এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ইকনমি ক্রাইসিস ডোমেস্টিক মার্কিন গ্লোবাল (২)

    dipu
    অন্যান্য | ২০ নভেম্বর ২০০৯ | ৭৬৭১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 69.236.173.22 | ০৯ এপ্রিল ২০১০ ১৬:১১429439
  • রিসেশন, খারাপ সময়... তবে কি....

    ১) টেনেসি - আরবান এলাকায় ডোনেশন ফুড-এর ডিমান্ড বেড়ে গেছে, গত দেড় বছরে প্রায় ৬০%। জেনারেলি বড় বড় গ্রসারি চেইন এবং সুপার মার্কেট ব্যাগ ভর্তি গ্রসারি ডোনেট করে। অনেকে এখন কাজ করে যা মাইনে পাচ্ছে (মানে যাদের কাজ আছে), তা দিয়ে ইউটিলিটি বিল (গ্যাস, ইলেকট্রিসিটি, টিভি, ফোন...) মেটাচ্ছে, কিন্তু খাবার কেনার টাকা থাকছে বলে ফুড ডোনেশন থেকে সপ্তাহে দুবার পর্যন্ত নিচ্ছে। কারণ সিম্পল, ফোন/গ্যাস/ইন্টারনেট কানেক্‌শন কেউ ডোনেট করে না, কিন্তু খাবার পাওয়া যাচ্ছে বিনা পয়সায়। তার মানে ফুড শর্টেজ নেই। তবে কি...

    ২) ডাও জোন্‌স প্রায় ১১,০০০ ছুঁই ছুঁই। তলিয়ে ৭৮০০এ চলে গেছিল, সেখান থেকে এগারো হাজার। তবে কি...

    ৩) লঞ্চ করবার আগেই অ্যাপেল-এর নতুন প্রোডাক্ট আই-প্যাড তিন লাখ প্রি-অর্ডার সেল হয়ে গেল। তবে কি....

    ৪) চায়না অবশেষে বলেছে যে কারেন্সি (য়ুয়ান) শক্তিশালী করবে। তার মানে বিশ্বের বাজারে চাইনিজ জিনিসের দাম বাড়বে। এতে করে নাকি, আমেরিকার এক্সপোর্ট বাড়বে। চাকরির বাজার খুলবে। রুপি তো স্ট্রং হচ্ছে, আজ ওয়েস্টার্ন ইউনিয়ন করলাম ৪৩.৭৫ দিল। তবে কি...

    ৫) এক বিশেষজ্ঞ-র মতে সোস্যাল সিকিওরিটি ফান্ড ড্রাই আউট-এর সমাধান হল ইমিগ্রেশন। উন্নত দেশে বুড়ো মানুষের সংখ্যা বাড়ছে, প্লাস বুড়োদের পরমায়ুও বাড়ছে, আর ইয়াং জেনারেশন সংখ্যায় কমছে, তারা বংশবৃদ্ধিতে বেশী আগ্রহী নয়। গুটিকয়েক মরমন পলিগ্যামি চালিয়ে আর কত ব্যালান্স রাখবে। বেবি বুমাররা যে রেটে রিটায়ারমেন্টের দিকে ধেয়ে আসছে, তাতে করে কিছুদিন বাদে দেখা যাবে দুজন বুড়ো মানুষ প্রতি দেড় জন রোজগেড়ে জওয়ান।

    এদিকে ইমার্জিং ইকনমি এবং আন্ডার ডেভলপ্‌ড দেশ গুলিতে ইয়ং জেনারেশন প্রচুর। তাই এই ভদ্রলোকের বক্তব্য আরো বেশী করে ইয়াং লোকজন ইউএস-এ ইমিগ্রেট করতে দেওয়া হোক, তারা খেটেখুটে রোজগার করবে আর তাদের দেওয়া সোস্যাল সিকিওরিটি ট্যাক্স-এর পয়সায় বুড়োরা গল্ফ খেলবে।

    তাহলে, সোস্যাল সিকিওরিটি প্রবলেমও সলভ্‌ড্‌। তবে কি...
  • aka | 168.26.215.13 | ০৯ এপ্রিল ২০১০ ১৮:৪২429440
  • ডাও জোন্স নিয়ে ফেডের বিরুদ্ধে কি একটা কনস্পিরেসি আছে। ঠিক মতন বুই নাই। যাইহোক এই ডাও বাড়াটা কতটা রিয়েল তাই নিয়ে লোকের মধ্যে মতবিরোধ আছে। যদি ইনভেস্ট করতে চান তাহলে ইন্ডেক্সড মিউচুয়াল ফান্ড ভাল। বেশি রিস্ক না নেওয়াই ভাল।

    তবে ইকনমির মূল প্রবলেম হল প্রতি দশ জনের এক জন আমেরিকানের চাকরি নেই। ২৫% এরও বেশি বাড়ির মর্টগেজ আন্ডার ওয়াটার - মানে বাড়ির মর্টগেজ যা দিচ্ছে বর্তমানে দাম তার থেকে অনেক কমে গেছে। বাজেট ডেফিসিট শুধু দেশের নয় বিভিন্ন রাজ্যের। প্রতিটি রাজ্যের আয় কমে গেছে কারণ লোকে জিনিষ পত্তর কিনছে না। চাকরি না থাকলে কিনবে কি করে? এই অবস্থায় রাতারাতী কিছু হবার নয়। এই খুঁড়িয়ে খুঁড়িয়ে লোকের টেনশন বাড়িয়ে যতদিনে খানিক ঘুরে দাঁড়ানোর মতন অবস্থা হবে ততদিনে আবার একটা ছোট রিসেশনের সময় চলে আসবে। ইতিমধ্যে জর্জিয়া লটারীর জ্যাকপটটা লেগে গেলেই বাহামায় দ্বীপ কিনে এইসব দেখব আর হাসব, ততদিন লাগে রহো।
  • dipu | 61.12.12.83 | ০৯ এপ্রিল ২০১০ ১৮:৪৪429441
  • গুড। একটা ইয়ে বিচ (সৈকত, মানে বেলাভূমি) যেন থাকে। আমি কেয়ারটেকার হব।
  • dri | 117.194.230.97 | ১১ এপ্রিল ২০১০ ০৪:৩৮429442
  • আম্রিকায় যে কজন আছে তাদেরই ভালো করে চাগ্রি নেই। এর পর আরো গড়ে গড়ে ইমিগ্রেশান করালে তারা এসে কি চাগ্রি করবে? চাগ্রি পেলে তবে তো সোশাল সিকিউরিটি ট্যাক্স দেবে।
  • lcm | 128.48.7.179 | ১৫ এপ্রিল ২০১০ ০৩:৩৫429444
  • ডাও জোন্‌স ১১,০০০ ছাড়াল। এক বছর আগে ছিল ৭,৭০০। এক বছরে প্রায় +৫০%।
  • aka | 168.26.215.13 | ১৫ এপ্রিল ২০১০ ১৮:১৬429445
  • দ্রিকে একটা প্রশ্ন আছে। এই যে ব্যাঙ্ক ফেল করছে বা অন্য ব্যাঙ্কের সাথে মার্জ করছে তাতে আমজনতার কি অসুবিধা?

    আমাদের যে দুটি ব্যাঙ্কের সাথে সম্পর্ক দুটোই ফেল করেছে। ক্রেডিট কার্ড ছিল ওয়াশিংটন মিউচুয়াল আর মাইনে অ্যাকাউন্ট হল ওয়াকোভিয়া। ওয়াশিংটন মিউচুয়াল এখন চেজ হয়েছে আর ওয়েলস ফার্গো নিয়ে নিয়েছে ওয়াকোভিয়াকে। আমাদের দিক থেকে নো চেঞ্জ। সেই একই ওয়েবসাইটে যাই, ওরা ভেতরে ভেতরে রিডাইরেক্ট করে দেয়। সেই একই ইউজার নেম, শুধু ইন্টারফেস টা একটু আলাদা। ওয়াকোভিয়ার ক্ষেত্রে তো তাও নয়। এমনকি যে লোকগুলোর সাথে কথা বলে অ্যাকাউন্ট খুলেছিলাম তারাও একই আছে। এমনকি ব্যাঙ্কের সামনে লোগোও একই আছে। ব্যাঙ্ক যে ফেল মেরেছে বোঝার উপায় নেই।

    ইনডাইরেক্ট এফেক্ট ছাড়া - যেমন কনজিউমার কনফিডেন্স কমে যাওয়া ইত্যাদি - আর কি কোন ডাইরেক্ট এফেক্ট আছে?
  • dri | 117.194.227.4 | ১৬ এপ্রিল ২০১০ ২৩:১১429446
  • ব্যাঙ্ক ফেল করলে যখন অন্য কোন ব্যাঙ্ক এসে ওদের অ্যাসেট নিয়ে নেয়, সবকিছু নেয় না। আপনার অ্যাকাউন্টটা নিয়ে নেয়। কারণ মোস্ট প্রবাবলি আপনার অনেক ডিপোজিট আছে। ডিপোজিট যত বেশী থাকে ব্যাঙ্ক তত বেশী লোন দিতে পারে। আপনি যদি ব্যাঙ্কে ১ টাকা রাখেন, তার এগেনস্টে ব্যাঙ্ক ১০ টাকা লোন দিতে পারে, এবং লাভ করতে পারে। একে বলে ফ্র্যাকশানাল রিজার্ভ ব্যাঙ্কিং। কিন্তু সবকিছু নেয় না। যেমন ফেল্‌ড ব্যাঙ্কের যদি কোন ব্যাড লোন থাকে, অর্থাৎ এমন লোন যেটা যেটা গ্রহীতা শোধ দিতে পারছে না সেইসব লায়াবিলিটি কিন্তু অ্যাকোয়ারিং ব্যাঙ্ক নেয় না। অর্থাৎ, মার্জারের সময় ব্যাঙ্ক শুধু অ্যাসেটটুকুই নেয়, লায়াবিলিটিগুলো অ্যাভয়েড করে। তাই আপনার ওপর কোন এফেক্ট পড়ে নি মানে ইকনমির ওপর কোন এফেক্ট পড়ে নি এমন নয়। হয়ত, অনেকে হাউস লোন নিয়েছিল শোধ করতে পারে নি বলেই ব্যাঙ্কটা আনসাস্টেনেব্‌ল হয়ে গেছিল। হয়ত কোন কমর্শিয়াল ডেভালাপার লোন শোধ করতে পারে নি বলে আনসাস্টেনেব্‌ল হয়ে গেছিল। হয়ত প্রচুর ক্রেডিট কার্ড ডিফল্ট হয়েছিল বলে ব্যাঙ্ক ফেল করল। ব্যাঙ্ক ফেলিওর টেল্‌স সামথিং অ্যাবাউট দা ইকনমি। যে, ইকনমির শরীর খারাপ। তিন বছর আগে বছরে দশটার বেশী ব্যাঙ্ক ফেল করত না। এখন সেটা একশ দেড়শতে এসে ঠেকেছে।

    আর হোম ফোরক্লোজার প্রচুর হচ্ছে। প্রচুর ছোট ছোট শহরে শপিং মলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ক্রেডিট কার্ড ডিফল্টও প্রচুর হচ্ছে। ব্যাঙ্ক ফেলিওর এই স্টোরিটাই শর্টে বলে।
  • dri | 117.194.227.4 | ১৬ এপ্রিল ২০১০ ২৩:১৫429448
  • এস ই সি গোল্ডম্যান স্যাক্‌সের নামে মামলা ঠুকেছে। http://www.nytimes.com/2010/04/17/business/17goldman.html

    The move marks the first time that regulators have taken action against a Wall Street deal that helped investors capitalize on the collapse of the housing market. Goldman itself profited by betting against the very mortgage investments that it sold to its customers.
  • dri | 117.194.227.18 | ১৯ এপ্রিল ২০১০ ০০:৫৮429449
  • আরো আটটা ব্যাঙ্ক ফেল করল। এ বছরের স্কোর গিয়ে দাঁড়াল ৫০।
  • Arpan | 216.52.215.232 | ১৯ এপ্রিল ২০১০ ১১:২৩429451
  • * ফেল
  • Arpan | 216.52.215.232 | ১৯ এপ্রিল ২০১০ ১১:২৩429450
  • আজ শুনলাম ক্যালিফোর্নিয়াতে নেক্সট উইক আরো কিছু ব্যাংক পেল করার সম্ভাবনা আছে। তাদের একটার সাথে আমাদের ব্যাঙ্কের (যাদের হয়ে আমরা কাজ করি) মার্জ হবার কথা। অর্থাৎ আরো কিছু নতুন কাজ আসতে চলেছে, হেঁ হেঁ হেঁ।
  • dri | 117.194.224.70 | ১৯ এপ্রিল ২০১০ ২২:৫৫429453
  • এ বছর এক্সনমোবিল এবং জেনারাল ইলেক্ট্রিক ইউ এস গম্মেন্টকে কোন ট্যাক্স দেয়নি। বাহামা, বারমুডা, কেইম্যান আইল্যান্ড ইত্যাদি ট্যাক্স হ্যাভেনে টাকা লুকিয়ে রেখেছে। http://motherjones.com/mojo/2010/04/exxon-mobil-paid-zero-income-tax-offshore%20shelter-wal-mart-general-electric-forbes
  • lcm | 128.48.7.179 | ১৯ এপ্রিল ২০১০ ২৩:২২429454
  • "ব্যাংক ফেইলিওর' - এই টার্ম-টা আমাদের অনেকের কাছেই ভায়াবহ (রেফারেন্স, সত্যজিৎ-এর 'মহানগর')। জেনারেলি এর মানে হল, অনেক লোকে টাক খুইয়েছে, ব্যাংকের সবার চাকরি গেছে ... এসেট্রা। ইন ফ্যাক্ট, ২৯-এর ক্র্যাশ-এ তাই হয়েছিল এদেশে অনেকটা। কিন্তু এখন যা হচ্ছে, মানে যেসব উদাহারণ দ্রি এতদিন ধরে দিয়ে আসছে, সেগুলো কিন্তু এরকম ভয়াবহ কিছু নয়। যাদের জমানো টাকা ছিল, তাদের টাকা ঠিক আছে। চাকরি অনেক ক্ষেত্রেই অনেকের আছে, অনেকের গেছে। যেটা হয়েছে - ব্যাংক-এর যে টক্সিক অ্যাসেট ছিল, মানে বাজে লোন, যে লোন গ্রহীতা আর শোধ দিচ্ছে না, সেগুলো ভোগে গেছে। কিন্তু, অরিজিন্যালি এই সব লোনের বিশাল অংশই এই সব ছোটখাটো ব্যাংক বড় বড় ব্যাংক/ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট-কে বেচেছে। কিন্তু, এখন গ্রহীতা নিয়মিত টাকা শোধ না দেওয়ায়, এই ব্যাংক গুলোকে পানিশ করা হচ্ছে। বেশীর ভাগ ক্ষেত্রেই এই লোন ডিপার্টেমেন্টে যারা ছিলেন তারা চাকরি হারিয়েছেন। কিন্তু, এটিএম/অপেরেটিং ব্রাঞ্চ/আই-টি ... এসব আছে। কিছু ব্যাংক এই লিস্টে আছে, যেগুলো কনভেনশন্যাল ব্যাংক নয়, যাদের কাজ শুধুই ইনভেস্টমেন্ট /পোর্টফোলিও ম্যানেজমেন্ট/ কমার্শিয়াল লেন্ডিং... - তাদের অনেকে পুরোপুরি উঠে গেছে।

  • aka | 168.26.215.13 | ১৯ এপ্রিল ২০১০ ২৩:৪২429455
  • ওয়াকোভিয়া ফেল করার পর নতুন এটিএম মেশিন বসিয়েছে। আগে চেক জমা দিতে হলে খামে ভরে, খামের গায়ে অ্যাকাউন্ট নাম্বার দিতে হত, তারপর স্ক্রীনে লিখতে হত কত টাকার চেক জমা দিলাম।

    এখন, চেকটা শুধু গলিয়ে দিতে হয়। ভেতরে একটা ওসিআর সফটওয়ার চেক স্ক্যান করে পড়ে নেয় কত টাকা। তারপর স্ক্রীনে প্রিন্ট করে, ভুল করে থাকলে ঠিক করে দিতে হয়। তারপর রশিদে চেকের স্ক্যান কপি প্রিন্ট করে দেয়। অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার আবার মুছে দেয়। হাই টেক পুরো। অনেক খরচ হয়েছে নিশ্চয়ই এই ইমপ্লিমেন্টশনে।

    আমি অনেক চেক জমা দিলাম শুধু একবার ৫ কে ভুল করে ৮ পড়েছিল। টেকনলজি দেখে আমি অভিভূত। ওসিআর সম্বন্ধে এর আগে আমার ধারণা ছিল খুব বাজে।
  • . | 125.18.104.1 | ২০ এপ্রিল ২০১০ ১১:৫০429456
  • এ মাল তো আমাদের ডোভার লেনের এইচ এস বি সির এ টি এমে আজ প্রায় তিন চার বচ্ছর ধরে আছে। এ বাবা, আম্রিকার এই অবোস্তা!
  • aka | 168.26.215.13 | ২০ এপ্রিল ২০১০ ১৮:২১429457
  • অ্যাঁ মাইরি? বিশ্বাস হয় না। আমাদের কালে এইচ এস বি সিএ এটিএম মেশিনে কার্ড ঢোকালে ফেরত পাওয়ার চান্স ছিল ৫০%। আম্রিগায় এমন মেশিন আমি দেখি নাই। হয়ত আছে, কিন্তু খুব বেশি নাই।
  • dri | 117.194.226.14 | ২৩ এপ্রিল ২০১০ ২৩:৩৫429459
  • এক্সন এবং জেনারাল ইলেক্ট্রিকের পর মাইক্রোসফ্‌টের ট্যাক্স ফাঁকি দেওয়ার গল্প খবরে এল। ওয়াশিংটন স্টেটে কোন স্টেট ট্যাক্স নেই। সেখানে থেকে মাইক্রোসফ্‌ট স্টেট ট্যাক্স বাঁচায়। স্টেট ট্যাক্স নেই বলে ওয়াশিংটনে বিজনেস অ্যান্ড অক্যুপেশান ট্যাক্স বলে একটা ব্যাপার আছে। সফ্‌টওয়্যার লাইসেন্সিং করে যে টাকা পাওয়া যায় তার ০.৫% (অ্যাবাউট) ট্যাক্স স্টেটকে দিতে হয়। কিন্তু সেই রোজগারটা মাইক্রোসফ্‌ট নেভাডা থেকে দেখায়। সেখানে আবার এই ট্যাক্সটা নেই। আসলে গ্লোবালাইজেশান ব্যাপারটা হল বিভিন্ন জায়গার বিভিন্ন রকম রুল এক্সপ্লয়েট করে ট্যাক্স ফাঁকি দেওয়ার কল। http://microsofttaxdodge.com/2009/11/about-microsofts-nevada-tax-dodge.html

    সারা আমেরিকা থেকে ১ লাখ থেকে ৩ লাখ শিক্ষকের চাকরী যেতে পারে। http://www.msnbc.msn.com/id/36674830/ns/us_news-the_new_york_times/

    ডেরিভেটিভ ট্রেডিংএ রেগুলেশান আনার জন্য রাজনৈতিক মতৈক্য তৈরী হচ্ছে একটু একটু করে। http://news.xinhuanet.com/english2010/business/2010-04/22/c_13262388_2.htm

    ক্রাইসিসের সময় যা হয়, ইমিগ্র্যান্টদের ওপর অসহিষ্ণুতা দেখা দিচ্ছে। ফিনিক্সে র‌্যাঞ্চ মার্কেটে ৩০০ জন ইল্লিগাল ইমিগ্র্যান্টকে চাকরী থেকে বরখাস্ত করা হল (যাতে আমেরিকানরা চাকরীগুলো পেতে পারে)। http://capoliticalnews.com/blog_post/show/4917। মেক্সিকো অ্যারিজোনার এই টাফ ইমিগ্রেশান ল'র প্রতিবাদ করল। http://finance.yahoo.com/news/Mexican-govt-slams-Arizona-apf-3656534841.html?x=0&.v=1
  • dri | 117.194.226.150 | ২৬ এপ্রিল ২০১০ ০০:৪৭429460
  • আরো সাতটি ব্যাঙ্ক ফেল করল।

    এখন আম্রিকায় ১.১ মিলিয়ান বাড়ি ফাঁকা পড়ে রয়েছে, এবং ৪.৮ মিলিয়ান বাড়ির পেমেন্ট ঠিকমত হচ্ছে না।

    গোল্ডম্যান স্যাক্সের রিলিজ্‌ড ডকুমেন্টে পাওয়া যাচ্ছে হাউসিং ক্রাইসিসের শুরুতে ফার্মের এক্সিকিউটিভরা খুবই উৎফুল্ল হয়েছিল, কারণ তারা বাজি ধরেছিল যে এইটা হবে। http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/04/24/AR2010042401049.html?wprss=rss_politics

    আম্রিকান ওয়ার ভেটারানদের মধ্যে সুইসাইড রেট খুবই বেশী। http://rawstory.com/rs/2010/0423/18-veterans-suicide-day/। এটা থামানোর পথ খুঁজছে ম্যানেজমেন্ট। http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/04/24/AR2010042401125.html
  • dri | 117.194.224.79 | ২৬ এপ্রিল ২০১০ ০০:৫০429461
  • এদিকে গ্রীসের অবস্থা খুবই খারাপ।
  • dri | 117.194.224.146 | ২৮ এপ্রিল ২০১০ ২৩:৪৬429463
  • আর গোল্ডম্যান স্যাক্সের কথা যত কম বলা যায় ততই ভালো।
  • dri | 117.194.229.176 | ২৮ এপ্রিল ২০১০ ২৩:৫৯429464
  • চায়না, ইন্ডিয়ার ইকনমিক ক্লাউট যে বাড়ছে তার একটা ইন্ডিকেশান, ওয়ার্ল্ড ব্যাঙ্কে চায়নার ভোটিং ভোটিং পাওয়ার ২.৭৭ থেকে বেড়ে দাঁড়ালো ৪.৪২। ইন্ডিয়ার বেড়ে দাঁড়ালো ২.৭৭ থেকে ২.৯১। ব্রাজিলের বেড়ে হল ২.০৬ থেকে ২.২৪। http://news.oneindia.in/2010/04/26/indiachinas-voting-power-increased-in-world-banksibrd.html
  • dri | 117.194.227.33 | ০৪ মে ২০১০ ২৩:৫৫429465
  • আরো সাতটা ব্যাঙ্ক ফেল করল।
  • dri | 117.194.225.81 | ২৩ মে ২০১০ ০০:৫৯429468
  • বৃটিশ এয়ারওয়েজের হেভি লস হয়েছে। http://www.nytimes.com/2010/05/22/business/global/22ba.html

    আর ওদিকে গ্রীস, স্পেন, পোর্তুগালের গল্প তো এখন মেনস্ট্রীম। পুরো ক্রাইসিসটা ব্যাঙ্কারদের তৈরী করা। কিন্তু প্রাণ যাচ্ছে উলুখাগড়াদের, অস্টারিটির চাপে। সোশাল প্রোগ্রাম, সব রকম বেনিফিট, পেনশান সব কিছুতে কাট। সাধারণ মানুষ শান্তিপূর্ণ মিছিল থেকে আরম্ভ করে ভায়োলেন্ট প্রোটেস্ট, পুলিশের সাথে মারামারি, পার্লামেন্ট ঘেরাও ইত্যাদি সবই করেছে। কর্পোরেট মিডিয়া বলে চলেছে, হ্যাঁ নিশ্চয়ই গোল্ডম্যান স্যাক্স অন্যায় করেছে, কিন্তু গ্রীক পলিটিশিয়ানদের দুর্নীতি, কোরাপশান এগুলো ভুলে গেলে চলবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন