এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাবা-মা'য়ের তুলনায় কি আমরা বেশী ভাল আছি?

    d
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০০৯ | ১১৬৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • d | 203.143.184.11 | ০৭ জানুয়ারি ২০০৯ ১২:৪৬403769
  • আবাপ'র প্রতিযোগীতা দেখেই মাথায় এলো চিন্তাটা। জোরে জোরে ভাবছি বলা যায়::
    সাধারণভাবে বাঙালীরা "ভাল আছি' কথাটা ঠিক প্রাণখুলে বলতে পারে না। একটু আতুপুতু করা স্বভাব বলেই হয়ত, "কেমন আছেন' জিজ্ঞাসা করলে সাধারণত অসুবিধের ফিরিস্তি, চোদ্দগুষ্ঠির রোগের হিসেব ইত্যাদি শুনতে হয়। মোটামুটি ভাল থাকলেও বাঙালীরা বলে থাকে "ঐ একরকম'। এদিকে দিল্লী অঞ্চলে স্ট্যান্ডার্ড জবাব হল "বাস বড়িয়া। আপ বাতাও'। তো, এটা দৃষ্টিভঙ্গীর তফাৎ। অথবা "ভাল থাকা' লোকের কাছে প্রকাশ করতে ভয় সঙ্কোচ ইত্যাদি। সে ঠিক আছে।

    কিন্তু আমরা নিজেরা কি সত্যিই মনে করি খারাপ আছি, তাই প্রকাশ করি? নাকি মনে মনে ভাল আছি ভাবলেও পাছে লোকে কিছু বলে ভেবে মুখে অন্যরকম বলি?

    "ভাল থাকা' বলতেই বা আমরা কি বুঝি? সেই বোঝার রেস্পেক্তে আগের জেনারেশান এবং আমি/ আপনি কোথায় দাঁড়িয়ে?
  • Blank | 203.99.212.224 | ০৭ জানুয়ারি ২০০৯ ১২:৫৩403780
  • 'ভাল থাকা' - এটা বলতে মনে হয় এমন একটা সময় যখন সকালে উঠে মনে হবে না যে 'উফ আবার একটা দিন'। 'কি হলো, কেন হলো' এই প্রশ্ন গুলো মাথায় ঘুরবে না।
    'কি হবে' , এটা সিলেবাসের বাইরে থাকবে পুরো।
  • d | 203.143.184.11 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৩:১০403791
  • হ্যাঁ এটা একটা পয়েন্ট। তো, এটা কি তোর রোজ মনে হয়? যেদিন যেদিন হয় না .... সেদিন কি তোর উত্তর হয় "ভাল আছি'

    আমার অবশ্য মনে হয়, "ভাল থাকা' একটা প্র্যাকটিস।
  • sayan | 160.83.96.82 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৩:১১403802
  • বাবা-মা'দের প্রত্যাশামত তাদের সন্তান সন্ততিরা আজ দুধে-ভাতে, না, বিরিয়ানি-কাবাবে আছে। আনলাইক বাবা-মা'এর যুগ, এখন আমরা জেগে উঠি মাটি থেকে অনেক উঁচুতে যেখানে ধূলো নেই, নেই ভাড়াবাড়ির শৌচালয় বা কলতলার ঝগড়া, রেশনের লাইন বা মুদির দোকান, বাসের পাদানীতে ঝুলে কলম পিষে গলদঘর্ম এক কাপ চায়ে ফিরে আসা এবং পুরাতন বিবিধ ভারতী ও ঘূর্নায়মান ক্রম্পটন সিলিং ফ্যানের নীচে এক কামরার ঘর এবং কালকের চিন্তা।

    আমরা বাপ-কা-বেটাবেটিরা "বেটার' আছি। আমরা বেঁচে আছি মোবাইলে ইন্টারনেটে ব্লগে ফোরামে কফিডে'তে পিভিআর'এ আর ছোট ছোট সুখনীড় স্যা®¾ট্রার ভিতর। আমরা "বঢ়িয়া' রয়েছি স্বার্থপর সেল্ফসেন্টারড লক্ষ্মণরেখায় ই-ফ্রেন্ডশীপ দোস্তি মোহব্বতের মেনস্ট্রীম মিডিয়ায়।

    কিন্তু আমরা আছি বাবা-মা'য়েদের সমসাময়িক জাগতিক দুশ্চিন্তার অনেক বেশী গুণিতকে।

    আমরা আসলে ভালো নেই।
  • I | 59.93.161.94 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৩:১২403805
  • আমি কিন্তু ভাই ভালো আছি।
  • san | 12.144.134.2 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৩:২০403806
  • মায়েদের তুলনায় আমাদের (মেয়েদের) সুযোগসুবিধে বেড়েছে, নো ডাউট।অধিকার তো বেড়েছেই।

    বাবাদের থেকে ছেলেদের সুযোগসুবিধে কিছু বেড়েছে, কিছু কমেছে।একাধিপত্য আর চলেনা, আবার দায়িত্বও অনেকটা শেয়ার হয়ে গেছে।

    সেসব তো বোঝা গেল।কিন্তু ভাল থাকার সঙ্গে এসবের কি? যাদের ভাল থাকা অভ্যেস তারা ভাল থাকে, যাদের ভাল না থাকার অভ্যেস তারা ভাল থাকেনা। ডি: আমার মত।
  • d | 203.143.184.11 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৩:৩২403807
  • ইন্ডো, প্রত্যেক প্রজন্মই মোটামুটি একটা করে মেজর পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। তো, সে আমরাও যাচ্ছি, ওঁরাও গেছেন তো।
  • d | 203.143.184.11 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৩:৩৩403808
  • উঁহু ইন্ডো না, ইন্ডো না। ওটা সায়ন হবে।
  • sayan | 160.83.96.81 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৩:৪৩403809
  • দমদি, পরিবর্তন মানে জেনারেশান গ্যাপ? না নতুন পরিবেশে অভিযোজন?
    যখন "ভালো' থাকার তুলনা করা হয়, দুটো বা বেশী প্রজন্মের সাথে তখন পরিবর্তনের টুকিটাকিগুলো ভালো বা খারাপ থাকার এক একটা অ্যাট্রিবিউট।
  • Blank | 203.99.212.224 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৪:০৩403770
  • স্যান যেমন অধিকার বা সুযোগ সুবিধে বেড়েছে বলছে, তেমন কিন্তু প্রতি পদে অসুবিধেও বেড়েছে ভয়ানক ভাবে। সব লেভেলে অসম্ভব প্রতিযোগিতা বেড়েছে, ইঁদুর দৌড় আরো বেড়েছে।
    আয়ের সাথে খরচও বেড়েছে।
  • san | 12.144.134.2 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৪:১২403771
  • এক্সপোজার অনেক বেড়েছে। তার সমস্ত সুবিধে আমরা চুপচাপ হাসিমুখে নিয়ে নিই এবং অসুবিধেগুলো নিয়ে অভিযোগ করতেই থাকি :-)
  • Blank | 203.99.212.224 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৪:১৪403772
  • আমি বলচি যে একদিকে যেমন কিছু জুড়ছে তেমন অন্য দিকে অনেক কিছু বাদ যাচ্ছে। ফলে দিনের শেষে হাতে পেনসিল ...
  • pi | 69.251.184.3 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৪:১৬403773
  • আমি অন্যকারুর থেকে ভাল আছি কিনা এই প্রশ্নটা আমার বরাবর একটু ঘাঁটা লাগে।
    এই অন্যজন বাবা-মা ই হোক, কি অমুক পাড়ার তমুক লোক ...

    আমি তো বড়জোর জানতে পারি, আমি কতটা ভাল আছির উত্তর। সেটাও বা ঠিক কতটা ঠিকঠাক জানি !
    ঠিকমতন বলতে গেলে, এটুকুন বলতে পারি যে, আমি মনে করি আমি কতটা কি ভাল বা মন্দ আছি। আই রিপিট, আমি কী মনে করি ..

    এবার এই 'কতটা' পরিমাপ করতে গেলে কি তুলনা আনতেই হবে ? অ্যাবসলিউট স্কেলে কি দেখা যায় না ?

    কারণ তুলনার কথা তোলাটা আরো অনেক প্রশ্ন তোলে।

    কারণ তোলনা করতে গেলেই জানতে হবে, অন্যজন কতটা ভাল আছে। এবার সেটা জানবো ক্যামনে ?
    দুরকম হতে পারে।

    এক হতে পারে, আমি কী মনে করি, অমুকে কেমন আছে।

    বাবা-মা, মানে অন্য জেনেরেশানের লোকজন হলে সেক্ষেত্রে আরো কোশ্চেন আসবে, যথা,
    ১ ক) বাবা মা এখন কেমন আছেন বলে আমার মনে হয়।

    ১ খ) বাবা মা আমার বয়সে কেমন ছিলেন বলে আমার মনে হয়।

    ১ গ) বাবা মার বয়সে গিয়ে আমি কেমন থাকবো বলে আমার মনে হয়।
    ইত্যাদি ইত্যাদি।

    ২) এবার এই 'আমার কি মনে হয়' অংশটাকে তাঁদের নিজেদের কী মনে হয় যে তাঁরা কেমন আছেন, ছিলেন এবং তাঁদের চোখে আমরা কেমন আছি/থাকবো
    এইসব দিয়ে প্রতিস্থাপিত করা হউক।

    কম্বিনেশন করে গুচ্ছ প্রশ্ন জন্মাবে।

    এখেনেই শেষ নয়।
    যার যার নিজের মনে হওয়া তো গ্যালো, এইবারে থার্ড পার্সন, সমাজের কী মনে হয়, আমরা কেমন আছি, তাঁরা কেমন আছেন, সেও আসতে পারে।

    আর কোনকিছু 'ভালো না খারাপ' এর উত্তর দেওয়া যে ভালো খারাপের সংজ্ঞা নির্মাণেই সীমাবদ্ধ, সে ও তো বটে !
    তবে?

    একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে এইরূপ নানাবিধ প্রশ্নবাণে জর্জরিত, আহত আমি রিটায়ার করতে বাধ্য হলুম। :(

    পুনশ্চ: যদি অ্যাবসলিউট স্কেলের জিগানো হয় তো বলে যাই, এই বেশ ভালো আছি। :)
  • san | 12.144.134.2 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৪:১৭403774
  • হ্যাঁ, দিনের শেষে নিজের নিজের ভাল থাকা বা না থাকার অভ্যেসটাই পড়ে থাকে, আমিও তো তাই বলছি :-)
  • sinfaut | 165.170.128.65 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৪:১৮403775
  • আরেকটু চেষ্টা করলে গ্রীক ফিলোসফার হয়ে যাবে। ;-)
  • sucheta | 202.63.56.114 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৪:৫৪403776
  • আনন্দবাজারে এই টপিকটা দেখার পর থেকেই আমি খুব ভাবছি। সত্যিই কেমন আছি আমরা দুই প্রজন্ম? আমার নিজের মনে হচ্ছে আমি ও আমার মা/বাবা নিজেদের কন্ডিশন অনুযায়ী নিজেদের অবস্থানে নিজের মত করে বেশ ভালই আছি। অন্তত: এমন কোনো অভাববোধ তো দেখছিনা যাতে করে মনে হতে পারে যে আমি খুব খারাপ আছি বা তারা খারাপ আছেন বা ছিলেন। হয়তো নানা কারনে অনেক কিছু হয়ে ওঠা হয়নি বা পাওয়া হয়নি দুদিকেই কিন্তু খারাপ আমরা নেই। দুইপ্রজন্মই ভাল আছি নিজেদের মধ্যের ব্যাবধান মেনে নিয়েই।
  • anaamik | 196.15.16.20 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৫:৫৮403777
  • পাইকে ডিট্টো।

    আমি আগের তুলনায় কতটা ভালো আছি বা খারাপ আছি এই তুলনাটা করা আমার কাছে অনেক বেশী সহজ।

    আর আমি এখন কতটা ভালো আছি, সেটা অনেকটাই *হয় তো* অভ্যাসের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব।
  • siki | 220.226.86.62 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:০৪403778
  • মনে পড়ে, বাবা তখন কলকাতায় ডেলি প্যাসেঞ্জারি করত। কখনও কখনও সন্ধ্যে সাড়ে সাতটা রাত আটটা পেরিয়ে যেত, বাবা ফিরত না। সাড়ে আটটা থেকে আমি পাড়ার মোড়ে। মোবাইল ছিল না, এমনকি টিভিতেও খবর নেই যে শেওড়াফুলিতে প্যান্টোগ্রাফের তার ছিঁড়ে গেছে তাই সব লোকাল ট্রেন লেট। একমাত্র খবর পাবার উপায়, কেবল ব্যন্ডেলের দিক থেকে যে সমস্ত মাঝবয়েসী লোক সাইকেল চালিয়ে আসছেন, তাঁদের চেঁচিয়ে জিজ্ঞেস করা, কাকু আপনি কি স্টেশন থেকে আসছেন? উত্তর যদি হ্যাঁ হত, তা হলে প্রশ্ন করতাম, ট্রেনের কি কোনও গোলমাল আছে? উনি যদি আগের ট্রেনের সওয়ারি হয়ে থাকেন, তা হলে না-ও জানতে পারেন পরের ট্রেনের আটকে থাকার খবর, তবে বেশির ভাগ সময়েই ওখানেই জানা যেত প্যান্টোগ্রাফ ছিঁড়ে পড়ার খবর। আমি বাড়ি ফিরে মা-কে খবরটা দিয়ে দিতাম, মা নিশ্চিন্তে রুটি বানাত। যত রাতই হোক, বাবা ফিরবে।

    আজ বাবা-মা ব্যান্ডেলে, আমি দিল্লিতে। বিকেল বেলায় মনের আনন্দে শপিং করছি পাড়ার মলের বেসমেন্টে, স্পেনসার্স হাইপারমার্টে। পকেটে মোবাইলে আইডিয়ার সিমকার্ড, জানি-ও না যে সেই ভয়ংকর আইডিয়ার সিগন্যাল বেসমেন্টে জিরো হয়ে বসে আছে, আর ওদিক থেকে ববা-মা পাগলের মত চেষ্টা করে যাচ্ছে আমাকে কনট্যাক্ট করার, লাইন পাচ্ছে না, কারণ কয়েক মিনিট আগেই বিস্ফোরণে ছাড়খার হয়ে গেছে সরোজিনী নগর মার্কেট। পরে যখন বেসমেন্ট থেকে বেরোলাম, মোবাইল বাজল, বাবার গলার আওয়াজ শুনে আমার ভয় লেগে গেল, হার্টের পেশেন্ট, কী হল! সব শুনে দুপক্ষ নিশ্চিন্ত হলাম। কিন্তু মনের মধ্যে খেলা করে যাচ্ছে অন্য চিন্তা, আজ তো সরোজিনী মার্কেটে যাবার কথা ছিল আমাদেরও, নেহাৎ যাই নি, পাড়ার মলেই বিকেলটা কাটালাম, বেঁচে গেলাম। কিন্তু যদি আমরা আজ যেতাম সেখানে?

    সেদিন সেলফোন ছিল না, দশটা নিউজ চ্যানেল ছিল না। আজ আছে। কিন্তু চিন্তা কি কমাতে পেরেছে এত টেকনোলজি? আমরা কি সত্যিই ভালো আছি?
  • chhatra | 220.227.64.166 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:০৬403779
  • দুই প্রজন্মের eco-socio-sexo-politico Framework যখন আলাদা, তখন এই বাপার টা তুলনা করা বেশ জটিল। সেই দিনের expectation অন্যরকম ... আমাদের অন্যরকম। তবু, তুলনা করার জন্য আম্রা day to day life-র তুলনা করে ভুজে নিতে পারি ... আমের তো মনে হয় আমি ভলো আছি ... এটা সত্যি-ই এক phylosophical issue... এক কথায় উত্তর দেওয় জটিল :)
  • r | 198.96.180.245 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:১০403781
  • জানি না। তবে জানি যে এটা নিয়ে বেশি চিন্তা করলে নিশ্চিত ভালো থাকব না।

    পাস।
  • d | 203.143.184.11 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:১৩403782
  • আমার না, লিখতে গেলে খালি আস্ত একটা পোবন্ধ লিকে ফেলতে ইচ্ছে হচ্ছে। তাই ভয়ে ছেড়ে দিচ্ছি।
  • shrabani | 124.30.233.101 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৬:৫০403783
  • "ভালো আছি" বা "ভালো থাকা" কে এভাবে জেনারেলাইজ করা যায় নাকি সে যে কোনো প্রজন্মই ধরে নেওয়া হোক না কেন!
    দিনের শেষে ভালো মন্দ থাকাটা এক এক জন ইন্ডিভিজুয়ালের নিজস্ব ব্যাপার।
    আমাদের বাবা মাদের কাছে আমাদের সুযোগ-সুবিধা/ঝামেলা ছিলনা বলে তারা ভাল ছিলনা/ভাল ছিল এটা কি করে বলা যায় এভাবে!
  • bb | 203.200.221.5 | ০৭ জানুয়ারি ২০০৯ ১৭:৫৭403784
  • san এর সাথে একমত। ভালো থাকা একটি বিশ্বাস। সব প্রজন্মেরই বেঁচে থাকার আলাদা চাপ ছিল বা আছে। কিন্তু সব মিলিয়ে "এই বেশ ভালো আছি'।
  • a x | 143.111.22.23 | ০৭ জানুয়ারি ২০০৯ ২০:৪৮403785
  • প্রশ্নটা এরকম হওয়া উচিৎ বোধহয়, উড ইউ ট্রেড ইওর লাইফ উইথ ইওর মাদার'স? এর উত্তর খুব সহজেই না আমার কাছে।
  • Suvajit | 124.182.136.185 | ০৭ জানুয়ারি ২০০৯ ২১:৩০403786
  • দম দি খুব ভালো টই খুলেছেন। সবার তরফ থেকে আপনাকে একটা জোরদার তালিয়াঁ।
    রাত হয়েছে, ঘুমোতে যাব, এই নিয়ে ভুরি ভুরি লেখা যায়, এখন ল্যাড লাগছে। শুধু একটা পয়েন্ট বলতে চাই।
    যখন ছোটো ছিলাম তখন বাবা মার সংগে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়ীতে যেতাম। তাঁরাও আসতেন আমাদের বাড়ীতে। সাধারন মধ্যবিত্ত পরিবার সকলেরই কিন্তু এই আসা যাওয়া গল্পগুজব হাসি ঠাট্টায় কত দিন মজায় কেটে গেছে। একটা অনুভুতি হত যে আমার পরিচয় শুধু আমি বাবা মার পরিচয়ে সীমাবদ্ধ নয়, আমি একটা বৃহত্তর পরিবারের অন্তর্গত। এখনও মা বাবার সংগে দেখা করতে অনেক আত্মীয় বন্ধুরা আসেন, অনেক দূর সম্পর্কের আত্মীয় বন্ধুদের ওঁরা চেনেন। এই পুরো ব্যাপারটাই আমাদের জেনেরেশন থেকে হারিয়ে গেছে। আমি বা আমার বন্ধুরা নিকট আত্মীয়দের বাইরে কাউকে চিনি না, যাতায়াত নমাসে ছমাসে একবার। নিজের তুতো ভাইবোনেদের সংগে বছরের পর বছর দেখা নেই। নিজেকে বড় নি:সংগ মনে হয় মাঝে মাঝে। শুধু অর্থনৈতিক দিক থেকেই বোধহয় মা বাবাদের থেকে ভালো আছি বলতে পারি কিন্তু সামাজিক জীবনের দিক থেকে অন্তত আমি টোটাল জিরো। সবাইকে নিয়ে ভালো না থাকতে পারা কিসের ভালো থাকা।
  • Binary | 198.169.6.69 | ০৮ জানুয়ারি ২০০৯ ০১:১৯403787
  • এই টইতে লিখতে হলে পুরো কুড়ি পাতার পোবোন্ধ লেখা যায়। ভাল আছি না খারাপ আছি ? কেন ভাল আছি বা খারাপ আছি ? কিছু ক্ষেত্রে ভাল আছি আবার অনেক ক্ষেত্রে অনেক খারাপ। নিজের নিজের অভিজ্ঞতা। তা থেকে, মতামতের প্রতিফলন। পরিবর্তনশীল সমাজ। ভাল খারাপের সংজ্ঞার পরিবর্তন । ভাল থাকা আর 'ভাল আছি'-র মধ্যে বিস্তর পার্থক্য। ইত্যাদি ইত্যাদি।

    তো, এত লেখার সময় নেই। যেটা চট করে মনে পড়ছে, সামান্য কথা, সেটাই লিখি। ছোটো বেলায় বাবা মা বড়রা ছিলেন 'গুরুজন'। স্নেহ আর শাসন প্রাপ্য ছিলো তাঁদের কাছ থেকে। সেই মত নিজেকে তৈরী রাখতে হত। এইটা চলেছে বহুদিন, সেই চাকরী জীবনের সুরু পজ্জন্ত। বাবা মা সবসময় অভিভাবক। মনের কথা বলার জন্য ভাইবোন বা বন্ধুবান্ধব। বাবা মা কেরিয়ার গড়তে পথ দেখাবে আর আদেশ দেবে, প্রেম করার সময় পরামর্শ দেবে না। কৈশোরের ছোটো ছোটো সুখ দু:খের কথা বাবা মা কে বলা যাবে না। পাড়ার ফুটবল ম্যাচে গোলকিপারী করতে গিয়ে ৫ গোল খেয়ে বাবা-র কাছে এসে ভ্যাঁ করে কাঁদা যাবে না। মায়ের সাথে ঝালল্‌ঙ্কা মাখা আলুচাট খাওয়া যাবে না। পাড়ার নতুন ভাড়াটের, বেদম স্মার্ট ছেলেটা বা রহস্যময় সুন্দরী মেয়েটা (অপরিচিত/অপরিচিতা সকলেকেই ওরকম লাগে সেই বয়সে) -কে নিয়ে আলোচনা করা যাবেনা বাবা মায়ের সাথে। স্কুল কেটে ৯০ পয়সা বা ১২৫ এর সিনেমা দেখার কথাও বলা যাবেনা বাবা মাকে।
    এখন ৯/১০ বছরের ছেমেয়েরাও কেমন অবলীলায় বাবা/মা কে বলে দেয় হলিউড-বলিউডের কথা। নতুন সিনেমার কথা। নায়ক-নায়িকাদের পার্শনাল জীবনের কথা। ক্লাশের বন্ধুদের কথা। নিজেদের 'হার্টথব্র' আর 'ক্রাশ'-এর কথা। ওরা কেমনকরে যেনে যায়, 'ইজরাইল-প্যালেস্টাইন' যুদ্ধের কথা, আলোচনা করতে চায় বাবামা-এর সাথেই। কেমন করে যেনে যায় টেররিস্ট কাহাকে বলে। বাবা-মা-র কাছে ব্যাখ্যা চায় টেররিস্ট কেন হয় ? বাবা মাএর কাছে ব্যাখ্যা চায়, কেন তফাত অয়ামেরিকা আর আফ্রিকাতে? ব্যাখ্যা চায় কেন বিশ্বযুদ্ধ সুরু করেছিলো জার্মানি। ইংরেজরা জার্মানিকে হারিয়ে যদি ভাল কাজ করেই থাকে, তবে কেন ইংরেজদের সংগে ফাইট করেছিলো ইন্ডিয়ার লোক, স্বাধীনতার সময়।

    এসব কি আমি আমার ছোটো বেলায়, ১০ বছর বয়সে সুদুর কল্পনায়-ও ভেবেছিলাম ? কোন বাবারা ভাল আছে ? আমাদের বাবারা ? নাকি আমাদের ছেলেমেদের বাবারা ?

    ডি: এসব নিতান্ত-ই আমার নিজের উপলব্ধি, অন্য কারো অন্য রকম হতেই পারে।

  • aja | 207.47.98.129 | ০৮ জানুয়ারি ২০০৯ ০১:৪৮403788
  • ভাল থাকার যেহেতু অনেক ডাইমেনশন, একজন অন্যের তুলনায় মোটের উপর ভাল আছে কিনা ঠিক করা খুব কঠিন। একটা পাতি সহজ টেস্ট হতে পারে। বাবাকে জিজ্ঞেস করা যেতে পারে বাবা তার প্রৌঢ়ত্ব/যৌবন/কৈশোর আমাদের ঐ সবের সংগে বদলাতে রাজী হবে কিনা। আমরাও ঐ ভাবে বাবাদের সাথে আমাদের ঐ সব বদল করতে রাজী হব কিনা। এখন:

    ১। আমরা রাজী, বাবারা রাজী নয়। বাবারা বেশী সুখী।
    ২। বাবারা রাজী, আমরা নয়। আমরা বেশী সুখী।
    ৩। দুজনেই রাজী, বা কেউ রাজী নয়। গেম ড্র।

    আমার বাবা আমাকে ফেলিওর মনে করে। তাই বাবা রাজী নয়। আমিও রাজী না, কেন না আমার ঠাকুদ্দার পয়সা ছিল না একদম।

    বাকীরা রিপোর্ট করলেই সামারি পেপার পাবলিশ করা যেতে পারে।
  • Binary | 198.169.6.69 | ০৮ জানুয়ারি ২০০৯ ০২:০৪403789
  • আমিতো নিজেই নিজেকে ফেলিওর মনে করি। তবুও বাবার সাথে এক্সচেঞ্জ করবো না না না। আর বাবাকে এক্সচেঞ্জ করতে বলে বুড়ো বয়সে হার্টের অসুখ দি কেন ?
  • Du | 67.111.229.98 | ০৮ জানুয়ারি ২০০৯ ০৩:১৫403790
  • এই লাস্ট লাইনটাই সামারাইজিং :)))
  • Tim | 117.194.225.158 | ০৮ জানুয়ারি ২০০৯ ০৮:৩২403792
  • আমি চিরকালই ৯০ ভালো থাকি। ১০ খারাপ থাকার সাথে মাঝে মাঝে ৫ রাগ মিশে অনুপাত পাল্টে দেয়। মনে হয়, ভালো থাকা একটা বদভ্যাস।
    বাবা-মায়ের থেকে বেশীর ভাগ ছেলেমেয়েরাই ভালো থাকে। তবে অনেক সময় ZIনতে পারেনা।:)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন