এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • যখন সাহায্য দরকার হয়

    Blank
    অন্যান্য | ০৮ মার্চ ২০০৮ | ৩৭৮৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 78.48.231.217 | ১৬ মে ২০১৩ ০১:২৫398145
  • * যে ক'বার হল,
  • pi | 78.48.231.217 | ১৬ মে ২০১৩ ০১:২৫398144
  • সাইন আপ করতেই প্রচুর ঝামেলা করেছে, তারপর প্রতিবার ট্রানসকশনের পরে ভেরিফিকেশন ... , তাতে যে ক'বার হল। বেশ দেরি হয়ে গেল, দুবার তো রিজেক্ট করলো। তারপর থেকে ট্রান্সফার নিয়ে জুমে ট্রান্সফার করে গেছি। অল্প ফি নেয়, কিন্তু নির্ঝঞ্ঝাট, খুব তাড়াতাড়ি হয়।
  • aka | 79.73.10.10 | ১৬ মে ২০১৩ ০১:৩১398146
  • রেমিট টু ইন্ডিয়া প্রথমবার রেজিস্টার করার পরে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য পেনি ট্রান্সাকশন করে। তারপরে একেবারে স্মুদ। এখান থেকে শ্যামনগরের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। আমিও ১০ বছর ইউজ করছি।
  • pi | 78.48.231.217 | ১৬ মে ২০১৩ ০২:০৫398147
  • প্রতিবার ট্রানসকশনের পরে ফোন করে ভেরিফিকেশন করেনা ? আমার এগুলো গত এক বছরের অভিজ্ঞতা।
  • pi | 78.48.231.217 | ১৬ মে ২০১৩ ০২:০৯398148
  • এনিওয়ে, এই টই টা ঘেঁটে যাচ্ছে। সরি।
  • a x | 118.195.222.89 | ২০ মে ২০১৩ ০৯:৩৬398149
  • সুমন, মেয়েটির আপডেট কিছু দিতে পারবেন? বোন-ম্যারো ম্যচিংএর কোন স্টেজে রয়েছে এখন? তাড়া নেই সময় পেলে জানাবেন।
  • pi | 78.48.231.217 | ২০ মে ২০১৩ ০৯:৪৪398150
  • অনেকদিন ধরেই মনে হচ্ছে, তবে আদৌ ফিজিবল হবে কিনা ভেবে কিন্তু কিন্তু করে লিখছি না।
    এরকম নানা কেস এলে তার জন্য ফাণ্ডরেইজিং করতে তো অনেক চাপ, বেশিরভাগ সময়েই সময়টা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কিছু কেসে সেভাবে কিছুই কিছু ওঠেনা, উদ্যোগ নেবার লোকের অভাব থাকলে ইঃ।
    তো, একটা পার্মানেন্ট ফাণ্ড তৈরি করা যায় ? যার যখন সম্ভব, যেমন সম্ভব কন্ট্রিবিউট করলেন, সম্ভব হলে মোটামুটি রেগুলার বেসিসে। সেখানে থেকে এরকম নানা কেসে একটা অ্যামাউণ্ট দিয়ে দেওয়া যেতে পারে। এছাড়া, কেস বাই কেস যেমন ফাণ্ডরেইজিং চলছে, সেটা পাশাপাশি চলতেই পারে।
    করার ঝামেলা অনেক, কাউকে দায়িত্ব নিতে হবে, তার পরেও অনেক প্রশ্ন উঠতে পারে, তবু জাস্ট মনে হল, বল্লাম।
  • Abhyu | 183.200.128.42 | ২০ মে ২০১৩ ১০:২৩398151
  • হ্যাঁ এই ফাণ্ডরেজিংএর একটা ট্যাক্স ইম্প্লিকেশন আছে সেটা খেয়াল আছে তো? মানে নিজের নামে করলে ফরেন ইনকামের ট্যাক্স দিতে হবে, আর অর্গ্যানাইজেশন করলে FCRA ক্লিয়ারেন্স লাগবে।
  • de | 190.149.51.69 | ২০ মে ২০১৩ ১০:৪৯398152
  • পাইয়ের প্রস্তাব সাপোর্ট করে গেলাম -- নেটব্যাঙ্কিংয়ে প্রত্যেক বার নতুন করে বেনিফিশিয়ারি অ্যাড করার ঝামেলা, সময়াভাব ইঃ র জন্য সবসময় সাহায্যের হাত বাড়ানো যায় না। একটা পারমানেন্ট ফান্ড হোক। যখন যেমন হাতে থাকবে সাহায্য পাঠানোর অপশন থাক।
  • sch | 132.160.114.140 | ২০ মে ২০১৩ ১২:২৩398154
  • গুরুর কোনো ব্যাঙ্ক আকাউন্ট নেই? সেটাই তো ইউজ করা যায়
  • pharida | 192.64.44.242 | ২০ মে ২০১৩ ২০:০০398155
  • অক্ষ,
    প্রথম পর্যায়ের কেমো শেষ হয়েছে। আপাততঃ ব্লাড কাউন্ট ক্লোজ মনিটরিং করে দরকার মতো রক্ত বা প্লেটলেট দেওয়া চলছে। হাই ডোজের অ্যান্টিবায়োটিক চলছে পাশাপাশি।

    বোন ম্যারোর ডি এন এ রিপোর্ট এসে গেছে। মায়ের সঙ্গে ৭/১০ ম্যাচিং পাওয়া গেছে। আরো ভালো ম্যাচিং এর এর জন্য (৯/১০ বা ১০/১০) ডেটাবেস এ খোঁজ চলছে।

    এখন আরো একবার বোন ম্যারো টেস্ট করে দেখা হবে কেমো আর দেওয়া হবে নাকি সরাসরি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হবে।

    গুরুর জনতার সাপোর্ট বড় ভরসার জায়গা। আবারো জানালাম।

    পাই,
    উদ্যোগটি গুরুত্ব সহকারে প্রাণিধানযোগ্যো। গুরুর একটা এই ধরণের অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা হলে সত্যিই অনেক উপকার হয়, অনেকের।
  • Abhyu | 141.193.180.64 | ২০ মে ২০১৩ ২১:১৮398156
  • de, sch, pharida, pi এই রকম অ্যাকাউন্ট ইত্যাদির লিগ্যাল হ্যাসাল সম্ভবতঃ প্রচুর - ঠিক ভাবে না করলে ছোট্টো একটা পুলিশ কমপ্লেন থেকেই প্রচুর ঝামেলা হতে পারে, তা সে আপনার ইন্টেন্শন যা-ই হোক না কেন। এদেশে অ্যাকাউন্ট হলে তো আরো ইন্টারেস্টিং - আই আর এস কি জিনিস জানেন নিশ্চয়। যে-ই করুন অন্তত একজন রিলায়েবল ল-ইয়ারের সাথে কথা বলে করলে বোধ হয় ভালো হয়। আর পারেন তো এদেশি 501(c) অরগ্যানাইজেশন যারা দেশে টাকা পাঠায় তাদের সাথে যোগাযোগ করুন, বেটার আইডিয়া হবে।
  • pharida | 192.64.51.159 | ১২ জুন ২০১৩ ২২:৫০398157
  • মাঝে কিছু রাফ প্যাচ কাটিয়ে উঠে আজ দিন কয়েকের জন্য ছুটি পেল সিমি হাসপাতাল থেকে। নয়ডায় আত্মীয়র বাড়ি থেকে এই কদিন দিনে একবার হাসপাতালে গিয়ে ইঞ্জেকশন নিয়ে আসতে হবে। এইরকম থাকলে চাই কি হপ্তা খানেকের জন্য কলকাতা ঘুরে আসার অনুমতিও পেয়ে যাবে ও।

    এদিকে বোন ম্যারো ম্যাচিং পাওয়া গেছে জার্মানির একজনের সঙ্গে। সব ঠিকঠাক চললে কলকাতা থেকে ফেরার পরে শুরু হবে বি এম টি প্রসেস।

    এদিকে গত ১লা জুনের টেলিগ্রাফ এ একটা রিপোর্ট বেরিয়েছিল – লিঙ্ক দিলাম -

    http://www.telegraphindia.com/1130601/jsp/calcutta/story_16938169.jsp#.UbipvOdyCuJ
  • pi | 172.129.44.120 | ১২ জুন ২০১৩ ২৩:৩৪398158
  • ভালো খবর।
  • kumu | 52.111.91.183 | ১২ জুন ২০১৩ ২৩:৪১398159
  • সিমিকে অনেক আদর -ওর জয় হোক।
  • :wq! | 132.177.29.23 | ১২ জুন ২০১৩ ২৩:৫২398160
  • জয় হোক।
  • mila | 212.156.10.253 | ২২ জুন ২০১৩ ১২:৫৬398162
  • বন্যাত্রান এর আরেকটা লিংক দিলাম
    http://goonj.org/?page_id=2245
  • Abhyu | 118.85.89.109 | ২৩ জুন ২০১৩ ১০:৩৭398163
  • উত্তরাখণ্ডের বিপর্যয়ে যদি কেউ ভারত সেবাশ্রম সঙ্ঘের ত্রাণকার্যে সাহায্য করতে চান, আমার কাছে একটি সূত্রে ওঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আছে, মহারাজ আমাকে আগ্রহী ব্যক্তিদের সাথে সেটি শেয়ার করার অনুমতি দিয়েছেন। এখানে পোস্ট করার দরকার নেই, আমার ইমেল হল abhyuasha অ্যাট জিমেল।
  • pi | 118.12.169.134 | ২৫ জুন ২০১৩ ১৯:৫৯398165
  • sayan | 125.187.61.247 | ২৫ জুন ২০১৩ ২১:৩৮398166
  • আপনাকে পাশে চাই
    উত্তরাখন্ড : প্রকৃতি প্রেমিক, ভ্রমন পিপাসু মানুষের কাছে স্বপ্নের আরেক নাম। কিন্তু সাম্প্রতিক ঘটে যাওয়া ভয়াবহ বন্যার অভিঘাতে সেই স্বপ্নের রাজ্য আজ দুঃস্বপ্নে পরিণত। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো শুধু তো প্রকৃতি নয়, শুধু তো দেবালয় নয়, উত্তরাখন্ডের সাম্প্রতিক বন্যায় বিধ্বস্ত হয়েছে এলাকার লক্ষ লক্ষ সাধারণ মানুষ , আটকে পড়েছেন তীর্থযাত্রীরাও। এক মন্ত্রীর মতে কম করে ৫০০০ জন মারা গেছেন এই দুর্যোগে, অবশ্য সংখ্যাটা আসলে কত কেউই জানেনা। জানা নেই কত মাস, কত বছর লাগবে উত্তরাখন্ডের এই ক্ষত মুছে ফেলতে।
    আসুন, আমরা আমাদের সাধ্যমতো দাঁড়াই সেই সমস্ত মানুষদের পাশে, আমাদের অনেকের সাথে যাদের এতদিন যাদের সঙ্গে দেখা হত শুধু বেড়াতে যাওয়ার রাস্তার পাশে। উত্তরাখন্ডের কিছু বন্ধুর সঙ্গে যোগাযোগ করা গেছে। অতীতে বিভিন্ন জায়গায় সরকারী ত্রান নিয়ে নানা গোলমাল আর সমস্যার ইতিহাস থাকলেও, ত্রানের কাজের ব্যাপারে সরকারী উদ্যোগগুলো চলছে, সেগুলো চলুক আরও ভালো করে। পাশাপাশি আসুন আমরা উদ্যোগ নিই ওখানে নিজেরা গিয়ে আমাদের সাধ্যমতো ত্রানের বন্দোবস্ত করার। মোটামুটিভাবে ৬ দিন মতো সময় লাগবে যেতে-আসতে।
    জল নামতে শুরু করলে তারপর প্রকোপ বাড়বে নানা রোগের। আমাদের কেউ কেউ ডাক্তার, ফলে মেডিকাল ক্যাম্পও করা যেতে পারে। আপনাদের কাছে আবেদন থাকলো আমাদের সঙ্গী হবার। আপনারা যারা ডাক্তার, কিম্বা ডাক্তারি ছাত্রছাত্রী, নার্সিং কিম্বা প্যারামেডিকাল ছাত্রছাত্রী। এছাড়াও প্রয়োজন আরও বহু উদ্যোগী মানুষের। যারা নানা কারণে যেতে পারছেন না, তাঁদের অনুরোধ করবো ওষুধ কিনে দিতে। শীতের জামা-কাপড় আর লেপ তোষকেরও খুব প্রয়োজন, জানিয়েছেন উত্তরাখন্ডের বন্ধুরা। কিন্তু সেগুলো এতোদূর থেকে বয়ে নিয়ে যাওয়ার অসুবিধে আর খরচও বেশি। তার বদলে টাকা দিতে পারেন, যা দিয়ে সুবিধেমতো জায়গা থেকে কিনে নেওয়া যায় ওগুলো। আরও ভালো হয় যদি উত্তরাখন্ডে আপনার পরিচিত কেউ থাকে, তাহলে তার সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দিন। সেটাও খুব প্রয়োজনীয় সাহায্য হতে পারে।
    আপনি হয়তো আমাদের কাউকে কাউকে চেনেন, অথবা কাউকেই চেনেন না। যদি না চেনেন তাহলে চেনা হয়ে যাবে কাজে নেমেই। আর সকলে মিলে কথাবার্তা বলে যাওয়ার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা করে নেওয়া যাবে।
    আসুন, প্রতিদিনকার ইঁদুর দৌড় আর গতানুগতিক জীবনের গন্ডি পেরিয়ে সাধ্যমতো দাঁড়াই মানুষের পাশে , জীবনের পাশে…….
    For any query and sending help contact: [email protected], মৌমিতা[email protected] 09748868697 , সায়ন- [email protected] 8013578688
  • pharida | 192.64.71.230 | ২৯ জুন ২০১৩ ১৩:১১398168
  • একটি ফাণ্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন হয়েছে আজ সিমির জন্য। অনন্যা তার ফেসবুক পাতায় নিচের বার্তা দিল।
    কলকাতার গুরু-চণ্ডাল রা তাদের আত্মীয় – বন্ধুদের নিয়ে অংশ নিতে পারে / ন।

    “Stand By me :- As part of the Save Samridhi Campaign
    It starts with a wish
    It can end with a cure.

    29th june | 6 pm onwards

    Performances :-
    M.A.D (Mad About Drama)Presents
    The Burqa, The Bikini and The Other Veils
    The Paradigm Shift
    Silajit OfficialLive
    Time- 6 p.m onward

    Venue-
    Baitanik
    Lala Lajpat Rai Sarani, Elgin, Kolkata, West Bengal 700020

    Landmark- Opposite Diocesan School, Beside Bhawanipur Gujarati Educational Society
    Please do come.Donate.Save a life.”
  • pharida | 129.226.173.2 | ০২ জুলাই ২০১৩ ১০:৫৮398169
  • আজকে জি-বাংলায় মীরাক্কেলে সিমি-র ব্যপারটা কভার করা হবে বলে জানতে পারলাম। সবাইকে দেখতে অনুরোধ করছি।
  • mila | 212.156.10.241 | ০৪ জুলাই ২০১৩ ০৮:১০398170
  • এই মেয়েটির প্রতি মাস এ ৮০ হাজার টাকার অসুধ লাগে, বেচে থাকার জন্য এ এক অসম যুদ্ধ


  • mila | 212.156.10.241 | ০৪ জুলাই ২০১৩ ০৮:১৪398171
  • বিস্তারিত খবর

  • pi | 118.12.169.134 | ০৪ জুলাই ২০১৩ ০৯:৩১398172
  • সমৃদ্ধির জন্য ,
  • pharida | 192.64.66.183 | ০৬ জুলাই ২০১৩ ১২:৪৭398173
  • মৃদু রিমাইন্ডার...।
  • সায়ন | 59.249.123.95 | ০৭ জুলাই ২০১৩ ১৯:০১398174
  • হুবহু তুলে দিলাম একটা পাবলিক অ্যানাউন্সমেন্ট থেকেঃ

    KINDLY HELP IF YOU KNOW ABOUT THEIR WHEREABOUTS

    Hi,

    I am Subhendu Sengupta Father of Subhayu Sengupta is missing from 08:30 AM on 5/7/2013. Still he has not come back. If Any person seen him please inform immediately on below Address:

    Subhendu Sengupta
    #26 Devappa Layout, 4th Cross,
    Ramachandrapura, Jalahalli.
    Bangalore 560013.
    Mob:9845961533
    Landline: 080-23450331

  • pharida | 192.64.146.90 | ০৮ জুলাই ২০১৩ ২১:০৮398176
  • আকাশ বাংলায় সমৃদ্ধি কে নিয়ে অনুষ্ঠানের লিঙ্ক -

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন