এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্কুল লেভেলে জাতীয় স্তরে অভিন্ন সিলেবাস

    lcm
    অন্যান্য | ২৬ জুন ২০০৯ | ২৫৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • lcm | 69.236.177.127 | ২৬ জুন ২০০৯ ১২:৩৫416809
  • ভারতের মতন জটিল ডেমোগ্র্যাফি-ওয়ালা দেশে - ধরো তক্তা মারো পেরেক সল্যুশন টাফ। যেমন, একজন তামিল স্টুডেন্ট বল্লাল সেন... সেন ডিন্যাস্টি... কতটা পড়বে, বা, একজন অসমিয়া স্টুডেন্টের তামিল কবি থিরুভাল্লুভর-কে নিয়ে কতটা অবহিত হওয়া দরকার। কঠিন ডিবেট। বিশেষ করে সোস্যাল সায়েন্স জাতীয় সাবজেক্টে।
  • Blank | 203.99.212.224 | ২৬ জুন ২০০৯ ১২:৩৯416820
  • মানব বিদ্যা নিয়ে ডিবেট হওয়া উচিৎ বেশী করে। অঙ্ক আর কেমিস্ট্রি তাও খেটে খুটে শেখা যায়। কিন্তু সোসাল সাইন্সের বেস টা পাল্টে গেলে (বা ভুল ভাল হলে) খুব চাপ।
  • intellidiot | 220.225.245.130 | ২৬ জুন ২০০৯ ১২:৪৫416831
  • আচ্ছা এই নতুন সিলেবাস ত্রিভাষা নিয়ম মেনে চলবে কি? মানে বাঙলা মিডিয়ামে পড়াশুনা করা যাবে তো?
  • Blank | 203.99.212.224 | ২৬ জুন ২০০৯ ১২:৫০416841
  • অঙ্ক বিজ্ঞান ইত্যাদিতে অবশ্যই উচিৎ একই সিলেবাস থাকা। তবে জয়েন্ট বা অন্যান্য এলিমিনেশান পরীক্ষার সাথে সিলেবাসের কোনো সম্পর্ক আদৌ আছে কি?
  • Arijit | 61.95.144.123 | ২৬ জুন ২০০৯ ১২:৫৪416842
  • আছে তো বটেই। ভেক্টর/মেট্রিক্স জানা থাকলে আইআইটি-তে সুবিধা পাবে। ইভেন মেক্যানিক্স ব্যাপারটাও আইআইটিতে অনেক অ্যাডভান্সড। প:ব: বোর্ডের কাউকে হয় নিজে নিজে শিখতে হবে বা স্পেশ্যাল কোচিং নিতে হবে। দুটোই বেশি চাপ হয়ে যায় - উইথ দ্য অলরেডি এগজিস্টিং চাপ।
  • quark | 202.141.148.99 | ২৬ জুন ২০০৯ ১২:৫৯416843
  • আচ্ছা, সিলেবাসের ব্যাপারে দূরদর্শনকে ফলো কল্লে ক্যামুন হয়? আনে এই

    ডিডি ন্যাশনাল - ভারতের ইতিহাস, এশিয়ার ইতিহাস, বিশ্বের ইতিহাস
    ডিডি বাংলা - বল্লাল সেন, লক্ষ্মণ সেন ইত্যাদি

    এই রকম ক'রে!
  • quark | 202.141.148.99 | ২৬ জুন ২০০৯ ১৩:০২416844
  • জাস্ট প: বঙ্গ বোর্ডে পল্লেই আইআইটি পাওয়া চাপ বলছ? মানা যাবে কি?
  • Blank | 203.99.212.224 | ২৬ জুন ২০০৯ ১৩:৩৩416845
  • আমি যা বলছি সেটা অজ্জিত দা অন্যভাবে বুঝেছে। আমি বলছি এলিমিনেশান টেস্টে সিলেবাস কাজে আসে না। যারা টেস্ট নেবে, তাদের মুল লক্ষ্য বেশীর ভাগকে বাদ দিয়ে অল্প জনকে নেওয়া। তারা ঠিক অন্য ফ্যাকরা, অন্য কিছু ফান্ডা বার করে নেবে।
  • Arijit | 61.95.144.123 | ২৬ জুন ২০০৯ ১৩:৩৮416846
  • আমি তো কর্ণাটক বা মহারাষ্ট্র বোর্ডে কি পড়ানো হয় জানি না:-(

    তবে এইচ এস লেভেলে ভেক্টর/মেট্রিক্স ইত্যাদি থাকা উচিত। দত্ত পাল চৌধুরীর চেয়ে আরেকটু বেটার ফিজিক্স বইও থাকা উচিত। এটা কলেজের ক্ষেত্রেও সত্যি - বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কলেজে - ভালো করে অংক শেখানোর দরকার আছে। ওখেনে যা অংক করানো হয় তাতে বাইরে অনেক সময় থই পাওয়া কঠিন হয়ে যায় - কম্প সায়েন্সে তো এরকমই দেখেছি।
  • Arijit | 61.95.144.123 | ২৬ জুন ২০০৯ ১৩:৩৯416810
  • ব্ল্যাংকিকে - ঠিক। কিন্তু ইউনিফর্ম সিলেবাস হলে সকলে ইক্যুয়াল ফুটিং-এ পরীক্ষায় বসতে পারবে, কেউ হ্যাণ্ডিক্যাপ পেয়ে এগিয়ে থাকবে না। বড়জোর যারা এক্সট্রা খেটেছে তারা থাকবে - সেটা সবসময়েই হবে।
  • Ri | 203.197.96.50 | ২৬ জুন ২০০৯ ১৩:৫৭416811
  • ইতিহাস আলাদা হওয়া উচিত ইত্যাদি বক্তব্য তো শুনলাম , কিন্তু ভূগোল কি দোষ করলো ? বড়জোর ভারত / পৃথিবীর ভূগোলের সেম চ্যাপ্টারের সঙ্গে স্টেটওয়াইস ভূগোলের চ্যাপ্টার ঐচ্ছিক হবে , মানে অন্ধ্রের ছেলে একস্ট্রা অন্ধ্র পড়বে আর প ব র ছেলে প ব পড়বে।সেতো প্রথম ভাষা ও তো ছাত্র সিলেক্ট করতে পারে।
    অংক,ইংরেজি,সায়েন্স সাবজেক্ট গুলো এক সিলেবাস হওয়া উচিত।শুধু মাধ্যমিকেই নয় কলেজ বিশ্ববিদ্যালয় স্তরেও।যদুপুরে এক পড়ায় আর আই আই টি তে এক পড়ায় এক ই সাবজেক্টের এক ই সেমিস্টারে এটা ইল্লজিকাল
  • Arijit | 61.95.144.123 | ২৬ জুন ২০০৯ ১৪:০৪416812
  • কলেজে এক সিলেবাসটা মনে হয় ঠিক নয়। কলেজে ব্যাপারটা অনেকটাই রিসার্চ-ড্রিভেন হয়ে যায় তো...কাজেই আলাদা আলাদা কলেজে আলাদা আলাদা টপিকে ওয়েটেজ দেয়।
  • Ri | 203.197.96.50 | ২৬ জুন ২০০৯ ১৫:৫০416813
  • সেটা এম টেকে/এম এস সি তে হতে পারে। এমন কলেজ ও আছে যেখানে বিটেকে ইলেক্ট্রনিক্সে সি প্রোগ্রামিং ল্যাংগুএজ শেখানো হয় না অথচ আরেক ইউনিভার্সিটির কলেজে বিটেকের ছাত্রদের সি,সিপিপি,ডেটা স্ট্রাক্‌চার সব শেখানো হচ্ছে।অন্তত মিনিমাম একটা সাযুজ্য তো থাকা উচিত। আর ফোর্থ ইয়ারে ইলেকটিভের অপশন তো থাকবেই,সেখানে ছাত্ররা তাদের ন্যাক অনুযায়ী চয়েস করুক না।
  • vikram | 193.120.76.238 | ২৬ জুন ২০০৯ ১৫:৫১416814
  • সিলেবাস ভালো জিনিস। কিন্তু আই আই টি তে কি আসবে বা পরীক্ষা এগুলো দিয়ে যখন সিলেবাস তৈরি হয় তখন গোড়ায় গলদ অনেক বেশি থাকে।
    কম গলদ থাকে যখন সিলেবাস থেকে কি জানা যাচ্ছে ও কেন সেটা পরিষ্কার থাকে। দুই, সিলেবাসটাকে কোন লাইনে প্রেজেন্ট ও পিচ করা হবে তার ওপর অনেকটা নির্ভর করে।
    আমাদের বর্তমান মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, আই সে এস সি ও আই এস সি এগুলির একই প্রবলেম। এনট্রান্স পরীক্ষাগুলোরও একই প্রবলেম। সেই জীবনবিজ্ঞানে জ্ঞানমূলক প্রশ্ন থাকতো বেশি (মুখস্ত উত্তর), বোধমূলক একটু কম (অন্য ভাষায়, হার্ডার), প্রয়োগমূলক এক দুটো (বাপরে, সেতো হয় রিসার্চ নয় তার উত্তর নেই)। সেটাই প্রবলেমের মূল।
    টুয়েলভে আমরা যা শিখি, মানে আমাদের বলা হয় যে শিখি, তা শিখলে মানুষে প্রতি দশে একটি নোবেল ও চারটি বিজ্ঞানী বের করে। তা তো হয় না, আমরা আল্টিমেটলি প্রায় সকলেই অতি হাজু, সাধারণ ও স্টুপিড কাজ করি। মানে তার জন্য লেভো ও ডেক্সট্রো ভ্যারাইটিজ অফ হাইড্রোকার্বনের র‌্যাসেমিক মডিফিকেশান সম্বন্ধে নাতিদীর্ঘ ফান্ডা, বা কোনও ফান্ডা না থাকলেও চলবে। টুয়েলভের ছেলেকে কেন পাউলিজ এক্সক্লুশান প্রিন্সিপল সম্বন্ধে জানতে হবে এটা প্রশ্ন। কেন ঘরের ওয়ায়ারিং বিষয়ে না পড়িয়ে সেমিকন্ডাক্টারে ডোপিং এমনকি জেনার ডায়োডের প্রথম পাঠ দেওয়া হবে সেটাও প্রশ্নের। আর প্রশ্নকর্তা? বা প্রশ্নের ধাঁচ, সেই নিয়ে অনেক কথাই লেখা যায়। কেন কেউ একটা আজগুবি ইনটিগ্রেশানের উত্তর বের করবে জয়েন্ট পেতে সেটা কোনও সুস্থ মানুষের বোধের বাইরে। এবং কেন, কোনটা বেশি, কোনটা কম, কোনটা বাড়ালে কি হয়, কোনটা না থাকলে কি হয়, কি হয় না এই নিয়ে আলোচনা হবে না সেটাই বোধের বাইরে।

    এটা অ্যাপ্রোচের প্রবলেম। চিন্তা ব্যপারটা যে করো পক্ষে করা সম্ভব, সেটাকেই প্রথমে বন্ধ করে দেওয়া হয়। তারপরে আমরা অনন্দিত হয়ে পড়ি, ছাত্র ছাত্রীদল অবলীলায় তাবড় তাবড় সব বিষয় মোয়ার ন্যায় হ্যান্ডেল করছে।

    আরাও দাবি আছে। পরে।

  • Arijit | 61.95.144.123 | ২৬ জুন ২০০৯ ১৬:০৩416815
  • অর্থাৎ টিচিং অ্যাণ্ড লার্নিং মেথডোলজি, অ্যাপ্রোচ। ঠিক। আগে এটা, তার পর সিলেবাসে ইউনিফর্মিটি। আমরা গাঁতিয়ে মুখস্ত করি, শিখি কতটা সন্দেহ আছে।

    ঋজুর বি-টেকের ব্যাপারটা নিয়ে এখনও একমত নই। পয়েন্টটা ঠিকই, কিন্তু...মনে হয় এ-আই-সি-টি-ই-র মতন কেউ একটা গাইডলাইন দিতে পারে বড়জোর, কিন্তু সিলেবাস ফিক্স করাটা একটু বেশি বেশি - মানে এই লেভেলে।
  • vikram | 193.120.76.238 | ২৬ জুন ২০০৯ ১৬:১১416816
  • এইসব সিলেবাসের আরেকটা অসুবিধা হলো প্রশ্ন ও উত্তর ভিত্তিক শেখানো। এই আমি প্রশ্ন করলাম, প্রশ্নমালা ৫ এর ক এর দুই। বইয়ের পাছায় উত্তর দেওয়া আছে দুই পূর্ণ তিনের সাত। তোর কত হয়েছে রে - আমার যে মাইনাস একশো বাহান্ন বেরুলো। ভুল। হেরো। বাগবাজারের মেড়ো।

    মহা মুশকিল। এই ভাবে হয়? ইন ফ্যাক্ট যখন কিছু ভালো বইতে অড কি ইভেন নাম্বার অফ প্রশ্নের উত্তর দেওয়া থাকে, বা অনেক উত্তরই থাকে না, তখন আমরা সেই কারণেই চাপ খাই। তখন একজন 'স্যারকে' দিয়ে 'উত্তর' গুলো 'জেনে' নিতে হয় 'ডাউট ক্লিয়ার' করতে।
    :-((
  • Blank | 203.99.212.224 | ২৬ জুন ২০০৯ ১৬:১৬416817
  • ভিকি দা কে ডিটো

  • Arijit | 61.95.144.123 | ২৬ জুন ২০০৯ ১৬:২৭416818
  • এগুলো ঠিক সিলেবাসের সমস্যা বলে মনে হয় না - এগুলো পদ্ধতির সমস্যা। আমাদের শেখানো হয় ওইভাবে। সিলেবাস বলতে ব্রডলি কিছু টপিক - যে এই বছরে এই জিনিসগুলো আমরা কভার করবো - যেমন এইভাবে বলা যেতে পারে - ফোর্স, ভেলোসিটির বেসিক কনসেপ্ট, অংকের ক্ষেত্রে ক্লাস সিস্কে ধরো রেকারিং ডেসিমালের কনসেপ্ট - এইভাবে। খুব গোদাভাবে একটা আউটলাইন - ওই হল সিলেবাস। পয়েন্ট টু বি নোটেড - আমি টেক্সটবই ফিক্স করে দেবার পক্ষপাতী নই।

    এর রিস্কও আছে - সেই বিখ্যাত অংক পরীক্ষা - মাধ্যমিকে - sin(75) - কেউ বলবে এটা এইচ এসের সিলেবাসের sin(A+B) - কিন্তু মাধ্যমিক লেভেলে ওই ফর্মুলাটা বলে দিলে এই অংক পারা উচিত।
  • vikram | 193.120.76.238 | ২৬ জুন ২০০৯ ১৬:৩৭416819
  • হুঁ। কিন্তু সিলেবাসেরই সমস্যা। কিভাবে অ্যাপ্রোচ ও পিচ হবে সেটা সিলেবাস ডিসাইড করে। শিক্ষক শিক্ষণ কেন্দ্রগুলি ও তা ফলো করে।

    ফোর্স ভেলোসিটির বেসিক কনসেপ্ট রাখা যায় সিলেবাসে। কিন্তু তার সাথে সেই বেসিক টি কি সেটা বোঝাতে ও স্পেসিফাই করতে হবে। তা না হলে বিপুল ঝাড় আছে।

    এগুলো হলো সূক্ষ্ম কথা। কিন্তু আরও বড়ো কথা এই, যে সিলেবাসের সাথে বাকি স্পেসিফাই না করলে ভুল (বোল্ড আন্ডারলাইন) শেখানো হবে। এই ভুল শেখানোটা পুরো বন্ধ করা উচিত। আর ঐটাও বন্ধ করা উচিত - 'এখন অ্যান ইউনিভার্সিটি লেখো, বড়ো হলে আ লিখবে'।
  • Arijit | 61.95.144.123 | ২৬ জুন ২০০৯ ১৬:৪৭416821
  • এরকম বলে নাকি - ওই লাস্ট কথাটার মতন?
  • vikram | 193.120.76.238 | ২৬ জুন ২০০৯ ১৮:০৪416822
  • হ্যাঁ। সেবার ছেলেটির গার্জেন কল হয় নাই। গার্জেন টিচারকে কল দিয়েছিলেন।
  • dukhe | 122.160.114.84 | ২৬ জুন ২০০৯ ১৯:৪০416823
  • এইসব হাঙ্গামা বাঁচাতে বাচ্চার বার্থ সার্টিফিকেটের সঙ্গে পোস্ট-ডেটেড মাধ্যমিক, এইচ-এস, গ্‌র্‌যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি - সব সার্টিফিকেট দিয়ে দিলে নিশ্চিন্দি । তারপর সিলেবাস, পদ্ধতি সব নিয়ে যত খুশি লড়ো - কেউ ঠেকাতে যাবে না ।
  • sb | 141.80.168.75 | ২৬ জুন ২০০৯ ২০:২১416824
  • মাধ্যমিকের সিলেবাস এই মুহূর্তে কি জানি না তবে নব্বইয়ের দশকে যা ছিল তাতে বলতে পারি পাতি। আর ঐ পাতি সিলেবাস ফুরফুরে হাওয়ায় পাখা মেলে উড়ে উচ্চমাধ্যমিকের ঐ সাংঘাতিক মারনবাণ!!! নবম-দশমএর টা অত্ত সোজা না রেখে উচ্চমাধ্যমিকের থেকে কিছু কিছু তো ঢুকিয়ে দেওয়াই যেত। তবে উচ্চমাধ্যমিকে ওয়েস্ট বেংগল বোর্ডের সিলেবাসে যা ছিল তার ব্যপকতা নিয়ে সন্দেহ নেই। বিশেষ করে এগারো বারোর কেমিস্ট্রি সিলেবাসের কাছে কৃতজ্ঞ। তখন চোখে সর্ষেফুল দেখলেও গরু খোজার কালে ঐ জিনিস প্রভূত কাজে লেগেছে। গতকাল পরীক্ষা দিতে যাবার আগেও ঐ দুটো বই ঝালিয়ে চলে গিয়েছিলাম।
    না বাপু, আমি তো বলব সিলেবাসে বেশি বেশি মালপত্তর থাকুক আর জোর দেওয়া হোক বেসিক জিনিস ক্লিয়ার করার দিকে। যার ইচ্ছে হবে না সে পড়বে না।
  • vikram | 193.120.76.238 | ২৬ জুন ২০০৯ ২০:৫৬416825
  • আবার সেই আমাদের পুরানা আর্গুমেন্ট আসিছে ফিরিয়া। কেটে পড়ার আগে ডিস্যাগ্রি মেরে গেলাম। পরে দাবি দিচ্ছি।
  • Arijit | 61.95.144.123 | ২৯ জুন ২০০৯ ১৫:০০416826
  • সবচে মজার ব্যাপার হল সিব্বল গ্রেড সিস্টেম চালু করবে বলেছে - এবং জনগণ চুপ। কারণ আবাপ খুশি। প:ব: সরকার যখন চালু করেছিলো তখন আবাপ দু:খ পেয়েছিলো, এবং জনগণও তাই দু:খ পেয়েছিলো।
  • quark | 202.141.148.99 | ২৯ জুন ২০০৯ ১৫:০১416827
  • প্রশ্ন তো সেইখানেই। যে জিনিস গরু খোঁজার সময় কাজে লাগলো, তা ৫ বছর আগে মাথায় ঢোকানো, বা ঢোকাবার চেষ্টার করার যুক্তি কি?

    যে গরু খুঁজল না, তার কথা ভাবা হ'ল কি? না, এ কতআ বলে দিলেই চলবে না "ইচ্ছে না হয়, না পড়ুক"। কারণ, ইস্কুল আছে, পরীক্ষা আছে, পরীক্ষায় ভালো রেজাল্ট আছে, বাবা, মা আছেন, পাড়া প্রতিবেশী আছেন।
  • Arijit | 61.95.144.123 | ২৯ জুন ২০০৯ ১৫:০৯416828
  • অ্যাই দ্যাকো আমি আবাপ-র মতন সিব্বল লিকে ফেলেচি - রামো:।
  • quark | 202.141.148.99 | ২৯ জুন ২০০৯ ১৫:১১416829
  • সাবধান হও অজ্জিৎ, মিডিয়ার সর্বগ্রাসী ক্ষুধা ....
  • Souva | 203.141.92.14 | ২৯ জুন ২০০৯ ১৬:৪৫416830
  • প্রথম কথা, এখানে যাঁরা প:ব: -এর উচ্চমাধ্যমিক সিলেবাস-এর কথা বলছেন, তাঁরা বোধহয় অনেকেই জানেন না যে ২০০৬ থেকে উচ্চমাধ্যমিকের সিলেবাস বেশ র‌্যাডিক্যালি ভোল বদলে ফেলেছে। এর ফলে IIT Entrance-এ যে প্রাথমিক অসুবিধে-টা থাকত, সেটা অনেকটাই কমেছে।
  • Souva | 203.141.92.14 | ২৯ জুন ২০০৯ ১৬:৪৮416832
  • এ কথাটা খুবই সত্যি যে ইউনিফর্ম সিলেবাস বিশেষত: হিউম্যানিটিজের ক্ষেত্রে প্রভূত সমস্যার সৃষ্টি করবে। ইতিহাস, ভূগোল এইসব ক্ষেত্রে ইউনিফর্ম সিলেবাস ভারতের মত বৈচিত্র্যময় দেশে বিশেষ ক্ষতিকর বলেই মনে হয়।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন