এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • যমদত্তের ডায়ারী

    I
    বইপত্তর | ১০ ডিসেম্বর ২০০৮ | ১৩৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • I | 59.93.211.178 | ১০ ডিসেম্বর ২০০৮ ২৩:০৯404086
  • ইদানীং ভুত নিয়ে খুব চর্চা হচ্ছে। সকলেই রকম-বেরকমের ভুতের গপ্পো ফেঁদে খুব বাহবা কুড়োচ্ছেন। সে বেশ, কিন্তু ভুত নিয়ে কথা উঠলে যমদত্তকে ভুলে রইবেন, সে আমার বড় ভালো বোধ হচ্ছে না। ভুতের ওজন কত? ভুতের সাইজ কিরূপ? বাঙালী ভুতের গড় বয়স কত?ভুতের গাত্রবর্ণ কেমন? ভুতেরা কি প্রস্রাব করে? করলে তার গন্ধ কেমন? গড়গড়ে বুড়ো কোথায় থাকেন? ছাপাখানার ভুতের ধর্ম কি?
    এইসকল প্রশ্নের সন্তোষজনক উত্তর গুরুচন্ডালীর ভুতবিশারদগণ জানেন কি? জানতে হলে পড়ুন-যমদত্তের ডায়ারী।
  • I | 59.93.211.178 | ১০ ডিসেম্বর ২০০৮ ২৩:২৬404097
  • এছাড়াও আরো জানুন-বাঙালাদেশে কতপ্রকার সন্দেশ তৈয়ারী হত। কচু পোড়া খাইতে কেমন? শুনুন মুড়ি ও কড়ায়ের ডালের গীত। সুরেন্দ্রবাবু(সুরেন বাঁড়ুজ্যে) ও বিধানবাবুর (ডা: বিধান চন্দ্র রায়) ভোট ক্যাম্বিসে কিজাতীয় পয়সা ছড়াছড়ি হল,কে কিরূপ ভোট কাটাকাটি করল, কেমন দলাদলি-সব জানুন। যম দত্ত বিরচিত স্ট্যাটিস্টিক্স শুনেছেন কি? এই নিন নমুনা-"ছেলে ও মেয়েদের মধ্যে বড় ছেলে , বড় মেয়ে এবং মেজ ছেলে ও মেজ মেয়েই বেশীর ভাগ চোর হয়।' চটিপরিহিতের মধ্যে ঠনঠনিয়ার চটিওয়ালার শতকরা ভাগ সকালে সর্বাপেক্ষা অধিক(৬৪%), বিকালে লেডিস চটি(ঐ ৬৪%)।

    আসুন আসুন !! যমদত্ত পড়ুন ও অন্যকে পড়ান। হার্ডবাউন্ড, রীতা প্রকাশনী, মূল্য মাত্র ১২০ মুদ্রা।
  • sayan | 160.83.72.212 | ১১ ডিসেম্বর ২০০৮ ০০:০২404108
  • বইটা স্ক্যান করে বইপত্তরে আপলোডিয়ে দাও।

    (ডাক্তার মুদ্‌গর নিয়ে তেড়ে আসার আগে কেটে পড়ি)
  • a x | 143.111.22.23 | ১১ ডিসেম্বর ২০০৮ ০০:৪৩404119
  • ভোট ক্যাম্বিস কি?
  • Arpan | 65.194.243.232 | ১১ ডিসেম্বর ২০০৮ ০১:০৭404128
  • ক্যানভাস -> ক্যাম্বিস

    ??
  • rimi | 168.26.215.135 | ১১ ডিসেম্বর ২০০৮ ০১:৩২404129
  • সায়নের প্রস্তাবটি বড়ই ভালো। তাই আমি ওকে ডিট্টো দিলাম। :-))
  • I | 59.93.179.2 | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৩৯404130
  • অপ্পন ঠিক ধরেছে।

    আমার স্ক্যানার নাই।
  • kS | 122.170.22.193 | ১১ ডিসেম্বর ২০০৮ ১২:৫২404131
  • হ্যাঁ,হ্যাঁ আমাদের সব্বার চাই, মনে হচ্ছে এতে পাগলা ষাঁড়ের প্রবলেমটারো সমাধান পাওয়া যাবে---
  • I | 59.93.179.2 | ১১ ডিসেম্বর ২০০৮ ১৩:০৬404132
  • রমগনেরে বলো। তার যমদত্ত আছে, স্ক্যানারো আছে। তবে যমদত্তেরো মনে হয় একটা জিনিষ আছে। কপিরাইট।
  • r | 198.96.180.245 | ১১ ডিসেম্বর ২০০৮ ১৩:৩০404087
  • যমদত্তের ডায়েরি আপলোডাব না। খুব ছোটো প্রকাশন খেটেখুটে ছাপিয়েছে। খুব ইন্টারেস্টিং বই- বাংলায় এইরকম শুদ্ধ ভাট বিরল। পড়তে হলে কিনে পড়ুন। যদি দোকানে না পান, কার সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে, সেই নম্বরও মনে হয় বইতে দেওয়া আছে। ইন্দো দিতে পারবে।
  • Arpan | 208.57.131.4 | ১১ ডিসেম্বর ২০০৮ ১৩:৫০404088
  • ইন্দো/রঙ্গন, কোথায় পাওয়া যাবে বিস্তারিত লিখো।
  • r | 125.18.104.1 | ১১ ডিসেম্বর ২০০৮ ১৪:০৯404089
  • ইন্দো, পাবলিশারের ঠিকানা দিয়ে দে। আমার বইটা খড়দার বাড়িতে আছে। এই মূহুর্তে দিতে পারব না।
  • h | 203.99.212.224 | ১১ ডিসেম্বর ২০০৮ ১৪:২০404090
  • ব্রিলিয়ান্ট। পড়িনি। পড়ব। ঠিকানা দ্যাও।
  • Arijit | 61.95.144.123 | ১১ ডিসেম্বর ২০০৮ ১৪:৫০404091
  • ঠিকানা দিলে ভালো। কিনে রাখলে আরো ভালো।
  • sayan | 160.83.72.211 | ১১ ডিসেম্বর ২০০৮ ২০:০০404092
  • ঠিক হ্যাজ। ঠিকানা ফোং নং আইএসবিএন দাও। এটা অনলাইন পাওয়া যাবে কি?
  • I | 59.93.196.7 | ১১ ডিসেম্বর ২০০৮ ২২:২৫404093
  • যা আছে এই:
    রীতা প্রকাশনীর পক্ষে ২৫/১, পঞ্চাননতলা পশ্চিম পুটিয়ারী, কলি ৭০০ ০৪১ থেকে শ্রীমতী রীতা দত্ত কর্তৃক প্রকাশিত।
    অক্ষরবিন্যাসে সুমন সোম, সোদপুর, কলি ১১০ , মুদ্রণে প্রিন্ট এন্ড পাবলিসিটি, ১১৭ কেশব সেন স্ট্রীট, কলিকাতা।

    কিন্তু এতে কি কোনো সুবিধা হবে? ফোন নং নেই ISBN নেই, কিচ্ছু নেই।
    আসলে যমদত্তের নাতি তারকনাথ দত্ত বইটির প্রকাশক। জানিনা এঁরা অন্য কোনো বই বের করেছেন কিনা। সংকলক ও সম্পাদক কৃশানু ভট্টাচার্য।
    খেটেখুটে বের করা ঠিকই; বানান ভুল প্রায় নেই। তবে প্রচ্ছদ আমার একদম ভালো লাগেনি। নভেন্দু সেন করলেও না।
  • Damayanti | 117.195.40.104 | ১১ ডিসেম্বর ২০০৮ ২২:৪৯404094
  • কিছু বেসিক নিয়মকানুন বোধহয় সকলেরই জানা আছে, তবু একবার বলে দিই।

    "বইপত্তর'এ কপিরাইটেড (গুরুচন্ডা৯ ছাড়া অন্য কোথায়ও প্রকাশিত )জিনিষপত্র লেখক ও প্রকাশকের অনুমতি না থাকলে আপলোড করা হয় না। যে কোন প্রকাশিত বই এর কপিরাইট প্রকাশকের। লেখকের লেখার ওপর কপিরাইট ফুরিয়ে গেলে লেখাটি নিয়ে পুন:প্রকাশ করা বা ই-বুক প্রকাশ করা যায় (যেমন রবীন্দ্র রচনাবলী) কিন্তু অন্য প্রকাশকের বই স্ক্যান করে পাবলিক শেয়ার করা বেআইনী।
  • sayan | 160.83.72.212 | ১১ ডিসেম্বর ২০০৮ ২৩:৫৭404095
  • যেহেতু স্ক্যান করার দাবি আমি প্রথম তুলেছিলাম তাই লিখে রাখি -
    কপিরাইটের কথা বিস্মৃত হইয়া কপিরাইটিত বই "বইপত্তর'এ আপলোডাইবার প্রসঙ্গের অবতারণা করা অত্যন্ত ভুল হইয়াছে এবং তাহার জন্য গুরুচন্ডা৯'র গুরুজনের সমুখে স্বমুখে ভুলস্বীকার করিলাম।
  • debu | 72.130.158.122 | ১২ ডিসেম্বর ২০০৮ ০৪:০৬404096
  • ৫০ বছর পর লেখকের আর copyright থাকেনা।
    অতোএব এটা ছাপাতে পারো
  • Arijit | 61.95.144.123 | ১২ ডিসেম্বর ২০০৮ ০৯:২০404098
  • রীতা প্রকাশনী খোঁজার চেষ্টা করে দেখতে পারি। পশ্চিম পুটিয়ারী তো আমাদের ওদিকেই। তবে এগজ্যাক্ট লোকেশনটা জানতে পারলে ভালো হত।
  • I | 59.93.211.250 | ১২ ডিসেম্বর ২০০৮ ০৯:২৮404099
  • অত চাপ নেওয়ার দরকার কি! সুনীলদাকে বললেই এনে দেবেন। সুনীলদার ঠিকানা (দুপুর বারোটার পর) উল্টোডাঙায় সোনি ওয়ার্ল্ডের সামনে।
    নিশ্চয় সবারি এরকম দু-এক পিস সুনীলদা আছে।
    সায়ন্দা আবার সেন্টু খেয়ে গেল কেন?
  • I | 59.93.211.250 | ১২ ডিসেম্বর ২০০৮ ০৯:৫৩404101
  • সায়ন্দার মন ভালো করবার জন্য :

    ভুতের কথা-২
    --------------

    গয়ায় পিন্ড দিলে ভুতের ভুতত্ব শেষ হইয়া যায়। আবার ৮০ হইতে ১৬০ বৎসরের মধ্যে সকল ভুতেরই ভুতত্ব কালক্রমে নষ্ট হয়। যাহারা মানুষ মরিয়া ভুত হইয়াছে, তাহারা মরিলে মার্বেল হয়-একথা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বলিয়াছেন। গয়ায় চারিদিকে যে রামশিলা, প্রেতশিলা, আকাশ-গঙ্গা, ব্রহ্মযোনি প্রভৃতি পাহাড় আছে তাহা এই উক্তির সত্যতা প্রমাণ করিতেছে।.....

    .... আমরা ভুতের সংখ্যার একটি upper limit নির্ধারণ করিবার চেষ্টা করিব-কতদূর সফল হইয়াছি তাহা আপনারা বিচার করিবেন। চিত্রগুপ্তের বিচারালয় দ্বাদশ যোজন লম্বায় ও দ্বাদশ যোজন প্রস্থে। আর আমাদের পরমাত্মা অঙ্গুষ্ঠ পরিমাণ। সাধারণ বুড়া আঙুলের যে মাপ ১/৪ বর্গ ইঞ্চির কম নহে। চিত্রগুপ্তের বিচারালয় যদি এই অঙ্গুষ্ঠ পরিমাণ পরমাত্মায় ভরিয়া যায়, আর তিলধারণের স্থান না থাকে , তাহা হইলে সম্ভাব্য সর্বোচ্চ পরমাত্মার সংখ্যা হইতেছে-
    (১২xxx১৭৬০xx১২)বর্গx৪=৬৪,২৩,১৮,৩৩৬

    এক কথায় ৬৫ কোটি, আর ইহাদের মধ্যে সকলেই ভুত হয় না, যাহাদের স্বর্গ ও নরক বাসের হুকুম হয় তাহারা এই সভা ছাড়িয়া যইতে বাধ্য হয়। এমতে ভুতের উর্দ্ধ সংখ্যা হইতেছে ৬৫ কোটি-আর বর্তমানে পৃথিবীর জনসংখ্যা , ৬৫ কোটি চীনাদের ধরিয়া মোটমাট ২৫০ কোটি।
  • sayan | 24.0.145.33 | ১২ ডিসেম্বর ২০০৮ ০৯:৫৩404100
  • ধুস সেন্টু নয়। বাদ দে ইন্দোদা।
    আরও কিছু লিখবি তো বইটা নিয়ে নইলে সেই কবে বাড়ি গিয়ে পড়তে পাবো।
  • sayan | 24.0.145.33 | ১২ ডিসেম্বর ২০০৮ ১০:০০404102
  • ওরেন্না: কথা হবে না। এই নে তোকে চকাস চকাস করে দুটো এফসি।

    গয়ার কথায় - অনেক ছোটবেলায় ঐ কি একটা ঢালু শিলার মাঝে আটকে গেছিলাম। ধড় মোটামুটি অক্ষত বেরোলেও গোড়ালি থেকে পা টা বেশ ক্ষতবিক্ষত হয়েছিল। সেই পা নিয়ে সাবিত্রী পাহাড়েও উঠেছিলাম। আমার ক্যালিটা শুধু একবার দ্যাখ।

    (কিন্তু রীতা প্রকাশনী খুঁজে বার করে এই বইটা পড়তেই হবে)
  • I | 59.93.211.250 | ১২ ডিসেম্বর ২০০৮ ১০:২৫404103
  • পূর্বেই বলিয়াছি যে ভুতের শৈশব নাই, একেবারে সাবালক হইয়া ভুত হয়েন, মানুষ ইহজীবনে পাপ করিলে মরিয়া ভুত হয়;মার্কন্ডেয় মুনি বলিয়াছেন যে ৫ বছরের কম বয়সের শিশুদের কোনো পাপ হয় না। তাহার পর সাবালক না হওয়া পর্যন্ত যে পাপ করে, তাহা জমরাজ মাপ করিয়া দেন, কিছুকাল ধরিয়া ঘোড় দৌড় করাইবার পর।যমদূতের কান ধরিয়া যে বেগে ঘোড়দৌড় করান তাহাতে প্রাণান্ত হইতে হইতে কোনমতে টিকিয়া থাকে। সাবালক না হইলে মানুষকে পাপ অর্শায় না-আর হিন্দুমতে ১৬ বছরে সাবালক হয়। জীমূতবাহনের মতে বাঙ্গালী সাবালক হয় ১৫ পার হইয়া ১৬য় পা দিলেই, আর খোট্টা , উড়িয়া, অন্ধ্র , মারাঠীরা প্রভৃতি হয় পূর্ণ ১৬ হইলে, এমতে বাঙ্গালী ভুতের সংখ্যা বা অনুপাত কিছু বেশী। তবে বাঙ্গালীরা বেশীদিন বাঁচেন না অন্যান্য প্রদেশের তুলনা। বাঙ্গালী ভুতের গড় বয়স হইতেছে ৩০ থেকে ৩৫।তাহার পর তাঁহারা ৮০ বছর ধরিয়া ভুতগিরি করেন-যদি না তাঁহাদের গয়ায় পিন্ড দেওয়া হয়।
    আগে গয়ায় যাওয়া খুব কষ্টকর ছিল। গ্রামের একজন যদি গয়ায় যাইত, তবে পাড়া-পড়শীর নাম ও গোত্র লিখিয়া লইয়া যাইত ও তাহাদের নামে পিন্ড দিত। এমতে ভুতের সংখ্যা খুবই কমিয়া যাইত। আজকাল গয়ায় যাইবার সুবিধা হওয়া সত্বেও, ছেলেরা বাপেরই গয়া করেন না, তা অন্যলোকের গয়া করিবেন, ফলে relatively বাঙ্গালী ভুতের সংখ্যা বেশ বাড়িয়া গিয়াছে। আর ইহারা মাঝে মাঝে আমাদের ঘাড়ে চাপেন। ইহারা যে আমাদের ঘাড়ে চাপেন তাহার প্রমাণ সর্বত্র ছড়াইয়া আছে, কি স্কুলে কি কলেজে, কি মিটিং-এ, কি ট্রামে কি বাসে, রাস্তায়, লোকের কথাবার্তা ও আচরণ দেখিয়া মনে হয় যে কোন দুষ্ট ভুত ঘাড়ে চাপিয়াছে।

    ভুতের ওজন

    অঙ্গুষ্ঠ পরিমাণ বায়ু হইল আমাদের পরমাত্মা। এই পরমাত্মাই ভুত হয়েন....মানুষের অঙ্গুষ্ঠের পরিমাণ গড়ে ৩ কিউবিক সেমি; আর আয়ুর ওজন প্রতিঘন সেমিতে ০.০০১২৯৩ গ্রাম। সে মতে গড়ে পরমাত্মার ওজন ১৭/১৮ গ্রেন। ইহার সবটাই ভুত হয় না। সরিষার মধ্যে ভুত ঢুকিলে সরিষার ওজন বাড়িয়া যায় এটি প্রত্যক্ষ সত্য। কিন্তু সরিষার ওজন বাড়ে ৬/৭ গ্রেন করিয়া। সে মতে ভুতের ওজন ৬/৭ গ্রেন হইতে ১৭/১৮ গ্রেনের মধ্যে। আমরা সর্বাপত্তি খন্ডনের জন্য ভুতের ওজন ইহার মাঝামাঝি অর্থাৎ ১১.৫/১২.৫ গ্রেন ধরিলাম। এ বিষয়ে আরো গবেষণা আবশ্যক।
    ...ভুতের ওজন কম হইলেও তাহাদের হাত-পা লিকলিকে সরু কাঠির মতন হওয়ায় তাহাদের ponderal index খুব বেশী। অতি সহজেই মানুষের ঘাড় মটকাইয়া দিতে পারে।
  • siki | 59.160.206.225 | ১২ ডিসেম্বর ২০০৮ ১০:৫২404104
  • হি হি হি হি হো হো হা হা হা হা হা ...

    উরেবাবা, এ বই তো কালেকশন করে কালটিভেট করার মত মশাই!!!
  • Arijit | 61.95.144.123 | ১২ ডিসেম্বর ২০০৮ ১০:৫৮404105
  • মহেশ মিত্তিরের ওপরেও এক কাঠি;-)
  • I | 59.93.211.250 | ১২ ডিসেম্বর ২০০৮ ১১:২৩404106
  • VIP দের কথায় আর একটি abbreviation মনে পড়িয়া গেল। এইটি হইতেছে PIP= post independence patriot । আমাদের পাড়ায় সুরে ঘোষ আগে পুলিশের চর ছিল, বহু ব্যক্তিকে পুলিশে ধরাইয়া দিয়াছে, তাহাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্যের সৃষ্টি করিয়াছে।আমাদের স্বাধীনতা প্রাপ্তির পর সুরে ঘোষ PIP হইয়া গেলেন। একদিন এক ভদ্রলোকের বৈঠকখানায় বলিতেছেন, আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের সময় হইতে কি কম কষ্ট করিয়াছি। দেশবন্ধু যখন কাউন্সিল ভাঙ্গিয়া দিবার আন্দোলন করিতেছেন, ফজলুল হকের মন্ত্রীসভা ভাঙ্গিয়া দিবার চেষ্টা করিতেছেন, তখন ফজলুল হক কি করেন বা না করেন, তাহা জানিবার জন্য হক সাহেবের গোহালঘরে ভিজে থলি মাথায় দিয়া লুকাইয়া ছিলাম, সারারাত্রি চোনা ও গোবরের গন্ধ শুঁকিয়াছি, মশা ও ডাঁশের কামড় সহ্য করিয়াছি। এইসব কষ্টের জন্য কি প্রতিদান পাইলাম? কিরণশঙ্করবাবুকে বলিলাম যে একটি বাসে permit দিন, তিনি দিবেন না, অনেক ধরাধরি করিয়া কেরোসিনের লাইসেন্স পাওয়া গেল।
    সুরে ঘোষ মরিয়া গিয়াছেন। এখন তাঁহার মৃত্যু বার্ষিকী হয়। ছেলীরা মাইকের খরচ গোপনে দেয়। কিছুদিন বাদে হয়তো মহাজাতি সদনে সুরে ঘোষ PIPর ছবি উঠিবে।

    BVS
    কুমার মণ্মথনাথ মিত্র-তাঁহার এক পুত্র হেমন্তবাবুকে মন্ত্রী (ex minister) ভূপতিবাবু জিজ্ঞাসা করিলেন, এখন সময় কাটাও কি করে? হেমন্তবাবু বলিলেন, জমিদারি দখলের পূর্বে কিছুটা সময় জমিদারির কাগজপত্র দেখিয়া কাটিত । এখন BVS উপাধি পাইবার পর্পুরাতন ডাকটিকিট লইয়া নাড়াচাড়া করি। জিজ্ঞাসা করিলাম, BVS টা কি? বলিলেন, ওকালতি করিয়া চুল পাকাইলেন, নিজেও তো এখন BVS হইয়াছেন-ইহার অর্থ জানেন না? না-বলিতে বলিলেন BVS= বেকার ভদ্র সন্তান।

    GGP
    অমৃতবাজার পত্রিকার , অমিয় নিমাই চরিতের লেখক মহাত্মা শিশির ঘোষের পৌত্র তরুণকান্তি ঘোষ মহাশয়(তখন তিনি আবার প: বঙ্গের মন্ত্রী) শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন নগর সংকীর্তনের মিছিল বাহির করিতেন। এখনও করেন।
    গুপীবাবু পূর্বে আমাদের পাড়ায় থাকিতেন। এখন বাড়ি করিয়া চলিয়া গিয়াছেন। যখন আমাদের পাড়ায় থাকিতেন, তখন সন্ধ্যার পর দু চারিজন খুব অন্তরঙ্গ বন্ধুবান্ধবদের লইয়া গেলাস ও সীতা-পতি বিহঙ্গমের কাটলেট খাইতেন। কেহ কেহ বলেন যে পঞ্চ ম-কারের একটি ম-কারও বাদ দিতেন না।
    মিছিল দেখিতেছি, দেখি গুপীবাবু তিলক কাটিয়া গলায় তুলসীর মালা দিয়া কীর্তন গাহিতেছেন। আশ্চর্য হইলাম, মুখ দিয়া বাহির হইয়া গেল-কি আশ্চর্য পরিবর্তন! পাশে অটল ছিল, বলিল-হইবে না, উনি যে এখন GGP হইয়াছেন । কথাটা বুঝিতে না পারিয়া স-প্রশ্ন দৃষ্টিতে চাহিলাম। পাশে রাম-দাদা দাঁড়াইয়াছিলেন, বলিলেন, বুঝিতে পারিলে না? ggp হইতেছে গৌর-গত প্রাণ।

  • nyara | 64.105.168.210 | ১২ ডিসেম্বর ২০০৮ ১৩:৪১404107
  • সীতাপতি বিহঙ্গমটা একঘর হয়েছে।
  • Arijit | 61.95.144.123 | ১২ ডিসেম্বর ২০০৮ ১৩:৫০404109
  • এট্টুস ছড়াই।

    সীতাপতি বিহঙ্গম তো রামপাখি - ব্যাপার হল হেমেন রায় যকের ধনে বেশ কয়েকবার এইটের কথা লিখেছেন - রামপাখি কি মুরগি বা বনমোরগ?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন