারী উপুড় করে দেওয়া ছাড়া কিছুই পাই না।

    এটাকে তোমরা আমার "অক্ষমতা' ধরে নিতেই পারো।
  • d | 192.85.47.11 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ২০:১৬393825
  • "তোমরা মাইরী চোন্দিলের ফ্যান' ----- এই বাক্যে উল্লেখিত "তোমরা'র মধ্যে আমি চন্দ্রিলের ফ্যান এই তথ্যটি কোথায় পেলে সোনামণি?
  • sifo | 117.195.195.60 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ২০:২১393826
  • অই, অই ঐখানেই তো পবলেম। আবার তেনাদের সাথে তুলনা, তাহলে এই নয় কি, যখন তুমি নতুন গানও শুনছো, রেফারেন্স ফ্রেমে ফিট করে রেখেছো সেই আগে শোনা গানগুলোকে। ডেপ্‌থ নেই বলে মনে হচ্ছে হয়তো সেই একি কারনে।
  • Arijit | 128.240.229.3 | ১৮ ফেব্রুয়ারি ২০০৮ ২০:২৫393828
  • তাইলে মাথা ফাঁকা করে শুনতে/পড়তে হয় - সেইটে আদৌ কেউ পারে কি?

    যদিও আমি তুলনা দিই নি - তুমি এনাদের কথা জিগালে তাই লিখলুম:-(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন