এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কলকাতা কর্পোরেশনের ভোট

    santanu
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১০ | ৫২১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • santanu | 95.141.130.90 | ২৫ এপ্রিল ২০১০ ১৬:০৬449408
  • সব ভোটের আগে বড়ো ছোটো সব পার্টি একটা অ্যাজেন্ডা ছাপায় না, ভোটে জিতলে কি কি করবে- সেই রকম, এখানে আপনারা ও লিখে ফেলুন ছোটবেলাকার রচনা - ভোটে আপনার পার্টি জিতলে আর আপনি মেয়র হলে, কলকাতার জন্য কি কি করবেন আগামী পাঁচ বছরে।

    মনে রাখবেন আপনার বাড়ি হুগলীতে হলে ও আপনি বোধ হয় কলকাতায় রোজ আসেন বা আপনার বাড়ি লুরু তে বা শিকাগোতে হলেও আপনার পরিবার পরিজন কলকাতাতেই আছেন - তাই লিখে ফেলুন। আপনি কোন দলদাস নন, দিব্বি লিখাপড়া জানা মানুষ, ভালোমন্দ বোঝেন, তাই লিখে ফেলুন।
  • bb | 115.117.252.78 | ২৫ এপ্রিল ২০১০ ১৯:১১449419
  • ১) নির্বিচারে জলাজমি বুজিয়ে সর্বত্র বহুতল বানানো আর মল বানান বন্ধ করব,
    ২) শক্ত হাতে শহরের মধ্যে Biz District আর Residential Area র ভেদা- ভেদ বজায় রাখব।
    ৩) যত্রতত্র হকার বসা আর ফুটপাথ দখল বন্ধ করব।
    ৪) রাস্তা ভেঙ্গে চড়া করব বিশেষ করে বড়বাজার, উত্তর কলকাতায়।
    ৫) বস্তির উন্নয়নে একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে তাদের সুপারিশ কার্যকর করব।
    ৬) কর বাড়িয়ে পরিষেবা বাড়াব
  • Manish | 117.241.229.58 | ২৬ এপ্রিল ২০১০ ১১:৩৪449430
  • আমি ৯৮ ওয়ার্ডের বাসিন্দা।
    মেয়র হলে প্রথমকাজ নন্দরাম মার্কেট ভেঙ্গে গুড়িয়ে দেওয়া।

    বাদবাকিগুলো চিন্তা করে বলছি।
  • Samik | 219.64.11.35 | ২৬ এপ্রিল ২০১০ ১৩:৪০449441
  • আমার ঊর্ধ্বতন নিম্নতন চোদ্দ দুগুনে আঠাশ পুরুষের কেউ কোনওদিন কলকাতা থাকে নি, থাকে না। আমি ক্যানো লিখবো? অ্যাঁ?
  • Arijit | 61.95.144.122 | ২৬ এপ্রিল ২০১০ ১৪:০৯449452
  • আমি লিখবো না। কারণ সিম্পল - দুম করে কক্ষণো কার্ড শো করতে নেই;-)
  • santanu | 82.112.6.2 | ২৬ এপ্রিল ২০১০ ১৬:৩৯449456
  • আজ দেখলাম কলকাতা পুরসভার ২৬৪ স্কুল আছে, ২০০ টা নিজের বিল্ডিং, গড়ে ১৫৬ করে ৪১,০০০ পড়ুয়া, বছরে খরচ ২৫ কোটি।
    আমি ৬৪ টা ভাড়া বাড়ি ছেড়ে দেব, ১০০ টা স্কুলের জমি নিলাম করে বেচে দেব, শুধু ১০০ টা স্কুল চালাবো। ১৬৪ টা বন্ধ স্কুলের পড়ুয়া ও টিচার দের অন্য স্কুল গুলোতে নিয়ে আসব, তখন প্রতি স্কুলে গড়ে হবে ৪১০ টা পড়ুয়া। ২৫ কোটি আর ১০০ টা স্কুলের জমি বেচা টাকা লাগাবো, ঐ চালু ১০০ টা স্কুলের পেছনে। পড়ুয়া দের ভালো মিডডে মিল, বাসে আসার কুপন, খাতা বই, সব ফ্রী।
  • til | 220.253.240.3 | ২৬ এপ্রিল ২০১০ ১৬:৫৪449457
  • এক নম্বর:
    আমি একটা নতুন ব্যাটেলিয়ন গড়ে তুলবো কলকাতা পুলিশের। একদম নতুন।
    মিনিমাম গ্রাজুয়েট ( মাইনে তো খারাপ না) ও সব স্তরে নতুন লোক। SEB কে ফেলে রেখে NTPC যেমন করে তৈরী হয়।
    পরেরটা বলছি- দেখি জনগণ কি করে রিয়াক্ট করে।
  • Arijit | 61.95.144.122 | ২৬ এপ্রিল ২০১০ ১৬:৫৬449459
  • আইডিয়ালি পুলিশ সিস্টেম অটোনোমাস হওয়াই ভালো।
  • Arijit | 61.95.144.122 | ২৬ এপ্রিল ২০১০ ১৬:৫৬449458
  • কপু তো কর্পোরেশনের হাতে নয় - এটা করবেন কি করে?
  • Blank | 170.153.65.102 | ২৬ এপ্রিল ২০১০ ১৭:১৭449409
  • শান্তনু দা, এই ১০০ টা স্কুলের ডিস্ট্রিবিউসান কেমন হবে কোলকাতার ভিত্তিতে। যে সব স্কুল তুলে দেবে, সেই সব স্কুলের পড়ুয়াদের nearest স্কুল কি হবে?
  • til | 220.253.240.3 | ২৬ এপ্রিল ২০১০ ১৭:২২449410
  • ক পু হল ফার্স্ট লাইন অফ কন্ট্যাক্ট। আইনের প্রথম হাত। হাজার গন্ডা আইন, সি্‌দচ্ছে ব্যর্ত হতে বাধ্য, যদি ক পু কিছু না করে।

  • til | 220.253.240.3 | ২৬ এপ্রিল ২০১০ ১৭:২৩449411
  • উফ, বানান ভুল:
    সদিচ্ছে,
    ব্যর্থ
  • Arijit | 61.95.144.122 | ২৬ এপ্রিল ২০১০ ১৭:৩০449412
  • সে সব তো ঠিক আছে, কিন্তু কপু-রিলেটেড কিছুই মেয়রের হাতে নয় (এখানকার সিস্টেমে)
  • santanu | 82.112.6.2 | ২৬ এপ্রিল ২০১০ ১৮:০০449413
  • Blank, ১০০ টা স্কুলের ডিস্ট্রিবিউসন তো ম্যাপ ফেলে, যাতে বাকি ১৬৪ টা বন্ধ হয়ে যাওয়া স্কুলের বাচ্চাদের সবচেয়ে কম ট্রাভেল করতে হয়, সেই ভাবে করা হবে। আর ঐ যে, বাচ্চাদের ফ্রী বাসের কুপন দেওয়া হবে। তখন তো প্রচুর পয়্‌সা, ১০০ স্কুলের জমি বেচা টাকার সুদ কি কম?
  • aka | 168.26.215.13 | ২৬ এপ্রিল ২০১০ ১৮:২৬449414
  • ১। জল জমা বন্ধ করব
    ২। জ্যাম কমাব
    ৩। সরকারী হাসপাতালগুলোকে পরিষ্কার করব।
    ৪। সারা শহর পরিষ্কার করব
    ৫। বাস ড্রাইভারদের অ্যাক্সিডেন্ট না করার জন্য ইন্সেটিভ দেব।
  • Arijit | 61.95.144.122 | ২৬ এপ্রিল ২০১০ ১৮:৩৫449415
  • ১ আর ৪ ছাড়া একটাও মেয়রের হাতে নয়। লোকজন মেয়র হবে কি করে? ;-)
  • aka | 168.26.215.13 | ২৬ এপ্রিল ২০১০ ১৮:৪৩449416
  • হাসপাতাল পোস্কারও মেয়র করতে পারে না? তাহলে এই পদটা তুলে দেওয়া উচিত। আরে জ্যাম কমানো তো ভিশন স্টেটমেন্ট, মিশন হল রাস্তাঘাট বানানো ইত্যাদি।

    আচ্ছা মেয়র কি কি করতে পারে?
  • Arijit | 61.95.144.122 | ২৬ এপ্রিল ২০১০ ১৮:৪৫449417
  • ড্রেনেজ, রাস্তাঘাট/ফুটপাথ, ময়লা পোস্কার, বাড়িঘর সংরক্ষণ/প্ল্যানিং/পারমিশন ইত্যাদি। ট্রাফিক, পুলিশ ইত্যাদি নিয়ে মেয়রের কোনো কাম নাই।
  • Manish | 117.241.228.164 | ২৭ এপ্রিল ২০১০ ১০:৪৯449421
  • কোলকাতার রাস্তাঘাট জল দিয়ে ধোয়াবার পুরোনো সিস্টেম নতুন করে চালু করবো।সেই যে মশকে জল ভরে ভোরভোর থাকতে রাস্তা ঘাট পরিস্কার করার ব্যাবস্থা আবার চালু হবে।
  • I | 59.93.160.17 | ২৭ এপ্রিল ২০১০ ১১:২৫449422
  • বেলফুলের মালা, বরখ, গ্যাসলাইট, পক্ষীর দল, সারেঙ্গীবাদন ও অ্যাক্সেসরিজ ফিরিয়ে আনবো। দ্বারকা ঠাকুর সমেত। কিন্তু ওঁর অজস্র গোপন চিঠির প্যাঁটরা ফিরিয়ে আনতে পারবো না। অকালকুষ্মাণ্ড ছোট নাতি সেসব পুড়িয়ে দেছে।

    যা পারবো না, তা পষ্টাপষ্টি বলাই ভালো। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ঠিক না।
  • de | 59.163.30.4 | ২৭ এপ্রিল ২০১০ ১৪:২০449423
  • দ্বারকা ঠাকুর অজ্জিনাল না তেনার ভূত(মতান্তরে আতমা)--কারে ফেরানো হবে?
  • santanu | 82.112.6.2 | ২৭ এপ্রিল ২০১০ ১৮:১৪449424
  • কর্পোরেশনের স্কুল গুলো ঠিকঠাক হয়ে গেছে, এবার কলকাতার বস্তি উন্নয়ন করে ফেলা যাক।

    একটা বস্তি, ধরা যাক বালীগন্‌জ এ আয়রন সাইড রোডের বস্তি।
    সেখানে কারা থাকে তাদের নামের লিস্ট বানিয়ে ফেলব। ধরা যাক ৪০০ ফ্যামিলী আর প্রায় ২৫০ কাঠা জমি।
    ঐ কোন একটা যোজনার টাকা থেকে প্রতি ফ্যামিলী কে মাসে ২০০০ টাকা দেওয়া হবে ১২ মাস অন্য কোথাও থাকার জন্য। ১ কোটি।
    ভালো প্রিফ্যাব্রিকেটেড বিল্ডিং বানানোর কোম্পানী কে অর্ডার দেওয়া হবে তিনতলা বিল্ডিং, আই আই টি হোস্টেলের মতো ৪০০ টা 1 BK ফ্ল্যাট বানিয়ে দিতে ৯ মাসের মধ্যে। প্রতি ফ্ল্যাটের সাইজ অরিজিনাল বস্তির ঘরের সমান, ধরলাম ৪০০ sft। এই বিল্ডিং এর ছাদে লাগানো থাকবে সোলার প্যানেল যাতে আলো পাখা আর টিভির পাওয়ার ফ্রী পাওয়া যায়।
    খরচ হবে প্রায় ১৫ কোটি আর একটা মাঝে খেলার মাঠ নিয়ে জমি লাগবে ১০০ কাঠা।
    তাহলে টোটাল খরচ ১৬ কোটি আর হাতে জমি রইলো ১৫০ কাঠা।
    এবার ঐ জমির আসল মালিক কে বলা হবে, এই নাও ১৫০ কাঠা খালি জমি, হাসতে হাসতে ২০ লাখ টাকা কাঠা বেচো আর আমায় মানে কর্পোরেশন কে ফেরত দাও ১৬ কোটি।

    এতোটা লিখে, অংক কষে আমার মনে হচ্ছে, কোথাও একটা ঘাপলা আছে, এতো সকলের ই win win হয়ে গেল, এমন হলে তো এতোদিনে কলকাতায় বস্তি বলে কিছু থাকতো না।
  • aka | 168.26.215.13 | ২৭ এপ্রিল ২০১০ ১৮:৩৯449425
  • শান্তনু-দা,

    জমির মালিক ২০ লাখ টাকা কাঠা হিসেবে কাকে বেচবে?

    যারা ১২ মাস অন্য কোথাও রইল তাদের তো অত টাকা দিয়ে জমি/বাড়ি কেনার সামর্থ্য নেই। আর সবার উইন উইন।
  • Arpan | 216.52.215.232 | ২৭ এপ্রিল ২০১০ ১৮:৫৮449426
  • বাড়ি বানানোর খরচ কোত্থেকে আসবে? ধার না যোজনা?
  • santanu | 82.112.6.2 | ২৮ এপ্রিল ২০১০ ০৮:৪৫449427
  • এগুলোতো সোজা ঘাপলা,
    @AKA
    ২০ লাখ তো বাজার দরের থেকে অনেক কম (বাইপাসের ধারে কালিকাপুরে ২০-২৫ লাখ কাঠা চাইছে), মালিক যাকে চাইবে বেচবে, না পারলে কর্পোরেশন নিজে বেচে, ১৬ কোটি কেটে বাকিটা মালিককে দিয়ে দেবে।
    যারা ১২ মাস অন্য কোথাও রইলো, সেই ৪০০ ফ্যামিলী তো ফ্রীতে একটা করে ৪০০ sft ফ্ল্যাট পাচ্ছে, তারা কিনবে ক্যানো?

    @Arpan
    বাড়ি বানানোর ১৫ কোটি আর ১২ মাসের ভাড়ার ১ কোটি, পুরোটাই কোনো যোজনা থেকে bridge loan, ১২ মাস পর ঐ ১৫০ কাঠা জমি বেচা পয়সা থেকে with interest শোধ।

    আয়-ব্যয় এর হিসাব হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু ঘাপলা নিশ্চই অন্য কোথাও। এই যে দুমাস আগে উল্টোডাঙ্গা স্টেসনের উল্টোদিকের বস্তি পুড়ে ছাই হয়ে গেল, তারপর মমতাদিদি আর অশোকদাদা খানিক তরজা করল 'জমি আমার আমি হ্যান করেঙ্গে ত্যন করেঙ্গে বলে' তারপর আবার সেই টিনের চাল ওয়ালা, একতলা ঘিনঝি টাইপের বস্তি বানিয়ে দিল। ওটাই তিনতলা বানালে অন্তত আধা সোনার দামের জমি খালি হয়ে যেতো।
  • Manish | 117.241.229.15 | ২৯ এপ্রিল ২০১০ ১২:৪২449428
  • তৃনমূল একক ভাবে প্রার্থী তালিকা প্রকাশ করলো কোলকাতা ভোটের জন্য।
    ৯৮ ওয়ার্ডে গৌতম ঘোষ। এটা পকাবু ব্যাপার না ,গৌতম বরাবর কংগ্রেস করে।
  • Manish | 117.241.229.15 | ২৯ এপ্রিল ২০১০ ১৫:১৯449429
  • চীনাকে এবার তৃ: ক: টিকিট দেয় নি।
  • Mmu | 78.236.153.102 | ৩০ এপ্রিল ২০১০ ০২:৪৮449431
  • ** মনিশ , চীনাকে আপনারাই নিয়ে নিন। এমনিতেই আপনাদের প্রার্থী পাওয়া যাচ্ছে না শুনলাম।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন