এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গান

  • রামপ্রসাদী

    indo
    গান | ১৯ ডিসেম্বর ২০০৫ | ৩১৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Riju | 71.197.107.131 | ১৯ ডিসেম্বর ২০০৫ ০১:০০401273
  • ভক্তি টক্তি জানিনা - শুনলে শান্তি পাই, বিশেষ করে পান্নালাল বা ধনঞ্জয়ের গলায় - আহা সেই "জেনেছি জেনেছি তারা" বা "রূপ সাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি" মন জুড়িয়ে যায়। গল্প কথা রামপ্রসাদ সেই যুগে সিরাজ কে গানে গানে শুনিয়েছিলেন আমরা এক ই মায়ের দুই সন্তান আর দুর্ভিক্ষের সময় লিখেছিলেন "অন্ন দে মা" জাতীয় গান।ওনার বিদ্যাসুন্দর রচনা আর পাওয়া যায়নি নাহলে প্রেমের রচনায় রামপ্রসাদের কলমের জোর জানা যেত।
  • indo | 195.10.45.200 | ১৯ ডিসেম্বর ২০০৫ ০৭:০০401284
  • আর আগমনী? এবার আমার উমা এলে/ আর উমায় ফিরাবো না.....
  • Riju | 71.197.107.131 | ১৯ ডিসেম্বর ২০০৫ ০৮:০০401295
  • আহা জুড়িয়ে দেয়।
    উমাকে বিদায়ের গানে মেনকার আর্তি ও চমৎকার।
  • m | 24.166.170.155 | ১৯ ডিসেম্বর ২০০৫ ০৯:০০401299
  • এই ঋজু,রূপ সাগরে আবার কবে রামপ্রসাদী হলো?
  • Riju | 71.197.107.131 | ১৯ ডিসেম্বর ২০০৫ ১১:০০401300
  • রূপ সাগরে রামপ্রসাদী নয়? "ডুব দেরে মন কালি বলে /এ মন রূপ সাগরে ডুব দিয়েছে অরূপ রতন আশা করে" এরকম একটা রামপ্রসাদী ছিলো না?কে জানে হয়তো ঘেঁটে ফেলেছি।
  • Somnath | 210.212.137.6 | ১৯ ডিসেম্বর ২০০৫ ১১:৩০401301
  • আরো একটা কৃতিত্ব রামপ্রসাদীর - ছন্দে। রবীন্দ্রনাথ বলেছিলেন, যদি ভবিষ্যতে কোনোদিন স্বাভাবিক কথ্য ভাষার দিকে বাংলা কবিতা ঝোঁকে তো রামপ্রসাদী ছন্দই হবে তার অবলম্বন। ছড়ার রাজ্য ছাড়িয়ে কবিতা আর গানে যে স্বরবৃত্তের এই প্রবল রমরমা আজকের দিনে, তার আদি উদ্‌গাতা রামপ্রসাদ।
  • deepten | 202.122.18.241 | ১৯ ডিসেম্বর ২০০৫ ১৩:২১401303
  • রামপ্রসাদের একটি অপকৃষ্ট রচনা আছে। বিদ্যাসুন্দর কাব্য। বাংলা ভাষায় প্রায় গোটা দশেক বিদ্যাসুন্দর আছে - রামপ্রসাদের টা সবচে' খারাপ। সুকুমার সেন কয়েছেন "গ্রাম্যতা দোষ দুষ্ট'।
    কেনো লিখলেন ঐ রকম ? হয়তো পেটের টানে, কোনো জমিদরের ফরমায়েসী। হয়তো মন ছিলো না, তাও লিখেছেন। ( যেমন আমি আর আরো কয়েকজন চাগরী করি, ধুর)
  • Diptayan | 62.189.154.1 | ১৯ ডিসেম্বর ২০০৫ ১৭:০৬401302
  • ঋজু,

    হালকা ছড়িয়েছিস।'রূপসাগরে ডুব দিয়েছি/অরূপরতন আশা করি...' রবীন্দ্রনাথের গান।
  • Riju | 192.55.52.10 | ২০ ডিসেম্বর ২০০৫ ০০:০৬401304
  • বল্লুম তো ঘেঁটেছি।আসলে মাল খেয়ে টাল হয়ে দুটো গানের এম্যাল্গামেসন করে দিয়েছিলুম :-)
    যাগ্গে ।
    ভেবে দেখ মন কেউ কারো নয়
    মিছেই ভ্রমি ভূমন্ডলে
  • tan | 131.95.121.251 | ২০ ডিসেম্বর ২০০৫ ০০:৪২401274
  • "ডুব ডুব ডুব রূপসাগরে আমার মন,
    তলাতল খুঁজলে পাতাল, পাবি রে সেই কৃষ্ণধন।
    ডুব ডুব ডুব রূপসাগরে..."
    বাই চান্স এটা নয় তো?
  • Tirthankar | 69.180.29.91 | ২০ ডিসেম্বর ২০০৫ ০৭:৩০401275
  • রামপ্রসাদী গানের ব্যাপারে প্রথম যেটা আশ্চর্য লাগে, সেটা হল অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি ভারতচন্দ্রের সমসাময়িক এক কবি প্রায় আজকের বাংলাভাষায় কাব্য এবং গীত রচনা করে গেছেন। বাংলা গানে বা গীতিকবিতায় "ডুব দে রে মন কালী বলে'র মত সোজাসাপটা কথা আসতে তো কমপক্ষে আরও একশো বছর লাগার কথা! দীপ্তেন্দা যদি এ বিষয়ে একটু আলোকপাত করেন তো ভালো হয়।

    রামপ্রসাদের অনেকগুলি শ্যামাসঙ্গীতের সুরই হুবহু এক; "ডুব দে রে মন কালী বলে', "কাজ কি মা সামান্য ধনে', "মন রে কৃষিকাজ জানো না', "এবার কালী তোমায় খাবো' গানগুলির সুর একেবারেই অভিন্ন। এই বিশেষ সুরটির প্রভাব পরবর্তীকালে অনেক বাংলা গানে দেখা গেছে; এমনকি রবীন্দ্রনাথের হাস্যরসাত্মক গানেও (প্রিয়ে তোমার ঢেঁকি হ'লে যেতেম বেঁচে)। আবার বিংশ শতাব্দীতে নব্বইয়ের দশকে কলকাতার কলেজে কলেজে এই সুরে প্রচুর অশ্লীল প্যারডি গানও আমজনতার কাছে এই টিপিক্যাল রামপ্রসাদী সুরের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার সাক্ষী।

    আগমনী গানের সুর আবার একদম অন্যরকম। কিছু কিছু সুর নিয়ে মতবিরোধও আছে, এবং তা থাকাটা স্বাভাবিকও - রামপ্রসাদ নিজে কোন সুরে গাইতেন তা আর আজকের দিনে কে সঠিকভাবে বলতে পারে! বিশেষ একটা গানের কথা বলি, "যাও যাও গিরি আনিতে গৌরী উমা নাকি বড় কেঁদেছে'। এটা আমার জ্যাঠামশাই গাইতেন একরকম সুরে, অনেকটা শ্যামাসঙ্গীতের স্টাইলে; ধনঞ্জয় ভট্টাচার্যের প্রিয় ছাত্র সুপ্রভাত চট্টোপাধ্যায়ের গলায় শুনেছি কাফির ওপর আধারিত একটা সুরে; আবার রামকৃষ্ণ মিশনে শুনেছি সম্পুর্ণ অন্য সুরে।

    তবে রামপ্রসাদের কথা উঠলে কমলাকান্ত সেনকে নিয়েও দু চার কথা লেখা উচিৎ।

  • Tirthankar | 69.180.29.91 | ২০ ডিসেম্বর ২০০৫ ০৭:৩৩401276
  • সরি, কমলাকান্ত ভট্টাচার্যের কথা বলতে চেয়েছিলাম।
  • Diptayan | 62.189.154.1 | ২০ ডিসেম্বর ২০০৫ ১৯:৪৫401277
  • রামপ্রসাদী সুরে রবীন্দ্রনাথের একটা গান আছে।অজয় চক্রবর্তী গেয়েছেন।

    আমি ই শুধু রইনু বাকী।
    যা ছিল তা গেল চলে,রইল যা তা কেবল ফাঁকি।
    আমার বলে ছিল যারা,আর তো তারা দেয় না সাড়া-
    কোথায় তারা,কোথায় তারা,কেঁদে কেঁদে কারে ডাকি।।
    বল্‌ দেখি মা শুধাই তোরে,আমার কিছু রাখলি নে রে,
    আমি কেবল আমায় নিয়ে,কোন্‌ প্রাণেতে বেঁচে থাকি।।
  • r | 202.144.91.204 | ২১ ডিসেম্বর ২০০৫ ১৪:০৩401278
  • গায়ত্রী চক্রবর্ত্তী স্পিভাকের করা রামপ্রসাদের অনুবাদ কেউ পড়েছেন?
  • b | 117.193.37.248 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:২৩401279
  • ডুব ডুব ডুব রূপসাগরে : কুবির-এর গান। কথামৃতে অনেক বার আছে।

    ঋজু বোধ হয় বলতে চেয়েছেন "ডুব দে রে মন কালি বলে/
    হৃদি রত্নাকরের অগাধ জলে' গানটি।

    আরেকটি গান মনে পড়ল: মায়ের মূর্তি গড়াতে চাই/ মনের ভ্রমে মাটি দিয়ে, সেখানে একটি লাইন আছে, আমার অসাধারণ লাগে:
    শুনেছি মা-র তিনটি নয়ন/ চন্দ্র সূর্য্য আর হুতাশন/ কোন কারিগর আছে এমন/ দিবে একটি নিরমিয়ে..
    btw, নৈহাটি থেকে কল্যাণীর দিকে গেলে হালিসহরে গঙ্গার ধারে এখনো রামপ্রসাদের বসতবাটী আছে। ঘুরে আসতে পারেন। বড় শান্ত জায়গা।
  • shyamal | 72.24.207.153 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৮:৩০401280
  • রামপ্রসাদী সুরে রবীন্দ্রনাথের আরেকটি গান আছে :

    শ্যামা, এবার ছেড়ে চলেছি মা
    পাষাণের মেয়ে পাষাণী, না বুঝে মা বলেছি মা

  • I | 59.93.211.86 | ০২ জানুয়ারি ২০১১ ০০:১৯401281
  • "বল দেখি ভাই কি হয় মোলে।
    এই বাদানুবাদ করে সকলে।।
    কেহ বলে ভূত প্রেত হবি, কেহ বলে তুই স্বর্গে যাবি।
    কেহ বলে সালোক্য পাবি, কেহ বলে সাযুজ্য মেলে।।
    বেদের আভাস তু ঘটাকাশ, ঘটের নাশকে মরণ বলে।
    ওরে শূন্যেতে পাপ পুণ্য গণ্য, মান্য করে সব খোয়ালে।।
    এক ঘরেতে বাস করেছি, পঞ্চ জনে মিলে জুলে।
    সে যে সময় হইলে আপনা আপনি, যে যার স্থানে যাবে চলে।।
    প্রসাদ বলে যা ছিলে ভাই, তাই হবি রে নিদান কালে।
    যেমন জলের বিম্ব জলে উদয়, জল হয়ে সে মিশায় জলে।।'

    এ কী কোনো প্রামাণ্য রামপ্রসাদী? গানটি পেলাম "সাধক রামপ্রসাদ-জীবনী ও তাঁর পদাবলী' বইতে (প্রকাশক পাতাবাহার)। এই গানের ভাব কি শাক্ত তান্ত্রিক তত্বের সঙ্গে যায়? বরং খুব বেশী বাউল বাউল শোনায় না? বিশেষ করে ঐ শেষ লাইনটা, আমার কেমন যেন মনে হচ্ছে লালনের কোনো গানে এই লাইনটা(কিংবা প্রায় একইরকম কোনো লাইন )
    শুনেছি।

    কে দিবে উত্তর?

  • achintyarup | 121.241.214.34 | ০২ জানুয়ারি ২০১১ ০০:২৬401282
  • এমন কি তোমার ঐ "ভাবীর কাছে ভাব শিখেছি' শুনেও তো বাউল বাউল লাগল
  • ranjan roy | 122.168.209.235 | ০২ জানুয়ারি ২০১১ ০০:৪৫401283
  • রামপ্রসাদ ও কমলাকান্ত:

    আমার কেমন ধারণা যে আধ্যাত্মিক রহস্যবাদ কমলাকান্তের গানে বেশি, কিন্তু রামপ্রসাদের গান মাটির বেশি কাছাকাছি। তাই প্রসাদী গান বুকে ধাক্কা দেয়, কমলাকান্তের গান চেতনায়।

    যেমন,
    বড় ধূম লেগেছে হৃদকমলে, মজা দেখিছে আমার মন পাগলে।
    হতেছে পাগলের মেলা ক্ষেপাতে ক্ষেপিতে মিলে,
    আবার আনন্দেতে সদানন্দে আনন্দময়ী পড়েছে ঢলে।
    বা,
    বামা কে রে এলোচিকুরে!
    বিহরে আনন্দময়ী শব হৃদি পরে।
    বসন নাহিক গায়, পদ্মগন্ধে অলি ধায়,
    চলে যেতে ঢলে পড়ে আসব ভরে।। (কমলাকান্ত)

    সে তুলনায় রামপ্রসাদের
    "" কালী গো কেন ন্যাংটা ফের?""
    বা
    ""কালীনামের দেও রে বেড়া, ফসলে তছরূপ হবে না,
    সে যে মুক্তকেশীর শক্ত বেড়া তার কাছেতে যম ঘেঁষে না।""
    অনেক বেশি ঘরোয়া।
  • I | 59.93.211.86 | ০২ জানুয়ারি ২০১১ ০০:৫৭401285
  • হুঁ, মাটির কাছাকাছি রামপ্রসাদী। দেখেন তো :

    ১। আমার মনে বাসনা জননী।
    ভাবি ব্রহ্মরন্ধ্রে সহস্রারে, হ ল ক্ষ ব্রহ্মরূপিণী।।
    মূলে পৃথ্বী ব, স, অন্তে চারি পত্রে মায়া ডাকিনী।
    সার্ধ ত্রিবলয়াকারে, শিব ঘেরে কুণ্ডলিনী।
    স্থাধিষ্ঠানে ব,ল, অন্তরে ষড়দলোপর বাসিনী।।....

    ২। আরে ঐ আইল কেরে ঘনবরণী।।
    কে রে নবীনা নগনা লাজ বিরহিতা, ভুবনমোহিতা,
    এ কি অনুচিতা, কুলের কামিনী।
    কুঞ্জরবর গতি আসবে আবেশ, ললিত বসনা গলিত কেশ।
    সুর নরে শঙ্কা করে হেরি বেশ, হুংকার রবে রে দনুজদলনী।।...

    এইরকম আরো বহুত আছে। টাইপাতে ইচ্ছা করছে না বলে। মাটির কাছাকাছি?
  • tatin | 70.177.55.6 | ০২ জানুয়ারি ২০১১ ০৩:২১401286
  • আচ্ছা একজন গীতিকার বা কবি তো সারা জীবন ধরে অনেক রকম পদই লিখবেন, কোনটা মাটির কাছাকাছি হবে আর কোনওটা বা উড়ে যাচ্ছে টাইপের- কবির নিজেরও হয়তো সচেতন ইচ্ছে থাকে টাইপড না হয়ে পড়ার। তবে, কথ্য বাংলায় গান রামপ্রসাদের একটা বড় প্রসাদগুণ নি:সন্দেহে। শ্যামাসঙ্গীতের আরেকজন ইন্টারেস্টিং লোক পাঁচালির দাশু রায়। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, "যিনি বাঙ্গলা ভাষায় সম্যক রূপ ব্যুত্‌পন্ন হইতে বাসনা করেন, তিনি যত্নপূর্বক আদ্যোপান্ত দাশু রায়ের পাঁচালী পাঠ করুন |"
  • ranjan roy | 122.168.6.113 | ০২ জানুয়ারি ২০১১ ১২:০১401287
  • ডাকতার,
    ভালো ঝাড় দিয়েচ, সুইপিং জেনারালাইজেশনের আগে দুবার ভাববো। কিন্তু রামপ্রসাদের বিশাল গানের ভান্ডারের মধ্যে অমন গানের অনুপাতটা আর কমলাকান্তের গোটা গানের মধ্যে অমন মা-মাটি-মানুষ গানের অনুপাত কতটুকু?
    এ: , আমি সত্যি পকাবু হয়ে গেছি। মেটাফরগুলো ও কেমন কেমন!
  • Su | 86.160.52.0 | ২৬ অক্টোবর ২০১১ ১৬:৩৫401288
  • প্লিজ কেউ হেল্পাও , ভবানি দাসের শ্যামা সঙ্গীত শুনতে চাই অনেক অনেক -- একটু লিংক দাও বা গান দাও
  • ranjan roy | 14.97.25.182 | ২৬ অক্টোবর ২০১১ ২৩:০৩401289
  • আমার ছোটবেলায় আকাশবাণীতে আর এক জনের শ্যামাসংগীত ও ভক্তিগীতি খুব শোনা যেত। কিন্তু ওনার এই গানটা আমায় "কম্যুনিস্ট'' করেছে।:)))))
    ভগবান তুমি এখনো কেন যে নীরব রয়েছ তাই,
    তোমার সৃষ্টি, তোমার বিধান, কিছু না মানিতে চাই।
    দুখে-সুখে যারা চিরদিন ধরে করে তব জয়গান,'
    তারা তো পেল না করুণা তোমার, পেল যারা ধনবান।
    একজন শুধু গড়িছে প্রাসাদ,
    অন্যের বুক ভরা অবসাদ,----ইত্যাদি।

    হীরালাল সারখেলের লিংক কেউ দিতে পারবেন?
  • maximin | 59.93.244.63 | ২৭ অক্টোবর ২০১১ ০০:৩০401290
  • 'মন রে কৃষিকাজ জানো না' কার কার গলায় শুনেছেন?
  • ranjan roy | 59.161.27.114 | ২৭ অক্টোবর ২০১১ ১৫:৪৫401291
  • অনেক ছোট বেলায় শোনা। কারোনাম মনে পড়ছে না। কিন্তু একজন মৃণালকান্তির নাম আবছামত মনে আসছে।
  • Sumit Roy | 69.207.30.100 | ২৭ অক্টোবর ২০১১ ১৮:০২401292
  • @maximin উমা বসুর (হাসি) রেকর্ড

  • maximin | 59.93.204.150 | ২৭ অক্টোবর ২০১১ ২০:২০401293
  • উমা বসু (হাসি) নামটাই শুনতে চাইছিলাম।
  • maximin | 59.93.204.150 | ২৭ অক্টোবর ২০১১ ২০:২৪401294
  • তুমি কৃষিকাজ জানো না ..
  • ranjan roy | 14.97.128.221 | ২৭ অক্টোবর ২০১১ ২২:৩২401296
  • সুমিত রায় কি জামসেদপুরের? আগে বাংলালাইভে আসতেন কখনো? তাহলে কাইন্ডলি আপনার মেল আইডি আমাকে পাঠাবেন। পুরনো আইডিতে মেল যাচ্ছেনা।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন