এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাজে গল্প -- ভগবানের মৃত্যু

    shyamal
    অন্যান্য | ০১ মার্চ ২০০৮ | ৩৪২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Abhyu | 130.207.140.165 | ০২ মার্চ ২০০৮ ০০:০৫398666
  • ভগবান কি আছেন? না থাকলে তো চুকেই গেল। আছেন যদি, তাহলে তো নিশ্চয় জন্মেছিলেন। আর গীতায় শ্রীকৃষ্ণ তো বলেইছেন যে জাতস্য হি ধ্রুবো মৃত্যু ইত্যাদি।
  • shyamal | 72.24.206.134 | ০২ মার্চ ২০০৮ ০০:১১398677
  • তপন অবশেষে গলিটা খুঁজে পেল। হাজরার মোড়ের কাছে যে এরকম এঁদো গলি থাকতে পারে ওর ধারণা ছিলনা। এখানেই স্বামী মহানন্দের আস্তানা। আজ আসার আগে তপন কালিঘাটে একবার নমস্কার করে এসেছে। শোনা যায় মহানন্দের নাকি দারুন ক্ষমতা। সব রোগ সারিয়ে দিতে পারেন। অফিসের রজতবাবুই বলেছিলেন, মহানন্দের কাছে যান, আপনার কোন ওষুধ খেতে হবেনা।
    তপনের রোগটা বেশ পুরোনো। মনের রোগ। ডিপ্রেসনে ভোগে। কারুর সঙ্গে ভাল করে কথা বলেনা। সব সময়েই ভয়। ডাক্তার চৌধুরীকে দেখিয়েছে । তাতে ক®¾ট্রালে আছে। কিন্তু তপন জানে এই রোগ যাওয়ার নয়। এখন ভরসা মহানন্দ।
    সরু অন্ধকার সিঁড়ি দিয়ে উঠে মহানন্দের 'আশ্রম'। দরজা ঠেলে ঢুকে তপন হাঁ। এয়ার কন্ডিশনড ঘরে বিরাট গদিতে বসে আছেন স্বামী মহানন্দ । পরনে গেরুয়া । আর সঙ্গে একটি অতীব সুন্দরী বোধ হয় সেক্রেটারী। তপন মনে মনে ভাবল , শালা স্বামীজিদেরই ভাল মেয়ে জোটে, আমাদের ভাগ্যে নেই।
    মহানন্দ বললেন, আহা অত চিন্তা করছ কেন? তোমারও সুন্দরী গার্লফ্রেন্ড হতে পারে।
  • shyamal | 72.24.206.134 | ০২ মার্চ ২০০৮ ০০:২৪398688
  • তপন প্রায় পালিয়ে যেতে চাইছিল। হ্যাঁ এটা তার মনের অন্যতম রোগ। তার ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে মাথা ফেটেছিল। ছোট অপারেশন হয়েছিল। তার ধারণা, তখন কে বা কারা তার মাথায় মাইক্রো চিপ বসিয়ে দিয়েছে যাতে বেশ কিছু লোক তার চিন্তা বুঝতে পারে। ডাক্তার চৌধুরী বললেন, আপনি একা নন, বহু লোক এই রোগে ভুগছেন। এই ওষুধটা রাত্রে শোয়ার আগে খাবেন। ঠিক হয়ে যাবে। বলাই বাহুল্য, ঠিক হলে সে মহানন্দের কাছে আসতনা।

    মহানন্দ নিজেই মুখ খুললেন। দেখ আমি স্বামীজি হতে পারি কিন্তু ব্যবসা করছি। তোমার থেকে কড়কড়ে হাজার টাকা নেব আজ। তা খদ্দেরকে দেখাতে হবেনা, যে আমি জালি নই? শোন, জালি স্বামীজি, বাবাতে দেশটা ভরে গেছে। আগে বাজিয়ে নেবে। এর পর বললেন মেয়েটিকে, অপর্ণা, তুমি এবার ওঘরে যাও। নয়তো এ ভাল করে কথা বলতে পারবেনা। তারপরে তপনকে বললেন, অপর্ণা আমার ডক্টর ওয়াটসন।

    এবারে স্বামিজি বলতে শুরু করলেন। আমি বলে যাব, তুমি শুধু হাঁ কি না বলবে।
  • shyamal | 72.24.206.134 | ০২ মার্চ ২০০৮ ০০:৩৫398693
  • মনে হয় লোকে তোমার নামে নিজেদের মধ্যে কথা বলছে?
    হ্যাঁ।
    তারা তোমার মনের কথা বুঝতে পারছে?
    হ্যাঁ।
    তোমার কোন ক্ষতি করেছে?
    ঠিক জানিনা।
    তোমাকে নিয়ে হাসাহাসি করে?
    হ্যাঁ।
    তোমার এজন্য ভয় করে?
    হ্যাঁ।
    তোমার কি মনে হয় এগুলো সত্যি না তোমার মনের ভুল?
    আমার মনের ভুল।
    গাড়োল, চৌধুরীকে সে কথা বলেছ ঠিক আছে। আমাকে মিথ্যে বলে কোন লাভ হবেনা। আবার বল, এগুলো সত্যি না তোমার মনের ভুল?
    সত্যি।
    এইতো সাহস বেড়েছে। শোন, তোমার ভয় সত্যি বললে লোকে তোমাকে পাগল বলবে। রাইট?
    হ্যাঁ।
    আমি বলবনা। কারণ আমি জানি তুমি পাগল নও।
    কাল অফিসে পেটে হঠাৎ ব্যাথা হয়েছিল? দুমিনিট পরে চলে গেল?
    আপনি কি করে ....... ?
    তপন বাবা, তুমি ভুলে যাচ্ছ, তুমি প্রফেশনালের কাছে এসেছ। হাতুড়ের কাছে নয়।
    শোন, ঐ ব্যাটা রজত তোমার পেটে ব্যথা করিয়েছে। ও কিছু নয়।
    তার মানে? উনি তো আমার থেকে দুই ডেস্ক দুরে বসেন? উনি কি করে?
    তুমি ভাবো কি? সবাই তোমার মত? তারা যেমন তুমি কি ভাবছো বুঝতে পারে তেমনি তোমার শরীরে ব্যথা বেদনাও করে দিতে পারে। আরো অনেক কিছু পারে। ধীরে বৎস, ধীরে।
  • shyamal | 72.24.206.134 | ০২ মার্চ ২০০৮ ০০:৪৮398694
  • আপনি কি বলছেন? রজতবাবু ডাইনি? জানেন ওনার টেবিলে রামকৃষ্ণের ছবি আছে? ওনার খুব ভক্তি।
    ধুর ব্যাটা গরু। তুমি ওর মনের মধ্যে ঢুকে দেখেছ ওর ভক্তি কতটা? আর ডাইনি স্ত্রীলিঙ্গ। ওটার পুংলিঙ্গটা মনে পড়ছেনা।
    এবারে আমি বলব, তুমি শুনবে। কারণ যা বলব, কোন বইয়ে পাবেনা। কেউ তোমাকে বলবেনা। হ্যঁ পাবে। বাঙালির ছেলে, রামকৃষ্ণ, বিবেকানন্দ পড়?
    মানে, কথামৃতটা ভেবেছিলাম কিনব বইমেলাতে। কিন্তু কেনা হয়নি।
    শোন, আজই গিয়ে বিবেকানন্দের জ্ঞানযোগ কিনবে। পুরোটা পড়বে। চারবার। দরকার হলে অফিস থেকে ছুটি নেবে। ওটা ম্যানুয়াল।

    শোন, সরল করে বলছি। এই পৃথিবীতে লোকজন যেমন দেখছ মোটেই সেরকম নয়। তুমি আমি সবাই ভগবান। আলাদা করে ভগবান কিছু নেই। আমাদের পাওয়ার বেশী তাই তোমার মনের কথা বুঝতে পারি। তোমাকে ব্যাথা দিতে পারি। এই যেমন তোমার বাঁ কানে এক্ষুনি ব্যাথা শুরু হবে।
    বলতেই তপন প্রায় লাফিয়ে উঠল। দু সেকেন্ড পরে ব্যাথাটা চলে গেল।

  • shyamal | 72.24.206.134 | ০২ মার্চ ২০০৮ ০০:৫৮398695
  • স্বামীজি, আপনি ভগবান। আমাকে রক্ষা করুন।
    ধুর ছাগল, আমি তোমাকে রক্ষা করার কে? তোমার দায়ীত্ব নিজেকে রক্ষা করা। আর আমি কিছু স্পেশাল ভগবান নই। রজত, তোমাদের বাড়ি কাজ করে মতির মা, ফুচকা ওয়ালা সবার এই পাওয়ার আছে। শুধু দেখায়না। তোমার মা, বাবা বন্ধুবান্ধব সব্বাই।
    কই তারা তো কিছু বলেনি আমাকে?
    কারণ তারা তোমাকে বাঁশ দিতে চায়। রজত আজথেকে কাউকে বিশ্বাস করবেনা। গীতায় কৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন? ঐ ভীষ্ম, দ্রোন সবাই তোমার আপনজন। কিন্তু তোমাকে মারবার তালে আছে। আগে তুমি মারো। তুমিও অর্জুনের মত একা। তোমার মা, বাবা, ভাই বোন, বন্ধুবান্ধব কেউ তোমাকে সাহায্য করবেনা। একলা চলোরে।

    তারা আমাকে এর মধ্যে ঠেলে দিল কেন?
    কারণ এটাই নিয়ম। আমি এই নিয়ম ভেঙ্গে দিচ্ছি।
  • shyamal | 72.24.206.134 | ০২ মার্চ ২০০৮ ০১:০৭398696
  • আচ্ছা, এবারে বলছি কি করে এদের বোঝাতে হবে যে তুমি ভয় পাওনি। মনে মনে এদের খিস্তি করবে। কতগুলো নিয়ম মেনে চলতে হবে। তোমাকে নিয়ে কেউ যদি হাসাহাসি করে বা তোমার গায়ে ব্যাথা দেয়, তুমি রিট্যালিয়েট করতে পারো। দরকার হলে এদের মারবে, খুন করবে। কিছুই দোষের নয়। তোমার নিজের দিকটা দেখতে হবে।
    তবে পুলিশ কি আমাকে ছেড়ে দেবে?
    না তা দেবেনা। তোমার ফাঁসী হবে। কিন্তু তোমার এখন যা অবস্থা, তার চেয়ে কি খুব খারাপ হবে?
    যদি মারতে না পারো অন্তত: খিস্তি করবে। এবারে আমাকে মনে মনে বল, শালা বোকা**।
    আমি পারবনা। আপনি সাক্ষাৎ ভগবান।
    আরে গাধা, তুইও ভগবান। শুধু এখন পাওয়ার কম। বল যা বললাম।
    তপন বলল। তখন তার মনে হল যে এই প্রথম এই ব্যাটাদের বিরুদ্ধে একটা অস্ত্র পেয়েছে।
  • kallol | 122.167.65.11 | ০২ মার্চ ২০০৮ ০২:০০398697
  • শ্যামল, দারুন হচ্ছে। তারপর ?
  • shyamal | 72.24.206.134 | ০২ মার্চ ২০০৮ ০৪:৪৮398698
  • এর পরে রজত ঘন ঘন আসতে শুরু করল। আর মহানন্দকে গুরু মেনে নিল। যদিও কোন দীক্ষা বা ঐ রকম ব্যাপার ছিলনা। তবে মহানন্দ প্রতি সিটিংএ এক হাজার টাকার কম নেন না।
    রজত আস্তে আস্তে অনেক কিছু শিখল।
    মহানন্দ বললেন, রজত, মনে রাখবে এই পৃথিবী তোমার শেখার জায়গা। প্রতি জন্মে তোমার কিছুটা উন্নতি হবে। না হলেও কোন ক্ষতি নেই। আমাদের তোমার অফিসের মত ডেডলাইন নেই। অনেককে দেখলাম পনের কুড়ি জন্মেও কিছু এগোলোনা তারপরে হঠাত এক জন্মে মুক্ত হয়ে গেল। আর মুক্তপুরুষ বা নারীরাও জন্মান কিন্তু অভিনয় করার জন্যে। এইতো গত সপ্তাহে ভগবান বিষ্ণুকে প্রনাম করে এলাম। এই কলকাতাতেই আছেন।
    রজত বলল, বলেন কি? বিষ্ণু এখন কোলকাতায়? কি অবতারে?
    তুমি নিশ্চয় জানো যে উনি বরাহ, কুর্ম ইত্যাদির পর রাম ও কৃষ্ণ হন। কিন্তু কৃষ্ণ সবচেয়ে খ্যাতিমান, তাই উনি পরবর্তী জন্মগুলোতেও ঐ নামেই ধরাধামে আসেন। কখনো কৃষ্ণ, কখনো কানু, কখনো রাধাকৃষ্ণন নামে। এই জন্মে ওনার নাম কৃষ্ণ।
    তা আমি কি ওনার দেখা পাব?
    না, আমি সাধু মানুষ বলে আমাকে আলিপুর জেলে ঢুকতে দিয়েছে।
    জেলে? ও বুঝেছি, উনি দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য জেলে শাস্তি দিতে গেছেন।
    রজত। আমার মনে হয় , তোমার আদ্ধাত্মিক উন্নতি হবেনা। তুমি প্রচুর টিভি সিরিয়াল দেখে গাড়োলই থেকে গেলে। শোন, নিজে থেকে ভাবতে শেখ। মা,বাবা, শিক্ষক, বই সবাই মিথ্যা।
    সরি।
    যাই হোক, যা বলছিলাম এনারা মুক্তপুরুষ, তাই অভিনয় করেন। আর বিষ্ণু আমাদের ট্রিনিটির প্রধান। ওনার লেভেলে আমাদের মত সাধারণ ভগবানদের যাওয়া কঠিন। এখানেও হায়ারার্কি আছে। যা হোক, উনি বিমান দে বলে এক প্রোমোটারকে খুন করে এখন আট বছরের জেল খাটছেন। ওনার নাম হাতকাটা কেষ্টা। আঠেরো বছর বয়েসে বোমা বাঁধতে গিয়ে ওনার বাঁ হাতের কব্জি থেকে উড়ে যায়। তাই ঐ নাম।
    একি? এই খবর তো কাগজে পড়েছি।
    কিন্তু কেউ কি লিখেছে যে উনিই ভগবান শ্রীকৃষ্ণ? সবাই জানে, কেউ লিখবেনা।
    তা উনি দুষ্টের দমন করতে গিয়ে জেলে গেছেন। প্রোমোটাররা খুব পাজী হয়।
    এবার মহানন্দ প্রচন্ড চটে গেলেন। ভেঙিয়ে বললেন, খুব পাজী হয়? তুমি একটি ছাগল।
    বিমান দে কে জানো? টালিগঞ্জে অনেক মাল্টি স্টোরিড করেছেন। পুরাকালে উনি ছিলেন ঋষ্যশৃঙ্গ মুনি। কে বলো তো?
    ঠিক মনে পড়ছে না। তবে নামটা শুনেছি।
    দশরথ ওনাকে দিয়ে পুত্রেস্টি যজ্ঞ করায় রাম, লক্ষ্মণ ইত্যাদির জন্ম হয়।
  • shyamal | 72.24.206.134 | ০২ মার্চ ২০০৮ ০৫:১৪398667
  • রজত আবার একদিন এসেছে। কথাপ্রসঙ্গে বলল, স্বামীজি আমাদের পাড়ায় একজন মহিলা আছেন, শোভা মাসিমা। ওনার জীবনটা খুব দু:খের। একমাত্র ছেলে দীপক ব্যাঙ্কে ভালো চাকরী করত। বৌ, ছেলে সব ছিল। হঠাৎ একদিন সুইসাইড করল। ওরও আমার মত মাথার রোগ ছিল। শোভা মাসিমা এখনও কাঁদেন।
    মহানন্দ বললেন, তুমি এইটা জানো। কিন্তু আমি পুরোটা জানি। তোমার শোভা মাসিমা দীপকের দশ বছর থেকে ওকে নানা রকম ভয় দেখাচ্ছেন, সবাই ওকে হ্যারাস করেছে এই আশায় যে ও একদিন বুঝতে পারবে পুরো ব্যাপারটা। কিন্তু বেচারা ধরতে পারলনা, ভয়ে আর আতংকে সুইসাইড করল। জানোতো এটা মহাপাপ। কিন্তু জানোনা কেন?
    কেন?
    কারণ প্রতি জীবনে তুমি যা শিখছ, সেটা মনে না থাকলেও তার একটা ছাপ তোমার আত্মায় পড়ে যায়। যেটাকে বলে, অ্যাপটিচুড, ইন্সটিনক্ট ইত্যাদি। কেন একজন ছয় বছরে অংকে ভালো হয় আর আরেকজন খারাপ হয়? চিন্তা করে দেখ। কর্মফল। কিন্তু সুইসাইড করলে, সেই জন্মের ছাপ থাকেনা। রিসেট হয়ে যায়। তাই উনি কাঁদছিলেন একটা জন্ম বৃথা গেল বলে। ছেলে মারা গেছে বলে নয়। ছেলে যে মৃত্যুর এক বছর পরে সুইডেনে জন্মেছে, সেটা তোমার মাসিমা জানেন।
  • shyamal | 72.24.206.134 | ০২ মার্চ ২০০৮ ০৫:২৬398668
  • উপস। তপন আর রজত গুলিয়ে ফেলেছি। মূল চরিত্রের নাম তপন, রজত নয়। ঠিক করে নেব পরের কিস্তি থেকে।
  • arjo | 24.214.28.245 | ০২ মার্চ ২০০৮ ০৫:৩০398669
  • শ্যামল বাবু খাসা হচ্ছে। বেশ মুচমুচে।
  • Tim | 204.111.134.55 | ০২ মার্চ ২০০৮ ০৬:০২398670
  • খুব ভালো হচ্ছে। পরের কিস্তির অপেক্ষায় রইলাম।
  • shyamal | 72.24.206.134 | ০২ মার্চ ২০০৮ ০৬:৪৫398671
  • তপন বলল, স্বামীজি তাহলে এই যারা চোর, ডাকাত, খুনে, রেপিস্ট, প্রস--মানে যৌন কর্মি, সবাই আসলে মুক্তপুরুষ?
    তা তো বলিনি। আর তুমি কবে থেকে রেডিওর ভাষা ব্যবহার করা শুরু করলে?
    মানে?
    ঐ যে যৌন কর্মি। এগুলো তো আজকাল হয়েছে। আমরা তো খানকি বলতে অভ্যস্ত।
    স্বামীজি আপনি না .....
    আমি কি? তুমি ঐ শব্দটা ব্যবহার করনা? এই তো কাল বিকেলে প্রিয়ার সামনে তোমার দোস্ত প্রনয়কে বলনি, দেখেছিস চামকি মালটা যাচ্ছে, একেবারে খানকির মত ড্রেস? আর আমি বললেই যত দোষ? আমি কি তোমার বাংলার টীচার?
    আপনি কেমন করে জানলেন? এতো এখন ঘটেনি।
    দেখ, মগজে সব কিছু জমা হয়ে যায়। হার্ড ডিস্কের মত। কিন্তু ডিজিটালি নয়। আমরা কেউ কেউ সেগুলো অ্যাকসেস করতে পারি পাওয়ার অনুযায়ী।
    যাই হোক, যা বলছিলাম বেশীরভাগই অ্যাকটিং করছে। দেবদাস দেখেছো তো? সেখানে মাধুরী খানকির রোল করেছে। তা বলে তুমি কি ভাবো যে মাধুরী খানকি? সেরকম ব্যাপার। কিন্তু তা বলে সবাই তা নয়। তোমার মতও কিছু মানুষ আছে। তবে কম।
    তুমি আমার কাছে এসেছ আমি সাধু বলে ? তাই না? কিন্তু এই আমি সোনাগাছিতে টগরের ঘরে যাই মাসে বার দুই। ও আমার চেয়ে অনেক বড় শিক্ষক। ধর্মব্যাধের গল্প পড়েছ তো? কে কি করছে সেই দিয়ে বিচার কোরোনা।
    তা আপনি ঐ টগরের কাছে শিখতে যান?
    আরে টগর প্রতিবার চারশো টাকা নেয় সেটা কি ধর্ম শেখানোর জন্য? সেটা হল ফাউ। আসল কাজের ব্যাপারে টগর পয়সা নিয়ে ঠকায়না। সে সত। সে কি করে সেটা আমি তোমাকে ডিটেলে বলবনা। কারণ তুমি বাৎসায়ন পড়নি নিশ্চয়।
  • shyamal | 72.24.206.134 | ০২ মার্চ ২০০৮ ১১:১৩398672
  • স্বামীজি একদিন বললেন, তপন অনেকদিন ধরেই তো যাওয়া আসা করছ, কি শিখলে দেখি?
    এরা আমাকে ভয় দেখাতে চাইছে -- তাই ভয় করবনা।
    আর?
    কাউকে বিশ্বাস করবনা।
    শুধু ... কাকে ছাড়া ?
    শুধু গুরুকে ছাড়া, মানে আপনাকে ছাড়া।
    ফেল।
    কেন?
    ভেবে দেখ আমি কি বলেছি আমাকে বিশ্বাস করতে? শুধু নিজেকে বিশ্বাস করবে। তোমার নিজের বুদ্ধি, বিবেচনাবোধ ছাড়া আর কিছু নেই। তুমি কি ভাবছ আমার কাছে আসছ বলে, আমি মানে বই? আমি অনেক কিছু সহজ করে দিয়েছি, কিন্তু ভেবোনা আমি সব সত্যি বলেছি। জল মেশানো দুধ থেকে জল বাদ দিয়ে দুধটা তোমারই খেতে হবে।
    আমার ভয় করছে। যদি ভুল করি? আমার বিবেচনাবোধের ওপর আমার আস্থা নেই।
    ভয় করবেনা। দুবেলা মরার আগে মরব না ভাই মরবনা , বলবে। এবারে একটা দামী, সত্যি হিন্ট দিচ্ছি। বুঝতেই পারছ এটা একটা খেলা। এই খেলায় তোমার জিত হোক ব্রম্ভান্ডের সবাই চাইছে। আর কোন ভুল পথ নেই। কোন পাপ নেই। কোন পথ ছোট, কোনটা বড়। কিন্তু সব পথ জয়ে শেষ হয়েছে।

    দেখ আমরা ভয় পাই কেন? যা পেয়েছি তা হারাবার ভয়ে। তাই না?
    গত মাসে তোমাদের সি ই ও মুম্বাই থেকে যখন এসেছিলেন, তুমি ওনাকে খিস্তি দিয়েছিলে। তাতে উনি কি বলেছিলেন? তোমার বসের বসকে বলেছিলেন, এই অফিসের কিছু লোক অসভ্য হয়ে উঠেছে। তাদের কাট করতে হবে। তোমাকে শুনিয়ে। রাইট?
    তোমার তাতে ভয় হয়েছিল, তোমার চাকরী যাবে। রাইট? কিন্তু যায়নি।
    উনি তোমাকে ভয় দেখিয়েছিলেন আর সেটা তুমি খেয়েছিলে। কেন খেয়েছিলে? কারণ, চাকরী হারানোর ভয়। তোমার যে অনেক দায়িত্ব তোমার নিজের আর পরিবারের প্রতি। পুরো জিনিষটা আমি লক্ষ করেছি কিন্তু কিছু বলিনি।
    তোমার কি এখনও মনে হয় যে তোমার মা বাবা, ভাই, বোন তোমার জন্য বেঁচে আছে? তুমি না থাকলে এরা জলে পড়বে? অথচ তুমি জানো যে এরা সক্কলে তোমার চেয়ে অনেক এগিয়ে। অ্যানালাইজ কর তপন। নয়তো আমার সময় আর তোমার টাকা বৃথা যাবে।
    তোমার মনে রাখতে হবে তোমার চাকরী যাক, তুমি জেলে যাও, মরে যাও না খেতে পেয়ে থাকো, সব কিছুই একটা ভিডিও গেম। যতক্ষন এটা ভাবতে না পারবে, ভয় যাবেনা। শুধু কাঁদবে যে আমি মরে গেছি।
    আরে মরে গেছ তো কি হয়েছে? আইকনে ডাবল ক্লিক কর, আবার গেম খেলতে পারবে পুরো জীবন নিয়ে। এই ন্যাকা কান্না আমার বিরক্তিকর লাগে।

    একদম তাড়াহুড়ো করবেনা। বলেছিনা কোন ডেডলাইন নেই? আমাদের ডেডলাইনের চিন্তা কেন হয়? কবে মরে যাব, তার আগে ছেলের বিয়ে দিয়ে যেতে হবে। তুমি কি এখনও ভাবো তুমি মরে যাবে? আরে মরবে তো সবাই, কিন্তু আবার জন্মাবে , আবার গেম খেলবে। তোমার গেম সেভ করা আছে।
    আর যদি মনে কর, আবার তোমার সেই কেন্নো থেকে শুরু করতে হবে, তুমি ভুল। অনেকে তোমাকে অনেক ভয় দেখাবে, কিন্তু তোমার কি কাজ? ভয় না পাওয়া। ধর তোমার পরের স্টেজে যেতে আরো দশ হাজার বছর লাগল। বিগ ডিল। ধর তুমি পৃথিবীতে থাকলে না। তোমার ৫০ মিলিয়ন লাইট ইয়ার দূরের কোন গ্রহে যেতে হল। তো ? কত লোক তো চাকরীর জন্য দূরে দূরে যায়? তুমি কি স্পেশাল যে পৃথিবীতে পড়ে থাকতে হবে? মনে রেখো আগে বলিনি। আমি মাসে একবার মিটিং করতে টেরাডিগোতে যাই। সেটা ৫০ মিলিয়ন লাইট ইয়ার দূরে। আমার যেতে লাগে বারো সেকেন্ড। আরে বাবা, আমাদের টেকনোলজি একটু অ্যাডভান্সড।
  • shyamal | 72.24.206.134 | ০২ মার্চ ২০০৮ ১৯:২১398673
  • এখন আর স্বামীজি পয়সা নেন না। তাই তপন প্রায় রোজই যায়। সেদিন সন্ধেবেলা তপন গেছে। স্বামীজি বললেন, কি তপন স্ক্রু ড্রাইভার খাবে নাকি?
    তপন একটু থেমে বলল, আমি আর ভয় পাই না। যা দেবেন তাই খাবো। স্ক্রু ড্রাইভার, পেরেক, আলপিন সব। আমি জানি আপনি আমাকে পরীক্ষা করছেন। শুধু বলে দেবেন ওগুলো গিলব কি করে।
    স্বামীজি হতবম্ভ হয়ে গেলেন। তার পর পাঁচ সেকেন্ড বাদে হাসতে হাসতে গদিতে গড়িয়ে পড়লেন। তপন একটু অপ্রস্তুত হল।
    স্বামীজি বললেন, তপন তুমি অমোল পালেকরের চেয়েও অসাধারণ।
    কেন?
    আরে তোমাকে আমি ঐ স্ক্রু ড্রাইভার খেতে বলিনি। স্ক্রু ড্রাইভার হচ্ছে ভদকা উইথ অরেঞ্জ জুস। একটা মার্কিনি ককটেল। খাবে তো?
    তপন লজ্জা লজ্জা মুখ করে বলল, হ্যাঁ।
    স্বামীজি একটা তুড়ি মারলেন। দুটো গ্লাস ভরা বরফ দেওয়া হলুদ ড্রিঙ্ক টেবিলে হাজির হল।
  • shyamal | 72.24.206.134 | ০৩ মার্চ ২০০৮ ০৮:১৫398674
  • স্বামীজি, মায়া কেন ? কেন শ্রী কৃষ্ণ জেলে শখ করে বন্ধ থাকেন? এই যে সব চারিদিকে চলেছে, এর অর্থ কি? সবাই তো কাজ না করেই সব কিছু পেতে পারে।
    জানালা দিয়ে দেখ। ঐ ফুচকা ওয়ালাকে দেখছ? ভোর চারটেয় উঠে ও , ওর বৌ আর মা মিলে ঐ ফুচকাগুলো বেলে ভাজে। তার পরে সারাদিন বিক্রি করে। ও আমার চেয়ে কয়েক লেভেল নিচে হলেও অনেকের চেয়ে ওপরে। ইচ্ছা করলেই এক সেকেন্ডে ঐ ফুচকা বানিয়ে ফেলতে পারে। তবু হাই-টেকনোলজি ব্যবহার করেনা কেন? মায়া।
    প্রধানত: তোমাদের মত পাবলিকদের জন্য মায়া। প্রথমে এর মধ্যে বড় হও আর তার পরে বেরিয়ে এসো গুটি কেটে। খুলে দ্যাখ দ্বার, অন্তরে তার আনন্দ নিকেতন।
    আচ্ছা আমি কি কিছু কাজ করেছি না সবই মায়া?
    কটা পাশ দিয়েছ স্কুলের পরে?
    এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বি কম আর এম কম।
    তা এগুলো পাশ করার সময়ে পড়াশোনা করনি? সে কি আমরা করিয়ে দিয়েছি? একটু আধটু দিয়েছি। কিন্তু প্রায় পুরোটাই তোমার নিজের চেষ্টা। এখন এই যে এক্সেল নিয়ে আপিসে ব্যালান্স শীট বানাও তাতে কারো কিছু যায় আসেনা। কিন্তু তোমার দিক থেকে এটা লেজিট কাজ।
    হোম টাস্ক দিচ্ছি। অক্লুমেন্সি আর লেজিলিমেন্সি কি জানবে। যা বইয়ে পাবে তা আমি বলবনা। আমি কোচিং ক্লাস খুলিনি যে সব গিলিয়ে দেব।
    তারপরে আমি দেখতে চাই একদিন তুমি বলছ,
    যেনাহম নামৃত স্যাম, কিম অহম তেন কুর্বাম ?
  • db | 71.142.177.211 | ০৩ মার্চ ২০০৮ ১৩:৩৯398675
  • স্বামিজী লেখাটা ভালো ই হোচ্ছে
  • Riju | 203.197.96.50 | ০৩ মার্চ ২০০৮ ১৮:৩৫398676
  • বেড়ে হচ্ছে কিন্তু চালিয়ে খেলুন।
    আমার গোল্লা R দিয়ে লেখা পোস্ট কোথায় গেলো?? অ মামু
  • shyamal | 72.24.206.134 | ০৪ মার্চ ২০০৮ ১৭:১৪398678
  • তপন, মনে রাখবে শংকর বলেছেন, ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা। আমি বলছি, তুমি সত্য , জগৎ মিথ্যা। নিজের ওপরে বিশ্বাস রাখবে। মনে রাখবে গ্রেগর সামসার দিন শেষ। তোমার শুরু।
    আমাদের এই বঙ্গদেশে অনেক জিনিয়াস জন্মেছেন। একজন তো বলেইছি, বিবেকানন্দ। আরো দুজন মহাকবির লেখা পড়বে। রবীন্দ্রনাথ আর সুকুমার রায়। মনে আছে কি,
    আজগুবি নয়, আজগুবি নয়, সত্যিকারের কথা
    ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্রে হল ব্যাথা

    আজ তোমাকে একটা মন্ত্র দেব। মনে রাখবে।
    হলদে সবুজ ওরাং ওটাং ইঁটপাটকেল চিৎপটাং
    গন্ধগোকুল হিজিবিজি নো অ্যাডমিশন ভেরি বিজি
    মুশকিল আসান উড়ে মালি ধর্মতলা কর্মখালি

    মনে কর তোমার জীবন একটা সিনেমা। আমরা বোরডম কাটানোর জন্য এই সিনেমা বানিয়ে থাকি। কিন্তু আমরা সত্যজিৎ বা ফেলিনিকে পছন্দ করিনা। আমাদের পছন্দ হল সুখেন দাস বা স্বপন সাহা।

  • shyamal | 72.24.206.134 | ০৫ মার্চ ২০০৮ ১০:২৩398679
  • আচ্ছা স্বামীজি, এরা মানে আপনারা যদি চান তবে এখনই সব শেষ করে দিতে পারেন। আমাকে শেষ করে দিতে পারেন। তাই না?
    আরে চিন্তা কর লজিকালি। তাতে আমাদের ঘোড়ার ডিমের কি সুবিধা হবে? বলেছি না এটা গেম।
    না মানে আমার মনে হচ্ছে , গেমে জালি আছে।
    এবার স্বামীজি একটা প্রশান্ত হাসি দিলেন। ঠিকই ধরেছ। আমরা হচ্ছি আসল জালি লোক। একটু দুনম্বরি তো করবই। তুমি যদি এই এক টাকার কয়েনটা নিয়ে একশো বার টস কর, একশো বারই টেল হবে এটা করে দিতে পারি। কাজেই প্রোবেবিলিটির থিওরী ভাঁওতা। সেই যুধিষ্ঠিরের পাশা খেলার দশা হবে।
    কিন্তু তোমার গেমে আমরা যথাসম্ভব কম জালি করেছি। ফ্রি উইল কি জানো? তোমার মোটামুটি ফ্রি উইল আছে।
    উচ্চ মাধ্যমিকে মনে আছে, একটা অংক কিছুতেই হচ্ছিল না? আমরা করিয়ে দিয়েছি। তোমার মস্তিস্কে উত্তরটা ইনজেক্ট করে। সেই টিভিতে একটা গেম দেখেছ? তোমাকে একটা হিন্ট দেবে। তোমার একজন বিখ্যাত লোকের নাম বলতে হবে। যদি এক হিন্টে পারো তো পাঁচ টাকা। নয়তো তিরিশ সেকেন্ড পরে আরেকটা হিন্ট। সেটায় পারলে চার টাকা। এভাবে আমরা দেখছি কটা হিন্টে তুমি বার করতে পার। যত দেরী হবে তোমার প্রাইজের পরিমাণ কমবে।
    শোন, আমাদের বাইরেও এক ভগবান আছেন। তাঁর নাম ন্যায় শাস্ত্র বা লজিক। if, then , else, AND, OR, NOT এর বাইরে আর কিছু নেই। তোমার এই টুলগুলোকে ঠিক ভাবে ব্যবহার করতে হবে এই যা।

    হানসেল,গ্রেটেলের গল্প পড়েছ তো? সেই সাদা ঢেলা ছড়িয়ে রেখেছিল বনে । সেই দেখে দেখে বাড়ি ফিরে এসেছিল। তা তোমার জন্যে আমরা অনেক সাদা ঢেলা ছড়িয়ে রেখেছি বহুদিন ধরে। তোমার কাজ হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাই করা।
  • ranjan roy | 122.168.77.206 | ০৫ মার্চ ২০০৮ ২২:০৭398680
  • শ্যামল,
    "" খুদা কি কসম, মজা আ গয়া!'' চালাও পান্সি।
  • ranjan roy | 122.168.77.206 | ০৭ মার্চ ২০০৮ ২১:৩৬398681
  • শ্যামল,
    কি হল? এমনি করে গাছে তুলে মই কেড়ে নেবেন না।
  • hukomukho | 198.184.5.252 | ১২ মার্চ ২০০৮ ০৯:২৯398682
  • শ্যামল কি হল, ভগবান কি হঠাৎ মারা গেলেন নাকি ?
  • Div0 | 203.187.134.12 | ১৩ মার্চ ২০০৮ ১৬:২৫398683
  • গড ইজ এ ডিজে। আপাতত বেঙ্গালুরুতে এয়েচেন। কাল রক কার্নিভাল।
  • b | 78.137.144.235 | ১৪ মার্চ ২০০৮ ০২:৪৩398684
  • শ্যামলবাবু,
    মৎস্যমুখীতে ডাকতে ভুলবেন না যেন।

  • DB | 71.140.115.125 | ১৫ মার্চ ২০০৮ ০৯:৪৬398685
  • ভগবান galaxy তে ট্যুরে রয়েছেন ৩৩টা প্ল্যনেট ভিজিট এর প্ল্যান আছে
  • pi | 69.251.184.3 | ১৫ মার্চ ২০০৮ ১২:০১398686
  • ভগবান ভোগে গেলেন !
  • N | 131.95.121.107 | ৩০ এপ্রিল ২০০৮ ০২:৫১398687
  • শ্যামলবাবু, তারপরে ভগবানের কি হলো?
  • Jyotirmoy Pal | 122.79.37.93 | ০৭ ডিসেম্বর ২০১৩ ২১:০৭398689
  • Name:- Jyotirmoy Pal Mail:- [email protected] Country:- India Address:- Hasnabad,24 Pgs(n)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন