এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • দুহাজার চল্লিশ

    shyamal
    অন্যান্য | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ | ৩২২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • shyamal | 64.47.121.98 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০১:০৮407840
  • আরে আগামী বছর কি হবে ভেবে কি লাভ? বরং আপনারা ভাবুন ২০৪০ সালে কি হবে।

    দেখি কার কল্পনাশক্তির দৌড় কত? লিখুন , ২০৪০ সালে কলকাতা তথা ভারত তথা পৃথিবীর কি হাল হবে।
  • shyamal | 64.47.121.98 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০১:১১407851
  • দীপ তার গাড়িটা খড়দা ষ্টেশনের পার্কিংলটে পার্ক করল। ওখানেই চার্জার আছে। সেটার সঙ্গে গাড়িটা জুড়ে দিল। এখন আট ঘন্টা চার্জ হবে। এই ছোট গাড়িটা চলে ব্যাটারীতে ও সৌর শক্তিতে। আজ আবার ট্রেন কখন আসে দেখা যাক। সাধারনত: এই নতুন ম্যাগ-লেভ ট্রেনগুলো চার মিনিট অন্তর আসে। সল্ট লেকে তার আপিস পৌঁছাতে লাগে কুড়ি মিনিট। ট্রেনে দশ, তারপর মেট্রোতে দশ। দীপ একটি ব্যাঙ্কে কাজ করে। তার বৌ মন্দা মধ্যমগ্রামে একটি স্কুলে পড়ায়। সরাসরি ট্রেন না থাকায় মন্দা দ্বিতীয় গাড়িটা নিয়ে যায়। যাবার সময়ে মৌটুসীকে স্কুলে নামিয়ে দেয়। ও ফেরে অবশ্য স্কুল বাসে। খড়দারই একটা নামী স্কুলে পড়ে।
    এসপ্তাহে তারা কলকাতা যাবে শনিবার। দীপের মা বাবার সঙ্গে দেখা করতে। দীপের বাবা কলকাতা ছেড়ে অন্যত্র কোথাও থাকবেন না। খড়দা এলে তাঁর প্রাণ হাঁপিয়ে ওঠে।
    ওরা জামা কাপড় ইত্যাদি কিনতে যায় টিটাগড়ের বড় মলটায়। তবে তরকারী কেনার ব্যাপারে অবশ্য দীপের পছন্দ খড়দার হাট। ফাঁকা জায়গায় চাষীরা তাদের ছোট ট্রাকে করে শব্জি নিয়ে আসে। সেই টাটকা শব্জির সঙ্গে সুপারমার্কেটের শব্জির তুলনাই হয় না।
  • Blank | 59.93.197.216 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০১:১৯407862
  • ২০৪০ এ সব্জি !!! বটিকা ইন্ডিকা বড়ি থাকবে, একটা খেলেই সারাদিন কাজ শেষ
  • rokeyaa | 203.110.243.21 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০১:৫৩407867
  • স্টেশনে ঢুকে বাঁদিকের স্টল থেকে একটা "জাগো বাংলা' নিলো, আজ একবার ইউনিয়নের অফিসে যেতে হবে তো! এমনিতে ও বাড়িতে গুরুচন্ডালিই রাখে, কিন্তু কাজে কম্মে কোথাও যেতে হলে বগলে একটা "জাগো বাংলা' থাকাটা দরকার। এ:হে, মনে পড়ে গ্যালো, আজ সকালেই কাগজে দেখেছে, ব্ল্যাঙ্কি "বটিকা ইন্ডিকা' আবিষ্কারের জন্য নোবেল পাচ্ছে, একটা ফোন অন্তত: করতেই হয়, সেই কতদিনের পরিচয়! তবে এইটা নিয়ে গুরু একটু বেশীই বাড়াবাড়ি করেছে। হোক না নিজেদের লোক, তাই বলে লবি করে নোবেলটাই পাওয়াতে হবে? আগে আনন্দবাজার নিজেদের লোককে আনন্দ পুরষ্কার দিতো, এরা তো সেই রকম শুরু করে দিলো!
  • shyamal | 72.24.207.153 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৫:৩১407868
  • বাঙালী খাবে বটিকা? যে বাঙালীর প্রধান রিক্রিয়েশন খাওয়া। দেখেননি একটা রেস্টুরান্ট হয়েছে, নোলা?

    খড়দা ষ্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে গেলে কতগুলো টিকিট ব্যারিয়ার আছে। টিকিট কাটা থাকলেই প্ল্যাটফর্মে যেতে পারবেন। দীপ একটা ব্যারিয়ারে ঢুকে একটি ফুটোয় চোখ রাখল। ব্যারিয়ার খুলে গেল। ওর চোখের ছাপ কম্পিউটারে রাখা আছে। সেই ছাপ ব্যবহার করে ও ট্রেনের টিকিট, টেলিফোন, ইলেকট্রিক বিল, বাড়ির ধার শোধ, প্লেনের টিকিট, সিনেমার টিকিট -- যাবতীয় বিল দেয়, বাজার করে। ক্রেডিট কার্ড উঠে গেছে।
    ট্রেনে উঠে একটা জানালার ধারের সীটে বসে ব্যাগ থেকে কাগজটা বের করল। ট্রেনে ক্লাইমেট ক®¾ট্রাল আছে - সারা বছর ২১ ডিগ্রি সেলসিয়াস। কাগজ বলতে একটা রোল করা প্লাস্টিকের টুকরো। এক ফুট বাই দেড় ফুট। আসলে ওটা একটা কম্পিউটার । এখন প্রায় সারা পৃথিবীর যে কোন জায়গায় তারবিহীন ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। বিনে পয়সায়। সব সরকার এটা একটা অত্যাবশ্যক পরিষেবা বলে ফ্রিতে দেয়। আনন্দবাজার আর আরো দেশ বিদেশের কতগুলো কাগজে চোখ বুলিয়ে নিল।

    আগামী সপ্তাহে ব্রাসিলিয়াতে মন্দার একটা এক সপ্তাহের ট্রেনিং আছে। কলকাতা-নিউ ইয়র্ক-ব্রাসিলিয়া। মোট উড়ানের সময় লাগবে চার ঘন্টা। কিন্তু নিউ ইয়র্কে বসতে হবে দু ঘন্টা। মন্দা বলছে, সকালে লুচি, তরকারী খেয়ে বেরিয়ে যাবে। ব্রেজিলে গিয়ে লাঞ্চ করবে।
  • dipu | 121.243.161.234 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৮:২৯407869
  • সচিন ২০৪০ বিশ্বকাপের পর অবসর গ্রহণের ইছা প্রকাশ করেছেন।

    পোষেনজিত 'চিলিতে চুলোচুলি' সিনেমার জন্য সেরা অভিনেতার অস্কার পেয়ে জানিয়েছেন "আরো আগেই পেতে পারতাম"। এ ছবিরই অষ্টাদশী নায়িকা ঝিংকি সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন।

    ধুম ৩৭ রিলিজ করল বলে।
  • Bhuto | 203.91.207.30 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ০৯:৪৩407870
  • ম্যাগজিনের দোকানে জনৈক ভদ্রলোক - দাদা একটা পেপার দিন তো, না না আনন্দবাজার নয়,গুরুচন্ডালী দিন।
  • Riju | 125.17.122.22 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২৫407871
  • ২০৪০ - মমতা আবার বলবে "হয় এবার নয় নেভার"
  • Binary | 70.64.8.206 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১০:৩৪407872
  • জ্যোতিবাবু পলিটব্যুরো বৈঠকে, যোগ দেবেন, স্থির হয়েছে।
  • dipu | 207.179.11.216 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৭407841
  • বাংলার সমস্ত রাজনৈতিক দলের নেতারা সতেরো ঘন্টা ম্যারাথন বৈঠকের পর এক ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছেছেন - এক বছরে কিছুতেই বাহাত্তরের বেশি বনধ ডাকা যাবে না। আরো ঠিক হয়েছে "স্বামীকে দিলাম হামি' সিনেমায় তীব্র উত্তেজক দৃশ্য দেখানোর প্রতিবাদে এবং সিনেমাটি ব্যান করার দাবিতে ডিসেম্বরের ১ থেকে ১২ তারিখ লাগাতার বনধ পালিত হবে।
    বৈঠকের পর গুরুচন্ডালি পত্রিকার সম্পাদকের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী এই ঐতিহাসিক লগ্নে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়ে "রাজ্যে বিদেশি বিনিয়োগের পথ আবার খুলে গেল' - মন্তব্য করেছেন। প্রাগুক্ত সিনেমাটি দেখেছেন কিনা প্রশ্ন করা হলে মুচকি হেসে উনি প্রশ্নটি এড়িয়ে যান।
  • Bhuto | 203.91.207.30 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:২৭407842
  • ২০৪০- সবাই জিগাচ্ছে - কি রে ভুতো বিয়ে কবে করবি?
  • dipu | 207.179.11.216 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৩৭407843
  • খিক :)
  • Bhuto | 203.91.207.30 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১২:৪৬407844
  • ২০৪০:
    পুত্র : বাবা অংক করবো না এখন। বাংলা পড়বো।
    পিতা: কি যে তোদের বাংলায় পেয়েছে,দুই ভাইয়ে মিলে দিন রাত খালি বাংলাই পড়ে চলেছিস। অন্য বিষয়ও তো পড়তে হবে নাকি।
    পুত্র: কি করবো বাবা আমাদের তো এই বছরটাই। এই বছরটার জন্যে এতদিন অপেক্ষা করলাম। এই বছরের বাংলা বইয়ের মতো বই তো আর কোনো ক্লাসের সিলেবাসে নেই। এটা কি করে মিস করি। তাই বার বার পড়ি।
    পিতা: কি ব্যপার? কি আছে এত ইন্টেরেস্টিং এর মধ্যে।
    পুত্র: মহর্ষি বুনান বোসের জীবনী। এটা পড়লে জানা যায় সুইজ্যারল্যান্ডের মত অন্য টাইমজোনে জন্ম নিয়েও কলকাতা ও ভারতবর্ষ নিয়ে তাঁর ভাবনাচিন্তা একমূহুর্তের জন্যেও কক্ষচ্যুত হয়নি। তাঁর মহিমা অসীম,যেমন তাঁর অবদান।
    পিতা: আরে আগে বলবি তো,আমি তো ওনাকে সচক্ষে দেখেছি । দে দে বইটা দে আমি পড়ি। তোরা পরে পড়িস,আজকের মত তোদের ছুটি।
  • dri | 75.3.201.181 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:১৪407845
  • ২০৪০

    প্রেস্টিজিয়াস একোল দ্য সোশিওলোগি ইন কোলাঘাট-আপন-রূপনারায়ণে কম্প্যারেটিভ সোশিওলজির অধ্যাপক টুংকাই। ওনার রিসার্চ ইন্টারেস্টের বিষয় -- আ রিলেটিভ স্টাডি অব দা গ্রেট ডিপ্রেশান অব নাইন্টিন থাট্টিজ অ্যান্ড দা গ্র্যান্ড ডিপ্রেশান অব টু থাউজেন্ড টেন।
  • sinfaut | 203.91.207.30 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৩:৪০407846
  • শ্যামলবাউ কি "মাইনরিটি রিপোর্ট" সদ্য দেখিয়াছেন?
  • shyamal | 72.24.207.153 | ১৮ ফেব্রুয়ারি ২০০৯ ১৭:১৮407847
  • না: দেখিনি। সিনেমা কি?
  • m | 59.93.162.184 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০০:৩৬407848
  • ২০৪০ বারুইপুরে নতুন সেজ
    সুরা শিল্পে বাঙালীর অভ্যুত্থান।
    সুরার কারিগর দ্বৈপায়ন বসু
    'বুনস' কোঅম্পানীর ফিতে কাটতে চলেছেন।কিন্তু শেষ মুহুর্তে বাংলার দিদির অনশন।

    এই অনশন ভাঙবে কি এক বোতল 'বুনস" এ?
  • d | 117.195.37.76 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ০৭:৪০407849
  • ছোট m,

    এখানে বহুদিন থেকে m নামে একজন লেখেন ও সম্প্রতি M নামেও একজন এসেছেন। আপনি নামটা একটু পরিবর্তন করে নিন। m এর সাথে আর ২-১টা অক্ষর জুড়ে নিন।
  • dri | 75.3.201.181 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১০:১৬407850
  • ২০৪০ এ বাংলার দিদি 'বাংলার দাদী' হয়ে যাবেন। ঐ বয়েসে না খেলে তাকে অনশন বলা যাবে না। 'লাগাতার বারব্রত' বলা গেলেও যেতে পারে।
  • M1 | 59.93.165.201 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:০৪407852
  • অর্থনৈতিক মন্দা আবার ফিরিয়া আসিবে,ভিসিয়াস সাইকেল
  • dipu | 207.179.11.216 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:১৭407853
  • সকাল সকাল ই কি অলুক্ষুণে কতা!!!
  • M | 118.69.91.16 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১১:৫৮407854
  • ঋভু স্পেসে যাবে আর আমি পাশে বসে থাকবো, চাঁদের পাশ দিয়ে সো ও ও ও ও জাআআআআআ.........
    উপস, ততদিনে সেই বটিকা যেটা দিনে একবার জল দিয়ে ঢকাস করে গিলে নিলে আর সারা দিনে কিছুটি খেতে হবে না আর অ্যা করতে যেতে হবে না, বাজারে এসে গেলে বাঁচি, রান্নাঘর বলে আর কিছু থাকবে না, কি মজা।।
  • Arijit | 61.95.144.123 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০২407855
  • না: ওই বটিকা আমার মোটেও পছন্দ নয়। ওভাবে খাওয়ার কোনো মানে নাই। তবে একটা কুকার হলে মন্দ হয় না যাতে বোতাম টিপলেই পছন্দমতন খাবার বেরিয়ে আসবে।

    আরেকটা রোবট - যেটা চুল টেনে দেবে।
  • lcm | 69.236.185.129 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:০৪407856
  • পংকজ রায়-এর চল্লিশ বছর পর এসেছিল সৌরভ গাঙুলি, তাহলে হিসেব মতন ২০৪০-এ আর একটা সৌরভ ফুল ফর্মে খেলছে।
  • dipu | 207.179.11.216 | ২৭ ফেব্রুয়ারি ২০০৯ ১২:১৯407857
  • কার লেখায় পড়েছিলাম মনে নেই- একটা যন্ত্র, যার একদিক দিয়ে পাঁঠা ঢোকালে অন্যদিক দিয়ে চপ, কাটলেট বেরোয় - খাওয়ার শেষে যদি কিছু বাঁচে, তাহলে আবার ঐদিক দিয়ে ঢুকিয়ে দিলে এইদিক দিয়ে কচি পাঁঠা বেরিয়ে ব্যা ব্যা করে ঘাস খায়। ঐরকম একটা যন্ত্র ২০৪০ এ ও না বেরোলে খেলব না।
  • Tim | 71.62.2.93 | ৩০ মার্চ ২০০৯ ০৪:৩১407858
  • ২০৪০!
    বুনুবসুর ""বুনান অভিধানের"" আঠাশতম এডিশন বেরোলো
    পাতাল রেল শান্তিনিকেতন অব্দি সম্প্রসারিত হয়েছে, তবে গড়িয়া-দমদম রুট এবং ভায়া যতীন দাস পার্ক সমস্ত রুট অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে।
    কলকাতায় আর লোকে থাকেনা। সর্বত্র মল। :)
  • pinaki | 131.151.102.250 | ৩০ মার্চ ২০০৯ ০৫:২৮407859
  • ২০৩৪ এর পর আবার বছরের সেরা আইটেম নাম্বারের পুরস্কার পেলেন রেখা।
  • pinaki | 131.151.102.250 | ৩০ মার্চ ২০০৯ ০৫:৪০407860
  • এবং সম্প্রতি চালু হওয়া পাঁচ ওভারের ক্রিকেট জনপ্রিয়তায় পৃথিবীর অন্য সমস্ত খেলাকে পিছনে ফেলে দিয়েছে। এবছরের বিশ্বচ্যাম্পিয়ন চীন। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, ২০২৮-এ চীনা কমিউনিস্ট পার্টিতে আর একটি বড় সংস্কার হয়। সেখানে দুটি ঐতিহাসিক সিদ্ধান্ত হয় - ১) কর্পোরেট পুঁজি টানার প্রতিযোগিতায় ভারতের থেকে এগিয়ে থাকতে চীন ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। ২) আমেরিকায় সামরিক ঘাঁটি বানাবে চীন, কারণ ২০২২ এর ক্যু-এর মাধ্যমে তারা আমেরিকাতে যে পুতুল সরকার বসিয়েছিল - তার বিরুদ্ধে সেখানে কিছু বিক্ষোভ দেখা দিচ্ছিলো।
  • Arpan | 216.52.215.232 | ৩০ মার্চ ২০০৯ ১২:০৭407861
  • ২০৪০: আঠাশতম সাধারণ নির্বাচনের আগে পুনরায় তৃতীয় ফ্রন্ট গঠিত হল বামদলগুলির নেতৃত্বে। আগামী কয়েক সপ্তাহে আরো কয়েকজন প্রাক্তন প্রধানমন্ত্রী যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
  • Arijit | 61.95.144.123 | ৩০ মার্চ ২০০৯ ১২:৩৩407863
  • ওটা আঠাশ তুমি সিওর? যে রেটে চলছে তাতে চুয়াল্লিশ হবে না সেই গ্রান্টি কোথায়?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন