এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দেখার মত ফোটোগ্রাফ

    d
    অন্যান্য | ০৩ মার্চ ২০০৮ | ২০১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sinfaut | 117.195.194.94 | ২৬ মার্চ ২০০৮ ২১:০৮398587
  • এটা কি আমারে জিগালে? এসব ব্যাপারে তো দ্রি আর তানিয়ার এক্সপার্টিজ।

    উঙ্কÄল করা মানে কি? নিশ্চয় ছবির মধ্যে একটা স্পটের থেকে আরেকটা স্পটের ক¾ট্রাস্ট বা ব্রাইটনেস বেশি হবে? যেমন ধরো, তোমার ঐ পাড় আর জলের ছবি, ওতে পাড়টাকে আরো ডার্ক করে দিয়ে বা আকাশটাকে আরো একটু ব্রাইট করলেই তো এটা হয়ে যাবে। লেভেল চেঞ্জ করে আর ক¾ট্রাস্ট/ব্রাইটনেস বাড়িয়ে এটা করা যাবে। আর সিলেক্টিভলি যদি এক একটা পাথরের উপর কারিকুরি করতে চাও তো সে আমি জানিনা।
  • Blank | 59.93.247.155 | ২৬ মার্চ ২০০৮ ২৩:০২398588
  • এতো সিপিয়া টোনে ছবি। এতো এমনি হয়, বেশি ভাবতে হয় না। এতো অপশানেই থাকে।
  • Blank | 59.93.247.155 | ২৬ মার্চ ২০০৮ ২৩:১০398589
  • উঙ্কÄল বলতে কি বলছো? ঠিক উঙ্কÄল না। একটা গ্লো। হেজ ফিল্টারের সাথে হলিউড লাগিয়ে নাও।
    তাহলে গ্লো আসবে একটা। লর্ড অফ দ্য রিংসে সেই যে লোকগুলো সাদা ড্রেস পরে থাকতো, আর তীর চালাতো, ওদের যেমন সবার জামা থেকে গ্লো বেড়োতো, অমনি একটা এফেক্ট। আরো অনেক রকম আছে। Tiffen এর এমন ফিল্টার আছে।
  • d | 219.64.92.66 | ২৬ মার্চ ২০০৮ ২৩:১৩398590
  • অজ্জিত তো লিঙ্ক দিয়ে ডেকে গেল।
  • Blank | 59.93.247.155 | ২৬ মার্চ ২০০৮ ২৩:১৫398591
  • কিন্তু লিংকে ক্লিক তো করতে হতো। ওতেই তো ল্যাদ :)
  • Blank | 59.93.247.155 | ২৭ মার্চ ২০০৮ ০০:০১398592
  • ধুর, আমি গুলিয়েছি।
    বইটা টাইমস না, লাইফের।
    LIFE, our century in pictures
    এবারে কিছু ছবি বলি এই বই থেকে।
    বইটার শুরু হয় উইলবার রাইটের আকাশে ওড়া দিয়ে, সেই ১৯০২ সালের ঐতিহাসিক মুহুর্ত থেকে।
    পাতা ওলটাতে থাকো। মহারানী ভিক্টোরিয়ার চানাচুর দেখতে দেখতে, আব্দুল হামিদের ছবি পেছনে রেখে হঠাৎ পেয়ে যাবে যুদ্ধে হেরে যাওয়া চার জন চাইনিজ সৈন্য কে।
    ভয় পাওয়া নৃশংসতার পাশের পাতাতেই পাবে হেলেন কেলারকে। পরের পাতাতেই জানতে পারবে ১৯০৪ সালে অলিম্পিকে ছিল এক অদ্ভুত খেলা। pole climb। উঁচু একটা পোলে চড়া। আফ্রিকান পিগমি, আর রেড ইন্ডিয়ানরা যোগ দিয়েছিল সেই খেলায়।
    এর পরেই সেই ভয়ংকর দিনের ছবি। আগুন লেগে পুড়ে গেলো শিকাগো শহর। আর তার পাশে হাত ধরাধরি করে আছে নতুন সাজে সেজে ওঠা ন্যু ইয়র্ক, প্রথম বার সাবওয়ে বসছে যে।
    অবাক হওয়ার আগেই দেখতে পেয়ে যাবে নিজের গাড়িতে বসে থাকা হেনরি ফোর্ডকে। আর তার পর পাতা জুড়ে পানামা খাল কাটার ছবি। সেই সব পেরোলে দেখতে পাবে সেই দিনের বিখ্যাত লড়াই, যেদিন জ্যাক জনসন কৃষ্ণাঙ্গ হিসেবে জিতে নিলেন প্রথম হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ানশিপ।
    তারপর অনেকগুলো পাতা জুড়ে টাইঅটানিক শুধু। আমাদের চেনা গল্প আর তার অচেনা ছবিগুলো।
    এরপরেই ফ্লোরেন্স নাইটিঙ্গেল, আর হেনরি মর্টন স্ট্যানলির ছবি। আরে স্ট্যানলি কে চিনতে পারছেন না? সেই যে নীল নদের গতি পথ খুঁজতে গিয়ে হারিয়ে গেছিলেন যারা তাদের খোঁজে বেড়িয়েছিলেন ইনি। ইনি তো লিভিংস্টোনকে খুঁজে বার করেন ফের।

    (আসছি আবার)
  • a x | 192.35.79.70 | ২৭ মার্চ ২০০৮ ০০:৩০398593
  • হ্যাঁ LIFE'র এ বইতে সেই প্রথম বিশ্বযুদ্ধের ফেরৎ সৈনিকের প্রেমিকার চুম্বনরত ছবি, FDR'র শবদেহ নিয়ে যাবার সময় গ্রাহাম জ্যাকসনের কান্নার ছবি আছে।
  • a x | 192.35.79.70 | ২৭ মার্চ ২০০৮ ০০:৪৮398594
  • ধুর কিসব আপন মনের মাধুরী মিশায়ে লিখে দিলাম। বিশ্বযুদ্ধ ফুদ্ধ নয়। সৈনিক টৈনিকও নয়। জাপান কে হারিয়ে নাবিকের PDA
    http://www.life.com/Life/special/kiss01a.html
  • a x | 207.69.137.7 | ২৭ মার্চ ২০০৮ ০৫:০২398595
  • বিখ্যাত ফোটগ্রাফ বল্লেই - সেই সাইগনের ভিয়েতকং কে সরাসরি মাথায় গুলি করা, স্প্যানিশ যোদ্ধার গুলি খেয়ে পরে যাওয়ার মুহূর্ত, পাশাপাশি মেরিলিন মোনরো'র স্কার্ট হাওয়ায় ওড়া। কিন্তু সবকিছুর আগে মনে পড়ে সেই ছবি - সুদানের বুভুক্ষু কঙ্কালসার শিশু আর অল্প দূরে তার মৃত্যুর অপেক্ষারত শকুন। আর মনে পড়ে কেভিন কার্টারকে যে এই ছবিটি তোলার কিছুদিন বাদে আত্মহত্যা করে।
  • Arijit | 128.240.229.65 | ২৮ মার্চ ২০০৮ ১৫:৪০398597
  • এই টইটাকেও তুলে দিই।
  • dri | 71.154.211.219 | ০৫ এপ্রিল ২০০৮ ১১:০৫398598
  • এই টইয়ের নামটা এমন যে নিজের ছবি দিতে কুন্ঠা হয়। বরং এমন দিলে ভালো হত, 'আপনার তোলা নট-সো-বাজে ছবি'। কিন্তু দমু মনে হয় টইটা খোলার সময় এমনটাই মিন করেছিলেন।

    সেই কথা মনে রেখে, এবং আর্য্যর বায়না মেটাতে -- http://picasaweb.google.com/pothique/EdikSedik

  • dri | 71.154.211.219 | ০৫ এপ্রিল ২০০৮ ১১:০৮398599
  • ছবিতে ক্যাপশান ব্যাপারটা অনেকটা সিনেমায় সাবটাইট্‌লের মত। একদিকে ফটোটা কোয়ালিফাই করে ঠিকই, কিন্তু আবার বড্ড ইনট্রুড করে। একবার ক্যাপশানসুদ্ধু দেখুন, তারপর ক্যাপশান অফ করে দিয়ে দেখুন।
  • nyara | 64.105.168.210 | ০৫ এপ্রিল ২০০৮ ১২:১৪398600
  • দ্রি, ছবি ভাল হয়েছে। কয়েকটা তো খুবই ভাল। পাকা হাতের কাজ। একটা নিটপিক আছে, তবে সেটা আপনার ক্যালিবারের ছবি-তুলিয়ে বলেই করা। কয়েকটা ছবির সাবজেক্টের পজিশনিং আর একটু অ্যাসিমেট্রিক আর অফ-সেন্টার হলে আমার বেশি ভাল লাগত। যেমন ধরুন হামিংবার্ডের ছবিটা। ওর যা কম্পোজিশন, আলোর কাজ, ডেপথ অফ ফিল্ড - একেবারে লা জবাব। খালি যদি চাঁদমারিটা একটু কান্নিক মেরে দিতেন ... ক্যাপশান ছড়াই ছবিগুলো ভাল যাচ্ছে, স্রেফ জায়গার নামেই আমার চলে যাবে।
  • lcm | 71.132.133.160 | ০৫ এপ্রিল ২০০৮ ১২:১৯398601
  • দ্রি-র তোলা ছবির কথা শুধু শুনেছি, দেখিনি আগে।
    ডিজিট্যাল ক্যামেরা বা সহজলভ্য প্রযুক্তির যুগেও কিছু ছবি কিন্তু রিমার্কেবলি আউটস্ট্যান্ডিং হয়ে ওঠার ক্ষমতা রাখে - হামিংবার্ড, লস্ট ইন দ্য সি অফ ইওলো... এই ছবিগুলো দেখে এরকমই মনে হয়।
    আরো ছবি থাকলে, প্লিজ আপলোড কোরো।

  • Blank | 59.93.195.114 | ০৫ এপ্রিল ২০০৮ ২২:২৬398602
  • দ্রি, আমার ছায়া গুলো বড্ড ভাল লেগেছে। আর হামিং বার্ডের ডেপথ অফ ফিল্ড অসাধারন।
  • arjo | 24.214.28.245 | ০৬ এপ্রিল ২০০৮ ০৭:৩৫398603
  • দ্রি অসাধারণ হয়েছে ছবিগুলো। হামিংবার্ড আর সানসেট বিশেষ ভালো লাগল।
  • Paramita | 63.82.71.141 | ০৭ এপ্রিল ২০০৮ ২৩:৪৯398604
  • দারুণ ছবি।
  • Ishan | 12.240.14.60 | ০৮ এপ্রিল ২০০৮ ০০:৩০398605
  • অন্য সমস্ত বিজনেস প্রোপোসাল ক্যানসেল। এবার গি্‌র্‌টংস কার্ডের বিজনেস খুলব। আর পিকচার পোস্টকার্ডের। দ্রি হবেন স্টার ফোটোগ্রাফার। :)
  • dri | 129.46.154.111 | ০৮ এপ্রিল ২০০৮ ০১:৪২398606
  • দেখলেন? আপনারা দেখলেন? ঈশেন কেমন চান্স পেয়েই প্যাঁক দিয়ে দিল?

    আরে সে তো আমিও জানি। ঝর্ণা, ফুল আর পাখি মানেই গ্রিটিং কার্ড। আর গরু, মোষ, আর চাষী মানেই ফোটো কম্পিটিশান। ফুলের বাগানে শিশু মানে পিকচার পোস্টকার্ড, আর কামানের সারির সামনে শিশু মানে অ্যাওয়ার্ড উইনিং জার্নালিজ্‌ম।

    আমার বাপু কামানে বড় ভয়। তবে ফোটোজেনিক গরু পেলে ছবি তুলে দেখিয়ে দিতে পারি।
  • bozo | 128.111.119.191 | ০৮ এপ্রিল ২০০৮ ০৫:৫৭398612
  • আমার ক্লাস মেট। এর ছবি গুলো আমার খুব ভালো লাগে। যত্ন করে তোলে। ছবির জন্য খাটে।

    http://www.aviro.net/
  • Arijit | 62.30.152.215 | ২১ এপ্রিল ২০০৮ ১৮:৪৮398614
  • ভেনিস আর ফ্লোরেন্স - বেড়ানোর ছবি - http://picasaweb.google.com/arijit72/VeniceAndFlorence2008

    (এই টইয়ে ভালো ভালো ছবির লিংক আছে - তার মধ্যে এগুলো মানায় না। বেড়ানোর ছবির আরেকটা টই খুললে হয় না?)
  • d | 61.17.194.136 | ০২ মে ২০০৮ ১১:৩৬398617
  • উফ! ফোটোগ্রাফ একটাই শব্দ। "ফটো' আর "গ্রাফ' এর মধ্যে কোন ব্ল্যাংক নেইইইই।
  • d | 61.17.194.136 | ০২ মে ২০০৮ ১৪:৩০398619
  • অজ্জিত আমাদের বিলিতি দাম দেখাচ্ছে। অজ্জিতের এই বিলিতি দাম দেখিয়ে ডিস্ক্রিমিনেশানের তীব্র পোতিবাদ কল্লাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন