এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Guruchandali | 173.26.17.106 | ১১ মে ২০০৯ ০৩:১৮410500
  • -----------------------------
    নতুন খবর্নয়? : বন্ধ কারখানা (১০ই মে ২০০৯)

  • Guruchandali | 173.26.17.106 | ১৮ মে ২০০৯ ১০:৩১410511
  • -----------------------------
    নতুন খবর্নয়?(১৭ই মে ২০০৯) : সলওয়া জুডুম এবং অন্যন্য
    -----------------------------
  • d | 144.160.5.25 | ১৮ মে ২০০৯ ১২:২৬410522
  • ওফ!!
  • Guruchandali | 173.26.17.106 | ২৪ মে ২০০৯ ১০:৩৯410533
  • ------------------------------------
    নতুন খবর্নয়? (২৪ শে মে ২০০৯) : টুকরো খবর
    ------------------------------------
  • Guruchandali | 173.26.17.106 | ০১ জুন ২০০৯ ১০:৩৬410542
  • ------------------------------------
    নতুন খবর্নয়? (৩১ শে মে ২০০৯): আইলা
    ------------------------------------
  • Blank | 170.153.65.102 | ০১ জুন ২০০৯ ১৩:৩৫410543
  • খবর্নয়ের লিংকে হারিকেনের ক্যাটেগরি গুলো পেলাম না। এখানে দিয়ে গেলাম,
    http://www.medterms.com/script/main/art.asp?articlekey=38905
  • intellidiot | 220.225.245.130 | ০১ জুন ২০০৯ ১৪:৩৩410544
  • খবর্নয় এর লিংকটাতে শেষে একটা 'z' জুড়ে গ্যাছে। ওটাকে বাদ দিতে হবে। আসল লিংকটা http://www.weather.com/newscenter/slideshow/ssscale.html

    একটা ছবি দিয়ে বেশ ভাল দেখান হয়েছে বিভিন্ন ক্যাটেগারির হ্যারিকেনের অভিঘাতের রকমফের।
  • Abhyu | 65.13.24.158 | ০২ জুন ২০০৯ ১০:১২410546
  • আইলা'র ত্রাণের জন্যে http://www.ashanet.org/
  • Abhyu | 65.13.24.158 | ০২ জুন ২০০৯ ১০:১৬410501
  • আগের পোস্টটা সম্পর্কে: কেউ ইন্টারেস্টেড হলে আমাকে মেল করবেন - পদ্মনাভর লেখা থেকে কোট করি "Mukti and BTS have been updating their status in http://muktiweb.org/aila/ They targetted to support 25000 people (in worst affected areas) with Rs 200 or $4 each. That comes around 100K. They have raised 30-40K from organizations like AID and others. They expect 30-40K USDs from Asha and in such situation, Asha NYC/NJ will probably send 5K, Asha Atlanta 2K and I request you to allocate the remaining amount 20-30K on an emergency basis.

    If $4 can save a life, I believe this is the time to act."

  • Ishan | 12.163.39.254 | ০৩ জুন ২০০৯ ০২:০৩410502
  • আরেকটা আবেদন তোলা হয়েছে। এখানেই লিংকটা দিয়ে দিই।

    http://www.guruchandali.com/temp/appeal.pdf

    এবারের খবর্নয়ের ছবিগুলো এঁদের কাছ থেকেই নেওয়া।
  • Guruchandali | 173.26.17.106 | ০৮ জুন ২০০৯ ০৮:৫৯410504
  • ------------------------------------
    নতুন খবর্নয়?(৭ই জুন ২০০৯) -- পরিবেশ
    ------------------------------------

  • dipu | 207.179.11.216 | ০৮ জুন ২০০৯ ১০:২৩410505
  • পরিবেশ ও জীবিকা ধ্বংস করে দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে পেরুর আদি বাসিন্দাদের বিক্ষোভ ব্যাপক আকার নিয়েছে .....http://en.wikipedia.org/wiki/2009_Peruvian_political_crisis
  • dri | 117.194.227.194 | ০৮ জুন ২০০৯ ১০:৩৮410506
  • এবারের প্রথম নন-খবরটা (বারোয়ারী ডাস্টবিন?) শকিং। জানা ছিল না। বিশেষ করে ভারত যে সই করতে চাইছে না এই ব্যাপারটা। খুব গুরুত্বপূর্ণ পিস অব ইনফো। অনেককে এই ইস্যুটাতে সেন্সিটাইজ করতে পারলে ভালো।
  • dri | 117.194.230.237 | ০৮ জুন ২০০৯ ১০:৫১410507
  • পরিবেশদুষণ ও জনসংখ্যা - এই ইস্যুটা বেশ ট্রিকি। খবরের প্রেজেন্টেশানে এর বিভিন্ন আসপেক্ট বাদ পড়েছে।
  • sb | 78.52.239.238 | ০৮ জুন ২০০৯ ১৪:০১410508
  • পরিবেশ কি? খায় না মাখে? ফালতু বাওয়াল - (পরিবেশ মন্ত্রক)
  • Blank | 170.153.65.102 | ০৮ জুন ২০০৯ ১৫:২৭410509
  • পরিবেশ জিনিসটা কি এই নিয়ে সত্যি প্রচুর ধরনের আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে। ব্যপারটা মোটেই লিনিয়ার না, যদিও আমরা ছোটবেলা থেকে বাংলা রচনা লিখে আসছি 'পরিবেশ দুষন' নিয়ে। কিন্তু সত্যিকারের পরিবেশ দুষনের বিষয় গুলো অত লিনিয়ার হলে আর চিন্তা থাকতো না।
    কিছুদিন অন্তর অন্তরই দেখছি বিভিন্ন নতুন ডেটা তৈরী হচ্ছে দুষন নিয়ে।
    হিরোশিমা র এফেক্ট বা চেরনোবিলের এফেক্ট যেমন সরাসরি দেখা যায়, পরিবেশ দুষন নিয়ে এফেক্ট গুলো অত সহজে হিসেব করা যায়।
    এই নিয়ে একটা টই খুললে হয়, যদি বাকি সবাই মাত্তর দু পয়সা করে দেন।
  • Arijit | 61.95.144.123 | ০৮ জুন ২০০৯ ১৫:৪৮410512
  • আর ণ
  • Arijit | 61.95.144.123 | ০৮ জুন ২০০৯ ১৫:৪৮410510
  • ঊ ঊ দূ, নট উ
  • sb | 78.52.239.238 | ০৮ জুন ২০০৯ ১৬:৪৫410513
  • 'দুষন' দিয়ে পরিবেশ দূষিত করে দিল:-)
  • shyamal | 67.60.248.108 | ০৮ জুন ২০০৯ ১৭:০২410514
  • বারোয়ারী ডাস্টবিন : এই খবর নতুন কিছু নয়। বাংলাদেশে আরো বেশী বর্জ্য পদার্থ রপ্তানী (?) হয়। ভারতে যা আসে অনেক ক্ষেত্রেই বেআইনীভাবে। উন্নতদেশে প্রতি বছর কয়েক কোটি পুরোনো ল্যাপটপ আর ডেস্কটপ ফেলা যায়। এগুলো কিন্তু বর্জ্য পদার্থের একটা বড় অংশ। ভারতীয় কোম্পানীরা আমদানী করে কারণ এর থেকে অনেক মুল্যবান ধাতু ও যন্ত্রাংশ বের করে রিসাইকল করা হয়। সেটা কিন্তু নেহাত খারাপ নয়। সমস্যা হল, যে সব বাচ্চা ছেলে একাজ করে তাদের বিষাক্ত ধাতুতে, যেমন পারদ , ক্ষতি হয়। এটা যদি রেগুলেট করা যায়, পুরো ব্যাপারটা খারাপ নয়। আর এর থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হল উন্নয়ন যাতে মানুষ আর এরকম অস্বাস্থ্যকর কাজ করতে রাজী হবেনা।

    অ্যাসবেস্টস : পশ্চিমি দেশে অনেকদিন যাবৎ নিষিদ্ধ। কিন্তু ভারতে চলে। যেমন চলে ডিডিটি। বহুদিন ধরে উন্নত দেশগুলোতে নিষিদ্ধ। আমি যতদূর শুনেছি, আপনার চাল যদি অ্যাসবেস্টসের হয়, তাতে আপনার ক্যান্সার হবেনা। হবে যদি আপনি অ্যাসবেস্টসের কারখানায় কাজ করেন। ঐ গুঁড়ো নাকে গেলে সেটা ক্ষতিকারক।

    পরিবেশদূষণ : এটা তো সবাই জানেন যে উন্নত দেশগুলো মাথাপিছু সব জিনিষ অনেক বেশী কনজিউম করে। অনেক বেশী পেট্রোলিয়াম, অনেক বেশী শস্য ( এক পাউন্ড মাংস তৈরী করতে বোধ হয় আট পাউন্ড শস্য লাগে), অনেক বেশী বিদ্যুৎ, অনেক বেশী জল ইত্যাদি। ভারত, চীন যত উন্নত হবে, তত এসব রিসোর্সে টান পড়বে। একমাত্র তখনই উন্নতদেশগুলো তাদের কনজাম্পশন কমাতে বাধ্য হবে। সেই চাহিদা আর যোগানের মানে খোলা বাজারের গল্প। দেখুন না, গত বছর তেলের দাম হুহু করে বাড়ায় আমেরিকার রাস্তায় বেশ কিছু স্কুটার দেখা গিয়েছিল। এমনিতে আমেরিকানরা স্কুটার কেনেনা। দুচারজন শখ করে তৃতীয় গাড়িটার পর একটা মোটরবাইক কেনে।

    ভারতে পরিবেশ সুরক্ষা : এই মন্ত্রক এবারে পেয়েছেন জয়রাম রমেশ। অত্যন্ত বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তি। সবাই বলেছিল এনাকে আরো গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া উচিৎ ছিল। কিন্তু মনমোহনের বক্তব্য হল, পরিবেশ দূষণ সার্টিফিকেট বের করতে শিল্পপতিদের ঘাম ছুটে যায়। আর দূষণের ইন্সপেক্টর রেখে কি লাভ হয়? তাকে ঘুষ দিলেই তো সার্টিফিকেট বেরিয়ে আসবে। মাঝ থেকে হ্যারাসমেন্ট। এটা কমানোর জন্য জয়রাম এই দপ্তর পেয়েছেন।

    সবার নী-জার্ক রিঅ্যাকশন হল, কোন সমস্যা হলে একটা আইন এনে গোটা কয় ইন্সপেকটর বসিয়ে দাও। সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রায় দুদশক আগে এক বিশিষ্ট শিল্পপতি বলেছিলেন, সরকার মনে করে সব শিল্পপতি অসাধু আর সব ইন্সপেক্টরের মত সাধু লোক ভূভারতে খুঁজে পাওয়া যায়না।
  • Samik | 219.64.11.35 | ০৮ জুন ২০০৯ ১৭:০৬410515
  • জয়রাম রমেশের স্পিচ আমি সামনে থেকে শুনেছি। অতি চিন্তাশীল ব্যক্তি। উদ্যমী। পরিবেশ নিয়ে চিন্তাভাবনাতেও আছেন।
  • Blank | 170.153.65.102 | ০৮ জুন ২০০৯ ১৭:১৬410516
  • মশা মারার জন্য ডিডিটির চেয়ে ভালো জিনিস আর নেই। ভারতের মতন দেশে যেখানে ম্যালেরিয়া জিনিসটার ভয়ানক প্রভাব, সেখানে ডিডিটি নিষিদ্ধ করা সম্ভব না।
    আর ডিডিটি সত্যি কতটা ক্ষতিকর তাই নিয়ে অজস্র দ্বিমত আছে। WHO ওটাকে টক্সিক হিসেবে মডারেট গ্রেডে ফেলে।

    অনেক দেশেই বাচ্চাদের খাবারে আজিনামটো দেওয়া নিষিদ্ধ। এখানে এই ধরনের কোনো নিয়মই নেই। বাচ্চারা এন্তার চাইনিজ খায়, সাথে আজিনামটো। চীনেও নিশ্চয় খায়।
  • pi | 69.143.119.233 | ০৮ জুন ২০০৯ ২০:৫১410517
  • শ্যামলবাবু, চাল অ্যাসবেস্টসের হলে ই ক্যান্সার হবে এমন না, কিন্তু ঐ চাল কোনোভাবে ভেঙ্গে গেলে, কোনোকারণে তার ক্ষয় ক্ষতি হলেই মুশকিল। আর আর এগুলো তো আকছার হয়েই থাকে।

    এখানে দেখুন, আমেরিকায় এখনো যেসব পুরানো বাড়িতে অ্যাসবেস্টস রয়েছে, তাদের কত সাবধানতা অবলম্বন করতে বলছে।

    http://www.epa.gov/iaq/asbestos.html

  • pi | 69.143.119.233 | ০৮ জুন ২০০৯ ২২:৪২410518
  • মশা, ম্যালেরিয়া, ডিডিটি এসব নিয়ে দুচারখান কথা ছিল।

    ব্ল্যাংকি, ডিডিটি ঠিক কতটা ক্ষতিকারক তা নিয়ে যেমন বিতর্ক আছে তেমনি ডিডিটি যেখানে বন্ধ করা হয়েছে, সেখানে সেট ম্যালারিয়ার পুনরার্বিভাবের জন্য কতটা দায়ী, সেও কিন্তু তর্ক সাপেক্ষ। মানে এত পরস্পরবিরোধী তথ্য আছে আর এই রিসরে্‌র্‌জন্সের পিছনে ড্রাগ, ভেক্টর রেসিস্টেন্স ইত্যাদি আরো এত গল্প আছে আছে যে এক কথায় শেষ কথা বলে দেওয়া চাপ।

    আর এটাও ঘটনা যে, ডিডিটির মানুষের উপর ঠিক কতটা মাত্রায় ক্ষতিকারক তা নিয়ে এখনো তর্ক থাকলেও, একোলগির উপরে এর ক্ষতিকর দিক কিন্তু প্রমাণিত। ডিডিটি যেসব পাখিদের অস্তিত্ব বিপন্ন করছিলো বলে মনে করা হয়েছিল, এর ব্যবহার কমানোর সাথে তাদের সংখ্যা আবার অনেক বাড়তে শুরু করেছে।

    তর্ক করলে বরং এও বলা যেতে পারে, ভারত তো ডিডিটি ব্যান করেনি, কিন্তু ম্যালেরিয়ার রিসার্জেন্স ভারতে যেভাবে হয়েছে আর এখনো বছর কে বছর অবস্থা যেরকম খারাপ থেকে খারাপতর হচ্ছে,সেটা ডিডিটি ব্যান করা অন্য গরীব আফ্রিকান দেশগুলির থেকে খারাপ বই ভাল না।

    আর আরো একটা কথা মাথায় রাখা দরকার।
    'মশা মারার জন্য ডিডিটি র চেয়ে ভালো জিনিস আর নেই'। কমরেড, একথাটা কিন্তু এত সহজে বলে দেওয়া যায়না। মশাদের ডিডিটি র প্রতি রেসিস্ট্যান্সের প্রচুর কেস রয়েছে। হ্যাঁ, ম্যালারিয়া বাহী মশাদের ই ।এনিয়ে গুচ্ছ গুচ্ছ পেপার রয়েছে।
    ভারতে ?
    As of 1996, individuals of An. culicifacies, one of the six most important vectors of malaria in India, had been found resistant to DDT in 18 states and 286 districts

    পেপারের লিংক আর দিলাম না।
    হিন্দুর এই রিপোর্ট টা পড়ে দেখতে পারিস
    http://www.hindu.com/2006/09/27/stories/2006092701891500.htm

    আর যেকোন রেসিস্ট্যান্সের গড়ে ওঠার মত ডিডিটি রেসিস্ট্যান্সের বেলাতেও বড় কারণ কিন্তু এর নিয়ন্ত্রণবিহীন যথেচ্ছ ব্যবহার।
    তাই চাষের কাজে কীটনাশক হিসেবে এর বিপুল ব্যবহার বন্ধ করার দাবীর যথেষ্ট ই যৌক্তিকতা আছে ( এবং যেটা আমাদের দেশে মোটেও মানা হচ্ছে না : 70% of all insecticides in India are DDT and BHC (benzene hexachloride), and their use is increasing at a rate of 6% a year in India. Both of these pesticides are persistent, and accumulate in soil, water, and biological organisms, and thus were banned in the US. Due to the increasing use of DDT and BHC in India, food contamination is expected to increase (Pimentel, 1997). ,এনিয়ে লেটেস্ট তথ্য কি জানিনা।)

    তবে ডিডিটি শস্তা এবং এর কার্যকরিতা ও আছে নিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করলে।
    তাই বহু ম্যালারিয়া বিজ্ঞানীর দাবী ছিল এইটি, "DDT to be sprayed in small quantities on the interior walls of homes, where it acts as a repellent to the disease-carrying insects. The scientists argue that if the pesticide, which is cheap and effective, must be eliminated, it should be phased out gradually, and only if Western countries conduct research on the more expensive alternatives and help pay for them."

    আর এনাদের কথামতন ই বোধহয় WHO আবার ম্যালারিয়ার জন্য ডিডি টি ব্যবহার করা যাবে বলেছে। তবে ঐ,মিয়ন্ত্রণে না রেখে আর রেসিস্ট্যান্স ইত্যাদির নিয়মিত পরীক্ষার ব্যবস্থা না রেখে ব্যবহার করলে লাভের চেয়ে ক্ষতি বেশি।
  • Blank | 59.93.219.242 | ০৯ জুন ২০০৯ ০০:৪২410519
  • সেই তো এক ই জিনিস হলো। আমিও ও তো তাই বলছি যে এই ব্যপারগুলোর লিনিয়ার ইক্যুয়েসান হয় না। পক্ষে বা বিপক্ষে অজস্র ভ্যালিড স্ট্যাটিসটিকস আর ডেটা আছে। তাই দুম করে ভালো খারাপ লাইন টানা মুশকিল।
    ইকোলজি ব্যপারটাও সব ক্ষেত্রে তর্ক সাপেক্ষ। একটা পারফেক্ট ইকোলজিকাল সিস্টেমে স্ট্রাগল ফর এক্সিসটেন্স জিনিসটা ফর্মুলার অঙ্ক হয়ে যাবে। সেটা বেশী ক্ষতিকর। সারাক্ষন ইকোলজিকাল ব্যালেন্স পাল্টায় বলেই ইভোলিউশান হয় (মোটামুটি একটা কথা), এটি থিওরি টা অনেকে মানেন। তাই ইকোলজির ক্ষতির হিসেব গুলো ও আলাদা হয় প্রতি মুহুর্তে।
  • Blank | 59.93.219.242 | ০৯ জুন ২০০৯ ০০:৪৪410520
  • কপিরাইট বা অন্য সমস্যা না থাকলে আমাকে একটু মেলে পাঠিও পেপারটা।
  • pi | 128.231.22.89 | ০৯ জুন ২০০৯ ০১:২৯410521
  • 'মশা মারতে ডিডিটি র চেয়ে ভাল জিনিস আর কিছু নেই' কি 'ভারতের মতন দেশে যেখানে ম্যালেরিয়ার ভীষণ প্রভাব, সেখানে ডিডিটি নিষিদ্ধ করা সম্ভব না' ... তোর এই কথাগুলো কিন্তু বড্ড লিনিয়ারাইজ করার মতন ই শোনাচ্ছিলো , তাই অত কথা। :)

    যাগ্গে, কোন পেপার ?

    ম্যালারিয়ার মশাদের ডিডিটি কে বৃদ্ধাংগুষ্ঠ প্রদর্শন সংক্রান্ত ?

    এতো অনেক পুরানো কাজ।

    http://www.ncbi.nlm.nih.gov/pubmed/13701097?ordinalpos=22&itool=EntrezSystem2.PEntrez.Pubmed.Pubmed_ResultsPanel.Pubmed_DefaultReportPanel.Pubmed_RVDocSum

    এখন তো কোন জিনের জন্য এত প্রতিরোধ টোধ করার সাহস, তা ও বেরিয়ে গেছে।
    http://www.pnas.org/content/105/26/8855
    ফুল পেপার টা না খুললে বলিস, পাঠিয়ে দেবো।

    আর ডিডিটি র মাছ, পাখির উপর বিষক্রিয়া নিয়ে তথ্য গুলো তে বোধহয় কোন পরস্পর বিরোধিতা নেই।
    একটা পুরানো, কিন্তু বেশ কম্প্রিহেন্সিভ রিভিউ।

    http://www.inchem.org/documents/ehc/ehc/ehc83.htm
  • dri | 117.194.226.13 | ০৯ জুন ২০০৯ ১০:১৬410523
  • সবই তো বোঝা গেল শ্যামলবাবু, কিন্তু ভারত কেন চুক্তিতে সই করল না? আর ধাতু আর যন্ত্রাংশ রিসাইক্‌ল করা যদি এতই ভালো কাজ তাহলে প্রথম বিশ্বের মানুষ এসব করে না কেন? আর আপনার কথামত সবার উন্নয়ন হয়ে গেলে এই ভালো কাজটা তবে কে করবে?

    চুক্তিতে সই না করে কার স্বার্থ ভারত দেখছে? নিজের দেশের বাচ্চাদের, না নিজের দেশের শিল্পপতিদের (যারা সস্তায় সেকেন্ড হ্যান্ড যন্ত্রাংশ যোগাড় করতে চান), না আন্তজাতিক শিল্পপতিদের (যারা একটা পার্মানেন্ট ডাম্পইয়ার্ড চান)।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন