এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • অমিতাভ বচ্চন র কি অভিনয় থেকে অবসর গ্রহন করা উচিত?

    Bratin
    সিনেমা | ১৮ নভেম্বর ২০০৯ | ৩৭২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • Bratin | 125.18.17.16 | ১৮ নভেম্বর ২০০৯ ১৩:০৭429697
  • আমি ভদ্রলোকের অভিনয়ের অন্ধ ভক্ত ছিলম এক সময়ে। কিন্তু এখন আর সেরকম ভালো লাগে না। লোকজনের কি ব্যক্তব্য এ ব্যাপারে?
  • janoiko | 219.64.11.35 | ১৮ নভেম্বর ২০০৯ ১৩:২০429708
  • Paa দেখুন।
  • aka | 168.26.215.13 | ১৮ নভেম্বর ২০০৯ ১৯:২০429719
  • বলিউডি সিনেমা ওনার কাছে এসে থমকে গেছে। যেমন ক্রিকেটে তেণ্ডুলকর, তেমনি সিনেমায় বিগবি। ওনারা কবে রিটায়ার করবেন সে ওনাদেরই ভাবতে দেওয়া হোক।
  • d | 117.195.32.212 | ১৮ নভেম্বর ২০০৯ ২০:০৩429730
  • না না একদম না।
    এ: টইটা দেখেই কেমন মন খারাপ লাগল। :(
  • kallol | 115.184.43.32 | ১৮ নভেম্বর ২০০৯ ২০:৪৩429734
  • অবসর কে কবে নিয়েছে।
    চাকরীতে একটা বয়স হলে অবসর নেওয়ানো হয়। আর খেলোয়ারেরা শারীরিক সক্ষমতা সাপেক্ষে অবসর নেয়।
    তা নইলে উকিল, ডাক্তার, গাইয়ে বাজিয়ে কে কবে অবসর নিয়েছে?
    এইতো শুনলাম, পন্ডিত রবিশংকর মাস কয়েক আগে কলকাতায় বাজিয়ে গেলেন। প্রায় ২৫ বছর ধরে ওনার বাজনা শুনছেন এমন একজন যিনি নিজেও সেতার বাজিয়ে থাকেন, শুনে মুগ্‌ধ। এখনও বোল-বাটে অসাধারণ। তা, কি বলবেন, অবসর? কেন?
    অমিতাভ। এই একজন (অবশ্যই নাসিরকে হিসেবে না রেখে), আন্ডার এবং ওভার অ্যাকটিংএ সমান দক্ষ। বলরাজ সাহানী থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় এঁরা বা অপর্ণা সেন থেকে শাবানা-স্মিতা-কঙ্কনা এঁরাও, সেরিব্রাল অভিনেতা। ফলে, অবাস্তব রোলে এরা ধেরিয়ে যান। কিছুটা অপর্ণা বেরিয়ে যান ওর স্টাইলাইজেশন দিয়ে।
    আর দুই জনকে কুর্ণিশ জানাতেই হয় - সাবিত্রী চট্টোপাধ্যায় আর কামাল হাসান।
    অবশ্য এইবেলা স্বীকার করে নেওয়া ভালো - আমার দৌড় বাংলা আর হিন্দি সিনেমা। অন্য আঞ্চলিক ভাষার সিনেমায় যেসব অভিনেতারা আছেন - যেমন মালায়ালমে মামুটি, এদের সম্পর্কে কিছুই জানি না।
    সেই জায়গা থেকে অমিতাভ এখনও বেশ ভালো।
    আমি তো কোন একটা ফিল্মে অমিতাভ-নাসির-কামাল হাসান একসাথে দেখবো বলে বসে আছি।
  • sinfaut | 117.194.200.83 | ১৮ নভেম্বর ২০০৯ ২২:০৬429735
  • কেবিসিতে অভিনয়টা ভালো লেগেছিল।
  • tkn | 122.161.63.132 | ১৮ নভেম্বর ২০০৯ ২৩:৪৭429736
  • কেন? অবসর নেবেন কেন? এই বয়সে এত এনার্জেটিক অভিনেতা আর কে আছেন? ঝুমবরাবরঝুম-এ ওনাকে দেখে অসহ্য খারাপ লেগেছিল তবু মনে হয়নি রিটায়ার করা উচিত। বরং যেটা খুব অ্যাপ্রিসিয়েট করি যে "এই বয়স" বলে শুধু বাবা জ্যাঠা না সেজে বিভিন্ন ধরনের বাস্তব অবাস্তব চরিত্রের মোড়কে নিজেকে মুড়ে প্রেজেন্ট করার সাহস রাখেন উনি।
    না না, কিছুতেই রিটায়ার করার কথা ভাবা উচিত না...
  • Bratin | 117.194.97.55 | ১৯ নভেম্বর ২০০৯ ০০:৪৫429737
  • ও হো, একটা কথা বলতে ভুলে গেছি 'নায়ক বচ্চন' vs 'অভিনেতা বচ্চন' কে নিয়ে আমার দ্বন্দ্ব। মানে আমি ভীষন ভাবে 'নায়ক বচ্চন' র ভক্ত। ওনার অভিনয় খুব ভালো লাগে।পরবর্তী কালে, Black র অসাধরন অভিনয় মন ছুঁয়ে যায়, নানান চরিত্র একই অভিনেতা র ভাঙ্গা-গড়া দেখতে দেখতে মন টা আপ্লুত হয়ে যায়। কিন্তু বয়স্ক ,প্রৌড় অমিতাভ কে দেখতে মনের কোথায় যেন একটা যন্ত্রনা। সে বোধহয় ব্যক্তি পুজোর ফল।
  • debu | 72.130.151.116 | ১৯ নভেম্বর ২০০৯ ০৬:০১429738
  • অমিতাভের সঙ্গে বালের (ঁ ঠা) ঝামেলা টার জন্য কাজ পাচ্ছেনা
  • Mmu | 78.236.153.102 | ২৬ নভেম্বর ২০০৯ ১৯:০৫429698
  • অমিতাভের কাছাকাছি কেউ নেই bollywood এ । আমি অমিতাভের সমতুল্যতো দুরের কথা কাছাকাছি কাউকে ভাবতে পারিনা । অমিতাভ এক্‌পাসে আর সবাই আরেক পাসে। ওর হাটা, কথা বলা, dance করা expression , সবই ওর নিজস্য। পরবর্তি কালে এগুলো ই সবাই কপি কোরে গেছে। অভিনয় ছারার তো প্রশনই নেই । আমি অমিতাভের আরো কিছু অভিনয় দেখতে চাই ।
  • d | 117.195.32.158 | ২৬ নভেম্বর ২০০৯ ১৯:০৭429699
  • যা: অমিতাভর নাচটা মোটেই সুবিধের নয়। একেবারেই নাচতে পারেন না ভদ্রলোক।
  • aka | 24.42.203.194 | ২৬ নভেম্বর ২০০৯ ২০:১২429700
  • মাননীয়া দ, অমিতাভর নাচ দেখিতে হইলে গোটা দুই গানের কথা বলিয়া যাই। 'ডন' নামক সিনেমায় ""খাইকে পান বেনারসওয়ালী..."" এবং 'গঙ্গা, যমুনা, সরস্বতী' সিনেমায় ""... মাইকেল জ্যাকসন য্যায়সা নাচ দিঁখাউ""। প্রথমটি তো এখনও পুজোর ভাসানের সব থেকে জনপ্রিয় নাচ আর দ্বিতীয়টিতে উনি দেখিয়েছেন চাইলে উনি কি করিতে পারেন। ওনার প্রথম ধরণের নাচের স্টাইলটি ভগবান দাস নামক এক পূর্বতন অভিনেতা থেকে কপি হইলেও উনি তার মধ্যে ম্যাচিস্মো এনে ব্যপারটা একটা অন্য মাত্রা দিয়েছেন। ওনার নাচ আসলে এই সমাজের অত্যাচার, অনাচারের মুখে ম্যাচো সাব অল্টার্ন শ্রেণীর এক সজোর চপেটাঘাত। সেখানে নাচের মূদ্রা ইত্যাদির থেকেও বড় হয়ে ওঠে একটি শ্রেণীর প্রতিনিধি হইয়া তাহাদের লেজিটিমেসি দেওয়ার গল্প। তাই ওনার নাচ সংগ্রামে ও স্বত্যন্ত্রতায় অনন্য। ওনার নাচ দেখার নয়, অনুভব করার হৃদয় দিয়ে।

    ইতি আ
  • d | 117.195.32.158 | ২৬ নভেম্বর ২০০৯ ২০:১৯429701
  • কমরেড আকা,

    আমি অতি দু:খিত হৃদয়ে, বিনম্র চিত্তে জানাতে বাধ্যই হচ্ছি যে উনি একেবারেই নাচতে পারেন না। তাতে আমার যে কিছু খারাপ লাগে --- তা নয়। পারেন না তো পারেন না। কি করা যাবে? সবাই কি সবকিছু পারে? এই যে অনেকে বানান ঠিক করে লিখতে পারেন না--- তা পারেন না -- কি আর করা যাবে। কিন্তু তাই বলে তো আর "সত্য'কে মিথ্যা বলে দিতে পারি না। মনে রাখবেন এখনও আকাশে চন্দ্রসূর্য্য ওঠে, মহাগুরু, হৃতিক রোশন, এঁরা সব নাচেন।

    ইতি,
    সত্যাশ্রয়ী দ
  • SB | 114.31.249.105 | ২৬ নভেম্বর ২০০৯ ২০:৩৭429702
  • আগে নাচ কে ডিফাইন করা হোক, তাপ্পর বোঝা যাবে গুরু নাচতে পারে কি পারে না। একটা ধারনা আছে কোমরের নিচে শরীর একটু ভাংলেই সেটা নাচ নয়, এরকম গুচ্ছ গুচ্ছ ডেফিনিশন আছে, তাই ----
  • tkn | 122.161.164.139 | ২৬ নভেম্বর ২০০৯ ২০:৩৯429703
  • আমি এতো ফর্ম্যালি লিখতে পারছি না, তবে সেমিফর্ম্যালি দ-র কথায় স্মিতহাসিসূচক সম্মতি এবং আকার কথায় আকর্ণহাসিসহ ঘোর অসম্মতি জানালাম। আর, আকাস্যার, খাইকে পান 'বানারসওয়ালা' (দু দিন ধরে পান চিবুচ্ছেন ইদিকে বানারসওয়ালী!!!)
    যদিও, অমিতাভের নাচের "চেষ্টা" আমার ব্যাপক এন্টারটেনিং লাগে
  • ei ekjan | 128.214.72.24 | ২৬ নভেম্বর ২০০৯ ২১:২৬429704
  • youtube-e "rajusrivastav - filmfareaward4"

    http://www.youtube.com/watch?v=a-Dr--GpJAs
  • ei ekjan | 128.214.72.24 | ২৬ নভেম্বর ২০০৯ ২১:২৭429705

  • Bratin | 117.194.99.160 | ২৬ নভেম্বর ২০০৯ ২২:৪২429706
  • অমিতাভের অন্ধ ভক্ত। কিন্তু উনি নাচতে পারেন এটা মানা চাপের। tkn ই ভালো বলেছে 'নচের চেষ্টা করেন'

    আর্য্য যে গান টি সেটা হল 'প্যার কা ধুন শুনাতা হুন, ড্যান্স ন্যা দিখাতা হুন। ডিস্কো ভাংড়া ...ইত্যাদি ইত্যাদি

    মাধ্যমিকের পরীক্ষার পরে দেখতে গিয়েছিলাম 'GJS'। আর এসে গুন গুন করে গান গাইতে গিয়ে মায়ের কছে ধরা পরেছিলাম :-))

  • Sayantan | 159.53.110.144 | ২৬ নভেম্বর ২০০৯ ২২:৫৯429707
  • মামাবাড়ি যাবার নাম করে সেই শোলে দেখতে যাওয়া। তবসে হম বন গয়ে গুরু কা চেলা। রেস্ট ইজ হিস্ট্রী।
  • Samik | 122.162.75.223 | ২৬ নভেম্বর ২০০৯ ২৩:৪৩429709
  • সবাই ঠিকঠাক সময়ে শোলে দেখে নিয়েচে, না? আমি ক্যামন য্যানো ছিলাম। কলেজে ওঠার আগে পজ্জন্ত অমিতা বচ্চনের সিনেমা দেখি নি, এমংকি কিশোর কুমারের একটাও হিন্দি গান শুনি নি। কী করে যে হয়েছিল, কে জানে!

    বাড়িতে হিন্দি সিনেমার কথা বলা বা হিন্দি গানের কলি ভাঁজা ছিল বখে যাবার শেষ ধাপ। সেখান থেকে এসে আজ দিল্লিতে। বখেই গেলাম শেষমেশ।
  • Tim | 71.62.121.158 | ২৭ নভেম্বর ২০০৯ ০১:৩২429710
  • কেন আমিই তো শোলে দেখিচি উ:মার সময়। গান অবিশ্যি শোনা যেত। সবরকম । :)
  • nitai | 152.2.94.242 | ২৭ নভেম্বর ২০০৯ ০২:৫৬429711
  • শোলে দেখতে চাইলেও দেখার সুযোগ ছিল না। টি ভি তে কোনদিন দেখাত না, যাদের ভি সি আর ছিল, তারা ক্যসেট যোগাড় করে দেখে নিয়েছিল। এইট এ পড়ার সময় রিপাবলিক ডে তে দূরদর্শন দিল। তখনি দেখা । বিগ ইভেন্ট। মেহ্ববুবা মেহ্বুবুবা গান টাই যখন মন দিয়ে ফেলেছি, বাবা বোঝাতে লাগলেন, নাচের সময় হেলেন এর পা কিরকম অফ বিটে পড়ছে দেখ, এটাই নাকি নাচ টার স্পেশালটি । কি গেরো। একেই বলে অপপ্রচার বা হাইট ওফ মিস-প্রোপাগান্ডা । এই ফান্ডা টা পরের দিন স্কুলে দিতে গিয়ে কি হ্যাটা, কি হ্যাটা, 'আরে বোকা পা টা কোথায় পড়ছে, সেটাই দেখলি, পা টা দেখলি না' ।
  • Bratin | 125.18.17.16 | ২৭ নভেম্বর ২০০৯ ১০:২৯429712
  • ইয়ে, আমি ও শোলে দেখেছিলাম ১১ র ২ টো পরীক্ষা র মাঝে। বিদ্যামন্দির থেকে। সে এক মজার ব্যাপার।

    ওপরে সিনেমা র নাম আর কোন হল ,লিখে তার তলায় কে কে যাচ্ছে লিখে মহরাজ কে জমা দিয়ে। মহরাজ বললেন যদি তোমাদের বড়ি থেকে খোঁজ নেয় তো আমি কি বলবো? তাই..... :-))
  • Arijit | 61.95.144.122 | ২৭ নভেম্বর ২০০৯ ১০:৩৪429713
  • শোলে কবে দেখিচি মনে নেই, তবে মোটামুটি ডজনখানেক বার তো দেখিচি বটেই। প্রথম হলে হিন্দি সিনিমা অবিশ্যি কেলাস টেনের পর - দীওয়ার। তার আগে আমাকেও বেথের মতন ভাবানো হইছিলো।
  • tkn | 122.173.186.215 | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৭:৩০429714
  • 'পা' দেখলাম।
    না: মোটেই উচিত না ... প্রশ্নই ওঠেনা.. জাস্ট ভাবাই উচিত নয় এসব...

  • Pulu | 115.184.197.16 | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৭:৪৫429715
  • কেমন লাগল? একটু ডিটেলে পিলিইইজ।
  • tkn | 122.173.186.215 | ০৫ ডিসেম্বর ২০০৯ ১৮:৫৯429716
  • ছিমছাম। দেখুন, ভালো লাগবে মনে হয় :-)
  • pi | 72.83.97.171 | ০৬ মে ২০১১ ০১:২২429717
  • গুরুকে নিয়ে কমিক সিরিজ ও বেরিয়ে গেছে ! :o

    http://manojtech.com/manoj/?page_id=5134
  • Mmu | 93.9.77.229 | ০৬ মে ২০১১ ০৩:০৮429718
  • 'pi'

    GURUISALLWAYSGURU
  • Update | 122.248.183.1 | ০৬ মে ২০১১ ১১:০৮429720
  • Name:arindamMail:Country:

    IPAddress:59.93.240.213Date:06May2011 -- 07:20AM

    অমিতাভ বচ্চান। গুরুর ক'টা সিনেমা কতবার দেখেছি মনে নেই তবে গুরুর সিনেমা দেখার মজা তসবীর মহলে। শুধু গুরুরকে দেখার জন্য তসবীর মহল। ম্যায় আজাদ হুঁ দেখছি, প্রথম সিন ট্রেণ আসছে, চারপাশে গুঞ্জন, আ রাহা হ্যায় ...
    এসে গেছে দুটো হাতের ১০টা আঙুল দেখা গেল চীৎকার শুরু ... গুরু উঠল, সকলে উঠে পড়ল ... চীৎকার গুরু আ গিয়া ...
    সিনটা শেষ, সকলে মিলে চিৎকার,
    "ফিরসে দিখা' ফিরসে দিখা ...
    ব্যস আবার ট্রেণ আসছে ...
    অমিতাভের "অবসর' নেই। অবসর নেওয়ার কোন দরকার নেই ...

    ---------------------------------------------------------------------

    Name:SCMail:Country:

    IPAddress:24.3.17.103Date:06May2011 -- 10:46AM

    একটা সময়ে বাড়িতে হিন্দি ছবি দেখার কড়াকড়ি ছিলো, ভাবতেই কেমন লাগে।
    আমার গুরুর সাথে প্রথম পরিচয় ওনার প্রৌঢ় বয়সের ছবি দিয়ে। ছবির নাম "হাম"।
    দূরদর্শনে দ করে যা দেখায়, যা পাই তাই খাই আর কি। কিন্তু তাতেই ফ্যান।
    এখনো ভুলিনি "বাখতাওয়ার" বলে সেই চিৎকার, আর কিমি কাটকারের সাথে সেই নাচ।
    এরপরে একদিন মায়ের সাথে তুমুল ঝগড়া করে শুক্রবার রাতে পারমিশন যোগাড় করে ফেললাম দিওয়ার দেখার।
    এর জন্য বোধায় তাড়াতাড়ি হোমওয়ার্ক ইত্যাদি শেষ করে রাখতে হয়েছিল।

    কিন্তু কি দেখলাম, কি দেখলাম। দিওয়ার আমার জীবনে টার্নিং পয়েন্ট। তারপরে কত দেখলাম, কিন্তু একশন হিরো একজনই, তিনি অমিতাভ। ঢিসুম ঢিসুমে প্রথমে অমিতাভ, তাপ্পরে ভগবান। হলিউড ফলিউড সব বাল।
    অমিতাভ নাচতে পারেন না, তাতে আমার বয়েই গেলো, ওসব কাজের জন্য ছোটখাটো অনেক অলসো র‌্যান আছেন।
    কিন্তু দিওয়ার জঞ্জীর শোলের মতো ট্রিলোজী নামানোর ক্ষমতা কটা লোকের আছে।

    সারা স্কুলজীবন ধরে শোলে দেখবো দেখবো করেও দেখতে পাইনি, কোন এক কাকুর বাড়িতে একটুখানি ভিসিআরে দেখেছিলাম একবার, ঐ ট্রেনের একশন সিনটা আর আসরানির সিনটা। সেটাই মনে মনে বারবার রিওয়াইন্ড করতাম। নয় দশ ক্লাসে পড়তে মনেহয় দেখেছিলাম প্রথম বার, তখন বাড়িতে কেবল এসেছে।

    ননহিরো অমিতাভের সিনেমা দেখিনা। ওসব চরিত্রাভিনয় ফয় বুজি না, অমিতাভ মানে আমার কাছে সিস্টেমের কাছে মার খাওয়া একটা রাগী যুবক, অন্য অমিতাভগুলো সব মিথ্যা।

  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন