এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • জানলা-শপিং: মাইক্রোওয়েভ ওভেন

    Samik
    অন্যান্য | ১৩ এপ্রিল ২০০৯ | ৪৩৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Blank | 203.99.212.224 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:৪৬412724
  • লিনাক্ষে বুঝি মাইক্রো ওয়েভ চলে না? ছি: লিনাক্ষ ছি:। এই ছিল অজ্জিত দার (এবং সিঁফো ও ন্যাড়া দা) মনে? এক খানা মাইক্রো ওয়েভ চলে না লিনাক্ষ তে !!!
  • sayan | 160.83.96.82 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:৪৮412735
  • :))))
  • dipu | 207.179.11.216 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:৪৮412746
  • :-))
  • arjo | 168.26.215.13 | ১৩ এপ্রিল ২০০৯ ১৮:৪৯412757
  • চলে চলে কেনা যায় না শুধু।
  • sayan | 160.83.96.82 | ১৩ এপ্রিল ২০০৯ ১৯:০২412765
  • তাও ভালো। আমি ভাবলাম, "চলে, চলে শুধু Z।নতি পারি না'।
  • dipu | 207.179.11.216 | ১৩ এপ্রিল ২০০৯ ১৯:০৬412766
  • মাইক্রো ওয়েভ ভারি মজার সাবজেক্ট। কিচ্ছু বুঝতে পারা যায় না। যদুপুরে পরীক্ষার সময় ঘরের দেয়াল ও বেঞ্চি মাইক্রো ওয়েভের ফর্মুলায় ভরে যেত।
  • Blank | 170.153.65.23 | ১৩ এপ্রিল ২০০৯ ১৯:০৯412767
  • সর্বত্র গামী মাইক্রো ওয়েভ। ইহাই তো মাইক্রো ওয়েভের বেসিক আইডিয়া।
  • Samik | 122.160.41.29 | ১৩ এপ্রিল ২০০৯ ১৯:১২412768
  • মাইক্রো ওভেন কিনব ঠিক করেছি। জীবনে কেবল ফটোতে আর টিভিতেই দেখেছি। আর শপিং মলের বাইরের দিকের কাচ দিয়ে।

    আমি যা জানি মাইক্রো ওভেন সম্বন্ধে:

    ১) খুব কারেন্ট খায়
    ২) কনভিক্‌শন আর গ্রিল এই দু রকমের বিশেষণ বসানো যায় ওভেনের আগে। মানে, আরও বেশি বিশেষণ হয় তো আছে, আমি জানি না, আমি কেবল এই দুটোই জানি। এরা কী করে, কীসে আলাদা, কেন আলাদা কিছুই জানি না।

    এর বাইরে আর যা যা জানা উচিৎ সবাই এইখানে জ্ঞান বিতরণ করে দাও। কোন ব্র্যান্ড কেনা ভালো, কত লিটার কী রকম দাম হয়, কেনার সময়ে কী কী ফিচার দেখে নেওয়া উচিত, কী কী দেখে নেওয়া উচিত নয়, স-অ-ব।

    ডি: কেবলমাত্র ভারতে প্রাপ্ত ব্র্যান্ডসমূহ চলবে।
  • Blank | 170.153.65.23 | ১৩ এপ্রিল ২০০৯ ১৯:৩৮412769
  • কনভেকশান ও গ্রীল উভয় ই থাকবে আর কে বেশী দিনের গ্যরান্টি দিচ্ছে দেখে নেবে। ব্যাস।
    আর মাইক্রোয়েভে কাস্টন টেম্পারেচার ক®¾ট্রাল থাকলে ভালো।
  • Blank | 170.153.65.23 | ১৩ এপ্রিল ২০০৯ ১৯:৩৯412725
  • *কাস্টম
  • Samik | 122.160.41.29 | ১৩ এপ্রিল ২০০৯ ১৯:৪৪412726
  • কোন কোং ভালো? এলজি? ইলেকট্রোলাক্স? হেইয়ার? অন্য কিছু?
  • a | 122.163.113.232 | ১৪ এপ্রিল ২০০৯ ০৫:৪৩412727
  • কনভেকশন কিনে কি লাভ জানি না, আমি কিনি নাই। গ্রীল কেনো, ৩ জনের জন্যে ২০ লি: চমতকার। আমি স্যামসুং কিনে ভালৈ স্যাটিসফায়েড। ,এলেত্রোলুক্ষ/হইএর না কেনাই ভালো long term perspective এ। এল জি ও ভালো। ওনিডা জানি না, গোদরেজ জানি না। কেউ আলোকপাত করলে ভালো হয় (আম্মো আরেকখান কিনবো, প্রবাসে এসে)
  • a | 122.163.113.232 | ১৪ এপ্রিল ২০০৯ ০৫:৪৫412728
  • কেলো করেছে। Electrolux/haier হবে ঐ অদ্ভুত কথাটা
  • Tim | 71.62.2.93 | ১৪ এপ্রিল ২০০৯ ০৬:১৪412729
  • গোদরেজ একজনকে কিনে ব্যবহার কত্তে দেখেছি। এখনও অব্দি চলছে বলেই তো শুনছি। মাস ছয়েক হলো। অবশ্য কত বেশি ব্যবহার হচ্ছে তার ওপর নির্ভর করছে। আমি যেটার কথা বল্লাম সেটা মেইনলি খাবার গরম আর চা-কফি টাইপের কাজে লাগে।
  • Arpan | 122.252.231.12 | ১৪ এপ্রিল ২০০৯ ০৮:০৯412730
  • কনভেকশন বাড়িতে কেক আর পিৎজা বানাতে লাগে। দরকার না থাকলে কাটিয়ে দাও।
  • Blank | 59.93.199.224 | ১৪ এপ্রিল ২০০৯ ০৯:১৫412731
  • আমাদের ইলেকট্রোলাক্স, বছর দুই হয়ে গেলো। খুব ই ভালো চলছে। আর কনভেকশান, নন-কনভেকশান খুব তফাৎ হয় না। নেবেই যখন, তখন সব আছে এমনি নেওয়াই ভালো
  • pi | 69.255.233.93 | ১৪ এপ্রিল ২০০৯ ০৯:৫২412732
  • আমার ছিল এল জি, পাশের রুমমেটের বাজাজ। এক ই রকমের বাজে হ্যান্ডলিংএর অত্যাচার সয়ে টয়ে মোটামুটি এক ই রকম পারফরম্যান্স দিয়ে গেসলো, মোটামুটি এক ই টাইম স্প্যানে। শুধু বুলন্দ তসবিরের দাম ছিল অনেক কম। অর্ধেক না হোক, দুই তৃতীয়াংশ তো বটে।

  • pi | 69.255.233.93 | ১৪ এপ্রিল ২০০৯ ০৯:৫৫412733
  • কিন্তু এই টই টা খুলে শমীকের কোন লাভ হচ্ছে কি ?
    আগে না জানার জন্য ডিসিশন নিতে পারছিল না হয়তো, আর এখন এই প্রত্যেকের মাই মাইক্রো স্ট্রংগেস্টের চোটে ....:P
  • anaamik | 196.15.16.20 | ১৪ এপ্রিল ২০০৯ ১০:০১412734
  • পাই-এর শ্লোগানটি অন্য কন্টেক্স্‌টে রি-ইন্টার্প্রেট করা থেকে বিরত থাকলুম। (আমারো আভেন কেনার জন্যে ফান্ডা এবং ফান্ড সংগ্রহ দশা চলছে কিনা।)
  • Samik | 122.160.41.29 | ১৪ এপ্রিল ২০০৯ ১৩:৫৪412736
  • কিছুটা লাভ তো হচ্ছেই। এই যেমন বুঝলাম কনভেকশন বাড়িতে কেক আর পিৎজা বানাতে লাগে। মানে একটা আইডিয়া পাওয়া গেল কী ধরণের জিনিস বানাতে লাগে। আগে তাও জানতাম না। তা, কনভেকশন আমার খুবই লাগবে। মেয়ে বড় হচ্ছে, তার রোজ টিপিনের খাবারে ভ্যারাইটি আনতে হবে অল্প সময়ের মধ্যে। তার ওপর নিজের টিপিনটি কেবল দেখলে তো চলবে না, কাল এসে বলবে, মা জানো, সাক্‌ষী কাল বাড়ি থেকে প্যানকেক এনেছিল, আর স্বয়ম্‌ গার্লিক পিৎজা এনেছিল, আমাকেও গার্লিক পিৎজা বানিয়ে দাও মা ... এ সব বায়নাক্কা তো চলবেই।

    আমার, কিছু না-জেনে-বুঝেই LGর ওপর একটা দুর্বলতা আছে। তা আমি তিরিশ লিটাত নেব ভাবছিলাম। সেটা এই আড়াইজনের পক্ষে কি খুব বড় হয়ে যাবে? কুড়ি থেকে পঁচিশই ঠিক আছে, কী বলো? ইন ফ্যাক্ট, কুড়ি আর তিরিশে বোধ হয় দামে হাজার দুই আড়াইয়ের তফাৎ।

    পরবর্তী কোশ্নো, মাইক্রোওয়েভ সেফ ইউটেনসিল্‌স যা পাওয়া যায়, তা কি আলাদা কিনতে হয়? নাকি মাইক্রোর সাথেই ওটা থাকে, একই প্যাকেজ হিসেবে? নাকি সময়ে সময়ে স্পেশাল অফার হিসেবে সেসব দেওয়া হয়, অথবা এমনিতে আলাদা কিনতে হয়? এই ইউটেন্সিলগুলো কি কোনও একটা স্ট্যান্ডার্ড সেট, নাকি নিজের পছন্দমত জিনিসপত্র পছন্দ করে নিতে হয়?

    মাইক্রো এমনিতে কারেন্ট কেমন খায়? গ্যাস সিলিন্ডারের তুলনায় কি সাশ্রয়ী? (আমার তিনশো কুড়ি টাকার সিলিন্ডারে সওয়া এক মাস রান্না চলে)। অবশ্য টাকা দিয়ে গ্যাসের সাথে তুলনা চলে না। গ্যাসে রান্নাঘর প্রচন্ড চিটচিটে হয়ে যায়, মাইক্রো রান্নাঘরকে পরিষ্কার রাখে।

    ইত্যাদি প্রভৃতি। ডিলারকে গিয়ে কী কী প্রশ্ন করা যায়, যাতে সে না ভাবে যে আমি মেদ্‌নিপুর থেকে এসেছি?
  • Samik | 122.160.41.29 | ১৪ এপ্রিল ২০০৯ ১৩:৫৮412737
  • *তিরিশ লিটার।
  • san | 12.144.134.2 | ১৪ এপ্রিল ২০০৯ ১৪:০০412738
  • হ্যা:, মেদনিপুরের থেকে হুগলি( চুঁচড়ো?) কি এমন উচ্চস্তরের ? তারপর তো এলজিটেলজির কথা :-)))))

    ইন ফ্যাক্ট মেদনিপুরের লোকেরা ভাল রান্না করে আর ভাল অংক করে শুনেছি। তবে শোনা কথা।
  • dipu | 207.179.11.216 | ১৪ এপ্রিল ২০০৯ ১৪:০২412739
  • মেদনিপুর-হুগলি কোনটাই ভাল নয়। সবচেয়ে ভাল হাওড়া।
  • r | 198.96.180.245 | ১৪ এপ্রিল ২০০৯ ১৪:০৬412741
  • বে থের বেসিক জায়গায় ভুল হচ্ছে। বৌ-মেয়ে নিয়ে সংসারে মাইক্রো গ্যাসের সাবস্টিটিউট নয়, কমপ্লিমেন্ট। ভেজে-কষিয়ে-সাঁতলে রান্না মাইক্রোতে হয় না। মাইক্রোর উপযোগিতা তিন, এক, ডায়েট ক®¾ট্রাল করতে চাইলে, দুই, কিছু শৌখিন খাবার বানাতে, তিন, খাবার গরম করতে। এখানে একমাত্র তিন নম্বর কেসে মাইক্রো গ্যাসে সাবস্টিটিউট। তোমার যদি মেইন কনসার্ন হয় রান্নাঘরে তেলকালি, তাহলে মাইক্রো না কিনে চিমনি কেনো।
  • Pagla Baba | 59.177.162.171 | ১৪ এপ্রিল ২০০৯ ১৪:০৬412740
  • কেন মেদিনীপুরের লোকেরা কি কিস্‌সু জানে না ?
  • san | 12.144.134.2 | ১৪ এপ্রিল ২০০৯ ১৪:১০412742
  • বাই দ্য ওয়ে এলজির সার্ভিস আর কাস্টমারকেয়ার খুব ভাল। অন্তত আমার অভিজ্ঞতায়।

    বাসনপত্র কিছু মাইক্রোর সঙ্গে পায় প্যাকেজ হিসেবে, আর কিছু নিজেদের সুবিধেমত সাইজ টাইজের সেট কিনে নেয় লোকে। সাধারণত: রিটেল স্টোরগুলোতে পাওয়াই যায়।
  • Samik | 122.160.41.29 | ১৪ এপ্রিল ২০০৯ ১৪:১৬412743
  • ভেজে কষে সাঁতলিয়ে রান্না তো গত সাত আট বছর ধরে করে এলাম। মোদ্দা কথা, সময়ের খুব অভাব হয়ে যাচ্ছে। মেয়ের ইস্কুলের বাস আসে সকাল আটটায়, আমাদেরও বেরোতে হয় সকালে, তাই চটজলদি কিছু খাবার তৈরির চেষ্টা। আর সময়ে টময়ে ঐ পিজ্জা কেক পপকর্ন বানাবার অপচেষ্টা।

    খাবার গরম করাটাও হ্যাপাবিশেষ। আমাদের তিনদিনের রান্না একসাথে করা হয়। রোজ রাতে সেখান থেকে খুঁটে খাবার বের করে ফ্রাইং প্যানে গরম করো, গরম হলে প্যানটাকে মাজো, মেজে তাতেই পরের পদটা চাপাও (একটাই ফ্রাইং প্যানে চালাচ্ছি আর কি) , গরম হলে আবার মাজো, ডু হোয়াইল পদ != শেষ পদ। ভাত হলে ডেকচিতে ভরো, জল দাও, শেষ হলে আবার জল ঝরাও। অত্যধিক ক্লান্ত শরীরে কাজগুলো পোষায় না। মানে রোজ রোজ পোষায় না। খুব গরমে খাবার ঘেঁটে ফেললে সে খাবারও নষ্ট হয়ে যাবার চান্স থাকে।
  • san | 12.144.134.2 | ১৪ এপ্রিল ২০০৯ ১৪:২২412744
  • এইটা শমীক মোক্ষম বলেছে। যারাই দুতিনদিনের রান্না একসঙ্গে করে, তাদের এই প্যান ধোয়া আর খাবার গরমের সাইকল থেকে মুক্তি পাবার জন্য নো ডাউট মাইক্রোওয়েভ খুব ভাল অপশন। যারা রোজের রান্না রোজ খান তারা এর মর্ম বুঝিবেন না :-)

    মাইক্রোওয়েভে রান্নার আলাদা রেসিপি বুক ও পাওয়া যায় তো। তারা দাবি করে গ্যাসের সাবস্টিটিউট হওয়া দিব্যি সম্ভব। অবশ্য আমি করে দেখিনি :-)
  • r | 198.96.180.245 | ১৪ এপ্রিল ২০০৯ ১৪:২৫412745
  • আরে, মাইক্রো জরুরী নয় তা আমি বলি নি। বলছি গ্যাসের সাবস্টিটিউট নয়। দেশে মেইন উপকারিতা হল খাবার গরম করা। বিদেশে গেলে এম টি আরের রেডিমেড খাবারের প্যাকেট।
  • shrabani | 59.94.98.20 | ১৪ এপ্রিল ২০০৯ ১৪:২৭412747
  • আমি গত আট বছর ধরে আই এফ বির মাইক্রো ইউজ করছি। model 2304 C পাওয়ার গ্রিল, কনভেকশন। আজ পর্যন্ত কোনো প্রবলেম হয়নি (টাচ উড!)। এখন হয়ত এ মডেল পাওয়াই যায়না।
    এবার মাইক্রোর ইউজ। সবচেয়ে ভাল হয় ফ্রিজের খাবার গরম, সেটাই আমাদের রেগুলর হয়। আলু সেদ্ধ, থ করা ইত্যাদি। গ্রিল বেক এসব ওটিজির মত ভাল হয়না, তাই করিনা। আর বাঙালীদের ফোড়নের রান্না, মাছভাজা এসব মিথ, গ্যাসে ননস্টিকে করা সবদিক থেকেই বেশী সুবিধাজনক। বাসন নিয়েও ঝামেলা হয়।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন