এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিয়ে কোরা মানে কি জিন্দেগি সেশ?

    Aishik
    অন্যান্য | ২৭ নভেম্বর ২০০৯ | ১৯৬৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 220.226.209.2 | ২৭ নভেম্বর ২০০৯ ১৭:২৮427363
  • ভাই ঐশিক, এট্টু কুপরামর্শ দেই।
    ২৭ বছর নানা প্রকার অভিজ্ঞতা ঝেড়ে ঝুড়ে বলছি - অচ্ছেদ্দা কোরো না।
    প্রথম থেকেই আতাক্যালা হয়ে থাকবে। প্রথম প্রথম খুব আওয়াজ খাবে। বৌ সেন্টু দেবে। কিন্তু তুমি যে আতা সেই আতা। এটার উবগার বুঝবে বিয়ের বছর তিনেক পর। মাসতুতো শালীর বিয়ে, জ্যাঠতুতো শালার ছেলের মুখেভাত, পিসিশ্বাশুড়ীর দেওরের মেয়ের ইস্কুলে ভর্তি, শ্বশুরের অম্বল ইত্যাদি নানা প্রকার সম্ভব অসম্ভব কুরুক্ষেত্রে তুমি নিপাট বিদুর বলে গন্য হবে। কেউ তোমার মতামত চাইবে না, সক্রিয় যোগদান তো দূরের কথা।
    এতো সব লিখলাম কারন, তুমি ইতিমধ্যে ঘাড় কাৎ করে দিয়েছো। নইলে, দ তো বলেই দিয়েছে - যারা বে করেনি তারা কি মানুষ লয়? সে আর বলতে? তারা যে উচ্চ-মানুষ সে নিয়ে কোন সন্দো নাই।
    আতাক্যালা নানা ভাবে হওয়া যায়। সে সব আর এখানে লেখা যাবে না। সাক্ষাতে বলা যাবে। ব্যাঙ্গালোরেই তো আছো।
  • Samik | 219.64.11.35 | ২৭ নভেম্বর ২০০৯ ১৭:২৯427364
  • অ! না, এ রকম একটা নিয়ম কানুন প্রাচীন কালে শুনেছিলাম বটে, তবে আমি কিছু চেঞ্জ টেঞ্জ করি নাই। আমি ধুতি শখ করে পরেছিলাম। আমার কেসে এসব কিছু অ্যাপ্লিকেবল নয়।
  • kallol | 220.226.209.2 | ২৭ নভেম্বর ২০০৯ ১৭:৩৩427365
  • আর হ্যাঁ, একটা কথা মন থেকে বিশ্বাস করবে। তার বহি:প্রকাশ কি হবে তা তোমার ব্যাপার - মেয়েরা, যেকোন অবস্থায়, যেকোন কালে, যে কোন স্থানে ছেলেদের চাইতে অনেক বেশী সুপরিপক্ক, মানে বাংলায় যাকে বলে ম্যাচিওরড।
  • d | 117.195.37.190 | ২৭ নভেম্বর ২০০৯ ১৭:৩৪427366
  • আমি জানি বেথে কেন ধুতি পরেছিল। যাতে ওকে লোকে সত্যি সত্যিই বর বলে চিনতে পারে তাই। :) নাহলে খুব চান্স ছিল সইকরানেওয়ালারা ভাবতে পারত ব্যাটা বয়স ভাঁড়িয়ে অথবা বাড়িয়ে বিয়ে করতে এসেছে।
  • Arijit | 61.95.144.122 | ২৭ নভেম্বর ২০০৯ ১৭:৪৮427367
  • ধুর মাইরি কল্লোলদা এটা এগারো বছর আগে বলতে পারলেন না?
  • Arijit | 61.95.144.122 | ২৭ নভেম্বর ২০০৯ ১৭:৫০427368
  • ধুতি পরলেও নিতবর তো ভেবে নিতেই পারতো। বর হিসেবে চিহ্নিত হওয়ার জন্যে আর কি করেছিলো বেথে?
  • Samik | 219.64.11.35 | ২৭ নভেম্বর ২০০৯ ১৭:৫২427369
  • গর্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌
  • Arijit | 61.95.144.122 | ২৭ নভেম্বর ২০০৯ ১৭:৫৪427370
  • গর্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র
    আমি বর্‌র্‌র্‌র্‌র্‌র্‌র

    খি খিউট;-)
  • aishik | 122.166.17.203 | ২৭ নভেম্বর ২০০৯ ১৭:৫৫427371
  • @ শমিকদা, ও এরকম আওয়াজ করলে বুঝি চেনা যায় এটা বর।
  • d | 117.195.37.190 | ২৭ নভেম্বর ২০০৯ ১৭:৫৬427374
  • :)) হ্যাঁ আশিক, ঐরকম করলে কচিছেলেদের "প্রাপ্তবয়স্ক' বলে চেনা যায়। তুমিও কি খুব কচিকাঁচা দেখতে? তালে ওরম কোরো।
  • a | 115.117.158.222 | ২৭ নভেম্বর ২০০৯ ১৭:৫৬427373
  • ধুর মহায়, ছেলেটা মরছে নিজের জ্বালায়, একেনে নোকেরা এলেন নিজের বে-র গপ্পো শোনাতে।

    ঐশিক ভাই, শোনো, খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভালো কোংপানির শাদা আন্ডি কিনবে এখখান। এবার ধুতি পরবে, পান্‌জাবি পরবে বাড়িতে(নিজের)। অনেক অনেক লোক পাবে যারা এসব ব্যাপারে হুল্লু এক্ষপার্ট, মানে ধুতি পরাতে জানে। (বেসিকালি ধুতি পরা বেশ সোজা যদি সেটা নতুন হয়, মানে অলরেডি সেটিং করা থাকে)।

    ওকে?

    এবার, এখখান নাপিত ভাড়া করবা। this guy is supposed to help you in সসুরাল। যখন বে করতে যাবে, তখন শ্বশুর মহায় এখখান ধুতি আর জোড় দিবেন। নাপিত বা সেই এক্ষপার্ট বেক্তির সহায়তায় পরে পরে নেবে। এই ধুতি, যেহেতু কোরা, সেহেতু পর relatively dificult। এবার, সাদা গেনি্‌জর উপর জোড় জড়িয়ে নেবে। ব্যাস!!!

    শোনো বস, ঐ দিন, ঐ এক দিন, তুমি হলে হিরো। কেউ কিছুটি ভাব্বে না, দেখবে না, মাইরি!!! হাসি হাসি মুখে বিয়ে করবা, যাতে ছবি ভালো ওঠে। প্রেমজ বিয়া তো, বউ কি ভাবলো, সেসব নিয়াও তেনশন নিবা না।
  • Arijit | 61.95.144.122 | ২৭ নভেম্বর ২০০৯ ১৮:০০427375
  • আম্মো একটা ভালো অ্যাডভাইস দিই - নিজেকে কাগজ জড়ানো রোবটের মতন দেখাতে না চাইলে ওই কি বলে তসরের ধুতি পাঞ্জাবি পরোনিকো। পাতি নরম সিল্কের বানায়ে নিবা - দেখতেও ঝিঙ্কু হবে - আর খবরের কাগজ গায়ে জড়িয়েছ বলে মনেও হবে না।

    এটা কিন্তু সিরিয়াস।
  • Samik | 219.64.11.35 | ২৭ নভেম্বর ২০০৯ ১৮:১২427376
  • মুগা।
  • aka | 24.42.203.194 | ২৭ নভেম্বর ২০০৯ ২০:১১427377
  • ধুর ধুতি পড়া নিতান্ত সহজ, আজকাল পোলাপানগুলানের ভুলভাল জিনিষ নিয়ে টেনশন। ঐশিক এখন প্রতিটি মুহূর্ত (উফ্‌ফ), এই টইয়ের প্রতিটি পোস্ট, প্রতিটি ফোন কল তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। ;)

    শোনেন শোনেন বাচ্ছা কাচ্ছা হলেই পুরো ব্যপারটা কেমন যেন বদলে যায়। যতদিন না হচ্ছে ততদিন ""ইয়েস হানি"" বলে কাটিয়ে দেন। দুজনের পক্ষেই এটাই অপটিমাম স্ট্র্যাটেজী। আর ছেলেমেয়ে জেবনে আসার পরে তখনও দেখবেন দুজনেই ""ইয়েস হানি"" কইছেন, ওটা বাচ্ছার জন্য অপটিমাম স্ট্র্যাটেজী। তবে ঐ পাড়ার ক্লাবে ব্রীজ, অনলাইন চেজ এসব আর হল নি। কিন্তু সে তো এখন অন্য কত কিছু হয় না। কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেই হবে ভাই।
  • dipu | 59.164.98.22 | ২৭ নভেম্বর ২০০৯ ২০:১৬427378
  • ""তাড়িয়ে তাড়িয়ে'' উপভোগ করছে .....:-P
  • tkn | 122.163.3.13 | ২৭ নভেম্বর ২০০৯ ২০:১৭427379
  • অ, এইবার বুঝলুম রিমি কেন চাটনী বানায় শুধু। হানির আধিক্য ;-)
  • tkn | 122.163.3.13 | ২৭ নভেম্বর ২০০৯ ২০:১৮427380
  • আহা, মুহূর্তটা ঠিক লিখেছেন, সেটা দেখলে না?? তাড়ানোটাই চোখে পল্ল!!
  • d | 117.195.37.190 | ২৭ নভেম্বর ২০০৯ ২০:২৪427381
  • "ধুতি পড়া নিতান্ত সহজ' তো বটেই। ধুতি বানানে তো যুক্তাক্ষর নাই কাজেই "পড়া' সহজ। ;-)
  • tkn | 122.163.3.13 | ২৭ নভেম্বর ২০০৯ ২০:৩২427382
  • :-)))
  • aka | 24.42.203.194 | ২৭ নভেম্বর ২০০৯ ২০:৩৫427384
  • এই ব্ল্যাংকো না আসায় জেবনে চাপ হয়ে গেছে। মন খুলে কিছু লেখারও উপায় নেই। যতসব ছিদ্রান্বেষীর দল ওঁত পেতে বসে থাকে। দাড়ান দাড়ান, লুচিটা খেয়ে এসে জবাব দিচ্ছি।
  • a x | 143.111.22.23 | ২৭ নভেম্বর ২০০৯ ২০:৩৮427385
  • আমি ধুতি পরিয়েছি। কেলাস সেভেনে। রাম আর লক্ষ্মণকে। মানে নিজের ক্লাসের ছেলেদের। টিচার্স ডে তে লক্ষ্মণের শক্তিশেল মঞ্চস্থ করতে গিয়ে। মাইরি বলছি কারো পেছনে কিছু গুঁজিনি।
  • rokeyaa | 203.110.243.21 | ২৭ নভেম্বর ২০০৯ ২১:৩৫427386
  • কোথয় বিয়ে, আর কোথায় পেছনে গোঁজা! কি থেকে কি হয়!
  • dd | 122.167.14.14 | ২৭ নভেম্বর ২০০৯ ২৩:৩০427387
  • বিয়ের মূল ইকুয়েশনটা কিন্তু কল্লোলই দিলো। আর কে দেবে? সে যে প্রায় (প্রায়) আমারই সমবয়ষ্ক এক তরুন। মানে আমি ওচ্চে বছর চারেকের বড়ো আর সে আমার চে বছর ছয়েকের ছোটো।

    কখনো,কদিচ,কুত্রাপি ঐ শোশুরবারীতে "কর্মবীর" নাম কিন্তে যেও না, "দাতা কর্ণ"ও নয়। বুইলে ঐষিক, আতাক্যালানে ন্যাকাকাত্তিক সেজে বসে থেকো। চিরটাকাল। সে ধুতি খুলে যেতে চায়, যাগ্গে। নেভার বী এ ক্যান ডু ম্যান।
  • Q | 85.5.94.142 | ২৮ নভেম্বর ২০০৯ ০১:০৫427388
  • ইস,,, এই টইটা পড়ে আমার খুব বিয়ে করতে ইচ্ছে করছে .........

    সেই কতদিন হয়ে গেল, মাঝে আর বিয়ে করা হয় নি ........
  • Sayantan | 159.53.78.142 | ২৮ নভেম্বর ২০০৯ ০১:১৮427389
  • সাড়ে তেইশ ঘন্টার কম সময়ে ১৭৩টা পোস্ট পড়েছে। এর থেকেই বোঝা যায় মানব সভ্যতায় বিবাহের সাইড এফেক্ট এবং সেসবের সেন্সিটিভিটি। তা সত্বেও লোকে বিয়ে করে, ঐশিক ও করবে, ডজনখানেক ছানাপোনা নিয়ে সুখে ঘরসংসার করবে।

    অভিনন্দন রইল।
  • aka | 24.42.203.194 | ২৮ নভেম্বর ২০০৯ ০৭:২৯427390
  • এই জমানার কথা শোনেন। শ্বশুরমশাই ও শ্বাশুড়ী ঠাকরেন এক্কেরে দাতা কর্ণ। কোথায় একটা ভালো জামা, কোথায় ডিজাইনার পাঞ্জাবী সারা বছরে যেখানে যা চোখে পড়ে(/পরে) দুই জামাইয়ের জন্য কিনে রাখেন। তবে হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যপারে এক্কেরে ঢ্যাঁড়া। ভয়ানক স্বাস্থ্য সচেতন, ফলমূল(/মুল), শাক সবজী ইত্যাদি, লাল মাঁস কভি নেহি, প্রোটিনে শুধু মাছ অথবা চিকেন। জামাইগুলান তাই ঐ জামাকাপড় টাপড় নিয়েই পাইলে যেতে চায়, কিন্তু ছাড়লে তো। শুধু তাই নয়, শরীর খারাপের কথা শুনলে, নামী ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেকাপ করিয়ে তবে ছাড়েন। ভাইবেন না জামাই গুলান খুব চাপ দেয়। নেহাতই ভালোমানুষ, মনে মনে ভাবে আর বন্ধুবান্ধবের কাছে দুখ্যু করে যে মাইয়া গুলান শ্বশুর, শ্বাশুড়ীর মতন নয় কেন? এক্কেরে নিজে চোখে দেখা।
    ঐশিক চরৈবেতি, চরৈবেতি।
  • a x | 98.197.174.25 | ২৮ নভেম্বর ২০০৯ ১০:৩৩427391
  • সবজি।
  • bb | 117.195.176.47 | ২৮ নভেম্বর ২০০৯ ১০:৪৯427392
  • aishik ধুতি পরা মোটেই কঠিন নয়। আমিও বিয়ের দিনই প্রথম ধুতি পরেছিলাম, তার পর থেকে সুযোগ পেলেই লোকের বিয়েতে নেমন্ত্রণ পেলেই পরে থাকি।

    a সবচেয়ে দরকারী ব্যাপারটা বলে দিয়েছেন। ভাল বড় সাদা অন্তর্বাস (brief নয়) কিনবেন, ব্যস আপনি safe। নাপিত আপনাকে শ্বশুর বাড়ীতে ধুতি পরতে সাহায্য করবেন তাই চিন্তার কিছু নেই।
    বিয়ে করা বেশ ভালো জিনিষ। গাড়ী চালালে দুর্ঘটনার সম্ভাবনা থাকে তাই বলে লোকে কি গাড়ি কেনা বন্ধ করে দেয়?অবশ্য এই ব্যাপারে কি সতর্কতা নিতে হবে কল্লোল লিখে দিয়েছেন :)
  • Tim | 71.62.121.158 | ২৮ নভেম্বর ২০০৯ ১৩:৫৮427393
  • টুপি পরানোটা যখন ক্লিশে হয়ে গ্যাছে বলেই কি (কী) অক্ষদা ধুতি পরাতো? এটা কি ছকের বাইরে যেতে চাওয়া? :-)

    ঐশিকের প্রশ্নটা ইনকমপ্লিট। কোরা-টোরা বাদ দিলেও, ""জীবন যদি সেশ""ও হয়, তাপ্পর? মরণের পরে তো জানি, কিন্তু জীবনের পরে কি (কী)?!
    নাকি বিয়েরূপ কুরুনীতে জীবনরূপ নারকেল কোরার কথা বল্লো! সে তো ভালোই, অন্যরা সন্দেশ পাবে। শুদু তফাৎ এই যে, কেউ চিনি পাবে, কেউ গুড়। :-)
  • tkn | 122.163.3.13 | ২৮ নভেম্বর ২০০৯ ১৪:১৭427395
  • টিমির অকথিত শেষ লাইন -
    কেউ ন্যাজ পাবে, কেউ শুঁড়
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন