এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • রবি ঠাকুরের লেখা থেকে

    shyamal
    বইপত্তর | ০৫ মে ২০০৯ | ৩৪০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • shyamal | 24.117.212.59 | ০৫ মে ২০০৯ ০১:১১410663
  • দেখলাম রবি ঠাকুরের সাহিত্যের ওপর কোন টই নেই। তাঁর রসবোধ ও উইট আমি এ পর্যন্ত খুব কম বাংলা সাহিত্যিকের মধ্যেই পেয়েছি। কিছু কিছু অংশ তুলে দেব। আপনারাও দিন। আলোচনা করুন।
  • shyamal | 24.117.212.59 | ০৫ মে ২০০৯ ০১:১৪410674
  • চোখের বালি থেকে তুলে দিচ্ছি কিছুটা। মহেন্দ্রের বন্ধু বিহারী। মহেন্দ্রের কাকীমা অন্নপুর্ণার একটি বাপ মা মরা বোনঝি ছিল আশালতা। তার সাথে মহেন্দ্রের বিয়ে হয় এরকম একটা আশা ছিল। কিন্তু মহেন্দ্রের উৎসাহ নেই। সে ঠিক করল বিহারীর সঙ্গে মেয়েটির বিয়ে দেবে। দুজনে গিয়ে মেয়েটিকে দেখে এল। কিন্তু দেখে মহেন্দ্রের মন গেল গলে। তখন :

    রাত্রে মহেন্দ্রের ভাল নিদ্রা হইলনা। প্রত্যুষেই সে বিহারীর বাসায় আসিয়া উপস্থিত। কহিল, ভাই, ভাবিয়া দেখিলাম কাকীমার মনোগত ইচ্ছা আমিই তাঁহার বোনঝিকে বিবাহ করি।
    বিহারী কহিল, সেজন্য তো নতুন করিয়া ভাবিবার কোনো দরকার ছিল না। তিনি তো নানাপ্রকারেই ব্যক্ত করিয়াছেন।
    মহেন্দ্র কহিল, তাই বলিতেছি, আমার মনে হয়, আশাকে আমি বিবাহ না করিলে তাঁহার মনে একটা খেদ থাকিয়া যাইবে।
    বিহারী কহিল, সম্ভব বটে।
    মহেন্দ্র কহিল, আমার মনে হয়, সেটা আমার পক্ষে নিতান্ত অন্যায় হইবে।
    বিহারী কিঞ্চিত অস্বাভাবিক উৎসাহের সঙ্গে কহিল, বেশ কথা, সে তো ভাল কথা, তুমি রাজি হইলে তো আর কোন কথাই থাকেনা। এ কর্তব্যবুদ্ধি কাল তোমার মাথায় আসিলেই ভাল হইত।
    মহেন্দ্র : একদিন দেরিতে আসিয়াই কি এমন ক্ষতি হইল।

    এদিকে মহেন্দ্রের মা রাজলক্ষ্মী ভাবছেন, অন্নপুর্ণা তার বোনঝিকে গলায় ঝোলানোর চেষ্টা করছেন। তিনি মনে মনে খাপ্পা।

    মহেন্দ্র এসে বলল , মা আমি বিবাহ করিতে রাজি হইলাম।
    তিনি বললেন, একটি ভাল মেয়ে সন্ধান করিতেছি।
    মহেন্দ্র আশার উল্লেখ করিয়া বলিল, কন্যা তো পাওয়া গেছে।
    রাজলক্ষ্মী কহিলেন, সে কন্যা হইবেনা বাছা, তাহা আমি বলিয়া রাখিতেছি।
    মহেন্দ্র যথেষ্ট সংযত ভাষায় কহিল, কেন মা, মেয়েটি তো মন্দ নয়।
    রাজলক্ষ্মী: তাহার তিন কুলে কেউ নাই, তাহার সহিত বিবাহ দিয়া আমার কুটুম্বের সুখ কি হইবে?
    মহেন্দ্র : কুটুম্বের সুখ না হইলেও আমি দু:খিত হইব না, কিন্তু মেয়েটিকে আমার বেশ পছন্দ হইয়াছে মা।

    রাজলক্ষ্মী গেলেন অন্নপুর্ণার ওপরে ক্ষেপে।

    বাকি পড়ে নিন উপন্যাসটির থেকে।
  • shyamal | 24.117.212.59 | ০৫ মে ২০০৯ ০১:৩১410685
  • ১৬ বছর বয়সে ছেলেটা বৈষ্ণব সাহিত্যের বিদ্যাপতি, চন্ডিদাস বোধ হয় গুলে খেয়েছে। তাই লিখে ফেলল ভানুসিংহ ঠাকুরের পদাবলী আর দাদাদের বিশ্বাস করিয়ে ফেলেছিল যে সে একটি প্রাচীন পদাবলীর পুঁথি খুঁজে পেয়েছে।

    গহন কুসুমকুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশি বাজে
    বিসরি ত্রাস লোকলাজে সজনি, আও আও লো
    পিনহ চারু নীল বাস , হৃদয়ে প্রণয়কুসুমরাশ
    হরিণনেত্রে বিমল হাস কুঞ্জবনমে আও লো

    কিম্বা

    হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে কন্ঠে শুখাওল মালা
    বিরহবিষে দহি বহি গল রয়নী, নহি নহি আওঅল কালা
    বুঝনু বুঝনু সখি, বিফল বিফল স্ব, বিফল এ পীরিতি লেহা
    বিফল রে এ মঝু জীবন যৌবন, বিফল রে এ মঝু দেহা

    ১৬ বছর বয়সে লেখা। ভাবা যায় !
  • b | 203.199.255.110 | ০৫ মে ২০০৯ ০৯:১৩410694
  • বসে আছি পায়ের উপর পা মেলি,
    সামনে কত বকুল চাঁপা চামেলি।

    ক্ষণিকার কবিতা। কি অপূর্ব!
  • r | 125.18.104.1 | ০৫ মে ২০০৯ ১২:৩৪410695
  • এই কবিতাটি কবিগুরু ১৩১৩ বঙ্গাব্দে ডুমুরদহে বাসকালে লিখেছিলেন:

    গোষ্পদে প্রণিপাত নিপীড়িত বক্ষ
    প্রাধিকারে বিরচিত শূলপাণি যক্ষ
    দিঙ্‌নাগ ছয়লাপ গুরুভার কক্ষ
    মেঘ আসি কেশে যায় খ্যাক্ষ খ্যাক্ষ।
  • lcm | 69.236.160.205 | ০৫ মে ২০০৯ ১২:৪১410696
  • অসঙ্কোচে করিবে ভোজন রস ভোগ,
    সাবধানতা সেই তো মহা রোগ।
    যকৃত যদি বিকৃত হয়,
    স্বীকৃত রবে, কিসের ভয়,
    না হয় হবে পেটের গোলযোগ।
    ....
    "ভোজন বীর' কবিতা থেকে
  • lcm | 69.236.160.205 | ০৫ মে ২০০৯ ১২:৪৯410697
  • খাওয়া নিয়ে আরও অনেক আছে, যেমন এই ছড়াতে "শ্রাদ্ধ'...

    খেঁদুবাবুর এঁধো পুকুর, মাছ উঠল ভেসে;
    পদ্মমণি চচ্চড়িতে লঙ্কা দিল ঠেসে।
    আপনি এল ব্যাক্‌টিরিয়া, তাকে ডাকা হয় নাই,
    হাঁসপাতালের মাখন ঘোষাল বলেছিল, "ভয় নাই!'
    সে বলে, "সব বাজে কথা, খাবার জিনিস খাদ্য।'
    দশ দিনেতে ঘটিয়ে দিল দশ জনরাই শ্রাদ্ধ!
    ...
  • Sudipta | 122.169.130.241 | ০৫ মে ২০০৯ ১৩:৪৭410698
  • দুপুর বেলা খাওয়া দাওয়ার সময় বাটি ভর্তি সম্বর, রসম, ইডলি ধোসার ছড়াছড়ি দেখলে দু:খে একটা কবতে-ই মনে করে সামলে যাই :(

    "আমসঙ্কÄ দুধে ফেলি,
    তাহাতে কদলি দলি
    সন্দেশ মাখিয়া নিয়া তাতে-
    হাপুস হুপুস শব্দ
    চারিদিক নিস্তব্ধ
    পিঁপিড়া কাঁদিয়া যায় পাতে!"

    কোথা বা সেই আমসঙ্কÄ (টোকো আমগুলোকে আম বলা পাপ), কোথা সেই দুধ (এখানে সব-ই ভঁয়সা, গরুর দুধ বাড়ন্ত), কোথা সে মত্তমান কলা আর কোথা সেই নরমপাকের সন্দেশ!!! :-(((
  • Sudipta | 122.169.130.241 | ০৫ মে ২০০৯ ১৩:৫০410699
  • আর একটা বেশ মজার কবিতা ছিল, যেটা ছোটো রবিকে পাদপূরণ করতে দেওয়া হয়েছিল;

    "রবি করে জ্বালাতন, আছিল সবাই
    বরষা ভরসা দিল আর ভয় নাই"

    উত্তরে রবির পাদপূরণ ছিল

    "মীনগণ হীন হয়ে ছিল সরোবরে
    এখন তাহারা সুখে জলক্রীড়া করে"
  • r | 125.18.104.1 | ০৫ মে ২০০৯ ১৩:৫৫410664
  • এই কবিতাটি লেখা হয় ইস্পাহানে, ১৩২৫ বঙ্গাব্দে:

    নিরালোক সূর্য পরে কবুতর ডানা-
    মিলাল সে,
    রাখিল না ওড়ার স্বাক্ষর;
    সহসা মধ্যরাতে সাঁই সাঁই ফ্যাৎ ফ্যাৎ
    ফিরে এল অনিদ্র বিরহীর বক্ষে।
  • lcm | 69.236.160.205 | ০৫ মে ২০০৯ ১৪:০৩410665
  • "সাঁই সাঁই ফ্যাৎ ফ্যাৎ' ...বা... "কেশে যায় খ্যাক্ষ খ্যাক্ষ' - আহা! ....
  • Sudipta | 122.169.130.241 | ০৫ মে ২০০৯ ১৪:০৭410666
  • r কি এয়ার্কি করছে নাকি সত্যি এগুলো লিখেছিলেন উনি? (ছিরিয়াছ কোচ্চেন) :))
  • Samik | 122.160.41.29 | ০৫ মে ২০০৯ ১৪:১০410667
  • খি খি খি খি খি খি ...
  • Souva | 125.18.104.1 | ০৫ মে ২০০৯ ১৪:২৮410668
  • "সাঁই সাঁই ফ্যাত ফ্যাত"-টা পুরন্দর রবি কাপ্তেনের কাছ থেকে ঝেপেছে, না কি r পুরন্দরের কাছ থেকে ঝেপে দাদুর নামে চালিয়ে দিলে?
  • dipu | 207.179.11.216 | ০৫ মে ২০০৯ ১৪:৩২410669
  • খ্যা খ্যা খ্যা খ্যা খ্যা .....

    র দাকে দাদু ফোন করে খিস্তি দেবে
  • b | 203.199.255.110 | ০৫ মে ২০০৯ ১৫:২৪410670
  • আপনারা এটা ঠিক করছেন না। যিনি মাকালদের দু:খ অনুভব করেছিলেন, তাঁকে নিয়ে এরকম হাসিঠাট্টা করাটা ঠিক নয়।
  • shyamal | 24.117.212.59 | ০৫ মে ২০০৯ ১৬:০১410671
  • পরাজিতদের নিষ্ফল ক্ষোভের মত শোনাচ্ছে।
  • Samik | 122.160.41.29 | ০৫ মে ২০০৯ ১৬:০৪410672
  • এইবারে একটা কাঁঠালের রচনার ওপর টই খুললেই হয়। খুলব?
  • b | 203.199.255.110 | ০৫ মে ২০০৯ ১৬:২৪410673
  • শমীক, এই থ্রেডে শুধু রবীন্দ্র raw-চোনা নিয়ে আলোচনা। এখানে এসব কাঁঠাল আসে কোথা থেকে?
  • saikat | 202.54.74.119 | ০৫ মে ২০০৯ ১৬:২৬410675
  • রবি ঠাকুরকে নিয়ে শুধু ইয়ার্কি আর ইয়ার্কি ।। :-)
  • saikat | 202.54.74.119 | ০৫ মে ২০০৯ ১৬:২৭410676
  • আর b যে কবিতাখানি দিয়েছেন, ভেবে দেখেছেন তার কি অর্থ হতে পারে?
  • r | 125.18.104.1 | ০৫ মে ২০০৯ ১৬:৩০410677
  • শ্যামলবাবুর কথা শুনে আমার, পরাজিতা চিত্রাঙ্গদার মত, কবিগুরুর দিকে "তুমি অর্জুন , তুমি অর্জুন, ফিরে এসো, ফিরে এসো, ক্ষমা দিয়ে কোরো না অসম্মান" গেয়ে ছুটে যেতে ইচ্ছে করছে। :-))
  • dipu | 207.179.11.216 | ০৫ মে ২০০৯ ১৬:৩৭410678
  • সৈকতদার প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ।
  • b | 203.199.255.110 | ০৫ মে ২০০৯ ১৬:৩৯410679
  • আপনারা মশায় বড়ই কুচরিত্তির। খেলব না।
  • r | 125.18.104.1 | ০৫ মে ২০০৯ ১৬:৪০410680
  • রবীন্দ্রনাথ শিলাইদহে ১৩২৬ বঙ্গাব্দে লিখছেন:

    "ক্রোধ যেইদিন আমাদের সমাজজীবনে এক বেপথু মত্তহস্তীর বেশে প্রবেশ করিল, সেইদিন হইতেই আমরা আমাদের স্থিতচিত্তের সাথে সাথে কুন্ঠাকেও ত্যাগ করিয়াছি। সমাজজীবনের হিসাবের খাতায় এই অকুন্ঠার ফলস্বরূপ সাহসিকতার নগদ লাভের ঘরে জমা পড়িতে পারিত, কিন্তু গোল বাঁধাইল তাহার সহিত পড়িয়া পাওয়া আমাদের সর্বগ্রাসী ভয়, যাহা অকুন্ঠভাবে বৈকুন্ঠে লইয়া যাইবার জন্য আমরা জমা করিতেছি।"

    (বিশ্বাস না হলে রবীন্দ্র রচনাবলী ঘেঁটে দেখুন। মাক্কালে, কোনো জক দিচ্ছি না।)
  • ranjan roy | 122.168.202.73 | ০৬ মে ২০০৯ ০১:২৫410681
  • শ্যামল,
    রবিঠাকুরের লেখায় কিশোর বয়সের সেক্স?
    ফ্রক-জুতোমোজাপরা- দুইবিনুনী করা আন্না তড়খড়ের ছবি দেখুন('' কবি উঁহার নাম দিয়াছিলেন--- নলিনী'') ।
    তার পর সিঁড়ির কোণায় প্রথম চুমু-খাওয়ার কবিতা 'প্রথম চুম্বন'' পড়ুন।
    তারপর এইটি পড়ুন--
    "" দাও সখি খুলে দাও ওই বাহুপাশ, চুম্বন মদিরা আর করায়ো না পান।'' তারপর উনি একটু বাতাসের জন্যে হাহাকার করতে লাগলেন। এমন ফিলিং কখন হয় আমি-আপনি সবাই জানি।
    অর্থাৎ, শুধু কবিতা নয়, উনি অনেক ব্যাপারেই আমাদের থেকে এগিয়ে ছিলেন।
  • Shuchismita | 98.228.118.141 | ০৭ মে ২০০৯ ০৬:৪৬410682
  • রঙ্গনদার চরনে শতকোটি পেন্নাম :)
  • shyamal | 24.117.212.59 | ০৭ মে ২০০৯ ০৭:২১410683
  • অল্প বয়সে রবীন্দ্রনাথ বাবার সঙ্গে বোলপুর হয়ে উত্তর ভারতের পাহাড়ে গিয়েছিলেন ডালহৌসী শহরে। সেখানকার অভিজ্ঞতা নিয়ে দেবেন্দ্রনাথের নিজের লেখাও আছে। সে সময়ে দেবেন্দ্রনাথ মাঝে মাঝে রবিকে নানারকম গল্প বলতেন। সেরকম একটি।

    গয়লা দুধে জল দিত বলিয়া দুধ পরিদর্শকের জন্য ভৃত্য নিযুক্ত হইল, পুনশ্চ তাহার কার্য পরিদর্শনের জন্য দ্বিতীয় পরিদর্শক নিযুক্ত হইল। এইরূপে পরিদর্শকের সংখ্যা যতই বাড়িয়া চলিল দুধের রঙও ততই ঘোলা এবং ক্রমশ কাকচক্ষুর মতো স্বচ্ছনীল হইয়া উঠিতে লাগিল -- এবং কৈফিয়ত দিবার কালে গয়লা বাবুকে জানাইল, পরিদর্শক যদি আরো বাড়ানো হয় তবে অগত্যা দুধের মধ্যে শামুক, ঝিনুক ও চিংড়িমাছের প্রাদুর্ভাব হইবে।

    শুনে আমাদের দেশের ইন্সপেকটর রাজের কথা মনে হয়, যা কিনা এত রিফর্মের পরেও ভয়ংকর ভাবে বর্তমান। কোন হাউসিং কমপ্লেক্স বানাতে বা ব্যবসা খুলতে আজও প:বঙ্গে বহু ইন্সপেকটরের ছাড়পত্র ( উৎকোচের বিনিময়ে) লাগে। অবশ্য ইন্সপেকটররা সরকারি চাকরিতে প্রতি মাসে মাইনে (করদাতাদের দেওয়া ভিক্ষা) পান অকাজ করে।
  • b | 203.199.255.110 | ০৭ মে ২০০৯ ০৯:০৪410684
  • এই জন্যেই তো কবিদের ক্রান্তদর্শী বা সাদা বাংলায় prophet বলা হয়ে থাকে।

  • Sudipta | 122.169.130.241 | ০৭ মে ২০০৯ ১১:২৭410686
  • শ্যামলের সঙ্গে কারো ব্যক্তিগত মতভেদ থাকতেই পারে, কিন্তু এই টই-টায় তো সে ধরণের কিছু উনি লেখেন নি বা বিষয় ও তো তেমন বিতর্কমূলক নয়! আরেন্টি কে নিয়ে র-দার কবিতা নিয়ে-ও কিছু বলার নেই; কিন্তু খিল্লি-টা হঠাৎ কেন শুরু হল এমনভাবে বুঝলাম না। কারো কিছু লেখার থাকলে লিখুন না, কিন্তু ওয়ানলাইনার দিয়ে কেটে পড়াটা দৃষ্টিকটু লাগে এই আর কি; বিষয় টা ছিল 'রবি ঠাকুরের লেখা থেকে', সবাই সেটা পড়ে লিখছেন আশা করি।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন