এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সাইক্লোন আইলা ও জনরোষ

    shyamal
    অন্যান্য | ০৩ জুন ২০০৯ | ৪৫৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • shyamal | 67.60.248.108 | ০৩ জুন ২০০৯ ০২:২৯418645
  • জনরোষের মুখে বুদ্ধদেব।
    http://www.bartamanpatrika.com/content/main1.htm
    এদিকে মানুষ খাদ্য, বস্ত্র পাচ্ছেনা। ওদিকে সিপিএমের নেতা লাইব্রেরীর দারোয়ান হয়েও কোটিপতি।
  • shyamal | 67.60.248.108 | ০৩ জুন ২০০৯ ০২:৩৬418656
  • রাজ্যের বিপর্যয় মোকাবিলার মন্ত্রী মোর্তাজা হোসেন সোজাসুজি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে তদ্বির করে ত্রাণসামগ্রী পাঠানোয় বিপন্ন লোকেদের বিরাট উপকার হয়েছে। তিনি বলেন, মমতাদির উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।

    তবে অসীম দাশগুপ্ত মমতার কাজকে সংবিধান বহির্ভুত বলেছেন।
  • Ishan | 173.26.17.106 | ০৩ জুন ২০০৯ ০৮:২০418667
  • জনরোষ থাকবেই। তবে এইটা আনন্দবাজার খার খেয়ে দেখাচ্ছে। :)
  • Ishan | 173.26.17.106 | ০৩ জুন ২০০৯ ০৮:৩৯418676
  • উফ। এই আরেক। কর্পোরেশনের কর্মীরা জানপ্রাণ দিয়ে মানুষের জন্য কাজ করেন, জীবনে এই প্রথম শুনলাম। :)
  • pi | 128.231.22.89 | ০৩ জুন ২০০৯ ০৮:৪৭418677
  • তবে এনিয়ে শস্তার দেখনদারি রাজনীতি আর আদিখ্যেতাও কিছু হচ্ছে বটে।
    তৃণমূলের সাংসদ রত্না দে কোন এক ত্রাণ শিবিরে নিজে হাতে রান্না করেছেন, সেই ছবি অ্যালবামে সাঁটিয়ে সমর্থকরা একে 'বিরল দৃশ্য' আখ্যা দিয়ে প্রচার করে বেড়াচ্ছেন !
    স্বর্গের দেবী ধরাধামে এসেছেন বুঝি, কি কান্ড !
  • shyamal | 67.60.248.108 | ০৩ জুন ২০০৯ ০৯:৪৩418678
  • এটা ঠিকই যে কেউ কেউ জনপ্রিয়তা অর্জনের জন্য বিপর্যস্ত এলাকায় যাচ্ছেন।
    কিন্তু রাজ্য সরকার আর কর্পোরেশনের অপদার্থতা স্পষ্ট হয়ে উঠেছে। বিকাশবাবুকে কোন রিপোর্টার বলেছে, এই যে ১২০০ গাছ ভেঙে পড়েছে, এদের সরাতে কতদিন লাগবে?
    বিকাশবাবু এই বিপর্যয়ের সময়ে বদ রসিকতা করে বলেন, আপনারা তো বলেন কলকাতায় সবুজ নেই। তবে ১২০০ গাছ এল কোথা থেকে?
    সারা কলকাতা কর্পোরেশনে মাত্র একটি বৈদ্যুতিক করাত আছে গাছ কাটার। আর বোধ হয় ১২ টা প্রিমিটিভ ম্যানুয়াল করাত।
    সারা ভারতের জন্য একটা FEMA জাতীয় প্রতিষ্ঠান থাকা উচিৎ যারা বিপর্যস্ত এলাকায় দুঘন্টার মধ্যে পণ্যবাহী প্লেনে করে যন্ত্রপাতি পৌঁছে দেবে।
    আরো শুনুন, পশ্চিমবঙ্গ সরকারের নাকি একটিও হেলিকপ্টার নেই।
  • shyamal | 67.60.248.108 | ০৩ জুন ২০০৯ ০৯:৫২418679
  • আরেকটা কথা, মানুষের যদি পাকা বাড়ি থাকত তবে এই বিপর্যয় এত ভয়ংকর হতনা। আরো কতদিন লাগবে সারা ভারতের সব বাড়ি পাকা হতে? ২০১৯, ২০২৯, ২০৩৯?

    সরকারের একটা প্রোগ্রাম আছে গ্রামের গরিবের পাকা বাড়ি করে দেবার, ইন্দিরা আবাস যোজনা। কিন্তু তার মোট বার্ষিক বাজেট হল মাত্র ৮৮০০ কোটি টাকা, মোট সরকারী খরচের এক শতাংশের কম।

    তার নিয়মও অদ্ভুত। সরকার বাড়ি তৈরীর জন্য দেবে ২৫০০০ টাকা আর মানুষ নাকি নিজে বাড়ি বানিয়ে নেবে অল্প কিছু লেবার লাগিয়ে। জানিনা, ২৫০০০ টাকায় বাড়ি হয় কিনা আর বাড়ির সদস্যরা কি করে স্যানিটারী বাথরুম বানাবে? কি করে ছাদ ঢালাই করবে? তাও এরকম বাড়ি প্রচুর হচ্ছে সারা দেশে।
  • Arijit | 61.95.144.123 | ০৩ জুন ২০০৯ ১০:০৮418680
  • এসব যেদিন হবে সেদিন ভারত আর ডেভেলপিং স্টেজে আটকে থাকবে না। তবে এই ডেভেলপিং স্টেজটাও আমার মনে হয় ঠিক নয়। ম্যাথু হেডেন বলে ফেলেছিলো বলে জনতা খার খেয়ে গেসলো।

    মেরিল্যাণ্ডে আমার বউ যেখানে চাকরি করতো সেই কোম্পানির মালিক এক ভারতীয় - ওরা স্পেসিফিক্যালি ভূমিকম্প-প্রুফ বাড়ির ওপর কিসব কাজ করতো। সেই ভদ্রলোক লাতুরের ভূমিকম্পের পরে একটা অ্যাসেসমেন্ট করেছিলেন (মানে ওঁকে দিয়ে করানো হয়েছিলো)। পরে বলেছিলেন - যে ভারতে এই ভূমিকম্প-প্রুফ বানানো নিয়ে কোনো চিন্তাভাবনাই নেই - ওই হলে দেখা যাবে গোছের মনোভাব।

    যাই হোক - কলকাতার রাস্তাঘাট-ট্রাফিক নিয়ে আম্মো প্রচুর খার খাই, তবে আদৌ কোনদিন খুব বেশি কিছু করা সম্ভব বলে মনে হয় না। যেমন ধরেন ফুটপাথ নেই - খুব সত্যি কথা - লোকে রাস্তা দিয়ে হাঁটে, ফলে জ্যাম পাকায় বেশি। কিন্তু এই গরফা ইত্যাদি জায়গায় ফুটপাথ হবেই বা কি করে? রাস্তার দুধারে বাড়িগুলো হয়েছে সত্তরের দশকে বা আরো আগে - তখন কর্পোরেশনও ছিলো না, আর রাস্তা থেকে ওই চার ফুট না কত ছেড়ে বাড়ি করতে হবে এমন নিয়মও ছিলো না - ফলে রাস্তার ধারেই বাড়ি উঠেছে। রাস্তাটা আপাতত: হয়তো পনেরো ফুট চওড়া - দুদিকে ফুটপাথ দিতে গেলে পড়ে থাকবে আট ফুট - তখন কোনোক্রমে একটা গাড়ি যাবে। বেসিক্যালি গোটা শহরটাই একটা বড়সড় "সিটিসেন্টার' (ইউরোপীয় ধারণায়)।

    প্রবলেমটা হল নতুন যেদিকগুলো ডেভেলপমেন্ট হচ্ছে সেখানেও এই নিয়মগুলো কেউ মানছে না, আর কেউ দেখছেও না।

    আর কলকাতা এবং তার সমস্যা নিয়ে বিকাশবাবুর কোনো ধারণাই নেই - এটা খোদ কেএমডিএ আর কেআইটির লোকজনের কাছে শোনা।
  • Arijit | 61.95.144.123 | ০৩ জুন ২০০৯ ১০:৩৩418646
  • আবাপ আবার খুঁচিয়ে অন্য বিতর্ক তৈরীও করছে। প্রথমে তৃণমূলের সাংসদ/মন্ত্রীরা গেলেন - আবাপ বেশ বাহা-বাহা করলো। মুখ্যমন্ত্রী গেলেন - তখন থেকে আবাপ বিতর্ক তুললো ভিআইপিদের যাওয়া উচিত কি না...
  • Arpan | 65.194.243.232 | ০৩ জুন ২০০৯ ১১:০৪418648
  • * এককালে
  • Arpan | 65.194.243.232 | ০৩ জুন ২০০৯ ১১:০৪418647
  • কেউ কম যায় না।

    আবাপ (বিশেষ করে তারানন্দ) খুঁচিয়ে বিতর্ক করছে ত্রাণকর্মীদের "আটকে' রাখার ঘটনাটিকে নিয়ে। এদিকে গণশক্তিই বোধহয় লিখেছে তারানন্দের প্রতিনিধি নিজেই দরজাটি আটকে রেখে ছবি তুলেছেন।

    (বেচারা ঋতব্রত! এককাল কট্টর এসেফাই ছিল)
  • Blank | 203.99.212.224 | ০৩ জুন ২০০৯ ১১:০৮418649
  • কিন্তু আবাপ সেই এক ফর্মুলায় আঁটকে আছে। সিপিয়েম খারাপ, বুদ্ধ বাবু ভালো। সিপিয়েম বিধায়ক মার খায়, আর বুদ্ধবাবু কে 'জয় মুখ্যমন্ত্রী' বলে সবাই। উফ।

    এই ২৫,০০০ টাকায় অনেক বাড়ি হচ্ছে। আমাদের ওদিকে রিসেন্টলি অনেক চেনা জানাদের এমনি বাড়ি হয়েছে। তবে সরকার পুরো টাকা দেবে না। প্রথমে মনে হয় একবারে ৫০০০ দিতে হবে। পরে ইনস্টলমেন্টে আরো কিছু করে দিতে হবে মাসে মাসে। অ্যামাউন্ট গুলো জেনে বলে দিতে পারি। তবে লেবার, জিনিস পত্র এসমস্তই সরকার দেবে। যে বাড়ি গুলো বানাচ্ছে, তার একটার ভেতরেও গেছিলম গৃহপ্রবেশের নেমতন্ন খেতে। বাড়ি গুলো খারাপ বানায় নি। বাড়ি, ছোট বারান্দা, রান্নাঘর।
    তবে হেব্বি ক্যাঁচাল চলছে এই নিয়ে। যারা আগে সিপিয়েম করতো বা সিটু করতো, এখনো দল বদলায় নি, তাদের বাড়ি ঘর দোর দিচ্ছে না মিউনিসিপালিটি।
  • Arijit | 61.95.144.123 | ০৩ জুন ২০০৯ ১১:১৩418650
  • FOSET-এর তরফ থেকে একবার লো-কস্ট হাউজিং নিয়ে বেশ কিছু কাজ হয়েছিলো - এবং বেশ কিছু জায়গাতে এরকম বাড়িও হয়েছিলো - এগুলোই সেগুলো কিনা জানি না। তবে আমার এক ব্যাচমেট এই লাইনে প্রচুর ভালো কাজ করে।
  • sinfaut | 203.91.207.30 | ০৩ জুন ২০০৯ ১১:৩২418651
  • আমার এক বন্ধুর এইরকম বাড়ি বানানো হয়েছে। উলুবেড়িয়ায়। তার কাছ থেকে যা শুনলাম বাড়ি কমপ্লিট করতে তাদের অর্ধেকের বেশি টাকা দিতে হয়েছে, লেবারও নিজেদের মনে হয়, ঠিক সিওর নই। যে বাড়ি বানানোর ক¾ট্রাক্ট নিয়েছিল, সে মাঝপথে ছেড়ে চলে গেছে, সরকার থেকে সে যে আদৌ টাকা পাবে তার কোনো ভরসা নেই দেখে। তবে, ডিটেল গল্প টা চাইলে বন্ধুকে জিজ্ঞেস করে দেখতে হবে।
  • Blank | 170.153.65.102 | ০৩ জুন ২০০৯ ১১:৫১418652
  • ডিটেলটা জেনে নে তো
  • Ri | 121.240.210.2 | ০৩ জুন ২০০৯ ১২:২৪418653
  • কোথায় কোথায় ত্রাণ পৌঁছায় নি না দেখিয়ে কেন বন্দী করে রেখেছে নিয়েই বেশী
    ইন্টারেস্টেড স্টারানন্দ।আর প্রত্যন্ত এলাকায় যারা পড়ে আছে তাদের কাছে কিছু যাচ্ছেও না ,আর কোন দলের নেতা মিডিয়া ও ওদিকে যায় না।
    ।সংবাদ সংগ্রাহক রা গায়ে কাদা জল লাগাতে চায় না তাই কোলাপসিওবল ঘটনাই বারবার দেখানো হচ্ছে।
    ব্যতিক্রম আছে - মন্ত্রী কান্তি গাঙ্গুলী দেখলাম (গত তিন দিন বিভিন্ন টিভি চ্যানেলে) খাটো ধুতি পড়ে মাঠে নেমে কাদা মেখে সবার সঙ্গে কাজ করছে,হাতে হাতে মালপত্র তুলছে। প্রশংসনীয়।
    তবে সর্বদা ফিট্‌ফাট পার্থ চাটুজ্জে কাল স্টারানন্দ স্টুডিও তে কান্তি কে নাটুকে বলেছে।
  • Samik | 219.64.11.35 | ০৩ জুন ২০০৯ ১৩:৫০418654
  • ঋতব্রতর কেসটা দেখছি দুদিন ধরে। বুদ্ধু ভট্‌চায ঋতব্রতকে সামনে পেয়ে খুব ঝেড়েছে, আপনারা সহানুভূতিশীল নন, তাই আসল জিনিস ছেড়ে আপনারা এইসব "অলীক কুনাট্য' দেখান। তাই নিয়ে স্টারানন্দ আজ পাল্টা ঝাড় দিল মাননীয় মুখ্যমন্ত্রী টন্ত্রী বলে।

    আমার কিন্তু ঋতব্রতর কেসটা গুপী লাগছে। অতগুলো লোককে যদি কোলাপসিবল গেটের ভেতরে আটকেই রাখা হল, তা হলে ক্যামেরা একবার গেটের ভেতর থেকে একবার বাইরে থেকে ছবি দেখাচ্ছিল কী করে? মাইরি, একবার ভেতর থেকে দেখাচ্ছে লোকগুলোকে, পেছন থেকে তোলা, তাদের সামনে কোলাপসিব্‌ল গেট। পরমুহুর্তেই দেখাচ্ছে বাইরে থেকে তোলা, গেটের অপর প্রান্তে লোকগুলো, সামনে থেকে।

    গেটে কোনও তালা নাই। অবশ্য বলেওছিল, তালা দেয় নাই, কেবল দুইটি মুশকো পুলিশ বন্দুক হাতে পাহারায় ছিল।
  • umesh | 62.254.196.200 | ০৩ জুন ২০০৯ ১৪:৪২418655
  • ইন্দিরা আবাস যোজনা তে ২০,০০০ টাকা দিতে হয়। বাকি টা মিউসিপ্যালিটি দিচ্ছে।
  • h | 61.95.144.10 | ০৩ জুন ২০০৯ ২০:৩৯418657
  • জার্নালিজমের প্রতি আমার সমস্ত ছেদ্দা ভক্তি চলে গেছে। বাংলা কাগজ টিভি মোটামুটি পশ্চিমের ট্যাবলয়েড থেকেও খারাপ। ট্যাবলয়েডে অন্তত, পিপল গেট দেয়ার মর্নিং ডোজ অফ লেজিটিমেট পর্ন।

    এখানে বেসিকালি সমবেত চিৎকার ছাড়া আর কিছু মনে হয় না।
  • a x | 143.111.22.23 | ০৩ জুন ২০০৯ ২০:৫০418658
  • অবস্থা অত্যন্ত খারাপ। পাঁচ টাকা, দশ টাকা যে যা পারেন পাঠাতে পারলে খুবই ভালো হয়। আগের অ্যাপিলের সাথে সাথে এটাও থাক -

    https://secure.aidindia.org/aidadmin/donate/current/Donate.jsp?p=Cyclone%20Aila%20Relief%20Fund

    এখানে গিয়ে শুধু কটি ক্লিক করে ক্রেডিট কার্ড দিয়ে দিতে পারবেন।

    স্কুল/কলেজ/ইউনি/কর্মক্ষেত্র এখানেও একটু প্রচারের উদ্যোগ নিলে ভালো হয়। ওপরের লিংক্টা টাইনি ইউ আর এল করে একটা লিফলেট মত করে ক্যান্টিনে, ব্রেকরুমে, লিফটে টাঙ্গিয়ে দিন।

    oxfamও কিছু করছে, তবে মেনলি বাংলাদেশে।

  • a x | 143.111.22.23 | ০৩ জুন ২০০৯ ২০:৫১418659
  • ক্লিকেবেল হল না আগের লিংকটা। তাই -

    http://tinyurl.com/qzrtw8
  • shyamal | 67.60.248.108 | ০৩ জুন ২০০৯ ২১:০৮418660
  • ইন্দিরা আবাস যোজনার সরকারী বুলেটিন যা পড়লাম তাতে সরকার ২৫০০০ টাকা দেবে। শুধু SC/ST বা বিপিএল তালিকাভুক্ত হলেই এই যোজনার সুযোগ পাওয়া যাবে। কোন ক¾ট্রাকটার লাগানো যাবেনা। সরকার এক্সপেক্ট করে যার বাড়ি সে নিজে তৈরী করবে।
    স্যানিটারী বাথরুম বোধ হয় সরকার করতে সাহায্য করবে।
  • Suvajit | 121.221.134.42 | ০৩ জুন ২০০৯ ২১:৩৫418661
  • আয়লাকে যতই ক্যাটাগরি ১ হারিকেন বলা হোক, কাগজে যা পড়ছি তাতে সুন্দরবন অঞ্চলে জলের উচ্চতা উঠেছিলো ৮-৮.৫ মি (প্রায় ২৬-২৭ ফুট)। সামুদ্রিক উপকূলে এরকম ঝড় হলে যে কোন দেশেই ভয়াবহ অবস্থা হতে পারে। এই তো অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ফি বচ্ছর বন্যা হচ্ছে, অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা থাকা সঙ্কেÄও সরকার হিমসিম খাচ্ছে।
    কিন্তু কথা সেটা নয়। এই ভদ্রলোক আজকের আবাপতে লিখেছেন
    http://www.anandabazar.com/3south5.htm
    স্বাভাবিক অবস্থাতেই এই দ্বীপগুলো জলের তলায় দু আড়াই ফুট নীচে থাকে।
    তাহলে এই দ্বীপগুলোতে বা নদীর ধারের যে ৩০০০ কিমি বাঁধের কথা বলা হচ্ছে তা কি সবই মাটির ??? এই প্রতিবেদনগুলো পড়ে তো তাই মনে হচ্ছে।
    http://www.anandabazar.com/archive/1090601/1south3.htm
    http://www.anandabazar.com/archive/1090602/2south3.htm
    এই সব অঞ্চলে স্রেফ মাটির বাঁধ দিয়ে রাখা হলে (বাঁধগুলোর গড় উচ্চতা কত সেটা পেলাম না তবে মাটির বাঁধ হলে স্বাভাবিকভাবেই উচ্চতা বেশী হতে পারবে না, এই চার থেকে ছ ফুট ম্যাক্সিমাম) তো এরকম ছোটো বড়ো যেকোনো ঝড় হলেই একই রকম অবস্থা হবে। এই মাটির বাঁধের স্ট্রাকচার যা বলছে, তা হলো ভেতরে বাঁশের খাঁচার উপর মাটি চাপিয়ে কম্প্রেস করে খাড়া করে দেওয়া। সিমেন্ট, বালি, লোহার ব্যাপারই নেই। এই মান্ধাতার আমলের সিস্টেমে এত লক্ষ লোকের জীবন নির্ভর করে আছে?
  • Samik | 59.160.206.225 | ০৩ জুন ২০০৯ ২১:৩৯418662
  • অ্যামাউন্টের জায়গাটা এমন লুকিয়ে রাখা, প্রথমবারে দেখি আমি জিরো ডলার দিচ্ছি। :-)
  • Suvajit | 121.221.134.42 | ০৩ জুন ২০০৯ ২১:৪৩418663
  • আর প্রশাসনের কথা বলে কোনও লাভ নেই তবু ১৯৯৫ এর বন্যার টাকা আজও পায়নি বলে ঠিকদাররা কাজ করতে চাইছে না।
    http://tinyurl.com/o9ospu

    এদিকে আজকে আবাপয় এক ভদ্রলোক (তুষার কাঞ্জিলাল) লিখেছেন যে এন জি ও দের ত্রানসামগ্রী সুন্দরবনের ভেতরের গ্রামগুলোয় যাচ্ছে না।

  • shyamal | 67.60.248.108 | ০৩ জুন ২০০৯ ২১:৫২418664
  • সুন্দরবন অঞ্চলে শুনেছি কিছু কিছু গ্রামে সোলার সেল দিয়ে আলো জ্বালানো হয়। কোন রকম পরিষেবাই নেই। আমার পুত্র একবার স্কুল ট্রিপে গিয়েছিল। ঐ সব জায়গায় না আছে ল্যান্ড লাইন না আছে সেল ফোন টাওয়ার। অথচ লোকসংখ্যা নেহাত কম নয়।
  • arjo | 168.26.215.13 | ০৩ জুন ২০০৯ ২২:৪১418665
  • শুভজিতদা, এই স্টর্ম সার্জ কোথায় কতটা হয়েছিল সেই নিয়ে কোনো খবর আছে?

    আর খবর্নয়ের যে খবরটা নিয়ে বললে, তাতে ক্যাটেগরী ওয়ানকে খাটো করে দেখানো হয় নি বরং বলা হয়েছে ভোটের রাজনীতি দুরে সরিয়ে ক্যাটেগরী টু বা থ্রী হলে কি হত ভাবুন। লুক ফরোয়ার্ড। আমার তো তাই মনে হল।
  • Abhyu | 97.81.79.170 | ০৪ জুন ২০০৯ ১০:৩৩418666
  • Asha for Educationএর একটা কনফারেন্স কলে ছিলাম এতক্ষণ, যা বুঝলাম অনেকেই না কি বলছে দিদির রাজ্যকে বাইপাস করে টাকার দেওয়ার আইডিয়াটা ভালো। পলিটিকাল ইমপ্লিকেশন যাই হোক, দুর্গত মানুষের কাছে তবু একটু ত্রাণ পৌঁছবে। অ্যাট লীস্ট কিছু এনজিও মত সেই রকম।
  • Abhyu | 97.81.79.170 | ০৪ জুন ২০০৯ ১০:৩৭418668
  • ও আরো শুনলাম RTI দিয়ে কেউ একজন নাকি জানতে চাইবে কোথায় কি রকম ত্রাণ দিয়েছে সরকার। পশ্চিমবঙ্গে এ ভাবে কিছু জানা যায়? কারো অভিজ্ঞতা আছে?
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন