এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বই টই গল্প টল্প

    trq
    অন্যান্য | ০৬ এপ্রিল ২০০৮ | ২৭২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • trq | 59.101.234.236 | ০৬ এপ্রিল ২০০৮ ১৯:১৮397225
  • নেটে ঘুরে বেড়ালে নানান কিসিমের লেখা পড়তে পাই, পড়ে টড়ে মুগ্‌ধ হই, কদিন পরে নতুন লেখার ভীড়ে পুরনো লেখা হারিয়ে ফেলি।
    না-হারানোর বন্দোবস্ত করতে এই টই খুল্লাম।
    সেই সাথে ভাটুরেদের সাথে শেয়ার করাটাও বড় একটা কারণ।
    মুলত লিংক রাখবো, সেই সব পড়ে কারো আলোচনার ইচ্ছে হলে তো পোয়াবারো!

  • trq | 59.101.234.236 | ০৬ এপ্রিল ২০০৮ ১৯:২৪397236
  • আনোয়ার সাদাত শিমুলের লেখা একটা গল্প দিয়ে বিসমিল্লা করলাম।
    গল্পের নাম - " নীলুফার যখন মারা গেলো'।
    লিংক এইখানে- http://www.sachalayatan.com/ashimul/13663

    সাম্প্রতিক সময়ে পড়া অন্যতম সেরা গল্প বলবো নির্দ্বিধায়। গল্প ও গল্পের চেয়েও বেশি গল্প বলবার ভংগিটার কারণে। জাস্ট অসাধারণ।
  • trq | 59.101.234.236 | ০৬ এপ্রিল ২০০৮ ১৯:৩০397247
  • আরেকটা ই-বুক দিয়ে যাই। কবির নাম সুনীল সাইফুল্লাহ।
    --- অথচ নির্দিষ্ট কোন দু:খ নেই
    উল্লেখযোগ্য কোন স্মৃতি নেই
    শুধু মনে পড়ে
    চিলেকোঠায় একটা পায়রা রোজ দুপুরে
    উড়ে এসে বসতো হাতে মাথায়
    চুলে গুজে দিতো ঠোঁট
    বুক-পকেটে আমার তার একটি পালক

    পুরো বইটি পাওয়া যাবে এখানে-
    http://www.sachalayatan.com/hasan_murshed/book/9141

    আর বইয়ের পিডিএফ ভার্সান পাওয়া যাবে এখানে-
    http://www.sachalayatan.com/files/Dukkha_Dhorar_Vora_srote_-_sunil_saifullah.pdf
  • San | 86.96.226.13 | ০৭ এপ্রিল ২০০৮ ০৯:০১397262
  • ঝুম্পা লাহিড়ী-র নতুন বই কেউ পড়েছো?
  • trq | 61.68.163.26 | ১৫ এপ্রিল ২০০৮ ১৮:৫৩397263
  • আমাদের করা অনেকগুলো অণুগল্পের সংকলন, নাম দিয়াশলাই।
    পিডিএফ লিংক-
    http://www.sachalayatan.com/files/diyashlai_prakashyatan.pdf
  • d | 59.162.93.87 | ১৮ এপ্রিল ২০০৮ ১৯:২২397264
  • খুবই ভাল উদ্যোগ। যাঁরা এটিকে সফল করেছেন তাঁদের অনেক অভিনন্দন।

    কয়েকটা গল্প খুবই ভাল লেগেছে।
  • rimi | 168.26.191.117 | ১৯ এপ্রিল ২০০৮ ০০:৫০397265
  • খুব ভালো লাগল।
  • dri | 129.46.154.111 | ১৯ এপ্রিল ২০০৮ ০২:০৪397266
  • তিন চারটে পড়লাম। পরে বসে কখনো কমপ্লিট করব।

    একটাই কথা বলার আপাতত। 'অণুগল্প' ব্যাপারটা জন্‌র হিসেবে খুব ভালো লাগল। আমায় তো খুব স্যুট করেছে। অল্প পরিসর। আমার মত লেজি পাঠকের ওপর চাপ কম। লেখকের ওপরেও চাপ কমে বোধ হয়, মানে যাদের কিছু বলার ছিল কিন্তু সময় নেই, বা বড় লেখার স্ট্যামিনা নেই। আজকালকার দিনে লেখক এবং পাঠক দুজনই যেখানে ব্যস্ত, এই ফরম্যাটের ভালো ফিউচার দেখছি।
  • trq | 61.68.163.26 | ২১ এপ্রিল ২০০৮ ১৯:১৩397226
  • দিয়াশলাই-ঘটিত সংক্ষিপ্তভিগ্গতা
    --------------------------------

    পাঠক হিসেবে:
    বেশ দারুণ ব্যপার। খুব দ্রুত পড়ে ফেলা যায়। সুলিখিত হলে পড়ার পরে বেশ একটা আরাম বোধ হয়, মুচমুচে একটা স্বাদ মনে থেকে যায়।

    সম্পাদক হিসেবে:
    খুব দ্রুত কাজ সেরে ফেলা গেছে। তিনজন সম্পাদক পৃথিবীর তিন মহাদেশে বসে জিটক আর গুগল ডকের কল্যাণে একই সাথে সম্পাদনা সেরে দিন চারেকের মাথায়-ই বe নামিয়ে ফেলা গেছে।

    লেখক হিসেবে:
    বড় কষ্টের জিনিস রে ভাই, আমি মোটাসোটা মানুষ, এত অল্প জায়গায় জুতমতন নড়াচড়া করতে পারি না।
    সফল অনুগল্প লেখা সহজ কাজ নয়।
  • S | 122.162.82.90 | ২১ এপ্রিল ২০০৮ ১৯:৩৭397227
  • আরে তারেক, আমি এই পোস্টগুলো আগে খেয়ালই করি নি। ব্যাপক কাজ করেছিস তো!

    আমি না, অনেকদিন আগে একখান অনুগল্প লিখেছিলাম। সেই শুরু, সেই শেষ। http://atoshkaanch.tripod.com/atoshkach1/shudhu_kobitar_golpo.html
  • P | 193.32.3.83 | ২৩ এপ্রিল ২০০৮ ০৩:৩৫397228
  • আজ একটু সময় পেয়ে দিয়াশলাই এর প্রথমদিকের গোটা দশেক গল্প পড়লাম। পড়ার সময় প্রায় প্রতিটি গল্পই পড়তে ভালো লাগলো ,কিন্তু পড়া শেষে একটাও সেরকম দাগ কাটলো না।
    তবে সাংঘাতিক ভালো উদ্যোগ।আমার তো মুখবন্ধ ও বেশ লাগলো। আমাগো গুরুতেও এরকম কিছু করা যায় না ?
  • Paramita | 63.82.71.141 | ২৩ এপ্রিল ২০০৮ ০৪:০৪397229
  • কম্পুটারে বসে কাজের ফাঁকে ফাঁকে পড়ে নেওয়ার পক্ষে আমারও এই ফরম্যাটটা বেশ ভালো লাগছে। শর্ট অ্যান্ড সুইট।
  • Tim | 204.111.134.55 | ২৩ এপ্রিল ২০০৮ ০৪:৩৭397230
  • খুব ভালো উদ্যোগ তারেক। অভিনন্দন।
  • Nandita | 131.95.121.107 | ২৯ এপ্রিল ২০০৮ ২২:২২397231
  • অসাধারণ সুন্দর কনফু। পরের পর্ব বেরোলে ও বলে দিও।
    এইসবের জন্যই হয়তো একদিন বাংলাসাহিত্য বেঁচে থাকবে,ফুলেফলে বিকশিত হবে।
    পশ্চিমবঙ্গে বাংলাসাহিত্য আঁতলামোতে আর মাতলামোতে ভরে গেছে, মেইনস্ট্রীম সম্পূর্ণ মনোপলির বিশ বাঁও জলে, সাধারণ সাহিত্যপিপাসু পাঠক ও আদৌ ভালো কিসু পায় না বলে পুরানো দিনের লেখাপত্রই পড়ে নয়তো দমবন্ধ করে পাঁক থেকে ঝাঁঝ আহরণের চেষ্টা করে।আর "অসাধারণ" পাঠক সময় নষ্ট করে না,চিলি বা বৎসোয়ানার বা কামস্কাটকার লেখা পড়ে।
    বেঁচে থাকুক বাংলাদেশ ও তার জ্যান্ত সাহিত্য, এরাই একদিন পাঠকের ক্ষুধাতৃষ্ণা মেটাবে।
    অনেক অভিনন্দন!
  • vikram | 193.120.76.238 | ০৬ মে ২০০৮ ১৩:২৪397232
  • নীলুফার জটিল!!! কিন্তু অমার পুরানো পাসওয়ার্ডে তালি দিতে দিলো না, ঢুকতেই দিলো না।

    নন্দিতাকে, বাংলাদেশের সাহিত্য জ্যান্ত আর পশ্চিমবঙ্গ কি কামস্কাটকা মৃত এইটা একটা কোনো কথা হলো?

    বিক্রম
  • trq | 59.101.230.203 | ০৭ মে ২০০৮ ১৮:০০397233
  • সবাইকে অনেক ধন্যবাদ।
    কিন্তু এই থ্রেডটা তো সবাই মিলে লেখা জমানোর জন্যে বানিয়েছিলাম, কই লেখা তো আর কেউ জমাচ্ছে না।

    নন্দিতাদি,
    ধন্যবাদ।
    যদিও বাংলাসাহিত্যের পেট চিড়ে একটা জলজ্যান্ত বর্ডার লাইন এঁকে দেয়ার ফান্ডাটা ঠিকঠাক হজম হয় নি!

    ভিকিদা,
    ঐখানে লম্বা সময় অচল থাকলে একাউন্ট ঘ্যাচাং করে দেয়!
    তোমার একউন্টটা বেঁচে আছে কি না খোঁজ নিয়ে জানাবো।
  • Nandita | 131.95.121.107 | ০৭ মে ২০০৮ ২০:৪৩397234
  • কনফু,
    সত্যি করে বর্ডার লাইন তো নেই, অর্থাৎ না থাকারই কথা। কিন্তু ঐ যে...মানুষেই এসব বানায়,অদ্ভুত অদ্ভুত সব কারণে। আবার মানুষেই এসব মুছে ফেলে...অন্য কোনো কারণে।
    পরে কোথাও অন্য কোনোখানে এনিয়ে কথা হবে নাহয়।
    অভিনন্দন রইলো আবারও। খুব ভালো কাজ হচ্ছে ওখানে।

  • Nandita | 131.95.121.107 | ০৭ মে ২০০৮ ২০:৫৫397235
  • বিক্রমকে,
    পশ্চিমবঙ্গের সাম্প্রতিককালের মুদ্রিত সাহিত্যের অবস্থা দেখে হতাশ লাগে, তাই আরকি। নইলে কে জ্যান্ত কে মৃত একমাত্র কালই তো বলতে পারে।
    আর এই প: বাংলায় যারা কিনা "ইন্টেলেকচুয়াল", তারা বড় বেশী উচ্চ জগতের কিনা, খুব "আন্তর্জাতিক",লোর্কা কাফকা রিলকে নেরুদা দেরিদা পাজ ওকাম্পো... এসব ছাড়া তাদের সঙ্গে কথা কওয়া যায়না, তেনারা কেষ্টা,কানু,টুনি, অহিদত্ত,রল্লা,রট্টাদের পাত্তা দেন না কিনা, তাই কেমন যেন বকচ্ছপ টাইপ লাগে।কেউ কেউ আবার আরো বেশী ইন্টে,তেনারা আবার বাংলা কবিতা দেখলেই ক্ষেপে যান,উর্দু কবিতা শোনেন।এরপর একদিন শোনা যাবে কলিকাতায় ইন্টে রা গ্রীক কবিতার সম্মেলন করছেন।
    এনিয়ে কথা বলার জায়গা তো এটা নয়, অন্যত্র নাহয় কথা হবে সময়সুযোগ থাকলে।
    আসি।
  • shyamal | 72.24.214.21 | ০৮ মে ২০০৮ ০৫:১৩397237
  • কলকাতার আঁতেলরা হচ্ছে, মাইরী গোদারের একটা দারুন সিনেমা দেখলাম; প্রথম থেকে শেষ অবধি কিচ্ছু বুঝিনি।

    নন্দিতা অনেকদিন পরে রল্লা, রট্টাদের মনে করিয়ে দিলেন। একটা বয়সে শরদিন্দুর কালের মন্দিরা, তুঙ্গভদ্রার তীরে ইত্যাদি গোগ্রাসে গিলেছি।
  • hanu | 220.225.84.122 | ০৮ মে ২০০৮ ০৬:৫০397238
  • আন্তর্জাতিক সাহিত্যপাঠ মানেই আঁতলামো আর দেশী পপুলার সাহিত্য পাঠ মানেই দেশপ্রেম আর ইন্টেলেকচুয়াল মানেই হাস্যাস্পদ। মোটামুটি এই ক্লিশে ফ্রেমওয়ার্কের থেকে কয়েকটা জিনিস পরিষ্কার:

    ক। আন্তর্জাতিক সাহিত্য ওঁচা। যা নাম মনে আসে তাই ওঁচা। তালে তালে মনে এলে আরো ওঁচা। ওঁচাদের মধ্যে সামহাউ প্রখ্যাত দার্শনিক নেরুদা ও প্রখ্যাত কবি দেরিদা বেশ এগিয়ে।বিধিসম্মত সতর্কীকরণ এঁরা কেউ ফেলুদা বা ঘনাদার কেউ নন। আত্মীয়তা স্থাপনের বদ উদ্দেশ্য ব্যর্থ করুন।বিশুদ্ধ বাঙালি হোন।
    খ। দেশী পপুলার সাহিত্য ভীষণ উদ্দীপক, পড়লেই দেশের উবগার করতে ইচ্ছে করে এবং দেশমাতার স্মরণে কেবলি চোখ দিয়ে জল পড়ে, থামতে চায় না, দেশী টেক্সটাইলে সংকট তাই দেশী চোখ মোছার দেশী রুমাল পাওয়া যায় না, তাই আর উবগার করার টাইম পাওয়া যায় না। অতএব বাংলা সাহিত্য কে বাঁচাতে গেলে প্রথমে রুমালের দোকান খুঁজুন। গড়িয়াহাটে কিনতে পারেন। পাশেই দেখবেন বালতির দোকান ও আছে। সফট পোড়া মাটির দেশি বালতি অর্ডার করে আসতে পারেন, যদি রুমালে আত্মবিশ্বাস না থাকে। আবেগকে অবহেলা করবেন না। দোকানির চোদ্দগুর্ষ্টি প্রপার বাঙালি কিনা দেখে কিনবেন। বহিরাগত দের চিহ্নিত করার ম্যানুআল হাতে নিয়ে নেবেন। মধ্য কলকাতায় কিনবেন না, ঐখানে খোট্টা মদ্র বাইজী নেপালী ভুটানি উড়ে বিহারি মোঠলমান মিলে মিশে কাদা হয়ে আছে। ভদ্র অভদ্র চেনার উপায় নাই।
    গ। যারা এত চিন্তা করলেন দেশটারে নিয়া, বাংলা ভাষাটারে নিয়া তারা কেউ বুদ্ধিজীবি নন, তারা সবাই শ্রমজীবি। হাড়ভাঙা শ্রমের মূল্য অর্জন শেষে সন্ধ্যার লম্ফের আলোকে তাঁদের ঘাম ও কান্না দুর্বার। এবং আন্তর্জাতিক সাহিত্যের আঘাতে হৃদয়ের ক্ষত হতে অক্ত ঝরতাছে।
    ঙ। রবীন্দ্রনাথ/বঙ্কিম/বিদ্যাসাগর মশাই/তারাশঙ্কর বাবু বা বিভূতি বাবু এঁরা প্রত্যেকে মিলে জয়েন্ট অথরশিপে বাঙালির প্রাত্যহিক কর্তব্য লিখে গ্যাছেন। তাতে সকালে নিমপাতা কাঠি চিবুতে চিবুতে আবাপ পড়ার কথা প্রেসক্রাইব করা আছে। আর বলা আছে কদাচ বিদেশি ভাষা পড়বা না, বা কি পড়বে জিগায়ে পড়বে। আমরা বেছে দোবো।
  • hanu | 220.225.84.122 | ০৮ মে ২০০৮ ০৬:৫২397239
  • আর হ্যাঁ কলকাতার বাইরের আঁতেল রা প্রচন্ড বুঝদার, তাঁরা অনেকেই হ্যারি পটার পড়ে বুঝতে পারেন। পুরোটা।
  • nyara | 64.105.168.210 | ০৮ মে ২০০৮ ১০:৫৩397240
  • হনুর খুব মনে লেগেছে।

    তবে দেখ বাপু, বাঙালী ছেলের - মানে শহুরে শিক্ষিত ঘরের ছেলের - যেমন ব্রণ বেরোতে শুরু করলেই 'আঁতেল হব, আঁতেল হব' বলে মন উচাটন করে, তেমনটা অন্য কোন জাতের করে কিনা সন্দেহ। করত। ভারতীয়দের মধ্যে। বিদেশ ছেড়ে দিলাম।

    এ নিয়ে আমি দীর্ঘ প্রবন্ধ নাবাতে পারি।
  • Blank | 203.99.212.224 | ০৮ মে ২০০৮ ১১:১৪397241
  • কোলকাতার ভিতরের লোকেরা হ্যারি পটার পড়ে বোঝে না, হানুদার এই ধারনার তীব্র প্রতিবাদ কল্লুম।
  • hanu | 125.18.104.1 | ০৮ মে ২০০৮ ১১:৪১397242
  • 'বাঙালী' বলে যে 'মানে' ইত্যাদি বলতে হয়েছে তাতেই বোঝা গেছে যে নিজেকে ডিসকাউন্ট দিতে শুরু করেছেন ন্যাড়াদা। আর ব্ল্যাংকির বক্তব্যে শুধুই হাসলাম, কারণ ব্ল্যাংকি মনে হয় পুরোটা পড়ে নি। আমার খুব মনে লাগে নি বোঝলেন। এই অভিযোগ শুনে শুনে এত ক্লান্ত যে রিয়াক্ট করে ফেললাম। আর ন্যাড়াদা র পোবন্ধের অপেক্ষায় রইলাম। অন্তত বাঙালী অনাঁতেল গণ প্রবন্ধ লেখেন তার একটা ঐতিহাসিক প্রমাণ থাকবে। মধ্যবিত্ত বাঙালী আকাডেমিক যোগ্যতাকে অকারণে বেশি গুরুঙ্কÄ দিয়েছে এটা যেমন ঠিক, কিন্তু এটা মূলত: মধ্যবিত্ত স্বপ্নের গল্প, এবং এটা বাড়ছে কারণ স্বপ্নটা বাড়ছে, এবং জন্মেই লোকে আপাতত আইটি হব আইটি হব বলে হাত পা ছুঁড়ছে। ডিগনিটি অফ লেবার আদৌ বেড়েছে কিনা সন্দেহ আছে। মার্জিনালি কয়েকটা প্রফেশনের গুরুঙ্কÄ হয়তো বেড়েছে। আর্বানাইজেশনের সেই স্টেজে আসতে দেরী আছে, যখন লেবার মূল্য চড়া হবে, লোকে বাপ বলে প্লাম্বার অকে খাতির করবে। স্টিরিয়োটাইপিং সর্বত্র সম্ভব, ইঁট ও পাটকেল উভয়েই সম্ভাবনাময়। স্টিরিয়োটাইপিং এ ক্লান্তি ও নতুন কিসু নয়। কারণ উভয়েই স্বকীয় বোঝলেন।
  • Blank | 203.99.212.224 | ০৮ মে ২০০৮ ১১:৪৭397243
  • হানু দা কেমন দু:খু মতন পেয়েচে। আমি এক খানা ডি: দিয়ে আগের লেখায় হাসি মুখ জুড়ে দিলুম।
  • d | 117.99.7.5 | ১১ মে ২০০৮ ১২:০৭397244
  • শ্যামল,

    কলকাতার "আঁতেল' সম্পর্কে আপনার অবজার্ভেশান জানলাম। তো, বাকী পশ্চিমবঙ্গের সম্পর্কে আপনার বক্তব্য কি? এক্ষেত্রে আঁতেল আপনি স্ল্যাং অর্থে ব্যবহার করছেন ধরে নিচ্ছি।

    আর ভাটিয়া৯'র আর্কাইভ ঘাঁটলে দেখবেন, শুধু শরদিন্দু কেন, অনেককে নিয়েই অনেক আলোচনা বিভিন্ন সময় হয়েছে।

    আপনার প্রিয় লেখকগণ এবং সেই লেখকদের লেখা সম্পর্কে আপনার অ্যানালিসিস পড়ার অপেক্ষায় থাকলাম।

    বোধি,

    আর এইটা বললে না যে "বাংলা সাহিত্য' মানে শুধুই আবাপ এবং ইস্টিশানের স্টলগুলোতে যা পাওয়া যায়, তাকেই বোঝায়। এবং রুমাল লইয়া ইহাদের জন্যই দুস্কু জানাইতে হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে যে অজস্র পত্রপত্রিকা বেরোয় তাদের ছুঁয়েও দেখতে নেই। এবং না দেখেই রায় দিয়ে দিতে হয়। সবচেয়ে ভাল হয় যদি ঘেউঘেউ করার জন্য চাট্টি ফ্রী ওয়েবসাইট থাকে। আর আর অতি অবশ্যই কোন একটাকে ভাল বলতে গেলে আরেকটাকে খারাপ বলতেই হয়। টেনিদা ভাল মানে দেরিদা ভীষণ ভী ঈ ষন খারাপ। যদিও সেই সম্পর্কে কোন বিস্তারিত আলোচনা তুমি দেখতে পাবে না।

  • d | 117.99.7.5 | ১১ মে ২০০৮ ১৩:১৫397245
  • লিঙ্ক দিতে পারছি না। একটাই কমন লিঙ্ক দেখাচ্ছে। তবে সৃষ্টি'র পঁচিশে বৈশাখ সংখ্যায় শমিত রায়ের লেখাটা চমৎকার।
  • shyamal | 67.60.254.15 | ১২ মে ২০০৮ ০৯:৩৬397246
  • ডি,

    ওরেবাবা, আঁতেলদের নিয়ে নন্দিতার কথার পিঠে একটা লাইট কমেন্ট করেছিলাম। ভেবেছিলাম কেউই তো নিজেকে আঁতেল ভাবেননা কাজেই কেউ লক্ষ্যই করবেনা।
    এবারে বুঝছি একেবারে পলিটিকালি ইনকারেক্ট কথা বলেছি। প্রথমে হনুবাবু রেগে গেলেন। আবার ন্যাড়াবাবু উল্টো খোঁচা দিলেন। এবারে আপনি।

    আর আপনার লাস্ট প্যারা পড়ে বোঝা যাচ্ছে আমরা অনাতেলরা যে গুচতে নানাবিধ গারবেজ লিখে থাকি তাতে আপনি অত্যন্ত বিচলিত।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন