এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • বাঙালী বিজ্ঞানীরা

    b
    বইপত্তর | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ | ১৬৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • b | 78.137.144.235 | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৪৩394288
  • লেখক, কবি, চলচ্চিত্রকার, দার্শনিক, এনাদের কথা তো শুনি-ই। এবার একটু বিজ্ঞানীদের কথা বলুন কেউ। কি করেছিলেন সত্যেন বোস, মেঘনাদ সাহা, প্রশান্ত মহলানবীশ, নীলরতন ধর বা হালফিলের অমল রায়চৌধুরী? একটু গোদা বাংলায় বলুন না।
  • b | 78.137.144.235 | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৪৫394299
  • সরি, এটা যাবে "অন্যান্য' পাতায়।
  • Blank | 59.93.163.156 | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৪৬394310
  • গোপালচন্দ্র
  • dd | 202.122.18.194 | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:২০394321
  • গোপাল বাবু? "বাংলার কীট পতংগ"?

    আভিধানিক অর্থে বৈজ্ঞানিক কি বলা যায় ? বরম যাকে গোদা বাংলায় বলে nature observer। তুলনীয় অমল হোম। বাংলার পাখী।

    ইয়ে, যজুর্বেদে পোচুর পশু পক্কীর বন্ননা রয়েছে আর অগ্নিপুরাণে গাছ গাছালি আর ফুলের। পড়েছেন ?
  • ab | 116.193.131.31 | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:২৪394332
  • ক্যানো... প্রো: হীরালাল চৌ কি দোষ কল্লেন...এঁয়ার নামটাও আসুক!
  • Blank | 59.93.246.72 | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:৫৭394340
  • ডিডি দা
    গোপাল চন্দ্র মনে হয় শুধু বর্ননা দেন নি, উনি বেশ কিছু কাজ করেছিলেন পিপড়ে আর মৌমাছির ওপরে। indian social insects এর ওপর ওনার অনেক কাজ আছে। মেটামরফিসের ওপরো। entomologist রা যে ধরনের কাজ করেন, উনিও সেই ধরনের কাজ করেছেন। ব্ল্যাক হোল বা সুপার কম্পিউটার তো ওনর বিষয় নয়। entomologist রা কি বিজ্ঞানী নয়?
  • dd | 202.122.18.194 | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০১:০৬394341
  • অতো ডেফিনিশনে যেতে পারবো না।

    অন্তত: "বা কী প"'র লেখক শুধুই পর্য্যবেক্ষক ছিলেন। এইটুকুই।

    তাকে বিজ্ঞানী বল্লেও আমার আপত্তি নেই।
  • Blank | 59.93.246.72 | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০১:১২394342
  • রাধাগোবিন্দ চন্দ্র
  • Blank | 59.93.246.72 | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০১:১৫394343
  • বিনা চিকিৎসায় মারা গেছিলেন ইনি। এনাকে নিয়ে লেখার ক্ষমতা নেই। এই লিংকে গেলে কিছু পাওয়া যাবে
    http://www.jessore.info/content.php?id=28
  • arjo | 168.26.215.54 | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০২:২৮394289
  • রাশিবিজ্ঞানকে বিজ্ঞান ধরে নিয়ে।

    অনিল ভট্টাচার্য্য - প্রেসিডেন্সি কলেজের ডিপার্টমেন্ট হেড, ভাটপাড়ার গোঁড়া বামুন। রাশিবিজ্ঞানে সম্ভবত সি.আর.রাও এর সাথে সাথে ওনার কϾট্রবিউশানই ভারতীয়দের মধ্যে সব থেকে বেশি। অনেক ফান্ডামেন্টাল অবদানের মধ্যে ভট্টাচারিয়া'স ইনিকিউলিয়টি সব থেকে বহুল ব্যবহৃত।

    শোনা যায় ওনার জন্য ডাব রাখা থাকত ডিপার্টমেন্টে আর দা ও আলাদা করে রাখা থাকত। উনি সারাদিন ডাব খেতেন ছোঁয়াছুঁয়ির ভয়ে। আর ঐ দা রতন দা ছাড়া আর কারুর ধরার অধিকার ছিল না।

    প্রচন্ড আন্ডাররেটেড, কোনোদিনও প্রচার চান নি এবং পানও নি। দু:ক্ষের কথা হল ওনার পাড়ার লোকেরাও জানতেন না উনি কতবড় পন্ডিত ছিলেন।
  • kallol | 220.226.209.2 | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:২৩394290
  • জগদীশ চন্দ্র বোস।
  • . | 202.56.207.53 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১২:৫৬394291
  • বাসন্তীদুলাল নাগচৌধুরি
  • arjo | 168.26.215.54 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:০৭394292
  • . একটু বিশদে লিখলে ভালো হয় এনারা কি করেছেন। শুধু লিস্টি বানিয়ে আর কি হবে। আমি বাসন্তীদুলাল নাগচৌধুরির নামই শুনিনি। একটু বললে ভালো লাগবে।
  • kd | 59.93.245.30 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:৪৮394293
  • ধুর্‌ এই সাহেবগুলোকে নিয়ে আর পারা যায় না! বি ডি নাগচৌধুরী রে বাবা!
  • shyamal | 64.47.121.98 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ১৯:৫১394294
  • বি ডি নাগচৌধুরি বোধ হয় সাহা ইন্সটিটিউট বা বোস ইন্সটিটিউটের ডিরেক্টর ছিলেন।
  • arjo | 168.26.215.54 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ২০:১১394295
  • বুঝলাম। কিঞ্চিৎ লজ্জাও পাইলাম।

    কিন্তু নাম জানলেও বি ডি নাগচৌধুরিও কি কাজ করেছেন জানি না। জানি উনি মেঘনাদ সাহার সাথে কাজ করতেন। অনেক ইউনিভার্সিটিতে পড়িয়েছেন। এই অবধি।

    তবে আমার পয়েন্ট টা ছিল লিখতে হলে একটু খরচা করে দু লাইন লিখুন নয়ত জাস্ট লিস্টি বানিয়ে কোনো লাভ নাই। আর লিস্টি বানাতে হলে নেট ঘেঁটে একটা পোস্টেই নামিয়ে দিলে হয়। সবাই এক এক করে নাম লেখার কোনো মানে নেই।
  • tan | 131.95.121.132 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ২১:১৯394296
  • ঠিক,আর্যকে ডিটো।
    নামের সঙ্গে একটি প্যারাগ্রাফ কাজের ব্যাপারে থাকা দরকার। কি করেছেন সেটা না বললে লাভ কি? অনেকেই তো সেরকম বহুলপ্রচারিত নন! নিজের দেশের বিজ্ঞানীদের(কবি,অর্থনীতিবিদ এদেরো দেয় না) পাত্তা কোনোকালেই ভারতীয়রা দেয় না,বাইরে থেকে স্বীকৃত হলে তবে একটুআধটু দেয় তাও।
  • Binary | 198.169.6.69 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:১৫394297
  • ড: সুভাষ মুখোপাধ্যায়।
    ১৯৭৮ --- 'ইন ভিট্রো ফার্টিলাইজেশন'। জন্ম টেস্টিউব বেবি দুর্গা।
  • Du | 67.111.229.98 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:১৮394298
  • শারদীয়া আনন্দবাজারে(?) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী থেকে সুভাষ মুখোপাধ্যায় পর্য্যন্ত নিয়ে একটা সুন্দর লেখা বেরিয়েছিল ।
  • tan | 131.95.121.132 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৩১394300
  • হ্যাঁ এই ডাক্তারবাবু। ড: সুভাষ মোখুপাধ্যায়।
    এই ভদ্রলোককেই স্বীকৃতি না দিয়ে কঠোর সমালোচনা করে মেরে ফেললো কলকেতার বিদগ্‌ধ বাঙালীসমাজ। তদন্ত কমিশনে রাখলো এক রেডিও অ্যাস্ট্রোনমারকে।তাও ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে রাখেনি!
  • tan | 131.95.121.132 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৩২394301
  • দু:খিত,বানানভুল আছে আগেরটায়।মুখোপাধ্যায় হবে।
  • Du | 67.111.229.98 | ১৪ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৩৬394302
  • তনু, সিরিয়াসলি লেখো না একেকজনকে নিয়ে - ছোটদের মতো করে - বই করে বের করা যায় যাতে - আর আমাদের জেন ভোগে গেছে - কিন্তু নতুন করে শুরু করা যাক না - হতাশা রেখো কম, সংগ্রাম বেশি।
  • Binary | 198.169.6.69 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০০:০২394303
  • প্রফেসর অমল রায়চৌধুরী, ওনার ক্লাস করার বিরল অভিজ্ঞতা আছে। আমাদের ক্লাস নিতেন, 'ম্যাথামেটিকাল ফিজিক্স'। 'পারশিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন'-এর জটিল ধাঁধাঁ।
    .... ওনার স্মরনীয় কাজ 'আপেক্ষিক মহাকাশ তত্ব', 'রায়চৌধুরী সমীকরন'
  • rimi | 168.26.191.117 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০০:২০394304
  • ড: উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন। নোবেল প্রাইজের জন্যে nominated হয়েছিলেন। আরো প্রচুর পুরষ্কার পেয়েছেন। কিন্তু কলিকাতার বিদগ্‌ধ জনসমাজ (তথা চিকিৎসক গণের) ঈর্ষার শিকার হয়েছিলেন। ইনিই কি কলেরা যে আসলে এক ধরনের ব্যাক্টেরিয়াল ইনফেকশন সেটা আবিষ্কার করেছিলেন? একদম মনে পড়ছে না।
  • tan | 131.95.121.132 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০১:২২394305
  • দু,
    কী যে বলো! আমি? কতটুকুই বা জানি বা পারি? কণামাত্র বললেও বাড়ানো হয়ে যায়।
    নতুন করে শুরু করে সব গড়ে তোলা?
    "সে অনেক শতাব্দীর মনীষীর কাজ!"
    তবে তোমরা সকলে মিলে দীর্ঘকালের সাধনায় হয়তো পারো!
  • Tim | 204.111.134.55 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ০৫:৫৭394306
  • এই পাতায় কয়েকজনের নাম আর কাজের বিবরণ পেলাম।
    http://www.abasar.net/scibiography.htm

    এর মধ্যে বেশ কিছু লেখা সমরজিৎ করের ""অগ্রজ বিজ্ঞানী"" থেকে নেওয়া। দেশে যাঁরা আছেন তাঁরা খুঁজে দেখতে পারেন বইটা। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত।
  • . | 202.56.207.53 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৩:২৬394307
  • বাসন্তীদুলাল নাগচৌধুরী ওরফে বি ডি নাগচৌধুরী ওরফে বি ডি নাগ ওরফে ড: নাগ :
    জন্ম বেনারসে ৬ই সেপ্টেম্বর, ১৯১৭। বাবা কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কা. হি. বি. থেকে স্নাতক স্তরে প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার পর ইলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। মেঘনাদ সাহা তখন তাঁর শিক্ষক। এর পর বার্কলের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে নোবেলজয়ী পদার্থবিদ ই। ও লরেন্স এর কাছে গবেষণা। পি এইচ ডি র পর মেঘনাদ সাহা কলকাতায় (ভারতের প্রথম) সাইক্লোট্রন তৈরী করার জন্য তরুণ বি ডি কে সাইক্লোট্রন অফিসার করে নিয়ে আসেন ভারতে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে লেকচারার (১৯৪২-৪৬), শূর রিডার (১৪৬-৫৩) এবং তারপরে তারকনাথ পালিত পালিত অধ্যাপক (১৯৫৩-৫৯) হিসাবে পড়ান বি ডি। প্রসঙ্গত: পালিত অধ্যাপক পদে তিনি মেঘনাদ সাহার উত্তরসূরী। এরই মধ্যে ১৯৪৯ সালে পালিত গবেষণাগার থেকেই ইন্ডিয়ান ইনস্টিট্যুট অব নিউক্লিয়ার ফিজিক্স তৈরী করেন মেঘনাদ সাহা। ১৯৫৬ সালে সাহার অকালমৃত্যুর পর বি ডি সাহা ইনস্টিট্যুট অব নিউক্লিয়ার ফিজিক্স এর ডিরেক্টর পদ গ্রহণ করেন। ১৯৭২ সালে যোজনা কমিশনে যাওয়ার আগে পর্য্যন্ত বিডি সাহা ইনস্টিট্যুট এর ডিরেক্টর পদেই ছিলেন।

    কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বি ডির কাজকর্ম ছিল নিউক্লিয়ার আইসোমারিজম, তেজস্ক্রিয়তা বা রেডিওঅ্যাক্টিভিটি, চেরেনকভ বিকিরণ এবং কম তাপমাত্রার প্লাজমা নিয়ে। তিনি তেজস্ক্রিয় আইসোটোপ নিয়ে জৈবপদার্থবিদ্যার কাজও করেছিলেন। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ৬০ টির কাছাকাছি গবেষণাপত্র প্রকাশ করেন তিনি।

    বৈজ্ঞানিক হওয়ার পাশাপাশি বি ডি ছিলেন একজন সংগঠক। যোজনা কমিশনের সদস্য ছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত ক্যাবিনেট কমিটির চেয়ারম্যান, ভারত অকারের সর্প্রতিরক্ষা বিভাগের প্রামমর্শদাতা এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন (ডি র ডি ও) এর ডিরেক্টর জেনের‌্যাল ও ছিলেন। দেশের সংগঠনগুলির সাথে সাথে বহু আন্তর্জাতিক সংগঠন এর সদস্যপদেও ছিলেন বি ডি।

    শুধু বিজ্ঞানচর্চাই নয়, বিডি সমাজে প্রযুক্তির ভূমিকা, ইন্নয়নশীল সমাজে পরিবেশের ভূমিকা ইত্যাদি নিয়ে বেশ কিছু বই লেখেন।

    বি ডি র সহধর্মিণী প্রখ্যাত সঙ্গীতজ্ঞা শ্রীমতী দীপালি নাগ।

    ২০০৬ এর ২৫ শে জুন মারা যান বিডি।

    (তথ্যসূত্র : অধ্যাপক অত্রি মুখার্জী, সাহা ইনস্টিট্যুট)
  • vikram | 134.226.1.194 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ১৫:২৭394308
  • আমি আর অমল রায়চৌধুরি একই দোকান থেকে পাউরুটি কিনে খেতাম। এক যাত্রায় পথক ফল হলো।

    বিক্রম
  • tan | 131.95.121.132 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ২১:২৮394309
  • সেতো আবদাস সালামের চেয়ারে বসে তুমি অংকের গাঁট ও খুলতে শুনেছি! এটা আমার কাছে রহস্যই রয়ে গ্যালো। সালাম সায়েবের চেয়ার কি করে ভবানীপুরে গিয়ে ঠেকলো?
    :-))))
  • vikram | 89.234.101.179 | ১৫ ফেব্রুয়ারি ২০০৮ ২২:০০394311
  • উনি ভবানীপুরে পড়তে আসতেন তো। আবার এসেছিলেন ওনার স্যারের ডেথ বেডে।

    বিক্রম
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন