এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রাহুল-ডিম্পির বিয়ে imagineনারী দিবসে কী দারুণ গিফট

    arindam
    অন্যান্য | ০৭ মার্চ ২০১০ | ৩৮৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • arindam | 59.93.255.73 | ০৭ মার্চ ২০১০ ০৭:২২444478
  • নারী দিবসের প্রাক্কালে রিয়েলিটি শো দেখাল- RDLG(রাহুল ডিম্পিকো লে গ্যায়া)
    ***************
    অনেকদিন বাঁদরদের সঙ্গে দেখা নেই। মাঝখানে ওদের ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছিল।অপহরণের চাপে ওরা একটু গুটিয়ে ছিল কিছুদিন। এখন আস্তে আস্তে সেই ট্রমা থেকে বেড়িয়ে এসেছে। তা কালকে আমাকে sms জানাল- "আজ যাব, পারলে থেকো'। অনেকদিন পর ওদের smsআমি'ত বেজায় খুশি।তা কয়েক পাত্তর চড়িয়ে একটু রাতে আমি হাজির কদমগাছে। বসে আছি, যথারীতি সেই আগের মতন হুড়মুড়িয়ে এসে হাজির।
    বসন্তের রাত মনোরম ফুরফুরে হাওয়া, বেশ লাগছে আমি'ত মনে মনে দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের গান ভাজছি।এমন সময় ওদের মধ্যে যার বয়স একটু বেশী সেই বলল,
    কী ব্যাপার আজ যে মনে খুব পুরকি, কী বৌ নেই নাকী বাড়িতে?
    আমি বললাম, আছে।
    - বাব্বা!তাহলে এত পুরকি কীসের?
    আমার উত্তর, বাঙালির জয় দেখে।
    - কীরকম?
    - ডিম্পি, পাঞ্জাব আর মহারাষ্ট্রকে হারিয়ে বাংলাকে এক বিরল সম্মান এনে দিল আজ।
    -ডিম্পি? সে কে...
    শেষ হয়নি কথা, আমি বললাম এই'ত দোষ তোমাদেরGKতে খুব দুর্বল, ডিম্পি গাঙ্গুলি।
    - তা সে কী করল?
    - কী করল মানে! বোঝো কান্ড!এই একমাস ধরে imagine TVতে শরীরী বিস্ফোরণে, হাসির বিচ্ছুরণে বিশ্ববাসীকে মুগ্‌ধ করে সকলের সামনে থেকে, সকলের অগোচরে "সোনার টুকরো' ছেলে রাহুল মহাজনের অন্তরবাস হয়ে উঠল।
    টেঁপি (ওদের মধ্যে একমাত্র মহিলা বাঁদর) বলল, তা এখনও এইরকম চালু আছে নাকী তোমাদের মধ্যে?
    আমি , ঠেঁস দিয়ে বললাম, কীরকম?
    - এই একজন ছেলে খুলে আম, টিপে টুঁপে, নেড়ে চেড়ে, ঘেঁটে ঘুঁটে মেয়ে বাঁছবে আর গোটা দেশের লোক আহ্লাদে আটখানা হয়ে দেখে যাবে।
    - আমি একটু চড়া সুরে বললাম। দেখ রবীন্দ্রনাথ বলেছেন - সত্যের নিকট নিবিড়ভাবে পরাস্ত হইঅলে সত্যের উপলবদ্ধি হইয়া থাকে', ইহাই সত্য। এটাই "রিয়েলিটি'। তাই শো করে দেখানো হচ্ছে।
    কথায় আছে, "সোনার আংটি বাঁকা হলেও সোনা' কদর আলাদা বুঝলে।নইলে ভাব, রাহুলের জন্য কী না করল মেয়েগুলো, র‌্যাম্পে হাঁটা থেকে শুরু করে, "বুকে'ভর দিয়ে ডন দেওয়া কিছু বাদ রাখলানা।
    - তারপর।
    - তারপর আর কি, রাহুল বেস্ট অফ ত্রি বেছে নিল, নিজ নিজ ধর্ম অনুযায়ী বিয়ের আগে যা যা হওঅয়ার সব হল, সব করল নিষ্ঠা ভরে তারপর লজ্জা লজ্জা মুখ করে(এগুলো ও প্রাকটিস করেছে, ভেবোনা না এমনি এমনি হয়)এসে দাঁড়াল মঞ্চে। রাহুঅল শেষে ডিম্পির গলায় মালা পরাল, ব্যস্‌।
    - তা তোমাদের নিয়ম অনুযায়ী বিয়ের আসরে গিয়ে বিয়ে না হলে মেয়েরা যে লগ্নভ্রষ্টা হয়, সেতো তোমাদের শাস্ত্র বলা আছে। এখন ঐ বাকী দুজনের কী হবে?
    - কী আর হবে, এই লগনে তাঁরা শুধু গান গাইঅবে, ভাইয়া অর ভাবিকা...আর ফুল ছেঁটাবে।
    - ওদের আর বিয়ে হবেনা, কারণ বিয়ে ছাড়া কোন কাজ থাকতে পারে মেয়েদের তোমাদের দেশে তা'ত মনে হচ্ছে না।
    - নিশ্চয়ই হবে। মহাজনের রিজেক্ট করা "মাল' কোন হরিজন তুলে নেবে।
    "নারী দিবসএর' প্রাক্কালে এইরকম রিয়েলিটি শো, আর তাতে বাঙালির এই জয় আমাকে খুব আনন্দ দিল, আমি'ত হাসছি, তা এইসময় সবে্‌চয়ে খচ্চর যে বাঁদরটা সে বলল, আচ্ছা তোমাদের "সুহাগ রাত' বলে কোন রিয়েলিটো শো নেই, শুরু হয়নি?
    - আমি বললাম না,
    বলল, হবে খুব শিগগিরি শুরু হবে "সুহাগ রাত' ১০১ রাতে।
    আমি বললাম দেখ, এইসব অসভ্যতা আমার পছন্দ নয়, আমাদে একটা কালচার আছে, খুলে আম সুহাগ রাত দেখানো অপকৃতি।
    কী হারামি বাঁদরগুলো কী বলব, বলে কী কেন বাকগ্রাউন্ডে রবির গান দিয়ে দিও
    "আমার সকল রসের ধারা/তোমাতে...'
    আমি আর কথা বাড়াইনি গাছ থেকে নেমে দে চম্পট।
  • kaatakutu | 65.82.131.225 | ১০ মার্চ ২০১০ ০২:৪৬444489
  • অরিন্দম,

    বড্ডো ভালো লিখেছো। এই র‌্যাম্পে হাঁটা পাতলি কোমর মহিলারাই কলেজে ইঙ্গরাজীতে ফোঁস ফোঁস আর শিব রাত্রির দিনে উপোষ করে। । কিছুদিন পরে ঐ রাহুল মহাজনের এঁটো গুলো women liberation নিয়ে হেব্বি বক্তিমে ঝাড়বে।

  • Shuchismita | 71.201.25.54 | ১০ মার্চ ২০১০ ০৬:২৬444500
  • এই লেখাটা পড়ে রাহুল-ডিম্পি দিয়ে গুগুল সার্চ করে ব্যাপারটা জানলাম। এখনো ঠিক হজম হচ্ছে না। এমন সত্যি হয়েছে! এমন হওয়া সম্ভব!!!
  • m | 173.26.17.106 | ১০ মার্চ ২০১০ ০৬:৪৮444503
  • Kaatakutu, আপনার 'এঁটো' শব্দটি চোখে আঙুল দিয়ে আসলে সমাজে মেয়েদের অবস্থান টা বুঝিয়ে দেয়।

  • Shuchismita | 71.201.25.54 | ১০ মার্চ ২০১০ ০৬:৫৫444504
  • Kaatakutu মনে হয় কথাটি ব্যাঙ্গার্থেই ব্যবহার করেছেন। মানে আমার সেটাই মনে হল।
  • arindam | 59.93.243.243 | ১০ মার্চ ২০১০ ০৭:২৩444505
  • আসলে, এটাই বাজার। সে কোনো জায়গায় ফাঁক রাখবেনা।এই শো তে রাহুল যাকে বিয়ে(???) করলেন সেই ডিম্পি গাঙ্গুলিকে সতীত্বের পরীক্ষা দিতে হয়েছিল। সতী শব্দের কোন পুংলিঙ্গ নেই তা আবার প্রমাণ হল। কী সেই বিষয়? ডিম্পির কোন বন্ধু(পুরুষ অবশ্যই)অস্ট্রেলিয়ায় থাকে তার সঙ্গে ডিম্পির সম্পর্ক কীরকম। এখন কীরকম কথা হয় তা প্রকাশ্যে স্পীকার ফোনে সকলকে শোনানো হল। সীতার অগ্নিপরীক্ষা যুগে যুগে।আমি বলছিনা এইধরনের অন্যায় কেউ করেনা, করে হয়ত কিন্তু তা বলে প্রকাশ্যে একটা TVশোতে এইধরনের কাজ মানে তাকে স্বীকৃতি দিয়ে দেওয়া।
  • Nina | 76.124.208.223 | ১০ মার্চ ২০১০ ০৭:২৪444506
  • ঋঅহুল ডিম্পি পড়ে নেটসার্চ করে সমস্ত পড়লাম--পড়ে তো থ! এস্ব কি হচ্ছে মাথায় ঢুকছেনা -----জেনারেশন গ্যাপ! আমি বোধহয় তাতেই ভুগছি।
  • kaatakutu | 69.137.86.240 | ১০ মার্চ ২০১০ ০৮:০৭444507
  • এঁটো কথাটা শ্রুতিমধুর নিশ্চই নয়। হ্যাঁ আমি ব্যাঙ্গার্থে ব্যাবহার করেছিল্লম। বউ খেদানো ছেলের জন্য মেয়ে গুলর অমন হ্যাংলামো দেখে আর অন্য কোনো শব্দ মাথায় এলোনা। কাউকে আঘাত দিয়ে থাকলে দুখিত:
  • Shuchismita | 71.201.25.54 | ১০ মার্চ ২০১০ ০৮:৪৩444508
  • যাহ! আমি তো তাহলে ভুল বুঝেছিলাম। হ্যাংলা মেয়ে হলেই তার সম্পর্কে "এঁটো" কথাটা ব্যবহার করা যায়!!!! উফ্‌ফ্‌ফ!!
  • santanu | 82.112.6.2 | ১০ মার্চ ২০১০ ০৮:৫৭444479
  • আরে, কিছুদিন আগেই তো রাখী সাওয়ান্ত এমন করল, সেখানেও তো অনেক হ্যাংলা, এঁটো ইত্যাদি ইত্যাদি ছেলে ছিল।

    দু-চারটে ছেলে মেয়ে করে কম্মে খাচ্ছে, খাক। দেখতে না ইচ্ছে হলে, দেখবো না।
  • arindam | 202.56.207.56 | ১০ মার্চ ২০১০ ১০:১৫444480
  • হ্যাঁ রেপ হচ্ছে হোক, আমিতো আর করছিনা...
  • a x | 99.165.171.34 | ১০ মার্চ ২০১০ ১০:২২444481
  • এটা কি এই আম্রু দেশের ব্যাচেলর বা ব্যাচেলরেটকে নকল করে? মাইরি বলছি এটা দেখেই আমার সবচেয়ে অসহ্য লাগে। ন্যক্কারজনক কাজ কর্ম গুলোও টুকে করতে হবে, সেগুলোও নিজে থেকে করার এলেম নেই!
  • Arijit | 61.95.144.122 | ১০ মার্চ ২০১০ ১০:২৪444482
  • এখানে রিয়েলিটি শো যেগুনো হয় তার প্রত্যেকটা অন্য কোথাও থেকে টোকা। এবং ভালো করে টুকতেও পারে না। স্ট্রিক্টলি কাম ডান্সিং টুকে নাচ্‌ বলিয়েঁ - ম্যাগো, এত জঘইন্য নাচের প্রোগ্রাম হতে পারে জানা ছিলো না। অথচ কখনো বিবিসির স্ট্রিক্টলি কাম ডান্সিং দেখো চান্স পেলে...ভুলতে পারবে না।
  • a x | 99.165.171.34 | ১০ মার্চ ২০১০ ১০:৪৪444483
  • তবে এরমধ্যে রেপ টেপ এল কেন?
  • Arijit | 61.95.144.122 | ১০ মার্চ ২০১০ ১০:৪৮444484
  • ওটা শান্তনুর "দেখতে ইচ্ছে না হলে দেখবো না'-র উত্তরে:-)

    তবে সিরিয়াসলি - শনি-রবিবার ইএসপিএন আর স্টার স্পোর্টসে প্রিমিয়ার লীগ (যদি দেখায়) ছাড়া টিভিতে দেখার মতন আর কিছুই নাই।
  • dipu | 61.12.12.83 | ১০ মার্চ ২০১০ ১০:৫২444485
  • বাজে কথা। টিভিতে দেখার মত গুচ্ছ জিনিস আছে।
  • dukhe | 202.54.73.130 | ১০ মার্চ ২০১০ ১০:৫৫444486
  • রেপের রিয়েলিটি শো কি চালু হয়ে গেছে ?
  • dukhe | 202.54.73.130 | ১০ মার্চ ২০১০ ১০:৫৭444487
  • টিভি তো আমি এমনি এমনি দেখি । দিব্বি দেখতে । অন না করলেই হল ।
  • a x | 99.165.171.34 | ১০ মার্চ ২০১০ ১১:২২444488
  • :-)) ইনফ্যাক্ট গত ৭-৮ মাস ধরে আমাদের টিভিটা ঠিক এই অবস্থাতেই আছে। তার ওপরে একটা সুন্দর ঢাকনা লাগিয়ে তাকে টেবিলের মত ব্যবহার করা হয়। ঐ ডিজিটাল হবার পর আর বক্স টপ কেনা হয়নি।
  • Samik | 219.64.11.35 | ১০ মার্চ ২০১০ ১৫:৫১444490
  • রাহুল ডিম্পি আমি একবার একটু টুকরো দেখে ফেলেছিলাম। কোনও একটা নিউজ চ্যানেলে নন প্রাইম টাইমে তাই নিয়ে মশলা বানাচ্ছিল। তারপর থেকে আমি আর ঐ লাইনে কোনও খবরাখবর রাখি নি। মানে, যেটা দেখেছিলাম তখন ডিম্পি ছাড়াও আরো অনেক মেয়ে ছিল। একটি মেয়েকে ভার্চুয়ালি রেপ করা হচ্ছিল তখন।
  • de | 59.163.30.5 | ১০ মার্চ ২০১০ ১৫:৫৫444491
  • এই শো'টা নিয়ে শুনেছিলাম -- রাখী সাওয়ান্ত ও সিমিলার কিছু একটা করেছিলো -- আর ইয়ে 'এঁটো' ঐ অর্থে ব্যবহার হলে ঐ হনুমান পাতাখেকো তো আগে থেকেই "এঁটো" !

    অরিন্দম ভালো লিখেছেন! আলোকপ্রাপ্ত হলাম!
  • Samik | 219.64.11.35 | ১০ মার্চ ২০১০ ১৮:২১444492
  • রাখী সামন্তও বোধ হয় একটা এপিসোড দেখেছিলাম। মানে অর্ধেক।

    আর যাক্‌গে! ভারতে সব রকম টেস্টওলা জনগণই তো আছে। সবার জন্যেই কিছু কিছু এন্টারটেইনমেন্ট শো তো রাখতে হয়। নইলে তারা দেখবে কেন?
  • . | 125.18.104.1 | ১০ মার্চ ২০১০ ১৮:৪৯444493
  • রাখী সামন্ত? পূর্ব মেদিনীপুরের মেয়ে নাকি?
  • dipu | 61.12.12.83 | ১০ মার্চ ২০১০ ১৮:৫০444494
  • :-P
  • kaatakutu | 65.82.131.225 | ১০ মার্চ ২০১০ ২৩:৫১444495
  • আমি শুনেছি রাখী সাওয়ান্ত নাকি টিভির এক এপিসোডে সীতার চরিত্র অভিনয় করেছিলেন। সেখানে রাবণ সীতকে ভয় দেখিয়ে বলে, তু লূট জায়েগী।
    সীতা (রাখী) নাকি বলেছিলো, 'চলেগী'!!
  • Du | 65.124.26.7 | ১১ মার্চ ২০১০ ০০:১৩444496
  • আর এই ইমাজিন হলো এন্ডিটিভি ইমাজিন! এন্ডিটিভি কিছু একটা ভ্যালুর জন্য দাঁড়ায় ভাবতাম। অবশ্য সামনের পেজ পুরৈ টৈ এর অনুসারী।
  • rokeyaa | 203.110.246.230 | ১১ মার্চ ২০১০ ০০:২১444497
  • অজ্জিতদা, রোব্বার অন্য কিছু দেখতে চাইলে আকাশে লক্ষীছানা দেখতে পারো, গোলা হয়।
  • kanak | 203.197.118.120 | ১২ মার্চ ২০১০ ০০:০৬444498
  • রাখীর সঙ্গী রাহুলের বিয়ে হোলে বেস হোতো
  • n | 203.197.118.120 | ১২ মার্চ ২০১০ ০০:১৭444499
  • ভলো লোকের অএইসোব শোয় দেখেন।।।
    দেখে্‌ল বোধোওম হোয়।।।
  • Debu | 170.213.132.253 | ১২ মার্চ ২০১০ ০২:১৮444501
  • রাহুল তো প্রমোদ মফিয়ার ছেলে, ও আর কতো ভালো হতে পারে? ড্রাগ,বৌ পেটানো,সব গুনেই ভরপুর মাল একটা
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন